Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on November 29, 2020, 09:41:15 AM

Title: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Cristiano on November 29, 2020, 09:41:15 AM
আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত আছি। কিন্তু জানিনা এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি?আমরা নিচে জেনে নেবো এর গুরুত্ব বিষয় সম্পর্কে:-

ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয়
আপনি যখন একটি সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-

১। আপনার ইমেল

২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।

এক এবং দুই পড়ার পরে হয়তো মনে করছেন এইটা আবার এমন কি আলাদা বিষয়? জি হ্যাঁ এইটা কোন আলাদা বিষয় না। তবে আসুন কিছু অবাক করা বিষয় গুলো জেনে নেই। যে বিষয় গুলো আপনি হয়তো গুরুত্বই দিয়ে থাকবেন না। যাইহোক, আলোচনাই ফিরে আসি।

৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।

৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।

৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।

৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো সেটাও নোট করে রাখবেন।

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।

৯। যদি সেই এক্সচেন্জে ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার সুবিধা দেওয়া থাকে তবে, কবে ট্রেডিং পাসওয়ার্ড একটিভ করলেন সেই তারিখ নোট করে রাখবেন।

১০। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।

১১। যদি ফিসিং ওয়ার্ড দেওয়ার সুবিধা থাকে তবে কি ওয়ার্ড দিলেন এবং সেই সার্ভিস কবে একটিভ করলেন সেটাও লিখে রাখবেন।

১২। মাঝে মাঝে ট্রেডিং হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৩। মাঝে মাঝে ডিপোজিট এবং উইথড্র হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৪। আপনার একাউন্টে কোন কোন টোকেন কি পরিমান আছে তা নোট করে রাখবেন। এর জন্য Blockfolio এ্যপসটি ব্যবহার করতে পারেন। বেশ কিছু সুবিধা একসাথে উপভোগ করতে পারবেন।

১৫। সর্বশেষ কিছু লগিন IP Address নোট করে রাখবেন। যদিও তা আপনার ইমেলে পেয়ে যাবার কথা।

১৬। সর্বপরি আপনার ইমেলের ব্যকাপ সুবিধা রাখা। এরজন্য আপনি আপনার ইমেলটি আরেকটি ইমেলে ফরওয়ার্ড করে রাখতে পারেন।

তো… উপরুক্ত এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয় গুলো কেউ অবহেলা করবেন না। আপনার অবহেলার কারন হিসেবে বড় ধরনের মূল্য চুকাতে হতে পারে। উপরুক্ত বিষয়গুলোতে আমারও কোন গুরুত্ব ছিলো না। কারণ আমি যখন ফরেক্স ট্রেডিং করতাম এই সব বিষয়গুলো নিয়ে কোন সময় গুরুত্ব সহকারে সামনেই আসে নি। কারন সেখানে 2FA এরতো কোন বালাই ছিলো না। তাছাড়া বিপদেও পড়তে হয়নি।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Magepai on December 12, 2020, 01:10:47 AM
ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ গুলি বিষয়ে আপনি যে কথাগুলো বলেছেন আমি মনে করে অবশ্যই সেগুলো করা উচিত।যারা সালের নতুন নেওয়ালের করবে তারা আসলে অনেকেই বুঝতে পারে না সেজন্য তাদের পাসওয়ার্ড এবং কি ইমেইল দিয়ে খুলেছে সেগুলো তারা মনে রাখে না। যে কারণে তারা এক্স এক্স গুলি ভিতরে ঢুকতে পারে না। তাই আমি মনে করি আপনি যে নির্দেশনাগুলো দিয়েছেন এগুলো ফলো করে লিখে রাখলে অবশ্যই আমি মনে করে অনেক বেটার হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Casual on December 12, 2020, 06:28:40 AM
এক্সচেঞ্জ গুলি করলে দেখা যায় অনেকেই সবকিছু ভুলে যায়। কি কি দিয়ে করেছিল কি কি পাসওয়ার্ড দিয়েছিলে সেগুলো কিছুই মনে থাকেনা। খুব সুন্দর একটি ইনফর্মেশন দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনার পরামর্শ সকলের কাছে অনেক ভালো লাগবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Markuri33 on December 12, 2020, 11:52:28 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জিনিস গুলো মনে করিয়ে দেবার জন্য।আমরা অনেকেই আছি অনেক গুরুত্বপূর্ণ জিনিস গুলো করি কিন্তু সেই পাসওয়ার্ড বা ইমেইল গুলো ভুলে যায়। তাই আমাদের সবারই উচিত যে এগুলো খাতায় সুন্দর করে নোট করে রাখার। যদিও কোনদিন ভুলে যায় তাহলে নোট খাতা থেকে যেন আমরা সেগুলো আবার ফিরে পেতে পারি।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Jaya60 on December 13, 2020, 01:24:23 AM
আমি এ ধরনের সমস্যায় অনেকবার পড়েছি।অনেক গুরুত্বপূর্ণ জিনিস গুলোর পাসওয়ার্ড হারিয়ে ফেলেছি আমি যদি সেগুলো নোটখাতা বানিয়ে রাখতাম আমার বিশ্বাস এগুলো কোনদিনও হারিয়ে ফেলতাম না। তাই আপনার কথা শুনে মনে হল আমার সেই পুরনো কথাগুলো। তাই আমি এখন থেকে যাই করি না কেন সেটা সাথে সাথে আমার ডায়েরি খাতায় লিখে রাখি। পরবর্তীতে জানি আর কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।তাই আপনারা সবাই সব বিষয়ে পাসওয়ার্ড গুলো আপনাদের গোপনীয় কোন জায়গায় রেখে দিতে পারেন।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Laxmi Sharma on December 13, 2020, 04:22:51 AM
আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত আছি। কিন্তু জানিনা এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি?আমরা নিচে জেনে নেবো এর গুরুত্ব বিষয় সম্পর্কে:-

ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয়
আপনি যখন একটি সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-

১। আপনার ইমেল

২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।

এক এবং দুই পড়ার পরে হয়তো মনে করছেন এইটা আবার এমন কি আলাদা বিষয়? জি হ্যাঁ এইটা কোন আলাদা বিষয় না। তবে আসুন কিছু অবাক করা বিষয় গুলো জেনে নেই। যে বিষয় গুলো আপনি হয়তো গুরুত্বই দিয়ে থাকবেন না। যাইহোক, আলোচনাই ফিরে আসি।

৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।

৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।

৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।

৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো সেটাও নোট করে রাখবেন।

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।

৯। যদি সেই এক্সচেন্জে ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার সুবিধা দেওয়া থাকে তবে, কবে ট্রেডিং পাসওয়ার্ড একটিভ করলেন সেই তারিখ নোট করে রাখবেন।

১০। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।

১১। যদি ফিসিং ওয়ার্ড দেওয়ার সুবিধা থাকে তবে কি ওয়ার্ড দিলেন এবং সেই সার্ভিস কবে একটিভ করলেন সেটাও লিখে রাখবেন।

১২। মাঝে মাঝে ট্রেডিং হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৩। মাঝে মাঝে ডিপোজিট এবং উইথড্র হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৪। আপনার একাউন্টে কোন কোন টোকেন কি পরিমান আছে তা নোট করে রাখবেন। এর জন্য Blockfolio এ্যপসটি ব্যবহার করতে পারেন। বেশ কিছু সুবিধা একসাথে উপভোগ করতে পারবেন।

১৫। সর্বশেষ কিছু লগিন IP Address নোট করে রাখবেন। যদিও তা আপনার ইমেলে পেয়ে যাবার কথা।

১৬। সর্বপরি আপনার ইমেলের ব্যকাপ সুবিধা রাখা। এরজন্য আপনি আপনার ইমেলটি আরেকটি ইমেলে ফরওয়ার্ড করে রাখতে পারেন।

তো… উপরুক্ত এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয় গুলো কেউ অবহেলা করবেন না। আপনার অবহেলার কারন হিসেবে বড় ধরনের মূল্য চুকাতে হতে পারে। উপরুক্ত বিষয়গুলোতে আমারও কোন গুরুত্ব ছিলো না। কারণ আমি যখন ফরেক্স ট্রেডিং করতাম এই সব বিষয়গুলো নিয়ে কোন সময় গুরুত্ব সহকারে সামনেই আসে নি। কারন সেখানে 2FA এরতো কোন বালাই ছিলো না। তাছাড়া বিপদেও পড়তে হয়নি।
একটা একাউন্ট করতে গেলে অবশ্যই সবকিছু সম্পর্কে জেনে একাউন্ট করাই উচিত না হলে পরে প্রবলেম ফেস করতে হতে পারে যা অনেক ঝামেলার বিষয়। আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। এতে আমাদের নিজেদের জন্যই ভালো হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Danishpower on December 13, 2020, 04:59:01 AM
আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি সাথে যুক্ত আছি। কিন্তু জানিনা এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি?আমরা নিচে জেনে নেবো এর গুরুত্ব বিষয় সম্পর্কে:-

ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয়
আপনি যখন একটি সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেন্জ সাইটে ট্রেড করার জন্য একাউন্ট খুলবেন তখন যে বিষয় গুলো নোট করে রাখবেন তা হচ্ছে:-

১। আপনার ইমেল

২। যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তা মনে রাখবেন।

এক এবং দুই পড়ার পরে হয়তো মনে করছেন এইটা আবার এমন কি আলাদা বিষয়? জি হ্যাঁ এইটা কোন আলাদা বিষয় না। তবে আসুন কিছু অবাক করা বিষয় গুলো জেনে নেই। যে বিষয় গুলো আপনি হয়তো গুরুত্বই দিয়ে থাকবেন না। যাইহোক, আলোচনাই ফিরে আসি।

৩। আপনি যেই তারিখ একাউন্ট খুলবেন সেই তারিখ নোট করে রাখবেন।

৪। একাউন্ট খুলার পরে একাউন্ট ভ্যারিফিকেশন করার জন্য ডকুমেন্ট সাবমিট করে থাকলে কি ধরনের ডকুমেন্ট দিলেন তা নোট করে রাখবেন।

৫। আপনি যেই তারিখ ডকুমেন্ট সাবমিট দিলেন তা নোট করে রাখবেন।

৬। আপনার ডকুমেন্ট তারা ভ্যারিফাই করলে, কোন তারিখ আপনার একাউন্ট ভ্যারিফাই করলো সেটাও নোট করে রাখবেন।

৭। একাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য 2FA একটিভ করতে চাইলে, 2FA একটিভ করার সময় যে ব্যাকআপ কোড আপনাকে দেখানো হবে, সেই কোডটিও নোট করে রাখবেন।

৮। আপনি যেই তারিখ 2FA একটিভ করে থাকবেন সেই তারিখও নোট করে রাখবেন।

৯। যদি সেই এক্সচেন্জে ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার সুবিধা দেওয়া থাকে তবে, কবে ট্রেডিং পাসওয়ার্ড একটিভ করলেন সেই তারিখ নোট করে রাখবেন।

১০। যদি কোন সময় 2FA ডিএকটিভ করে থাকেন তবে আবারও সেই তারিখও নোট করে রাখবেন।

১১। যদি ফিসিং ওয়ার্ড দেওয়ার সুবিধা থাকে তবে কি ওয়ার্ড দিলেন এবং সেই সার্ভিস কবে একটিভ করলেন সেটাও লিখে রাখবেন।

১২। মাঝে মাঝে ট্রেডিং হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৩। মাঝে মাঝে ডিপোজিট এবং উইথড্র হিস্টোরি স্ক্রিনশট নিয়ে রাখবেন।

১৪। আপনার একাউন্টে কোন কোন টোকেন কি পরিমান আছে তা নোট করে রাখবেন। এর জন্য Blockfolio এ্যপসটি ব্যবহার করতে পারেন। বেশ কিছু সুবিধা একসাথে উপভোগ করতে পারবেন।

১৫। সর্বশেষ কিছু লগিন IP Address নোট করে রাখবেন। যদিও তা আপনার ইমেলে পেয়ে যাবার কথা।

১৬। সর্বপরি আপনার ইমেলের ব্যকাপ সুবিধা রাখা। এরজন্য আপনি আপনার ইমেলটি আরেকটি ইমেলে ফরওয়ার্ড করে রাখতে পারেন।

তো… উপরুক্ত এক্সচেন্জ বিষয়ক গুরুত্বপূর্ন বিষয় গুলো কেউ অবহেলা করবেন না। আপনার অবহেলার কারন হিসেবে বড় ধরনের মূল্য চুকাতে হতে পারে। উপরুক্ত বিষয়গুলোতে আমারও কোন গুরুত্ব ছিলো না। কারণ আমি যখন ফরেক্স ট্রেডিং করতাম এই সব বিষয়গুলো নিয়ে কোন সময় গুরুত্ব সহকারে সামনেই আসে নি। কারন সেখানে 2FA এরতো কোন বালাই ছিলো না। তাছাড়া বিপদেও পড়তে হয়নি।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য।একটা একাউন্ট করতে গেলে অবশ্যই সবকিছু সম্পর্কে জেনে একাউন্ট করা উচিত না হলে পরে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আপনি যে বিষয়গুলোর কথা বলেছেন অবশ্যই আমাদের এই বিষয়গুলো মেনে চলা উচিত। এতে আমাদের নিজের জন্যই অনেক ভালো হবে ইনশাআল্লাহ।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Retina on December 13, 2020, 05:43:16 AM
ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয় নিয়ে আসলেও তেমন কিছু বলা জাচ্ছেনা কারন হচ্ছে অনেক এক্সচেঞ্জ আছে যারা অনেক কৌশলে মানুষের ডলার আটকায়ে রাখে, এবং ভেরিফাই করলেও তা উঠাতে দেয়না আর বিদ্যুৎ বিলের কপি নিজের নামে চাই যা সহজে কেউ দিতে পারেনা ।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Token@ on December 13, 2020, 05:49:50 AM
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য। আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি এর সাথে সংযুক্ত আছে। কিন্তু অনেক কিছুই আমরা জানি না। ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক আমরা জানি না। আপনার এই পোস্টটি পড়ে আমরা ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পেরেছি। যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি সংবাদ। বর্তমানে আমরা অনেকেই ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ এ একাউন্ট করে থাকি। কিন্তু অনেক সময় তার পাসওয়ার্ড ইমেইল গুলো ভুলে যাই। সবচেয়ে প্রয়োজনীয় হলো ইমেইল এবং পাসওয়ার্ড। আমাদের এগুলো নোটপ্যাড এ সেভ করে রাখতে হবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Review Master on December 13, 2020, 05:29:06 PM
ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয় নিয়ে আসলেও তেমন কিছু বলা জাচ্ছেনা কারন হচ্ছে অনেক এক্সচেঞ্জ আছে যারা অনেক কৌশলে মানুষের ডলার আটকায়ে রাখে, এবং ভেরিফাই করলেও তা উঠাতে দেয়না আর বিদ্যুৎ বিলের কপি নিজের নামে চাই যা সহজে কেউ দিতে পারেনা ।

এই বিষয়টি সত্য যে, অনেক এক্সচেঞ্জ রয়েছে যারা ভুয়া ট্রেডিং ভলিউম দেখায় এবং কয়েনমার্কেটক্যাপ ও কয়েনগিকোতে লিস্টও হয়ে থাকে। কিন্তু যখন কেউ নতুন এক্সচেঞ্জ ব্যবহার করতে যাবেন, তখন সবাই একটি কাজ করতে পারেন। আর সেটি হলো, এক্সচেঞ্জের সোশাল মিডিয়াগুলোতে দেখবেন যে কেউ স্ক্যাম কমেন্ট করছে কিনা কিংবা উইথড্র সমস্যা নিয়ে কমেন্ট করেছে কিনা। এইসব দেখার পরেই এক্সচেঞ্জটি ব্যবহার করলে, স্ক্যামের শিকার হওয়ার সম্ভাবনা কমে যাবে। আরো একটি বিষয় হলো, কেউ যদি বিদ্যুৎ বিলের কাজ জমা না দিতে পারলে, আপনারা যেকোনো সিম কেনার কাগজ কিংবা যেখানে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ব্যবহার করে যদি কোনো কিছু ক্রয় করে থাকেন এবং সেটির রিসিপ্ট কাগজ থাকে, সেটি ব্যবহার করতে পারবেন।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Tamsialu$$ on December 19, 2020, 05:05:57 PM
এক্স এক্স করলে সেগুলো কিভাবে সুরক্ষিত রাখা যায় এই নিয়ে আপনি যে পোস্ট করেছেন সেটি সত্যি আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি সকল ইউজারদের কাছে এটি ভালো লাগবে। দেখা যায় আমরা আসলে সব এক্সচেঞ্জ অথবা ওয়ালেট করি যেখানে আমরা পাসওয়ার্ড মনে রাখি না পরবর্তীতে ভুলে যাই। এই পোষ্ট পড়ার পর আসলে সবাই কিছুটা হলেও মনে রাখবে যে সেগুলো আমরা সুরক্ষিত স্থানে রাখি যাতে করে ভুলে গেলেও যেন বের করতে পারি।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Angel jara on December 19, 2020, 05:23:35 PM
বর্তমানে এই ফোরামের আমি নতুন সদস্য। ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। এই বিষয়ে আমি আপনাকে কোন সাহায্য করতে পারলাম না। আশা করি এই গ্রুপের সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করতে পারবে।
Title: Re: ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়।
Post by: Akhi600 on December 19, 2020, 06:19:50 PM
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছেন। আপনি এত সুন্দর ভাবে আলোচনা করেছেন আপনার কাছ থেকে জানতে পারলাম এই সম্পর্কে এবং এক্সচেঞ্জ সম্পর্কে ভালোভাবে জানতে পারলাম আমি মনে করি যারা নতুন আছেন তারা ভালভাবেই বুঝতে পারবে ধন্যবাদ জানাই আপনাকে