Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Halkpro on November 26, 2020, 10:55:53 AM
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
-
বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল দু-একদিনের মধ্যেবিটকয়েনের দাম 20,000 ডলার ছাড়িয়ে যাবে কিন্তু সেটা না হয় বর্তমানে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে তাতে চার্ট অনুযায়ী বলতে গেলে যেটা সেটা হল বিটকয়েনের দাম 15000 দলের অবস্থান করতে পারে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
আসলে আমি এই ফোরামে নতুন। আমি আসলে সঠিকভাবে বলতে পারলাম না যে বিটকয়েনের দাম কমবে না বাড়বে।
-
বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল দু-একদিনের মধ্যেবিটকয়েনের দাম 20,000 ডলার ছাড়িয়ে যাবে কিন্তু সেটা না হয় বর্তমানে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে তাতে চার্ট অনুযায়ী বলতে গেলে যেটা সেটা হল বিটকয়েনের দাম 15000 দলের অবস্থান করতে পারে।
হ্যাঁ ভাই আমি আপনার পোস্টটি পড়ে আসলে পুরোপুরি বুঝতে পারলাম। আবারো বিটকয়েনের দাম যে হারে কমে যাচ্ছে আমি মনে করি 15000 ডলার অবস্থান করতে পারে।
-
বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল দু-একদিনের মধ্যেবিটকয়েনের দাম 20,000 ডলার ছাড়িয়ে যাবে কিন্তু সেটা না হয় বর্তমানে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে তাতে চার্ট অনুযায়ী বলতে গেলে যেটা সেটা হল বিটকয়েনের দাম 15000 দলের অবস্থান করতে পারে।
হ্যাঁ ভাই আমি আপনার পোস্টটি পড়ে আসলে পুরোপুরি বুঝতে পারলাম। আবারো বিটকয়েনের দাম যে হারে কমে যাচ্ছে আমি মনে করি 15000 ডলার অবস্থান করতে পারে।
ভাই এটা বোঝার বিষয় না এটা হলো এনালাইজ করার বিষয়। আপনি হয়তো ভালোভাবে জানেই না যে বিটকয়েন কি এটা দিয়ে আসলে কি হয়। তাই বলবো দয়া করে আবলতাবল কোনো পোস্ট দিয়েন না। তা হলে - কারমা খেতে পারেন। আপনি যে বিষয়য়ের উপর কমেন্ট করবেন সেটা একটু বুজে তার পর মানসম্মত পোস্ট করেন কেউ আপনাকে কোনো কিছুই বলবে না। nostoman ভাই আজকে একটা পোস্ট দিয়েছে। যারা আজেবাজে পোস্ট করতেছে তাদের বিরুদ্ধে কঠোর হতে পারে তাই একটু বুজে পোস্ট বা কমেন্ট কইরেন।
-
হ্যাঁ ভাই আমার মনে হয় 20000 না হলেও 20 হাজারের কাছাকাছি যাবে তবে যেভাবে দাম বাড়তেছে অতি শীঘ্রই পৌঁছে যাবে ইনশাল্লাহ
-
ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস পুনরায় কমতে শুরু করেছে। আসলে মার্কেটের অবস্থা এখন কোন দিকে যায় কেউ বলতে পারবেনা।
-
অতীতের সিগনাল অনুযায়ী এই সময় টা দাম কমার সময়। কিন্তু সেই সময় টা দাম ভালোই বাড়ল আমি মনে করি দাম কমার সম্ভবনা অনেক বেশি এবং 15000 ডলারের নিচে আসবে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
বিটকয়েনের দাম দিন দিন কমে যাচ্ছে এতে ভয়ের কিছু নেই কারণ একটি কয়েন এর ধর্ম হল আপ ডাউন করা। সব সময় যদি দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে ওই কয়েনটি চলতে পারবে না।কারণ যারা ইনভেস্ট করে তাদের অনেক লসে পড়তে হবে।আজকের দাম কমলে আগামীকাল দাম বাড়তে পারে বলে আশা করা যায় আবার আরো কমতে পারে বলে আশা করা যায়।ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুবই কষ্টকর।
-
বিটকয়েনের দাম যে হারে বাড়তে যাচ্ছিল আমি বিশ্বাস করেছিলাম যে 2021 সালের মধ্যে বিটকয়েন প্রাইস প্রায় 27 হাজার ডলারে অবস্থান করবে। কিন্তু বর্তমানে বিটকয়েন প্রাইস আবারো কমে যাচ্ছে। ফোন কতটা নিচে নামবে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আবার প্রাইস বাড়তেও পারে।
-
বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল দু-একদিনের মধ্যেবিটকয়েনের দাম 20,000 ডলার ছাড়িয়ে যাবে কিন্তু সেটা না হয় বর্তমানে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে বর্তমানে যেভাবে বিটকয়েনের দাম কমতে শুরু করেছে তাতে চার্ট অনুযায়ী বলতে গেলে যেটা সেটা হল বিটকয়েনের দাম 15000 দলের অবস্থান করতে পারে।
আপনার সাথে আমি সহমত। যেভাবে আবারো বিটকয়েন প্রাইস কমে যাচ্ছে আমি মনে করি আবারও মনে হয় এর প্রায় 15 হাজার ডলার অবস্থান করবে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
আমি মনেকরি বিটকয়েনের মূল্য এখন কমছে এতে ভয়ের কোন কারন নেই। এটা ক্রিপ্টোকারেন্সির ধারাবাহিক ওঠা নামারই অংশ। কিছু দিন ধরে বিটকয়েনের দাম বাড়তেছিল এখন আরো কিছুটা কমতে পারে তবে আমি মনেকরি বিটকয়েনের মূল্য আবার দ্রুত ঘুরে দাড়াবে।
-
হ্যাঁ ভাই আমার মনে হয় যাবে13000 এর উপরে। বর্তমান একটু কম হলেও সামনের দিকে এগিয়ে যাবে কিছুদিন পরে
-
অতীতের সিগনাল অনুযায়ী এই সময় টা দাম কমার সময়। কিন্তু সেই সময় টা দাম ভালোই বাড়ল আমি মনে করি দাম কমার সম্ভবনা অনেক বেশি এবং 15000 ডলারের নিচে আসবে।
আপনি ঠিক বলেছেন প্রত্যেক বছর এই সময় অর্থাৎ প্রত্যেক বছরের শেষের দিকে দেখা গেছে বিটকয়েনের দাম কমতে থাকে কিন্তু এবার তার পুরোটাই উল্টো। এখন বছরের শেষ দিক কিন্তু বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী। বিটকয়েন যেভাবে পাম্প করতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল খুব দ্রুতই 19 হাজার ডলার অতিক্রম করে ফেলবে কিন্তু সেটা হয়নি 19 হাজার ডলারের কাছাকাছি গিয়ে আবার কমতে শুরু করেছে বিটকয়েনের দাম। তবে আশা করা যাচ্ছে বিটকয়েনের দাম খুব দ্রুতই আবার বাড়তে যাচ্ছে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
না ভাই আমি মনেকরি না যে বিটকয়েনের মূল্য আবার ১৩০০০$ বসবে। আমি মনেকরি বিটকয়েনের মূল্য কিছুটা কমবে কমে এটা ১৬০০০$ এ যেতে পারে। তারপর আবার ইউটারন করে আবার ২০০০০$ থেকে ২৫০০০$ এর দিকে যাবে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
আমার মনে হয় 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের মধ্যবর্তী সময়ে বিটকয়েনের দাম 20,000 ডলার অতিক্রম করবে। এ বিষয়ে আপনাদের মতামত কি।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
আমার মনে হয় 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের মধ্যবর্তী সময়ে বিটকয়েনের দাম 20,000 ডলার অতিক্রম করবে। এ বিষয়ে আপনাদের মতামত কি।
বিটকয়েন ইতিমধ্যে অনেক বৃদ্ধির মধ্যে আছে।বিটকয়েন এখন পর্যন্ত 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে 2020 সালের শেষের দিকে বিটকয়েন 22 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
-
বিটকয়েনের দাম যে হারে বাড়তে যাচ্ছিল আমি বিশ্বাস করেছিলাম যে 2021 সালের মধ্যে বিটকয়েন প্রাইস প্রায় 27 হাজার ডলারে অবস্থান করবে। কিন্তু বর্তমানে বিটকয়েন প্রাইস আবারো কমে যাচ্ছে। ফোন কতটা নিচে নামবে সেটাও বলা যাচ্ছে না। কিন্তু আবার প্রাইস বাড়তেও পারে।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন বিটকয়েনের প্রাইস কখন নামে কখন বাড়ে সেটা বলা যায় না তাই বলা যায় 2021 সালে দাম বাড়তে পারে ধন্যবাদ
-
বিটকয়েন স্থিতিশীল মুদ্রা না এইজন্য এর দামের পূর্বাভাস দেওয়া অনেকটা কঠিন। দাম বৃদ্ধি পেলেও কমে যেতে খুব বেশি সময় লাগে না. তবে বর্তমানে বিটকয়েন এ বিনিয়োগের চাহিদা যে হরে বৃদ্ধি পাচ্ছে আসা করা যাই 2021 সালের মধ্যে অনেকটা ওপরের দিকে যাবে।
-
বর্তমান সময়ে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আবারও হঠাৎ করে কিছুটা মার্কেট কমেছে বিটকয়েনের। যদিও কিছুটা কমেছে আমি বিশ্বাস করি 2020 সালের মধ্যেই আবারো সেটা পরিপূর্ণ হবে। অনেকেই বিটিসি হোল্ড করে রেখেছেন আমি মনে করি তাদের ভয়ের কোন কারণ নেই তারা এই 2020 সাল পর্যন্ত অপেক্ষা করুন। আমি মনে করি বিটকয়েনের প্রাইস আবারো অনেক বৃদ্ধি পাবে।
-
বিটকয়েন কি আবার ১৩০০০ হাজারে যাবে নাকি আবার ২০০০০ হাজারে যাবে। আমি এটা নিয়ে কখনো গ্রান্টি দেই না কিন্তু আমার মনে হয় এটা আবার দাম বাড়বে। সর্বশেষ আপডেট বিটকয়েন ১৬৮৯০$ ইথেরিয়াম ৪৯৩$
সবার মতামত আশা করছি।
আমার মনে হয় 2020 সালের শেষের দিকে অথবা 2021 সালের মধ্যবর্তী সময়ে বিটকয়েনের দাম 20,000 ডলার অতিক্রম করবে। এ বিষয়ে আপনাদের মতামত কি।
বিটকয়েনের প্রাইস আমার বিশ্বাস 2021 সালের মধ্যে 25 হাজার ডলার অতিক্রম করবে। এবং আপনি যদি লক্ষ্য করেন দেখবেন বিটকয়েনের প্রাইজ 2017 সাল কে কিন্তু ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু পুনরায় একটু বিটকয়েনের দাম কমেছে আমি মনে করি এটা বেশিদিন থাকতে পারবে না হঠাৎ করে আবার দেখা যাবে অনেকটাই বৃদ্ধি পাবে।
-
বিটকয়েন বাজার সম্পর্কে অনুমান করা খুব মুশকিল। কারণ বিটকয়েনের দাম আমরা অনেক উঠানামা করতে দেখি। বিটকয়েনের দাম গত কয়েক মাসের তুলনায় বর্তমানে ভালো। তবে ভবিষ্যতে ভালো হবে সেটাই আশা করা যায়। তবে নিচের দিকে নামে না।
-
ক্রিপ্টোকারেন্সি দে শুধু বিটকয়েন নয় অন্য সকল মুদ্রাগুলো কিন্তু স্থিতিশীল নয়।তাই দেখা যায় যখন-তখন মার্কেট কমে যায় আবার বেড়ে যায়। বিটকয়েনের প্রাইস যদিও নিম্নে নেমে যায় তাহলে 17 হাজার ডলারে নামতে পারে। তারপর আমি মনে করি 2021 এর প্রথম দিকে বিটকয়েনের প্রাইস 20,000 ডলার হবে ইনশাল্লাহ।
-
বিটকয়েনের প্রাইস শুধু 13 হাজার ডলারের নিচে না আরো নিচে নামতে পারে সেটা আসলে কেউ অনুমান করলেও হয়তো সঠিক হবে না।কিন্তু বিটকয়েনের প্রাইস আর হয়তো কমবে না এখন যে প্রাইজটা আছে 2020 সালের তো প্রায় শেষের দিকে এই কয়েকদিনের মধ্যে আমি মনে করি আবার 19 হাজার ডলারে যাবে। এবং 2021 সালে হয়তো নতুন একটা হিস্ট্রি হতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জগতে।
-
বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছে কখনো হয়তো আর 13 হাজার ডলারের নিচে নামবে না। 13000 বললে ভুল হবে আসলে 20 হাজার ডলারের নিচে কখনোই আর নামবেই না। বিটকয়েন এর প্রাইস আমরা দেখতে পারবো 2021 সালের মধ্যে আরো কতটা পাম্প করেছে। বিটকয়েন এর বর্তমান প্রাইস দাঁড়িয়েছে 24 হাজার ডলারের মত।
-
বিটকয়েন প্রাইস বর্তমান 24 হাজার ডলারের কাছাকাছি এসে পৌঁছেছে আশা করা যায় এই কয়েকদিনের মধ্যে 25 হাজার ডলার ক্রস করবে এবং 2021 সালের দাম 30 হাজার ডলার ক্রস করে যাবি এটাই আমি মনে করি কেননা বিটকয়েনের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পেয়ে যাচ্ছে হয়তো এটি 2021 সালে আরো ভালো কিছু আশা করা যাবে ধন্যবাদ ভাই আপনি অসাধারন একটি পোস্ট করেছেন আপনাকে ধন্যবাদ জানাই।
-
বিটকয়েনের বর্তমান প্রাইস ২৩ হাজার ডলার যা ১৩ হাজার ডলারের অনেক উপরে। দিনদিন বিটকয়েনের দাম বেড়ে চলেছে। আশা করি বিটকয়েনের দাম 30 হাজার ডলারের উপরে চলে যাবে। বিটকয়েন কখনোই 13 হাজার ডলারে যাবেনা। আবার যেতে পারে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কি হবে কেউ বলতে পারে না। এটা অসম্ভব বলে কিছুই না।
-
আপনার প্রত্যাশার চেয়ে অনেক বেশি এখন বিটকয়েন এর মূল্য। বর্তমানে বিট কয়েনের মূল্য প্রায় 60 হাজার ডলারের কাছাকাছি। যেভাবে বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে খুব শিগ্রই হয়তো এক লাখ ডলার স্পর্শ করতে যাচ্ছে বিটকয়েন।