Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: salukhe on November 18, 2020, 05:26:53 AM
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েনের দাম হঠাৎ করে এতটা এবং এভাবে পাম্প করবে সত্যিই মনে হয় আমাদের কারো ধারণা ছিল না। 2020 সাল শেষ হতে এখনো মোটামুটি অনেক দিন। বিট কয়েনের মূল্য যেভাবে পাম্প করতে শুরু করছে তাতে মনে হচ্ছে 2020 সালের মধ্যেই বিটকয়েন 30 হাজার ডলার কে স্পর্শ করতে পারে। যদিও ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারে অসম্ভব।
-
বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম বেশ কিছুদিন ঝিম মেরে ছিল হঠাৎ করে জাকুনি দিয়ে বিট কয়েনের দাম হুহু করে বেড়ে চলছে। আজকে বিটকয়েন 18200 ডলারে পৌঁছেছে এভাবে চলতে থাকলে এ মাসের মধ্যেই 20,000 ডলার ছাড়িয়ে যাবে। 2020 সালের শেষ পর্যন্ত 25 থেকে 30 হাজার ডলার পৌঁছাতে পারে। তবে সেটা সময় বলে দেবে বিটকয়েনের দাম কোথায় গিয়ে পৌঁছে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন হঠাৎ করে যেভাবে পাম্প করতে শুরু করেছে তাতে ঠিক বলা যাচ্ছে না বিটকয়েন কোথায় গিয়ে থামবে। তবে ধারণা করা যাচ্ছে 2020 সালের মধ্যেই বিটকয়েন 20,000 ডলার ছাড়িয়ে যাবে। আমরাও চাই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাক এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব কয়েন গুলোর প্রাইসও বৃদ্ধি পাক।
-
বিটকয়েন সহ আরো অন্যান্য কয়েন বেশ কিছুদিন আগে বাজারের নিম্নস্তরে ছিল। কিন্তু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে বিটকয়েনের দাম 18000 ডলার ক্রস করেছে। আমার মনে হয় 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 20000-25000 ডলারে পৌঁছাবে ইনশাল্লাহ।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন হঠাৎ করে যেভাবে পাম্প করতে শুরু করেছে তাতে ঠিক বলা যাচ্ছে না বিটকয়েন কোথায় গিয়ে থামবে। তবে ধারণা করা যাচ্ছে 2020 সালের মধ্যেই বিটকয়েন 20,000 ডলার ছাড়িয়ে যাবে। আমরাও চাই বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাক এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সব কয়েন গুলোর প্রাইসও বৃদ্ধি পাক।
হুম ভাই ঠিক বলেছেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েনের দাম বৃদ্ধি পেলে সকলের জন্যই মঙ্গল।
-
বিটকয়েনের দাম যে হারে বাড়তে শুরু করেছে এভাবে যদি কিছু দিন বাড়তে থাকে তাহলে বিটকয়েনের দাম 2020 সালেই 25 থেকে 30 হাজার ডলার ক্রস করতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 30 থেকে 40 হাজার ডলার হতে পারে বলে আশা করা যায়।
-
বিটকয়েনের দাম যে হারে বাড়তে শুরু করেছে এভাবে যদি কিছু দিন বাড়তে থাকে তাহলে বিটকয়েনের দাম 2020 সালেই 25 থেকে 30 হাজার ডলার ক্রস করতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 30 থেকে 40 হাজার ডলার হতে পারে বলে আশা করা যায়।
জি ভাই আপনি মনের কথাটাই বলেছেন কারণ বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছে 2021 সালে বিটকয়েনের দাম 30 থেকে 40 হাজার ডলার হতে পারে এবং হবে ইনশাল্লাহ
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে এবং সামনে আরো বাড়বে তাই 2021 সালে বিটকয়েনের দাম অনেক উপরে উঠে যাবে আর ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম বাড়লে সকাল রয় ভালো হবে মনে হয়
-
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা বৃদ্ধি পাবে সেটা সবারই অজানাই রয়ে গেছে।তো 2020 সালের মধ্যে আমার মনে হয় বিটকয়েন প্রাইস 20,000 ডলার হবে।তারপরও ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা আসলে সঠিক করে বলা যায়না মার্কেট কোন সময় কোন দিকে মুভ নেয়।
-
বিটকয়েনের দাম যে হারে বাড়তে শুরু করেছে এভাবে যদি কিছু দিন বাড়তে থাকে তাহলে বিটকয়েনের দাম 2020 সালেই 25 থেকে 30 হাজার ডলার ক্রস করতে পারে। 2021 সালে বিটকয়েনের দাম 30 থেকে 40 হাজার ডলার হতে পারে বলে আশা করা যায়।
আপনি যে ভাবে বলেছেন আপনার সাথে আমি একমত পোষণ করছি। বিটকয়েন যে হারে বেড়ে চলছে অতএব আমারও মনে হয় যে এরকম একটা কিছু করবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন এর বর্তমান প্রাইস কিন্তু প্রায় 19 হাজার ডলার এর নিকটে। আসলে যে হারে বৃদ্ধি পাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই তা 20,000 ডলার ক্রস করবে।
-
হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটকয়েনের দাম 18 হাজার ডলার ক্রস করেছে।অনেকেই অনেক ধারণা করেছে যে 2020 সালে বিটকয়েনের দাম 20 হাজার ডলার হবে আমার মনে হচ্ছে এই অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম 20 হাজার ডলার হয়ে যাবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
ক্রিপ্টোকারেন্সি বলতে মার্কেট আপ ডাউন করা। কিপটেকারেন্সির মার্কেট সব সময় আপডাউন করবে। বিটকয়েনের দাম দিন দিন বেড়েই চলেছে আমার মনে হয় 2020 সালে বিটকয়েনের দাম 22000 থেকে 23 হাজার ডলারে পৌঁছাবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন 18000 ক্রস করেছে। এবছর এখনও শেষ হয়নি। তবে ধারনা করা যায় এবছরের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে যাবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
যেমনটা ভেবেছিলাম সবাই শুধু বলবে যে, বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে এবং এত হবে, অত হবে, কিন্তু কেউ আপনার প্রশ্নের উত্তর দিবে না। যাই হোক আমার কারণটি জানা আছে এবং সেটি আপনার সাথে বিনিময় করলাম। বিটকয়েনের মূল্য এত বৃদ্ধি পাওয়ার মূলে রয়েছে , বিভিন্নখ্যাতিমান ব্যক্তিদের বিটকয়েনে ইনভেস্ট করা এবং সেটি নিয়ে টুইট করা। আশা করি, অনেকে "Game of Thrones" দেখেছেন এবং সেই ওয়েব সিরিজের "Arya Stark" খ্যাত অভিনেত্রী "Maisie Williams" নভেম্বরের ১৭ তারিখে তার টুইটে বলে যে, তিনি কী বিটকয়েনে লং পজিশন নিবেন কি না? যেটি থেকে বুঝা যায় , তিনি বিটকয়েনে বিনিয়োগ করেছেন। সোর্স: https://twitter.com/Maisie_Williams/status/1328428879334297600
শুধুমাত্র এটিই নয়, আমেরিকার র ্যাপার অথবা হিপহপ গায়ক Logic গতমাসে $৬ মিলিয়ন বিটকয়েনে বিনিয়োগ করেছিল এবং সেটির বর্তমান মূল্য প্রায় $৯ মিলিয়ন । আর তিনি নিজের টুইটার নামটিও পরিবর্তন করে "Bobby Bitcoin" রেখেছেন এবং বিটকয়েন নিয়ে ১৯ নভেম্বর একটি টুইটও করেছেন: https://twitter.com/Logic301/status/1329264425946279936
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন ১৮০০০ ক্রোস করেছে। তাই আমার মনে হয় ২০২০ সালের লাস্টের দিকে বিটকয়েন ২০০০০ ডলারও ক্রোস করবে। কারন এখন সব ট্রেডার বিটকয়েন নিয়ে বেশি পরিমানে বিনিয়োগ করে। আর বিটকয়েন দাম বাড়বে ইথার লাইটকয়েন বিএনবি বাড়বে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েনের দাম হঠাৎ করে এতটা এবং এভাবে পাম্প করবে সত্যিই মনে হয় আমাদের কারো ধারণা ছিল না। 2020 সাল শেষ হতে এখনো মোটামুটি অনেক দিন। বিট কয়েনের মূল্য যেভাবে পাম্প করতে শুরু করছে তাতে মনে হচ্ছে 2020 সালের মধ্যেই বিটকয়েন 30 হাজার ডলার কে স্পর্শ করতে পারে। যদিও ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারে অসম্ভব।
আমার তো মনে হয় 2020 সালের 20 হাজার পার করবে। 21 সালের অবস্থা আরও হাই লেভেলে পৌঁছাবে। বিটকয়েনের অবস্থান আরো শক্তিশালী হবে। এখানে মানুষ কাজ করে অনেক সুবিধা পাবে।
-
বিটকয়েন এর বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি পাগলা ঘোড়ার পিঠে সোয়ার করেছে। বিটকয়েন এর বর্তমান দাম 18600 ডলার। এভাবে চলতে থাকলে 2020 সালের শেষে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল।
-
এবছর আর বেশি দুর যাবে না। হইতো 20000 ডলার পর্যন্ত এটি থমকে থাকবে। আগামি বছর এটি আবার বুল রান শুরু করতে পারে।
-
এবছর আর বেশি দুর যাবে না। হইতো 20000 ডলার পর্যন্ত এটি থমকে থাকবে। আগামি বছর এটি আবার বুল রান শুরু করতে পারে।
আমার মনে হচ্ছে ২০২১ এর শুরুতে অনেক বড় একটা ক্রাস দেখতে পাবো বিটিচি এর।
-
বিটকয়েন এর বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি পাগলা ঘোড়ার পিঠে সোয়ার করেছে। বিটকয়েন এর বর্তমান দাম 18600 ডলার। এভাবে চলতে থাকলে 2020 সালের শেষে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল।
২১ সালে কি হবে তা বলা যায় না। তবে ২০ সাল নিয়ে আপনি যা বলেছেন আমি একমত। এর বুল রান দেখে মনে হচ্ছে ২৫ হাজার ছুয়ে ফেলবে এ বছরের মধ্যে। ৩০ হাজার হলেও অবাক হবো না।
-
বিটকয়েন 2020 সালে মনে হয় 2017 সালের করা রেকর্ডটা ভেঙে ফেলবে 2017 সালে বিটকয়েন 19 হাজার ডলার হয়েছিল আমার মনে হয় 2020 সাল শেষ হওয়ার আগেই তার আগের একটা ভেঙে নতুন রেকর্ড গড়বে প্রতিদিনই ও বিটকয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছে তাই বলা যায় বিটকয়েন তার আগের রেকর্ড ভেঙে ফেলবে
-
বিটকয়েন এর বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি পাগলা ঘোড়ার পিঠে সোয়ার করেছে। বিটকয়েন এর বর্তমান দাম 18600 ডলার। এভাবে চলতে থাকলে 2020 সালের শেষে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল।
২১ সালে কি হবে তা বলা যায় না। তবে ২০ সাল নিয়ে আপনি যা বলেছেন আমি একমত। এর বুল রান দেখে মনে হচ্ছে ২৫ হাজার ছুয়ে ফেলবে এ বছরের মধ্যে। ৩০ হাজার হলেও অবাক হবো না।
আসলে আমি মনে করি 2020 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 20,000 ডলার কিছুটা হলেও পেরিয়ে যাবে। কিন্তু 2021 থেকে 22 সালের মধ্যেই বিটকয়েনের প্রাইস অবশ্যই আমি বিশ্বাস করি 27 হাজার ডলার পেরিয়ে যাবে। তারপর হয়তো দাম কমলেও কমতে পারে। আর যদি না কমে তাহলে বিটকয়েনের প্রায় দ্বিগুণ বেড়ে যাবে।
-
বিটকয়েন এর বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে এটি পাগলা ঘোড়ার পিঠে সোয়ার করেছে। বিটকয়েন এর বর্তমান দাম 18600 ডলার। এভাবে চলতে থাকলে 2020 সালের শেষে বিটকয়েনের দাম 25 হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা খুব মুশকিল।
ভাই আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে বিটকয়েন যেন পাগলা ঘোড়ার পিঠে করে দৌড়াচ্ছে পাগলা করা যেমন একদিকে দৌড়ালে আর পিছন ফিরে তাকায় না তেমনি বিটকয়েন এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হচ্ছে আপনার কথাই ঠিক তবে বিটকয়েনের দাম কত হতে পারে সেটা বলা মুশকিল নয় অসাধ্য একটা ব্যাপার কেননা কখন ক্রিপ্টোকারেন্সি এর দাম বাড়ে এবং কমে কেউ বলতে পারবেন
-
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ একটি কয়েন। বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম বিটকয়েন 18 হাজার 900 ডলার এর উপরে অবস্থান করছে। এটা সত্যিই খুব খুশির খবর যে বিটকয়েন তার নিজের করা 2017 সালের রেকর্ড ভাঙতে চলেছে। বিটকয়েনের দাম এখন যে হারে বাড়তে চলেছে যদি সেভাবে বাড়তে থাকে তাহলে আশা করা যায় 2020 সালের মধ্যেই বিটকয়েন 20 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন এখন বেশ ভাল অবস্থানে আছে। বর্তমান দাম হচ্ছে 17780 ডলার যা আগের দিনের চেয়ে সামান্য কম তবে এটি কোন সমস্যা নয়। এই বছর এর মাত্র 1 মাস বাকি আছে আর 1 মাস একটি দীর্ঘ সময়। যে কোন কিছু্ই ঘটতে পারে এই সমযেরে মধ্যে। আমি মনে করি 20000 ডলার হবেই এই বছরেরর মধ্যে।
-
বর্তমানে বিটকয়েনের দাম 18000 পার করছে তাই আমরা আরো আশা রাখতে পারি যে 2020 সালের ভিতর 20000 পার করবে। বিটকয়েন বর্তমানে পাগলা ঘোড়ার মতো সামনের দিকে ছুটছে মনে হচ্ছে পিছনের দিকে আর তাকাবে না। তবে একটা কথা কি মানতেই হবে বিটকয়েন এর অবস্থান কোথায় গিয়ে পৌঁছবে কেউ ধারনাই করতে পারে না। তবে আমার মনে হচ্ছে যে 2021 সালের ভিতর 25000 পার করবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন ইতোমধ্যে হাজার 19 হাজার ডলার ছাড়িয়ে গেছে।বিটকয়েন যদি এভাবে বাড়তে থাকে তাহলে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 25 থেকে 26 হাজার ডলার পৌঁছাতে পারে।
-
বর্তমানে বিটকয়েনের দাম 19 হাজার ডলারের ওপরে।যেভাবে এই বিটকয়েনের দাম বাড়ছে তাতে আশা করি 2020 সালের শেষের দিকেই এর দাম 20 হাজার ডোলারে পৌঁছে যাবে।
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন ইতোমধ্যে হাজার 19 হাজার ডলার ছাড়িয়ে গেছে।বিটকয়েন যদি এভাবে বাড়তে থাকে তাহলে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম 25 থেকে 26 হাজার ডলার পৌঁছাতে পারে।
হ্যাঁ সেটাতো সহজেই অনুমান করা যায় কারন অনেক বড় বড় ইনভেস্টরাও এখন বিটকয়েনে ইনভেস্ট করতেছে এবং সিনেমা জগতেরও অনেক বড় বড় শিল্পিরাও তাই বুঝাই যাচ্ছে আগামীতে দাম আরো বাড়ার সম্ভাবনা আছে তাছাড়া করোনা ২য় পর্যায়ের ধান এখন এসে গেছে তাই সবাই চাইবে ঘরে বসে আবারো ইনভেস্টমেন্ট এ যাইতে তাই বাড়ার সম্ভাবনাই বেশী।
ধন্যবাদ
-
বিটকয়েন 18 হাজার ডলার ক্রস করেছে 2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম 20 হাজার ডলারে আশেপাশেই দাম বিরাজ করছে। বর্তমানে বিটকয়েনের দাম 23 হাজার ডলার কিন্তু বিটকয়েনের দাম তার পূর্বের অবস্থায় ফিরে আসার কথা। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম সব সময় উঠানামা করছে।
-
এখন বিটকয়েন এর প্রাইস 22 হাজার 500 ডলারের মত আছে।সর্বোচ্চ দাম উঠেছিল 24 হাজার ডলারের মত এখন কিছুটা বিটকয়েনের প্রাইস কমেছে হয়তো আবারও কয়েকদিনের মধ্যেই বিটকয়েনের প্রাইস আরো বাড়বে বলে আশা করা যায়।
-
বিটকয়েন 18 হাজার ডলার ক্রস করেছে 2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম 20 হাজার ডলারে আশেপাশেই দাম বিরাজ করছে। বর্তমানে বিটকয়েনের দাম 23 হাজার ডলার কিন্তু বিটকয়েনের দাম তার পূর্বের অবস্থায় ফিরে আসার কথা। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম সব সময় উঠানামা করছে।
বিটকয়েনের প্রাইস আসলে হঠাৎ করেই 23 হাজার ডলারের ওপরে গিয়েছিল।যদিও কিছুটা কমেছে এখন বিটকয়েন এর প্রাইস কিন্তু আবারও বৃদ্ধি পাবে হয়তো কয়েকদিনের মধ্যে প্রাইস।কিন্তু আপনি বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় উঠানামা করে হ্যাঁ এটা একদমই ঠিক কথা বলেছেন।কিন্তু তারপরে আপনি বলেছেন আগের অবস্থানে ফিরে যেতে পারে বিটকয়েন প্রাইস আসলে কত বোঝাতে চেয়েছেন??
-
বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েনের দাম হঠাৎ করে এত বাড়ার কারণ কি? আর এই 2020 সালে বিটকয়েন কত ডলারে পৌঁছাতে পারে। সবার মতামত জানাবেন প্লিজ।
বিটকয়েন তো সেইরকম একটা খেলা দেখাইলো বছরের শেষ দিকে এসে নতুন রেকর্ড করে গেলো ২৩ হাজার প্লাস। এটি হয়তবা ২৫ হাজার ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়তে পারে ডিসেম্বরের শেষ দিকে
-
সবার ধারনা ছিল বিটকয়েন 2020 সালে 20,000 ডলার ক্রস করবে। কিন্তু বিটকয়েন তো সবাইকে অবাক করে দিয়েছে বিটকয়েন 2020 সালে 21 হাজার কেউ ক্রস করেছে। যা কেউ কল্পনাও করতে পারেনি আসলে চমকে দেওয়ার মতো। হঠাৎ করে রাতে রাতে বিটকয়েনের দাম এতটা বাড়বে কেউ কল্পনাও করতে পারেনি। বর্তমান বিটকয়েনের দাম 23 হাজার ডলার।
-
বিটকয়েনের দাম এই বছর পূর্ববর্তী বছরগুলোর রেকর্ড ভেঙে ফেলেছে। বিটকয়েনের দাম $23,705 হয়েছে। ভবিষ্যতে বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। 2020 সালে সর্বোচ্চ রেকর্ড করেছে। 2021 সালে আবার পুরাতন রেকর্ড ভাঙবে।
-
2020 সালে আরো বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে $২৩k তে অবস্থান করছে। বাজারে সকল ইউজারদের জন্য একটা সুখবর বাজারের অবস্থার পরিবর্তন হতে চলেছে।
-
বিটকয়েনের দাম ইতোমধ্যেই $১৮k ক্রস করেছে। তাই আমি মনে করি এই টপিকটি তে বর্তমানে ও যেহেতু আলোচনা চলছে। তাই টপিকটি লক করে দেওয়া হল।
বিটকয়েনের বর্তমান মূল্য (https://coinmarketcap.com/currencies/bitcoin/)