Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on December 02, 2020, 10:37:41 AM
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
-
ফোরামে এসেছি আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার জন্য। আমরা অনেকেই অনেক দিকে কাজ করি যেমন মার্কেটিং ইনভেস্টিং বিনিয়োগ হোল্ড করা ট্রেডিং করা ইত্যাদি। আমরা এক একজন এক এক দিকে বেশি আগ্রহী। কিন্তু আমি সবচেয়ে বেশি আগ্রহী বাউন্টি নিয়ে। কারণ 2017 সালে বাউন্টির অবস্থা খুবই ভালো ছিল। সেখান থেকে ভালো পরিমাণ এর একটি প্রফিট পাওয়া গেছে। তাই আমি বাউন্টি দিকে বেশি আগ্রহ দেই। আমি মনে করি বাউন্টি থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
-
ফোরামে আপাতত হান্টার হিসেবে আছি তবে ক্রিপ্টো মার্কেটে আমি একজন ইনভেস্টর হিসেবে আছি। আমি কিছু দীর্ঘমেয়াদী টোকেন কিনে সেগুলো হোল্ড করে রাখি যাতে পরবর্তীতে মার্কেট বাড়ার সাথে সাথে আমি কিছু প্রফিট পেতে পারি।
-
ফোরামে আপাতত হান্টার হিসেবে আছি তবে ক্রিপ্টো মার্কেটে আমি একজন ইনভেস্টর হিসেবে আছি। আমি কিছু দীর্ঘমেয়াদী টোকেন কিনে সেগুলো হোল্ড করে রাখি যাতে পরবর্তীতে মার্কেট বাড়ার সাথে সাথে আমি কিছু প্রফিট পেতে পারি।
তাহলে ত ভালোই হলো, তা কি কি কয়েন হোল্ড করেন তা যদি আমাদের সাথে শেয়ার করতেন তাহলে আমরা ও কিনার জন্য আগ্রহ করতাম। আশা করি শেয়ার করবেন, ধন্যবাদ
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
আমি এখন বাউন্টি হান্টার হিসেবে কাজ করছি। ভবিষ্যতে ইনভেস্টর হওয়ার পরিকল্পনা রয়েছে জানিনা কি হবে। হোল্ড করতে আমার ভালো আগ্রহ রয়েছে। আমি মনে করি মার্কেট এর ওপর নিয়মিত নজর রেখে ইনভেস্ট করলে মোটামুটি ভাল প্রফিট পাওয়া যাবে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভবিষ্যতে ট্রেডিং করার আশা আছে। এজন্য ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিং সম্পর্কে সকল তথ্য জানার চেষ্টা করছি।কারণ মার্কেট সম্পর্কে ভালোভাবে না জেনে ট্রেনিং করতে গেলে লছের সম্ভাবনাই বেশি। তবে বর্তমানে ফোরামে আমি বাউন্টি হিসেবে কাজ করছি।
-
ক্রিপ্টোকারেন্সি তাই আমি এসেছি নতুনও বর্তমানে আমি বাউন্টি করে যাচ্ছি। বর্তমানে প্রথমত একটি সিগনেচার ক্যাম্পেইনে অ্যাড হয়েছি। আপাতত এটুকুই করে যাচ্ছি।
-
ক্রিপ্টো কারেন্সিতে সবচেয়ে বেশি পাউন্ড এবং এয়ার্ড্রপ করে থাকি। মাঝেমধ্যে টোকেন এক্সচেঞ্জ করে কল করে রাখি। কিন্তু এখানে আমি কোন ইনভেস্ট করিনা।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক মানুষ অনেক ভাবে টাকা ইনকাম করছে। কেউ বাউন্টি থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনভেস্ট করে আবার কেউ ট্রেডিং করে। যে কোন বিষয়ের উপর কাজ করতে হলে সে বিষয়ে সম্পর্কে আগে জানতে হবে তাহলে ইনকাম করা সম্ভব। আমরা ফোরামে যারা আছি সবাই ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত। সবাই তাদের নিজ টার্গেট অনুযায়ী কাজ করে। প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করে। বাউন্টি মানে হল কোন প্রজেক্টকে প্রমোট করে দেওয়া।কোন প্রজেক্ট কে যদি আমরা প্রমোট করে দিতে পারি তাহলে তার বিনিময়ে আমাদের কিছু অর্থ প্রদান করে। যেটা আমরা পেমেন্ট হিসেবে বলে থাকি। ক্রিপ্টোকারেন্সি তে আমার পেশা বলতে আমি বাউন্টি করে ইনকাম করতে চাই। কারণ যারা 2017 সাল থেকে বাউন্টি করে আসছে তারা ইতিমধ্যে অনেকগুলো প্রফিট নিয়ে ভালো রকমের একটি অবস্থায় অবস্থান করেছেন। ট্রেডিং ইনভেস্ট সম্পর্কে আমার মোটামুটি ভালই জ্ঞান রয়েছে কিন্তু তারপরও সে দেখে আমি ঢুকে পড়ি নাই। আমার বাউন্টি করতে অনেক ভালো লাগে আমার মনে হয় বাউন্টি থেকে ভালো রকমের একটা পেমেন্ট পাওয়া যাবে।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
বর্তমানে আমি ক্রিপ্টোকারেন্সিতে বাউন্টি হান্টার হিসাবে কাজ করি।
আবার বাউন্টির পাশে পাশি মাঝেমাঝে এয়ারড্রব ও করে থাকি।তবে আমার ভবিষ্যৎ এ ইচ্ছা আছে হোল্ড করার।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক মানুষ অনেক ভাবে টাকা ইনকাম করছে। কেউ বাউন্টি থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনভেস্ট করে আবার কেউ ট্রেডিং করে। যে কোন বিষয়ের উপর কাজ করতে হলে সে বিষয়ে সম্পর্কে আগে জানতে হবে তাহলে ইনকাম করা সম্ভব। আমরা ফোরামে যারা আছি সবাই ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত। সবাই তাদের নিজ টার্গেট অনুযায়ী কাজ করে। প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করে। বাউন্টি মানে হল কোন প্রজেক্টকে প্রমোট করে দেওয়া।কোন প্রজেক্ট কে যদি আমরা প্রমোট করে দিতে পারি তাহলে তার বিনিময়ে আমাদের কিছু অর্থ প্রদান করে। যেটা আমরা পেমেন্ট হিসেবে বলে থাকি। ক্রিপ্টোকারেন্সি তে আমার পেশা বলতে আমি বাউন্টি করে ইনকাম করতে চাই। কারণ যারা 2017 সাল থেকে বাউন্টি করে আসছে তারা ইতিমধ্যে অনেকগুলো প্রফিট নিয়ে ভালো রকমের একটি অবস্থায় অবস্থান করেছেন। ট্রেডিং ইনভেস্ট সম্পর্কে আমার মোটামুটি ভালই জ্ঞান রয়েছে কিন্তু তারপরও সে দেখে আমি ঢুকে পড়ি নাই। আমার বাউন্টি করতে অনেক ভালো লাগে আমার মনে হয় বাউন্টি থেকে ভালো রকমের একটা পেমেন্ট পাওয়া যাবে।
আসলে ভাই বাউন্টি থেকে আগের মত এতটা ভালো পেমেন্ট পাওয়া যায় না, তবে আমি ও একজন হান্টার তাই আশায় আছি কোন এক ভালো প্রজেক্টের যা আমাকে অনেক বড় কিছু দিবে। আশা করি মার্কেট ভালো থাকলে বাউন্টি থেকে ভালো কিছু করা সম্ভব
-
আমি ক্রিপ্টোতে কিছু করিনা। সবাই কাজ করে সেগুলো শুধু দেখি। আর বিভিন্ন প্রজেক্ট আছে সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে, যদি প্রজেক্ট ভালো হয়, তাহলে বিনিয়োগ করি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
।
ফোরামে আমি এখনো তেমন কোন কাজ করি না। মেম্বার হওয়ার পর এখানে বাউন্টি হিসেবে কাজ করব। এবং ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন বিষয় সম্পর্কে ভালভাবে জানার চেষ্টা করছি এখানে কিভাবে ট্রেডিং ইনভেস্ট বাউন্টি ইত্যাদি সম্পর্কে সিনিয়রদের কাছ থেকে বিভিন্ন ভাবে ভালোকরে জানার চেষ্টা করছি । ভালো প্রজেক্ট পেলে ইনভেস্ট করার ইচ্ছা আছে।
-
এই ফোরামে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যার যেটা ভালো লাগে সেটা যে সে করে থাকে।আমি ক্রিপ্টোকারেন্সি তে ভবিষ্যতে ইনভেস্ট করতে চাই আর আমি যদি ইনভেস্ট করি আমি অবশ্যই বিটকয়েন ও ইথারিয়াম মধ্যে করব।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
১.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার
2.সোশ্যাল মিডিয়া মার্কেটের
3.কনসালটেন্ট
4.অ্যাম্বাসেডর
5.Trader
আপনারা চাইলে নিচের এই পোস্ট টি থেকে ঘুরে আসতে পারেন ।
https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
-
এ ফ্রামে অনেকেই অর্থ উপার্জন করতেছে বিভিন্ন ভাবে কাজ করে কেউ বাউন্টি করে আবার কেউবা এয়ার্ড্রপ করে উপার্জন করতেছে। এখানে আমরা যারা আছি সবাই ক্রিপ্টো নিয়ে কাজ করি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ভাই আপাতত কোন বিষয় নিয়ে কাজ করছি না। কারণ ক্রিপ্টোকারেন্সির জগতে আমি এখনো তেমন একটা পারদর্শী হয়ে উঠতে পারিনি। ক্রিপ্টোকারেন্সির সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানা ও শেখার মধ্যে দিয়েই এখন আমি আমার দিন পার করতেছি।
তবে খুব শীগ্রই বিভিন্ন কাজ করার আশা আছে। তবে এখন বাউন্টি ও এয়ারড্রোপ করার মতো এবিলিটি অর্জন করেছি মাত্র এবং অন্যান্য বিষয়ে জানার চেষ্টা করছি।
আশা করি ভবিষ্যতে ফোরামের সকল ভাইদের সাহায্য ও সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারবো, ইনশাআল্লাহ।
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
খুব সুন্দর ভাবে বলেছেন বাউনটি সবার জন্য কিন্ত ট্রেড আসলে সবার জন্যে নয় কারন হচ্ছে ট্রেড করতে হলে অনেক সময় সাধনা ও পরিশ্রম করতে হয় কিন্তু বাউন্টি করতে তা লাগেনা, বিশেষ করে ট্রেড করতে গেলে অনেক কিছু জানতে হয় শুধুমাত্র ইনভেস্ট করলেই ট্রেড করা জায়না।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ভাই আপনার টপিকটা অসাধারণ আপনার এই টপিক থেকে অনেক কিছু জানতে পারলাম ও শিখতে পারলাম অনেক ভাই অনেক ধরনের কাজ করেন আমি বর্তমানে প্রজেক্ট প্রমোটিং এ কাজ করি অনেক ভাই দেখলাম ইনভেস্টর তারপর মার্কেটিং আরো অনেক ধরনের কাজ করেন তাদের কাজের ধরন সম্পর্কে বলেছেন তাদের কাজ সম্পর্কে আমি জানতে পারলাম আপনার এই টপিকের মাধ্যমে
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
হ্যা ভাই, বিনোয়োগ করতে গেলে অনেকগুলো ব্যাপার সামনে চলে।আসে যা আমরা অনেকেই মিলাতে পারিনা। তবে আমি ও বাউন্টিকেই।প্রাধান্য দেই। বিনোয়োগ করতে ভয় লাগে।।
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
হ্যা ভাই, বিনোয়োগ করতে গেলে অনেকগুলো ব্যাপার সামনে চলে।আসে যা আমরা অনেকেই মিলাতে পারিনা। তবে আমি ও বাউন্টিকেই।প্রাধান্য দেই। বিনোয়োগ করতে ভয় লাগে।।
হুম আমরা জারা নতুন আছি তারা সবসমই চেস্টা করি যে কিভাবে অল্প কস্ট করে বেশি প্রোফীত করা জাবে কিন্ত আমারা বেশিরভাগ মানুষ লস হতে পারে এই সব কথা চিন্তাও করিনা যে আমাদের আসলেও লস হবে।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক মানুষ অনেক ভাবে টাকা ইনকাম করছে। কেউ বাউন্টি থেকে টাকা ইনকাম করছে আবার কেউ ইনভেস্ট করে আবার কেউ ট্রেডিং করে। যে কোন বিষয়ের উপর কাজ করতে হলে সে বিষয়ে সম্পর্কে আগে জানতে হবে তাহলে ইনকাম করা সম্ভব। আমরা ফোরামে যারা আছি সবাই ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত। সবাই তাদের নিজ টার্গেট অনুযায়ী কাজ করে। প্রত্যেকটা মানুষের একটা করে স্বপ্ন থাকে সেই স্বপ্ন অনুযায়ী কাজ করে। বাউন্টি মানে হল কোন প্রজেক্টকে প্রমোট করে দেওয়া।কোন প্রজেক্ট কে যদি আমরা প্রমোট করে দিতে পারি তাহলে তার বিনিময়ে আমাদের কিছু অর্থ প্রদান করে। যেটা আমরা পেমেন্ট হিসেবে বলে থাকি। ক্রিপ্টোকারেন্সি তে আমার পেশা বলতে আমি বাউন্টি করে ইনকাম করতে চাই। কারণ যারা 2017 সাল থেকে বাউন্টি করে আসছে তারা ইতিমধ্যে অনেকগুলো প্রফিট নিয়ে ভালো রকমের একটি অবস্থায় অবস্থান করেছেন। ট্রেডিং ইনভেস্ট সম্পর্কে আমার মোটামুটি ভালই জ্ঞান রয়েছে কিন্তু তারপরও সে দেখে আমি ঢুকে পড়ি নাই। আমার বাউন্টি করতে অনেক ভালো লাগে আমার মনে হয় বাউন্টি থেকে ভালো রকমের একটা পেমেন্ট পাওয়া যাবে।
আপনি ঠিক বলছেন ক্রিপ্টোকারেন্সি থেকে অনেকেই অনেক ভাবে ইনকাম করে এবং সবাই তাদের ইনকাম নিয়ে ব্যস্ত আছে যার যার ইনকাম সে সে করতেছে ক্রিপ্টোকারেন্সি থেকে সবাই যেভাবে ইনকাম করে আপনি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ফোরামে মূলত 4 ধরনের কাজ হয়ে ইনকামের পথ থাকে যেমন- বাউন্টি করে, ওয়েব ডেভেলাপ করে, ইনভেষ্ট করে অথবা ট্রেডিং করে। আসলে কে কেমন ইনকাম করতে পারবে সে কোন সেক্টরে কি পরিমান দক্ষ সেটার উপর। আমি ব্যক্তিগতভাবে বাউন্টি এবং ট্রেডিং করি কারন অন্যগুলো আমার অধিকারে নাই।
ধন্যবাদ।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ফোরামে মূলত 4 ধরনের কাজ হয়ে ইনকামের পথ থাকে যেমন- বাউন্টি করে, ওয়েব ডেভেলাপ করে, ইনভেষ্ট করে অথবা ট্রেডিং করে। আসলে কে কেমন ইনকাম করতে পারবে সে কোন সেক্টরে কি পরিমান দক্ষ সেটার উপর। আমি ব্যক্তিগতভাবে বাউন্টি এবং ট্রেডিং করি কারন অন্যগুলো আমার অধিকারে নাই।
ধন্যবাদ।
আরো বেশ কিছু ভাবে ইঙ্কাম করা যায় যেমন সারভিস দিয়ে , লোন দিয়ে, বিভিন্ন ধরনের সেবা প্রদান করেও ভাল ভাবে ইঙ্কাম করা সম্ভাব কিন্ত আপনার সাথে আমি একমত যে যে বিষয় নিয়ে কাজ করবে সেখানে তাকে অবশ্যই দক্ষ হতে হবে তবেই কাজ করতে পারবে।
-
ক্রিপ্টো জগতে আমি নিতান্তই নতুন, ধরা চলে আমি এ বিশাল ক্রিপ্টো জগৎ সম্পর্কে কিছুই যানি না। তবে ধিরে ধিরে জানার ও বুঝার চেষ্টা করছি আর এখন আপাদত বাউন্টির কাজ করছি। তবে আশা আছে এই ক্রিপ্টো জগতের প্রতিটি পদক্ষেপে নিজের ছোয়া রাখবো।
-
আমি মনেকরি এই ফোরামে যারা আছে তাদের সকলেই মূল কাজ বাউন্ট প্রোজেক্ট এ কাজ করা। আবার অনেকে এই বাউন্টি থেকে প্রাপ্ত ইনকাম দিয়ে ট্রেড ও করে থাকে। আমি নিজে ও ট্রেড করি কিন্তু এটা খুবি রিস্কি কাজ। ট্রেড সবার জন্য না। ট্রেড করতে হলে প্রচুর স্টাডি করতে হয় তা না হলে কষ্টার্জিত টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি অনেক টাকা ট্রডিং এ নষ্ট করেছি। তাই আমার মতে শুধু বাউন্টি করাই ভালো। এখানে ক্ষতির কোন ভয় থাকে না।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
জি হ্যা আপনি ঠিকই বলেছেন। আমরা এখানে এক এক জন এক এক ধরনের কাজ করে থাকি। অনেকেই এাখানে বাউন্টি করে আবার অনেকেই ট্রেড করে। তবে আমি ধরতে গেলে দুটোই করি। কেন না বাউন্টিতে সবসময় পেমেন্ট থাকে না। আবার থাকলেও আমার চাহিদামতে হয় না। সেক্ষেত্রে অবশ্যই আমাকে ভিন্ন পথ বেছে নিতে হবে চাহিদা মেটানোর জন্য। আর সেই দিক থেকে চিন্তা করে আমি ট্রেডিং কে গুরত্ব দিয়েছি।
-
আমি এখানে এয়ারড্রপ এবং সেই সাথে বাউন্টিও করে থাকি। এছাড়া আমার অন্য পেশা আছে তাই সব কিছুই একসাথে করতে পারিনা। তবে চেস্টা করি এখানে ভাল সময় দেওয়ার। যতটুকু দিতে পারি তাতে আমি সন্তুষ্ট।
-
ক্রিপ্টোকারেন্সি দেখা যায় একেক জন একেক রকম করে ইনকাম করছে। আমি বর্তমানে কিছু কিছু টোকন হোল্ড করে রাখছি সেগুলো ভবিষ্যতে আশায় বর্তমানে যেহেতু এদের প্রাইস কিছুটা কম তাই আমি ভবিষ্যতের জন্য সেগুলো রেখে দিয়েছি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
আমি ফোরাম এসেছি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে। কিন্তু আমি এই ফোরামে অনেকটাই নতুন তাই ফোরামের যাবতীয় পোস্টগুলো আমি এখনো ভালোভাবে পড়তে পারিনি। আমি এখানে মূলত ক্রিপ্টোকারেন্সি এর যাবতীয় এক্টিভেট নিয়ে কাজ করতে আসছি। অবশ্যই আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে আপনারা সাহায্য করবেন।
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে।আসলে বাউন্টি কিন্তু সবাই করতে পারে এবং এখান থেকে কিছু না কিছু পেমেন্ট পেয়ে থাকে। এবং ট্রেড করতে হলে অবশ্যই আপনার কাছে হিউজ পরিমান ডলার থাকতে হবে।তাহলে দেখা যাচ্ছে কোন একটা থেকে যদি আপনি বিশাল রস খেয়ে যান আবার দেখা যাবে অন্যটা থেকে আপনি ভাল প্রফিট পাচ্ছেন। এজন্য ডিলিট করতে হলে অবশ্যই আপনাকে ক্রিপ্টোকারেন্সি সকল বিষয় সম্পর্কে ভালো জানা থাকতে হবে। এবং আপনার কাছে বিপুল সংখ্যক ডলার থাকতে হবে। তাহলেই আপনি রিক্স নিতে পারবেন এবং ভবিষ্যতে কিছু করতে পারবেন।
-
ক্রিপ্টোকারেন্সি তে আমি কাজ করছি প্রায় তিন মাস হয়েছে। এরমধ্য আমি শুধু বাউন্টি করেছি এবং কিছু এয়ারড্রপ করেছি। এবং একটি টোকেন কিনে রেখেছি দেখি ভবিষ্যতে কি হয়।
-
ক্রিপ্টোতে আমি যা করেছি তার সিংহভাগ হচ্ছে বাউন্টিতে কাজ করে। আর বাউন্টি করে যে আয় করেছি তা দিয়ে ট্রেড করেছি, সেখান থেকে যেমন আয়ও করেছি আবার ট্রেড করতে গিয়ে সেই কষ্টার্জিত অনেক ডলারও নষ্ট করেছি। শুধু বাউন্টি করে যা কামাইছি তা যদি ক্যাশ করতাম তাহলে আজকে আমার আর বাউন্টি করা লাগতোনা। যাই হোক, বাউন্টি সবার জন্য কিন্তু বিনিয়োগ সবার জন্য নয়। বিনিয়োগ করতে অনেক এনালাইসিস লাগে, পুঁজি লাগে, সাহস লাগে। যারা সেটার প্রপার ব্যবহার করতে পারেন তারাই বিনিয়োগে সফল হন। তবে এক কথায় ক্রিপ্টোজগতে আমার প্রথম পেশা হচ্ছে- বাউন্টি বা ক্রিপ্টো প্রমোশন।
খুব সুন্দর ভাবে বলেছেন বাউনটি সবার জন্য কিন্ত ট্রেড আসলে সবার জন্যে নয় কারন হচ্ছে ট্রেড করতে হলে অনেক সময় সাধনা ও পরিশ্রম করতে হয় কিন্তু বাউন্টি করতে তা লাগেনা, বিশেষ করে ট্রেড করতে গেলে অনেক কিছু জানতে হয় শুধুমাত্র ইনভেস্ট করলেই ট্রেড করা জায়না।
ভাই আমি আপনার সাথে একমত, বাউন্টি সবাই জন্য এটি সবাই করতে পারে। কিন্তু ট্রেড সবাই করতে পারে না, ট্রেড করতে হলে ফোরাম সম্পর্কে অধিক এনালাইসিস করতে হবে জানতে হবে, বুঝতে হবে তা না হলে আপনি বিনিয়োগ করে সফলতা অর্জন করতে পারবেনা। ক্রিপ্টোতে আমার পেশা আমি বাউন্টি করি।
-
ভাই সাধারণভাবে বলতে গেলে আমি এই ক্রিপ্টো জগতে এসেছি মাত্র কিছু মাস হয়ে গেছে আমি বর্তমানে প্রজেক্ট প্রমোটিং কাজ করছি জানিনা এই কাজ করে আমি কতটা সফলতা অর্জন করতে পারব তবে এ বিষয়ে যদি কারো কোন অভিজ্ঞতা থাকে আমাকে অবশ্যই সাহায্য করবেন আপনাদের সাহায্য থেকে অনেকটা উপকৃত হতে পারে
-
আমি এই ফোরামে একদম নতুন একজন ইউজার ।বর্তমানে আমি শুধু বাউন্টি হান্টার হবে কাজ করতেছি। তবে আশা আছে ভবিষ্যতে আমি সিগ্নেচার ক্যাম্পেইনে কাজ করব।
-
ক্রিপ্টোকারেন্সি তে মার্কেটিং এবং ট্রেডিং দুটো করতে অনেকটাই জ্ঞানের প্রয়োজন।বর্তমানে সবচেয়ে বেশি জ্ঞান প্রয়োজন হয় ট্রেডিং করে। আবার সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় ট্রেড করে। আমি মনে করি একজন ট্রেডার এক মাসের মধ্যে ভালো রকমের ট্রেড করলে কোটিপতি হতে পারবে। ক্রিপ্টো তে আমার কোন পেশা নেই। ক্রিপ্টোকারেন্সি আমি বান্টি করি। বাউন্টি করে যা ইনকাম হয় সেটা নিয়ে আমি সন্তুষ্ট।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
আমি এই ফোরামে নতুন। বর্তমানে আমি শুধু বাউন্টি হান্টার হিসেবে কাজ করি।ভবিষ্যতে আমি ইনভেস্ট করতে অনেক আগ্রহী।
-
বাস্তব জগতে আমি বেকার। কিন্তু ক্রিপ্টোকারেন্সি ফোরামে উপার্জন করার জন্য জয়েন করেছিলাম। বর্তমানে একই অবস্থা। ক্রিপ্টোকারেন্সি তে আমার বর্তমান পেশা, আমি একজন বাউন্টি হান্টার।
-
ক্রিপ্টোকারেন্সি তে এখন আমার পেশা হলো বাউন্টি হান্টার। ভবিষ্যতে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার পরিকল্পনা আছে।
-
ফোরামে নতুন এবং অভিজ্ঞতা কম থাকার কারনে আপাতত আমি শুধু মাত্র বাউন্টির দিকেই ফোকাস দিচ্ছি। তবে যখন অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবো তখন ট্রেডিং এর সাথে জড়িত হওয়ার ইচ্ছা আছে।
-
আমি ফোরামে নতুন হওয়ায় এখনো কোন ইনভেস্টমেন্ট এ যাইনি শুধু মাত্র বাউন্টি করে যাচ্ছি, আল্লাহ চাইলে অল্পদিনের মধ্যে ইনভেস্টমেন্ট এ যাব। তবে অবশ্যই সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী করব।
-
ক্রিপ্টো আমার পেশা নয় বরং আপনি বলতে পারেন ক্রিপ্টো কারেন্সি আমার নেশা। কারণ আমি ক্রিপ্টো কারেন্সি কে ভালবাশি। এটা নিয়ে সপ্ন দেখি ভবিষ্যতে ভাল কিছু হবে বলে মনে করি।
-
আসলে আমি কি প্রকার এনসি আমি মোটামুটি পেশা হিসাবে বেছে নিয়েছি। এখন ছোটখাটো একটা জব করছি তার পাশাপাশি কিন্তু আমি ক্রিপ্টোকারেন্সি ধরে রাখছি। আমার আশা আছে আমি অবশ্যই এই ফোরামে থাকব সারা জীবন। এবং আমি যেন সততার সাথে এই ফোরামে থাকতে পারি এই কামনাই করি আল্লাহতালার কাছে। এবং দেখা গেছে অনেক সময় বেশকিছু টোকেন কিনে হোল্ড করি এবং মাঝে মাঝে ট্রেডিং করি।
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে যখন থেকে কাজ করতে শুরু করেছি এখন পর্যন্ত বাউন্টি হান্টার হিসেবেই কাজ করে যাচ্ছি। আসলে যখন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে খুবই অভিজ্ঞ হয়ে উঠবো তখন ট্রেড মার্কেটিং এবং হোল্ড করা শুরু করবো। যখন অভিজ্ঞ হয়ে উঠবো তখন সবগুলো কয়েন নিয়ে জ্ঞান অর্জিত হবে। তখন থেকে ট্রেড মার্কেটিং ও হোল্ড করা শুরু করবো ইনশাআল্লাহ।
-
অল্প কিছু দিন ধরে আমি ফোরামে এসেছি। যেহেতু আমি ক্রিপ্টোকারেন্সির তেমন কিছু জানিনা তাই আমি এখন বাউন্টি করতে চাচ্ছি শুধু। পরবর্তীতে যখন কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারবো তখন অন্যান্য বিষয়ের দিকে এগিয়ে যাবো।
-
ক্রিপ্টোকারেন্সি তে এসেছি তারপর থেকেই আমি কিছু কিছু বাউটি করছি। তারপরেও মাঝে মাঝে দেখি যে কয়েনের মুভমেন্ট খুবই ভালো সেই টোকেন গুলো মাঝেমধ্যে কিনে রাখি। এবং বেশ কিছুদিন পরে সেগুলো আবার বিক্রি করে দেই যখনই দেখে কিছুটা প্রাইস বৃদ্ধি পেয়েছে। আসলে ট্রেডিং সম্পর্কে তেমন ভালো বুঝিনা যে কারণে এখন পর্যন্ত অল্প অল্প ট্রেড করছি। পুরোপুরি বুঝতে পারব তখন ট্রেডিং শুরু করে দেব।
-
ক্রিপ্টোকারেন্সিতে আমি নতুন হাওয়ায় আমি শুধু বাউন্টি করছি। কিন্তু ভবিষ্যতে ট্রেড করার চিন্তাভাবনা আছে। আমি ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত হওয়ার মূল কারণ হলো কিছু টাকা ইনকাম করা। হ্যাঁ বর্তমানে ক্রিপ্টোকারেন্সিতে আমার পেশা একজন বাউন্টি হান্টার।
-
ক্রিপ্টোকারেন্সিতে আমি একেবারে নতুন। এখন আমি বাউন্টি করতে চাচ্ছি। নতুন অবস্থায় আর অন্য কোনো কিছু করতে আমি আগ্রহী না। কারণ আমি এখানো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কিছু জানিনা।
-
এই ক্রিপ্টোকারেন্সি তে বর্তমানে আমার পেশা হচ্ছে ট্রেডিং করা আমি একজন ট্রেডার। আগে আমি প্রজেক্ট প্রমোশনের কাজ করতাম এখনো করি তবে আমার মূল পেশা হচ্ছে ট্রেড করা। হ্যাঁ অনেকের অনেক ধরনের কাজ থাকতে পারে এই ক্রিপ্টোকারেন্সি জগতে। আমি আমার পেশার কথা শেয়ার করলাম সবার মাঝে আশা করি সবাই তাদের পেশাগুলো সবার মাঝে শেয়ার করবেন
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে একেবারে নতুন তাই আমি জানিনা এগুলা কেমন করে করতে হবে। যদি কোনো সিনিয়র ভাই এই ব্যাপারে কিছু বলতো তাহলে আমি এ ব্যাপারে কিছু শিখতাম।
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে একেবারে নতুন তাই আমি জানিনা এগুলা কেমন করে করতে হবে। যদি কোনো সিনিয়র ভাই এই ব্যাপারে কিছু বলতো তাহলে আমি এ ব্যাপারে কিছু শিখতাম।
সিনিয়রদের প্রফাইল ঘেটে শিখুন। গুগলে, ইউটিউবে গিয়ে শিখুন, নিজের প্রচেষ্টা থাকতে হবে শিখতে।
আপনাকে অনুরোধ করছি এরকম কমেন্ট আর না করতে। নতুন অবস্থায় সময় দিন বেশি বেশি। শেখার চেষ্টা করুন। না জানলে সেই পোস্টে কমেন্টস করবেন না।
-
ক্রিপ্টোকারেন্সি তে আমি নতুন আমি সাধারণত বাউন্টি করি বাউন্টি ছাড়া টোকেন অথবা অন্য কোন ভাবে যদি টোকেন আয় করা যায় তাহলে দয়া করে আমাকে বলবেন
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ক্রিপ্টোকারেন্সিত আমি এখনো পর্যন্ত বাউন্টি করে যাচ্ছি নতুন ইউজার হয়ে। আমি সিনিয়রদের প্রোফাইল ঘাঁটাঘাঁটি করে শেখার চেষ্টা করছি ক্রিপ্টোকারেন্সি নিয়ে।
-
ফোরামে এসেছি আমরা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করার জন্য। আমরা অনেকেই অনেক দিকে কাজ করি যেমন মার্কেটিং ইনভেস্টিং বিনিয়োগ হোল্ড করা ট্রেডিং করা ইত্যাদি। আমরা এক একজন এক এক দিকে বেশি আগ্রহী। কিন্তু আমি সবচেয়ে বেশি আগ্রহী বাউন্টি নিয়ে। কারণ 2017 সালে বাউন্টির অবস্থা খুবই ভালো ছিল। সেখান থেকে ভালো পরিমাণ এর একটি প্রফিট পাওয়া গেছে। তাই আমি বাউন্টি দিকে বেশি আগ্রহ দেই। আমি মনে করি বাউন্টি থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন 2017 সালে বান্টির পেমেন্ট গুলো অনেক ভাল ছিল তার কারণ যারা 2017 সালে বাউন্টি করেছে তারা আজকে অনেক ভালো পজিশনে চলে গেছে আমি মনে করি 2017 সালের মতো বাউন্টি আর কোনোদিনও ফিরে আসবেনা তার কারণ এখন শুধু ফোরামে সবাই প্রতারণা করে তার জন্যই হয়তো মার্কেটার ভালো হবে না
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ভাই মার্কেটে এখন পর্যন্ত আমি বাউন্টি নিয়েই আছি বাউন্টিতে কাজ করতেছি তবে ভবিষ্যতে ট্রেডিং করার ইচ্ছা আছে ট্রেডিং সম্পর্কে ধারণা নিচ্ছি সিনিয়র ভাইদের কাছ থেকে এবং ক্রিপ্টোকারেন্সি থেকে দেখি ভবিষ্যতে কি হয় । কারণ ট্রেডিং করতে হলে তো অবশ্যই মার্কেট সম্পর্কে এবং টোকেন কয়েন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে তা না হলে ট্রেডিং করে লস হওয়ার সম্ভাবনা থাকে ।
-
ক্রিপ্টোকারেন্সি অনেকদিন যাবত কাজ করছি। আসলে আমি একটা বিষয় ভেবে দেখলাম যে টোকেন গুলো পেয়েছিলাম সেগুলোর যদি কিছু করে রেখে দিতাম আজকে দেখা যেত কোটিপতি হয়ে যেতাম। কিন্তু আসলে সেটা হয়নি আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কোন সময় কোন দিকে যাবে সেটা বুঝা যায় না। এখন মার্কেট পজিশন সর্বোচ্চ ভালো হয়েছে অতএব সবাই যদি আমরা কিছু কিছু ট্রেডিং শিখি তাহলে হয়তো অনেক লাভবান হতে পারব। এবং কি যারা হোল্ড করবে তারাই ভবিষ্যতে অনেক কিছু পাবে।
-
ক্রিপ্টো তে আমি যা করেছি তারচেয়ে আমি বাউন্টি করে অনেক পেমেন্ট পেয়েছি। আবার সেই বাউন্টির পেমেন্ট দিয়ে আমি ট্রেড শুরু করেছিলাম। কিন্তু ট্রেড করে কোন লাভ করতে পারেনি। ট্রেড করে আমার অনেক ক্ষতি হয়েছে। যদি আমি বাউন্টি করতাম তাহলে অনেক টাকার মালিক হতে পারতাম। যারা বাড়িতে কাজ করবে তাদের অনেক ধৈর্য ধরতে হবে সাহস থাকতে হবে বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ গুলো মনোযোগ দিয়ে করতে হবে। তাহলে দেখা যাবে এক সময় বাহনটি করে অনেক লাভবান হতে পেরেছি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
ক্রিপ্টোতে আমি এই পর্যন্ত কাজে নিওগ করতে পারিনি কারণ আমি ফোরামে নতুন।ক্রিপ্টো সম্পর্কে আমার সেরকম ধারণা নেই তাই আমি ক্রিপ্টোতে কাজ নেই নি।ক্রিপ্টোতে কিভাবে কাজ করতে হয় সেটা যদি আমাকে ভালো ভাবে বুজাতেন তাহলে আমি ক্রিপ্টোতে কাজ নিতাম।তাই পনার কাছে আমার ক্রিপ্টো সম্পর্কে জানতে পরের পস্টে ভালো ভাবে বুজাবেন।তাহলে আমি ক্রিপ্টোতে কাজ করতে পারবো।
-
আমি বাউন্টি হান্টার সেই সাথে আমি একটি এয়ারড্রপ গ্রুপ পরিচালনা করি। তবে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করে বর্তমানে ভালই আছি। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি বাজারে আরো বড় ধরনের পরিকল্পনা নিয়ে আসতেছি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
আমি একদম নতুন আমি এখন পর্যন্ত ক্রিপ্টো থেকে কোন কাজ করতে পারেনি। তবে সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী কাজ করে যাচ্ছি দেখি কি করা যায় আমি ক্রিপ্টোতে কতগুলো কাজ আছে সেগুলো এখন পর্যন্ত বুঝতে পারিনি বা জানতে পারিনি ধন্যবাদ।
-
আসসালামু আলাইকুম ক্রিপ্টোতে কেমন করে কাজ করে ভাই এর কাজ কি আমার জানা নেই। ফর্মে আমি নতুন আমি এই ক্রিপ্টোতে করতে চাই। দয়া করে সিনিয়র বড় ভাইরা আমাকে জানিয়ে যাবেন কাজটা আমার করার খুব ইচ্ছা।
-
ফোরামে এসেছিলাম হান্টার হিসেবে কিন্তু আস্তে আস্তে হান্টার এর প্রতি একটুও ঘৃনা জন্ম নিচ্ছে কারণ কাজ করছি কিন্তু পেমেন্ট পাচ্ছি না এজন্য মন খারাপ হয় তাই আমি একটু একটু করে ট্রেডিং সম্পর্কে ধারণা নিয়েছি এবং একটু একটু করে ট্রেডিং করতেছে বর্তমানে সেখান থেকে একটু একটু করে প্রকৃত পাচ্ছি আস্তে আস্তে আমি ট্রেডিংয়ের প্রতিবেশী সময় দেব দেখা যাক কি হয় ইনশাল্লাহ সেখানে আমার ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা
-
ক্রিপ্টোতে আমি কোনো কাজ করিনি। আমি ফর্মে নতুন কাজে এই প্রযুক্তি আমার কাজ করার খুব ইচ্ছা এবং কেমনে কাজ করে তা জানার খুব ইচ্ছে যদি কোনো সিনিয়র বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে জানিয়ে যাবেন আমি কিপটে কাজ করতে চাই।
-
একজন বাউন্টি হান্টার। আমি প্রথমাবস্থায় ইয়ার ড্রপ করতাম। কোন এক সময় এয়ারড্রপ করতে গিয়ে বিটকয়েন্টক এর লিঙ্ক পেয়ে যাই। তারপর থেকেই মূলত ফোরামে কাজ করা। আরো 2019 সালের শেষের দিকে অর্থাৎ 2020 সালের শুরুর দিকে আমি ফোরামে বাউন্টি শুরু করি। 2020 সালে আমি তিনটি বাউন্টি সম্পূর্ণ করেছিলাম। তবে বর্তমানে বাউন্টি করে যাচ্ছি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি।আরো 2019 সালের শেষের দিকে অর্থাৎ 2020 সালের শুরুর দিকে আমি ফোরামে বাউন্টি শুরু করি। 2020 সালে আমি তিনটি বাউন্টি সম্পূর্ণ করেছিলাম। তবে বর্তমানে বাউন্টি করে যাচ্ছি।
-
আমি এই ফোরামে প্রায় নতুন আমি কিছু বাউন্টিতে অ্যাড হয়েছি এগুলো প্রায় কমপ্লিট করতেছি। আমি ফোরামে একজন সাধারন ইউজার। বর্তমানে আমি বেশি বড়ই স্থানে নেই এখন শুধু মাত্র বাউন্টি করে যাচ্ছি। ভবিষ্যতে আপনাদের দোয়ায় যদি হতে পারি তাহলে ভালো হবে।
-
আমি প্রথমাবস্থায় ইয়ার ড্রপ করতাম। কোন এক সময় এয়ারড্রপ করতে গিয়ে বিটকয়েন্টক এর লিঙ্ক পেয়ে যাই। তারপর থেকেই মূলত ফোরামে কাজ করা। আরো 2019 সালের শেষের দিকে অর্থাৎ 2020 সালের শুরুর দিকে আমি ফোরামে বাউন্টি শুরু করি
-
কিপটে তে বিভিন্ন রকমের কাজ আছে তারমধ্যে আমি কিছু কাজ করেছে। আমি 2020 সালের নভেম্বর মাস থেকে বাউন্টি শুরু করেছিলাম এই বাউন্টি করে আমি অনেক প্রফেট পেয়েছি বা অনেক প্রায় 700 ডলার এর মত পেয়েছি। আমি 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে হালকা কিছু ট্রেড শুরু করেছি। কিপটে আমি কিছুদিন ধরে কাজ করেছি এই দুটি কাজ করি কাজ করে আমার অনেক ভালো লেগেছে আমি ভালো পজিশনে আছে ইনশাল্লাহ।
-
মূলত আমি এখানে এসেছিলাম বাউন্টি হান্টার হয় কিন্তু আস্তে আস্তে আমি দেখলাম যে বাউন্টি করে অনেক ইনকাম হচ্ছে আমার কিছু জমানো অর্থ থেকে আমি ট্রেডিং করা শুরু করে এখন রেডি করতে করতে আমি এখন স্বাবলম্বী হতে যাচ্ছে এবং ট্রেডিং করে আমি ভালো রকম মুনাফা অর্জন করেছি বর্তমানে আপনিও চাইলে ট্রেনিং করতে পারবেন ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জ্ঞান নিয়ে আপনি আসতে পারেন এজন্য আপনাকে বলবো যে অবশ্যই ভালো হবে ট্রেডিং সম্পর্কে জ্ঞান নিবেন তার পরে কিন্তু আসবেন তা না হলে কিন্তু অবশ্যই আপনি পড়বেন
-
ক্রিপ্টোতে আমার পেশা একজন সাধারন বাউন্টি হান্টার আমি যতদিন ধরে ক্রিপ্টোকারেন্সি তে যুক্ত হয়েছি, তখন থেকেই বাউন্টি হান্টার হিসেবে নিয়োজিত রয়েছি। বাউন্টি হান্টিং ছাড়া এই ফোরাম থেকে ইনকামের আর কি কি মাধ্যম রয়েছে আমি জানতে আগ্রহী। আশা করছি ধীরে ধীরে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আরো কিছু জানতে পারবো।
-
এখানে অনেক ধরনের কাজ চলতেছে যার যে কাজ করে ভালো লাগে সে সেটাই করতেছে । কেউ বাউন্টি হান্টার এ কাজ করে আবার কেউ মার্কেটিং এ আজ করে অনেকে ট্রেডিং করে। যার যেটা ভালো মনে হয় সেটাই করতে পারবে। আমরা যারা বেকার হয়ে বসে আছি তারা সবাই এই ক্রিপ্টো তে কাজ করে বেকারত্ব থেকে মুক্তি পাবো আশা করি। সকলকে অনুরোধ করছি সবাই বসে না থেকে এখানে একটু একটু কাজ করতে থাকেন তাহলে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। এবং বেকারত্ব জীবন থেকে মুক্তি পাবেন। এখানে কাজ করলে দক্ষতা অভিজ্ঞতা বাড়বে।
-
ক্রিপ্টোকারেন্সি তেবিভিন্ন রকমের কাজ আছে। যার যে কাজটা ভালো লাগে সেই সেই কাজটাই করে ক্রিপ্টোকারেন্সি তে বিভিন্ন রকমের । কেউ বাউন্টি করে আবার কেউ মারকেটিং সাইটে কাজ করে অথবা কেউ ট্রেড করে বিভিন্ন বিভিন্ন রকমের কাজ করে। ক্রিপ্টোকারেন্সি তে আমি দুটি কাজ করে এক বাউন্টি আর দুইনাম্বার হল ট্রেড।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে আমি নিয়মিত বাউন্টি ক্যাম্পেইন গুলো করে যাচ্ছি এবং তার পাশাপাশি ট্রেড দুনিয়ার সাথে যুক্ত হচ্ছি। আমি ট্রেড করে সফল হতে চাই। আমি একজন ট্রেডার হিসেবে ক্রিপ্টো তে আমার ক্যারিয়ার গড়তে চাই। বর্তমানে বাউন্টি ক্যাম্পেইন এবং সিগনেচার ক্যাম্পেইন গুলো নিয়মিত করে যাচ্ছি। আপনাদের সবার দোয়া প্রত্যাশা করছি। আমি একজন সফল ট্রেডার হিসেবে ক্রিপ্টোকারেন্সি তে থাকতে চাই।
-
আমি ছোটখাটো একটা প্রাইভেট জব করার কারণে ক্রিপ্টোকারেন্সি তে খুব একটা সময় দিতে পারি না। তাই আমি ক্রিপ্টোকারেন্সি তে এখনো একজন বাউন্টি হান্টার হিসেবে কাজ করে যাচ্ছি। আমি পার্ট টাইম জব হিসেবে বাউন্টি ক্যাম্পেইন গুলোকে বেছে নিয়েছি। আমি আমার কাজের ফাঁকে যতটা সময় পাই ততটা সময় ক্রিপ্টোকারেন্সি তে ব্যয় করার চেষ্টা করি। আমি একজন বাউন্টি হান্টার হিসেবেই নিজেকে প্রফুল্ল মনে করি।
-
ফোরামে যারা আছি তারা সবাই অবশ্যই ক্রিপ্টো নিয়ে কাজ করছি। কেউ হয়তো মার্কেটিং করছি আবার কেউ হয়তো ট্রাডিং করছি। আবার অনেকে আছে ইনভেষ্ট ও করে। তাছাড়াও আরো অনেক কাজ আছে যা থেকে আপনি ইনকাম করতে পারেন। যে যেটাকে টার্গেট করে সে সেটা নিয়েই এগিয়ে যায়। তবে আমার ধারণা মতে এখানে বিশীরভাগ ই প্রজেক্ট প্রুমুটিং করার কাজে নিয়োজিত আছে। সবার কাছে তাই যার যার ওয়ার্ক এক্টিভিটি সম্পর্কে ধারণা পেতে চাই।
2019 এর শেষের দিকে কোন একজন শুভআকাঙ্খী বন্ধুর মাধ্যমে ফোরামে আশা তার পর থেকে অনেক বলতে গেলে হাতে কলমে ই শিক্ষা দিয়েছেন তিনি । এর পর থেকে আর পিছনে ফেরা হয়নি সত্যি কৃতজ্ঞতা জানাতে হয় ঐ সব বন্ধুদের যারা নিজের খেয়ে মানুষের উপকার করে থাকেন।
-
আমি এই ক্রিপ্টোকারেন্সি নতুন আমি শুধু বাউন্টি করে টেকেন পাই। সিনিয়র ভাইদের কাছে আমার অনুরোধ রইল আর কেমন ভাবে আমি টোকন আয় করতে পারবো। আমি ক্রিপ্টোকারেন্সি করতে চাই সিনিয়র ভাইদের কাছে জানতে চাই ক্রিপ্টোকারেন্সি কেমন করে করতে হবে প্লিজ সিনিয়র ভাইরা বলবেন।
-
ক্রিপ্টোকারেন্সি তে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন রকমের কাজ করে থাকে কিন্তু আমি এই ফর্মে নতুন। দুই থেকে তিন মাস যাবত বাড়তে শুরু করেছে ক্রিপ্টোকারেন্সি আমি এই কাজটি করে কিন্তু আরও অনেক ধরনের কাজ আছে। ক্রিপ্টোকারেন্সি তে বিভিন্ন রকমের কাজ আছে যা আমার খুব ইচ্ছা সামনে আমি ক্রিপ্টোকারেন্সি ট্রেড এবং বান্টি করি।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তে সারা বিশ্বের মানুষই যুক্ত রয়েছে। এই ক্রিপ্টোকারেন্সি তে যুক্ত হয়ে মানুষ বিভিন্ন রকমের ইনকামের পথ বেছে নিয়েছে। কেউ হয়তো ব্যবসা বাণিজ্য করছে কেউ ট্রেড করছে কেউ আবার মার্কেট এর সাথে যুক্ত রয়েছে। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে মানুষ তার জীবনে অনেক পরিবর্তন এনেছে। কিন্তু আমি ফারামের বেশ কিছুদিন ধরে কাজ করছি আমি জাস্ট ইনভেস্ট করতে চাই। কিন্তু ইনভেস্ট সম্পর্কে সিনিয়র ভাইরা যদি একটু হেল্প করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম ধন্যবাদ।