Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: warhero on December 01, 2020, 06:09:52 PM

Title: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: warhero on December 01, 2020, 06:09:52 PM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Halkpro on December 01, 2020, 06:27:29 PM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। সকালে অ্যালটমেন্ট ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
হ্যা ভাই আপনার কথা গুলা আমার ভালো লাগছে।  আমি এর উপর ভিত্তি করে পোস্ট করতে চাইছিলাম গত কিছু দিন ধরে আমি লাগাতার পোস্ট করি সবাইকে সাহায্য করার চেষ্টা করি কাউকে কখনো- কারমা দেই নাই কিন্তু কে যেনো আমারে উল্টা - কারমা দিয়া রাখছে।  কেনো ভাই সবাই জদি এত হিংসা করো তা হলে তো ফোরামে থাকা কষ্টকর হয়ে যাবে। কেউ ভালো পোস্ট করলে তাকে +কারমা দিয়ে আরোও উৎসাহ দিবেন ভুল করলে সংশোধন করার সুযোগ দিবেন।  কিন্তু অনেকেই আছে এটাও দেখতে পারে না।  এ রকম করা যাবে না। আর আপনার কথা টা বাস্তবায়ন হবে এক দিন সবাই সেটাও দেখতে পারবে কে কাকে +কারমা দিলো -কারমা দিলো সবই ধীরে ধীরে পরিবর্তন হবে।
আর আপনার পোস্ট টা ভালো লাগছে তাই একটা + কারমা রইলো।শুভকামনা আপনার জন্য😊                 
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Runa on December 01, 2020, 06:33:46 PM
যদিও আমি অনেক জুনিয়ার। জানিনা এই কথাটি বলা ঠিক হবে কিনা। সবাই সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একা কখনও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না।একে অপরকে সাহায্য করলেই তো সবাই মিলে সামনের দিকে যেতে পারবো। তাই আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা না করে মিলেমিশে পড়াবে কাজ করাটাই সবার জন্য ভালো আর উপকারী।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Msweet on December 01, 2020, 06:43:53 PM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
আপনার পোষ্টটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। আমিও চাচ্ছি এরকম নিয়ম চালু করা হোক। হিংসা নয় ভালবেসে সবাই সবাইকে কারমা প্রদান করবে। পোষ্টের উপর ভিত্তি করে যে যেরকম প্রাপ্য তাকে তার প্রাপ্য কারমা প্রদান করা হবে । এটাই একে অপরকে সাহায্য করার সঠিক মাধ্যম। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে + 1 কারমা করে । ধন্যবাদ অ্যালার্ট কয়েনের ফোরামের সঙ্গে থাকবেন ।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: salukhe on December 01, 2020, 07:43:55 PM
আসলে কি ভাই আমরা বাঙালিরা  অপরের ভালো দেখতে পারিনা। কেউ যদি উপরের দিকে উঠতে চায় বাঙালিরা তা সহ্য করতে পারে না। আমরা সবাই এখানে এসেছি কাজ করতে কারো ক্ষতি করতে নয়। সবাই মিলেমিশে কাজ করার চেষ্টা করব। আর যারা সিনিয়র ভাইরা আছেন তারা আমাদের কোন কাজ ভুল হলে সতর্ক করে দিবেন।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Rakin343 on December 01, 2020, 11:34:10 PM
আসলে কাউকে কোনো কারণ ছাড়াই হিংসা করে নেগেটিভ কারমা দেওয়া হয় না কখনোই। কারণ আপনাকে চিনিনা জানিনা আপনার সম্পর্কে আমার সাথে কোন হিংসা নেই তাহলে আমি আপনাকে কিসের জন্য নেগেটিভ কারমা দেবো তবে যাদের পোস্টগুলা ফোরাম ভিত্তিক নয় এবং ফোরামের রুলস না মানে যারা কাজ করে তারা নেগেটিভ কারমার আওতায় পড়ে যায়। তবে কারমা যদি দেখা যায় তো কে দিছে তাহলে সবচেয়ে ভালো হত।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Magepai on December 02, 2020, 12:36:35 AM
আপনি যে বলেছেন এরকম নিয়ম চালু হলে অবশ্যই ভালো হবে। তাহলে আমার বিশ্বাস অল্পতেই কি নেগেটিভ কারমা দিতে চাইবে না।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Magepai on December 02, 2020, 12:38:45 AM
আসলে কাউকে কোনো কারণ ছাড়াই হিংসা করে নেগেটিভ কারমা দেওয়া হয় না কখনোই। কারণ আপনাকে চিনিনা জানিনা আপনার সম্পর্কে আমার সাথে কোন হিংসা নেই তাহলে আমি আপনাকে কিসের জন্য নেগেটিভ কারমা দেবো তবে যাদের পোস্টগুলা ফোরাম ভিত্তিক নয় এবং ফোরামের রুলস না মানে যারা কাজ করে তারা নেগেটিভ কারমার আওতায় পড়ে যায়। তবে কারমা যদি দেখা যায় তো কে দিছে তাহলে সবচেয়ে ভালো হত।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন।কেউ যদি ফোরামের নিয়মকানুন মেনে না চলে তাহলে কিন্তু সে নেগেটিভ করবা খেতে পারে।আবার দেখা যায় না বুঝেশুনে একেক ধরনের পোস্ট করতেছে তাহলে কিন্তু সে নেগেটিভ কারমা খাবে এটা স্বাভাবিক।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Malam90 on December 02, 2020, 04:32:56 AM
আসলে কাউকে কোনো কারণ ছাড়াই হিংসা করে নেগেটিভ কারমা দেওয়া হয় না কখনোই। কারণ আপনাকে চিনিনা জানিনা আপনার সম্পর্কে আমার সাথে কোন হিংসা নেই তাহলে আমি আপনাকে কিসের জন্য নেগেটিভ কারমা দেবো তবে যাদের পোস্টগুলা ফোরাম ভিত্তিক নয় এবং ফোরামের রুলস না মানে যারা কাজ করে তারা নেগেটিভ কারমার আওতায় পড়ে যায়। তবে কারমা যদি দেখা যায় তো কে দিছে তাহলে সবচেয়ে ভালো হত।

এটাও একটা কারণ নেগেটিভ কারমা দেওয়ার ক্ষেত্রে। অনেকেই এমন পোস্ট করেন যা ফোরামের কোন রুলেসের আওতায় পড়েনা। অফ টপিক আলোচনা করেন, কপি পেস্ট করেন সোর্স ছাড়াই, আবার অনেকে অনেককে আক্রমন মূলক কথা বলেন, অনেকেই দেখি মাত্র দু একটি শব্দ দিয়ে পোস্ট করেন। আসলে এসব দেখলে তখন অনেকেরই বিরক্তির কারণ হয়ে দাড়ায়। যা নেগেটিভ কারমা খাওয়ার অন্যতম কারণ। লো কোয়ালিটি পোস্টও আরেকটি কারণ। আর হা অনেক সময় কেউ কারো উপর রাগ হলে তাকে নেগেটিভ কারমাও দিয়ে থাকতে পারেন যদিও আমার জানা নেই তবে সেটা খুবই কম।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Ricky on December 02, 2020, 04:49:19 AM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
ভাই এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। কোন কারন ছাড়াই কাউকে নেগেটিভ কারমা দেওয়া ঠিক না। অনেক জুনিয়র মেম্বার আছেন তারা হিংসাবশত কারণে অন্যকে নেগেটিভ কারমা দেয়। কিন্তু সিনিয়র ভাই এরা কখনো এরকমটা করেন না। তারা জুনিয়রদের কে সব সময় পজিটিভ কারমা দিয়ে থাকেন উৎসাহটা বাড়ানোর জন্য।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Lutera94 on December 02, 2020, 04:50:44 AM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
হ্যা এটা খুব ই উদ্ভট লাগে আমার কাছে। কারণ কেউ হিংসাপরায়ণ হয়ে নেগেটিভ কর্মা দিতে পারে আবার কেউ সজনপ্রীতি করে পজেটিভ কর্মা দিতে পারে। কিন্তু বিস্তারিত যদি দেখা যেতো তাহলে অনেকেই চাইলেই কারো ক্ষতি বা উপকার করতে পারবেনা কোন লজিক ছাড়া। আশা করি ফোরামের সংশ্লিষ্ট ব্যাক্তিরা এটা নিয়ে চিন্তা করবে
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Ricky on December 02, 2020, 05:20:16 AM
যদিও আমি অনেক জুনিয়ার। জানিনা এই কথাটি বলা ঠিক হবে কিনা। সবাই সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একা কখনও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না।একে অপরকে সাহায্য করলেই তো সবাই মিলে সামনের দিকে যেতে পারবো। তাই আমাদের মধ্যে একে অপরের প্রতি হিংসা না করে মিলেমিশে পড়াবে কাজ করাটাই সবার জন্য ভালো আর উপকারী।
আমার মনে হয় আপনি ঠিক কথাই বলেছেন আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। আমরা যদি একে অন্যকে সাহায্য করি তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো এবং আমাদের ফোরামে এগিয়ে যাবে। তাই সবাইকে অনুরোধ করে বলবো ইনশা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবাইকে পজেটিভ কারমা দিন সবাই সবাইকে সাহায্য করুন। ভুল করলে বুঝিয়ে বলুন কিন্তু নেগেটিভ কারমা কাউকে দিবেন না প্লিজ।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Lutera94 on December 02, 2020, 05:22:57 AM
আসলে কাউকে কোনো কারণ ছাড়াই হিংসা করে নেগেটিভ কারমা দেওয়া হয় না কখনোই। কারণ আপনাকে চিনিনা জানিনা আপনার সম্পর্কে আমার সাথে কোন হিংসা নেই তাহলে আমি আপনাকে কিসের জন্য নেগেটিভ কারমা দেবো তবে যাদের পোস্টগুলা ফোরাম ভিত্তিক নয় এবং ফোরামের রুলস না মানে যারা কাজ করে তারা নেগেটিভ কারমার আওতায় পড়ে যায়। তবে কারমা যদি দেখা যায় তো কে দিছে তাহলে সবচেয়ে ভালো হত।
আপনাকে যথাযত সম্মান জানিয়ে আপনার যুক্তি দিমত পোষণ করলাম। কারণ আমরা যারা যারা ফোরামে কাজ করি তারা হয়তো একে অপরকে সরাসরি দেখিনি কিন্তু কিন্তু ভার্চুয়াল ভাবে ঠিক ই চিনি। আপনার ফোরাম নাম বা টুইটার বা টেলিগ্রাম আইডি সব ই জানি। এ থেকে আপনার সম্পর্কে একটা ধারনা পেতে পারি। সেক্ষেত্রে আপনার সাথে কোন না কোনভাবে মতের অমিল হলে বা অন্য যে কোন কারনে একে অপরের প্রতি হিংসাপরায়ণ হতে পারি। সেক্ষত্রে কিন্তু চাইলেই আমি আপনার ক্ষতির কারণ হতে পারি। এটা আমার ব্যাক্তিগত মতামত, ভুল হলে মাফ করবেন।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: AGM on December 02, 2020, 05:23:50 AM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
এক্ষেত্রে আমি মনে করি আমাদের সম্মানিত মডারেটর এই বিষয় গুলোর দিকে তার সুদৃষ্টি প্রদান করবে। কেন না তিনি চাইলে যে কোন কিছু করতে পারেন। তাই আমি তাকে অনুরোধ করব যে এই বিষয়গুলো কিভাবে সলিউশন করা যায় সেই পদেক্ষেপ নিতে। আমি যতদুর জানি তিনি এই ফোরামের একজন গুরুত্বপুর্ণ ব্যেক্তি। বর্তমানে তিনি বাংলাবোর্ড সহ গ্লোবাল মডারেটর হয়ে আছেন। এছাড়া এটা আমার ব্যেক্তিগত মতামত যে,উনি যদি চায় তা হলে ফোরামের সর্বোচ্চ পর্যায়ের উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যতদুর জানি উনি এডমিন লেভেলের বিভিন্ন কাজও করে থাকেন, যে কোন বিষয়ে তারমতামত কে প্রাধান্য দেয়া হয়। ইতি পূর্বে আমি তার বেশ কিছু কার্যকলাপে তার প্রমানও পেয়েছি। তাই তাহার সুদৃষ্টি কামনা করছি।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Ricky on December 02, 2020, 05:29:35 AM
আপনি যে বলেছেন এরকম নিয়ম চালু হলে অবশ্যই ভালো হবে। তাহলে আমার বিশ্বাস অল্পতেই কি নেগেটিভ কারমা দিতে চাইবে না।
আমাদের ফোরামের সবাই এখন বন্ধুসুলভ আচরণ করে থাকেন। বিশেষ করে সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদেরকে অনেক সাহায্য করে থাকেন। জুনিয়ররা ভুল করলে তারা বারবার বুঝিয়ে বলেন কিন্তু কখনো নেগেটিভ কার্মাদেন না। তাই বলে আমাদের জুনিয়রদের বারবার ভুল করা উচিত নয় একটা ভুল করার পরেই আমাদের শিক্ষা নেওয়া উচিত। তাহলেই হয়তো আমরা নেগেটিভ কারমা পাওয়া থেকে দূরে থাকতে পারবো।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Churphans on December 02, 2020, 05:32:41 AM
আপনি যে বলেছেন এরকম নিয়ম চালু হলে অবশ্যই ভালো হবে। তাহলে আমার বিশ্বাস অল্পতেই কি নেগেটিভ কারমা দিতে চাইবে না।
আমার বিশ্বাস বিটকয়েন্টক এর মত এলিট কয়েন টক একদিন কারমা দৃশ্যমান হবে।
Title: Re: কোন কারন ছাড়াই যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় ।
Post by: Nostoman on December 02, 2020, 05:40:51 AM
কোন কারন ছাড়াই হিংসা প্রবন হয়ে যদি এই ফোরামে কেউ নেগেটিভ কারমা দেয় , কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর নেগেটিভ কারমা দিয়েছে। অপরদিকে  কেউ যদি পজিটিভ কারমা দেয় কে দিয়েছে এবং সে কোন পোষ্টের উপর পজিটিভ কারমা দিয়েছে এটা যদি শো করতে কিংবা এটা যদি অ্যানালাইজ করা যেত তাহলে অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট পোষ্টের নির্দিষ্ট কারমা সবাই পেত । এটা নেগেটিভ কারমা কিংবা পজিটিভ কারমা যেটাই হোক। আশা করছি এরকম নিয়ম অচিরেই এ ফোরামে চালু হয়ে যাবে। এই সম্বন্ধে আপনাদের মতামত গুলো জানতে চাচ্ছি । সকালে এ্যালোট কয়েন ফোরামের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে।
এক্ষেত্রে আমি মনে করি আমাদের সম্মানিত মডারেটর এই বিষয় গুলোর দিকে তার সুদৃষ্টি প্রদান করবে। কেন না তিনি চাইলে যে কোন কিছু করতে পারেন। তাই আমি তাকে অনুরোধ করব যে এই বিষয়গুলো কিভাবে সলিউশন করা যায় সেই পদেক্ষেপ নিতে। আমি যতদুর জানি তিনি এই ফোরামের একজন গুরুত্বপুর্ণ ব্যেক্তি। বর্তমানে তিনি বাংলাবোর্ড সহ গ্লোবাল মডারেটর হয়ে আছেন। এছাড়া এটা আমার ব্যেক্তিগত মতামত যে,উনি যদি চায় তা হলে ফোরামের সর্বোচ্চ পর্যায়ের উর্ধ্বতনদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যতদুর জানি উনি এডমিন লেভেলের বিভিন্ন কাজও করে থাকেন, যে কোন বিষয়ে তারমতামত কে প্রাধান্য দেয়া হয়। ইতি পূর্বে আমি তার বেশ কিছু কার্যকলাপে তার প্রমানও পেয়েছি। তাই তাহার সুদৃষ্টি কামনা করছি।
  বেশিরভাগ সময় আমি অ্যাক্টিভ থাকি। কে কি ধরনের পোস্ট করে, কে কি করে সেটা খেয়াল রাখি। আমি মনে করি কারমা নিয়ে খুব একটা বেশি কিছু হয়নি। তবে বাংলাদেশের ইউজাররা যারা বাঁকা তেরা আছেন তারা ঠিক হয়ে যাবেন। নইলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আর আমি মনে করি এই টপিকটি দরকার নেই। লক করে দেয়া হলো। সবাই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। কারো বিরুদ্ধে কেউ যদি রিপোর্ট দিতে চান, তাহলে রিপোর্ট মডারেটর বাটনে ক্লিক করে রিপোর্ট দিবেন। আমি প্রতিদিন একবার রিপোর্ট চেক করি। অন্য কোন প্রসঙ্গে আলোচনা না করাই ভালো। ধন্যবাদ