Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on December 01, 2020, 06:13:17 AM

Title: NFT কি?
Post by: Lutera94 on December 01, 2020, 06:13:17 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
Title: Re: NFT কি?
Post by: Cristiano on December 01, 2020, 06:34:31 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


Sorce link:- https://game.dclick.io/posts/@ontimepass/nft
Title: Re: NFT কি?
Post by: Ricky on December 01, 2020, 06:38:11 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন ভাই। এন এফ টি টোকেন এর সম্পর্কে ভালো ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে এমন তথ্যমূলক পোস্ট করার জন্য। আপনাদের কাছ থেকে আমরা নতুনেরা অনেক না জানা বিষয় জানতে পারবো এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে।
Title: Re: NFT কি?
Post by: Token@ on December 01, 2020, 07:09:09 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।
ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে বুঝিয়ে বলেন। আপনার এই পোষ্টটিতে থেকে যুনিয়র মেম্বের খুব সহজে ধারণা নিতে পারবে। আপনি খুবই সুন্দর ভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেছেন।
Title: Re: NFT কি?
Post by: Herry on December 01, 2020, 07:14:43 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ সুন্দর একটি টপিক তৈরি করার জন্য NFT এটার কাজ কি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না আপনার এই টপিক  থেকে বুঝতে পারলাম এবং জানতে পারলাম ICO এবং IEO সম্পর্কে জানা ছিল কিন্তু NFT সম্পর্কে কোন ধারণা ছিল না আপনার টপিক  থেকে জানতে পারলাম
Title: Re: NFT কি?
Post by: Malam90 on December 01, 2020, 07:31:07 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


কপি পেস্ট করবেন না। কপি করলে নিচে সোর্স লিংক না দিলে প্লাগরিজম স্ট্রাইক খাবেন। আর আমার মতে কপি না করাই ভালো। মাঝে মধ্যে দুএকটি কপি করলে তার সোর্স লিংক সহ দিবেন। আপনি যেখান থেকে কপি করেছেন তার লিংক হচ্ছে- https://game.dclick.io/posts/@ontimepass/nft

এবার আসি NFT নিয়ে- NFT হচ্ছে Non Fungible Tokens যার অর্থ হচ্ছে-যে টোকেন ভঙ্গুর নয়। NFT টোকেন হচ্ছে এমন টোকেন যেগুলো একটি থেকে আরেকটি আলাদা এবং প্রত্যেক টোকেনই  কিছু ইউনিক তথ্য অন্তর্ভুক্ত করে থাকে। আর এই টোকেনগুলোর প্রত্যেকটির কিছু ইউনিক তথ্য থাকার কারণে পারস্পারিক পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করা সম্ভব না। NFT মূলত এক ধরনের এপ্লিকেশন যা যেগুলো ডিজিটাল আর্ট বা গেমের মত কিছু ইউনিক ডিজিটাল আইটেমে ব্যবহার করা হয়। আসলে বাস্তব জগতে NFT এর তেমন প্রয়োগ দেখিনা। বাস্তব জগতে যা দেখি তা হচ্ছে মূলত FT  বা Fungible Tokens যা পারস্পারিক পরিবর্তন যোগ্য।
Title: Re: NFT কি?
Post by: Cristiano on December 01, 2020, 08:14:11 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


কপি পেস্ট করবেন না। কপি করলে নিচে সোর্স লিংক না দিলে প্লাগরিজম স্ট্রাইক খাবেন। আর আমার মতে কপি না করাই ভালো। মাঝে মধ্যে দুএকটি কপি করলে তার সোর্স লিংক সহ দিবেন। আপনি যেখান থেকে কপি করেছেন তার লিংক হচ্ছে- https://game.dclick.io/posts/@ontimepass/nft

এবার আসি NFT নিয়ে- NFT হচ্ছে Non Fungible Tokens যার অর্থ হচ্ছে-যে টোকেন ভঙ্গুর নয়। NFT টোকেন হচ্ছে এমন টোকেন যেগুলো একটি থেকে আরেকটি আলাদা এবং প্রত্যেক টোকেনই  কিছু ইউনিক তথ্য অন্তর্ভুক্ত করে থাকে। আর এই টোকেনগুলোর প্রত্যেকটির কিছু ইউনিক তথ্য থাকার কারণে পারস্পারিক পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করা সম্ভব না। NFT মূলত এক ধরনের এপ্লিকেশন যা যেগুলো ডিজিটাল আর্ট বা গেমের মত কিছু ইউনিক ডিজিটাল আইটেমে ব্যবহার করা হয়। আসলে বাস্তব জগতে NFT এর তেমন প্রয়োগ দেখিনা। বাস্তব জগতে যা দেখি তা হচ্ছে মূলত FT  বা Fungible Tokens যা পারস্পারিক পরিবর্তন যোগ্য।
ধন্যবাদ আপনাকে আমি ভুলে গিয়েছিলাম সোর্স লিঙ্কটা দেওয়ার জন্য। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ অনেক বড় উপকার করলেন আপনি। আমি ইতোমধ্যে পোস্টটি এডিট করে সোর্স লিংক দিয়ে দিয়েছি। আপনি সব সময় সবার উপকার করার চেষ্টা করেন এজন্য আপনাকে এত ভালো লাগে। আপনার জন্য ভালোবাসা অবিরাম।
Title: Re: NFT কি?
Post by: Rubel007 on December 01, 2020, 11:06:12 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


কপি পেস্ট করবেন না। কপি করলে নিচে সোর্স লিংক না দিলে প্লাগরিজম স্ট্রাইক খাবেন। আর আমার মতে কপি না করাই ভালো। মাঝে মধ্যে দুএকটি কপি করলে তার সোর্স লিংক সহ দিবেন। আপনি যেখান থেকে কপি করেছেন তার লিংক হচ্ছে- https://game.dclick.io/posts/@ontimepass/nft

এবার আসি NFT নিয়ে- NFT হচ্ছে Non Fungible Tokens যার অর্থ হচ্ছে-যে টোকেন ভঙ্গুর নয়। NFT টোকেন হচ্ছে এমন টোকেন যেগুলো একটি থেকে আরেকটি আলাদা এবং প্রত্যেক টোকেনই  কিছু ইউনিক তথ্য অন্তর্ভুক্ত করে থাকে। আর এই টোকেনগুলোর প্রত্যেকটির কিছু ইউনিক তথ্য থাকার কারণে পারস্পারিক পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করা সম্ভব না। NFT মূলত এক ধরনের এপ্লিকেশন যা যেগুলো ডিজিটাল আর্ট বা গেমের মত কিছু ইউনিক ডিজিটাল আইটেমে ব্যবহার করা হয়। আসলে বাস্তব জগতে NFT এর তেমন প্রয়োগ দেখিনা। বাস্তব জগতে যা দেখি তা হচ্ছে মূলত FT  বা Fungible Tokens যা পারস্পারিক পরিবর্তন যোগ্য।
ধন্যবাদ আপনাকে আমি ভুলে গিয়েছিলাম সোর্স লিঙ্কটা দেওয়ার জন্য। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ অনেক বড় উপকার করলেন আপনি। আমি ইতোমধ্যে পোস্টটি এডিট করে সোর্স লিংক দিয়ে দিয়েছি। আপনি সব সময় সবার উপকার করার চেষ্টা করেন এজন্য আপনাকে এত ভালো লাগে। আপনার জন্য ভালোবাসা অবিরাম।
যাই হোক আপনাদের এই গঠন মুলক আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে। আমি এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের ধন্যবাদ সুন্দর একটি ট্রপিক খোলা এবং সেই সাথে গঠন মুলক আলোচনার জন্য।
Title: Re: NFT কি?
Post by: CryptoBond on December 01, 2020, 06:15:47 PM
NFT কি টা হইত আপনারা অনেক জেনেছেন। উপরে অনেক এর খুব সুন্দর বর্ণনা দেয়া আছে । NFT এবং FT দুইটার মধ্যে খুব সুন্দর পার্থকে আছে যা আপনারা আগে জেনেছেন ।
আমি NFT এবং FT এর একটা ওভারভিউ দিব এবং এর মার্কেট প্লেস সম্পর্কে বলবো |
Nft ar Ft সবচেয়ে বড় পার্থক্য হল যে

FT হচ্ছে যেইখানে আপনি টোকেন টাকে ভেঙে
একে অপরের দ্বারা প্রতিস্থাপিত করতে পারবেন এবং সাধারণত ERC20 বা QRC20 এর স্ট্যান্ডার্ড ভিত্তিক |

কিন্ত আপনি NFT তে তা পারবেন না কারন তা  ইউনিক এবং তার মানে সব জায়গায় সমান মান রয়েছে , উপরে এই সম্পর্কে বলা হয়েছে |
এবং NFT আলগোরিথমে উদাহরণ হিসেবে ERC ৭২১ এবং ERC-1155:এর ধারা NFT চালু হয়েছে |এবং এই দুই আলগোরিথমে আর তফাৎ হলো একটা স্লো আরেকটা ফাস্ট|


NFT market


যেখানে আপনি  পরিমাণ, ক্রিপ্টো মুদ্রা এবং ইউএসডি মান অনুসারে NFT টোকেন বিক্রয় পরিমাণ।  ইত্যাদি দেখতে পারবেন

এই লিংক আপনি দেখতে পারবেন NFT বাজার সম্পর্কে  https://nonfungible.com/

আসলে আমি ও তেমন কিছু জানতাম কিন্তু নতুন একটা NFT প্রজেক্ট এ কাজ করার সুবাদে জানছি | আমার মনে হয় ভবিষ্যত আপনাদের এই বেপারে আরো ভালো  ধারণা, দিতে পারবো
 
Title: Re: NFT কি?
Post by: Bony11 on December 01, 2020, 06:30:51 PM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোষ্ট করা জন্য।আপনার পোষ্টটা পে আমি  NFT সর্ম্পকে অনেক তথ্য জানতে পারলাম যা আমি ইতিপূর্বে জানতাম না।আপনার টপিকটি আমাদের মতো নতুন ইউজারদের জন্য শিখণীয় একটি টপিক।
Title: Re: NFT কি?
Post by: Magepai on December 02, 2020, 12:45:18 AM
নোটিফাই সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সম্পর্কে আগে ধারণা ছিল না বললেই চলে আপনার পোস্টটি পড়ার পর এ সম্পর্কে অনেক সুন্দর ধারণা পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: NFT কি?
Post by: Cz Rock on December 22, 2020, 02:01:52 AM
NFT এর পূর্ণরূপ Non-Fungible Token. বর্তমান সময়ে এন একটি হচ্ছে এই বছরের সেরা হট টপিক। এবছরের নতুন কোন টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম হল NFT , এন এফ টি হল বিশেষ ধরনের ক্রিপ্টোগ্রাফিক টোকেন।
Title: Re: NFT কি?
Post by: Cz Rock on December 22, 2020, 02:03:50 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা গুরুত্বপূর্ণ পোষ্ট করা জন্য।আপনার পোষ্টটা পে আমি  NFT সর্ম্পকে অনেক তথ্য জানতে পারলাম যা আমি ইতিপূর্বে জানতাম না।আপনার টপিকটি আমাদের মতো নতুন ইউজারদের জন্য শিখণীয় একটি টপিক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ NFT সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য।NFT এর পূর্ণরূপ Non-Fungible Token.NFT হল বিশেষ ধরনের ক্রিপ্টোগ্রাফি টোকেন।
Title: Re: NFT কি?
Post by: Mayajal on December 22, 2020, 02:39:19 AM
আসলে আমরা নতুন একটি ক্রিপ্টোগ্রাফিক সম্পর্কে জানতে পারলাম। যা এন এফ টি এটা চালু হলে জানিনা কেমন হবে সে সম্পর্কে আমাদের তেমন ধারনা নেই কিন্তু আপনার পোস্ট পড়ে এনএক্সটি সম্পর্কে কিছুটা ধারনা হয়েছে।
Title: Re: NFT কি?
Post by: Niloy on December 22, 2020, 02:42:32 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
ভাই NFT এই বিষয় সর্ম্পকে আমার কোন ধারণা নেই ।তাই আপনার পোষ্টটি পড়ে আমি NFT বিষয়টি সম্পর্কে অনেক অজানা তত্ত্ব সম্পর্কে জানতে পারলাম। এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: NFT কি?
Post by: Niloy on December 22, 2020, 02:48:58 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


কপি পেস্ট করবেন না। কপি করলে নিচে সোর্স লিংক না দিলে প্লাগরিজম স্ট্রাইক খাবেন। আর আমার মতে কপি না করাই ভালো। মাঝে মধ্যে দুএকটি কপি করলে তার সোর্স লিংক সহ দিবেন। আপনি যেখান থেকে কপি করেছেন তার লিংক হচ্ছে- https://game.dclick.io/posts/@ontimepass/nft

এবার আসি NFT নিয়ে- NFT হচ্ছে Non Fungible Tokens যার অর্থ হচ্ছে-যে টোকেন ভঙ্গুর নয়। NFT টোকেন হচ্ছে এমন টোকেন যেগুলো একটি থেকে আরেকটি আলাদা এবং প্রত্যেক টোকেনই  কিছু ইউনিক তথ্য অন্তর্ভুক্ত করে থাকে। আর এই টোকেনগুলোর প্রত্যেকটির কিছু ইউনিক তথ্য থাকার কারণে পারস্পারিক পরিবর্তন বা ইন্টারচেঞ্জ করা সম্ভব না। NFT মূলত এক ধরনের এপ্লিকেশন যা যেগুলো ডিজিটাল আর্ট বা গেমের মত কিছু ইউনিক ডিজিটাল আইটেমে ব্যবহার করা হয়। আসলে বাস্তব জগতে NFT এর তেমন প্রয়োগ দেখিনা। বাস্তব জগতে যা দেখি তা হচ্ছে মূলত FT  বা Fungible Tokens যা পারস্পারিক পরিবর্তন যোগ্য।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। আমাদের সবার উচিত কপি পোস্ট থেকে বিরত থাকা।আমরা নিজেরা যেসব যে তথ্যগুলো জানি সেই সব  সঠিক তথ্য দিয়ে পোস্ট করা ভালো ।আর যদি দুই একটা কপি পোস্ট দিয়েও থাকে তার নিচে সেই পোষ্টের লিঙ্ক দিয়ে দেওয়া উচিত।
Title: Re: NFT কি?
Post by: Mahindra on December 28, 2020, 04:06:31 AM
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসলে আমি আগে NFT এ বিষয়ে জানতাম না কিন্তু এখন জানতে পেরেছি NFT আসলে কি এটি হলো ক্রিপ্টোগ্রাফিক এ সম্পর্কে জেনে আমি অনেক আনন্দিত আমি এখন একটি টোকেন সম্পর্কে ধারনা পেয়েছি আপনি ভবিষ্যতে আরো ভালো ভালো পোস্ট করবেন।
Title: Re: NFT কি?
Post by: Riktakhanom on December 28, 2020, 05:07:34 AM
ধন্যবাদ ভাই আপনাকে  NFT সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না. NFT সম্পর্কে জানতে পারলাম এবং এটা একটা ডিজিটাল আর্ট হলেও ভবিষ্যতে টোকেন এর চাহিদা গুলোকে আরো বাড়িয়ে তুলতে পারে। আলাদা টোকেন ক্রিপ্টো তে নতুন কিছু যুক্ত করবে।
Title: Re: NFT কি?
Post by: Lovepro Max on December 28, 2020, 05:32:45 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


Sorce link:- https://game.dclick.io/posts/@ontimepass/nft
ভাই আপনার রিপ্লাই দিয়ে অনেক ভালো লাগছে আপনার রিপ্লাই থেকে ভালোভাবে বুঝতে পারছি NFT টোকেন সম্পর্কে আপনার বোঝানোর ধরনটা একটু ভিন্ন ছিল তবে আমি মনে করি যারা এ সম্পর্কে জানেন না তারা যদি আপনার রিপ্লাইটি একটু মনোযোগ সহকারে পড়ে তাহলে অবশ্যই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে
Title: Re: NFT কি?
Post by: Alvida on January 02, 2021, 03:20:15 AM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই গুরুত্বপূর্ণ টপিক এর জন্য। আপনার এট্রোফিক থেকে মোটামুটি ধারণা পেলাম জে এন এফ টি এটা কি। গুরুত্বপূর্ণ পোস্ট দেওয়ার জন্য আপনাকে আবারো ধন্যবাদ। আমরা নতুন ইউজার রা আপনার কাছ থেকে এরকম পোস্ট আরও আশা করি।
Title: Re: NFT কি?
Post by: XM8 on January 02, 2021, 05:39:47 PM
অনেক ধন্যবাদ ভাই আপনাকে এন এফ টি টোকন সম্পর্কে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।আপনার পোস্ট পড়ে এন এফ টি টকিং সম্পর্কে ভালো ধারণা পেলাম।আশা করি যারা এই তকেন সম্পর্কে একেবারে জানে না বা অবগত নয় তারা যদি আপনার পোস্ট মনোযোগ সহকারে পড়ে তাহলে অবশ্যই এই তো জ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারবে।
Title: Re: NFT কি?
Post by: Markuri33 on January 03, 2021, 01:13:26 AM
অনেক ধন্যবাদ ভাই আপনাকে এন এফ টি টোকন সম্পর্কে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।আপনার পোস্ট পড়ে এন এফ টি টকিং সম্পর্কে ভালো ধারণা পেলাম।আশা করি যারা এই তকেন সম্পর্কে একেবারে জানে না বা অবগত নয় তারা যদি আপনার পোস্ট মনোযোগ সহকারে পড়ে তাহলে অবশ্যই এই তো জ্ঞান সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারবে।
ভাই আপনার পোস্ট গুলো কিছুটা ভুল রয়েছে।আপনি যে পোস্টটি করেছেন তার মধ্যে বানান অনেকগুলো ভুল রয়েছে।তাই পোস্ট দেওয়ার আগে একটু ভেবেচিন্তে দিবেন এবং পোস্ট দেওয়ার আগ মুহূর্ত আর একবার ভালো করে পড়ে বানান ভুল হয়েছে কিনা সেটা দেখে তারপরে পোস্ট করবেন।
Title: Re: NFT কি?
Post by: Sumaiya2 on January 03, 2021, 02:55:11 AM
আপনি যে পোস্টটা করেছেন তা থেকে আমার আর কিছু বলার নেই কারণ সব তথ্য আপনি তুলে ধরেছেন। বড় ব্যাপার হলো কপি পেস্ট করা কেউ যদি কপি পেস্ট করে তাহলে সবচেয়ে বড় ভুল তার আইডি বাদ হয়ে যেতে পারে। তাই এ সম্পর্কে সবাই সচেতন থাকবেন।
Title: Re: NFT কি?
Post by: Angel jara on January 08, 2021, 10:05:01 AM
 NFT এর পূর্ণরূপ Non-Fungible Token।NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে।আলাদা টোকেন ক্রিপ্টো তে নতুন কিছু যুক্ত করবে।
Title: Re: NFT কি?
Post by: Lutera94 on January 08, 2021, 07:08:19 PM
ধন্যবাদ ভাই আপনাকে  NFT সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না. NFT সম্পর্কে জানতে পারলাম এবং এটা একটা ডিজিটাল আর্ট হলেও ভবিষ্যতে টোকেন এর চাহিদা গুলোকে আরো বাড়িয়ে তুলতে পারে। আলাদা টোকেন ক্রিপ্টো তে নতুন কিছু যুক্ত করবে।
হ্যা এসব নতুন নতুন প্রযুক্তি গুলো ক্রিপ্টোকে আরো অনেকদূর নিয়ে যাবে। ইদানিং অনেক NFT প্রজেক্ট আসছে যা থেকে মানুষ ভালো কিছু করছে। তারমধ্যে DEGO NFT অন্যতম, ইহার মাধ্যমে মানুষে অনেক Dego ইনকাম করছে।
Title: Re: NFT কি?
Post by: Tubelight on March 22, 2021, 09:52:09 AM
NFT টোকেন এমন একটি টোকেন যেখানে প্রতিটি টোকেনের মধ্যে ইউনিক তথ্য জমা করে রাখা যায় তার স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে। আর এই জন্য একটি NFT টোকেন থেকে অন্য আরেকটি NFT টোকেন আলাদা। যার কারনেই এটিকে বলা হয় নন-ফানজিবল টোকেন।

বিষয়টিতে মনে হয় একটু কনফিউজ হয়ে গেলেন! চলুন ছোট্ট উদাহরন দিয়ে এর কনফিউশন দূর করার চেষ্টা করি।

যেমন ধরুন, আপনার কাছে এক বিকয়েন আছে সেই বিটকয়েনের মূল্য ১০০০০/- ডলার, এখন আপনার বন্ধুর কাছেও এক বিটকয়েন আছে। আপনার বিটকয়েন আর বন্ধুর কাছে যে বিটকয়েন আছে তার মূল্য কি আলাদা? নিশ্চয় না। অর্থাৎ আপনার আর আপনার বন্ধুর বিটকয়েনর মূল্য একই। আপনি চাইলে আপনার বন্ধুর সাথে আপনার বিটকয়েন এক্সচেন্জ করতে পারেন। এতে করে কোন বিটকয়েনের মূল্যের মধ্যে কোন পার্থক্য ঘটবে না।


Sorce link:- https://game.dclick.io/posts/@ontimepass/nft
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এন এফ টি সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য।অনেকেই এই তথ্য জানার জন্য অনেক চেষ্টা করেছি আশা করছি আপনার এই পোস্ট করে সকলেই তাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানতে পারবে।
Title: Re: NFT কি?
Post by: Password on March 22, 2021, 12:01:47 PM
NFT সম্পর্কে আমি কিছু জানতাম না সিনিয়র ভাইদের উপলক্ষ করে NFT সম্পর্কে ধারণা পেয়েছি। সিনিয়র ভাইদের ধন্যবাদ জানাচ্ছি NFT সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। সিনিয়র ভাইরা যদি ফোরামে এরকমভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তাহলে তার মধ্য থেকে আমরা অনেক কিছু জানতে পারবো।
Title: Re: NFT কি?
Post by: babu10 on March 23, 2021, 07:45:07 AM
ধন্যবাদ ভাই আপনাকে  NFT সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না. NFT সম্পর্কে জানতে পারলাম এবং এটা একটা ডিজিটাল আর্ট হলেও ভবিষ্যতে টোকেন এর চাহিদা গুলোকে আরো বাড়িয়ে তুলতে পারে। আলাদা টোকেন ক্রিপ্টো তে নতুন কিছু যুক্ত করবে।
হ্যা এসব নতুন নতুন প্রযুক্তি গুলো ক্রিপ্টোকে আরো অনেকদূর নিয়ে যাবে। ইদানিং অনেক NFT প্রজেক্ট আসছে যা থেকে মানুষ ভালো কিছু করছে। তারমধ্যে DEGO NFT অন্যতম, ইহার মাধ্যমে মানুষে অনেক Dego ইনকাম করছে।

NFT সম্পর্কে মডারেটর এবং আপনাদের আলোচনা খুব ভালো লেগেছে। আমিও এটা জানতে গিয়ে অনেক ঘাটাঘাটি করলাম এবং বর্তমানে সময়ের টপ ১০টি NFT প্রজেক্ট এবং তাদের বিস্তারিত তথ্য এখানে লিংক হিসাবে (https://itsblockchain.com/top-10-nft-crypto-projects-you-should-know/) যুক্ত করলাম আশাকরি সবাই উপকৃত হবেন এটা পড়ে।
Title: Re: NFT কি?
Post by: DragonHeart on March 23, 2021, 03:37:12 PM
আসলে আমরা নতুন একটি ক্রিপ্টোগ্রাফিক সম্পর্কে জানতে পারলাম। যা এন এফ টি এটা চালু হলে জানিনা কেমন হবে সে সম্পর্কে আমাদের তেমন ধারনা নেই কিন্তু আপনার পোস্ট পড়ে এনএক্সটি সম্পর্কে কিছুটা ধারনা হয়েছে।
আপনি একদম ঠিক কথা বলেছেন আসলে আমরা নতুন যার কারণে ক্রিপ্টো গ্রাফিক্স সম্পর্কে জানিনা। তবে এই পোষ্টটি পড়ে আমরা এই সম্পর্কে জানতে পারলাম। তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
Title: Re: NFT কি?
Post by: Fighter on March 23, 2021, 04:08:33 PM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
ভাই আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন। আসলে নতুন একটি ক্রিপ্টোগ্রাফিক্স সম্পর্কে জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Title: Re: NFT কি?
Post by: Milon626 on March 24, 2021, 06:15:16 AM
NFT কি সে সম্পর্কে আমার এর আগে কোন ধারণা ছিল না।  কিন্তু এখন আপনার পোস্টটি পড়ে আমি NFT সম্পর্কে মোটামুটি ভালোই জানতে পারলাম।  NFT সম্পর্কে কিছুটা ধারণা পেলাম।                       
Title: Re: NFT কি?
Post by: C 98 on March 24, 2021, 07:32:29 AM
বর্তমানে NFT হচ্ছে এই বছরের একটি হট টপিক। যার পুরো নাম হচ্ছে Non-Fungible Token. একটা সময় ছিলো ICO এর প্রভাব, তখন নতুন নতুন প্রজেক্ট ICO করে মার্কেটে এন্টি করতো। তারপর আসে IEO, যা এখনো রয়েছে অনেকটা। তবে আমরা এই বছরে এসে নতুন একটি টেকনোলজি সম্পর্কে জানলাম যার নাম NFT. ইহা একটি বিশেষ ধরণের ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা অন্য কিছু উপস্থাপন করে।
এটি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সিগুলি বা অনেকগুলি নেটওয়ার্ক বা ইউটিলিটি টোকেনের বীপরিতে অবস্থান করে।
এ ব্যাপারে আরো বেশী কেউ অবগত থাকলে বলার জন্য অনুরোধ করা হলো।
NFT সম্পর্কে আপনি ভালভাবে বুঝিয়ে দিয়েছেন। আগে এই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না।
Title: Re: NFT কি?
Post by: Madmax789 on November 15, 2022, 12:31:22 PM
ধন্যবাদ ভাই . আমিও অনেকদিন ধরে এই এনএফটি টোকেন সম্পর্কে জানতে চেয়েছিলাম৷ গুগলে আসলেই এত তথ্য নেই৷ আপনার পোস্ট পড়ে আমি এই সম্পর্কে জানতে পারি৷ আপনাকে আবার আমার ভালবাসা ধন্যবাদ
Title: Re: NFT কি?
Post by: Fulshai on December 14, 2023, 02:05:28 AM
আমি ফোরামের নতুন। তাই আমার এনএফটি সম্পর্কে জানা ছিল না। আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো করে এন এফ টি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তা হচ্ছে এন এফ টি হল একটি টোকেন। আশা করি ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের সম্মুখে তুলে ধরবেন।