Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 23, 2020, 09:26:49 AM
-
আমি অনেকদিন ধরে কিছু ইথেরিয়াম হোল্ড করেছি। যেগুলো নিয়ে বর্তমানে আমি দ্বিধা দ্বন্দের মধ্যে আছি। অর্থাৎ 2021 সালে দামটি কেমন হবে সে সম্পর্কে আমি অবগত না। কারণ gas ফি কমবে বা ডেভলপমেন্ট টিম কম হবে কিনা সে বিষয়েও অনিশ্চিত। তাই এই মুহূর্তে ইথেরিয়াম এর দাম ভালো রয়েছে। এ বিষয়ে আপনাদের পরামর্শ কি? আমি কি বিক্রি করে দিব নাকি hold করব। টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর প্ল্যাটফর্মের উন্নতি হবে। কিন্তু দামের উন্নতি হবে কিনা সেটাও নিশ্চিত।
-
ডিসেম্বার ১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আডটেড নিউজে হাইফ উঠতে পারে। ১/২ তারিখে সেল দিয়ে দিতে পারেন। যখন Eth2.0 লন্সড হয়ে যাবে।
-
আমি অনেকদিন ধরে কিছু ইথেরিয়াম হোল্ড করেছি। যেগুলো নিয়ে বর্তমানে আমি দ্বিধা দ্বন্দের মধ্যে আছি। অর্থাৎ 2021 সালে দামটি কেমন হবে সে সম্পর্কে আমি অবগত না। কারণ gas ফি কমবে বা ডেভলপমেন্ট টিম কম হবে কিনা সে বিষয়েও অনিশ্চিত। তাই এই মুহূর্তে ইথেরিয়াম এর দাম ভালো রয়েছে। এ বিষয়ে আপনাদের পরামর্শ কি? আমি কি বিক্রি করে দিব নাকি hold করব। টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর প্ল্যাটফর্মের উন্নতি হবে। কিন্তু দামের উন্নতি হবে কিনা সেটাও নিশ্চিত।
রেকর্ড করবে কি না বলা যায় না তবে এটি বলা যায় যে ইথার আগের থেকে অনেক বেশি দাম পাবে। বর্তামান প্রাইস আছে 600 ডলার সেক্ষেত্রে এটি হলে এর সর্বনিম্ন প্রাইস থাকবে কিছুদিনের মধ্যে 1000 ডলার। যা এখন কার থেকে অনেক বেশি।
-
বলা যায় না রেকর্ড করতেও পারে। আর ক্রিপ্টোকারেন্সিতে কোন অসম্ভব কিছু নেই সবই সম্ভব। তাই আমি মনে করি যে কোন কিছু ঘটতে পারে ইথার 2.0 চালু হওয়ার পর।
-
আসলে সঠিক করে বলা সম্ভব না দাম বৃদ্ধি পাবে না কমে যাবে। আমার মনে হয় যে ইথারিয়াম 2.0 চালু হওয়ার অবশ্যই দাম অনেক বৃদ্ধি পাবে।।
-
ইথার 2.0 চালু হওয়ার পর ইথার এর দাম বহুগুনে বেড়ে যাবে। তাছাড়া এর গ্যাস প্রাইসও কমবে বলে অনেকেই মত দিয়েছেন।
-
ইথেরিয়াম 2.0 চালু হওয়ায় বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে ওই রকম পাম্প হয়নি এর প্রাইস। এবং সব থেকে যেটা প্রয়োজন সেটা হয়নি সেটা হচ্ছে গ্যাস ফ্রি। গ্যাস ফ্রি যদি কমে আসে তাহলে অবশ্যই আমি মনে করি এর জনপ্রিয়তা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। তার পরেও দেখা যায় ইথারিয়াম এর প্রাইস আবারো বৃদ্ধি পাচ্ছে এখন মার্কেট অবস্থা দেখে বোঝা যায় মারিয়াম এর প্রাইস খুব তাড়াতাড়ি 700 ডলার যাবে।
-
ইথেরিয়াম ২.০ চালু হওয়ার পরে ইথেরিয়ামের দাম অনেকটা পাম্প করেছে কিন্তু এর গ্যাস ফি অনেক বেশি। গ্যাস ফি বেশি থাকার কারনে সবাইকে অনেক ঝামেলা পোহাতে হয়। ইথেরিয়াম ২.০ এর উপহার স্বরূপ যদি গ্যাস ফি ফ্রি করে দেওয়া হতো বা ফি যদি অনেক কমিয়ে দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো।
-
অবশ্যই দাম বৃদ্ধি পাবে। কারণ 2021 সালে সবগুলো কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে।বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ইথেরিয়াম এর দাম হয়েছিল 2000 ডলার। তাই বলা যায় 2021 সালে অর্থাৎ ইথেরিয়াম 2.0 চালু হওয়ার পর ইথেরিয়াম এর দাম আরো অনেক বৃদ্ধি পাবে।
-
ইথেরিয়াম 2.0 টেকনোলজি চালু হওয়ার পর ইথারিয়াম প্ল্যাটফর্ম অন্য একটি পর্যায়ে চলে যাবে বলে আমি মনে করি।বর্তমানে ইথারিয়াম প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর অতিরিক্ত লেনদেন ফ্রী। ইথেরিয়াম 2.0 টেকনোলজি যদি সফলভাবে মার্কেটে আসে তাহলে ইথারিয়াম প্ল্যাটফর্মের অনেক পরিবর্তন ঘটবে।
-
আমরা ইথারিয়ামকে ক্রিপ্টো মার্কেট এর দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হিসাবে চিনি।কেননা বিটকয়েনের পরেই ইথারিয়াম তার স্থান দখল করে নিয়েছে।তাই আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম 2.0 চালু করা হলে এর দাম আগের চেয়ে অনেক বেশী বৃদ্ধি পাবে।কেননা আমরা জানি যে ক্রিপ্টো মার্কেট এ দিনের পর দিন ইথারিয়াম এর অবস্থান আরো শক্ত হচ্ছে।তাই আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম 2.0 চালু করা হলে এর রেকর্ড গড়ার সম্ভাবনা আছে।
-
হ্যাঁ ভাই আপনার পোস্টটি অনেক মূল্যবান, ইথেরিয়াম 2.0 চালু হওয়ার পর ইথেরিয়ামে আমাদের অনেক সুবিধা হবে। আমরা সবাই জানি যে ইথিরিয়াম এর মার্কেটের দ্বিতীয় স্থান দখল করে আছে। জনপ্রিয় বিটকয়েনের পরেই ইথেরিয়াম এর স্থান রয়েছে। দিন দিন যেরকম মার্কেটে দাম বাড়ছে এ থেকে বোঝা যায় ইথেরিয়াম এর অবস্থান ভবিষ্যতে অনেক ভালো হবে। তাই আমার মনে হয় ইথিরিয়াম 2.0 চালু হওয়ার পর রেকর্ড করার সম্ভাবনা আছে।
-
ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে। তবে অতিরিক্ত ফি ইথিরিয়াম লেনদেন কমে দিয়েছে। অতিরিক্ত ফি এর কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমি মনে করি বর্তমানে ইথেরিয়াম লেনদেনের পরিমাণ আবার বৃদ্ধি পাচ্ছে।