Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on November 25, 2020, 07:59:20 PM

Title: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on November 25, 2020, 07:59:20 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Crypto_Somrat on November 25, 2020, 08:14:03 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ধন্যবাদ আপনি যুগ উপযোগী একটা টপিক তৈরি করেছেন। আসলে বর্তমানে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলা টপিক তৈরি করা হচ্ছে। অথবা ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের বাংলা বোর্ড এখানে সবাই মাতৃভাষা বাংলাতে পোস্ট করে থাকে। আশা করবো সবাই দয়া করে ভাষার প্রতি সম্মান রেখে মাতৃভাষা বাংলা তাই পোস্ট করার চেষ্টা করবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on November 25, 2020, 08:22:38 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ধন্যবাদ আপনি যুগ উপযোগী একটা টপিক তৈরি করেছেন। আসলে বর্তমানে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলা টপিক তৈরি করা হচ্ছে। অথবা ইংরেজি ভাষা ব্যবহার করা হচ্ছে। এটা আমাদের বাংলা বোর্ড এখানে সবাই মাতৃভাষা বাংলাতে পোস্ট করে থাকে। আশা করবো সবাই দয়া করে ভাষার প্রতি সম্মান রেখে মাতৃভাষা বাংলা তাই পোস্ট করার চেষ্টা করবেন।
ভাই আপনি ঠিকই বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই লেখায় সাড়া দেওয়ার জন্য। আসলে অল্প কিছু সংখ্যক লোক এই কাজটা করছে। আমি তাদেরকে বলব আপনারা ও আমাদের ভাই আমরা সবাই এখান থেকে ভালোকিছু করব। আমরা আপনাদের কোন ক্ষতি করতে চাই না। কিন্তু আপনারা আর এই কাজটা করবেন না, এটাই আশাকরি।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: rushan on November 25, 2020, 09:24:11 PM
সাধারণত নতুনরা এধরন ভুল করে থাকে ফোরাম এর নিয়মকানুন ঠিক মত না বুঝে। সেনিওর ভাইদের বুঝানর পাশাপাশি কঠোর বাবস্থাও নেওয়া উচিত ফোরাম এর পরিবেশ সুন্দর রাখার জন্য।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Triedboy on November 25, 2020, 11:53:57 PM
হ্যাঁ আপনি ঠিক বলেছেন অবশ্যই বাংলা ফোরামে ইংরেজি লেখার কোনো দরকার বলে আমি মনে করি না। এখানে কিছু কিছু নতুন ইউজার রয়েছে যারা না বুঝেই ইংরেজিতে পোস্ট করে থাকে। চলে ভাবে করলে তো আমাদের এই ফোরামের পরিবেশটা নষ্ট হয়। ও অতএব সবাই চেষ্টা করবেন বাংলায় পোস্ট করার জন্য।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Triedboy on November 25, 2020, 11:55:41 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।

আসলে অনেক ইউজারদের দেখা যাচ্ছে অনেকবার বলার পর তারা একই কাজ করে যাচ্ছে। আমি মডারেটর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দয়া করে এদেরকে এ ধরনের কাজ করা নিষেধ করে দেন। তাহলে আমাদের বাংলা বোর্ডের পরিবেশ নষ্ট হচ্ছে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Primo1760 on November 26, 2020, 12:26:21 AM
আমি এই বিষয়টা খেয়াল করেছি যা খুব খারাপ লাগছিল।। কেননা বাংলা বলে বাংলায় পোস্ট করবে ইংলিশে না। ইংলিশে পোস্ট করার জন্য তো ইংলিশ বোর্ড আছে। আমরা বাংলা বোর্ডের আসি যে ইংলিশ পাবো না এজন্য। সেখানেও যদি ইংলিশ পায় তাহলে কেমন হবে। আসুন সকলে মিলে চেষ্টা করিলে তো বাংলা পড়ি ইংলিশ না টাইপ করি।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Crypto_Somrat on November 26, 2020, 07:59:56 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।

আসলে অনেক ইউজারদের দেখা যাচ্ছে অনেকবার বলার পর তারা একই কাজ করে যাচ্ছে। আমি মডারেটর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি দয়া করে এদেরকে এ ধরনের কাজ করা নিষেধ করে দেন। তাহলে আমাদের বাংলা বোর্ডের পরিবেশ নষ্ট হচ্ছে।
আপনি ঠিক বলেছেন অনেক ইউজার আছেন যারা বারবার বলার পরও আমাদের বাংলা বোর্ডে এসে ইংরেজি ফ্রন্ট ব্যবহার করে পোস্ট করছেন। এটা আমাদের বাংলা বোর্ড এখানে সবাই যেহেতু মাতৃভাষা বাংলাকে সম্মান করে বাংলাতে পোস্ট করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই আমাদের সবার উচিত এইখানে মাতৃভাষা বাংলা তাই পোস্ট করার। আমি তাদেরকে অনুরোধ করে বলবো অযথা পরিবেশ নষ্ট করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Sasa on November 26, 2020, 08:06:08 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন এমন অনেক ভাই আছেন যারা বাংলা বোর্ডে ইংরেজি লিখে নিজেকে স্মার্ট ভাবেন। আমি মনে করি আমাদের মাতৃভাষা বাংলা। তাই আমাদের মাতৃভাষা কে শ্রদ্ধা করা উচিত। চলেন আমরা সবাই এখন থেকে হলেও শুদরে যাই আমরা বাংলা ভাষা ব্যবহার করি আমাদের এই বাংলা বোর্ডে।   
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Crypto_Somrat on November 26, 2020, 08:12:31 AM
হ্যা ভাই আপনি ঠিকি বলছেন এমন অনেক ভাই আছেন যারা বাংলা বোর্ডে ইংরেজি লিখে নিজেকে স্মার্ট ভাবেন। আমি মনে করি আমাদের মাতৃভাষা বাংলা। তাই আমাদের মাতৃভাষা কে শ্রদ্ধা করা উচিত। চলেন আমরা সবাই এখন থেকে হলেও শুদরে যাই আমরা বাংলা ভাষা ব্যবহার করি আমাদের এই বাংলা বোর্ডে।
আপনি ঠিক বলেছেন এদেরকে বারবার বলার পরও এরা ইংরেজিতেই পোস্ট করে যাচ্ছেন। আমি বুঝতে পারছি না তাদেরকে বাংলাতে পোস্ট করতে কি সমস্যা রয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে বাংলাতে পোস্ট করার চেষ্টা করুন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Halkpro on November 26, 2020, 09:12:18 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আমিও দেখছি অনেক বার তাদের বলেছি ভাই বাংলা বোর্ডে ইংরেজি লিখেন না এতে বাংলা বোর্ডের সুন্দর্য নষ্ট হয়ে যায়।  তাই আবারও বলছি নতুন যারা এই ফোরামে জয়েন হচ্ছেন তারা একটু খেয়াল করে পোস্ট করবেন যেনো বাংলা বোর্ডের সুন্দর্য নষ্ট না হয়।       
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Jackson on November 26, 2020, 09:36:28 AM
হ্যাঁ ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন যেহেতু এটা বাংলা ফোরাম|এখানে আমাদের সবার উচিত বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা সহকারে বাংলা ভাষায় পোস্ট করা|অনেক সময় দেখা যায় অনেকেই বাংলা ফোরামে এসে ইংরেজিতে পোস্ট করেন|এতে বাংলা ফোরামের সৌন্দর্য নষ্ট হয়|তাই আমাদের সবার উচিত এ বিষয়টি লক্ষ্য করা যে আমরা কখনো যেন ইংরেজিতে পোস্ট না করি|আমাদের সবসময় বিষয়টি মাথায় রাখতে হবে যে, আমাদের মাতৃভাষা বাংলা আর বাংলা ফোরামে আমরা সব সময় শুদ্ধভাবে বাংলা ভাষায় পোস্ট করব
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Tamsialu$$ on November 26, 2020, 12:25:30 PM
অবশ্যই যারা এই ফোরামে ইংলিশ এ পোস্ট করে অবশ্য তাদের উচিত বাংলা পোস্ট করা।তা না হলে আমাদের মত জুনিয়র মেম্বারদের পোস্ট করতে অনেক কষ্ট হয়।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Cristiano on November 26, 2020, 12:33:22 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ঠিক বলেছেন আপনি বাংলা বোর্ডে যদি ইংলিশে পোস্ট করা হয় তাহলে বিষয়টি খুবই খারাপ দেখা যায়।এবং কে আমাদের বাংলা সেকশনে অনেক মেম্বার আছে যারা ইংরেজি কম বুঝেন তারা কিছুই বুঝতে পারবে না ইংরেজিতে পোস্ট করলে। আশাকরি বাংলা ফোরামে বাংলা বাদ দিয়ে অন্য কোন ভাষা প্রকাশ করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Ak600 on November 26, 2020, 12:52:24 PM
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কারণ বাংলা বোডে ইংলিশ লেখা নিয়ম না তবে কেও কেও লিখতেছে যারা লিখতেছে তাদেরকে অনুরোধ করব তারা যেন আর ইংলিশ না লিখে
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on November 26, 2020, 02:09:14 PM
হ্যাঁ ভাই আপনি একটি গুরুত্বপূর্ণ টপিক তৈরি করেছেন যেহেতু এটা বাংলা ফোরাম|এখানে আমাদের সবার উচিত বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা সহকারে বাংলা ভাষায় পোস্ট করা|অনেক সময় দেখা যায় অনেকেই বাংলা ফোরামে এসে ইংরেজিতে পোস্ট করেন|এতে বাংলা ফোরামের সৌন্দর্য নষ্ট হয়|তাই আমাদের সবার উচিত এ বিষয়টি লক্ষ্য করা যে আমরা কখনো যেন ইংরেজিতে পোস্ট না করি|আমাদের সবসময় বিষয়টি মাথায় রাখতে হবে যে, আমাদের মাতৃভাষা বাংলা আর বাংলা ফোরামে আমরা সব সময় শুদ্ধভাবে বাংলা ভাষায় পোস্ট করব
হ্যা ভাই আপনি ঠিকই বলেছেন। আপনার জন্য শুভকামনা রইল। বিশেষ করে নতুন যারা তা এই কাজটি বেশি করছে। আমরা আরো সচেতন হব এবং বাংলা বোর্ডে বাংলা লিখব এবং ফোরামের শৃঙ্খলা বজায় রাখব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on November 26, 2020, 02:11:58 PM
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কারণ বাংলা বোডে ইংলিশ লেখা নিয়ম না তবে কেও কেও লিখতেছে যারা লিখতেছে তাদেরকে অনুরোধ করব তারা যেন আর ইংলিশ না লিখে
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আমি আশা করব এখন থেকে আর কেউ বাংলা বোর্ডে ইংরেজির ব্যবহার করবে না। সবার প্রচেষ্টায় বাংলা বোর্ডর সৌন্দর্য রক্ষা পাবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: XM8 on November 29, 2020, 06:30:30 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভাই আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন এই ফোরামের অনেক ভাইয়েরা আছে যারা ইংরেজি বর্ণমালা কে বাংলায় সাজিয়ে পোস্ট করে পড়তে এবং বুঝতে সময় বেশি লাগে এবং ভালোভাবে বোঝা যায় না। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা আর ফোরামটা একটি বাংলা ফোরাম আশা করি সবাই এখানে বাংলায় পোস্ট করবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on November 29, 2020, 11:02:20 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভাই আপনি অনেক সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন এই ফোরামের অনেক ভাইয়েরা আছে যারা ইংরেজি বর্ণমালা কে বাংলায় সাজিয়ে পোস্ট করে পড়তে এবং বুঝতে সময় বেশি লাগে এবং ভালোভাবে বোঝা যায় না। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা আর ফোরামটা একটি বাংলা ফোরাম আশা করি সবাই এখানে বাংলায় পোস্ট করবেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আশাকরি সবাই আপনার মত বুঝবে এবং যথাসম্ভ বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: warhero on December 01, 2020, 05:53:05 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
বাংলা ফোরামে ইংরেজি ভাষা প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে যে বাংলা পোস্ট গুলো নিচে তারা বাংলিশ ভাষায় কমেন্ট করছে। এই কাজগুলো করা থেকে সবাই বিরত থাকবেন এতে আমাদের মাতৃভাষার অবমাননা হয়। আশাকরি সকলেই এই কাজ থেকে বিরত থাকব এবং সকলকে এ ব্যাপারে অবগত করব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Bony11 on December 01, 2020, 06:08:33 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথাটা বলেছেন।এতো সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একদম সত্যি কথা যে বাংলা বোর্ডে ইংলিশ পোষ্ট দেয়া একদম বেমানান। যখন বাংলা বোর্ডে ইংলিশ পোষ্ট দেখি তখন দেখেই মনটা খারাপ হয়ে যায়।তাই আমি বলবো যেসব ইউজারা বাংলা বোর্ডে ইংলিশ পোষ্ট করেন তারা এটা থেকে বিরত থাকবেন।আর ইংলিশ পোষ্ট করার জন্য তো ইংলিশ বোর্ড আছে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Halkpro on December 01, 2020, 06:15:18 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভাই এটা বলে আর কি করবেন যে লেখার সে ১০০ বার বললেও লিখবে।  একটা মেম্বার আছে নাম বলবো না। আমি ৪-৫ তার পোস্ট এর রিপ্লাই দিছি শুধু আমি না nostoman ও ছিল সেও বলছে কিন্তু শোনে না।  তাই আমি বলবো ভাই যার বাংলাদেশের মেম্বার আছেন তারা একটু খেয়াল করে বাংলা লেখা শিখেন। এমনিতেই বাংলা বোর্ডের মেম্বাররা হুমকির মুখে তাই যা করবেন একটু ভেবে কইরেন।       
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Magepai on December 02, 2020, 12:46:38 AM
হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন। আমি অনেক সময় দেখেছি ফোরামে কিছু ইউজার আছে যারা ইংরেজিতে পোস্ট করছে। তাদেরকে অনেক বার না করার পরেও তারা কিন্তু এরকম কাজ করে যাচ্ছে। আমি মনে করি যারা বাংলা ফোরামে ইংরেজি পোস্ট আনে তারা অবশ্যই সতর্ক হয়ে যান।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Magepai on December 02, 2020, 12:49:02 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভাই এটা বলে আর কি করবেন যে লেখার সে ১০০ বার বললেও লিখবে।  একটা মেম্বার আছে নাম বলবো না। আমি ৪-৫ তার পোস্ট এর রিপ্লাই দিছি শুধু আমি না nostoman ও ছিল সেও বলছে কিন্তু শোনে না।  তাই আমি বলবো ভাই যার বাংলাদেশের মেম্বার আছেন তারা একটু খেয়াল করে বাংলা লেখা শিখেন। এমনিতেই বাংলা বোর্ডের মেম্বাররা হুমকির মুখে তাই যা করবেন একটু ভেবে কইরেন।     

এরপর যদি সে আবারো বাংলা ফোরামে ইংলিশ পোস্ট করে তাহলে অবশ্যই আমরা যারা আছি তারা সবাই মিলে এর প্রতিরোধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের বাঙ্গালীদের জন্য এই ফোরাম অবশ্যই আমাদের বাংলা করে দিতে হবে।তার যদি এত ইচ্ছা থাকে ইংরেজিতে পোস্ট দেওয়ার জন্য গ্লোবাল সেকশনের অনেক রকমেররয়েছে সেখানে সে ইংরেজিতে পোস্ট করতে পারবে। অতএব আমি বলব যে অবশ্যই তার সদর হতে হবে ইংরেজি পোস্ট থেকে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Token@ on December 02, 2020, 11:05:13 AM
কিছুদিন আগে আমি দেখতে পেলাম বাংলা সেকশনে ইংরেজি তে পোস্ট করা হচ্ছে। যেটা একদম বেমানান। বাংলা বোর্ডের সৌন্দর্য হারিয়ে ফেলে। আমি তাদেরকে সতর্ক করব যারা বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট করে। ইংরেজিতে পোস্ট করার জন্য গ্লোবাল সেকশন আছে সেখানে গিয়ে আপনি ইংরেজিতে পোস্ট করতে পারেন। আপনাকে সেখানে না করা হবে না।কিন্তু বাংলা বোর্ডে ইংরেজীতে পোস্ট দিয়ে বাংলা বোর্ডের সৌন্দর্য নষ্ট করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Churphans on December 02, 2020, 11:08:48 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আমি কয়েকটা পোষ্ট খেয়াল করলাম কয়েকজন বাংলিশ ব্যবহার করেছে এগুলা ফোরামের জন্য ত্রুটিপূর্ণ কাজ। যারা এরকম পোস্ট করে থাকেন তারা আর ভবিষ্যতে এরকম পোস্ট করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Lutera94 on December 02, 2020, 11:10:49 AM
হ্যা এটা অনেক ভালো বলেছেন, সবার উচিৎ দেশের ভাষাকে সম্মান জানানো। তবে কিছু ভাষা আছে যেটাতে আমরা অভ্যস্ত সেগুলো চাইলে ও বাদ দেওয়া যাবে না।  যেমন - চেয়ার টেবিল ইত্যাদি।

তবে আমি মনে করি শব্দটা ইংলিশ হলেও লেখাটা যাতে বাংলায় হয় -
যেমন - ওয়েলকাম
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Kangaro45 on December 02, 2020, 11:34:44 AM
যারা বাংলা লোকাল বোর্ডে ইংরেজি পোস্ট করে তারা আসলেই অনেক বোকা। তারা ভাবে ফোরামে শুধু তারাই ইংরেজি জানেন এবং বোঝেন।  আপনাদের কে বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলা থেকে ইংরেজি পোস্ট করছেন। দয়া করে এখানে ইংলিশ পোস্ট না দিয়ে বাংলা পোস্ট করেন। আপনাদেরকে বলছি যদি পারেন গ্লোবাল সেকশনে গিয়ে একটা বাংলা পোস্ট দিয়ে দেখেন তখন বুঝবেন মজাটা। রুলস বহির্ভূত কাজ নিজের জন্য ক্ষতিকর।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: kulkhan on December 02, 2020, 01:19:19 PM
যারা বাংলা লোকাল বোর্ডে ইংরেজি পোস্ট করে তারা আসলেই অনেক বোকা। তারা ভাবে ফোরামে শুধু তারাই ইংরেজি জানেন এবং বোঝেন।  আপনাদের কে বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলা থেকে ইংরেজি পোস্ট করছেন। দয়া করে এখানে ইংলিশ পোস্ট না দিয়ে বাংলা পোস্ট করেন। আপনাদেরকে বলছি যদি পারেন গ্লোবাল সেকশনে গিয়ে একটা বাংলা পোস্ট দিয়ে দেখেন তখন বুঝবেন মজাটা। রুলস বহির্ভূত কাজ নিজের জন্য ক্ষতিকর।
আমি আপনার সাথে পুরো পুরি একমত, যারা বাংলা বোর্ডে ইংরেজি লিখেছেন তারা আসলেই অনেক বোকা। তারা নিজেদের চালাক ভাবলেও তারা অনেক বোকা। তারা এখানে বাংলা লিখছে তাদের কেউ কিছু বলছে না কিন্তু তারা এই কাজ গ্লোবাল সেকশনে করলে তারা বুঝতে পারবে নিয়ম ভঙ্গের কি জ্বালা।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: saidul2105 on December 02, 2020, 02:14:36 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলের সামনে তুলে ধরেছেন। আমারও মনে হয় যে আমাদের বাংলা বোর্ডে ইংরেজিতে না লেখাটাই বেটার।  যেহেতু আমাদের সকলের   জন্যই এই বাংলা বোর্ড তৈরি করা হয়েছে যেনো আমারা সবাই আমাদের  মাতৃভাষা বাংলায় সকল পোস্ট  লিখতে পারি, তাই  আমার মনে হয় যে এখানে ইংরেজি লেখা থেকে বিরত থাকাটা উচিৎ।  এখানে ইংরেজিতে লিখলে আমাদের বাংলা ভাষাকে অবমাননা করার সামিল বলে আমার মনে হয়। 
আসলে যারা ফোরামে নতুন হিসেবে জয়েন করে তারাই মুলত প্রথম প্রথম এই ধরনের কাজ করে থাকে।  আশা করি তারাও আপনার পোস্টটি পড়ে এই বিষয়টি বুঝতে পারবে যে এখানে ইংরেজি নয়, বাংলায় পোস্ট ও কমেন্ট করতে হবে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয় টা সবার সামনে তুলে ধরার জন্য।                                                                                     
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Akhi600 on December 02, 2020, 02:18:07 PM
আমরা বাংলা বোডে ইংলিশ লেখা থেকে বিরত থাকি। এবং সবার সহযোগিতায় সবার পাশে এগিয়ে যাই। এবং আমরা সবাই বাংলা বোর্ডে মাতৃভাষা ব্যবহার করি ধন্যবাদ
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Keya282 on December 02, 2020, 02:21:44 PM
আমরা সবাই সচেতন হই ইংলিশ লেখা থেকে বিরত থাকি। এবং এখানে ইংলিশ লিখলে নতুনদের খুব কষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই এখানে মাতৃভাষা ব্যবহার করি ধন্যবাদ
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Hasan986 on December 02, 2020, 02:26:04 PM
অনেকে দেখলাম বাংলীশ লেখে। এটাও উচিত নয়। বাংলা বোর্ড়ে বাঙলা লেখার কারণ হচ্ছে, আমরা যারা আছি তারা যাতে একে অপরের সাথে মতবিনিময় খুব সুন্দর ভাবে করতে পারি। তাই বাংলা বোর্ডে বাংলা ইউজ করা উচিত সবসময়। মোবাইলে লিখলে রিডমিক কিবোর্ড আছে। যাতে সহজে বাংলা লেখা যায়।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Hasan986 on December 02, 2020, 02:29:07 PM
আমরা সবাই সচেতন হই ইংলিশ লেখা থেকে বিরত থাকি। এবং এখানে ইংলিশ লিখলে নতুনদের খুব কষ্ট হয়ে যায়। তাই আমরা সবাই এখানে মাতৃভাষা ব্যবহার করি ধন্যবাদ
ঠিক। অনেক নতুন ইউজার রয়েছেন। যারা ইংলিশ কম বুঝতে পারে। তাদের জন্য বাংলা সেকশান স্বর্গ স্বরূপ। তারা বাংলা সেকশানে ঘুরে ঘুরে শিখবে। যা শিখবে তা আবার বাংলায় অন্য না পারা মানুষকে শিখাবে। তবে সেখানে যদি আমরা ইংলীশ বলি সে সব নকুন ইউজার দের মনে অনীহা ছলে আসবে। তারা ফোরামের উপর আগ্রহ হারাবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Nusrat on December 02, 2020, 02:35:37 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
হ্যাঁ ভাই আপনার সাথে আমি একমত আপনি অনেক মূল্যবান একটি পোস্ট করেছেন। আমাদেরকে সবসময় সতর্ক এবং সততার সাথে কাজ করতে হবে।আমরা সবাই বাঙ্গালী বাংলা আমাদের মাতৃভাষা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। তাই বাংলা বোর্ডে আমরা সবসময় বাংলাতেই কথাবার্তা বলব এবং বাংলাতে পোস্ট করব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Maxtel on December 02, 2020, 03:21:53 PM
আমি মনে করি নতুন ইউজার যারা আছে তারাই এ ধরনের ভুল গুলো বেশি করে থাকে। তারা ফোরামের নিয়ম কানুন গুলো ঠিকমতো জানেনা। আবার অনেকেই কিছুটা ইচ্ছে করেও এরকম ভুল করে থাকে। আমি মনে করি নতুনদের আরও সতর্ক হওয়া উচিত এবং ফোরামের রুলস গুলো বেশি বেশি পড়ে তারপর পোস্ট করা।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Monster5 on December 02, 2020, 03:58:57 PM
আপনি একদম ঠিক বলেছেন ভাই এখানে আমি অনেক বার দেখতে পারি সিরিজে বাংলা বোর্ডে এসে অনেকেই ইংলিশে পোস্ট করে । আমরা যেহেতু বাংলা বোর্ডের ইউজার সেহেতু আমরা আমাদের মাতৃভাষা ব্যবহার করবো তাহলে আমাদের বাংলা বোর্ডে কোন রকম সমস্যা হবে না আর যারা ইংরেজীতে পোস্ট করেন বাংলা বোর্ডে এসে তাদের দয়া করে এগুলো বন্ধ করার জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Triple333 on December 02, 2020, 04:21:44 PM
ফোরামের নিয়ম অনুযায়ী লোকাল বোর্ড গুলোতে লোকাল ভাষাতেই পোস্ট করা উচিত। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা তাই বাংলা লোকাল থ্রেডে বাংলায়পোস্ট করা আমাদের জন্য অনেক সহজ এবং এখানে সব বিষয়ে সহজেই জানতে ও বুঝতে পারছি সিনিয়রদের পোস্টগুলো পড়ে। অন্য লোকাল থ্রেডগুলোতে  আমাদের জন্য অনেক অসুবিধা হতো
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Jaya60 on December 02, 2020, 06:43:08 PM
আমি এই ফোরামে লক্ষ্য করেছি যে অনেক নতুন ইউজার আছে যারা আমাদের এই বাংলা ফোরামে ইংরেজি পোস্ট করে থাকে। আমি তাদেরকে বলছি অবশ্যই আপনারা এরকম কাজ থেকে বিরত থাকুন।আপনারা যদি ইংরেজি পোস্ট করতে চান তাহলে গ্লোবাল সেকশন রয়েছে সেখানে আপনারা ইংলিশ পোস্ট করতে পারেন। অতএব আমি মনে করি এরকম করলে আমাদের বাংলা বোর্ড এর মান সম্মত নষ্ট হয়ে যাবে। আমি বলব আমাদের এই বাংলা বই অবশ্যই বাংলা পোস্ট করার জন্য । আমরা বাঙ্গালী আমাদের বাসা বাংলা অবশ্যই আমরা এই ফোরামে বাংলায় লিখব ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: salukhe on December 03, 2020, 08:48:49 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন। আমি অনেক ট্রফিক এ দেখছি যে অনেকেই ইংরেজিতে টাইপ করেন । যারা ইংরেজিতে টাইপ করেন তাদের জন্য অনুরোধ বাংলা ফোরামে কেউ ইংরেজিতে টাইপ করবেন না। কেননা বাংলা ফোরামে শুধু বাংলা টাইপিং শোভা পায়।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Herry on December 04, 2020, 09:24:53 AM
হ্যাঁ ভাই আমাদের গর্ব করা উচিত যে এই ফোরামে আমাদের নিজস্ব একটা বাংলা বোর্ড আছে এখানে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ব্যবহার করা যায় আমাদের মাতৃভাষা বাংলা আর আমাদের এই ফোরামেও বাংলা বোর্ড রয়েছে সেখানে আমরা আমাদের বাংলা ভাষা টাই সবসময় ব্যবহার করব আমাদের বাংলা ভাষার মাঝে যদি ইংরেজি ভাষা ব্যাবহার করি তাহলে দেখতে কিরকম জানি দৃষ্টিকটু লাগে আমাদের উচিত হবে যে আমাদের এই ফোরামে বাংলা বোর্ডে বাংলা ভাষা সব সময় ব্যবহার করা
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Trumpet on December 04, 2020, 05:41:44 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আপনার সাথে আমি একমতকেননা আমাদের বাঙ্গালীদের সুবিধার্থেই এর লোকাল ফ্রম অর্থাৎ বাংলা ফোরাম খোলা হচ্ছে।এখানে যদি আমরা বাংলা ভাষায় ইংরেজিতে লিখি তাহলে ফোরামের ভারসাম্য যেমন নষ্ট হয় তেমনি আমাদের বাংলা ভাষা কে অপমান করা হয়। তাই আমরা সবাই বসে বাংলা লেখার চেষ্টা করব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Blue_sea on December 04, 2020, 06:05:21 PM
এটি ভাল একটি কথা বলেছেন। কারন বাংলা বোর্ডে যদি ইংরেজী লেখা দেখা যায় সেটা আমার কাছে সম্পূর্ণ অগোছালো একটি ব্যাপার মনে হয় শুধু আমার কাছে না প্রত্যেকেই একই কথা বলবে। কাজেই এই বিষটি সবাই একটু মনযোগ দিবেন দয়া করে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Ricky on December 05, 2020, 07:07:39 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আপনি ঠিক বলেছেন মাঝে মাঝে আমাদের বাংলা বোর্ডে ইংরেজি টেক্সট দেখা যায়। এ সম্পর্কে বারবার সতর্ক করা হচ্ছে তারপরও এই কাজগুলো কারা করছে। এটা সত্যিই দেখতে খারাপ লাগে। আশা করি সবাই শুধরে যাবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Tubelight on March 25, 2021, 06:54:34 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ফোরামের অনেক সদস্য আছে যারা বাংলার পরিবর্তে ইংরেজিতে টাইপিং করে পোস্ট করে। আমি মনে করি এটা আমাদের বাংলা ভাষা কে অপমান করা হয়। কারণ আমরা বাঙালি হয়ে যদি বাংলায় পোস্ট না করতে পারি তাহলে এর চেয়ে লজ্জার আর কোন কিছু হতে পারে না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Chita76 on March 25, 2021, 07:01:59 PM
বাংলা বোর্ডে অনেক ইউজার আছে যারা একটু ইংলিশ বাংলা মিশিয়ে পেস্ট করে এগুলো করা উচিত না। কারণ বাংলা বোর্ডে শুধু বাংলায় পোস্ট থাকবে এখানে কেন আপনারা ইংরেজিতে পোস্ট করবেন। তাই সবার প্রতি অনুরোধ রইল সবাই বাংলায় পোস্ট করবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Farhana on March 25, 2021, 07:06:36 PM
সহমত, আপনার সৃজনশীল টপিকের জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যারা বাংলা ফোরামে পোস্ট করি আশা করি সবাই বাংগালি তাই আমাদের মায়ের ভাষায় আমাদের পোস্ট করা উচিত। আপনি কিন্তু ইংরেজি ফোরামে কখনই বাংলায় লিখতে পারবেন না। আর বিশেষ করে যারা কস্ট করে এই বাংলা ফোরাম তৈরি করেছেন তাদের কাছে ইংরেজি লেখা দেখাটা খুবই কস্টের হবে ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: raisajahan on March 26, 2021, 02:30:32 AM
আপনার টপিকের আলোচনা থেকে আবার ও বিষয় টা পরিষ্কার হলাম আমি খেয়াল করেছি অনেকে বাংলা ফোরামে ইংরেজিতে লেখা লেখি করছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই আপনি বলুন তো ইংরেজীতে এত গুলো ফোরাম থাকতে আপনি বাংলা বোর্ডে কেন ইংরেজিতে লিখবেন। যদি আপনি ইংরেজিতে লিখবেন ভালো কথা ইংরেজি ফোরামে লিখুন। অপাত্রে কন্যা দান করবেন না যার স্থান যেখানে তাকে সেখানে রাখুন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Dark Knight on March 26, 2021, 05:05:30 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
ভালো একটি কথা তুলে ধরেছেন।দেখা যাচ্ছে অনেকেই বাংলায় পোস্ট করতে গিয়ে ইংরেজিতে লিখে ফেলছে। এটা হরহামেশাই হচ্ছে নতুন ইউজারদের মধ্যে। তারা এই ভুলটা বেশি পরিমাণে করছে। তাছাড়া অনেকেই বাংলায় পোস্ট করতে অনেক ইংরেজি শব্দ ব্যবহার করে থাকে। তাই তাদের উচিত বাংলায় পোস্ট করা। আমাদের বাংলা ফোরাম আমাদের মাতৃভাষা বাংলা ভাষাভাষীদের জন্য। তাই এখানে বাংলার পরিবর্তে অন্য কোন ভাসা ব্যবহার করতে দেওয়া উচিত নয়।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Arifine on March 26, 2021, 05:33:01 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আপনি যে পোস্টটি করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আমি নতুন হিসেবে আপনার পোষ্টটি আমি বলতে চাই এটা একদমই ঠিক না বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষা যোগ করা এটা অভদ্রতার পরিচয় দেওয়া হয়। আমাদের সকলেরই বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা থাকা দরকার কারণ এটা আমরা অনেক কষ্ট করে অর্জন করেছি।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Milon626 on March 26, 2021, 07:11:22 AM
এলোটকয়েনে আমাদের জন্য বাংলা লোকাল বোর্ড এক ধরনের আশীর্বাদ স্বরুপ। এখানে আমরা বাংলা ভাষায় কথা বলে নিজের মনের ভাষা প্রকাশ করতে পারি।  নিজের সমস্যা গুলোকে সবার সামনে তুলে ধরতে পারি, আবার তার সমাধানও খুব তারাতারিই পেয়ে থাকি।  তাই এখানে অন্য কোনো ভাষা ব্যবহার না করে শুধু মাত্র নিজের দেশের ভাষা, বাংলা ব্যবহার করা উচিৎ।                 
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Random203 on March 26, 2021, 08:35:42 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আমাদের বাংলাদেশের সকলের জন্য ফোরামে বাংলা সেকশন আছে এটা খুব ভালো একটা বিষয়, খুব গর্বের একটা বিষয়।  আমাদের বাংলা সেকশন এ বাংলা এবং লোকাল সেকশনে ইংরেজিতে পোস্ট করা উচিৎ।  এতে করে আমাদের সকল সেকশনেরই ভারসাম্য রক্ষা পাবে।                               
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Arifine on March 26, 2021, 09:38:51 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
বাংলা বোর্ডের ইংরেজি লেখা যাবে না। কারণ বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাকে আমরা অনেক কষ্ট করে অর্জন করেছি। আপনি যে পোস্টটি করেছেন পোস্টটি অনেক সুন্দর হয়েছে। পোস্টটি পড়ে আমার খুব ভালো লেগেছে। পোস্টটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Damrai5$ on March 26, 2021, 10:09:48 AM
আসলে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা নিজস্ব মাতৃভাষা ফোরাম রয়েছে। আসলে যে দেশের যে ফোরাম রয়েছে সেখানে পোস্ট দিতে গেলে সেই বাসায় ইউজ করা প্রয়োজন। আমরা যখন বাংলা ভাষায় পোস্ট করব তখন অবশ্যই শুধু বাংলাতে লেখার চেষ্টা করব। যখন গ্লোবাল সেকশনে পোস্ট দিতে যাব তখন ইংলিশে দেব। তাই দয়া করে নিউ বাংলা ফোরামে ইংলিশে লেখার চেষ্টা করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: HeartBit143 on March 26, 2021, 01:40:03 PM
আমাদের বাংলা বোর্ডে ইংরেজি না লেখাটাই উত্তম বলে আমি মনে করি।  যেহেতু এখানে আমরা সবাই বাংলাদেশী তাই আমাদের লোকাল বোর্ডের পোস্ট গুলো বাংলাতেই হওয়া উচিৎ। তাতে আমাদের লোকাল বোর্ডের মান অনেক বেড়ে যাবে।                   
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Ronald on March 26, 2021, 11:38:53 PM
বাংলা বোরডে সবাই বাংলায় পোস্ট করুন। এখানে কেউ ইংরেজিতে পোস্ট করবেন না। ইংরেজিতে পোস্ট করার অনেক জায়গা আছে দয়া করে সেখানে পোস্ট করুন। এটা শুধুমাত্র বাংলায় পোস্ট করার জন্য দেওয়া হয়েছে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Casual on March 27, 2021, 12:00:50 AM
বাংলা বোর্ডে সব সময় বাংলা লেখার চেষ্টা করব সবাই আমরা। আসলে আমাদের এই বাংলা বোর্ডের অনেকেই সুন্দর্য নষ্ট করছি কারণ বাংলা বোর্ডে গিয়ে ইংলিশে লিখছি। আসলে এ ধরনের পোস্ট করা থেকে সবাই কেই বিরত থাকতে হবে। বিশেষ করে দেখা গিয়েছে কিছু বাঙালি ইউজার রয়েছে যারা আবার অবাত গ্লোবাল সেকশনে গিয়ে বাংলায় লিখেছি আবার বাংলা সেকশনে এসে ইংলিশে পোস্ট করছে। এখন থেকে আমরা সবাই চেষ্টা করব যে যে সেকশনে সেভাবে পোস্ট করার জন্য যেমন বাংলা বোর্ডে বাংলায় লিখব গ্লোবাল সেকশনে ইংলিশে দিব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: bmr on March 27, 2021, 12:28:54 AM
আমিও একসময় এ ধরনের কাজ একবার ভুল করে করেছিলাম। তখন আমাকে এর সংশোধন করতে বলা হলে আমি করে দিয়েছিলাম। আমি ভেবে দেখলাম যে এটি বাংলার জন্য সেহেতেু আমি কেন এখানে ইংরেজী করব। তাই আমি আমার সেই ‍ভূল করার পর আর কখনও এর রিপিট হয়নি।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: NANCY on March 30, 2021, 11:01:50 AM
আমি মনে করি বাংলা বোর্ডে বাংলায় পোস্ট করা ভালো এখানে ইংরেজিতে না লেখাটাই ভালো। বাংলায় পোষ্ট করার জন্য সর্বাধিক স্থান রয়েছে এবং ইংরেজিতে পোস্ট করার জন্য সর্বাধিক জায়গা রয়েছে তাই যার যেখানে পোস্ট করার ইচ্ছা সেইখানে পোস্ট করুন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Arifine on March 31, 2021, 05:05:31 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
অনেকেই বাংলা বোর্ডে ইংরেজি লেখে এতে করে আমাদের বাংলা ভাষাকে নিচু করে দেওয়া হয় বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষাকে আমরা সবসময় সন্মান করবো।আমরা অনেক কষ্ট করে বাংলা ভাষাকে অর্জন করেছি তাই আমরা বাংলা ভাষাকে সবসময় সন্মান করবো।তাই আপনারা বাংলা বোর্ডে ইংরেজি লিকবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Tepona on March 31, 2021, 06:18:50 AM
আমি কখনোই বাংলা বোর্ডে ইংরেজি টাইপ করে পোস্ট দেই না। বাংলা বোর্ডে শুদ্ধ বাংলা ভাষায় পোস্ট দেওয়ার চেষ্টা করি। অনেকে বিভিন্ন ভুল বানান গুলো লিখে, যা বুঝতে অনেক কষ্ট হয়। সব ইউজারদের সব বিষয়ে সতর্ক হওয়া উচিত।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: ExtraPoint on March 31, 2021, 03:27:11 PM
বাংলা বোর্ড এ বাংলা ভাষা ব্যবহার করা উচিত। সবারই উচিত এখানে শুদ্ধভাবে বাংলা লিখে পোস্ট করা। আমরা আমাদের বাংলাভাষাকে সম্মান করে সে অনুযায়ী আমাদের বাংলা বোর্ডে বাংলায় পোস্ট করব। আপনি যদি ইংরেজিতে পোস্ট করতে চান তাহলে গ্লোবাল বোর্ড আছে সেখানে গিয়ে পোস্ট করতে পারবেন ইংরেজিতে। কিন্তু বাংলা বোর্ডে বাংলাতে পোস্ট করা উচিত।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Sumi on April 01, 2021, 04:09:14 AM
আমি কখনোই বাংলা বোর্ডে ইংরেজি টাইপ করে পোস্ট দেই না। বাংলা বোর্ডে শুদ্ধ বাংলা ভাষায় পোস্ট দেওয়ার চেষ্টা করি। অনেকে বিভিন্ন ভুল বানান গুলো লিখে, যা বুঝতে অনেক কষ্ট হয়। সব ইউজারদের সব বিষয়ে সতর্ক হওয়া উচিত।
হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া কারন আমি বর্তমানে লক্ষ করতেছি আমি কিছুদিন হলো এখানে এসেছি আমি নতুন ইউজার হিসেবে আপনার আমাকে পড়তে পারেন আমি বিটকয়েন্টক এ কাজ করেছি কিন্তু এই ফোরামে আমি একেবারেই নতুন আমি এসে যেটি দেখতে পারলাম যে সবাই তাদের নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছে আর এত পোস্ট করলে তাদের কিছু ভুল হবে এটাই স্বাভাবিক তাই আমি মডারেটর ভাইদের কে বলবো যে তারা যেন একটু সজাগ হন এবং তারা যেন একটু কঠোর হয়ে পোস্টগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং সাথে সাথে রিপোর্ট করুন তাহলে কিন্তু আপনি ফোরামের কোয়ালিটি কিন্তু ভাল হবে তা না হলে কিন্তু কোনদিনই ফোরামকে কোয়ালিটি সম্পন্ন করা যাবে না বলে আমি মনে করি কারণ আমি বিটকয়েন্টক যতদিন কাজ করেছি সেটা খুব সাজানো-গোছানো কিন্তু এবং তাদের সিকিউরিটিও কিন্তু অত্যন্ত কঠিন এবং সেখানে একটু ভুলভাল পোস্ট করলে কিন্তু তাদেরকে লেটেস্ট মারা হয় এবং আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কেউ কিন্তু আজে বাজে পোস্ট করে না সেরকম কঠোর হতে হবে এই ফোনটিতে তা না হলে কিন্তু ভবিষ্যতে আরো অন্য রকম হবে বলে আমি মনে করি এই প্রোগ্রাম ধন্যবাদ সকলকে সবাই নিজেদের আইডিতে সুরক্ষিত রাখার জন্য প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন এবং তথ্যবহুল পোস্ট করুন তা নাহলে আমার মনে হয় একদিন বিটকয়েন্টক এর মতো এখানেও নিয়মকানুন অনেক করা হবে এবং তখন কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে ভাল থাকবেন
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Azharul on April 01, 2021, 07:53:46 AM
ফোরামে যারা নতুন তারা অনেক সময় ঠিক মত বুঝে উঠতে পারেনা।তাই অনেক সময় বাংলা বোর্ডে অনেক সময় ইংরেজি লিখে ফেলে,যা অনেক সময় বাংলা বোর্ড এর জন্য বড়ই বেমানান।তাই আমি ও জুনিয়র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই,তারা বা আমরা সবাই যেনো বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকতে পারি।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Markuri33 on April 18, 2021, 06:38:51 AM
অবশ্যই আমাদের উচিত বাংলা ফোরামে বাংলা লেখাটাই উত্তম। আমি বেশ কিছু ইউজার দেখেছি যারা বাংলা ফোরামে ইংলিশ লিখছেন এবং গ্লোবাল সেকশন এগিয়ে বাংলায় পোস্ট দিয়েছেন। আসলে আমরা বাঙ্গালী আমাদের বাংলা সেকশন রয়েছে অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের মাতৃভাষা লেখার জন্য। তা না করেআমি মনে করি এ ধরনের কাজ থেকে বেরিয়ে আসুন।যদি আপনার ইংলিশে পোস্ট করতে ইচ্ছে হয় তাহলে আপনি গ্লোবাল সেকশনে গিয়ে করবেন সেখানে দেখেন অহরহ পোস্ট রয়েছে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Ricky on April 18, 2021, 07:58:33 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, আসলে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে ইংরেজি শব্দগুলো ব্যবহার করে টপিকঃ অথবা পোস্ট করা হচ্ছে, কিন্তু তারা হয়তো জানেন না এটা বাংলা বোর্ড এটা মাতৃভাষা বাংলাতে কথা বলার স্থান। অনেক কষ্টের বিনিময়ে আমরা এই ভাষাকে আপন করে পেয়েছি। আরো বেশি ভালো লাগার কথা ক্রিপ্ত তে আমাদের মাতৃভাষায় ফোরাম পেয়ে। তাই দয়া করে এখানে বাংলাতে লিখুন সবার জন্যই ভালো হবে। ইংরেজিতে কথা বলার জন্য তো গ্লোবাল সেকশন রয়েছে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Afnan on April 18, 2021, 06:59:24 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
বাংলা বোর্ডে আমরা সবাই বাংলাতে পোস্ট করার চেষ্টা করবো। মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকে ইংরেজিতে পোস্ট করছেন, কি দরকার আছে ভাই বাংলা বোর্ডকে ছোট করার। আপনি যদি মনে করেন যে বাংলা বোর্ডে গিয়ে ইংলিশ পোস্ট করে আপনার ওয়েট বাড়ানোর তাহলে সেটা ভূল। আপনি যদি সবার সামনে নিজেকে ভালো ভাবে তুলে ধরতে চান তাহলে টপিকস অনুযায়ী মানসম্মত বাংলা পোস্ট করুন।             
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Arifine on April 19, 2021, 02:47:45 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
বাংলা বোর্ডে  ইংরেজি লেখা একদমই ঠিক না কারণ বাংলা  আমাদের  মাতৃভাষা। এই ভাষাকে ১৯৭১ সালে অনেক কষ্ট  করে অর্জন করেছিলো।তাই আপাদেন কাছে অনুরদ করে বলছি যে আপনারা বাংলা বোর্ডে ইংরেজি  লিকবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Sasa on April 19, 2021, 05:23:29 PM
আমি কখনোই বাংলা বোর্ডে ইংরেজি টাইপ করে পোস্ট দেই না। বাংলা বোর্ডে শুদ্ধ বাংলা ভাষায় পোস্ট দেওয়ার চেষ্টা করি। অনেকে বিভিন্ন ভুল বানান গুলো লিখে, যা বুঝতে অনেক কষ্ট হয়। সব ইউজারদের সব বিষয়ে সতর্ক হওয়া উচিত।
আমরা যারা বাঙালি ভাই রয়েছি তাদের প্রত্যেকের উচিত অন্তত আমাদের এই বাংলা লোকাল বোর্ডে ইংরেজি লেখাা। বাংলা লেখার মাঝখানে মাঝখানে ইংরেজি শব্দগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা। সত্যি বলতে কি বাংলা লেখার মাঝে ইংরেজি শব্দগুলো ব্যবহার করলে লেখাগুলো পড়তে সেরকম ভালো লাগেনা। তাই আমরা সবসময় চেষ্টা করব শুদ্ধ বাংলা ভাষা ব্যবহার করা লেখার ক্ষেত্রে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Rifan Khan on May 04, 2021, 08:58:24 AM
আমরা বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকবে। আমরা বাংলাদেশ বোর্ডই শুধু বাংলা লিখব। আমরা কিছু কিছু রয়েছে যারা বাংলা বই এসে অনেক ভুল বানান গুলো লিখে, যা তাদের বুঝতে অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি মনে করব এসব ইউজারদের এসব বিষয়ে সচেতন থাকতে হবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Tanaka F3 on May 04, 2021, 11:30:11 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
অবশ্যই আমাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষা ঢুকানো এক প্রকার অন্যায় বলা চলে আমি নতুন হিসেবে সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলেই বাংলা ভাষাকে শ্রদ্ধা করুন এবং বাংলা ভাষা কে ভালবাসুন কারণ হচ্ছে আমাদের এই বাংলা ভাষা কঠিন কষ্টার্জিত ফল।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Jacksoon99 on May 04, 2021, 11:55:11 AM
আসলামুআলাইকুম আমি এই ফর্মে নতুন আমি দেখতে পাই যে অনেকেই বাংলা ফর্মে ইংরেজি পোস্ট করে তাদের বলছি তারা তো জানে যে ফর্মে ইংরেজি পোস্ট করার জায়গা আছে তাও কেন বাংল বোর্ডে ইংরেজি পোস্ট করে। তাদের অনুরোধ করছি আপনারা বাংলা বোর্ডে আর ইংরেজি পোস্ট করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Angel julian on May 04, 2021, 12:09:18 PM
আসসালামু আলাইকুম আমি এই ফোরামে লক্ষ করেছি আমাদের এই বাংলা ফর্মে অনেকে ইংরেজিতে ভাষা ইউজ করে। আমি মনে করি আমাদের এই বাংলা ফর্মে বাংলায় কথা বলা উচিত। তাহলে আমাদের বাংলাকে হয়তো সম্মান জানানো হইবে। আমি এই বিষয়টা খেয়াল করেছি এবং খুব খারাপ লেগেছিল যে অনেকে বাংলা ফর্মে ইংরেজিতে পোস্ট করে। বলছি আমাদের বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। বাংলা ফিল্ম এর মধ্যে ইংরেজি বলা বা ইংরেজিতে পোস্ট করা এক ধরনের অন্যায়। আমাদের সবাইকে এ বাংলা ফার্মের রুলস মেনে পোস্ট করা উচিত।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Roshid on May 04, 2021, 12:21:00 PM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
এই বিষয়ে আমাদের সকলেরই অবগত থাকা দরকার কারণ বাংলা ভাষায় ইংরেজি ভাষা ব্যবহার করাটা এক প্রকার অন্যায় এর মধ্যে পড়ে তাই আমি নতুন হিসেবে সকল ভাইদের কাছে অনুরোধ রাখব সবাই মিলে আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধা করি বাংলা ভাষার মধ্যে ইংরেজি ভাষা ব্যবহার করলে তাহলে হজবরল হয়ে যায়।

ধন্যবাদ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Monir khan on May 04, 2021, 01:40:28 PM
আসসালামু আলাইকুম আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি যে আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট করে। আমি মনে করি যে আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে কথা বলা না বলাই উচিত। যারা আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে কথা বলে এটা আমাদের বাংলা ফোরাম এর রুলস এর মধ্যে পড়ে না। আমাদের এই বাংলা ফোরাম এর রুলস মেনে পোস্ট করতে হবে। আমি মনে করি যে আমাদের এই বাংলা ফর্মে আমাদের সবাইকে বাংলাতে পোস্ট করা উচিত। দয়া করে সবাই বাংলাতে পোস্ট করবেন তাতে সবার ভালো হবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Cz Rock on May 04, 2021, 04:36:44 PM
আসসালামু আলাইকুম আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করেছি যে আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট করে। আমি মনে করি যে আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে কথা বলা না বলাই উচিত। যারা আমাদের এই বাংলা ফোরামে ইংরেজিতে কথা বলে এটা আমাদের বাংলা ফোরাম এর রুলস এর মধ্যে পড়ে না। আমাদের এই বাংলা ফোরাম এর রুলস মেনে পোস্ট করতে হবে। আমি মনে করি যে আমাদের এই বাংলা ফর্মে আমাদের সবাইকে বাংলাতে পোস্ট করা উচিত। দয়া করে সবাই বাংলাতে পোস্ট করবেন তাতে সবার ভালো হবে।
সাম্প্রতিক যদি বাংলা ফোরাম এর লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাওয়া যাবে বাংলা ফোরামে কোন রকমের ইংরেজি পোস্ট হচ্ছে না।বাংলা ফোরামটি পূর্ণাঙ্গভাবে পর্যবেক্ষণ করুন। কয়েক মাস আগে বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট করা হতো যেখানে বাংলা ফোরাম এর সৌন্দর্য ভারসাম্য নষ্ট হয়ে যেত।বাংলা ফোরামে কোন রকমের ইংরেজি পোস্ট হচ্ছে না। তারপরে আমাদের সবাইকে সচেতন অবলম্বন করতে হবে। যাতে করে কেউ বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট না করে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Dilshan on May 10, 2021, 07:06:39 AM
সম্প্রতি দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাতৃভাষার বাংলা বোর্ডে ইংরেজি ভাষার চর্চা করছেন। এটা ঠিক না। এটা বড়ই বেমানান, এবং খুবি দৃষ্টিকটু। তাই তাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা ধানো হাটে ওল নামাবেন না পরিবেশ নষ্ট করবেন না। বাংলা বোর্ডে অবশ্যই বাংলায় লিখবেন।
আপনি ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বেশকিছু ইউজাররা বাংলা টপিক এর মধ্যে ইংরেজি ভাষাটা ঢুকিয়ে ফেলছে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা আর এটা বাংলা ফোরাম তাই আমার মনে হয় না বাংলা ফোরাম এর মধ্যে ইংরেজি লেখার কোনো দরকার আছে। এটা বাংলা ফোরাম তাই বাংলা ফোরামে বাংলা লেখা আমাদের উচিত ইংরেজি নয়। তাই সকল ইউজারদের কাছে আমার অনুরোধ বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Papusha20 on May 12, 2021, 08:08:33 AM
বাংলা বোর্ডে ইংরেজি লেখা আসলে ঠিক না। কারণ ইংরেজি লেখার জন্যই গ্লোবাল সেকশন রয়েছে সেখানে আপনি কি পোস্ট করুন। বাংলা বোর্ডে কেউ কখনো ইংরেজিতে পোস্ট করবেন না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Mayajal on May 12, 2021, 06:43:28 PM
বাংলা বোর্ড আমাদের জন্য সবচেয়ে ভাল একটি সাইট। কারণ এখানে আমরা মনের ভাষা খোলাখুলি ভাবে বলতে পারতেছি এখানে তো ইংলিশ পোস্ট দেওয়া উচিত না। কারণ ইংলিশ পোস্ট দেওয়ার জন্য গ্লোবাল সাইট রয়েছে সেখানে আপনারা ইংলিশে পোস্ট করবেন। এখানে যদি আপনারা ইংরেজিতে পোস্ট করেন তাহলে দুঃখজনক বিষয়। তাই আমার মতে বাংলা বোর্ডে ইংরেজীতে পোস্ট দেওয়া উচিত না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Rifan Khan on May 15, 2021, 11:18:33 PM
আমাদের বাংলা ফোরাম আমাদের জন্য অন্য একটি সাইট। আমাদের এই বাংলা ফোরামে আমরা অনেকেই ইংরেজিতে বাংলা ফোরামে এসে ইংরেজিতে পোস্ট করি। আমাদের বাংলা পড়া ইংলিশ ইংরেজিতে পোস্ট দাও কিন্তু উচিত না। তাই আমি বলব যে আপনারা বাংলা ফোরামে ইংরেজিতে পোস্ট না করে বাংলায় করেন। তাহলে আমাদের ফরাম আর উন্নতির দিকে যাবে।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Cleanerbd on May 18, 2021, 02:27:56 AM
অনেকেই রয়েছেন যে বাংলা বোর্ডে ইংলিশে পোস্ট করেন। তবে এটি করা থেকে সকলের বিরত থাকা উচিত।  তবে আমরা বাংলা বোর্ডে মাঝে মাঝে ইংলিশ শব্দ ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। তবে এখানে ফুল ইংলিশে লেখার কোনো মানে হয়না
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Cristian on May 18, 2021, 04:55:31 AM
হ্যাঁ, এতে ফোরামের নিয়ম অব্যাহত থাকবে😊
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: C 98 on May 18, 2021, 09:17:56 AM
আমরা যেহেতু ফোরামের সবাই বাঙালি তাই সবারই উচিত বাংলাতে পোস্ট করা। আমরা লক্ষ্য করে দেখব যে অনেকেই ইংরেজিতে পোস্ট করছে। এটা ঠিক না। সবারই উচিত বাংলায় পোস্ট করা। কারণ বাংলা বোর্ড আমাদের সকলের জন্য উপযোগী একটি সাইট।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Crypto Banglu on May 19, 2021, 11:17:40 AM
অনেক শ্রম আর ত্যাগ শিকার করে আমরা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলাকে পেয়েছি। আর ক্রিপ্টো জগতেও আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য একটি বাংলা বোর্ড পোয়েছি এটা আনন্দের বিষয়। এখানে আমরা সবসময় বাংলা ভাষায় কথা বলবো। এখানে কেনো অন্য ভাষা ব্যাবহ্রত হবে। আশা করি এর পর থেকে সবাই এখানে আমাদের প্রিয় মাতৃভাষা বাংলাতেই কথা বলবেন।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: cryptosp50 on May 26, 2021, 03:45:49 PM
আমি আপনার সাথে সম্পূর্ণ সহমত বিশেষ করে আমাদের এই সেকশনটি খোলা হয়েছে আমাদের বাংলা ভাষাকে এই ফোরামে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য এবং আমরা সকলে যাতে আমাদের নিজেদের ভাষায় আলোচনা করতে পারে এখানে ইংরেজি ব্যবহার করা মোটেও যুক্তিক নয় আমাদের সবার উচিত আমাদের ভাষার প্রতি সম্মান রেখে বাংলা ভাষাতে বিভিন্ন ট্রাফিক এ একে অন্যকে সহযোগিতা করা
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Fariwala on May 26, 2021, 06:41:11 PM
বাংলা বোর্ডকে আরও উন্নতির শিখরে পৌঁছে দিতে আমরা এই বোর্ডকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করব এবং এখানে পোস্ট করব যাতে করে সবাই পোস্ট এর কোয়ালিটি উন্নত করতে পারি এজন্য আমাদের প্রতিনিয়ত কাজ করে যেতে হবে বাংলা বোর্ডকে আমরা এক নাম্বার বডি পরিনত করব এই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে সেক্ষেত্রে ফোরামের মধ্যে বাংলা বোর্ডে আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পোস্ট করব সুন্দরভাবে যেন নজরকাড়া সুদর্শন দেখা যায় আমাদের এই বাংলা বোর্ড এ যেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাব
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: RSRS on May 28, 2021, 12:12:29 PM
আপনি ঠিকই বলেছেন বাংলা বোর্ডে ইংরেজিটা বড়ই বেমানান। আমরা আমাদের মাতৃভাষা বাংলা ব্যবহার করলে এতে বোর্ডের সৌন্দর্য ভালো থাকে এবং সবার পক্ষে বোঝাও অনেকটাই সহজও হয়। তাই আমাদের সকলের দায়িত্ব বাংলায় পোস্ট করা।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: AIam333 on May 28, 2021, 05:25:51 PM
আমরা এই কাজটা কখনোই ভুল করবোনা। আমরা বাংলা ফোরামে ইংরেজিতে লিখব না। বাংলা ফোরামে শুধু বাংলায় লিখব। তাহলে আমাদের  অনেক ভালো হবে। আমার এটা মনে হয়।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Salman y90 on May 28, 2021, 06:19:50 PM
আমরা বাংলা বোর্ডে এসে ইংরেজি লেখা থেকে বিরত থাকব। কারণ বাংলা ফোরামে ইংলিশ লেখা নিষেধ। আমরা বাংলা ফোরামে সবাই ইংরেজি লেখা থেকে বিরত থাকব। বাংলা ফোরামে ইংরেজি লেখা নিষেধ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: AIam333 on June 03, 2021, 08:54:28 AM
আমরা অনেকেই রয়েছে যারা শুধু বাংলা ফোরামে এসে ইংরেজিতে লেখা জন্য লিখি।তো আমরা যেন বাংলা ফোরামে কখনো ইংরেজিতে কোন কমেন্ট না করি। কারণ বাংলা ফোরামে শুধু বাংলায় কমেন্ট করব।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Zero0 on June 03, 2021, 09:19:49 AM
ইংরেজিতে পোস্ট করার জন্য গ্লোবাল সেকশন রয়েছে তারপরও অযথা বাংলা বোর্ডে এসে নিজেকে ইংরেজিতে পারদর্শিতা প্রমান করার কি প্রয়োজন রয়েছে। যারা বাংলা বোর্ডে এসে ইংরেজি ওয়ার্ড ব্যাবহার করেন তারা সাবধান হয়ে যান। কারন আমাদের মোডারেটর ভাইয়েরা এখন অনেক সচেতন।
বাংলা বোর্ডে এসে নিজেকে ইংরেজিতে পারদর্শিতা প্রমান করার কোন প্রয়োজন নেই। বাংলা বোর্ডে বাংলা ভাষাই সৌন্দর্যপূর্ণ।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: AIam333 on June 03, 2021, 04:28:51 PM
আমরা বাংলা ফোরামে যে সকল ইউজার রয়েছি। তারা যেন বাংলা ফোরাম এ ইংরেজিতে পোস্ট না করে। যারা বাংলা ফোরামে এসে ইংরেজিতে ওয়ার্ড ব্যবহার করেন তারা সাবধান হয়ে যান। কারণ এটা করা কখনই ঠিক না।
Title: Re: বাংলা বোর্ডে ইংরেজি লেখা থেকে বিরত থাকুন।
Post by: Madmax789 on November 13, 2022, 05:06:30 PM
আপনি যুগ উপযোগী একটা টপিক তৈরি করেছেন। আসলে বর্তমানে প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে ইংরেজি বর্ণমালা দিয়ে বাংলা টপিক তৈরি করা হচ্ছে।
আমি এই বিষয়টা খেয়াল করেছি যা খুব খারাপ লাগছিল। সাধারণত নতুনরা এধরন ভুল করে থাকে ফোরাম এর নিয়মকানুন ঠিক মত না বুঝে।
তাই আমাদের সবার উচিত এইখানে মাতৃভাষা বাংলা তাই পোস্ট করার। আমি তাদেরকে অনুরোধ করে বলবো অযথা পরিবেশ নষ্ট করবেন না।