Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 24, 2020, 11:59:18 AM

Title: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Nostoman on November 24, 2020, 11:59:18 AM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Salauddin on November 24, 2020, 12:39:33 PM
কয়েনবেজ এ কোনো প্রকার ফান্ড না রাখাই উত্তম গত ১ মাসের মধ্যে বাংলাদেশি অনেক কয়েনবেজ এ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে এবং কাউনকে এখন পর্যন্ত কোনো অর্থ ব্যাক দেইনি, আর  কয়েনবেজ বাংলাদেশ সাপোর্ট করেনা তাই  বাংলাদেশ থেকে কন্টাক্ট করলে তারা কোনো প্রকার সার্ভিস  দিচ্ছেনা, এক্ষেত্রে কয়েনবেজ এ ফান্নড রাখা অনেক রিস্কি এই মুহুরতে উচিত অন্যে কোনো এ্যাকাউন্ট ব্যাব্হার করা জেকগুলা প্রাইভভেট কেয় সমর্থন করে থাকে।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Malam90 on November 24, 2020, 02:51:07 PM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?

কয়েনবেজে মাঝে মাঝে সমস্যা হয়। আমার কয়েকবার হঠাৎ হঠাৎ লেনদেনে অফ করে দেয়। এরকম অনেকেরই করেছে। আমি তাই কয়েনবেজ তেমন ব্যবহার করিনা। আমি সেই শুরু থেকে ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করি। যদিও কয়েনবেজ ওয়ালেট এখনও আছে তবে নিউজটা সত্য হতে পারে কারণ কয়েনবেজের সমস্যা সেই পুরানো খবর।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Halkpro on November 24, 2020, 03:20:55 PM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?
হ্যা এটা জানি জে কয়েনবেস সমস্যা করে। ৪ মাস আগে আমার কয়েনবেস ৭০$ সহ অফলাইন হয়ে গিয়েছিলো।  পরে আমার এক বাতিজা সেটা ঠিক করছিলো কিন্তু আমার কিছু ডলার লস হয়েছিলো। 
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Triedboy on November 25, 2020, 01:41:53 AM
কয়েনবেস এ পর্যন্ত আমি ব্যবহার করি নি যে কারণে এর সম্পর্কে আমি সঠিক ধারণা দিতে পারলাম না। আপনার এই পোস্টটি থেকে কয়েনবেজে সমস্যা সম্পর্কে জানতে পারলাম।যদি অবশ্যই আমাদের একটু সমস্যা হয়ে থাকে তাহলে আমরা অন্য ব্যবস্থা নিতে পারি যেমনটা ব্লকচেইন ব্যবহার করতে পারি।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Salauddin on November 25, 2020, 05:30:05 AM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?

কয়েনবেজে মাঝে মাঝে সমস্যা হয়। আমার কয়েকবার হঠাৎ হঠাৎ লেনদেনে অফ করে দেয়। এরকম অনেকেরই করেছে। আমি তাই কয়েনবেজ তেমন ব্যবহার করিনা। আমি সেই শুরু থেকে ব্লকচেইন ওয়ালেট ব্যবহার করি। যদিও কয়েনবেজ ওয়ালেট এখনও আছে তবে নিউজটা সত্য হতে পারে কারণ কয়েনবেজের সমস্যা সেই পুরানো খবর।

যে সকল দেশ কয়েনবেজ ব্যাবহার করা জায় কিন্তু ক্রিপ্টো কারেন্সি গ্রহন করেনা সেসকল দেশ থেকে কয়েনবেজ ব্যাবহার করতে গেলে যদি কোনো সমসা হয় তাহলে বর্ত্মানে তারা কোনো প্রকার সাপোর্ট দিচ্ছেনা তসি উচিত ইলেক্ট্রাম ব্লকচেইন এগুলা ব্যাবহার করা।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: mahid on November 25, 2020, 05:54:16 AM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?
কয়েনবেস আগে থেকেই কিছুটা হলেও রেসট্রিক্ট ছিল। মাধে মাধে যে সব দেশে এর অনুমতি নেই সেই সব দেশের ব্যবহারকারীরা কিছুটা হলেও বৃব্রত হচ্ছেন।  এতে কিছু বলার নেই। তারা এবিষয়ে নোটিফিকেশন দিয়েছে অনেক বার। তাই আমি মনে করি নিজের সেফটি নিজের কাছে। এছাড়াও যদি অন্য টিকনিক্যাল কোন ভুল ভ্রান্তি থাকলে তাদের সাথে কথা বলে দেখা যেতে পারে কিভাবে এটিকে সলভ করা যায়। 
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Cristiano on November 25, 2020, 10:30:50 AM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?
অনেক ধন্যবাদ সুন্দর একটি উপস্থাপনা করেছেন আপনি। নিউজটি না জানালে হয়ত আমরা অনেক সমস্যা পড়তাম। নিউজ টি জানিয়ে আমাদের খুবই উপকৃত করলেন। কয়েনবেস প্রায় ক্রিপ্টো মার্কেটের সবাই ব্যবহার করে থাকে তাদের জন্য অনেক হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে এখন।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Linda78 on November 25, 2020, 10:40:22 AM
কয়েন বেজে নাকি মাঝে মাঝে সমস্যা হচ্ছে। এ খবরটা আমি ও শুনছিলাম যে অনেকের কয়েনবেজ আইডিটা ডিজেবল হয়ে গেছে। আমি আরো শুনছিলাম যে একজনের কয়েনবেস থেকে 70 ডলার অফলাইন হয়ে গেছিলো। আমরা এখন থেকে সবাই ব্লকচেইন ব্যবহার করব।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Maxtel on November 25, 2020, 12:25:49 PM
কয়েনবেজ এ কোনো প্রকার ফান্ড না রাখাই উত্তম গত ১ মাসের মধ্যে বাংলাদেশি অনেক কয়েনবেজ এ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে এবং কাউনকে এখন পর্যন্ত কোনো অর্থ ব্যাক দেইনি, আর  কয়েনবেজ বাংলাদেশ সাপোর্ট করেনা তাই  বাংলাদেশ থেকে কন্টাক্ট করলে তারা কোনো প্রকার সার্ভিস  দিচ্ছেনা, এক্ষেত্রে কয়েনবেজ এ ফান্নড রাখা অনেক রিস্কি এই মুহুরতে উচিত অন্যে কোনো এ্যাকাউন্ট ব্যাব্হার করা জেকগুলা প্রাইভভেট কেয় সমর্থন করে থাকে।


আপনার কথার সাথে আমি একমত। বাংলাদেশি ইউজার যারা আছেন তাদের উচিত কয়েনবেসে আর কোন লেনদেন না করে।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Mrkadir85 on November 25, 2020, 12:43:49 PM
কয়েনবেজ এ কোনো প্রকার ফান্ড না রাখাই উত্তম গত ১ মাসের মধ্যে বাংলাদেশি অনেক কয়েনবেজ এ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে এবং কাউনকে এখন পর্যন্ত কোনো অর্থ ব্যাক দেইনি, আর  কয়েনবেজ বাংলাদেশ সাপোর্ট করেনা তাই  বাংলাদেশ থেকে কন্টাক্ট করলে তারা কোনো প্রকার সার্ভিস  দিচ্ছেনা, এক্ষেত্রে কয়েনবেজ এ ফান্নড রাখা অনেক রিস্কি এই মুহুরতে উচিত অন্যে কোনো এ্যাকাউন্ট ব্যাব্হার করা জেকগুলা প্রাইভভেট কেয় সমর্থন করে থাকে।


কয়েন বেজেআমি কখনো লেনদেন করিনি এটা সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই তবে আপনার কাছ থেকে যেটুকু জানলাম তাতে মনে হয় এখানে কোন প্রকার অ্যাসেসড না রাখাই ভালো আমি বাংলাদেশের স্ক্রিপ্টে  রিলেটেডদের বলব সবাই অন্য কোন একাউন্টে ব্যবহার করা শুরু করেন।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Primo1760 on November 25, 2020, 01:47:42 PM
কয়েনবেস ওয়ালেটে সমস্যা হচ্ছে এ বিষয়টা জানা ছিল। কিন্তু কেন সমস্যা হচ্ছে আপনার পোস্টটি পড়ে খুব সহজে বুঝতে পারলাম।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: CryptoRiders on May 01, 2021, 09:25:17 AM
কয়েনবেস ওয়ালেট আমি ব্যবহার করি না। কিন্তু আমি কিছুদিন আগে কয়েন বেস ওয়ালেট টা ব্যবহার করতে চেয়েছিলাম। পরে আমার চেনা পরিচিত এক সিনিয়র ভাইয়ের কাছে জানতে পারলাম যে কয়েনবেস ওয়ালেট টা খুব একটা ভালো না। তাই তখন থেকে আমি কয়েনবেজ ওয়ালেট ব্যবহার করার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তবে আমার মনে বারবার প্রশ্ন যাচ্ছিল যে কয়েনবেস ওয়ালেটটা কেন ভালো নয়। আজ আপনার পোষ্ট থেকে বুঝতে পারলাম যে এটা কেন ভালো না।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Angel julian on May 01, 2021, 09:54:39 AM
ইদানিং কয়েন টেলিগ্রাফের প্রকাশিত নিউজে আমি দেখতে পেয়েছি কয়েনবেস এর ধারণক্ষমতার নাকি সমস্যা রয়েছে। যদিও আমি অনেকদিন ধরে কয়েনবেস ব্যবহার করি না। ব্যবহারকারীরা নাকি অনেক বছর ধরে চিন্তিত। তবে আমি অনেক লেনদেন করেছি কিন্তু সমস্যা হয়নি। বিটকয়েন সহ অন্যান্য মুদ্রা ক্রয় লেনদেন করতে বর্তমান সমস্যা তৈরি হচ্ছে। কখনো কখনো নাকি সতর্কতা ছাড়াই অফলাইনে চলে যায়। Coinbase ইস্যুগুলো রেকর্ড করা হয়েছে। বর্তমান রেকর্ড সম্পর্কে আমি সত্যিই জানি না। কতটুকু সত্য তা রয়েছে, কেউ যদি বড় ধরনের লেনদেন করতে করে থাকেন তাহলে বুঝতে পারবেন। কেউ কি এ সম্পর্কে ভাল জানেন?
আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার সাথে একমত পোষণ করছি। আপনার কথাগুলো অনেক যুক্তিসঙ্গত আমি আপনার পোস্টটি পড়ে কয়েনবেস সম্পর্কে জানতে পারলাম। আমি এক সিনিয়র সিনিয়র বড় ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে কয়েনবেস খুব একটা ভালো না। কয়েনবেস ওয়ালেট ব্যবহার করা ভুলেই গেছিলাম যেহেতু এটা সমস্যা হয়েছিল। অনেক প্রশ্ন ছিল আমার মনের মধ্যে এই কয়েন বেস প্লেট নিয়ে বাট আপনার পোস্টটি পড়ে আমি ভালোভাবে বুঝতে পারলাম।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Monir khan on May 01, 2021, 06:25:33 PM
আসসালামু আলাইকুম আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি যে কয়েনবেস ধারণক্ষমতার নাকি অনেক সমস্যা হচ্ছে। আমি নিজেও অনেক দিন ধরে এই কয়েনবেস ব্যবহার করিনা।ইকো এমবি চেক লেনদেন করলে হঠাৎ হঠাৎ লেনদেন অফ করে দেয় ফলে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। আমি শুরু থেকেই ব্লকচাইন ভলেট ব্যবহার করি। আসলে আমি এই ফর্মে নতুন তো পয়েন্ট এর সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই । আমি সবার কাছে জানতে চাই কয়েনবেস ওয়ালেট সম্পর্কে।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Rifan Khan on May 02, 2021, 10:44:16 AM
আমি এই ফোরামে অল্প কয়েকদিন হল এসেছি। তাই আমার কয়েন দেশ সম্পর্কে অতটা ধারণা নেই। আমি আপনাদের পোস্টগুলো বলছি আমার অনেক ভালো লাগছে। আমার মনে হয় কয়েন বেস এটা ব্যবহার করা থেকে ট্রাস্ট ওয়ালেটলেট ব্যবহার করলে ভালো হবে।
Title: Re: কয়েনবেস এর ধারণক্ষমতায় কি বর্তমান সমস্যা হচ্ছে?
Post by: Dilshan on May 02, 2021, 11:20:16 AM
আমি এই ফোরামের একজন নতুন ইউজার। তাই কয়েনবেস ওয়ালেট সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিলনা আর কয়েনবেসটা আসলে কেমন? তবে এই পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম যে কয়েন বেস ওয়ালেট কি আর এটা কেমন। তাই আমার মনে হয় কয়েনবেস ওয়ালেট এর চেয়ে ট্রাস্ট ওয়ালেট টাই সবচেয়ে বেটার।