Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: oasis on November 11, 2020, 07:32:23 AM

Title: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: oasis on November 11, 2020, 07:32:23 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: smart_oa on November 11, 2020, 07:36:57 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি।


এর আগেও কথা হয়েছে। তবে আপনি নতুন তাই আপনি জিজ্ঞাসা করেছেন ঠিক আছে। একটি ভাল পোস্টের জন্য অন্যান্য সদস্যদের মাধ্যমে karma লাভ করা যেতে পারে। নতুন সদস্যদের প্রশংসা করার এটি একটি ভাল উপায়।

এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আপনার বাংলা text দুর্দান্ত দেখাচ্ছে তাই আপনার বাংলা ভাল থাকলে আপনি কেন Banglish লিখতে চান?
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: oasis on November 11, 2020, 07:40:41 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি।


এর আগেও কথা হয়েছে। তবে আপনি নতুন তাই আপনি জিজ্ঞাসা করেছেন ঠিক আছে। একটি ভাল পোস্টের জন্য অন্যান্য সদস্যদের মাধ্যমে karma লাভ করা যেতে পারে। নতুন সদস্যদের প্রশংসা করার এটি একটি ভাল উপায়।

এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আপনার বাংলা text দুর্দান্ত দেখাচ্ছে তাই আপনার বাংলা ভাল থাকলে আপনি কেন Banglish লিখতে চান?
আসলে আমার ল্যাপটপে কোনও বাংলা কীবোর্ড নেই। আমি আমার ইংরেজি অনুবাদ করতে গুগল অনুবাদ ব্যবহার করি। তবে কখনও কখনও এটি ভুল ফলাফল দেয়। সুতরাং বাংলিশে, এটি আমার পক্ষে ব্যবহার করা আরও সহজ হবে।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: smart_oa on November 11, 2020, 07:41:54 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি।


এর আগেও কথা হয়েছে। তবে আপনি নতুন তাই আপনি জিজ্ঞাসা করেছেন ঠিক আছে। একটি ভাল পোস্টের জন্য অন্যান্য সদস্যদের মাধ্যমে karma লাভ করা যেতে পারে। নতুন সদস্যদের প্রশংসা করার এটি একটি ভাল উপায়।

এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আপনার বাংলা text দুর্দান্ত দেখাচ্ছে তাই আপনার বাংলা ভাল থাকলে আপনি কেন Banglish লিখতে চান?
আসলে আমার ল্যাপটপে কোনও বাংলা কীবোর্ড নেই। আমি আমার ইংরেজি অনুবাদ করতে গুগল অনুবাদ ব্যবহার করি। তবে কখনও কখনও এটি ভুল ফলাফল দেয়। সুতরাং বাংলিশে, এটি আমার পক্ষে ব্যবহার করা আরও সহজ হবে।
বাংলাদেশী মডারেটর তেমন কঠোর নয়। আমি মনে করি তারা এটিকে অনুমতি দেবে। আপনার অন্য সদস্যদের এ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Malam90 on November 11, 2020, 08:23:39 AM
কারমা নিয়ে আমি অনেক পোস্ট দিয়েছি। এটা নিয়ে এত বেশি আলোচনা করা হয়েছে যে আর নতুন করে আলোচনা করার কিছুই নেই। আপনি দয়া করে আমার প্রফাইলে গিয়ে চেক করতে পারেন। এমন অনেক পোস্ট ও রিপ্লাই করেছি এ বিষয়ে বিষদভাবে।

আর বাংলা বোর্ডে শুধুমাত্র বাংলায় লিখেবেন। বাংললিশ এখানে গ্রহণযোগ্য নয়। আপনার ল্যাপটপে বাংলা কি বোর্ড না থাকলে আপনি নতুন একটা কি বোর্ড কিনেন।ল্যাপটপের কি বোর্ড ব্যবহার করলে দ্রুত সেটা নষ্ট হওয়ার সুযোগ থাকে তাই রাফ মাউস এবং কি বোর্ড ব্যবহার করবেন যেটা আমি করি। তবে আমি মূলত ডেক্সটপ ব্যবহার করি। আর গুগলের অনুবাদ ব্যবহার করবেন না, এতে অনেক ভুল থাকে। আর মাতৃভাষায় ভুল হলে সেটা খুবই দৃষ্টিকটু লাগে।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Malam90 on November 11, 2020, 08:29:35 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

কারমা নিয়ে অনেক পোস্ট আছে ফোরামে। আমার নিজেরও আছে এবং অন্যান্য সিনিয়র ভাইদের আছে। আমার কারমা নিয়ে করা একটা টপিকের লিংক দিলাম। এটা পড়লে আপনার কারমা নিয়ে প্রশ্নের উত্তর পাবেন। https://www.altcoinstalks.com/index.php?topic=170128.0
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Homos on November 11, 2020, 09:56:50 AM

উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আপনি চাইলে আপনি অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন। আমি মনে করি এটি আপনাকে অনেক সাহায্য করবে। আপনার বাংলিশ খাঁটি বাংলায় অনুবাদ করা হবে।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Malam90 on November 11, 2020, 10:01:25 AM

উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আপনি চাইলে আপনি অভ্র কিবোর্ড ব্যবহার করতে পারেন। আমি মনে করি এটি আপনাকে অনেক সাহায্য করবে। আপনার বাংলিশ খাঁটি বাংলায় অনুবাদ করা হবে।

অভ্রতে কিছু কিছু যুক্তাক্ষর লেখা যায়না। আমি আমার প্রাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলতেছি। সবচেয়ে ভালো এবং উপযোগী হচ্ছে বিজয় বায়া্ন্ন। আপনি বিজয় বায়ান্ন ব্যবহার করে যে কোন যুক্তাক্ষর যে কোন ওয়েবসাই বা ইন্টারনেটে লিখতে পারবেন কোন সমস্যা ছাড়াই। আমার দেখা এটাই বেস্ট বাংলা লেখার জন্য।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: ttcsalam on November 11, 2020, 11:59:27 AM
কিপ্ট্রো রিলেটেড ভালো পোষ্টের জন্য কারমা দেওয়া হয়। এবং সর্বনিম্ন ফুল মেম্বার র‌্যাংক ধারী রা কারমা প্রদান করতে পারেন।এবং আপনার যদি পোষ্ট সংখ্যা 135 টি হয় তা হলে আপনি ফুল মেম্বার হতে পারবেন।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: saidul2105 on November 11, 2020, 02:00:09 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারিd? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
ভাই কারমা দুই ধরনের হয়ে থাকে।  একটি হলো পজিটিভ কারমা এবং অন্যটি হলো নেগেটিভ কারমা।  আপনার পোস্ট টি পড়ে যদি কেউ খুশি হয়, অর্থাৎ আপনার পোস্টটি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এবং ক্রিপ্টোকারেন্সির  বিষয়ে   কোন মুল্যবান তথ্য বহন করে  তবে  সেক্ষেত্রে আপনি পজিটিভ কারমা পেতে পারেন।  অন্যদিকে আপনার পোস্ট টি যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না হয়ে কোন অপ্রাসঙ্গিক বিষয়ের হয় তবে কেউ কেউ আপনার পোস্ট এ বিরক্ত হয়ে নেগেটিভ কারমা দিতে পারে।
আর আপনি কখনো চেয়ে চেয়ে কারমা পাবেন না, কারমা দেওয়া না দেওয়া সবটাই নির্ভর করে আপনার পোস্টটি যে পড়বে তার উপর।

আর যেহেতু এটা বাংলা ফোরাম তাই এখানে বাংলাতেই পোস্ট করতে হবে।                     
                                                         
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Em00n01 on November 11, 2020, 03:28:39 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

কারমা মূলত ভালো হেল্পফুল পোস্টের জন্য দেওয়া হয় থাকে। এক্ষেত্রে আপনি যদি শুধু পোস্ট বাড়ানোর জন্য ভুলবাল টপিক ক্রিয়েট করে থাকেন আর সেটা মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালে আপনাকে নেগেটিভ কারমা দিবে। অন্যথায় আপনার পোস্ট কারো উপকারে লাগলে সে খুশি হয়ে আপনাকে পজিটিভ কারমা দিবে।

বাংলিশ জিনিসটা দৃষ্টিকটু। আমার সাজেশন থাকবে এটা এড়িয়ে যাওয়ার!
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: babu10 on November 11, 2020, 04:31:55 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

এটা নিয়ে অনেক পোষ্ট হয়েছে বাংলা বোর্ড এ আশাকরি আপনি ওখানে পড়ে নিবেন। কারমা ভালো পোষ্ট করলে পাওয়া যায় যদিও একনো কারমা কোন কাজে আসছেনা অল্টাকয়েনটকস ফোরামে তবে ভবিষ্যতে এই কারমা বিটকয়েনফোরাম এর মত অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এতে কোন সন্দেহ নাই। তাই আপনিও ভালো ভালো পোস্ট করে কারমা বাড়ান।

ধন্যবাদ।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Halkpro on November 11, 2020, 04:38:57 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
আপনি এখানে দুটি প্রশ্ন করেছেন। প্রথমটি হলো  কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? ২য় টি হলো আপনি বাংলা কে ইংলিশ ওয়ার্ড দিয়ে লিখতে চান
প্রথম প্রশ্নের উত্তরঃঃ
আপনি হয়তো নতুন কারণ কারমা সম্পর্কে সকল তথ্য malam90 ভাই দিয়েছেন যেখানে কারমা কি? কারমা কেনো দেয়া হয়? কারমা কি করলে পাওয়া যায় সব বলা হয়েছে
নিচে লিংক দেয়া হলো দেখে নিবেন কারমা কি? কারমা দিয়ে কি হয়? (https://www.altcoinstalks.com/index.php?topic=170128.msg929615#msg929615)
২য় প্রশ্নের উত্তরঃঃ
এটা যেহেতু বাংলা বোর্ড সেহেতু বাংলায় পোস্ট করলে সবাই বুঝবে। আর এখানে যদি আপনি ইংরেজি অক্ষর ব্যবহার করেন তা হলে বোর্ডের সুন্দর্য নষ্ট হয়ে যাবে। আর বাংলায় লিখলে সেটা সবাই খুব সহজে বুজতে পারবে এবং সেটা সবাই নিজের আওতায় আনতে পারবে।  আর আপনি যেহেতু বাংলাদেশর মানুষ সেহেতু বাংলায় লেখার চেষ্টা করুন।।
ধন্যবাদ :)
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Pitter on November 11, 2020, 07:19:35 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
আমার র‌্যাংক উচ্চতর না হলেও আমিও কিছুটা জানি সেটি শেয়ার করতে চাই। কামরা হল একধরনের পরিমাপক নির্ণয়ক মাত্রা। এখানে কোন কিছু ওজনে পরিমাপ না করা হলেও এটি দ্বারা কে কেমন জ্ঞানের অধিকারী তা নির্নয় করা যায়। 
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Crypto_Somrat on November 12, 2020, 01:45:28 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
ভাইয়া এই কারমা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যাইহোক আপনি যেহেতু প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তরে আমি বলব...
কারমা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পজেটিভ কারমা আরেকটি হচ্ছে নেগেটিভ কারমা। কেউ যদি ভাল শিক্ষামূলক মানসম্মত পোস্ট করে থাকেন তাহলে তাকে পজিটিভ কারমা দেয়া হয়। আর যদি তার পোস্টগুলো অপ্রয়োজনীয় হয় এবং সে কোথাও থেকে কপি পেস্ট বা স্পামিং করে তাহলে তাকে নেগেটিভ কারমা দেয়া হয়। পজিটিভ কারমা পেলে আপনার আইডির উন্নতি হবে, আর নেগেটিভ কারমা পেলে আপনার আইডির অবনতি হবে। আশা করি বুঝতে পেরেছেন আর আপনিও ভালো মানসম্মত ও শিক্ষামূলক পোস্ট দেয়ার চেষ্টা করবেন। আর যেহেতু এটি আমাদের বাংলা ফোরাম। তাই এখানে আপনাকে পোস্ট করতে হলে অবশ্যই আমাদের মাতৃভাষা বাংলাতেই করতে হবে।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Btceth01 on November 12, 2020, 02:13:20 AM
কারমা নিয়ে এর আগে বহু আলোচনা হয়েছে এবং অনেক ট্রফিক তৈরি করা হয়েছে। কারমা ব্যাপারটা আসলে এমন যে আপনার প্রোফাইলে কারমা না থাকলে কেউ যদি আপনাকে নেগেটিভ কারমা দেয় তাহলে আপনার আইডির কোন দাম থাকবে না। আপনি কোন ক্যাম্পেইনে যোগদান করতে পারবেন না।আর আপনার একাউন্টে যদি পর্যাপ্ত পজিটিভ কারমা থাকে তাহলে কেউ নেগেটিভ কারমা দিলে সেখান থেকে মাইনাস হবে বাট আপনার একাউন্টের কোন ক্ষতি হবে না। কারমা এক্সট্রাপাওয়ার।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Crypto_Somrat on November 12, 2020, 03:03:44 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?
আমার র‌্যাংক উচ্চতর না হলেও আমিও কিছুটা জানি সেটি শেয়ার করতে চাই। কামরা হল একধরনের পরিমাপক নির্ণয়ক মাত্রা। এখানে কোন কিছু ওজনে পরিমাপ না করা হলেও এটি দ্বারা কে কেমন জ্ঞানের অধিকারী তা নির্নয় করা যায়।
ধন্যবাদ আপনি ঠিক বলেছেন। কারমাকে পরিমাপক যন্ত্রের সাথে তুলনা করলে ভুল হবে না। যার পোস্ট কোয়ালিটি যত ভালো তার কারমা সংখ্যা তত বেশি। এই ফোরামে অনেক মেধা এবং শ্রম দিয়ে পজেটিভ কারমা অর্জন করতে হয়। যেটা আমাদের সিনিয়র ভাইয়েরা করে দেখিয়েছেন। কারণ তারা এই জগতের সাথে অনেকদিন ধরেই আছে। তারা অনেক অভিজ্ঞ। তাদের কারণেই আজ এই ফোরাম অনেকটা এগিয়ে। আশাকরি আমরাও তাদের পথ অনুসরণ করব এবং ফোরাম এর উন্নতির পথে আরো এগিয়ে নিতে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারব।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Papusha20 on November 13, 2020, 11:15:00 AM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

আসলে ভাই কারমা বলতে এটাই বোঝাই যে আপনার পোস্টটি যদি ভালো হয় তাহলে সে লাইক বা পছন্দ হলে আপনাকে পজেটিভ কারমা দেবে এবং যদি ভালো না হয় তাহলে নেগেটিভ কারমা দেবে। এবং এক্সট্রাপাওয়ার যার যত পজেটিভ কারমা আছে সে তত শক্তিশালী এবং পাওয়ারফুল।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Power420 on November 13, 2020, 12:27:47 PM
আসলে ভাই কারমা বিষয়ে বা কারমা এর কোনো ক্ষমতা নেই। আপনার যদি পোস্ট ভালো হয় ফোরাম রিলেটেড ও মানসম্মত পোস্ট হলে আপনাকে লাইক বা পছন্দ হলে তাহলে আপনাকে পজেটিভ কারমা দেবে। এবং পোস্টটি যদি ভালো না হয় তাহলে আপনাকে নেগেটিভ কারমা দেবে।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Kangaro45 on November 13, 2020, 02:20:27 PM
ফোরামে কারমা নিয়ে অনেকগুলো পোস্ট আছে সিনিয়ররা কারমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমি যতোটুকু জানি কারমা হচ্ছে কারো পোস্ট ভাল হলে সেই পোষ্টের জন্য তাকে প্রশংসা করা  ও উৎসাহ দেয়া ।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Malam90 on November 13, 2020, 03:23:44 PM
কারমা নিয়ে আসলে বহু কথা হয়েছে। তাই কারমা নিয়ে যাদের মনে এখনও প্রশ্ন আছে তারা নিচের লিংকটিতে গিয়ে পড়তে পারেন।
https://www.altcoinstalks.com/index.php?topic=170128.0
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Jaya60 on November 13, 2020, 03:28:25 PM
উচ্চ পদমর্যাদার সদস্যদের জন্য আমার কাছে প্রশ্ন রয়েছে। কার্মার ব্যবহার কী এবং এটি কীভাবে পাওয়া যায়? আমি সম্প্রতি এটি নিয়ে কোনও topic দেখিনি, তাই আমি এটি জিজ্ঞাসা করেছি। এছাড়াও, আমি কি বাংলিশে পোস্ট করতে পারি? তার মানে ইংরেজি শব্দে বাংলা লিখবেন? এটা কি অনুমোদিত?

এই ফোরামটি যেহেতু বাংলা অতএব আপনি বাংলা লিখবেন। এবং আপনি যে পোস্টটি করবেন সেই পোষ্টটি যদি ক্রিপ্টো কারেন্সি রিলেটেড হয় এবং সেই পোষ্টের মান যদি অনেক ভালো হয় তাহলে অবশ্যই আপনি পজেটিভ কারমা পাবেন। আর যদি পোস্ট ভাল না হয় তাহলে নেগেটিভ কেন খাবেন। আপনি কোন কিছু না বুঝলে দেখেন এখানে অনেক রকমের পোস্ট আছে সেগুলো ভালো করে পড়েন তারপরে উত্তর দিবেন।
Title: Re: আমার উচ্চতর rank সদস্যের কাছে প্রশ্ন
Post by: Nostoman on November 13, 2020, 03:29:46 PM
কারমার বিষয় ইতোমধ্যেই অনেক আলোচনা হয়েছে। অতুল ইউজাররা ফোরামে আগমন ঘটানোর পর ফোরামের সব পোস্ট গুলো ভালোভাবে পড়বেন। রুলস গুলো ভাল করে পরবেন। হয়তো আপনি যে বিষয়ে প্রশ্ন করছেন সে বিষয়গুলো পূর্বে আলোচনা হতে পারে। ভাই আপনি অবশ্যই ফোরামে সময় দিবেন। নিচের লিংকে ভিজিট করুন:

https://www.altcoinstalks.com/index.php?topic=60566.0

https://www.altcoinstalks.com/index.php?topic=170128.0

পোস্টটি যেহেতু অপ্রাসঙ্গিক তাই লক করে দেয়া হলো।