Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on November 28, 2020, 05:13:52 PM

Title: KYC Verified..!
Post by: Crypto_Somrat on November 28, 2020, 05:13:52 PM
KYC Verified কি সে সম্পর্কে ধারণা রয়েছে। এটা কিভাবে করে এবং কেন করে সে সম্পর্কেও ধারণা রয়েছে তবে অন্য সাইট গুলোর ক্ষেত্রে। কিন্তু এলার্ট কয়েনে KYC বলতে একটা বিষয় রয়েছে। আমাদের অনেক সিনিয়র ভাইদের আইডি খেয়াল করলে লক্ষ করা যায় তাদের আইডিতে KYC Verified লেখা। আমি এই অ্যালার্ট কয়েন আইডির ক্ষেত্রে KYC Verified এর সুফল সম্পর্কে জানতে চাচ্ছি। আর একটা প্রশ্ন যে কেউ কি চাইলেই তাদের আইডি  KYC Verified করে নিতে পারবে।
Title: Re: KYC Verified..!
Post by: Tamsialu$$ on November 28, 2020, 05:26:14 PM
KYC  verified কিভাবে করতে হয় আমি জানিনা। এই ফোরামের সিনিয়র ভাইরা যদি দয়া করে আমাদের হেল্প করেন তাহলে অনেক খুশি হতাম। আসলে বর্তমানে কেওয়াইসি করা যাবে কিনা।
Title: Re: KYC Verified..!
Post by: Psycho on November 28, 2020, 07:01:17 PM
KYC  verified কিভাবে করতে হয় আমি জানিনা। এই ফোরামের সিনিয়র ভাইরা যদি দয়া করে আমাদের হেল্প করেন তাহলে অনেক খুশি হতাম। আসলে বর্তমানে কেওয়াইসি করা যাবে কিনা।
KYC ভেরিফাইড করতে যা করতে হয় আমি যতটুক জানি যে ভোটার আইডি কার্ড এর ছবি লাগে সামনের পিক পিছনের পিক। আরেকটি আইডি কার্ডটি হাতে নিয়ে হাফ ছবি তুলতে হবে। তুলে এই ফোরামে জমা দিতে হবে। কিছু সিনিয়র ভাই আছে তারা অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলবে। আমি যতটুকু জানি ততটুকু এই বলছি।
Title: Re: KYC Verified..!
Post by: Runa on November 28, 2020, 09:42:37 PM
কেওয়াইসি ভেরিফাই সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নেই। তবে এইটুকু বলতে পারি যে এই কেওয়াইসি ভেরিফাই হলো আপনার আইডিটি সত্যায়িত করণ।
Title: Re: KYC Verified..!
Post by: warhero on November 28, 2020, 10:32:56 PM
কেওয়াইসি ভেরিফাই সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নেই। তবে এইটুকু বলতে পারি যে এই কেওয়াইসি ভেরিফাই হলো আপনার আইডিটি সত্যায়িত করণ।
হ্যাঁ ভাই আপনার কথাটির সাথে মোটামুটি আমিও কিছুটা মদ দিচ্ছি। কেওয়াইসি ভেরিফাই হলো আপনার আইডিটি আপনার কিনা সে সম্বন্ধে নিশ্চিত করন। এইচএস এর মাধ্যমে আপনার আইডিটি নিশ্চিত করন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।এতে ফোরাম কর্তৃপক্ষ বুঝতে পারে যে আইডিটির প্রকৃতপক্ষে মালিককে আর এটি কোন কম্পিউটার অপারেটর করছে কিনা।