Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: warhero on December 01, 2020, 12:57:55 AM

Title: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: warhero on December 01, 2020, 12:57:55 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Jaya60 on December 01, 2020, 01:03:56 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: warhero on December 01, 2020, 01:11:09 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
আমার কাছে মনে হয় আপনি একটু বুঝতে ভুল করেছেন। আমি কিন্তু কোর্ট করার কথা বলিনি। আমি বলেছি কিভাবে লেখার ভেতরে লিংক দেব।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 01, 2020, 07:20:05 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
ভালো টপিক তৈরি করছেন ভাই। আমিও দেখেছি অনেকে ভাবে লেখার ভিতরে লিংক শেয়ার করে থাকেন। সেটা সত্যি কিভাবে করে জানার খুব আগ্রহ রয়েছে আশাকরি সিনিয়রভাইদের রিপ্লে থেকে জানতে পারবো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Herry on December 01, 2020, 07:33:04 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
হ্যাঁ ভাইয়া আমিও এ সম্পর্কে জানিনা আমার কোন অভিজ্ঞতা নেই এই সম্পর্কে আমিও কোনদিন লেখার ভিতরে কোন লিংক প্রবেশ করাইনি তাই এ সম্পর্কে আমার কোন জ্ঞান নাই আপনার এই পোস্ট দেখে আমার এই সম্পর্কে ধারণা আসবে কেননা অনেক সিনিয়র ভাই এখানে তাদের মূল্যবান মতামত জানাবেন এবং এ বিষয়ে অভিজ্ঞ সিনিয়র ভাই থাকলে জানাবেন সেখান থেকে আমাদের মত জুনিয়র যারা আছেন তারা অনেক উপকৃত হবে
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 01, 2020, 07:51:37 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
ভাই বুঝতে পারিনি। আপনি যদি স্ক্রিনশট দিয়ে একটু স্পষ্ট ভাবে বুঝিয়ে বলতেন তাহলে হয়তো বুঝতে পারতাম। আমার কাছে মনে হচ্ছে এটা সত্যিই অনেক কঠিন। আমি কি করবো বুঝতে পারছিনা। শেখার অনেক আগ্রহ রয়েছে। আপনার সময় থাকলে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে পোস্ট করলে অনেক উপকার হত।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: warhero on December 01, 2020, 08:49:03 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
আমি অনেকদিন আগে লেখার ভিতর কিভাবে লিংক দিতে হয় সেটা শিখেছিলাম। কোন চেষ্টা না থাকার কারনে সেটা ভুলে গেছি। আপনারা যদি চান তাহলে আমি আবার চেষ্টা করব এবং নতুন একটি পোস্ট করব। কিভাবে লেখার ভেতরে লিংক দিতে হয়। আপনাদের মতামত কামনা করছি।
আমি আপনার কাছে এই পোষ্ট সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি দয়া করে যত দ্রুত পারেন পোস্টটা করে সকলের মাঝে বিলিয়ে দেন। এতে আমাদের সকলের জানার জন্য অনেক উপকার হবে। আমি আপনার এই পোস্টের অপেক্ষায় রইলাম।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Magepai on December 02, 2020, 12:41:09 AM
আসলে আমি এ পর্যন্ত কোন পোস্ট এর নিচের লিংক দিইনি। কিভাবে দিতে হয় সেটাও দেখিনি।ফোরামের সিনিয়র ভাই দয়া করে এই লিংকটি কিভাবে দিতে হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Primo1760 on December 02, 2020, 02:21:09 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
আমি অনেকদিন আগে লেখার ভিতর কিভাবে লিংক দিতে হয় সেটা শিখেছিলাম। কোন চেষ্টা না থাকার কারনে সেটা ভুলে গেছি। আপনারা যদি চান তাহলে আমি আবার চেষ্টা করব এবং নতুন একটি পোস্ট করব। কিভাবে লেখার ভেতরে লিংক দিতে হয়। আপনাদের মতামত কামনা করছি।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 02, 2020, 05:22:26 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
ভাই আপনি কিভাবে পোস্ট করতে হয় বা কিভাবে পোস্ট এর রিপ্লাই দিতে হয় সেটা আপনি বুঝিয়ে বলেছেন। কিন্তু লেখার ভিতর কিভাবে লিংক ঢুকাতে হয় সেটা আপনি বলেন নি। আপনি হয়তো প্রশ্নটাই বুঝতে ভুল করেছেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Token@ on December 02, 2020, 08:15:24 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
আমার মনে হয় আপনি বুঝেন নি সে কি বুঝাতে চেয়েছে।সে বোঝাতে চেয়েছে বিভিন্ন পোস্ট এর মধ্যে নীল কালারের কিছু লেখা থাকে সেগুলোই ক্লিক করলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। সে বলেছে বিভিন্ন পুষ্টি কিভাবে এই লেখাগুলো তৈরি করে। এটা সম্পর্কে আমার এত জ্ঞান নেই। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে একটু জানাবেন কিভাবে ঠিক করতে হয়।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Churphans on December 02, 2020, 08:18:26 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
আপনার তথ্যটি টপিক অনুযায়ী হয়নি। লিংক আপনি যে কোন সোর্স থেকে কপি করে এনেআপনাকে নতুন কোন কিছু এড করতে হবে না।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Heron on December 02, 2020, 08:29:52 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
শিক্ষামূলক একটা টপিক তৈরি করেছেন। এই বিষয়টাও আমি অনেকবার দেখেছি কিভাবে করতে হয় সে বিষয়ে জানিনা। আমারও জানার অনেক আগ্রহ রয়েছে আশাকরি আপনার টপিক কে উদ্দেশ্য করে সিনিয়র ভাইদের রিপ্লে থেকে অবশ্যই এই বিষয় সর্ম্পকে জানতে পারবো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Bony11 on December 02, 2020, 10:16:47 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
শিক্ষামূলক একটা টপিক তৈরি করেছেন। এই বিষয়টাও আমি অনেকবার দেখেছি কিভাবে করতে হয় সে বিষয়ে জানিনা। আমারও জানার অনেক আগ্রহ রয়েছে আশাকরি আপনার টপিক কে উদ্দেশ্য করে সিনিয়র ভাইদের রিপ্লে থেকে অবশ্যই এই বিষয় সর্ম্পকে জানতে পারবো।
ভাই আপনি একদম সঠিক সময় সঠিক পোষ্টটি করেছেন।আপনি একদম আমার মনের কথাটি বলেছেন। আমি নিজেও বিষয়টি ভালোভাবে বুঝিনা কেমনে লিংক দিতে হয়। আমি নিজেও এটা নিয়ে সমস্যায় আছি । তাই আশা করি ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে  বিস্তারিত আলোচনা জানতে চাই।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Kangaro45 on December 02, 2020, 10:46:37 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।


কোন পোষ্টের মধ্যে লিংক দিতে চাইলে পোস্ট করার আগে লিংকটি কপি করে নিন তারপর যেখানে পোস্ট করবেন সেখানে পেস্ট করুন । তারপর পোস্ট করেন তারপর ওই লিঙ্কে ক্লিক করলে দেখা যাবেআপনি যে লিঙ্ক টি পোস্ট করেছেন তাতে প্রবেশ করছে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: salukhe on December 03, 2020, 09:03:59 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই আপনি কোন কিছু টাইপ করলেন টাইপের মাঝে আপনি লিঙ্ক বসাইতে চাইলে আপনাকে সর্ব প্রথম লিংকটা কপি করতে হবে। তারপর যেটুকু টাইপ করার পর আপনি লিংকটা বসাতে চাইবেন সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি আবার কোনকিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Herry on December 03, 2020, 09:37:31 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
ভাই আপনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি কিন্তু যে ভাইয়া টপিক তৈরি করেছেন তিনি মনে হয় জানতে চেয়েছেন যে লেখার ভিতর কিভাবে লিংক প্রবেশ করানো যাবে মানে বোঝাতে চেয়েছেন যে কোন লেখার উপর টাচ করলে অন্য কোন পেজে নিয়ে যায় সেটা কিভাবে করতে হয় তাই মনে হয় জানতে চেয়েছেন
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Trumpet on December 05, 2020, 06:28:09 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন এ বিষয়ে আমিও জানিনা। আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা এ বিষয়ে সকল তথ্য দিয়ে আমাদের সাহায্য করবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 05, 2020, 06:40:39 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই আপনি কোন কিছু টাইপ করলেন টাইপের মাঝে আপনি লিঙ্ক বসাইতে চাইলে আপনাকে সর্ব প্রথম লিংকটা কপি করতে হবে। তারপর যেটুকু টাইপ করার পর আপনি লিংকটা বসাতে চাইবেন সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি আবার কোনকিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন।
ভাই আপনি যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে লেখার মাঝখানে ডাইরেক্ট লিঙ্ক টা শো করবে লিংকটা দেখা যাবে। কিন্তু উনি যেটা জানতে চেয়েছেন সেখানে লিঙ্ক শো করবে না লিংক হাইড হয়ে থাকবে। অন্য কিছু লেখা থাকবে যে লেখাটা অন্য একটা কালার হয়ে থাকবে সেই লেখাটার ভেতর লিংকটা হাইড করা থাকবে। সেটা কিভাবে করা যায় উনি এটা জানতে চেয়েছেন। এটা আমারও জানার আগ্রহ রয়েছে। আশা করছি এবার সঠিক উত্তরটা পাবো আপনার কাছ থেকে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: JISAN on December 05, 2020, 06:54:36 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

নিচের স্কিনশটটি ফলো করুন। এবং কোডটি ঠিক মতো ব্যবহার করুন।
(https://i.imgur.com/jwjGyZM.jpg)
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: JISAN on December 05, 2020, 06:56:44 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই আপনি কোন কিছু টাইপ করলেন টাইপের মাঝে আপনি লিঙ্ক বসাইতে চাইলে আপনাকে সর্ব প্রথম লিংকটা কপি করতে হবে। তারপর যেটুকু টাইপ করার পর আপনি লিংকটা বসাতে চাইবেন সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি আবার কোনকিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন।
ভাই যেটা জানেন না সেইটার ভূলবাল উত্তর দেন কেনো। কোনো কিছু জানা থাকলে সেইটার উত্তর দিবেন অন্যথায় ভূলবাল কিছু পোস্ট করবেন না। ধন্যবাদ।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: JISAN on December 05, 2020, 07:00:07 AM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
জানতে চাইলো কি আর বলে দিকেন কি? জানতে চাইলো লেখার মধ্যে লিংক যুক্ত করে কেমনে আর বলে দিলেন কারো পোস্ট কোড করে কেমনে। বিষয়টা হাস্যকর। সিনিয়র মেম্বার হয়ে ভূল উত্তর দিলে জুনিয়ররা কি শিখবে। অজানা কোনো পোস্টের ভূল উত্তর দিয়ে টপিকের পরিবেশ নস্ট করবেন না।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 05, 2020, 07:38:22 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

নিচের স্কিনশটটি ফলো করুন। এবং কোডটি ঠিক মতো ব্যবহার করুন।
(https://i.imgur.com/jwjGyZM.jpg)
আপনাকে অনেক ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখালেন। যেটা শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু কোথাও থেকে সঠিক উত্তর পাচ্ছিলাম না। আপনি সঠিক উত্তর জানিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Sasa on December 05, 2020, 08:06:19 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
লেখার ভিতরে কিভাবে লিংক প্রবেশ করাতে হয় সে বিষয় এ আমার ও কোনো ধারনা নাই বা জানা নাই। অনেকে অনেক রকম রিপ্লাই দিয়েছেন কিন্তু কেউ সেরকম ভালো করে রিপ্লাই দেন নাই। যদি কোনো সিনিয়র ভাই ভালো জানেন তাহলে অবশ্যই জানাবেন   
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: RRR on December 05, 2020, 09:31:17 AM
এটি আমি ও জানতে চাই। আমি অনেক জায়গায় দেখি এই রকম করে link ব্যবহার করেছে। আমি অনেক জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাই নাই। ভাই আরেক টু যদি বিস্তারিত ভাবে বলতেন তাহলে আরো ভালো হত।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Lutera94 on December 05, 2020, 09:39:28 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

নিচের স্কিনশটটি ফলো করুন। এবং কোডটি ঠিক মতো ব্যবহার করুন।
(https://i.imgur.com/jwjGyZM.jpg)
হ্যা ভাই বুঝতে পারলাম, আমার ও বিষয়টি জানা ছিলো না। আপনার স্ক্রিনশট দেখে বিষয়টি ক্লেয়ার হয়ে গেলো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Salauddin on December 05, 2020, 09:53:26 AM
জি আপনি এভাবে লিংক ব্যাবহার করতে অপারেন জেটাকে বলা হয়ে থাকে হাইপারলিঙ্ক আপনি হাইপার লিংক এ্যাড করার মাধ্যেমে যেকোনো পোস্ট বা একটা বাক্যের বা শদ্বের লিংক করাতে পারবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: RRR on December 05, 2020, 01:03:23 PM
আপনার স্ক্রিনশট দেখে আমি একটা link করে চেষ্টা করলাম। এবং আমি সফল ভাবে পেরেছি। ধন্যবাদ ভাই।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Cristiano on December 05, 2020, 01:25:34 PM
 : এটি নিয়ে আমি অনেক চিন্তিত। কিভাবে লিংক প্রদান করতে হয় সেটা আমার জানা নেই। হয়তো অনেক সিনিয়র মেম্বার দের জানা আছে। তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই প্রশ্নের উত্তর দিয়ে যায়।তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানিনা কিভাবে লিংক প্রদান করতে হয়। সিনিয়র ভাইদের মতামত আশা করছি।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Istiak on December 05, 2020, 01:43:29 PM
একটা সিম্পল সিন্টেক্স ফলো করলেই এটা করা যাবে। "এইখানে যা লিখবেন তা লিংক আকারে দেখাবে। (http://"এর মধ্যে আপনার লিংক এর URL পেস্ট করে দিবেন") অর্থাৎ এই লিখাটি নীল হয়ে থাকবে এবং লিখার ওপর ক্লিক করলে কাঙ্খিত ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনে যদি কোনো ছবি যুক্ত করতে চান তাহলেও (http://) এই দুইটা কোড এর মধ্যে ছবি এর লিংক দিতে হবে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: saidul2105 on December 05, 2020, 03:35:58 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সকলের সামনে তুলে ধরেছেন।  আমাদের মধ্যে অনেকে আছে যারা এই বিষয়টা জানে না, তাদের এই বিষয়টা আপনার এই পোস্টের মাধ্যমে  জানার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে।      আমাদের ফোরামের বড় ভাইরা অনেক আন্তরিক ও দায়িত্ববান হওয়ায় তারা আপনার এই পোস্টে কমেন্ট করে পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে বলবে বলে আমি মনে করি।  আর সেইটা দেখে আমরা যারা এই বিষয়টা জানিনা তারা সবটা জানতে পারবো অবশ্যই।                                                 
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Halkpro on December 05, 2020, 03:58:43 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
অনেক ভালো একটা প্রশ্ন করেছেন।  আমি অনেক মেম্বারের কমেন্ট পড়লাম তারা অনেক কিছু লিখছে। অনেকটা ভালো লাগলো।  আমি সিম্পল ভাবে যাতে সবাই বুজতে পারে এই ভাবে লিখতেছি।

প্রথমত আপনি [ url= ওয়েবসাইট লিংক ] আপনি যে নাম বা কোনো অক্ষর ব্যবহার করবেন[color][ /color][/url] এই খানে আপনি কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা একান্তই আপনার বেপার।  যদি আপনি কালার ব্যবহার করেন  তা হলে আমি নিচে ফরমেট করে দিছি ওই ভাবে করবেন। 
বোঝার জন্য আমি লিংক ভাবে বুজিয়ে দিচ্ছি।
Code: [Select]
[url=https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655][color=green]HALKPRO[/color][/url]HALKPRO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655)

আশা করি কিছু হলেও বুজতে পেরেছেন সবাই যদি আর কিছু জানার থেকে বলবেন সবাই আমি উত্ত্র দেয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চাই সবাই একটু ভালো ব্যবহার করেন।  একে অন্যকে হেল্প করেন যাতে সবাই কিছু হলেও শিখতে পারে। আর ফোরামে কেউ কাউকে - কারমা দিবেন না যদি সে বেশি ভুল করে তখন সর্তক হওয়ার জন্য দিতে পারেন তাও আমার মতে না দেয়াটাই ভালো কারণ তখন তার মনবল হারিয়ে যায়।
আর সবাই কে একটা কথা বলা সবাই সবার জন্য কেও কিপ্টেমি করবেন না শেখার জন্য।       
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: XM8 on December 05, 2020, 04:38:08 PM
এ বিষয়টা আমিও বুঝিনা কিভাবে লেখার ভিতর লিংক প্রদান করতে হয়। এই ফোরামের সিনিয়র ভাইরা আছে যারে সম্পর্কে অনেক ভালো বলতে পারবে। তাদের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে একটু জানাবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: JISAN on December 06, 2020, 05:17:16 PM
: এটি নিয়ে আমি অনেক চিন্তিত। কিভাবে লিংক প্রদান করতে হয় সেটা আমার জানা নেই। হয়তো অনেক সিনিয়র মেম্বার দের জানা আছে। তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই প্রশ্নের উত্তর দিয়ে যায়।তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানিনা কিভাবে লিংক প্রদান করতে হয়। সিনিয়র ভাইদের মতামত আশা করছি।
উপরে নিচে কোনো কিছু না দেখেই পোস্ট করে জান মনে জা আসে তাই। আপনার পোস্ট এর ১ পোস্ট আগেই আমি এটি নিয়ে পোস্ট করছি। বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তার পরও আপনি এই ধরনের পোস্ট করে যাচ্ছেন। আপনি সিনিয়র হয়ে এরকম করলে জুনিয়র রা কি করবে ভাই
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Herry on December 07, 2020, 05:08:42 AM
ভাই আপনি বোধহয় বলতে চেয়েছেন যে কিভাবে লিংক কোন লেখার ভিতরে প্রবেশ করাতে হবে কিন্তু কিছু কিছু সিনিয়র ভাই রিপ্লাই দিয়েছেন সেখানে দেখলাম যে তারা আপনাকে   কোয়াইট করা শিখাতে চেয়েছেন তবে আমার মনে হয় আপনি কোয়াইট করা  শিখতে চান নি আপনি হয়তো বলেছেন যে কিভাবে কোন লেখার উপর চাপ দিলে কোন পেজে নিয়ে যায় সেটা শিখতে চাইছে কোন লেখার ভিতর কিভাবে লিংক করানো হয় সেই বিষয়টা বুঝতে চেয়েছেন তবে ভাই আমি এ সম্পর্কে ভাল জানিনা তাই আপনাকে কোন রকম সাহায্য করতে পারলাম না
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Monster5 on December 07, 2020, 10:40:19 AM
আপনি একটা মূল্যবান পোষ্ট করেছেন ভাই আসলে এটা সম্পর্কে আমিও জানিনা যদি এই ফোরামের সিনিয়র ভাইরা আমাদের একটু হেল্প করেন তাহলে আমরা অবশ্যই জানতে পারবো আশা করি সিনিয়র ভাইরা আমাদের হেল্প করবেন ধন্যবাদ ভাই আপনার এই পোষ্ট করার জন্য
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Ricky on December 07, 2020, 12:10:42 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
অনেক ভালো একটা প্রশ্ন করেছেন।  আমি অনেক মেম্বারের কমেন্ট পড়লাম তারা অনেক কিছু লিখছে। অনেকটা ভালো লাগলো।  আমি সিম্পল ভাবে যাতে সবাই বুজতে পারে এই ভাবে লিখতেছি।

প্রথমত আপনি [ url= ওয়েবসাইট লিংক ] আপনি যে নাম বা কোনো অক্ষর ব্যবহার করবেন[color][ /color][/url] এই খানে আপনি কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা একান্তই আপনার বেপার।  যদি আপনি কালার ব্যবহার করেন  তা হলে আমি নিচে ফরমেট করে দিছি ওই ভাবে করবেন। 
বোঝার জন্য আমি লিংক ভাবে বুজিয়ে দিচ্ছি।
Code: [Select]
[url=https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655][color=green]HALKPRO[/color][/url]HALKPRO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655)

আশা করি কিছু হলেও বুজতে পেরেছেন সবাই যদি আর কিছু জানার থেকে বলবেন সবাই আমি উত্ত্র দেয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চাই সবাই একটু ভালো ব্যবহার করেন।  একে অন্যকে হেল্প করেন যাতে সবাই কিছু হলেও শিখতে পারে। আর ফোরামে কেউ কাউকে - কারমা দিবেন না যদি সে বেশি ভুল করে তখন সর্তক হওয়ার জন্য দিতে পারেন তাও আমার মতে না দেয়াটাই ভালো কারণ তখন তার মনবল হারিয়ে যায়।
আর সবাই কে একটা কথা বলা সবাই সবার জন্য কেও কিপ্টেমি করবেন না শেখার জন্য।     
ভাই আপনাকে ধন্যবাদ আপনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখালেন। যেটা শেখার খুব আগ্রহ ছিল আমার। লেখার ভিতর কিভাবে লিংক হাইড করে রাখতে হয় সেটা আপনি শেখালেন। আপনি শিক্ষামূলক একটা পোস্ট করেছেন। আশা করছি আপনার কাছ থেকে অনেকেই এই বিষয়টা শিখতে পারলো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Runa on December 08, 2020, 05:12:02 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
অনেক ভালো একটা প্রশ্ন করেছেন।  আমি অনেক মেম্বারের কমেন্ট পড়লাম তারা অনেক কিছু লিখছে। অনেকটা ভালো লাগলো।  আমি সিম্পল ভাবে যাতে সবাই বুজতে পারে এই ভাবে লিখতেছি।

প্রথমত আপনি [ url= ওয়েবসাইট লিংক ] আপনি যে নাম বা কোনো অক্ষর ব্যবহার করবেন[color][ /color][/url] এই খানে আপনি কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা একান্তই আপনার বেপার।  যদি আপনি কালার ব্যবহার করেন  তা হলে আমি নিচে ফরমেট করে দিছি ওই ভাবে করবেন। 
বোঝার জন্য আমি লিংক ভাবে বুজিয়ে দিচ্ছি।
Code: [Select]
[url=https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655][color=green]HALKPRO[/color][/url]HALKPRO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655)

আশা করি কিছু হলেও বুজতে পেরেছেন সবাই যদি আর কিছু জানার থেকে বলবেন সবাই আমি উত্ত্র দেয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চাই সবাই একটু ভালো ব্যবহার করেন।  একে অন্যকে হেল্প করেন যাতে সবাই কিছু হলেও শিখতে পারে। আর ফোরামে কেউ কাউকে - কারমা দিবেন না যদি সে বেশি ভুল করে তখন সর্তক হওয়ার জন্য দিতে পারেন তাও আমার মতে না দেয়াটাই ভালো কারণ তখন তার মনবল হারিয়ে যায়।
আর সবাই কে একটা কথা বলা সবাই সবার জন্য কেও কিপ্টেমি করবেন না শেখার জন্য।     
আপনাকে অসংখ্য ধন্যবাদ কিভাবে লেখার ভেতরে লিংক দিতে হয় এ বিষয়টা আমার জানা ছিল না আমি কখন এটা নিয়ে চিন্তাও করিনি। আপনাদের সকলের পোস্ট পড়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি আপনাকে ধন্যবাদ।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Irfan12@ on December 09, 2020, 11:17:03 AM
বাই কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় সেটা আমিও জানি না তবে এক সিনিয়র ভাই দেখলাম ভালোভাবে বোঝানো স্বার্থে স্ক্রিনশট দিয়েছেন এবং সেটা থেকে আমি বুঝতে পারলাম যে কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় ধন্যবাদ ভাই এমন উপকারী পোষ্ট করার জন্য আশা করি ভবিষ্যতে আরো সুন্দর পোস্ট করবেন যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Goblin on December 09, 2020, 12:22:34 PM
এ বিষয়ে আমার কোন ধারণা অথবা জ্ঞান নেই। সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করলে মনে হয় এ বিষয়ে সম্পর্কে জানা যাবে। আমি মনে করি আপনি চিনি আর বাজে পোস্ট গুলো ফলো করুন তাহলে এই বিষয় সর্ম্পকে জানতে পারবেন। আমি জানিনা কিভাবে পোস্ট এর মধ্যে পিকচার দিতে হয় এবং লিংক প্রদান করা হয়। যদি কোনো সিনিয়র মেম্বার এ বিষয়ে সম্পর্কে জানেন তাহলে আমাকে একটু জানাবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Milon626 on December 09, 2020, 12:29:28 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।


কোন পোষ্টের মধ্যে লিংক দিতে চাইলে পোস্ট করার আগে লিংকটি কপি করে নিন তারপর যেখানে পোস্ট করবেন সেখানে পেস্ট করুন । তারপর পোস্ট করেন তারপর ওই লিঙ্কে ক্লিক করলে দেখা যাবেআপনি যে লিঙ্ক টি পোস্ট করেছেন তাতে প্রবেশ করছে।
খুব সহজ ভাষায় আপনি বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে লেখার মধ্যে কোন কিছুর লিংক জুড়ে দিতে হয়।  এই লিংক জুড়ে দেওয়ার বেপারটা আমার জানা ছিলো না।  আমি আপনার কমেন্ট পড়ে লিংক জুড়ে দেওয়া শিখে নিলাম।  এর পরবর্তী সময়ে আপনার কাছে থেকে আরও মুল্যবান পোস্টের আশা রাখি।                             
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Markuri33 on December 10, 2020, 01:51:58 AM
আপনি আসলে লেখার ভিতর কিভাবে পোস্ট করে এ সম্পর্কে সুন্দর একটি টপিক দিয়েছেন। আসলে যারা একেবারেই লেখার ভিতর কিভাবে লিংক দেওয়া যায় সেটা সম্পর্কে অবগত। অবশ্যই তারা আপনার পোস্টটি ফলো করার পর লেখার ভেতরে লিংক দিতে পারবে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Casual on December 11, 2020, 02:09:09 AM
বাই কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় সেটা আমিও জানি না তবে এক সিনিয়র ভাই দেখলাম ভালোভাবে বোঝানো স্বার্থে স্ক্রিনশট দিয়েছেন এবং সেটা থেকে আমি বুঝতে পারলাম যে কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় ধন্যবাদ ভাই এমন উপকারী পোষ্ট করার জন্য আশা করি ভবিষ্যতে আরো সুন্দর পোস্ট করবেন যেগুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো

এই নিয়ে কিন্তু অনেক আগের পোস্ট আমাদের মডারেটর বাই খুলে দিয়েছেন। অনেকেই আসলে বুঝতে পারে না যে লেখার ভিতর কিভাবে লিংক দিয়ে দেওয়া হয়। আসলে এই পোস্টটি আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি মনে করে অবশ্যই লেখার ভিতর কিভাবে লিংক দিতে হয় সে সম্পর্কে আপনারা বুঝতে পারবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: warhero on December 13, 2020, 05:07:48 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।

ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই আপনি কোন কিছু টাইপ করলেন টাইপের মাঝে আপনি লিঙ্ক বসাইতে চাইলে আপনাকে সর্ব প্রথম লিংকটা কপি করতে হবে। তারপর যেটুকু টাইপ করার পর আপনি লিংকটা বসাতে চাইবেন সেখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনি যদি আবার কোনকিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন।
আমার কাছে মনে হয় না জেনে কোন প্রশ্নের উত্তর দেওয়াটা ঠিক না। আপনার উত্তরটি কিছুই বুঝতে। দয়া করে যদি সম্পূর্ণ বুঝিয়ে বলতেন তাহলে হয়তো বুঝতে পারতাম। আশাকরি স্পষ্ট পোস্ট করার চেষ্টা করবেন পরবর্তীতে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Jaya60 on December 16, 2020, 02:14:02 AM
: এটি নিয়ে আমি অনেক চিন্তিত। কিভাবে লিংক প্রদান করতে হয় সেটা আমার জানা নেই। হয়তো অনেক সিনিয়র মেম্বার দের জানা আছে। তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব তারা যেন এই প্রশ্নের উত্তর দিয়ে যায়।তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমরা অনেকে হয়তো এই সম্পর্কে জানিনা কিভাবে লিংক প্রদান করতে হয়। সিনিয়র ভাইদের মতামত আশা করছি।
উপরে নিচে কোনো কিছু না দেখেই পোস্ট করে জান মনে জা আসে তাই। আপনার পোস্ট এর ১ পোস্ট আগেই আমি এটি নিয়ে পোস্ট করছি। বিস্তারিত দেখিয়ে দিয়েছি। তার পরও আপনি এই ধরনের পোস্ট করে যাচ্ছেন। আপনি সিনিয়র হয়ে এরকম করলে জুনিয়র রা কি করবে ভাই

হ্যাঁ ঠিক বলেছেন আমরা সিনিয়ররা এ যদি ভুল সব সময় করি তাহলে তো জুনিয়ররা অবশ্যই ভুল করবে। অতএব আমরা যারা সিনিয়র মেম্বার রয়েছি সকলকেই একটু ভেবেচিন্তে পোস্ট দেওয়াটাই ভালো। আমরা যে পোস্টগুলো করবো সেই পোস্টজুনিয়র মেম্বার যারা রয়েছে তারা যেন অনেক উপকৃত হয়। আসলে এরকম পোস্ট দেওয়া উচিত
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Clearman on December 16, 2020, 02:16:35 AM
লেখার ভিতরে যদি আপনি লিঙ্ক দিতে চান তাহলে আপনি যে লিঙ্কটা দেবেন ওইটার প্রুফ আনতে হবে। প্রুফ এনে আপনি যে পোস্ট করবেন ও জাগায় পেস্ট করবেন তাহলে হয়ে যাবে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Sasa on December 16, 2020, 03:00:05 AM
ভাই সত্যি বলতে কি আমি কখনও লেখার ভেতরে লিংক প্রবেশ করায় নিয়ে সেই জন্য আমার এ বিষয়ে কোনো ধারণা নেই তবে একবার দেখলাম এই সম্পর্কে অনেক ধারণা দিয়েছেন এবং কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় সেটা বলেছেন ভাই আপনার এই মূল্যবান টপিক থেকে বুঝতে পারলাম যে কিভাবে লেখার ভিতরে প্রবেশ করাতে হয় ধন্যবাদ ভাই এত মূল্যবান একটা টপিক তৈরি করার জন্য
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Sumaiya2 on December 16, 2020, 04:42:10 AM
যেখানকার লিংক দিতে চাইছেন ওইখানকার প্রুফ লাগবে এনে আপনি যেভাবে কমেন্ট করবেন ঠিক ওইভাবেই আপনি খালি পেস্ট করবেন তাহলে লিং হয়ে যাবে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Irfan12@ on December 16, 2020, 06:16:39 AM
এ বিষয়ে আমার কোন ধারণা নাই ভাই যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে ভালো বোঝেন এবং জানেন তো অবশ্যই একটা রিপ্লাই দিবেন যে কিভাবে লেখার ভেতরে লিংক প্রবেশ করাতে হয় একজন সিনিয়র ভাই এ সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন আমি তার রিপ্লাই দিয়ে অনেকবার পড়েছি এবং বোঝার বোঝার চেষ্টা করেছি কিন্তু ভালোভাবে বুঝতে পারেনি যদি এ নিয়ে কেউ বিস্তারিত রিপ্লাই দেন তাহলে অনেক উপকার হত
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Heron on December 16, 2020, 06:21:12 AM
লেখার ভিতরে যদি আপনি লিঙ্ক দিতে চান তাহলে আপনি যে লিঙ্কটা দেবেন ওইটার প্রুফ আনতে হবে। প্রুফ এনে আপনি যে পোস্ট করবেন ও জাগায় পেস্ট করবেন তাহলে হয়ে যাবে।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। আসলে অনেককেই দেখি লেখার ভেতরে লিংক প্রদান করে থাকেন কিন্তু সেটা কিভাবে করেন আমার জানা ছিল না। আপনার পোস্ট থেকে জানতে পারলাম ধন্যবাদ আপনাকে। জুনিয়র ভাইদের জন্য এরকম শিক্ষামূলক পোস্ট আরো করবেন আশা করছি।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Rony on December 16, 2020, 06:42:24 AM
আমি নতুন সদস্য হওয়ার জন্য এই বিষয়ে আমার কোন ধারণা নেই। লেখার ভিতর কিভাবে লিংক প্রদান করতে হয়। লেখার ভিতর কিভাবে লিংক প্রদান করতে হয় কোন মহাদয় জেনে থাকলে আমাকে জানার জন্য সাহায্য করবে আশা করি।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:44:55 AM
লেখার ভিতর কিভাবে লিঙ্কটি দেওয়া হয় আসলে সে সম্পর্কে আমারও জানার অনেক ইচ্ছা। তাই কোনো সিনিয়র ভাই যদি এ সম্পর্কে একটু বলে দেন তাহলে আমরাও দিতে পারব। দয়াকরে সিনিয়র ভাই যারা আছে যাদের জানাছে এসম্পর্কে দয়া করে একটু বলবেন।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Damrai5$ on December 17, 2020, 07:15:01 AM
লেখার ভিতর কিভাবে লিংক দিতে হয় এই কাজ গুলো কিছু ইউজারদের করতে দেখেছি। যে ভাই এই ধরনের কাজগুলো করতে পারেন দয়া করে আমাদেরকে একটু শিখিয়ে দিবেন। কিভাবে লিংক গুলো দিতে হয় সেই নিয়ে আপনারা যদি একটি টপিক তৈরি করতেন তাহলে আমরা যারা আগ্রহী তারা সবাই এ ধরনের কাজগুলো করতে পারতাম।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Primo1760 on December 19, 2020, 06:44:16 PM
লেখার ভিতর কিভাবে লিংক দিতে হয় এই কাজ গুলো কিছু ইউজারদের করতে দেখেছি। যে ভাই এই ধরনের কাজগুলো করতে পারেন দয়া করে আমাদেরকে একটু শিখিয়ে দিবেন। কিভাবে লিংক গুলো দিতে হয় সেই নিয়ে আপনারা যদি একটি টপিক তৈরি করতেন তাহলে আমরা যারা আগ্রহী তারা সবাই এ ধরনের কাজগুলো করতে পারতাম।
এই পোস্টের কমেন্টে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দয়া করে পোস্ট গুলো পড়ুন পোস্টগুলো পরলে জানতে পারবেন কিভাবে লেখার ভেতরে লিংক দিতে হয় অনেক সিনিয়র ভাইরা এ বিষয়ে আলোচনা করেছে।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Alvida on January 18, 2021, 04:15:51 PM
থ্যাংক ইউ ভাই আপনাকে এরকম একটি টপিক তৈরি করার জন্য। আমি একজন নতুন ইউজার তাই আমার জানা ছিল না যে লেখার ভিতর কিভাবে লিংক প্রবেশ করানো হয়। তবে আমি অনেক সিনিয়র ভাইদের রিপ্লে থেকে জানতে পারলাম কিভাবে লিংক প্রবেশ করানো হয়।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Dark Knight on January 18, 2021, 04:44:01 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন । আমি নতুন ইউজার হওয়ায় জানিনা কিভাবে লেখার ভেতরে লিংক দিতে হয়। এ বিষয়ে সিনিয়র ভাইরা আলোচনা করলে অনেক উপকৃত হব।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Mental on January 20, 2021, 03:08:09 PM
যে পোস্ট এর মধ্যে পোস্ট করবেন তার ডান পাশে দেখবেন Quite লেখা আছে সেখানে চাপ দিবেন তারপর সেই পোষ্টটি উঠবে এবং পোস্টের নিচে গিয়ে কার জোর দিয়ে একটু নিচে নামবেন তারপরে আপনি পোস্ট করবেন দেখবেন হয়ে গেছে।
সিনিয়র ভাই ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমিও কিছু জানতাম না। এখানে আরো অনেক ভাইয়েরা আছেন তারাও এ বিষয়ে মনে হয় কিছু জানতো না। আপনি বলার পর আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: NANCY on January 23, 2021, 08:07:43 AM
খুব সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরেছেনআমি জানতাম না লেখার ভেতরে লিংক কিভাবে প্রদান করা হয় কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি। সিনিয়র ভাইরা এরকম পোস্ট করলে আমরা অতি তাড়াতাড়ি উপরের দিকে এগিয়ে যেতে পারবো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Najmul on January 23, 2021, 08:20:01 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
আপনি অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন। আমিও সিনিয়র ভাইদের অনেকগুলা পোস্ট দেখেছি যে পোস্টের মধ্যে তারা লিংক দিয়েছে। কিন্তু আমরা সেটা করতে পারি না যদি গ্রুপের সিনিয়র ভাইরা আমাদের এ বিষয়ে সাহায্য করতেন তাহলে আমাদের অনেক উপকার হত।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: Micky on January 23, 2021, 09:15:06 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
অনেক ভালো একটা প্রশ্ন করেছেন।  আমি অনেক মেম্বারের কমেন্ট পড়লাম তারা অনেক কিছু লিখছে। অনেকটা ভালো লাগলো।  আমি সিম্পল ভাবে যাতে সবাই বুজতে পারে এই ভাবে লিখতেছি।

প্রথমত আপনি [ url= ওয়েবসাইট লিংক ] আপনি যে নাম বা কোনো অক্ষর ব্যবহার করবেন[color][ /color][/url] এই খানে আপনি কালার ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন এটা একান্তই আপনার বেপার।  যদি আপনি কালার ব্যবহার করেন  তা হলে আমি নিচে ফরমেট করে দিছি ওই ভাবে করবেন। 
বোঝার জন্য আমি লিংক ভাবে বুজিয়ে দিচ্ছি।
Code: [Select]
[url=https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655][color=green]HALKPRO[/color][/url]HALKPRO (https://www.altcoinstalks.com/index.php?action=profile;u=47655)

আশা করি কিছু হলেও বুজতে পেরেছেন সবাই যদি আর কিছু জানার থেকে বলবেন সবাই আমি উত্ত্র দেয়ার চেষ্টা করবো। কিন্তু আমি চাই সবাই একটু ভালো ব্যবহার করেন।  একে অন্যকে হেল্প করেন যাতে সবাই কিছু হলেও শিখতে পারে। আর ফোরামে কেউ কাউকে - কারমা দিবেন না যদি সে বেশি ভুল করে তখন সর্তক হওয়ার জন্য দিতে পারেন তাও আমার মতে না দেয়াটাই ভালো কারণ তখন তার মনবল হারিয়ে যায়।
আর সবাই কে একটা কথা বলা সবাই সবার জন্য কেও কিপ্টেমি করবেন না শেখার জন্য।     
ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। এ বিষয়ে সম্পর্কের সবাই জ্ঞান ধারণা লাভ করতে পেরেছে আপনার পোষ্ট থেকে।খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন কিভাবে লিংক প্রদান করতে হয়। আমি মনে করি আপনার পোস্ট সবচেয়ে বেশি কার্যকরী আমাদের জন্য। আমরা যারা লিংক ব্যবহার করতে পারি না এই পোষ্ট দেখলে অবশ্যই শিখতে পারবো।
Title: Re: লেখার ভিতরে লিংক কিভাবে প্রদান করা যাবে ?
Post by: AlviNess on February 24, 2021, 12:04:04 PM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে এই রকম থাকে সেখানে ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
আপনি যে লিঙ্কটি কপি কে অ্যাড করতে চান সেই লিঙ্ক আগে আপনি কপি করে নিবে।তারপর যখন আপনি পোস্ট করবেন তখন দেখবেন স্ক্রিনের বামপাশে পৃথিবীর মতো একটি অপশন আছে ওই অপশন এ ক্লিক করার পর আপনার লিঙ্ক পেস্ট করবেন তারপর পোস্ট করবেন। আশা করছি আপনি বুঝতে পারছেন বিষয়টি।