Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Hasan986 on November 27, 2020, 07:18:33 AM
-
(https://i.imgur.com/N3tIaKe.jpg)
হঠাৎ করে বিটিচি ২-৩ হাজার ডাম্প। দেখলাম কেও একজন একসাথে ৭০০-৮০০ মিলিয়ন সেল দিয়েছে। হয়তো ওই কারণে হতে পারে। বা অন্য কোন কারণে ও হতে পারে।
বিটিচি ভালো একটা সার্পোট পেয়েছে । গ্রীণ স্টিক ওপেন হয়েছে। ১৮২০০+ আশা করা যায়।
-
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি এনালাইসিস তুলে ধরেছেন আপনি।আপনি ঠিক বলেছেন একজন মানুষ যদি 700 থেকে 800 মিলিয়ন সেল দিয়ে থাকে তাহলে মার্কেট ডাম্প হবে না কেন।
-
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি এনালাইসিস তুলে ধরেছেন আপনি।আপনি ঠিক বলেছেন একজন মানুষ যদি 700 থেকে 800 মিলিয়ন সেল দিয়ে থাকে তাহলে মার্কেট ডাম্প হবে না কেন।
জি ভাই, সাথে আরো অনেক কারণ থাকতে পারে। যেমন পাম্প হওয়ার সময় প্রায় প্রতিদিন ই কোন না কোন গুড় নিউজ আসতেছিলো এমন। ডাম্প হওয়ার কারণ এটিও হতে পারে ↓
(https://i.imgur.com/zpALubE.jpg)
-
বিটকয়েন এর বর্তমান প্রাইস কিন্তু হাজার 900 হাজার ডলারের উপরে। বিটকয়েন এর প্রাইস সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট পজিশন দেখে। বর্তমানে দেখা যাচ্ছে 19 হাজার ডলারের কাছে যে প্রাইস অনেকটা আপডাউন করছে।
-
BTC এর প্রাইস আস্তে আস্তে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে।আমি দেখেছি যে 2017 সালের বিটকয়েনের প্রাইস যেটা হয়েছিল তার থেকে উপরে গিয়েছিল বিটকয়েন প্রাইস বর্তমানে। আমার বিশ্বাস যে 2021 সালের মধ্যে বিটকয়েন এর প্রাইস 25 হাজার ডলারের কাছাকাছি থাকবে।
-
বিটকয়েন এর বর্তমান প্রাইস কিন্তু হাজার 900 হাজার ডলারের উপরে। বিটকয়েন এর প্রাইস সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট পজিশন দেখে। বর্তমানে দেখা যাচ্ছে 19 হাজার ডলারের কাছে যে প্রাইস অনেকটা আপডাউন করছে।
হ্যাঁ ভাই মার্কেটের প্রজেকশন আমি সেটাই দেখতে পাচ্ছি। রাত করে দেখা যায় 19 হাজার ডলার উপরে গিয়েছে আবার দেখা যায় 19000 ডলারের কিছুটা নিম্নে রয়েছে। শুধু যে বিটকয়েন তা কিন্তু নয় ইতি নামের প্রাইস কিন্তু এরকম করছে।
-
বিটকয়েন এর বর্তমান প্রাইস কিন্তু হাজার 900 হাজার ডলারের উপরে। বিটকয়েন এর প্রাইস সামনে আরও বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি বর্তমান মার্কেট পজিশন দেখে। বর্তমানে দেখা যাচ্ছে 19 হাজার ডলারের কাছে যে প্রাইস অনেকটা আপডাউন করছে।
ভাই আপনি যে পোস্টটি করেছেন আসলে এর মধ্যে দেওয়া আছে 900 হাজার ডলার। আসলে কি লিখতে চেয়েছিলাম। আপনি পোস্টটি দেখে দয়া করে এডিট করুন। কিন্তু তারপর আবার বলে দিয়েছেন হাজার 19 হাজার ডলারে অবস্থান করছে।
-
BTC এনালাইসিস টা যে গ্রীন স্টকের মধ্যে দিয়েছেন সেটা কিন্তু অনেক ভাল হয়েছে।এবং আপনার জিনা লাইসেন্সটা করেছেন সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বর্তমান প্রাইস কিন্তু বিটকয়েনের 18 হাজার ডলারে অবস্থান করছে।
-
(https://i.imgur.com/N3tIaKe.jpg)
হঠাৎ করে বিটিচি ২-৩ হাজার ডাম্প। দেখলাম কেও একজন একসাথে ৭০০-৮০০ মিলিয়ন সেল দিয়েছে। হয়তো ওই কারণে হতে পারে। বা অন্য কোন কারণে ও হতে পারে।
বিটিচি ভালো একটা সার্পোট পেয়েছে । গ্রীণ স্টিক ওপেন হয়েছে। ১৮২০০+ আশা করা যায়।
খুব সুন্দর একটা এনালাইসিস তুলে ধরেছেন আপনি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিক বলেছেন ওয়েট করেন এখন 18500 ডলারের উপরে অবস্থান করছে।
আশা করা যায় বিটকয়েন এবার 20 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে কারণ বিটকয়েনের মুভমেন্ট এখন খুব ভালো লক্ষ করা যাচ্ছে।
-
আমরা দেখেছি বিটকয়েন মার্কেট আর উপরের দিকে উঠতে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম 19171 ডলার। তবে অনেকেই ধারণা করছেন 2020 সালের মধ্যে বিটকয়েনের দাম 20 হাজার ডলারের মধ্যেই অবস্থান করতে পারে।আমার মনে হয় 2020 বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
-
এখন বিটকয়েন এর প্রাইস 19200 ডলার এর মত। 2020 সাল প্রায় শেষ হতে চলেছে এসময় বিটকয়েনের প্রায় সর্বোচ্চ বাড়লে হয়তো 20,000 ডলার হবে। 2021 সালে অবশ্যই বিটকয়েন প্রাইস 25000 ডলার পার হবে।
-
আমরা দেখেছি বিটকয়েন মার্কেট আর উপরের দিকে উঠতে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম 19171 ডলার। তবে অনেকেই ধারণা করছেন 2020 সালের মধ্যে বিটকয়েনের দাম 20 হাজার ডলারের মধ্যেই অবস্থান করতে পারে।আমার মনে হয় 2020 বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
হ্যাঁ ভাই আপনি যে ধারণা গুলো করেছেন আপনার সাথে আমার হুবহু মিল আছে। আমি মনে করি2021 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 25000 ডলারেই যাবে এবং 25 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
-
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি এনালাইসিস তুলে ধরেছেন। এনালাইসিস সম্পর্কে যারা জানে তারা বুঝতে পারবে এ বিষয়ে সম্পর্কে। বিটকয়েন ইতোমধ্যে এনালাইসিস এর অনুযায়ী অনেকটাই দাম বৃদ্ধি করেছে। যেখানে 18200 হওয়ার কথা ছিল সেখানে বিটকয়েন 19 হাজার ছাড়িয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বিটকয়েন তাদের পুরনো রেকর্ড ভেঙে ফেলবে।আপনি এনালাইসিস গুলো ভালোভাবে তুলে ধরবেন তাহলে অনেক কিছু জানতে পারব আমরা।
-
(https://i.imgur.com/N3tIaKe.jpg)
হঠাৎ করে বিটিচি ২-৩ হাজার ডাম্প। দেখলাম কেও একজন একসাথে ৭০০-৮০০ মিলিয়ন সেল দিয়েছে। হয়তো ওই কারণে হতে পারে। বা অন্য কোন কারণে ও হতে পারে।
বিটিচি ভালো একটা সার্পোট পেয়েছে । গ্রীণ স্টিক ওপেন হয়েছে। ১৮২০০+ আশা করা যায়।
ধন্যবাদ ভাই অনেক গুরুত্বপূর্ণ এনালাইসিস তুলে ধরেছেন। আপনি ঠিক বলেছেন কোন একজন ব্যক্তি যদি একসাথে 700 থেকে 800 মিলিয়ন সেল করে থাকে তাহলে অবশ্যই কিছুটা দাম কমে যাওয়াটা স্বাভাবিক। তবে বর্তমানে বিটকয়েনের মুভমেন্ট খুব ভালো লক্ষ করা যাচ্ছে। আজকের মার্কেট অনুযায়ী বিটকয়েন 19190 ডলারের উপরে অবস্থান করছে। আশা করা যায় 2020 সাল থাকতেই 20 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে এই বিটকয়েন।
-
ভাই বিটকয়েনের দাম 18 হাজার ছাড়িয়ে গেছে তবে আজকে বিটকয়েনের দাম কিছুটা নিম্নমুখী আজকের দাম হচ্ছে হাজার হাজার 19160 ডলার তবে আশা করা যায় যে বিটকয়েনের দাম পরবর্তীতে আরো বৃদ্ধি পাবে আজকে বিটকয়েনের দাম কিছুটা কমলেও বিটকয়েন অতি তাড়াতাড়ি ইউটার্ন নিবে
-
(https://i.imgur.com/N3tIaKe.jpg)
হঠাৎ করে বিটিচি ২-৩ হাজার ডাম্প। দেখলাম কেও একজন একসাথে ৭০০-৮০০ মিলিয়ন সেল দিয়েছে। হয়তো ওই কারণে হতে পারে। বা অন্য কোন কারণে ও হতে পারে।
বিটিচি ভালো একটা সার্পোট পেয়েছে । গ্রীণ স্টিক ওপেন হয়েছে। ১৮২০০+ আশা করা যায়।
ভাই আপনি খুব সুন্দর একটা এনালাইসিস আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। আসলে বিটকয়েন বর্তমানে খুব ভালো একটা পজিশনে আছে। অনেক দিন যাবৎ বিটকয়েন ভাল রকমের পাম্প করতেছে যার ফলে এখন বিটকয়েন অনেকটা ভালো অবস্থানে এসে পড়েছে। আশা করি ২০২১ সালেও এই ধারা অব্যাহত থাকবে।
-
এই ফর্মে নতুন সংযুক্ত হওয়ার কারণে বিটিসি এলআইসিস 2020- 21 এর সম্পর্কে আমার কোন ধারণা নেই। যদি কোন সিনিয়র ভাই এই বিটিসি চার্ট এলআইসিস নিয়ে ভালো জ্ঞান থাকে তাহলে আমাকে একটু দয়া করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ, আমি এর সাহায্য পাব।
-
(https://i.imgur.com/N3tIaKe.jpg)
হঠাৎ করে বিটিচি ২-৩ হাজার ডাম্প। দেখলাম কেও একজন একসাথে ৭০০-৮০০ মিলিয়ন সেল দিয়েছে। হয়তো ওই কারণে হতে পারে। বা অন্য কোন কারণে ও হতে পারে।
বিটিচি ভালো একটা সার্পোট পেয়েছে । গ্রীণ স্টিক ওপেন হয়েছে। ১৮২০০+ আশা করা যায়।
ভাই আপনি খুব সুন্দর একটা এনালাইসিস আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। আসলে বিটকয়েন বর্তমানে খুব ভালো একটা পজিশনে আছে। অনেক দিন যাবৎ বিটকয়েন ভাল রকমের পাম্প করতেছে যার ফলে এখন বিটকয়েন অনেকটা ভালো অবস্থানে এসে পড়েছে। আশা করি ২০২১ সালেও এই ধারা অব্যাহত থাকবে।
ধন্যবাদ ভাই এমন একটি এনালাইসিস দেখানোর জন্য যা 2020 2021 এর বিটিসি উপস্থাপন করার জন্য। এমন একটি পোষ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতি আমার কৃতজ্ঞতা পেশ করার সুযোগ করে দিন। আশা করি আপনাদের মত সিনিয়র ভাইদের কাছ থেকে সারা জীবন সাহায্য পাব।
-
সিনিয়র ভাইদের কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য চার্টস গুলো অনেকটা সহায়তা করবে। কিন্তু অনেক সময় BTC চার্ট এনালাইসিস ২০২০-২০২১এগুলোর সঠিক পন্থা অবলম্বন করা কঠিন হয়ে পরে. মুদ্রা গুলোর দাম উঠা নামার কারণে দাম এক জায়গাতে স্থির থাকে না. উপরের চার্টস অনুযায়ী বিটকয়েন অনেক ভালো জায়গায় রয়েছে।
-
হতে পারে ভাই কারণ বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পাচ্ছিল তখন আমরা ফোরামে বিটকয়েনের দাম বাড়ার সম্পর্কে বিভিন্ন নিউজ দেখতে পারছিলাম এখন বিটকয়েনের দাম অনেকটাই কমে যাচ্ছে এর কারণ হিসেবে আপনি যে এনালাইসিস জাজ করেছেন সেটাও অন্যতম একটি কারণ হতে পারে বিটকয়েনের দাম কমার পেছনে।
-
আসলে কিছুদিন যাবত খেয়াল করছিলাম যে বিটকয়েনের দাম অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে কিন্তু আজকে আবার যখন বিটকয়েনের প্রাইস খেয়াল করলাম তখন দেখলাম বিটকয়েনের দাম অনেকটাই কমে গেছে বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে বিভিন্ন কারণগুলি উল্লেখ করেছিলেন এখন যেহেতু বিটকয়েনের দাম কমে যাচ্ছে সেহেতু আপনার এটাও অন্যতম একটি কারণ হতে পারে।
-
অনেকদিন যাবত বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছিল কিন্তু আজকের দাম দেখে বোঝা যাচ্ছে বিটকয়েনের দাম কমছে কিন্তু 2021 সালে দিকে দেখা যাবে বিটকয়েন এর দাম অনেক বৃদ্ধি পাবে কারণ কিছুদিন দাম কমলেও পরবর্তীতে তা আবার বাড়তে শুরু করে এসবে বোঝা যেতে পারে বিটকয়েনের দাম 2020 সালে চাইতে বেশি হবে।৷
-
আমরা দেখেছি বিটকয়েন মার্কেট আর উপরের দিকে উঠতে শুরু করেছে। বর্তমানে বিটকয়েনের দাম 19171 ডলার। তবে অনেকেই ধারণা করছেন 2020 সালের মধ্যে বিটকয়েনের দাম 20 হাজার ডলারের মধ্যেই অবস্থান করতে পারে।আমার মনে হয় 2020 বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই মার্কেটে বিটকয়েনের দাম বর্তমান প্রায় 24 হাজার এর কাছাকাছি উঠেছে আশা করা যায় 2020 সালের শেষ হবার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলারে পৌঁছাবে একটা আমরা বিটকয়েন এর অবস্থান দেখতে পারবো।