Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: Malam90 on November 22, 2020, 02:38:24 AM

Title: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Malam90 on November 22, 2020, 02:38:24 AM
Ripple (XRP) এক সময় ইথারিয়ামকে টপকিয়ে কয়েনমার্কেটক্যাপে ২য় র‌্যাংকে চলে যায় এবং কয়েকমাস অবস্থান শেষে আবারো ৩য় র‌্যাংকে চলে যায়। এটা ৩য় র‌্যাংকে আছে বছরের পর বছর ধরে। কিন্তু সাম্প্রতিক অতীতে যা কয়েকমাস আগে USDT এর কাছে তার অবস্থান হারিয়ে ৪র্থ র‌্যাংকে চলে যায় এবং মার্কেটক্যাপও অনেক কমে যায়। গতকিছুদিন যাবৎ এটা আভাস পাওয়া যাচ্ছিলো এটা পাম্প হতে পারে খুব শীঘ্রই কারণ একটা বুল রানের আভাস ছিলো। গত ২৪ ঘন্টায় Ripple (XRP) ৫০%+ পাম্প করায় একদিকে যেমন মার্কেটক্যাপও বেড়েছে প্রায় ৭বিলিয়ন অন্যদিকে প্রাইসও বেড়ে হাফ ডলার ছাড়িয়ে গেছে। এ কারণে Ripple (XRP) আজকে আবারো USDT টপকিয়ে র‌্যাংকে ৩য় স্থানে চলে এসেছে। যেটা আমার দৃষ্টিতে অসাধরণ পারমফরমেন্স বলতে পারি Ripple এর। আমি দৃড় বিশ্বাস করি Ripple ১ ডলার যাওয়ার মত যোগ্যতা রাখে বর্তমান অবস্থান থেকেও। আগে একসময় ৩ ডলারেও কিনেছিলাম। Ripple (XRP) হোল্ডাররা এখন অনেক খুশি কারণ তারা মাত্র সামান্য সময়ের ব্যবধানে ৫০% এর বেশি প্রফিটে আছে।
 
(https://i.imgur.com/C5BsHQZ.png)
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Ronald on November 22, 2020, 05:38:28 AM
বিটকয়েনের দাম বাড়ার সাথে এই কয়েনেরও দাম বাড়বে। কারন এই কয়েন খুবই নির্ভযোগ্য কয়েন। মার্কেটে এই কয়েন এর উপর আস্থা সর্বোচ্চ পর্যায়ে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: AGM on November 23, 2020, 10:31:58 AM
যে সব কয়েনের দাম না বাড়লেও মানুষের আস্থা থাকে সে সব কয়েন হইতো দ্রুত না বাড়লেও একসময় বাড়বেই। এক্স আর পি একটি জনপ্রিয় কয়েন যা কয়েনদিনের মধ্য দ্বিগুনের মত বৃদ্ধি পেয়েছে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: babu10 on November 23, 2020, 06:48:37 PM
আপনি ঠিক বলেছেন ভাই। আমি নিজেও অবাক হয়েছি 50% আপ দেখে তবে লোকজন মনে হয় এখনো এক্সআরপি এর উপর তেমন ভরসা করতে পারছেনা কারন দাম তেমন বাড়েনা যেখানে অন্য অল্টাকয়েনগুলো খুব দ্রুত বাড়তেছে। এটা তাদের জন্য সুখবর যারা এতদিন ইনভেস্ট করে লংটার্ম ফেলে রেখেছিলো কিন্তু আমাদের বাঙ্গালীদের মধ্যে এত লংটার্ম ইনভেস্টে কেউ যায় বলে মনে হয়না। তবে এখন যেহেতু মার্কেট আপ তাই সবাই হয়তো এটার দিকে আবার নজর দিবে যেটা এক্সআরপির জন্য ভবিষ্যতে ভালো হবে।

ধন্যবাদ।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Cristiano on November 24, 2020, 12:14:13 PM
Ripple (XRP) এক সময় ইথারিয়ামকে টপকিয়ে কয়েনমার্কেটক্যাপে ২য় র‌্যাংকে চলে যায় এবং কয়েকমাস অবস্থান শেষে আবারো ৩য় র‌্যাংকে চলে যায়। এটা ৩য় র‌্যাংকে আছে বছরের পর বছর ধরে। কিন্তু সাম্প্রতিক অতীতে যা কয়েকমাস আগে USDT এর কাছে তার অবস্থান হারিয়ে ৪র্থ র‌্যাংকে চলে যায় এবং মার্কেটক্যাপও অনেক কমে যায়। গতকিছুদিন যাবৎ এটা আভাস পাওয়া যাচ্ছিলো এটা পাম্প হতে পারে খুব শীঘ্রই কারণ একটা বুল রানের আভাস ছিলো। গত ২৪ ঘন্টায় Ripple (XRP) ৫০%+ পাম্প করায় একদিকে যেমন মার্কেটক্যাপও বেড়েছে প্রায় ৭বিলিয়ন অন্যদিকে প্রাইসও বেড়ে হাফ ডলার ছাড়িয়ে গেছে। এ কারণে Ripple (XRP) আজকে আবারো USDT টপকিয়ে র‌্যাংকে ৩য় স্থানে চলে এসেছে। যেটা আমার দৃষ্টিতে অসাধরণ পারমফরমেন্স বলতে পারি Ripple এর। আমি দৃড় বিশ্বাস করি Ripple ১ ডলার যাওয়ার মত যোগ্যতা রাখে বর্তমান অবস্থান থেকেও। আগে একসময় ৩ ডলারেও কিনেছিলাম। Ripple (XRP) হোল্ডাররা এখন অনেক খুশি কারণ তারা মাত্র সামান্য সময়ের ব্যবধানে ৫০% এর বেশি প্রফিটে আছে।
 
(https://i.imgur.com/C5BsHQZ.png)
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি টপিক শেয়ার করার জন্য। আমি পর আমি নতুন সবাই আমাকে হেল্প করবেন।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Princeraju on December 09, 2020, 09:09:22 PM
Ripple একটি জনপ্রিয় কয়েন। প্রতিনিয়ত এর দাম অনেকটাই ওঠানামা করে। অবস্থানটি ধরে রেখেছে। এক সময় অনেকগুলি কয়েনের প্রতিযোগিতার কারণে অবস্থা অনেক খারাপ হয়েছিল। কিন্তু বর্তমানে অবস্থা ভালো হতে শুরু করেছে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Sharpmax on December 11, 2020, 09:24:01 AM
আমরা জানি রিপল একটি জনপ্রিয় কয়েন। আমরা দেখেছি মার্কেট বৃদ্ধির সাথে সাথে এ কয়েনের দাম অনেক বৃদ্ধি পায়। আমরা অলরেডি দেখেছি রিপল মার্কেট ক্যাপে তৃতীয় পজিশনে অবস্থান করেছে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Bitrab on December 12, 2020, 09:54:16 AM
Ripple জনপ্রিয় একটি মুদ্রা, এই মুদ্রাটির অবস্থা অনেকটা ভালো ছিল। তবে বিভিন্ন কয়েনের প্রতিযোগিতা মুদ্রাটি কে ভালো অবস্থানে যেতে দেয়নি। তবে বাজারে দীর্ঘমেয়াদী সময় ধরে টিকে রয়েছে। আশা করা যায় দাম টির অনেক উন্নতি হবে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: mahid on December 14, 2020, 09:53:08 AM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে কয়েকটি কয়েনের ইনভেস্টর সবচেয়ে বেশি তাদের মধ্যে XRP কয়েন অনেক এগিয়ে আছে। এটি বর্তমানে গ্লোবাল কারেন্সির  মত পপুলারিটি পেয়েছে। যার কারনে আমরা দেখছি এটি আবার তৃতীয় র‌্যাংক অর্জন করেছে কয়েন মার্কেট ক্যাপে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Token@ on December 14, 2020, 07:41:12 PM
রিপেল সম্পর্কে আমার কোন ধারণা নেই তাই আমি এই কয়েন সম্বন্ধে কোন কিছু বলতে পারব না। যদি কোনো সিনিয়র মহাদয় রিপেল কয়েন সম্পর্কে জানেন তাহলে আমাদের একটু জানাবেন। আপনার পোষ্টটি পড়ে জানতে পেরেছি এই কয়েনটি ইতোমধ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে।ভবিষ্যতে কি রকম পরিবর্তন করতে পারবে এই কয়েনটি তা আমি এখনই বলতে পারবোনা কারণ এর সম্বন্ধে আমি কিছু জানিনা।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: LeziT on December 28, 2020, 08:17:41 AM
বর্তমানে রিপল এর জনপ্রিয়তা হুহু করে বেড়ে চলেছে। দিন যত যাচ্ছে এর জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে। রিপল একদিন ভালো পজিশনে যেতে পারবে। রিপল ইতোমধ্যে কয়েন মার্কেট ক্যাপ এর তৃতীয় স্থান অর্জন করে নিয়েছিল।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Perfect540 on December 28, 2020, 09:50:35 AM
বর্তমানে XRP মুদ্রার অবস্থা অনেক খারাপ। ভবিষ্যতে উন্নতি লাভ করবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাই অন্য মুদ্রাগুলো এর অবস্থান প্রতিস্থাপন করবে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Perfect540 on December 28, 2020, 10:16:43 AM
আবার XRP এর অবস্থা ৪ নম্বরে রয়েছে। ভবিষ্যতে আরো খারাপ অবস্থানে যেতে পারে। তাই অবস্থান দেখতে coinmarketcap.com ভিজিট করুন। xrp এর বর্তমান অবস্থান (https://coinmarketcap.com/currencies/xrp/)
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Alt20 on January 03, 2021, 11:03:08 AM
পুরাতন এবং নির্ভরযোগ্য কয়েনের মধ্যে রিপল একটি অনবদ্য নাম। রিপলের দাম কিছুদিন আগে খুবই বৃদ্ধি পেয়েছে কিন্তু হঠাাৎ কি হল বুঝতে পারলাম না যে তা আবার কমে গেল। বর্তমানে রিপল এর দাম 20 সেন্টের কিছু বেশি থাকতে পারে।
Title: Re: Ripple (XRP) আবারো ৩য় র‌্যাংকে চলে আসলো।
Post by: Sumaiya2 on January 03, 2021, 04:33:44 PM
বিটকয়েন এবং ইথিরিয়াম বাদে যদি কোন কয়েন থেকে থাকে তার পরের স্থানে রয়েছ রিপুল কয়েন কারণ রিপুল কয়েনের চাহিদা বাজারে সবচেয়ে বেশি রয়েছে। বর্তমানে অন্যান্য দিনের তুলনায় অনেক এগিয়ে এসেছে ভবিষ্যতে আরও আসবে এখানে ইনভেস্টর এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে। তাই বলা যায় যে রিপুল কয়েন এর ভবিষ্যৎ অনেকটাই ভালো।