Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 15, 2020, 03:27:50 PM

Title: ব্রেন ড্রেন কি?
Post by: Malam90 on November 15, 2020, 03:27:50 PM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Lutera94 on November 15, 2020, 04:01:29 PM
দারুন একটি উপমা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা আমাদের জন্যই আগে কাজ করতে হবে তারপর ভিনদেশীদের। আমাদের বাংলাদেশে প্রচুর ফোরাম আইডি আছে কিন্তু যারা একটু মুটামুটি বুঝে গেছে তারা বাংলা বোর্ড কে মুল্যায়ন করেনা। তাই আমাদের বাংলা বোর্ডের মেধাবী ইউজার নেই।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: babu10 on November 15, 2020, 04:17:58 PM
দারুন একটি উপমা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা আমাদের জন্যই আগে কাজ করতে হবে তারপর ভিনদেশীদের। আমাদের বাংলাদেশে প্রচুর ফোরাম আইডি আছে কিন্তু যারা একটু মুটামুটি বুঝে গেছে তারা বাংলা বোর্ড কে মুল্যায়ন করেনা। তাই আমাদের বাংলা বোর্ডের মেধাবী ইউজার নেই।

বাংলা বোর্ড এ মেধাবী ইউজার নাই এটা আমি মনে করিনা। আপনি বিটকয়েনটক এ বাংলা সেকসন এ গেলেই তার প্রমান পেয়ে যাবেন আসলে এই ফোরামে অনেকে আসতে চায়না, নতুন ফোরাম তাছাড়া বিটকয়েনটক যেমন গুছানো এই ফোরামটা এখনো একটু অগোছালো তাই একটু খাপছাড়া লাগে। তবে সময়ের ব্যবধানে এটাও ঠিক হয়ে যাবে এবং বাংলা বোর্ড দেখবেন কতো সমৃদ্ধ হয়।

ধন্যবাদ
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Zero0 on November 15, 2020, 04:19:38 PM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক আর ড্রেন হচ্ছে নর্দমা পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।
আমাদের স্বার্থ থাকলে আমরা সবই করতে প্রস্তুত এজন্যই আমরা বাঙালি। স্বার্থের জন্য আমরা ব্রেন ড্রেন ও করতে পারি। এজন্যই আমাদের বোর্ড এর এই অবস্থা। যাই হোক এখন সিনিয়র ভাইদের হাত ধরে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আশা করব আমরা ব্রেন ড্রেন না করে ব্রেন অ্যাসেট করার চেষ্টা করব।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Malam90 on November 15, 2020, 04:38:01 PM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক আর ড্রেন হচ্ছে নর্দমা পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।
আমাদের স্বার্থ থাকলে আমরা সবই করতে প্রস্তুত এজন্যই আমরা বাঙালি। স্বার্থের জন্য আমরা ব্রেন ড্রেন ও করতে পারি। এজন্যই আমাদের বোর্ড এর এই অবস্থা। যাই হোক এখন সিনিয়র ভাইদের হাত ধরে অনেকটাই এগিয়ে যাচ্ছে। আশা করব আমরা ব্রেন ড্রেন না করে ব্রেন অ্যাসেট করার চেষ্টা করব।

খুশি হলাম আপনার কথা শুনে। আশা করছি আপনারা এসেট হবেন, ব্রেনটাকে ড্রেনে ফেলবেন না। নিজ দেশ ও মাতৃভাষার প্রতি সবার কিছু না কিছু দায়িত্ব আছে। আমি, মডারেটর ভাই, সহ কয়েকজন যে শ্রম দিয়ে যাচ্ছি সেই জয়েনের দিন থেকে, চাইলে আমরা শুধু গ্লোবাল সেকশনে দুএকটা কমেন্ট করে দিনে ১০-১৫ মিনিট সময় দিয়ে চলে যেতে পারতাম। আমরা চেয়েছি একটা স্ট্রং কমিউনিটি বিল্ডআপ যেটা রাশিয়ান সেকশনে আছে, তুর্কি সেকশনে আছে। 
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Review Master on November 15, 2020, 05:30:46 PM
আমরা চেয়েছি একটা স্ট্রং কমিউনিটি বিল্ডআপ যেটা রাশিয়ান সেকশনে আছে, তুর্কি সেকশনে আছে। 

ওদের মতো আমরা স্ট্রং কমিউনিটি বিল্ড সম্ভব, যদি আমরা শুধু ইনকামের জন্য এই ফোরামটি ব্যবহার করা বন্ধ করি। আমাদের মূল্য উদ্দেশ্য হবে যে, আমরা যেন ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের নতুন বিষয়গুলো জানি এবং সেইসব বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে, সবাই শুধুমাত্র বাউন্টি নিয়ে ব্যস্ত। আর এইকারণেই আমি ফোরাম থেকে দূরে ছিলাম। কিন্তু  @Malam90 ভাইয়ের উৎসাহে আবার আসলাম, তাদের সহযোগী হতে এবং চেষ্টায় আছি যে, এখন থেকে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে লেখালেখি করবো। সবার জন্য শুভকামনা রইলো।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Power420 on November 16, 2020, 01:46:16 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক আর ড্রেন হচ্ছে নর্দমা পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

আপনি আমার মনের কথাটা ওদেরকে ব্রেন ড্রেন এর সাথে তুলনা করে ওরা আমাদের দেশের কীটপতঙ্গ এর চাইতেও অধম। ওরা আমাদের দেশের গড় সূত্র কারণ নিজের দেশকে এগিয়ে না নিয়ে অন্য দেশের প্রতি তাদের লোভ লালসা বেশি শুধু টাকার কারনে। এরকম লোক দেশে থাকার চাইতে না থাকা অনেক ভালো। আর এরা করোনাভাইরাস এর মত।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Malam90 on November 16, 2020, 02:11:31 AM
আমরা চেয়েছি একটা স্ট্রং কমিউনিটি বিল্ডআপ যেটা রাশিয়ান সেকশনে আছে, তুর্কি সেকশনে আছে। 

ওদের মতো আমরা স্ট্রং কমিউনিটি বিল্ড সম্ভব, যদি আমরা শুধু ইনকামের জন্য এই ফোরামটি ব্যবহার করা বন্ধ করি। আমাদের মূল্য উদ্দেশ্য হবে যে, আমরা যেন ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের নতুন বিষয়গুলো জানি এবং সেইসব বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে, সবাই শুধুমাত্র বাউন্টি নিয়ে ব্যস্ত। আর এইকারণেই আমি ফোরাম থেকে দূরে ছিলাম। কিন্তু  @Malam90 ভাইয়ের উৎসাহে আবার আসলাম, তাদের সহযোগী হতে এবং চেষ্টায় আছি যে, এখন থেকে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে লেখালেখি করবো। সবার জন্য শুভকামনা রইলো।

আসলে ঠিকই বলেছেন ভাই। আমরা শুধু বাউন্টি বা ইনকাম নিয়ে ব্যস্ত। আমরা ক্রিপ্টো সম্পর্কে আসলে তেমন কিছু জানার চেষ্টা করিনা। এজন্য আমাদের বাংলাবোর্ড মেধাশুণ্য হয়ে যাচ্ছে তার আরো একটা কারণ সিনিয়র হলেই তখন তিনি চলে যাচ্ছেন শুধু গ্লোবাল বোর্ডে।
আপনার লেখাগুলো আমি বিটকয়েনটকে খুবই উপভোগ করি কারণ সেগুলো অনেক তথ্যবহুল এবং টেকনিক্যালি অনেক জানার কিছু রসদ পাই।  আপনি একটিভ থাকলে আমাদের ভালো লাগবে এবং আমরা সবাই উপকৃত হবো। +কারমা রইলো , সাথে রইলো শুভ কামনাও।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Pitter on November 16, 2020, 02:27:00 AM
আপনার অত্যন্ত যুক্তি সংগত কথা বলেছেন। যারা বাংলা থেকে তাদের জ্ঞান সমৃদ্ধ করে অন্যত্র বিলিয়ে দেয়। এটা কোনভাবেই মার্জনিও না। তাদের উচিত আমাদের এই বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যে কোন ভাবে চাই এটিকে সামনের কাতারে রাখতে। এটিকে আগতে হলে সবাই কে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। শুধু নিজে মেধাবী  হয়ে অন্য কে দিবেন নিজের দেশের মধ্যে যারা আছে তাদের দিবেন না এটি হতে পারে না। যদি অন্য কোন কারন থাকে সেটি ভিন্ন কথা। তবে আশা করব যে সামনের দিনগুলোতে আমাদের এই ফোরামে সবাই এক সংগে কাজ করবে।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Triedboy on November 18, 2020, 01:57:47 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

ভাই আমি আপনার পোস্টগুলো যতই পড়ি ততই আমার কাছে অনেক ভালো লাগে। এবং কি আপনার পোস্ট থেকে আসলেই নতুন নতুন কিছু শিখতে পারি। অতএব আমি বলব যে আমাদের এই বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমত আমাদের সকলকে এই ফোরামে কাজ করতে হবে। পরে আমরা অন্য সকল ফোরামে কাজ করব।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: salukhe on November 18, 2020, 04:00:28 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

ধন্যবাদ ভাইয়া। আপনার পোস্ট যতই পড়ি ততই ভালো লাগে এবং অনেক কিছু শিখতে পারি। আপনি অনেক ভাল ভাল টপিক  তৈরি করেন। যার কারণে আমরা যারা নতুন ইউজার আছি। আমাদের কাজের ধরন বুঝতে কোন অসুবিধা হবে না। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Crypto_Somrat on November 18, 2020, 04:41:51 AM
আমরা চেয়েছি একটা স্ট্রং কমিউনিটি বিল্ডআপ যেটা রাশিয়ান সেকশনে আছে, তুর্কি সেকশনে আছে। 

ওদের মতো আমরা স্ট্রং কমিউনিটি বিল্ড সম্ভব, যদি আমরা শুধু ইনকামের জন্য এই ফোরামটি ব্যবহার করা বন্ধ করি। আমাদের মূল্য উদ্দেশ্য হবে যে, আমরা যেন ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের নতুন বিষয়গুলো জানি এবং সেইসব বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে, সবাই শুধুমাত্র বাউন্টি নিয়ে ব্যস্ত। আর এইকারণেই আমি ফোরাম থেকে দূরে ছিলাম। কিন্তু  @Malam90 ভাইয়ের উৎসাহে আবার আসলাম, তাদের সহযোগী হতে এবং চেষ্টায় আছি যে, এখন থেকে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে লেখালেখি করবো। সবার জন্য শুভকামনা রইলো।
আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ঠিক বলেছেন। আমরা যারা আছি তারা সবাই বাউন্টি নিয়ে ব্যস্ত আর জুনিয়ররা ও আমাদের দেখে এটাই শিখছে। জুনিয়ররাও একাউন্ট করেই শুধু কিভাবে বাউন্টি করব, কিভাবে বেশি ইনকাম হবে, সেই টপিক নিয়ে ব্যস্ত। তাই আমাদের উচিত ফোরামকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টায় টেকনিক্যাল বিষয়গুলোর উপর নজর দিয়ে এগিয়ে চলা। এটাও সত্যি যারা একটু বেশি অভিজ্ঞ হয়ে যান তাদের অধিকাংশই আর বাংলা ফোরামে থাকেন না, দেশের জন্য ভাবেন না। মালাম ভাই  ঠিক অপমা দিয়েছেন, তাদেরকে ব্রেন ড্রেন এর সাথেই তুলনা করা উচিত। এখন বাংলা ফোরামের যারা সিনিয়র মেম্বার আছেন তারা প্রত্যেকে অনেক ভালো মানুষ। তারা এই ফোরামে আছেন বলেই আজ আমাদের ফোরাম এতোটুকু জনপ্রিয়তা অর্জন করেছে। কিন্তু তাদের একা প্রচেষ্টায় হবেনা আমাদের সকলকে তাদের নির্দেশনা মেনে তাদের সাপোর্ট করতে হবে। তাহলেই হয়তো বাংলা ফোরামকে এগিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দেয়া সম্ভব।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Magepai on November 20, 2020, 02:53:20 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

ব্রেন ড্রেন সম্পর্কে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। জেনটেন সম্পর্কে আমি অবগত ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এধরনের ট্রপিক দেওয়ার জন্য।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Apower$ on November 20, 2020, 02:56:50 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনার এই মহা মূল্যবান পোষ্টটি করার জন্য। আপনার এই পোস্টটি থেকে আমি ব্রেন ড্রেন সম্পর্কে অনেক ভালো ধারণা পেয়েছি। আমরা আশা করব ভবিষ্যতে আমাদের আরো অনেক কিছু শিখাবে ইনশাল্লাহ।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Apower$ on November 20, 2020, 04:33:31 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই আমি জানতাম না যে ব্রেন ড্রেন আসলে কি। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি ব্রেন ড্রেন সম্পর্কে জানতে পারলাম ।
ধন্যবাদ
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Rain075 on November 20, 2020, 05:26:36 PM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।
আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি নিজেই সবকিছু বুঝিয়ে দিয়েছে আমি আর নতুন করে কি বলব। আমি আপনার এই পোস্ট থেকে মোটামুটি সম্পূর্ণ কথাই ভালোভাবে বুঝে গেছি।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Blue_sea on November 21, 2020, 03:15:18 AM
বরাবরই আমি দেখেছি যে অনেক ভাল পোস্ট করেন্য। এখানকার ইউজাররা অনেক কিছু শিখতে পারে। তাই আমি আপনা কে আমাদের এই ফোরামের একজন গুরত্বপুর্ণ একজন মনে কির। আপনি আপনার জ্ঞান কে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা করি।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Apower$ on November 21, 2020, 05:04:20 AM
ব্রেন ড্রেন বলতে আমরা কি বুঝি?
ব্রেন হচ্ছে মস্তিষ্ক বা মেধা, আর ড্রেন হচ্ছে নর্দমা, পঁচা ময়লার ভাগাড় বা গর্ত। ব্রেনের সাথে নর্দমার সম্পর্ক কি?
যে ব্রেন কাজে লাগেনা সেটা পঁচা নর্দমার শামিল।
ব্রেন ড্রেন হচ্ছে- যে ব্রেন নিজ জাতি বা দেশের কাজে না লেগে অন্য দেশের কাজে ব্যয় করা হয় তাকে বলে ব্রেন ড্রেন। প্রতিবছর অনেক মেধা এদেশ থেকে বের হয় এবং উন্নত দেশগুলোতে গিয়ে অনেক সময় নিজ দেশের পরিবর্তে মেধাগুলোকে অন্য দেশের কাজে লাগায় যেটাতে দেশের কোন উপকার হয়না এরকম মেধা বা ব্রেন কে ব্রেন ড্রেন বলে।
অনুরুপ ক্রিপ্টো জগতে অনেকেই নিজ জাতি বা ভাষার প্রতি নিজের ব্রেনকে কাজে না লাগিয়ে শুধু নিজ স্বার্থের জন্য মেধাটাকে কাজে লাগায় সেটাও ব্রেন ড্রেন এর অর্ন্তর্ভুক্ত।
আমরা কোন ব্রেন ড্রেন চাইনা। আমরা চাই ব্রেন এসেট যেটা নিজ দেশ বা জাতির কাজে লাগে।

আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই ব্র্যান্ডের সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট থেকে ব্রেন ড্রেন সম্পর্কে আমি অনেক ভালোভাবে জানতে পারলাম।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Chita76 on November 21, 2020, 05:30:04 AM
আপনি খুবই সুন্দর একটা পোস্ট দিয়েছেন আমি আপনার পোস্ট কে সমর্থন করি এ ধরনের পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Nostoman on November 21, 2020, 05:34:53 AM
হ্যাঁ, আমি আপনার সাথে একমত। যে ব্যক্তির মেধা‌ দেশের স্বার্থে কাজে লাগে না বা দেশের মানুষের জন্য কিছু করে না। সেটা পচা নর্দমা। তাই আমি শুরু থেকেই বলে আসছি, এখনো বাংলা ফোরাম অনেক ভালো আছে। তবে কিছুদিন আগে নিয়ন্ত্রণ হারাতে চলছিল। তবে সেটাও ঠিক করেছি। তাই আমি মনে করি বাঙালি বাঙ্গালীদের সাহায্যে এগিয়ে আসবে। একে অপরের সাহায্য সহযোগিতায় এখানে কাম্য।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Sasa on November 24, 2020, 03:17:52 PM
অবশ্যই ভাইয়া আমরা আমাদের ব্রেইন কে নিজের দেশ বা জাতির কাজে লাগাবো আমরা কেন আমাদের ব্রেনকে অন্য দেশ বা জাতির জন্য কাজে লাগাবো এটা আমাদের কোনমতেই করা উচিত নয় আমরা আমাদের দেশের জন্য সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করব কাজ করার চেষ্টা করব অন্যকে আমাদের দেশের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ করব
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Linda78 on November 24, 2020, 05:59:58 PM
ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগছে কারন আপনি এতো সুন্দর করে বুঝিয়েছেন তার কোন তুলনা হয় না। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য এবং আমরা আশা করতে পারি সামনে এর থেকে আরো ভালো ভালো পোস্ট করবেন আমাদের জন্য অনেকটা সহজ হবে। আমরা আমাদের ব্রেইনকে নিজের দেশের জন্য যেন কাজে লাগাতে পারি।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Triedboy on November 25, 2020, 02:48:38 AM
হ্যাঁ, আমি আপনার সাথে একমত। যে ব্যক্তির মেধা‌ দেশের স্বার্থে কাজে লাগে না বা দেশের মানুষের জন্য কিছু করে না। সেটা পচা নর্দমা। তাই আমি শুরু থেকেই বলে আসছি, এখনো বাংলা ফোরাম অনেক ভালো আছে। তবে কিছুদিন আগে নিয়ন্ত্রণ হারাতে চলছিল। তবে সেটাও ঠিক করেছি। তাই আমি মনে করি বাঙালি বাঙ্গালীদের সাহায্যে এগিয়ে আসবে। একে অপরের সাহায্য সহযোগিতায় এখানে কাম্য।

হ্যাঁ ভাই অবশ্যই আমাদের এই ফোরামটা বর্তমানে অনেক ভাল রয়েছে। যা সম্ভব হয়েছে একমাত্র আপনার জন্য। এজন্য আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Halkpro on November 25, 2020, 03:23:04 AM
দারুন একটি উপমা দিয়ে বুঝিয়ে দিলেন যে আমরা আমাদের জন্যই আগে কাজ করতে হবে তারপর ভিনদেশীদের। আমাদের বাংলাদেশে প্রচুর ফোরাম আইডি আছে কিন্তু যারা একটু মুটামুটি বুঝে গেছে তারা বাংলা বোর্ড কে মুল্যায়ন করেনা। তাই আমাদের বাংলা বোর্ডের মেধাবী ইউজার নেই।
Malam ভাই দারুণ একটা উদাহরণ দিয়ে সব কিছু বুজিয়ে দিলেন।  আসলে আমাদের বাংলা বোর্ডে অনেক মেধাবি মেম্বার আছে কিন্তু তারা এখন সিগনেচার নিয়ে ব্যাস্ত।  এখন শুধু নিজের দিক টা নিয়ে চিন্তা করেন। যদি তারা এসে আমাদের একটু হেল্প করে তা হলে আমার মনে হয় না বাংলা বোর্ডে কোনো মেধা শূন্য মেম্বার থাকবে।           
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: XM8 on December 08, 2020, 09:15:42 AM
অনেক সুন্দর একটা কথা আপনি উদাহরণসহ বুঝিয়েছেন। যে ব্রেইনের ভালো কাজগুলো দেশের কোন কাজে লাগবে না সেটাই ব্রেইন ড্রেইন। অর্থাৎ পচা নর্দমা। আমরা অনেকেই আছি যারা নিজ মেধা খাটিয়ে শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য অন্য দেশের জন্য কাজ করে থাকি। এটা কোন আমি ঠিক না। অবশ্যই নিজের বোনকে নিজের দেশের উন্নতির জন্য ভালো কাজে লাগানো উচিত।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: Bony11 on December 08, 2020, 09:44:01 AM
 কিছু স্বার্থপর ব্যক্তি আছে যারা শুধু নিজের স্বার্থের জন্য ব্রেন বা মেধাকে ড্রেন করে। তারা শুধু নিজের স্বার্থকে বড় করে দেখে ।এই দেশ বা দেশের সকল মানুষদের জন্য তারা ভাবে  না। আজ তাদের জন্য এই বাংলা সেকসন এই অবস্থা।তবে শুধু মাত্র হাতে গোনা কয়েকজন সিনিয়র ভাই আছে যাদের মেধা ও শ্রমের বিনিময়ে আজ বাংলা সেকশন এত দূর এগিয়েছে। তাদের কাছ থেকে এখনও জুনিয়ররা অনেক কিছু শিখতে পারতেছে। এই ফোরামে এর সকল সিনিয়র ভাইদের একটি চাওয়া তারা যেন গ্লোবাল সেকশন এর পাশাপাশি বাংলা সেকশনে এসে পোস্ট করে যাতে আমরা জুনিয়ররা অনেক কিছু শিখতে পারবো।
Title: Re: ব্রেন ড্রেন কি?
Post by: kulkhan on December 08, 2020, 10:23:55 AM
চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ ধরনের অনেক লোক আছে যারা নিজের স্বার্থ টাই বেশি মূল্যায়ন করে, নিজের দেশের থেকেও বেশি। এরা নিজের দেশের লোকদেরকেও মূল্যায়ন কর না।এদের দ্বারা দেশের বা দেশের লোকদের কারো উপকার হয় না। তাই আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দেশকে ভালোবাসুন দেশের লোকদের ভালোবাসেন তাতেই আসল তৃপ্তি।