Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 15, 2020, 03:21:21 PM

Title: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Malam90 on November 15, 2020, 03:21:21 PM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Power420 on November 16, 2020, 01:56:38 AM
স্যার আসলেই সত্যি কথা খুব স্বার্থপর এর সামিল। এবং যারা বাংলা বোর্ড থেকে উচ্চ রেঙ্ক পৌঁছে বাংলা বোর্ডে থাকছে নাকারণ হলো বাংলা বোর্ডে যদি পোস্ট করে তাহলে সিগনেচার ক্যাম্পেইনে স্টিক দেয় না যার কারণে আমার মনে হয় তারা বাংলা পড়ে থাকছে না।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Malam90 on November 16, 2020, 02:05:03 AM
স্যার আসলেই সত্যি কথা খুব স্বার্থপর এর সামিল। এবং যারা বাংলা বোর্ড থেকে উচ্চ রেঙ্ক পৌঁছে বাংলা বোর্ডে থাকছে নাকারণ হলো বাংলা বোর্ডে যদি পোস্ট করে তাহলে সিগনেচার ক্যাম্পেইনে স্টিক দেয় না যার কারণে আমার মনে হয় তারা বাংলা পড়ে থাকছে না।

স্টেক তো বাংলাবোর্ডে কমেন্ট করে আমরাও পাইনা। তবে কিছু কিছু সিগনেচার লোকাল বোর্ডের পোস্টও কাউন্ট করে যেমন বর্তমানে আমরা যেটা করতেছি সেখানে সপ্তাহে ১০ টা পর্যন্ত কাউন্ট করবে। আসলে স্টেকস না বিষয়টা হচ্ছে যখন দরকার ছিলো র‌্যাংক বাড়ানোর তখন বাড়িয়ে নিয়েছে এখন আর হাই র‌্যাংক দরকার নেই। তারপারও তো কিছু কর্তব্য থাকেই। আমাদের বাংলাবোর্ড এজন্য মেধাশুণ্য হয়ে যাচ্ছে দিন দিন।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Pitter on November 16, 2020, 02:11:43 AM
স্যার আসলেই সত্যি কথা খুব স্বার্থপর এর সামিল। এবং যারা বাংলা বোর্ড থেকে উচ্চ রেঙ্ক পৌঁছে বাংলা বোর্ডে থাকছে নাকারণ হলো বাংলা বোর্ডে যদি পোস্ট করে তাহলে সিগনেচার ক্যাম্পেইনে স্টিক দেয় না যার কারণে আমার মনে হয় তারা বাংলা পড়ে থাকছে না।
এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বাংলা বোর্ডে পোস্ট হলে সিগনেচার এ কাউন্ট করে না। তবে আমি এই বিষয়ে যে সম্পূর্ণ একমত ঠিক তাও না। কারন বাংলাবোর্ডে পোস্ট করলে তো অনেক ম্যানেজার ই সিগনেচার এ স্টেক দেয় না। সেক্ষেত্রে যে ম্যানেজার সিগনেচার এ স্টেক দেয় না তার সাথে যোগাযেগ করলে মনে হয় বিষয টি ক্বিয়ার হওয়া যেতে পারে।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Triedboy on November 27, 2020, 02:13:37 AM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটা আমি ইতিমধ্যে লক্ষ করছি।আমি সিনার ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আপনারা আমাদের এই বাংলা ফোরামে ফিরে আসুন। তাহলেই সম্ভব আমাদের এই ফোরাম টাকে আরো উন্নত করা।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: saidul2105 on November 27, 2020, 03:24:48 AM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরেছেন। অনেক দিন  যাবৎ এই বিষয়টা খেয়াল করতেছি । অনেক বড় ভাই এই লোকাল বোর্ডে তাদের এক্টিভিটি বাড়িয়ে, রেঙ্ক আপ  করে চলে যায় গ্লোবাল সেকশনে ।  যার ফলে আমাদের বাংলা বোর্ডের নতুন সদস্যদের   অনেক  ঘাটতিতে পরতে হয়।  কারণ নতুন হিসেবে যারা ফোরামে আসে তারা যদি পুরাতন বড় ভাইদের সাহায্য সহযোগিতা না পায় তাহলে তাদের উন্নয়ন কোন ভাবেই সম্ভব না।
তাছাড়া বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আপনাদেরকে বাংলা বোর্ডে প্রয়োজন।                                                         
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Salauddin on November 27, 2020, 03:34:19 AM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।

আসলে বাংলাতে তাদের অজথা সময় অপচয় মনে হচ্ছে এই কারনে তারা বাংলা তে আর পোস্ট করতেছেনা সবথেকে ভালো হচ্ছে অন্ততো পক্ষে জারা সাহাজ্য চাই তদেরকে রিপ্লাই দেয়া দিনে ২টা পোস্ট করাই জায় বাংলা বোর্ড এ কিন্তু তারা কি ভেবে করেনা তা জানিনা, আমার কাছে মনে হয় সিগনেসার এ কাউন্ট করেনা এই কারনেই তারা পোস্ট করেনা বাংলা থ্রেড এ ।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: ttcsalam on November 27, 2020, 04:45:36 AM
বিষয় টা  সত্যি খুবই উদ্বেগের বিষয়। আমাদের সবার উচিত বাংলাবোর্ডে পোষ্ট করা । আসলে হয় কি কেউ শুধু এই পোষ্ট নিয়ে সব সময় কাঠাবে বিষয় টা এমন নয় তবে কিছু সময় এই বোর্ডে অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি।আমি নিজেও সময় দেওয়ার চেষ্টা করবো । বাঙালী জনগন আমরা সুবিধা বাদী এটা আমরা সবাই জানি।তারপরও স্বার্থপরতা কমাতে হবে বাংলা বোর্ড কে টিকিয়ে রাখতে হলে।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Crypto_Somrat on November 27, 2020, 04:47:59 AM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।
মালাম ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এটা সত্যি স্বার্থপরতার শামিল। বাংলা বোর্ডে আমাদের জন্ম বাংলা বোর্ড থেকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু রেংক অর্জন করেই আমরা বাংলা বোর্ডে আর থাকছি না এটা ঠিক না। আমাদের উচিত বাংলা বোর্ডে সময় দেওয়া। আমাদের বাংলা বোর্ড থেকে যারা রেঙ্ক অর্জন করে অন্য সেকশনে পোস্ট করা শুরু করেছেন তারা যদি অন্য সেকশন এর পাশাপাশি বাংলা বোর্ডেও সময় দেন তাহলে বাংলা বোর্ড অনেক এগিয়ে যাবে আমি তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা প্লিজ বাংলা বোর্ডে ফিরে আসুন বাংলা বোর্ডকে এগিয়ে নিতে সাহায্য করুন।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Salauddin on November 27, 2020, 04:53:58 AM
বিষয় টা  সত্যি খুবই উদ্বেগের বিষয়। আমাদের সবার উচিত বাংলাবোর্ডে পোষ্ট করা । আসলে হয় কি কেউ শুধু এই পোষ্ট নিয়ে সব সময় কাঠাবে বিষয় টা এমন নয় তবে কিছু সময় এই বোর্ডে অবশ্যই দেওয়া উচিত আমি মনে করি।আমি নিজেও সময় দেওয়ার চেষ্টা করবো । বাঙালী জনগন আমরা সুবিধা বাদী এটা আমরা সবাই জানি।তারপরও স্বার্থপরতা কমাতে হবে বাংলা বোর্ড কে টিকিয়ে রাখতে হলে।
আপানার সাথে আমিও একম যে আমাদের বাংলা বোর্ডে অনেক সময় অবহেলিত  এর মতো পরে থাকে এখান থেকে ভালো কিছু র‍্যাঙ্ক বাড়ানোর পরে তারা বাংলা থ্রেডে আর আসেনা।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Sasa on November 27, 2020, 05:06:36 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন এমন সব লোকদের কিছু বলার নেই তারা যদি আমাদের এই বাংলা বোর্ড টাকেই সাপোর্ট না করে তাহলে তো তাদের বলে বুঝানো যাবে না আমাদের এই এলোট কয়েন এ বাংলা আমাদের বোর্ড আছে সেজন্য আমরা আমাদের গর্ব করা উচিত কিছু সংখ্যক লোক প্রথমে বাংলা বোর্ডে অ্যাক্টিভিটি বাড়িয়ে তারপর গ্লোবাল সেকশনে গিয়ে পোস্ট করা শুরু করে সত্যিই বিষয়টা খুব দুঃখজনক
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Cristiano on November 27, 2020, 07:08:19 AM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।
এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক একটি বিষয়।কারণ যে ভাইগুলোকে বাংলা সেকশনে পোস্ট করে সিনিয়র মেম্বার হওয়ার পর বাংলা সেকশনে আর আসে না তাদের জন্য আমরা অনেকেই হয়তো জানতে পারি না আমরা অনেক কিছু অজানা হয়ে থাকি তাড়া টপিক তৈরি করলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত তারা কোনো তবে কি তৈরি করে না যাতে করে আমরা কিছু জানতে পারি না।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Magepai on December 09, 2020, 02:16:23 PM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন এরকমটা হচ্ছে বর্তমানে। আমি বলব আপনারা তো এক সময় ছোট ছিলেন তখন কিন্তু আপনাদের পোস্ট করতে অনেক সমস্যা হত। অবশ্যই কিন্তু সিনার ভাইয়েরা আপনাদের সাহায্য করেছে। কেন আপনারা বড় হয়ে আমাদের ছোটদের প্রতি স্নেহ দেখাবেন না।আপনারা নতুন নতুন টপিক খুলে কেন আমাদের সাহায্য করবেন না।সেসকল সিনিয়র ভাইদের প্রতি আমার আকুল আবেদন অবশ্যই আপনারা আমাদের বাংলা সেকশনে ফিরে আসুন এবং আমাদের জুনিয়র মেম্বার যারা আছে তাদেরকে সাহায্য করুন।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Bony11 on December 09, 2020, 03:26:12 PM
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাই বলেছেন। বর্তমানে ফোরামে কিছু ইউজার আছে তারা প্রতিনিয়ত কমেন্টে বা পোস্ট করে শুধুমাত্র  তাদের   র‍্যাঙ্ক বৃদ্ধি করে যাচ্ছে এবং র‍্যাঙ্ক বৃদ্ধি পর যখন তারা মেম্বার বা সিনিয়র মেম্বার হচ্ছে তারপর এই বাংলা ফোরামে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা গ্লোবাল সেকশনে পোস্ট দিতে থাকে আর বাংলা ফোরামে তাদের কোন খোঁজ থাকে না ।কিন্তু সত্যিই এটা ঠিক নয় তাদের উচিত গ্লোবাল সেকশনের সাথে সাথে তাদের বাংলা ফোরামে এসে এখানেও পোস্ট দেওয়া । কারণ এখানে  অনেক জুনিয়র ব্রা আছে যারা সিনিয়র ভাইদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকে।তাই সিনিয়র ভাইদের উচিত বাংলা বোর্ডে এসে নতুন নতুন ট্রফিক তৈরি করে জুনিয়র দের সাহায্য করা।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Review Master on December 09, 2020, 05:53:41 PM
আরো একটি বিষয় আমি লক্ষ্য করেছি, আর সেটি হলো কেউ যদি কোনো টপিকের উপর  ভিন্ন মতামত পোষণ করলে অনেকে নেগেটিভ কারমা দেয়। এটিও একটি বিষয় হইতে পারে, কারণ আমি গত কিছু পোষ্টগুলোতে নেগেটিভ কারমা পাই। এখন যদি কেউ ভাবে যে, আমি অন্য সেকশনে পেতে পারি, তাহলে সকলের অবগতির জন্য বলবো যে, সেদিন শুধুমাত্র বাংলা সেকশনে আমি পোষ্ট করছিলাম।

তাই সকলের জন্য একটি কথাই বলবো যে, কেউ বিপরীত মতামত রাখলে তাকে নেগেটিভ কারমা দিয়েন না। কারণ একটি কয়েনের দুইটা দিক থাকে। হয়তো একজন একটি দিকের কথা তুলে ধরেছে এবং অন্যজন আরেকটি দিকের কথা বলেছেন।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Nusrat on December 09, 2020, 06:21:27 PM
ইদানিং অনেকে দেখছি দিন রাত খেয়ে না খেয়ে শত শত কমেন্ট করে যাচ্ছেন বাংলাবোর্ড থেকে এবং যেই সিনিয়র মেম্বার বা হিরো র‌্যাংকে পৌছে যাচ্ছেন সেই বাংলা বোর্ডে আ দেখা যাচ্ছেনা। তখন শুধু গ্লোবাল সেকশনেই তাদের দেখা যাচ্ছে। বিষয়টা খুবই স্বার্থপরতার শামিল। যেখান থেকে আপনার জন্ম সেখানের প্রতি আপনাদের দায়িত্ব আছে বিষয়টা আপনাদেও বুঝা উচিৎ। স্বার্থপর হয়ে বেশিদিন টিকে থাকা যায়না। অন্যদের প্রতিও আপনাদের কিছু দায়িত্ব আছে সেটা ভুলে গেলে চলবেনা। আশা করছি যারা এমন কাজ করতেছেন তাদের কাছ থেকে সুন্দর ও দায়িত্বশীল আচরন প্রত্যাশা করছি।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন। আসলে কেউ যদি বড় হয়ে যায় সে আর নিচের দিকে খেয়াল করে না যে। সেও একদিন নিচের লেভেলে ছিল।আমরা যদি ছোট থেকে বড় হয় তাহলে ছোট বেলার কথা কখনোই খেয়াল করি না। বা গরিব থেকে ধনী হলে গরীবকে মূল্যায়ন দিতে জানি না আসলে এটা ঠিক না। আমরা স্বার্থপরের মতো কোন কাজ করবো না।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: AGM on December 09, 2020, 06:31:18 PM
সত্যিকার অর্থে এই ধরনের পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি মনে করি প্রথমেই আমাদের সাইক্লোজিকাল প্রবলেম গুলোর সমাধান করতে হবে। তা নাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি পাল্টানো যাবে না।
Title: Re: ইদানিং খুব বাজে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে।
Post by: Princeraju on December 09, 2020, 10:13:21 PM
আমি 2019 সালে যখন ফোরামে লেখালেখি করতাম, তখন হাতেগোনা কয়েকজন মানুষ ছিল। তবে তার মধ্যে কিছু ইউজারদের একাউন্ট বাতিল করে দেওয়া হয়েছিল। তবে আমি আবার এখানে ফিরে এসেছি। আশা করি সবার সাথে মিলেমিশে লেখালেখি করতে পারব। বাজে কমেন্ট থেকে বিরত থাকব। তবে সবাইকে অনুরোধ করবো সবাই যেন আজেবাজে কমেন্ট থেকে বিরত থাকে