Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Halkpro on November 16, 2020, 04:17:12 PM

Title: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Halkpro on November 16, 2020, 04:17:12 PM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে               
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Nostoman on November 16, 2020, 04:46:26 PM
কথাগুলো ভালো লাগলো। তবে আপনি কিছু নতুন টপিক তৈরি করে দেন। যেগুলোর মধ্যে শিক্ষনীয় কিছু থাকবে। এগুলোর জন্য আমারদের ইউজাররা ইতিপূর্বে অবগত ছিল না। তবে আপনার পোষ্ট থেকে সেগুলো শিখতে পারবে। সব সিনিয়র ভাইদের কাছে এরকম আশা করি। এখানে অপ্রাসঙ্গিক আলোচনা সবচেয়ে বেশি হয়। অপ্রাসঙ্গিক আলোচনা গুলো মেনে নিতে হচ্ছে। কারণ সব নতুন ইউজার এখানে রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এখানে আলোচনা গুলো খুব খারাপ মনে হচ্ছে। তবে আমি মনে করি এই সমস্যাটি বেশিদিন থাকবে না। এখানে মেধাবী কিছু ইউজার অবশ্যই আছেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা ভালো কিছু পোস্ট বা টপিক তৈরি করেন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: mahid on November 16, 2020, 04:58:45 PM
আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকর জায়গা থেকে সততার সঙ্গে কাজ করতে পারি তাহলে যে কোন কিছুই সম্ভব। তবে আপনার পোস্ট দেখে অনেক ভাল লেগেছে অত্যন্ত কয়েনজন মানুষ যারা এই বিষয়ে ভাবে আপনি তার মধ্যে একজন। আমরা সবাই যদি চেস্টা করি তাহলে ফোরাম কে অনেকদুর এগিয়ে নেওয়া সম্ভব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Power420 on November 16, 2020, 04:59:39 PM
হ্যাঁ ভাই যদিও আপনি ছোট মেম্বার কিন্তু আপনি পুরাতন লোক আপনি কিছু নতুন টপিক তৈরি করে দিন যা থেকে নতুন ইউজাররা কিছু শিখতে পারবে এবং তারা আপনার দেখাদেখি টপিক তৈরি করতে পারবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Halkpro on November 16, 2020, 05:33:56 PM
কথাগুলো ভালো লাগলো। তবে আপনি কিছু নতুন টপিক তৈরি করে দেন। যেগুলোর মধ্যে শিক্ষনীয় কিছু থাকবে। এগুলোর জন্য আমারদের ইউজাররা ইতিপূর্বে অবগত ছিল না। তবে আপনার পোষ্ট থেকে সেগুলো শিখতে পারবে। সব সিনিয়র ভাইদের কাছে এরকম আশা করি। এখানে অপ্রাসঙ্গিক আলোচনা সবচেয়ে বেশি হয়। অপ্রাসঙ্গিক আলোচনা গুলো মেনে নিতে হচ্ছে। কারণ সব নতুন ইউজার এখানে রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে এখানে আলোচনা গুলো খুব খারাপ মনে হচ্ছে। তবে আমি মনে করি এই সমস্যাটি বেশিদিন থাকবে না। এখানে মেধাবী কিছু ইউজার অবশ্যই আছেন। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা ভালো কিছু পোস্ট বা টপিক তৈরি করেন।
ভাই আপনার কথা শুনে আমি খুশি হলাম।  কিন্তু এখানে একটা কথা বলতে চাই আপনি হলেন মডারেটর।  আপনি ভালো আর মন্দ দুটাই ভালো বোঝেন।  ইতিমধ্যে অনেক টপিক খোলা আছে যে গুলা আপনারা আগেই খুলছেন।  আমি আসলে  কিন্তু বলিনি যে আমার টপিক খুলতে হবে। যার  অপ্রয়োজনীয় টপিক খোলে তাদের কে  বলছি।।আর হ্যা আমি আমার যথা সাধ্য চেষ্টা করবো সবাইকে হেল্প করার আমি না পারলে আপনারা আছেন।
যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তা হলে মাফ করবেন।।।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on November 17, 2020, 02:04:32 AM
ইদানিং বিষয়টা আমিও খেয়াল করতেছি যে শুধুমাত্র র‌্যাংক বৃদ্ধি করার জন্য দিনে ৫০, ৬০ টা পর্যন্ত কমেন্টও করে যাচ্ছে যা আধা লাইন বা এক লাইন। আর সেগুলোর সারাংশ হচ্ছে-খুব ভালো পোস্ট করেছেন ভাইয়া, আমি একমত, আমি চেষ্টা করবো। অথচ টপিকের উপর আলোচনা করছেনা অধিকাংশ মেম্বারই। এছাড়া এসব ফালতু কমেন্ট করে র‌্যাংক বাড়িয়ে এরপর বাংলাবোর্ড থেকে অবসর নিয়ে শুধুমাত্র সিগনেচারের জন্য ইংরেজি বোর্ডগুলোতে তখন ইংরেজির ফুলঝুরি ছড়াচ্ছেন অথচ কয়েকদিন আগেও বাংলাবোর্ডে ভাইয়া, স্যার আমাদের হেল্প করবেন, উপকৃত হবো ইত্যাদি তেল মারতেন। এগুলো বন্ধ করতে হবে নতুবা বাংলাবোর্ড স্পামিং+মেধাশুণ্য হয়ে যাচ্ছে দিনকে দিন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Halkpro on November 17, 2020, 03:49:45 AM
ইদানিং বিষয়টা আমিও খেয়াল করতেছি যে শুধুমাত্র র‌্যাংক বৃদ্ধি করার জন্য দিনে ৫০, ৬০ টা পর্যন্ত কমেন্টও করে যাচ্ছে যা আধা লাইন বা এক লাইন। আর সেগুলোর সারাংশ হচ্ছে-খুব ভালো পোস্ট করেছেন ভাইয়া, আমি একমত, আমি চেষ্টা করবো। অথচ টপিকের উপর আলোচনা করছেনা অধিকাংশ মেম্বারই। এছাড়া এসব ফালতু কমেন্ট করে র‌্যাংক বাড়িয়ে এরপর বাংলাবোর্ড থেকে অবসর নিয়ে শুধুমাত্র সিগনেচারের জন্য ইংরেজি বোর্ডগুলোতে তখন ইংরেজির ফুলঝুরি ছড়াচ্ছেন অথচ কয়েকদিন আগেও বাংলাবোর্ডে ভাইয়া, স্যার আমাদের হেল্প করবেন, উপকৃত হবো ইত্যাদি তেল মারতেন। এগুলো বন্ধ করতে হবে নতুবা বাংলাবোর্ড স্পামিং+মেধাশুণ্য হয়ে যাচ্ছে দিনকে দিন।
আপনি হয়তো দেখে থাকবেন বিটকয়েনে বাংলা থ্রেডে আগে শুধু হাই হেলো কেমন আছেন আমি বাংলাদেশি এগুলা পোস্ট চলতো কিন্তু এখন দেখেন সেখানে কতো পরিবর্তন সবাই কিছু কিছু করে শিখছে আবার অন্যদেরকে সাহায্য করতেছে তাই বলতে চাই বিটকয়েনে যেমন পরিবর্তন হয়েছে আমাদের এই বাংলাবোর্ডে পরিবর্তন হবে কিন্তু একটু সময় লাগবে। আর আমি বলবো সবাই একটু জানার আগ্রহে পোস্ট দিয়েন মালাম৯০ ভাই যে কাজ গুলার কথা বলল সেগুলা থেকে বিরত থাকবেন আশা করি।   
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Jaya60 on November 17, 2020, 04:11:41 AM
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন তার কারণ হচ্ছে বর্তমানে দেখা যায় শুধু পোষ্ট বাড়ানোর জন্য সবাই পোস্ট করে থাকে। এরকম পোস্ট হয়না যে সেই পোস্ট গুলো থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। সবাই কিন্তু এরকম পোস্ট করে না আমাদের এই ফোরামে অনেক সিনিয়র ভাই রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন এবং সেই পোস্ট গুলো থেকে জুনিয়র ভাইরা অনেক কিছু শিখতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Primo1760 on November 17, 2020, 05:02:57 AM
সিনিয়ররা জুনিয়ারদের প্রতিটি সদয় হয়ে সহজ এবং জ্ঞান সম্পন্ন পোস্ট করে তাহলে জুনিয়ররা পোস্ট এবং জ্ঞান দুটোই বাড়বে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Crypto_Somrat on November 17, 2020, 05:07:42 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
যথার্থই বলেছেন আপনি। অনেকে আছে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আবোল তাবোল টপিক তৈরি করে থাকে। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। তবে আপনি চাইলে কিছু ভালো ভালো শিক্ষামূলক টপিকঃ তৈরি করতে পারেন। আশা করি আপনার দ্বারা হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Crypto_Somrat on November 17, 2020, 05:34:11 AM
হ্যাঁ ভাই যদিও আপনি ছোট মেম্বার কিন্তু আপনি পুরাতন লোক আপনি কিছু নতুন টপিক তৈরি করে দিন যা থেকে নতুন ইউজাররা কিছু শিখতে পারবে এবং তারা আপনার দেখাদেখি টপিক তৈরি করতে পারবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমারও মনে হয় উনি ছোট হলেও এই জগতে নতুন নয়। উনি এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তাই আমিও বলব আপনি ভালো কিছু টপিক তৈরি করে দেন। যা থেকে জুনিয়র ইউজাররা অনেক না জানা বিষয় জানতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: salukhe on November 17, 2020, 07:39:45 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             

ঠিক বলেছেন ভাই।
আমরা যারা নতুন আছি আমাদের বুঝতে অসুবিধা হয়।
তাই যারা আজে বাজে টপিক তৈরি করেন তাদের কাছে অনুরোধ রইলো কেউ আর আজে বাজে টপিক তৈরি করবেন না। সবাই ভালো কিছু টপিক তৈরি করবেন যেখান থেকে আমরা নতুনরা কিছু শিখতে পারি।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Heron on November 17, 2020, 08:14:44 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আপনি ঠিক বলেছেন। আপনি এখানে ছোট হলেও অনেক অভিজ্ঞ। আপনার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে। আপনি জুনিয়রদের শেখার জন্য ভালো ভালো টপিক তৈরি করলে করতে পারেন। আশা করবো আপনি করবেন। আমাদের মত জুনিয়ররা যেন আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Malam90 on November 17, 2020, 08:43:42 AM
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন তার কারণ হচ্ছে বর্তমানে দেখা যায় শুধু পোষ্ট বাড়ানোর জন্য সবাই পোস্ট করে থাকে। এরকম পোস্ট হয়না যে সেই পোস্ট গুলো থেকে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। সবাই কিন্তু এরকম পোস্ট করে না আমাদের এই ফোরামে অনেক সিনিয়র ভাই রয়েছে যারা অনেক সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন এবং সেই পোস্ট গুলো থেকে জুনিয়র ভাইরা অনেক কিছু শিখতে পারে।


হ্যাঁ ভাই যদিও আপনি ছোট মেম্বার কিন্তু আপনি পুরাতন লোক আপনি কিছু নতুন টপিক তৈরি করে দিন যা থেকে নতুন ইউজাররা কিছু শিখতে পারবে এবং তারা আপনার দেখাদেখি টপিক তৈরি করতে পারবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমারও মনে হয় উনি ছোট হলেও এই জগতে নতুন নয়। উনি এই বিষয়ে অনেক অভিজ্ঞ। তাই আমিও বলব আপনি ভালো কিছু টপিক তৈরি করে দেন। যা থেকে জুনিয়র ইউজাররা অনেক না জানা বিষয় জানতে পারে।


হ্যাঁ ভাই যদিও আপনি ছোট মেম্বার কিন্তু আপনি পুরাতন লোক আপনি কিছু নতুন টপিক তৈরি করে দিন যা থেকে নতুন ইউজাররা কিছু শিখতে পারবে এবং তারা আপনার দেখাদেখি টপিক তৈরি করতে পারবে।


আপনারা সহ যারা নতুন ও অনেকে পুরাতন হয়ে সিনিয়র হয়ে গেছেন তাদের জন্য আমার উপদেশ হচ্ছে- আপনারা পোস্ট কোয়ালিটি বাড়ান। নতুন তথ্যবহুল টপিক তৈরি করুন। শুধু প্রশ্ন করে টপিক তৈরি করবেন না। আপনারা যদি পোস্ট কোয়ালিট বাড়াতে চান তাহলে নিচের কয়েকজনের পোস্টগুলো ভালো করে পড়ুন এবং সেখান থেকে কিছু শিখে নিজের মধ্যে এপ্লাই করুন। আমাকে ফলো না করলেই চলবে। শুধু র‌্যাংক বাড়াতে গিয়ে যা তাই পোস্ট করা ঠিক নয়।

১. Nostoman
 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=49842)
২. Review Master
 (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=74415)

Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Markuri33 on November 17, 2020, 08:59:48 AM
আমি মনে করি এই ফোরামের সিনিয়র ভাইরা যদি অনেক সুন্দর সুন্দর পোস্ট দেয় তাহলে আমাদের মত নতুন ইউজারদের অনেক ভালো হবে তার কারণ হচ্ছে অনেক কিছু আমাদের অজানা সেগুলো আমরা জানতে পারব। এবং সে পোস্টগুলো পড়ে আমরা ভালোভাবে পোস্ট দিতে পারব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Apower$ on November 17, 2020, 11:41:23 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। আমাদের এই ফোরামে অনেকেই আছে যারা টপিক বাড়ানোর জন্য আজে বাজে পোস্ট করে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Triedboy on November 18, 2020, 01:41:49 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             

আপনার কথাগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অতএব আমরা সবাই চেষ্টা করব ভালো মানের পোস্ট দেওয়ার জন্য। শুধু পোষ্ট বাড়ানোর জন্য পোস্ট করলে চলবে না এটা আমাদের সবার জানা প্রয়োজন। তা না হলে এই ফোরাম টা কোনদিনও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Nostoman on November 18, 2020, 07:36:07 AM
আমি মনে করি এই ফোরামের সিনিয়র ভাইরা যদি অনেক সুন্দর সুন্দর পোস্ট দেয় তাহলে আমাদের মত নতুন ইউজারদের অনেক ভালো হবে তার কারণ হচ্ছে অনেক কিছু আমাদের অজানা সেগুলো আমরা জানতে পারব। এবং সে পোস্টগুলো পড়ে আমরা ভালোভাবে পোস্ট দিতে পারব।
এ ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা বন্ধ করুন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। এরপর থেকে অপ্রাসঙ্গিক আলোচনা করবেন না। এগুলো থেকে বিরত থাকুন। সিনিয়রদের পোস্ট গুলো পড়ুন এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট গুলোর কমেন্ট করুন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Magepai on November 20, 2020, 01:43:40 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             

অবশ্যই উচিত আমাদের ভালো মানের পোস্ট করা। না হলে কিন্তু ফোরাম টাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না।অবশ্যই ভালো মানের পোস্ট করা উচিত জানিস এখান থেকে জুনিয়র মেম্বারা নতুন নতুন কিছু শিখতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Kangaro45 on November 20, 2020, 03:20:50 AM
অন্যান্য দেশের লোকাল ফোরামগুলো দিকে খেয়াল করলে দেখা যায় তাদের পোস্ট এর চেয়ে টপিক বেশি কিন্তু আমাদের বাংলা বোর্ডে টপিক অনেক কম তাই আমাদের উচিত ভালো ও শিক্ষামূলক বেশি বেশি টপিক তৈরি করা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Halkpro on November 20, 2020, 03:50:02 PM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
যথার্থই বলেছেন আপনি। অনেকে আছে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আবোল তাবোল টপিক তৈরি করে থাকে। আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে। তবে আপনি চাইলে কিছু ভালো ভালো শিক্ষামূলক টপিকঃ তৈরি করতে পারেন। আশা করি আপনার দ্বারা হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে আসলে ধন্যবাদ টা সকলকেই দেই কারন সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমার অবস্থা ভালো না যার কারনে আমি পোস্ট দিতে পারিনি আমি কোনো রিপ্লাই দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত।  আমি চেষ্টা করবো নতুন কিছু দেয়ার জন্য। আমি কয়েক দিন এক্টিভ ছিলাম না। আল্লাহ আমাকে সুস্থ করুক আমি চেষ্টা করব। আমনাদেরও কিছু দেয়ার চেষ্টাটা রাখতে হবে।।।             
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rain075 on November 20, 2020, 05:23:56 PM
আসুন আমরা সকলেই ভালো ভালো ট্রপিক বানিয়ে ফোরামে পোস্ট করি। জানো সকলেই আমাদের এই টপিকে আলাপ আলোচনা করতে পারে। সকলের জন্য যেন অনেক সুবিধা হয়।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Blue_sea on November 21, 2020, 03:17:13 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
সত্যিকার অর্থে মডারেটরের ভয়ে কনো পোস্ট দিবেন কি দিবেন না সেটা বড় কথা নয়। আপনি মানসম্মত পোস্ট করুন তাহলেও কোন সমস্যা হবে না। সর্বদা ফোরামের রুলস মেনে চলুন সব ঠিক হয়ে যাবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Hasan986 on November 23, 2020, 05:48:50 PM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
শিখতে হবে, শিখাতে হবে। ক্রিপ্টো দুনিয়াতে জানার শেষ নেই। আমরা যদি কোন টপিক নিয়ে আলোচনা করি তার সমাধান আসবেই। তাই যা জানি অন্যকে সাহায্য করি। যা জানি না অন্য থেকে জানার বুঝার চেস্টা করি। নতুন নতুন বিষয়ে জানার জন্য টপিক খুলি। সবাই মিলে শিখি।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Linda78 on November 23, 2020, 05:54:53 PM
কথাগুলো আমার খুব ভালো লাগছে ভাই এই ধরনের সাজেশন দিলে আমাদের নতুনদের অনেক উপকার হয় কারণ আমরা নতুন আমরা ভালো করে জানি না আমরা আপনাদের কাছ থেকে শিখতে চাই তাই আমাদের যারা সিনিয়র পারসন আছেন তারা ভালো ভালো পোস্ট করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের পোস্ট দেখে আমরা যেন ভালো ভালো পোস্ট করতে পারি। এটাও জানি ক্রিপ্টোকারেন্সি কে জানার কোন শেষ নেই। তাই আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি আমরা জানতে চাই।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AGM on November 23, 2020, 06:16:43 PM
আপনি ঠিক বলেছেন। আমাদের সবাই কে একই পথে চলতে হবে। যারা এখানে সিনিয়র হিসেবে আছেন তারা আমাদের দিক নির্দেশনা দিবেন সেই ভাবে আমরা যদি কাজ করি অবশ্যই সফল হব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Hasan986 on November 24, 2020, 06:48:31 AM
আমি মনে করি এই ফোরামের সিনিয়র ভাইরা যদি অনেক সুন্দর সুন্দর পোস্ট দেয় তাহলে আমাদের মত নতুন ইউজারদের অনেক ভালো হবে তার কারণ হচ্ছে অনেক কিছু আমাদের অজানা সেগুলো আমরা জানতে পারব। এবং সে পোস্টগুলো পড়ে আমরা ভালোভাবে পোস্ট দিতে পারব।
সিনিয়র ভাইদের থেকেই আমরা অনুপ্রাণিত।  উনারা উৎসাহিত না করলে আমরা জুনিয়র রা কিছুতেই অনুপ্রাণিত হবে না। তাদের বিভিন্ন শিক্ষণীয় পোস্টে কমেন্ট করলে খুব সুন্দর করে আমাদের তা বুঝিয়ে দেয়। এতে আমরা অনুপ্রাণীত হয়ে, আরো কিছু জানার থাকলে জিজ্ঞাস করতে দ্বীধা করি না।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Sasa on November 24, 2020, 07:18:59 AM
ভাই অনেক ভালো লাগলো আপনার কথাগুলো। আপনার কথাগুলো থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে আপনি ঠিকই বলেছেন অনেকেই তাদের অ্যাক্টিভিটি ভালোর জন্য আপল তাবোল পোস্ট করে এগুলো তাদের বন্ধ করা উচিত
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AGM on November 24, 2020, 07:19:23 AM
সিনিয়ররা জুনিয়ারদের প্রতিটি সদয় হয়ে সহজ এবং জ্ঞান সম্পন্ন পোস্ট করে তাহলে জুনিয়ররা পোস্ট এবং জ্ঞান দুটোই বাড়বে।
আপনি ঠিক বলেছেন এক্ষেত্রে সিনিয়রা একটি গুরত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে। সিনিয়রদের প্রতি আমার আহবান থাকবে যে আপনারা আমরা যারা জুনিয়র আছি তাদের কে অবশ্যই হেল্প করবেন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Triedboy on November 27, 2020, 02:22:27 AM
আমি মনে করি এই ফোরামের সিনিয়র ভাইরা যদি অনেক সুন্দর সুন্দর পোস্ট দেয় তাহলে আমাদের মত নতুন ইউজারদের অনেক ভালো হবে তার কারণ হচ্ছে অনেক কিছু আমাদের অজানা সেগুলো আমরা জানতে পারব। এবং সে পোস্টগুলো পড়ে আমরা ভালোভাবে পোস্ট দিতে পারব।

আপনি ভালভাবে ফোরামের দিকে দেখেন দেখবেন যে আগের তুলনায় এখন অনেক ভালো ভালো টপিক তৈরি হচ্ছে। এবং এই ফোরামের সিনিয়র ভাইরা সবসময়ই জুনিয়রদের জন্য নতুন নতুন উপদেশমূলক টপিক তৈরি করে যাচ্ছে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Crypto_Somrat on November 27, 2020, 05:10:26 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আপনাকে অনেক ধন্যবাদ আপনি জুনিয়র রেঙ্ক এ থেকেও অনেক ভালো একটা টপিক তৈরি করেছেন। অনেক ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এভাবে পোস্ট করতে থাকুন যেন আপনার পোষ্ট থেকে নতুনরা কিছু না কিছু শিখতে পারে। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Sasa on November 27, 2020, 05:15:51 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন এমন অনেকজন আছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজাইরা টপিক তৈরি করে। আমার মনে হয় এরকম কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করা। যেখান থেকে আমরা নিজেরা কিছু শিখতে পারবো এবং অন্যদের ও কাজে আসবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rds3b on November 27, 2020, 06:21:47 AM
হ্যা আমি আপনার সাথে একমত আমরা যারা এখানে বিভিন্ন রকমের মত প্রকাশ করে থাকি কিন্তু আমরা একটু ভেবে চিন্তে প্রকাশ করা উচিত। কেনো না আপনার আমার এই পোস্ট গুলি অনেকেই দেখে থাকেন। তাই সকলের কাছে গ্রহণযোগ্য হয় তেমন কিছু প্রকাশ করব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Cristiano on November 27, 2020, 06:23:20 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
ঠিক বলেছেন আপনিফোরামে অনেক সময় নতুন ইউজার রা অনেক টপিক তৈরি করে যেগুলো কোন তথ্যবহুল নয় আমাদের কোন কাজে লাগবে না। আমরা পোস্ট থেকে কোন শিক্ষণীয় হবো না। তাদেরকে এই রকম পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Crypto_Somrat on November 27, 2020, 06:24:45 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আপনি ছোট মেম্বার হয়েও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অযথা লোক্যালিটি পোস্ট করে কোন লাভ নেই। ফোরামের সিনিয়র ভাইরা যখন দেখবেন তখন বিপদ হতে পারে। আশা করি পোস্ট করার সময় জুনিয়র ভাইয়েরা এ বিষয়ে নজর রাখবেন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: XM8 on December 05, 2020, 05:29:34 PM
আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। আপনি এখানে যে ট্রফিক নিয়ে কথা বলেছেন অনেক সুন্দর একটি ট্রপিক। আপনার এই কথাগুলো যদি আমরা নিয়মিত মেনে কাজ করি তাহলে আমাদের ফোরামের ভারসাম্য যেমন থাকবে তেমনি আমাদের এই ফোরাম তাকে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Nusrat on December 05, 2020, 06:21:48 PM
আমি অল্প কিছুদিন ধরে এই ফোরামে কাজ শুরু করেছি। আমি এই ফোরামে একজন ছোট মেম্বার হিসাবে সবার উদ্দেশ্যে কিছু কথা বলছি আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ। এতে যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাগুলো হলো এই যে আমরা এই ফোরামে অনেকেই না শুনে না বুঝেই অনেক ধরনের পোস্ট করি ট্রফিক তৈরি করি যেগুলো দ্বারা আমাদের কোন কাজে আসে না অকেজো কোন পোস্ট না করে বা ট্রফিক তৈরি না করি। এমন কিছু কাজ করবো যেগুলো আমাদের কাজে আসবে এবং কি একে অন্যের দ্বারা কিছু শিখতে পারবে। আজেবাজে কোন পোস্ট না করে ভালো কিছু করার চেষ্টা করব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Magepai on December 12, 2020, 02:12:11 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন এমন অনেকজন আছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজাইরা টপিক তৈরি করে। আমার মনে হয় এরকম কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করা। যেখান থেকে আমরা নিজেরা কিছু শিখতে পারবো এবং অন্যদের ও কাজে আসবে।

হ্যাঁ আপনার ধারনা ঠিক আছে।বর্তমান সময় দেখা যায় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক ইউজার রয়েছে যারা 21 লাইনের টপিক তৈরি করছে। এবং কোন পোষ্টের রিপ্লাই দিচ্ছে এতে অল্প পরিমাণে যে এক লাইন থেকে দের লাইন হলে।তাই এধরনের কাজ না করে সবাই একটু ভাল মানের টপিক তৈরি করুন এবং নিজের জ্ঞান থেকে কিছু লেখার চেষ্টা করুন।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Salauddin on December 12, 2020, 04:40:55 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন এমন অনেকজন আছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজাইরা টপিক তৈরি করে। আমার মনে হয় এরকম কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করা। যেখান থেকে আমরা নিজেরা কিছু শিখতে পারবো এবং অন্যদের ও কাজে আসবে।

হ্যাঁ আপনার ধারনা ঠিক আছে।বর্তমান সময় দেখা যায় অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক ইউজার রয়েছে যারা 21 লাইনের টপিক তৈরি করছে। এবং কোন পোষ্টের রিপ্লাই দিচ্ছে এতে অল্প পরিমাণে যে এক লাইন থেকে দের লাইন হলে।তাই এধরনের কাজ না করে সবাই একটু ভাল মানের টপিক তৈরি করুন এবং নিজের জ্ঞান থেকে কিছু লেখার চেষ্টা করুন।

ভাই আপ্নে নিজেও এক লাইনের পোস্ট করেছেন  আবার এক প্রকার স্প্যাম পোস্ট করেছেন বললেই চলে কারন হচ্ছে একটা টপিকে একদিনে এত পোস্ট করা ঠিক না জদিও আপনি কিছুটা সসামনযশ্য রেখেই পোস্ট করেছেন তার পরেও বল্বো খালো পোস্ট বাড়ানোর জন্যে এভাবে পোস্ট করা ঠিক না ।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Kangaro45 on December 12, 2020, 05:08:02 AM
আমরা প্রত্যেকে যে যে অবস্থানে রয়েছে সেখান থেকে সকলের উচিত ভালো কিছু করার।তাহলে আমাদের সবার জন্যই ভালো কিছু অপেক্ষা করছে। ফোরাম কে এগিয়ে নিতে হলে আমাদের সকলের ঐক্যবধ্য প্রচেষ্টা অবশ্যই দরকার। তা না হলে আমরা সবাই পিছিয়ে পড়বো। বিশেষ করে আমরা যারা বাংলাদেশী ইউজার আছি বাংলা লোকাল বোর্ডৈ  বেশি বেশি টপিক তৈরি করা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Salauddin on December 12, 2020, 05:13:41 AM
আমরা প্রত্যেকে যে যে অবস্থানে রয়েছে সেখান থেকে সকলের উচিত ভালো কিছু করার।তাহলে আমাদের সবার জন্যই ভালো কিছু অপেক্ষা করছে। ফোরাম কে এগিয়ে নিতে হলে আমাদের সকলের ঐক্যবধ্য প্রচেষ্টা অবশ্যই দরকার। তা না হলে আমরা সবাই পিছিয়ে পড়বো। বিশেষ করে আমরা যারা বাংলাদেশী ইউজার আছি বাংলা লোকাল বোর্ডৈ  বেশি বেশি টপিক তৈরি করা।

ঠিক বলেছেন আমরা যদি সবাই সবার অবস্থান থেকে চেস্টা করি তাহলে অবশ্যই ফরাম টাকে সেভ রাখা সম্ভাব যেটা অনেক সময় হয়ে উঠেনা, অল্প কিছু মানুষের জন্যে তবে আমরা আশা করি আস্তে আস্তে সবাই সচেতন হচ্ছে এখানে সেহেতু অনেক ভালো হবে সামনে ফরাম তা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Casual on December 12, 2020, 06:17:38 AM
আসলে আমাদের এই ফোরামের সিনিয়র ভাইদের সবার উচিত নতুন টপিক তৈরি করার। এবং সেই টপিক টিতে অবশ্যই শিক্ষনীয় বিষয় থাকবে। তাহলে দেখা যাবে আমাদের এই ফোরামের জুনিয়র মেম্বার সেগুলো পড়ে অনেক উপকৃত হবে। আমি বলব কেউ পোষ্ট বাড়ানোর জন্য দয়াকরে আজেবাজে টপিক তৈরি করবেন না।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Cz Rock on December 22, 2020, 03:47:59 AM
আমার মত যারা নতুন ইউজার তারা শুধু একটিভিটি বাড়ানো জন্য আজে বাজে পোস্ট করে থাকি যা মূল্যহীন।এই ধরনের পোস্ট থেকে বিরত থাকি এবং সিনিয়র ভাইদের পোস্ট থেকে কিছুটা ধারণা নিয়ে মানসম্মত পোস্ট করি।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Cz Rock on December 22, 2020, 03:49:37 AM
আমি অল্প কিছুদিন ধরে এই ফোরামে কাজ শুরু করেছি। আমি এই ফোরামে একজন ছোট মেম্বার হিসাবে সবার উদ্দেশ্যে কিছু কথা বলছি আমার কথায় কেউ কিছু মনে করবেন না প্লিজ। এতে যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথাগুলো হলো এই যে আমরা এই ফোরামে অনেকেই না শুনে না বুঝেই অনেক ধরনের পোস্ট করি ট্রফিক তৈরি করি যেগুলো দ্বারা আমাদের কোন কাজে আসে না অকেজো কোন পোস্ট না করে বা ট্রফিক তৈরি না করি। এমন কিছু কাজ করবো যেগুলো আমাদের কাজে আসবে এবং কি একে অন্যের দ্বারা কিছু শিখতে পারবে। আজেবাজে কোন পোস্ট না করে ভালো কিছু করার চেষ্টা করব।
ধন্যবাদ ভাইয়া এমন একটি সুন্দর পোষ্ট করার জন্য আমি আপনার সাথে একমত। এই ফোরামের জুনিয়ার যা শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্যই পোস্ট করে থাকে যা মূল্যহীন। আমরাই থেকে বিরত থাকি।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tunir Baap on December 22, 2020, 02:57:22 PM
আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন আমাদেরকে নিজের স্বার্থ পরিহার করে বাংলা ফোরামে স্বার্থের জন্য অবশ্যই এই ফোরামে মানসম্মত পোস্ট করতে হবে যাতে করে ফোরামের ভারসাম্য বজায় থাকে এবং আমাদের জন্য যেন আমাদের মডারেটর ভাই কোন মডারেটরের কাছে কোন কথা না শোনে তাই অবশ্যই আমরা যে পোস্টগুলো করব আগে পোষ্টের টপিকের উপর লক্ষ করে পোস্টগুলো করব যে পোস্টগুলো মানসম্মত হলো কিনা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: saidul2105 on December 22, 2020, 03:13:34 PM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
ভাই আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আমাদের ফোরামে অনেক সদস্য আছে যারা কোন তথ্যের আলোকে পোস্ট করে না, তারা শুধু মাত্র নিজের এ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট করে থাকে।  এতে করে আমাদের ফোরামের কোন উন্নতি হবে না।  তাই আমাদের সকলেরই উচিৎ ফোরামে নতুন নতুন তথ্যের আলোকে পোস্ট করে সকলের পাশে থাকা এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে পোস্ট করে  ফোরামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।                                           
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Irfan12@ on December 25, 2020, 03:58:46 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
ভাই আপনার কথাগুলো খুবই ভালো লাগছে তবে আমি বলব যে আপনি ভাই নতুন কিছু টপিক তৈরি করে দেন যেগুলো থেকে আমরা যারা নতুন ইউজার রয়েছে তারা কিছু শিখতে পারব এবং কিছু জানতে পারব আশা করি ভাই আপনি এ ব্যাপারে একটু ভাববেন এবং আমাদের নতুনদের জন্য নতুন কিছু টপিক নিয়ে আসবেন যেগুলো থেকে অন্য সকল ইউজাররা কিছু জানতে পারবে এবং কিছু শিখতে পারবে
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Msweet on December 25, 2020, 08:02:52 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আজকে যারা জুনিয়ার তারা কালকে ভালো একটা পর্যায়ে চলে যাবে। আমার কাছে মনে হয় যে যারা জুনিয়ার আছে তারা আগে কোন পোস্ট না করে। অন্যের পোস্টগুলো পড়ে জেনে বুঝে কমেন্ট করা উচিত। এতে করে তার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক নলেজ হবে। ভবিষ্যতে এর উপর এসে ট্রাফিক তৈরি করতে পারবে। যদি যারা সিনিয়ার আছে তারা যদি তাদের নিরুৎসাহিত করে তাহলে তারা কখনোই উপরে উঠতে পারবে না অবশ্যই তাদের উপরে ওঠার সুযোগ দিতে হবে। তাদের ভুলগুলো ধরিয়ে দিতে হবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Markuri33 on December 25, 2020, 11:30:48 PM
যারা এই ফোরামে একেবারেই নতুন সবাই কিন্তু উলটপালট ভাবে কিছু পোস্ট করে না। কিছু ইউজার রয়েছে তারা আসলে না বুঝে শুনেই পোস্ট করে থাকে। তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে অবশ্যই আপনারা যে পোস্টগুলোতে উত্তর দিতে চান না কেন আপনারা দেখবেন অনেক সিনিয়র মেম্বার রয়েছে যারা একেকজন একেকভাবে মন্তব্য করছেন।মেক টু হাতে সময় নিয়ে সেগুলো পড়বেন তারপর আপনি উত্তর দিবেন আশা করি আপনার আনসার ভালো হবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rony on December 27, 2020, 02:51:25 AM
আমরা অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট না করে মূল্যবান পোষ্ট করার চেষ্টা করব। যেখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারব , ফোরাম সম্পর্কে জানতে পারবো।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Lovepro Max on December 27, 2020, 03:20:03 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আপনার কথাগুলো সত্যি অনেক ভালো লেগেছে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং অনেক ইউজার রয়েছে যে তারা তাদের রেংক আপের জন্য অনেক ধরনের টপিক তৈরি করে থাকে যে টপিকগুলো থেকে কোন উপকার হয় না তো আমার মনে হয় এরকম টপিক তৈর উপকার হয় না তো আমার মনে হয় এরকম টপিক তৈরি করা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং চেষ্টা করতে হবে ভালো মানের টপিক তৈরি করা যেগুলো থেকে অন্য ইউজাররা কিছু হলেও উপকৃত হবে
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Sasa on December 28, 2020, 08:37:31 AM
হ্যাঁ ভাই আমরা যারা এই বাংলা বোর্ডের ইউজার রয়েছি বিশেষ করে ছোট বড় সকল ইউজার এর উচিত ভালো মানের নতুন নতুন টপিক তৈরি করা অফটপিকে আলোচনা না করা এবং আবোল-তাবোল টপিক তৈরি করা থেকে বিরত থাকা যদি আমরা ভালো মানের টপিক তৈরি করি যেগুলো থেকে নতুন কিছু শেখা যাবে জানা যাবে তাহলে একসময় আমাদের এই বাংলা বোর্ড টা অনেক দূর এগিয়ে যাবে তো আমরা সবাই চেষ্টা করব নতুন টপিক তৈরি করার
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: XM8 on December 29, 2020, 04:50:32 PM
ইদানিং বিষয়টা আমিও খেয়াল করতেছি যে শুধুমাত্র র‌্যাংক বৃদ্ধি করার জন্য দিনে ৫০, ৬০ টা পর্যন্ত কমেন্টও করে যাচ্ছে যা আধা লাইন বা এক লাইন। আর সেগুলোর সারাংশ হচ্ছে-খুব ভালো পোস্ট করেছেন ভাইয়া, আমি একমত, আমি চেষ্টা করবো। অথচ টপিকের উপর আলোচনা করছেনা অধিকাংশ মেম্বারই। এছাড়া এসব ফালতু কমেন্ট করে র‌্যাংক বাড়িয়ে এরপর বাংলাবোর্ড থেকে অবসর নিয়ে শুধুমাত্র সিগনেচারের জন্য ইংরেজি বোর্ডগুলোতে তখন ইংরেজির ফুলঝুরি ছড়াচ্ছেন অথচ কয়েকদিন আগেও বাংলাবোর্ডে ভাইয়া, স্যার আমাদের হেল্প করবেন, উপকৃত হবো ইত্যাদি তেল মারতেন। এগুলো বন্ধ করতে হবে নতুবা বাংলাবোর্ড স্পামিং+মেধাশুণ্য হয়ে যাচ্ছে দিনকে দিন।
আপনি হয়তো দেখে থাকবেন বিটকয়েনে বাংলা থ্রেডে আগে শুধু হাই হেলো কেমন আছেন আমি বাংলাদেশি এগুলা পোস্ট চলতো কিন্তু এখন দেখেন সেখানে কতো পরিবর্তন সবাই কিছু কিছু করে শিখছে আবার অন্যদেরকে সাহায্য করতেছে তাই বলতে চাই বিটকয়েনে যেমন পরিবর্তন হয়েছে আমাদের এই বাংলাবোর্ডে পরিবর্তন হবে কিন্তু একটু সময় লাগবে। আর আমি বলবো সবাই একটু জানার আগ্রহে পোস্ট দিয়েন মালাম৯০ ভাই যে কাজ গুলার কথা বলল সেগুলা থেকে বিরত থাকবেন আশা করি।
আপনি কি কথা বলেছেন বাংলা ফোরামের অনেকটাই উন্নতি হয়েছে এই উন্নতি পেছনে ফোরামের সিনিয়র মেম্বার অনেক অবদান রেখেছেন তবে এই ফোরামের স্বার্থে বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের অবশ্যই হাই-হ্যালো বর্জন করে কনস্ট্রাক্টিভ পোস্ট করতে হবে যার ফলে একজনের পোস্ট পড়ে অপরজন উপকৃত হয় এবং নতুন বিষয়ে জানতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Mahindra on December 29, 2020, 06:49:18 PM
আপনার কথায় মন্তব্য আছে ভাই অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন এই টপিকটি পড়ে অনেক ভালো লেগেছে সত্যিই এখানে আজাইরা টপিক তৈরি করা হয় যেগুলো শিক্ষনীয় হয় না তাই আমরা সকলেই চেষ্টা করব ভালো মানের ক্রিপ্টো রিলেটেড পোস্ট করার তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে অনেক ভালো করতে পারব আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই পোস্টটি করার জন্য অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আপনি।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Angel jara on December 31, 2020, 02:59:44 AM
আমার মত যারা নতুন ইউজার তারা শুধু একটিভিটি বাড়ানো জন্য বেশি পোস্ট করে থাকে মূল্যহীন। আমাদের সবার উচিত আমাদের এই ফোরাম এগিয়ে নেওয়ার জন্য মূল্যবান পোষ্ট করা অন্তরে দরকার যা আমাদের অগ্রসর করতে সাহায্য করবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Lovepro Max on December 31, 2020, 03:43:33 AM
আমার মত যারা নতুন ইউজার তারা শুধু একটিভিটি বাড়ানো জন্য বেশি পোস্ট করে থাকে মূল্যহীন। আমাদের সবার উচিত আমাদের এই ফোরাম এগিয়ে নেওয়ার জন্য মূল্যবান পোষ্ট করা অন্তরে দরকার যা আমাদের অগ্রসর করতে সাহায্য করবে।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যারা ছোট ইজার রয়েছে তারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মূল্যহীন পোস্ট করে থাকে যে পোস্ট  কেউ কোন উপকার পায় না বা নতুন কিছু জানতে পারেনা তো আমাদের সবার উচিত হবে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করে ভালো মানের পোস্ট করা থেকে নতুন কিছু জানা যাবে
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Markuri33 on January 13, 2021, 01:59:18 AM
আমার মত যারা নতুন ইউজার তারা শুধু একটিভিটি বাড়ানো জন্য বেশি পোস্ট করে থাকে মূল্যহীন। আমাদের সবার উচিত আমাদের এই ফোরাম এগিয়ে নেওয়ার জন্য মূল্যবান পোষ্ট করা অন্তরে দরকার যা আমাদের অগ্রসর করতে সাহায্য করবে।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যারা ছোট ইজার রয়েছে তারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য মূল্যহীন পোস্ট করে থাকে যে পোস্ট  কেউ কোন উপকার পায় না বা নতুন কিছু জানতে পারেনা তো আমাদের সবার উচিত হবে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট না করে ভালো মানের পোস্ট করা থেকে নতুন কিছু জানা যাবে
সকল ইউজার কিন্তু এরকম কাজ করে না যারা একদমই নতুন আসে তাদের মধ্যে থেকে 2-1 জন ইউজার রয়েছে যারা কিছু ওলট-পালট পোস্ট করে। আমাদের উচিত হবে আমরা যদি কাউকে শিখিয়ে দেই তাহলে তাকে এই ফোরামের সকল নিয়ম কানুন একটু কষ্ট করে বলবো। কিভাবে পোস্ট করলে এগিয়ে যাওয়া যাবে এবং কিভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে সেগুলো যদি নতুনদের শিখিয়ে দেই তাহলে অবশ্যই তারা ভালভাবেই পোস্ট দিতে পারবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Mahindra on January 13, 2021, 03:46:39 AM
ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলোএই ফোরামের সকল ইউজাররা মিলে এখানে কাজ করলে পরবর্তীতে কোন রকম সমস্যা হবে না বিশেষ করে দেখা যায় কিছু কিছু নতুন ইউজার যারা ফর্মে আসে। তারা শুধু পোস্ট নিয়ে ব্যস্ত থাকে ভালো রকমের পোস্ট করেনা। বরং তারা কিভাবে আইডি এর রেংক বাড়ানো যায় সেই ধারণা নিয়ে আবোল তাবোল পোস্ট করে থাকে তাই আমি মনে করি ভাল মানের পোস্ট এবং টপিক তৈরি করলে অবশ্যই পরবর্তীতে এগিয়ে যেতে পারবে । ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি পোস্ট করেছে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: XM8 on January 13, 2021, 06:38:09 AM
আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকর জায়গা থেকে সততার সঙ্গে কাজ করতে পারি তাহলে যে কোন কিছুই সম্ভব। তবে আপনার পোস্ট দেখে অনেক ভাল লেগেছে অত্যন্ত কয়েনজন মানুষ যারা এই বিষয়ে ভাবে আপনি তার মধ্যে একজন। আমরা সবাই যদি চেস্টা করি তাহলে ফোরাম কে অনেকদুর এগিয়ে নেওয়া সম্ভব।
আপনি একদম ঠিক কথা বলেছেন আমাদের সবার নিজ নিজ পক্ষ থেকে নিজ দায়িত্বে ফোরাম টাকে নিজের মনে করে কাজ করা উচিত।ফোরামে আজাইরা প্যাচাল না পেরে শিক্ষণীয় এবং কনস্ট্রাক্টিভ পোস্ট করা উচিত যাতে ফোরামের ভারসাম্য বজায় থাকে তেমনি নতুন নতুন কনস্ট্রাক্টিভ পোস্টগুলো পড়ে সবাই নিয়মিত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারে। আশা করছি বিষয়টা সবাই মাথায় রাখবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Mental on January 13, 2021, 03:23:53 PM
ধন্যবাদ ভাইয়া আপনি যেভাবে কথা গুলা বললেন এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। এই কথাটি আমাদের নতুন ভাইদের জন্য অনেক অনেক শিক্ষনীয় পোস্ট। আশা করি এরকম পোস্ট করে আমাদের নতুন কিছু শিক্ষা দেবেন ধন্যবাদ।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tamsialu$$ on January 13, 2021, 11:43:27 PM
মূলত আমরা দেখিয়াছি সকল ইউজার কিন্তু এরকম নয়। বর্তমানে বেশ কিছু নতুন ইউজার রয়েছে যারা ফোরামে এসেই অনেক রকম পোস্ট করে যাচ্ছে আসলে তাদের জন্য কিন্তুতুমি বলে দেওয়া হয় যে সিনিয়র ভাইদের পোস্টগুলো বেশি বেশি পড়বেন তাহলে আপনি সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন। তা না করে অনেকেই আবার দেখা যায় এই পোস্টটি বুঝিনি আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে বা অনেকেই বলছে আপনার পোস্ট পড়ে অনেক উপকৃত হলাম ধরনের পোস্ট করে যাচ্ছে অনেকেই।সো আমরা এই সমস্ত পোস্ট গুলো থেকে বিরত থাকব এবং কিভাবে ফোরামকে উন্নতি করা যায় সে দিকে লক্ষ্য করে পোস্ট করব।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tamsialu$$ on January 13, 2021, 11:46:05 PM
আপনি ঠিক বলেছেন। আমাদের সবাই কে একই পথে চলতে হবে। যারা এখানে সিনিয়র হিসেবে আছেন তারা আমাদের দিক নির্দেশনা দিবেন সেই ভাবে আমরা যদি কাজ করি অবশ্যই সফল হব।
নতুন একটা পুরান কে এগিয়ে নিয়ে যেতে হলে শুধু সিনিয়র যারা রয়েছে তাদের কাজ করলে চলবে না।নতুন ইউজার যারা রয়েছে তাদের ও কিন্তু সহযোগিতা করতে হবে কিভাবে পোস্ট করলে একটা বিষয় সম্পর্কে সবাই বুঝতে পারবে সে ভাবে সব সময় পোস্ট করে যেতে হবে।এবং সবারই জানা আছে আমাদের এই প্রোগ্রামটা বিটকয়েন ফোরামের মত তেমনটা উন্নত নয় তাই আমাদের ছোট বড় সমস্ত মেম্বারদের মিলেমিশে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই সম্ভব আমাদের এই প্রোগ্রামটা উন্নতি করার।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: NANCY on January 23, 2021, 08:42:05 PM
ঠিক বলেছেন আপনি সবাই যদি পোস্টটি পড়ে তাহলে আমরা যারা নতুন সদস্য রয়েছি ফোরামে তাদের অনেকটাই সুবিধাজনক হবে। সবার উদ্দেশ্যে সিনিয়র ভাই যে কথাটি বলেছেন সেটা পালন করা আমাদের কর্তব্য। সেটা না হলে আমরা এত কষ্ট করে পোষ্ট দিয়ে আমাদের কোন লাভ নেই।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Michael 173 on January 24, 2021, 02:29:30 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             

হ্যা ভাই আপনার কথায় যুক্তি আছে। আমি আপনার সার্পোটে আছি। যদি ভলে বিষয় নিয়ে বলা ভালো টপিক নিয়ে পোস্ট না করা তাহলে আমাদের মতো নিয়ে ইউজাররা কিছুই জানতে বলা শিখতে পারবেনা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AlviNess on February 23, 2021, 09:49:26 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
অবশ্যই ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন। অনেক সময় দেখা যায় শুধুমাত্র অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অযথা টপিক তৈরি করা হয়। জাফর আমার জন্য খুবই বিরক্ত কর।তাই আজাইরা টপিক তৈরি না করে সব সময় শিক্ষনীয় টপিক তৈরি করাই বুদ্ধিমানের কাজ। কারণ এতে ফোরামের ভারসাম্য বজায় থাকবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Akhi600 on February 24, 2021, 10:39:57 PM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আমরা যদি সকলেই সততার সঙ্গে কাজ করি তাহলে কোন কিছু করা সম্ভব। আমরা যে যাই পোস্ট ও টপিক তৈরি করি মানসম্মত তৈরি করব তাহলে আমাদের ফোরামে উন্নতি হবে তাই আশা করছি যারা নতুন টপিক তৈরি করবেন তারাও সচেতন ভাবে তৈরি করবে ধন্যবাদ
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Laxmi Sharma on February 25, 2021, 12:28:12 PM
ব্রাদার ঠিক পয়েন্ট ধরেছেন। পোস্টটি অনেক সুন্দর হয়েছে, আপনার পোষ্ট থেকে উপকৃত হলাম, আপনাকে অনেক ধন্যবাদ, এই সকল পোস্ট ফোরামে এখন বেশি দেখা যাচ্ছে। এ সকল পোষ্ট নেগেটিভ কারমা পাওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে আমাদের জন্য। তাই আমাদের অবশ্যই এই সকল পোষ্ট থেকে দূরে থাকা উচিত। অন্যথায় নেগেটিভ কারমা পেতে হতে পারে যা আইডির জন্য হুমকিস্বরূপ।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Milon626 on February 25, 2021, 01:16:00 PM
আমিও আপনার সাথে একমত।  আমারও মনে হয় আজাইরা পোস্ট না করে সবারই কোন নিদিষ্ট টপিক নিয়ে আলোচনা করা টা প্রয়োজন।  এতে তার নিজেরও পোস্ট বাড়বে, অন্যান্য ইউজারেরাও উপকৃত হবে। তাই সবার উচিৎ মান সম্মত পোস্ট করে সকলের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসা।                         
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Password on February 25, 2021, 01:28:04 PM
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য। আমারও একই কথা মনে হয় যে আজাইরা পোস্ট না করে কিছু ভালো পোস্ট করার চেষ্টা করব। এতে যারা নতুন আছেন তারা অনেক কিছু শিখতে পারবে। আমিও ফোরামে নতুন আপনার এই পোস্টটি পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারছি। অনেক ধন্যবাদ ফোরামের সিনিয়র ভাইদের।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: raisajahan on February 26, 2021, 06:22:30 PM
আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বউন্টি কিংবা বিটকয়েন কেনা বেচা করছেন তারা সব সময় ওয়ালেট সিকিউর রাখবেন যাতে হ্যাকার রা আপনাদের ব্যালেন্স হ্যাক করতে না পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Lens on February 26, 2021, 07:16:19 PM
এই ফোরামে আমরা নতুন এবং পুরাতন যারাই আছি, সবার প্রতিই একটা অনুরোধ, আমরা এখানে যখনই কোন পোস্ট করবো, সেই পোস্ট টা যেন হেল্পফুল ও শিক্ষনীয় হয়।এতে করে  আমরা অনেক কিছু শিখতে পারবো এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে পারবো।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: AGM on March 03, 2021, 11:18:36 AM
আমি একজন ছোট মেম্বার। আমি কিছু বলতে চাই সবার উদ্দেশ্য, আমরা অনেক সময় অনেক আজাইরা টপিক বানাই এতে কোনো লাভ হয় না। শুধু পোস্ট বারানোর জন্য এই কাজ করি।  কিন্তু এটা করে লাভ কি জখন মডারেটর আপনার পোস্ট দেখবে তখন আপনার আইডির সমস্যা হবে। তাই আমি বলি সবাই ভালো পোস্ট করবো যা থেকে আমরা কিছু শিখতে পারি। যে পোস্ট গুলা অন্যকে হেল্প করবে। তাই বলবো সবাই একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য জাতে আপনার পোস্ট পড়ে অন্যজন উপকৃত হয় ধন্যবাদ সবাই কে             
আপনার মত সবাই যদি এটি বুঝতো তাহলে তো বাংলাবোর্ডে কোন মডারেটরই দরকার ছিল না।সবারই উচিত নতুন নতুন ট্রপিক তৈরী করা। যত ট্রপিক বেশি হবে তত আলোচনা করে ভাল লাগবে। আর আলাচনা যাই করুন তবে সবার উচিত গঠন মূলক আলোচনা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Sumaiya2 on March 03, 2021, 05:18:45 PM
সবাই যদি ফোরামের রুলস মেনে পোস্ট করে তাহলে ফোরামে স্পামিং কম হবে। তাই সবার উচিত কনস্ট্রাক্টিভ পোস্ট করা যাতে এখান থেকে সবাই শিখতে পারে। একমাত্র নতুন নিয়ম মেম্বাররা সিনিয়র ভাইদের পোস্ট গুলো লক্ষ্য করে আমি অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Tubelight on March 21, 2021, 10:53:50 AM
সুন্দর একটি কথা বলেছেন আমরা অনেকেই আছি যারা অফটপিক বা আজাইরা টপিক আলোচনা করি। আমাদের এই অফটপিকে আলোচনা করা বন্ধ করতে হবে।আমাদের এই বাংলা বোর্ডের মর্যাদা অক্ষুন্ন রাখতে সব সময় ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করতে হবে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Dilshan on May 08, 2021, 05:24:21 AM
আজকাল বেশ কিছু ইউজার রয়েছে যারা তাদের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য আজেবাজে পোস্ট করে। যেটা অনেক সময় শিক্ষনীয় হয়না। এজন্য আমাদের মত নতুন ইউজাররা কিছু শিখতে পারে না। তাই সিনিয়র ভাইদের কাছে আমার অনুরোধ মানসম্মত পোস্ট করুন। যেন আমাদের মত নতুন ইউজাররা কিছু শিখতে পারে।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Web Designer on December 21, 2023, 08:06:06 PM
সিনিয়রদের কাছ থেকে আরেকটা বিষয় জানার ইচ্ছে আমার তা হলো আমি অনেক ধরনের কাজ পারি এখন এই কাজের নিশ অনুযায়ী আমি কি নতুন টপিক খুলতে পারবো?
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: MVL~$ on December 25, 2023, 12:08:07 PM
আপনার পরামর্শে আমি সম্পূর্ণভাবে একমত। যে কেউ পোস্ট করবে এবং যে টপিকে করুক সেটা হওয়া উচিত অর্থসম্পূর্ণ এবং যুক্তিযুক্ত। শুধুমাত্র পোস্ট বাড়ানোর জন্য আমাদের উচিত না এলোমেলো পোস্ট করা। তাহলে দেখা যাবে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ তথ্য বা বার্তা অযথা ও অপ্রয়োজনীয় পোস্টের মাঝে হারিয়ে গিয়েছে। যেটা আমাদের নিজেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই পোষ্ট হওয়া উচিত গুণগত এবং মানের দিক দিয়েও সেরা।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Bd officer on December 25, 2023, 12:54:11 PM
আমাদের বাঙ্গালীরা বেশিরভাগ পোস্ট বাড়ানোর জন্য অযৌক্তিক পোস্ট বা ট্রপিক ক্রিয়েট করে থাকেন। আসলে আমরা কেন অযুক্তিক কোন টপিক খুলবো? আমরা এমন ভাবে পোস্ট করবো যাতে আমার পোস্ট দেখে কেউ উপকৃত হয়, কেউ কোন কিছু শিখতে পারে। এছাড়াও অনেকে আবার এক্টিবিটি বাড়ানোর জন্য এক লাইন পোস্ট করে থাকেন। কেন ভাই বাংলা পোস্ট দেন এক লাইন লেখা কি আছে? বাংলা কথা তো এমনেই ২-৪ লাইন লেখা যায়। তাই সকলেই চেষ্টা করবেন ইনফরমেটিভ পোস্ট করার জন্য, যাতে কেউ পোস্ট পড়ে উপকৃত হয়।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: LDL on December 25, 2023, 04:22:52 PM
সিনিয়রদের কাছ থেকে আরেকটা বিষয় জানার ইচ্ছে আমার তা হলো আমি অনেক ধরনের কাজ পারি এখন এই কাজের নিশ অনুযায়ী আমি কি নতুন টপিক খুলতে পারবো?
আপনার নতুন টপিক খুলতে কোন সমস্যা নেই। আপনার ইচ্ছামত যেকোনো ধরনের বিটকয়েন সম্পর্কিত টপিক তৈরি করতে পারেন। তবে টপিকটি যেন ভালো মানের কন্সট্রাক্টিভ পোস্ট হয় ‌।
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Web Designer on December 29, 2023, 07:23:06 AM
সিনিয়রদের কাছ থেকে আরেকটা বিষয় জানার ইচ্ছে আমার তা হলো আমি অনেক ধরনের কাজ পারি এখন এই কাজের নিশ অনুযায়ী আমি কি নতুন টপিক খুলতে পারবো?
আপনার নতুন টপিক খুলতে কোন সমস্যা নেই। আপনার ইচ্ছামত যেকোনো ধরনের বিটকয়েন সম্পর্কিত টপিক তৈরি করতে পারেন। তবে টপিকটি যেন ভালো মানের কন্সট্রাক্টিভ পোস্ট হয় ‌।

ভাইয়া আমি বিটকয়েন রিলেটেট টপিক এর কথা বলতেছিনা। আমি বলতেছি যে অফ টপিক। যেমন ধরেন আমি আমি লোগো ডিজাইন আর ওয়েব ডিজাইন এর কাজ পারি আর আমি ফ্রিল্যান্সিংও করি এখন আমি চাচ্ছি যে এই রিলেটেট কোন টপিক খুলো যাবে?
Title: Re: সবার উদ্দেশ্যে কিছু কথা।
Post by: Rds3b on January 30, 2024, 05:35:54 AM
আপনি ঠিকই বলেছেন অনেকেই আছেন এখানে শুধু পোস্ট বানানোর জন্য পোস্ট করে থাকেন কিন্তু ভাই একবারও কি ভেবে দেখেছেন আপনার এই পোস্ট থেকে কেউ কিছু শিখতে পারলো কিনা বা জানতে পারলো কিনা সে বিষয়ে আপনাকে একটু ভাবতে হবে। তাই আমি বলব পোস্ট করবেন অবশ্যই করবেন কারণ পোস্ট করলে অজানা কিছু জানা যায় এখান থেকে তবে পোস্ট করার আগে আপনি দেখবেন এখান থেকে কেউ কিছু জানতে পারলো কিনা কিছু বুঝতে পারল কিনা। তাই আমরা যারা এ বিষয়ে অজানা আছি এখানে সিনিয়র যারা আছে তাদের থেকে আগে জানবো এবং শিখব তারপর আমরা এখানে লেখালেখি করব ধন্যবাদ সবাইকে।