Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on November 26, 2020, 09:41:01 AM

Title: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Crypto_Somrat on November 26, 2020, 09:41:01 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Tamsialu$$ on November 26, 2020, 12:22:21 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp

আপনি যে পোস্টটি করেছেন এ সম্পর্কে আমি কিছুই জানতাম না। এ ধরনের পোস্ট করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Cristiano on November 26, 2020, 12:35:13 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করেছেন এবং এর ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে বলে দিয়েছেন।আমরা সবাই এ বিষয়ে অজানা ছিলাম এবং এখনও অনেকেই আছি আপনার পোস্টটি পড়ে আমরা সবাই জানতে পারবে বিষয়ে আর অজানা থাকবো না। অনেক ধন্যবাদ আপনাকে এ ধরনের তথ্যবহুল পোষ্ট করার জন্য পোস্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: XM8 on November 29, 2020, 06:40:48 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
যদি সব দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা ঘোষণা করে তাহলে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দেবে। কেননা তখন সবার লেনদেনের ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Jaya60 on December 01, 2020, 01:26:42 AM
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে এই পোস্টটি উপস্থাপনা করার কারণে
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: warhero on December 01, 2020, 02:17:39 AM
আমার কাছে মনে হয় কিট্টু কারেন্সি কখনোই কাগজের টাকা কে অদৃশ্য করতে পারবে না।কেননা কাগজের টাকা মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু অপর থেকে ক্রিপ্টোকারেন্সি মুদ্রার মূল্য পরিবর্তনশীল। কোন কিছু মূল্যায়ন করতে হলে অবশ্যই 1 নির্দিষ্ট পরিমাণ লাগে । আর কি প্রকারের সাথে সেটা নির্দিষ্ট নেই। কিন্তু এটা হতে পারে টাকার পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি তে মানুষের জনপ্রিয়তা এবং লেনদেন বৃদ্ধি হতে পারে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Herry on December 01, 2020, 02:39:51 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp

ভাই ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দিতে হলে 2050 সালের বেশি লেগে যেতে পারে আমার মনে হয় এই কাজটা পসিবল হতে অনেকটা সময় লেগে যাবে তবে এক সময় সারা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি সাড়া ফেলে দিবে তখন আর মানুষ কাগজের টাকা ব্যবহার করবে না
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Blue_sea on December 01, 2020, 05:06:08 AM
এটি কোন দিন হয়নি হবেও না।  হতে পারে টাকার সাথে আরও কিছু বিনিময মাধ্যম তবে সেখানে অবশ্যই টাকাই থাকবে মেইন এবং অন্যান্যরা থাকবে অপশোনাল হিসেবে। তাছাড়া ডিজিটাল ম্রাদ্রা কে কেউ প্রাধান্য দিতে চায় না। যে কোন দেশের সরকার। আমি যদি আমার বেক্তিগত মতামত দেই আমিও এর পক্ষে না। আমি চায় টাকা টাকার জায়গায় থাকুক। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হল যে আপনি কোন ডিজিটাল এসসেট কিনেছেন ধরেন বিটকয়েন কিনেছেন। আপনি কিছু দিন রেখে দিয়ে ভাললেন যে এখন একটি বড় এমাউন্ট দিয়ে কোন জিনিস কিনবেন। আপনি কোন সপিং মলে গিয়ে যখন কিনবেন তখন  দেখলেন যে আপনার ডিজিটাল এসসেটির দাম অনেক কমে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন? নির্দিষ্ট যদি কোন মান না থকে তাহলে তো কোন কিছুই ঠিকঠাক হবে না। 
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Ricky on December 01, 2020, 06:59:26 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
ধন্যবাদ ভাই সুন্দরভাবে বুঝিয়েছেন। এ সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনার পোস্ট থেকে মোটামুটি ভাল ধারনা পেলাম। ক্রিপ্টোকারেন্সি যদি সব দেশে বৈধ করে দেয় তখন হয়তো এটা সম্ভব হলেও হতে পারে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Token@ on December 01, 2020, 07:04:01 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
হ্যাঁ ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দেবে। ইতিমধ্যে আমেরিকার 40 হাজারের বেশি দোকানে ক্রিপ্টোকারেন্সি এর মাধ্যমে লেনদেন করা হয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: mahid on December 01, 2020, 07:19:23 AM
দিন যাচ্ছে মানুষের জীবন যাত্রার মান আপগ্রেড হচ্ছে। মানুষ এখন টাকার চেযে অনলাইন মানি বেশি ইউজ করছে আমরা দেখেছি যে করোনার প্রভাবে মানুষ টাকা কে তুচ্ছ করে অনলাইন মানিতে বিশ্বত্বতা অর্জন করেছে। আমি মনে করি এর কদর থাকবে তবে টাকা অদৃশ্য হবে না। এর মান সবসময় উপরেই থাকবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Magepai on December 05, 2020, 01:18:51 AM
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আসলে ধরনের পোস্ট থেকে অনেক কিছু শেখা যায়।বিশেষ করে ধরনের পোস্ট করলে জুনিয়ার মেম্বার কাকা অনেক উপকৃত হয়।

তারপরও আমরা যেহেতু বাংলাদেশি আমরা কিন্তু টাকাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Monster5 on December 05, 2020, 01:39:15 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
আমার মনে হয় আমি যদি সারা দেশে ক্রিপ্টোকারেন্সি স্বীকৃতি দেওয়া হয় তাহলে হয়তো কাগজের টাকা অদৃশ্য হয়ে যাবে। তাই ক্রিপ্টোকারেন্সি কে সারা বিশ্বেস্বীকৃতি দেওয়া হলে হয়তো কাগজের টাকা অদৃশ্য হয়ে যেতে পারে আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Jaya60 on December 15, 2020, 02:45:06 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp

আসলে আমরা দেখতে পাই যে সকল দেশ গুলি অনেক উন্নয়নশীল সে সকল দেশে বিটকয়েনের ব্যবহার চালু হয়েছে। বর্তমানে আবার আমরা জানি করণা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কে উঠেছে এবং সবথেকে বেশি করোনা ভাইরাস ছড়ায় টাকার মাধ্যমে। যে কারণে তারা টাকা ব্যবহার না করে ক্রিপ্টোকারেন্সি এগুলো ব্যবহার করছে।আমার বিশ্বাস অবশ্যই একদিন সব জায়গায় ক্রিপ্টোকারেন্সি এর ব্যবহার চালু হবে এবং টাকার প্রচলন আস্তে আস্তে কমে যাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Clearman on December 15, 2020, 02:49:04 AM
ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি উন্নত মানের প্রযুক্তি এখন বর্তমানে টাকা নিয়ে চলাচল করতে গেলে ছিনতাই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি যদি অনলাইনের মাধ্যমে টাকা নিয়ে সারা দিন ঘুরে বেড়ান তাহলে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কিন্তু ওপেনে বা খোলা ভাবে যদি আপনি টাকা নিয়ে ঘুরে বেড়ান তাহলে টাকার সম্পর্কে অনেকের লোভ জাগতে পারে এবং ছিনতাই হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তোবে টাকা অদৃশ্য হবে কিনা জানিনা কিন্তু কিপটে কারেন্সির ব্যবহার দিন দিন বাড়তেই থাকবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Kangaro45 on December 15, 2020, 04:37:09 AM
ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা কাগজের টাকা কে অদৃশ্য করে দেবে বা সরিয়ে দেবে তা এখনো সম্ভব নয়। ভবিষ্যতে এটা সম্ভব কিনা সন্দেহ রয়েছে।পৃথিবীর অনেক মানুষ এখনো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অজ্ঞ বা জ্ঞান রাখে না ।এটা কি জিনিস এটা দিয়ে কি করা হয় কিভাবে লেনদেন করা হয় তারা এখনো জানে না। আবার পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ক্রিপ্টোকারেন্সি কে এখনো বৈধতা দেয়নি তাই কাগজের মুদ্রা কে এখনও মার্কেট থেকে অদৃশ্য করার সম্ভাবনা নেই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: bmw1 on December 15, 2020, 05:30:49 AM
ক্রিপ্টো কারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য দেবে কিনা এটা বলা অসম্ভব কারণ ভবিষ্যতে ভার্চুয়ালিটি কারণে কাগজের মুদ্রা সরিয়ে দেওয়া । সম্ভব না
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: saidul2105 on December 15, 2020, 05:51:43 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
ভাই আমার মনে হয় না যে বিটকয়েন কখনো কাগজের টাকাকে অদৃশ্য করে দিতে পারবে।  কারন বিটকয়েন হলো একটা ভার্চুয়াল মুদ্রা যার নির্দিষ্ট  কোন মুল্য নেই। অন্য দিকে কাগজের টাকার একটি নির্দিষ্ট মূল্য আছে যার বিনিময়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছু ক্রয়-বিক্রয় বা সকল লেনদেন করে থাকি। তাই আমার মনে হয়, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির জগতে সকল কয়েনের রাজা হলেও পার্থিব জীবনে এর     কোন মুল্য বা ব্যবহার নেই যদি না এটা কাগজের  টাকায় রুপান্তরিত করা যায়।       
এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত।                                               
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Mahindra on December 15, 2020, 09:42:46 AM
আমি এই সম্পর্কে আগে খুব একটা ভালো জানতাম না কিন্তু আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম তাই আপনাকে ধন্যবাদ জানাই আপনি এই মূল্যবান পোষ্টটি করে অনেক কিছু আমাদের শিখিয়ে দিলেন আশা করি আরও ভাল ভাল পোস্ট করবেন ভাই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Trumpet on December 15, 2020, 09:43:23 AM
আমার কাছে যতটুকু মনে হয় বিটকয়েন কোনদিনও কাগজের টাকা দিয়ে অদৃশ্য করতে পারবে না।কারণ কাগজের টাকা আপনি যেকোন সময় যেকোন পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন কিন্তু বিটকয়েনের পক্ষে মনে হয় সেটা পসিবল না। তাই আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে তা সম্ভব নয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Sasa on December 15, 2020, 09:47:09 AM
হ্যাঁ ভাই আপনি অনেক সুন্দর একটি টপিক আমাদের মাঝে তুলে ধরেছেন ক্রিপ্টো মুদ্রা তৈরির পর থেকে এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে গেছে আমি মনে করি যে কাগজের টাকাকে যদি অদৃশ্য করে দিতে হয় তাহলে অনেকটা সময় লাগবে এই ক্রিপ্টো মুদ্রা গুলোর আমার মনে হয় কি ভাই 2050 সালের আগে এটা সম্ভব হবে না আর যে ক্রিপ্টো মুদ্রা সকল কাগজের টাকা কে অদৃশ্য করে দিবে
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Maxtel on December 15, 2020, 09:49:16 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ।আমার ধারণা খুব সহসাই কাগজের মুদ্রা কে সরিয়ে সর্বত্র ভার্চুয়াল মুদ্রা ব্যবহার সম্ভব নয়। যদিও দিন দিন ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে। এখনো অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়া হয়নি। এখনো পৃথিবীর বেশিরভাগ মানুষই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত নয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Jaya60 on December 20, 2020, 12:17:48 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ।আমার ধারণা খুব সহসাই কাগজের মুদ্রা কে সরিয়ে সর্বত্র ভার্চুয়াল মুদ্রা ব্যবহার সম্ভব নয়। যদিও দিন দিন ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ও জনপ্রিয়তা বাড়ছে। এখনো অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়া হয়নি। এখনো পৃথিবীর বেশিরভাগ মানুষই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অবগত নয়।
বিদেশি বিটকয়েনের বৈধতা এখন পর্যন্ত পায়নি সে সকল দেশে কিন্তু কাগজের মুদ্রা কে অক্ষমতা করা সম্ভব না। আবার যে দেশে বিটকয়েনের বৈধতা রয়েছে সে দেশেও কিন্তু দেখা যায় টাকা কে অদৃশ্য করবে না। টাকার প্রয়োজন সব জায়গাতেই রয়েছে।যে সমস্ত লোক ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে বেশিরভাগ লেনদেন তাদের মধ্যে হয়ে থাকে। বাংলা কথায় বলা যায় যে টাকা কে অদৃশ্য করা কখনোই সম্ভব নয়।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Irfan12@ on December 21, 2020, 06:22:47 AM
ভাই মানুষ যুগের সাথে সাথে মানুষের আচার-আচরণ জীবনধারা পরিবর্তনশীল যতই দিন যাবে ক্রিপ্টোকারেন্সি ততোই মানুষের মাঝে বিস্তার লাভ করবে বা মানুষের মধ্যে জায়গা সৃষ্টি করে নেবে আমরা যদি একটুও খেয়াল করি তাহলে দেখতে পারব যে যতই দিন যাচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি এর প্রতি মানুষের আগ্রহ বেড়ে যাচ্ছে তো ভাই আপনি বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দিবে হ্যাঁ এটা সম্ভব হবে তবে অনেক সময়ের দরকার কেননা এত দ্রুত এই বিষয়টা সম্ভব না
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Niloy on December 21, 2020, 06:36:44 AM
এটি কোন দিন হয়নি হবেও না।  হতে পারে টাকার সাথে আরও কিছু বিনিময মাধ্যম তবে সেখানে অবশ্যই টাকাই থাকবে মেইন এবং অন্যান্যরা থাকবে অপশোনাল হিসেবে। তাছাড়া ডিজিটাল ম্রাদ্রা কে কেউ প্রাধান্য দিতে চায় না। যে কোন দেশের সরকার। আমি যদি আমার বেক্তিগত মতামত দেই আমিও এর পক্ষে না। আমি চায় টাকা টাকার জায়গায় থাকুক। তাছাড়া সবচেয়ে বড় সমস্যা হল যে আপনি কোন ডিজিটাল এসসেট কিনেছেন ধরেন বিটকয়েন কিনেছেন। আপনি কিছু দিন রেখে দিয়ে ভাললেন যে এখন একটি বড় এমাউন্ট দিয়ে কোন জিনিস কিনবেন। আপনি কোন সপিং মলে গিয়ে যখন কিনবেন তখন  দেখলেন যে আপনার ডিজিটাল এসসেটির দাম অনেক কমে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন? নির্দিষ্ট যদি কোন মান না থকে তাহলে তো কোন কিছুই ঠিকঠাক হবে না।
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত। আমি টাকা কেই আমি বেশি প্রাধান্য দেই কারণ টাকা কে বাদ দিয়ে কিছু করা যায় না ।আমি যাই করি না কেন তাতে টাকার প্রয়োজন হয় ।তাই আমি টাকাকেই বিটকয়েন থেকে মূল্যবান সম্পদ মনে করি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Cz Rock on December 21, 2020, 08:30:54 AM
এইটা সম্ভব না, ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা অদৃশ্য করে দিতে পারবে না। কিন্তু ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হবে। বর্তমান সময়ে অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি অবৈধ হিসেবে ঘোষণা করেছে। কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই বিটকয়েনের বৈধতা পাবে বাংলাদেশ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Cz Rock on December 21, 2020, 08:40:51 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
ভাই আমার মনে হয় না যে বিটকয়েন কখনো কাগজের টাকাকে অদৃশ্য করে দিতে পারবে।  কারন বিটকয়েন হলো একটা ভার্চুয়াল মুদ্রা যার নির্দিষ্ট  কোন মুল্য নেই। অন্য দিকে কাগজের টাকার একটি নির্দিষ্ট মূল্য আছে যার বিনিময়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছু ক্রয়-বিক্রয় বা সকল লেনদেন করে থাকি। তাই আমার মনে হয়, বিটকয়েন ক্রিপ্টোকারেন্সির জগতে সকল কয়েনের রাজা হলেও পার্থিব জীবনে এর     কোন মুল্য বা ব্যবহার নেই যদি না এটা কাগজের  টাকায় রুপান্তরিত করা যায়।       
এটা আমার একান্তই ব্যাক্তিগত মতামত।                                               
হ্যাঁ ভাই আপনে একটা মূল্যবান কমেন্ট করেছেন। ক্রিপ্টোকারেন্সি কখনোই কাগজের টাকা কে অদৃশ্য করে দিতে পারবে না। ক্রিপ্টোকারেন্সি ক্রেডিট কার্ডে ও ক্রেডিট কার্ডের ব্যবহার হবে। বাংলাদেশবর্তমানে ক্রিপ্টোকারেন্সি বৈধতার নেই কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই ক্রিপ্টোকারেন্সি বৈধতা হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Bad leyar on December 21, 2020, 09:36:04 AM
অসাধারন একটি পোস্ট করেছেন ভাই আসলে আমি ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে ভবিষ্যতে অদৃশ্য করে দেবে এটা সম্পর্কে আমি কখনো জানতাম না এবং শুনিনি কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Tunir Baap on December 22, 2020, 04:39:41 PM
আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে বিটকয়েন কোনদিনও কাগজের টাকা কে অদৃশ্য করতে পারবে না। কেননা আপনি হয়ত নিজেই একটা ব্যাপার আন্দাজ করলে বুঝতে পারবেন যে আমাদের দৈনন্দিন জীবনে কাগজের টাকার মূল্য কতটা।বিটকয়েন যদি সরকারিভাবে অনুমোদন করে তারপরেও কাগজের টাকার দরকার আছে কেননা কাগজের টাকা দিয়ে আপনি যেকোন যায়গায় যেকোন সময় যেকোন ধরনের কাজ করতে পারেন যা ক্রিপ্টোকারেন্সি দিয়ে পসিবল না
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Markuri33 on December 27, 2020, 01:03:02 AM
ক্রিপ্টোকারেন্সি অনেক দেশেই তারা মূল মুদ্রা মনে করছে এবং সকল কাজে ব্যবহার করছে।কিন্তু সারা পৃথিবীতে কিন্তু কি প্রকারের ব্যবহার নেই যে দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার হয়ে থাকে সে দেশগুলো কিন্তু বেশ উন্নয়নশীল। এবং কিছু কিছু দেশে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বৈধতা হতে চলছে তারপরেও যতই ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করা হয়ে থাকুক না কেন কাগজের টাকা থাকবেই সারা জীবন।ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন হয়ে থাকবে এবং কাগজের টাকার মাধ্যমে লেনদেন হবে কিন্তু কাগজের টাকা কে কখনোই অদৃশ্য করা সম্ভব না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Papusha20 on December 27, 2020, 01:48:00 AM
ক্রিপ্টোকারেন্সি কোনদিনও কাগজের টাকা কি অদৃশ্য করতে পারবে না কিন্তু কাগজের টাকা বহন করা একটু রিক্স হয়ে যায়। কিন্তু ক্রিপ্টোকারেন্সি লাখ লাখ টাকা নিয়ে ঘুরলেও কেউ কোনদিন জিজ্ঞেস করবে না কিন্তু খোলা ভাবে টাকা নিয়ে চলাফেরা একটু মুশকিল। এদিক দিয়ে ক্রিপ্টোকারেন্সি অনেক সুবিধা যে যাচ্ছে
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Rony on December 27, 2020, 02:18:13 AM
ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দিতে পারবেনা। কারণ ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল মুদ্রা। এই ভার্চুয়াল মুদ্রা সকল দেশের জন্যই এক। কিন্তু সকল দেশের নির্দিষ্ট কিছু মুদ্রা আছে যা নিজ নিজ দেশের জন্যই তৈরি। তাই এটাই বলা যায় ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা দিতে পারবেনা কিন্তু ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ক্রিপ্টোকারেন্সি ব্যবহার থাকবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Lovepro Max on December 27, 2020, 04:13:50 AM
ভাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে যে হারে ক্রিপ্টোকারেন্সি প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে তো অনায়াসে বলা যায় যে একসময় ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে যতই দিন যাচ্ছে মানুষ এই ক্রিপ্টোকারেন্সি প্রতি আগ্রহী হয়ে উঠছে এই ব্যাপারটা সম্ভব করতে অনেক সময় কেন এখনো কাজেই এত দ্রুত সম্ভব হতে পারে না হ্যাঁ আমার মনে হয় 2050 থেকে ষাট সালের মধ্যে এটা হলেও হতে পারে
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Mahindra on December 27, 2020, 04:50:11 AM
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন ভাই আপনার টপিকটি পড়ে অনেক ভালো লাগলো আসলে আমারও তাই মনে হয় বর্তমানে বিটকয়েনের দাম যে হারে বাড়ছে তাতে মনে হয় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কয়েনে কাগজের টাকা কি অবশ্যই অদৃশ্য করে দিবে এটা আমরা ভবিষ্যতে আশা করতে পারি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Angel jara on January 03, 2021, 03:44:17 PM
ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কি অদৃশ্য করে দিতে পারবে না। প্রতিটি দেশের নির্দিষ্ট মুদ্রা আছে যা অন্য দেশে ব্যবহার হয়। কিন্তু ক্রিপ্টোকারেন্সি সারা বিশ্বের জন্য এক যা নিজ নিজ দেশকে নিজের মতো ভাবে তুলে ধরতে পারবে। ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা অদৃশ্য করতে পারবে না কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর ব্যবহার থাকবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Princeraju on January 04, 2021, 04:05:56 PM
বিটকয়েন কাগজের মুদ্রা কে অদৃশ্য করে দেবে না। বিটকয়েন এর ভার্চুয়াল লেনদেন বৃদ্ধি পাবে। বিটকয়েন সারা পৃথিবীব্যাপী আরো বেশি জনপ্রিয় হবে। তবে কাগজের মুদ্রা বাংলাদেশ থাকবে। প্রত্যেকটা দেশের লোকাল কারেন্সি থাকবে। কারণ কিছু প্রোডাক্ট বিনিময়ের জন্য লোকাল টাকার ব্যবহার করা হবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Milon626 on January 04, 2021, 05:06:16 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
কাগজের টাকাকে অদৃশ্য করে দেওয়া একেবারেই অসম্ভব।  বিটকয়েন যতই ভালো অবস্থানে যাক না কেনো কাগজের টাকাকে  অদৃশ্য করতে পারবেনা।  কারণ ক্রিপ্টোতেই বিটকয়েনের রাজত্ব, আর বাস্তবে কাগজের টাকার রাজত্ব।                     
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Blue_sea on January 04, 2021, 05:49:12 PM
ক্রিপ্টোকারেন্সি যত বড় পর্যায়েই যাক বা যতই এর ব্যাবহার বাড়ুক কখনই তা কাগজের টাকা কে অদৃশ্য করতে পারবে না। কাগজের টাকা থাকবেই। আজ আমরা দেখছি যে ব্যাংকে মানুষ এখন অনেক আপডেট হয়েছে তারা বিভিন্ন পন্য কেনার জন্য ডিজিটাল কারেন্সি ব্যাবহার করছে তাতে কিন্তু টাকার অবস্থান ঠিকই আছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Goldlife on January 05, 2021, 04:15:15 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
এটা এখনো ঠিক ভাবে বলা যাবে না কারণ বাংলাদেশে বিটকয়েন এখনো অবৈধ বাংলাদেশের যখনই বিটকয়েন বৈধ করা হবে তখনই বাংলাদেশ বিটকয়েন এর প্রচলনএখন বিটকয়েন এর ব্যবহার দিন দিন বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Kangaro45 on January 05, 2021, 04:25:34 PM
ক্রিপ্টোকারেন্সি সারা পৃথিবীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অনেক দেশে বিটকয়েনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা হচ্ছে কোথাও কোথাও বিটকয়েনের মাধ্যমে কেনাকাটা করা হচ্ছে কিন্তু সেসব দেশে কাগজের মুদ্রা কে লেনদেনের প্রধান মাধ্যম হিসেবে রাখা হয়েছে তাই মনে করি ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা কাগজের মুদ্রা  কে অদৃশ্য করে তার স্থান দখল করে নিতে পারবে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Azharul on February 16, 2021, 03:46:47 AM
ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কে অদৃশ্য করে দিতে পারবেনা। কারণ ক্রিপ্টোকারেন্সি হল একটি ভার্চুয়াল মুদ্রা।আমার মনে হয় ক্রিপ্টো খুব তাড়াতাড়ি অর্থনীতিতে প্রভাব বিস্তার করবে।কেননা অনেক দেশে বিটকয়েনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা হচ্ছে।ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা কাগজের মুদ্রা  কে অদৃশ্য করে তার স্থান দখল করে নিতে পারবে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Ogma on February 16, 2021, 04:10:12 AM
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে । এখন দেখার বিষয় কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকাকে অদৃশ্য করে দেয় ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Lovepro Max on February 16, 2021, 04:17:44 AM
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে । এখন দেখার বিষয় কিভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকাকে অদৃশ্য করে দেয় ।
হ্যাঁ আমরা হয়তো এক সময় আর কাগজের টাকা কে খুঁজে পাবো না কেননা দিনদিন ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা বেড়েই চলেছে। অনেক দেশে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে পণ্য ক্রয় করা যাচ্ছে। তবে এটা সম্ভব হতে অনেক সময় লাগতে পারে হয়তো একযুগ লাগবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Ronald on February 16, 2021, 05:33:29 AM
ক্রিপ্টোকারেন্সি বর্তমানে এমন পর্যায়ে চলে এসেছে যে এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন বিনিয়োগ শুরু করেছে। এখন দেখা যাচ্ছে যে কাগেজের চেয়ে এর চাহিদা তুলনামুলক ভাবে বেড়েই চলছে। তবে এটা অসম্ভব যে কাগজের টাকা কে অর্দশ্য করবে। তবে এটা বলা যায় যে এটি লেনদেনের একটি ভাল মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Malam90 on February 16, 2021, 06:32:05 AM
কাগজের টাকাকে উধাও করতে কিন্তু ক্রিপ্টোকারেন্সির জন্ম হয়নি। কাগজের টাকা উধাও হবেনা। ক্রিপ্টোকারেন্সি বরং দ্বিতীয় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতে পারে সে দেশে। যেমন আপনি এবং আমি চাইলেও বাংলাদেশের সব মানুষের কাছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার প্রবেশ করাতে পারবনা। হয়তো দিনে দিনে ব্যবহার বাড়াতে পারবো কারণ সাধারণ মানুষ ক্রিপ্টোর ব্যবহার করতে পারবেনা। তাই কাগজের মুদ্রা থাকবে পাশাপাশি ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বাড়তে পারে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: iRan Chy on February 16, 2021, 08:52:42 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
কৃপ্টো যতই পপুলার হোক কাগজী মুদ্রার জায়গা দখল করতে পারবেনা। কারণ, মানুষ যতই কৃপ্টোর প্রতি আগ্রহী হোকনা কেন তার সব সময় চোখ থাকে স্বদেশ ঘোষিত কাগজী মুদ্রার দিকে। আরেকটি কারণ হচ্ছে আপনি কোন কৃপ্টো মুদ্রার নিশ্চিত গ্যারান্টি দিতে পারবেননা যে এটি কাল থাকবে। কিন্তু কাগজের মুদ্রা সবসময়ই থাকবে। কৃপ্টো কৃপ্টোর জায়গায়। আর কাগজের মুদ্রা কাগজী মুদ্রার জায়গায়। সমতুল্য ভাবা উচিৎ না। আবার কৃপ্টোকে অন্ধভাবে বিশ্বাস করাও উচিৎ না।   
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Newron on February 16, 2021, 10:35:41 AM
ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা কি অদৃশ্য করতে পারবে না। প্রতিটি দেশের নির্দিষ্ট কিছু মুদ্রা আছে যা তৈরি করা হয়েছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সর্বজনীয় কোন নির্দিষ্ট দেশের জন্য তৈরি করা হয়নি। এটি কখনোই টাকা কি অদৃশ্য করতে পারবে না।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: AGM on February 16, 2021, 05:59:15 PM
কাগজের টাকা কে অদৃশ্য করা যাবে না তবে এটির ব্যাবহার সীমিত পরিসরে নিয়ে আসা যাবে। যে সব জায়গায় ডিজিটাল মুদ্রা ব্যবহার হয় না সে সব জায়গায় কাগজের মুদ্রা থেকেই যাবে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Mist Joya on February 16, 2021, 06:28:38 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
  ভাই আপনি যে পোস্টটি করেছেন তা অনেক মূল্যবান পোষ্ট প্রথমত আপনাকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি  তবে আমার মনে হয় ক্রিপ্টো মুদ্রা যত বেশি প্রচলন হবে তত আমাদের জন্য ভালো  যদিও  কাগজের টাকার মূল্য একেবারে শেষ হবেনা  আর যদি শেষ হয় সেটা অনেক দেরিতে ।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: ExtraPoint on February 17, 2021, 08:42:06 AM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
আমাদের বাংলাদেশে কিন্তু এখনো ক্রিপ্টোকারেন্সি বৈধ হয়নি। অন্যান্য দেশে বৈধ হলেও সেই দেশে কিন্তু কাগজের টাকা উধাও হয়নি। হয়তো ক্রিপ্টোকারেন্সি যেসব দেশে বৈধ সেসব দেশে দ্বিতীয় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতে পারে ‌‌। আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি কাগজের মুদ্রা কে উধাও করতে পারবে না বা উদাও করতে ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয়নি।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: bmw1 on February 17, 2021, 05:18:40 PM
বিটকয়েন আবিষ্কারের পর ক্রিপ্টোকারেন্সির প্রতি সবার আগ্রহ আকাশসম হয়ে যায়। অনেক প্রযুক্তিবিদ এবং অর্থনীতিবিদ বলছেন, ইন্টারনেট যেমন মিডিয়া জগতে একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে, ঠিক তেমনি অর্থশাস্ত্র এবং অর্থনীতিতে ক্রিপ্টোকারেন্সি বিপ্লব ঘটাতে যাচ্ছে। এর ব্যবহার এত সুদূরপ্রসারীভাবে হচ্ছে যে ভবিষ্যতে হয়তো কাগজের টাকার আর কোনো অস্তিত্বই থাকবে না। অন্তত গবেষণা সেটাই বলছে। এশিয়ান টাইমস থেকে জানা যায়, লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজের গবেষকরা একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। সেখানে তাদের এমনটাই দাবি। তাদের গবেষণাপত্র Cryptocurrencies: Overcoming Barriers to Trust and Adoption এ এমন সংবাদই উঠে এসেছে। তাদের এই গবেষণায় প্রকাশ পেয়েছে যে, কাগজের টাকা যে ধরনের কাজ করে থাকে, ক্রিপ্টোকারেন্সি নিজেও সেই ধরনের কাজ করতে সক্ষম।
যেভাবে বিভিন্ন দেশে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা বাড়ছে তাতে করে আগামী এক যুগের মধ্যে হয়তো টাকার অস্তিত্ব আমরা আর না-ও দেখতে পারি। নতুন এই লেনদেনের মাধ্যমকে উন্নত দেশ সাদরে স্বাগত জানিয়েছে। এরকমটি হলে কেনাকাটা, জমি এবং সম্পদ বণ্টন ও জমা পদ্ধতি, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাপক পরিবর্তন আসবে সে বিষয়ে সন্দেহ নেই। এখন বাকিটা দেখার বিষয় যে কীভাবে ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকার পুরোটা অংশ দখল করে নেয়।
Source Link: https://roar.media/bangla/main/world-news/will-cryptocurrency-make-paper-note-disappear/amp
আপনাকে অনেক ধন্যবাদ এ সম্পর্কে আমার তেমন কেউ ছিলনা পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম এবং পোস্টটি অনেক সুন্দর হয়েছে।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: AlviNess on February 21, 2021, 04:51:08 PM
আমার কাছে এটা মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি কোনদিন কাগজের টাকা কি অদৃশ্য করতে পারবে। কারণ কাগজের টাকা ব্যবহার খুবই সহজলভ্য একটি বিষয় এবং সব জায়গায় কাগজে টাকার মাধ্যমে লেনদেন করা যায় কিন্তু বিটকয়েনের মাধ্যমে এত সহজেই লেনদেন পসিবল না।তাই বিটকয়েন হয়তো যখন জনপ্রিয়তা লাভ করবে তখন কাগজের টাকার পাশাপাশি বিটকয়েনের মাধ্যমে লেনদেন করা হবে। কিন্তু কাগজের টাকার অস্তিত্ব কোনদিন শেষ হবেনা।
Title: Re: ক্রিপ্টোকারেন্সি কি কাগজের টাকাকে অদৃশ্য করে দেবে?
Post by: Tubelight on March 22, 2021, 05:47:22 AM
আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন কোনদিন কাগজের টাকা কে অদৃশ্য করতে পারবে। কারণ কাগজের টাকার মূল্য সব সময় বেশি।যেকোনো জায়গায় কাগজের টাকার মাধ্যমে লেনদেন করা গেলেও ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করা অসম্ভব।