Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 27, 2020, 09:58:18 AM
-
বাংলাবোর্ডে সবাই একটিভ থেকে কমেন্ট করবেন সেটাকে স্বাগত জানাই। এজন্য আপনারা জুনিয়র,সিনিয়র যে যে র্যাংকেই থাকুন না কেন-সবাই চেষ্টা করেন বেশি বেশি টপিক তৈরি করা এবং সেই টপিকে আলোচনা করা। পুরানো টপিকে একেক জন ঘুরিয়ে ফিরিয়ে ৫-১০ বারও কমেন্ট করে যাচ্ছেন খেয়াল করলাম যা স্পষ্টতই স্পাম। বিটকয়েনটকে হলে সেগুলো ডিলিট করা হতো। স্পাম না করে অযথা পোস্ট না বাড়িয়ে নতুন নতুন টপিক তৈরি করে পোস্ট করতে থাকুন। এতে আপনার পোস্টও বাড়বে, স্পামও হবেনা। বলা যায়- এতে সাপও মরবেনা (স্পাম ও হবেনা) আবার লাঠিও ( স্পামার ট্যাগও পাবেন না ) ভাঙবেনা। সবার উপলব্ধি জরুরী।
-
বাংলাবোর্ডে সবাই একটিভ থেকে কমেন্ট করবেন সেটাকে স্বাগত জানাই। এজন্য আপনারা জুনিয়র,সিনিয়র যে যে র্যাংকেই থাকুন না কেন-সবাই চেষ্টা করেন বেশি বেশি টপিক তৈরি করা এবং সেই টপিকে আলোচনা করা। পুরানো টপিকে একেক জন ঘুরিয়ে ফিরিয়ে ৫-১০ বারও কমেন্ট করে যাচ্ছেন খেয়াল করলাম যা স্পষ্টতই স্পাম। বিটকয়েনটকে হলে সেগুলো ডিলিট করা হতো। স্পাম না করে অযথা পোস্ট না বাড়িয়ে নতুন নতুন টপিক তৈরি করে পোস্ট করতে থাকুন। এতে আপনার পোস্টও বাড়বে, স্পামও হবেনা। বলা যায়- এতে সাপও মরবেনা (স্পাম ও হবেনা) আবার লাঠিও ( স্পামার ট্যাগও পাবেন না ) ভাঙবেনা। সবার উপলব্ধি জরুরী।
ইতিমধ্যে বাংলা সেকশনে কিছুদিন যাবত দেখা যাচ্ছে স্পাম বেশি হচ্ছে পুরনো টপিক গুলো তে কমেন্ট পোস্ট বেশি হচ্ছে যার কারণে পুরনো টপিকঃগুলো আবার সামনে চলে আসছে। তাই সবাইকে সতর্ক করে দেয়া হচ্ছে পুরনো টপিক গুলো তে পোস্ট না করার জন্য। নতুন নতুন টপিক তৈরি করতে বলা হলো।আপনাকে অনেক ধন্যবাদ এত মূল্যবান একটি টপিক উপস্থাপনা করার জন্য।আমাদের সবারই উচিত নতুন নতুন টপিক তৈরি করা কিন্তু সবচেয়ে ভালো হয় সিনিয়র ভাই এগুলা যদি নতুন টপিক তৈরি করে। তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো।
-
সবাই অফটপিকে আলোচনা করে। তবে এখানে কিছু সিনিয়র রয়েছে। যাদের নতুন টপিক তৈরি করা উচিত বলে আমি মনে করি। বড়দের প্রতি আহ্বান থাকবে, আপনারা নতুন টপিক তৈরি করুন। নতুন টপিক তৈরির মাধ্যমে জুনিয়ার ইউজারদের বা নতুনদের শেখার সুযোগ করে দিন। আর আরেকটি কথা, অনেক ছোট rank এর অ্যাকাউন্ট থাকতে পারে, তাই বলে কেউ ভাববেন না, উনি সিনিয়র নন। অনেক পুরনো ইউজারের জুনিয়র সদস্যের অ্যাকাউন্ট থাকতে পারে। তাই কাউকে অসম্মান করবেন না।
-
সবাই অফটপিকে আলোচনা করে। তবে এখানে কিছু সিনিয়র রয়েছে। যাদের নতুন টপিক তৈরি করা উচিত বলে আমি মনে করি। বড়দের প্রতি আহ্বান থাকবে, আপনারা নতুন টপিক তৈরি করুন। নতুন টপিক তৈরির মাধ্যমে জুনিয়ার ইউজারদের বা নতুনদের শেখার সুযোগ করে দিন। আর আরেকটি কথা, অনেক ছোট rank এর অ্যাকাউন্ট থাকতে পারে, তাই বলে কেউ ভাববেন না, উনি সিনিয়র নন। অনেক পুরনো ইউজারের জুনিয়র সদস্যের অ্যাকাউন্ট থাকতে পারে। তাই কাউকে অসম্মান করবেন না।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমি আপনার সাথে একমত পোষন করলাম।সিনিয়র মেম্বার দের টপিক তৈরি করতে হবে কারণ জুনিয়র মেম্বার গুলা যদি টপিক তৈরি করে তাহলে কি নিয়ে টপিক তৈরি করছে সেটা বোঝা মুশকিল হয়ে যায়। আর জুনিয়ররা টপিকঃ তৈরি করলে কোন শিক্ষনীয় তা পাওয়া যাবে না বলে আশা করা যায়। আমি বলব সিনিয়র মেম্বার গুলো তবে তৈরি করুন তাহলে আপনাদের কাছ থেকে জুনিয়র মেম্বাররা অনেক কিছু শিখতে পারবে অজানা সব তথ্য জানতে পারবে। আর আপনি আরেকটি কথা ঠিক বলেছেন সেটা হলো অনেক সিনিয়র পারসন এর জুনিয়র আইডি থাকতে পারে তাই বলে তাকে অসম্মান করা যাবে না। আমাদের সবার উচিত ছোট বড় সবাইকে মেনে চলা সম্মান করে চলা ভালোবাসা দিয়ে চলা।
-
পুরানো টপিকে একেক জন ঘুরিয়ে ফিরিয়ে ৫-১০ বারও কমেন্ট করে যাচ্ছেন খেয়াল করলাম যা স্পষ্টতই স্পাম।
এই বিষয়টি অনেক আগে থেকে দেখতেছি, কিন্তু কাউকে পোষ্টের মাধ্যমে বলি নাই, কারণ ইতিমধ্যে আমার বিটকয়েনটকের একাউন্টের অনেক পোষ্ট রিপোর্টের মাধ্যমে ডিলিট করাইছে। তাই অন্যের উপকার করা এখন থেকে বন্ধ করেছি এবং শুধুমাত্র নতুন কোনো বিষয় জানানোর থাকলে পোষ্ট করবো। কারণ অনেক বাঙালি ব্যবহারকারী সামনের জন কি বলতে চাচ্ছে সেটি না বুঝে চড়াও হয়। তবে @Malam90 আপনার উদ্দ্যোগগুলো সবসময় সাধুবাদ জানাই।
-
চমৎকার একটা বিষয় নিয়ে খুব সুন্দর করে আলোচনা করেছেন। কারন এটা খুবি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মোট টপিকের পরিমাণ অত্যন্ত কম। যেখানে রাশিয়ান বোর্ডে টপিক ২০০০০ তার বিপরীতে আমাদের টপিক হল ৬৬০ টা। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সবার উচিত স্পামিং না করে, বেশি বেশি নতুম টপিক তৈরি করে ফোরামকে আরো প্রাঞ্জল করে তোলা। আসুন সবাই নতুন নতুন টপিক তৈরি করি। সিনিয়রদের আরো বেশি এগিয়ে আসতে হবে বলে আমি মনেকরি।
-
বাংলাবোর্ডে সবাই একটিভ থেকে কমেন্ট করবেন সেটাকে স্বাগত জানাই। এজন্য আপনারা জুনিয়র,সিনিয়র যে যে র্যাংকেই থাকুন না কেন-সবাই চেষ্টা করেন বেশি বেশি টপিক তৈরি করা এবং সেই টপিকে আলোচনা করা। পুরানো টপিকে একেক জন ঘুরিয়ে ফিরিয়ে ৫-১০ বারও কমেন্ট করে যাচ্ছেন খেয়াল করলাম যা স্পষ্টতই স্পাম। বিটকয়েনটকে হলে সেগুলো ডিলিট করা হতো। স্পাম না করে অযথা পোস্ট না বাড়িয়ে নতুন নতুন টপিক তৈরি করে পোস্ট করতে থাকুন। এতে আপনার পোস্টও বাড়বে, স্পামও হবেনা। বলা যায়- এতে সাপও মরবেনা (স্পাম ও হবেনা) আবার লাঠিও ( স্পামার ট্যাগও পাবেন না ) ভাঙবেনা। সবার উপলব্ধি জরুরী।
মালাম ভাই আপনি ঠিক পয়েন্ট ধরেছেন। আপনি সবসময় এই বাংলা বোর্ডের উপর নজর রাখেন বিশেষ করে আপনার এই আচরণটাই ভালো লাগে। আপনার অবশ্যই বাংলা বোর্ড এর উপর নজর রাখা উচিত। আপনি ঠিক পয়েন্ট ধরেছেন কিছুদিন ধরেই দেখা যাচ্ছে সবাই অফটপিকে আলোচনা করছেন যে টপিক গুলো অনেক পুরনো। আমি সবাইকে অনুরোধ করে বলব মালাম ভাই যেটা বলেছেন যে যে রেংকেই থাকেন না কেন আপনারা সবাই চেষ্টা করুন নতুন নতুন টপিক তৈরি করার। তাহলে জুনিয়র ভাইয়েরা কিছু শিখতে পারবে এবং তাদের পোস্ট করতে অসুবিধা হবে অন্যদিকে আমাদের বাংলা বউটাও এগিয়ে যাবে।
-
হ্যাঁ ভাই আপনার কথাটি ঠিক আছে। অবশ্যই আমাদের নতুন টপিক তৈরি করা প্রয়োজন তাহলে দেখা যাবে একই পোস্টের ভিতরে শতশত অ্যানসার আর হবেনা।এজন্য আসুন আমরা আলাপ না করে সবাই কিছু কিছু নতুন টপিক তৈরি করার চেষ্টা করি।