Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on December 02, 2020, 11:44:42 AM

Title: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Cristiano on December 02, 2020, 11:44:42 AM
ডাবল স্পেন্ডিং কি?
ডাবল স্পেন্ডিংয়ের বাংলা শব্দ দুইবার খরচ করা। তো, ডাবল স্পেন্ডিং কি, তার বাংলা অর্থ জেনেই বুঝা যাচ্ছে যে বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি হতে পারে।

ডাবল স্পেন্ডিং কি তা যদি আমরা কি ছোট্ট উদাহরন দিয়ে বুঝতে চেষ্টা করে তবে খুবই সহজ হয়ে যাবে।


মনে করুন, আমি একটি গাড়ী কিনতে চাই এবং তার দাম ৫ লক্ষ টাকা। এখন গাড়ী কেনার জন্য আমি অনলাইনে ওডারও করতে পারি আবার “সো” রুমে গিয়েও কিনতে পারি। ধরেই নিলাম আমি “সো” রুমে গিয়ে গাড়ী কিনব।

মূলত আমি “সো” রুমে গাড়ী কিনতে গিয়েছিলাম ১টা। “সো” রুমে গিয়া আমার ২টা গাড়ী পছন্দ হয়ে গেল। আমার কাছে ২য় যে গাড়ী পছন্দ হয়েছে তার দামও ৫ লক্ষ টাকা। অর্থাৎ এখন যদি আমি ২টা গাড়ীই কিনতে চাই, তবে আমার প্রয়োজন ১০ লক্ষ টাকা। কিন্তু আমার কাছে তো আছে মাত্র ৫ লক্ষ টাকা। এখন তো আমি এই ৫ লক্ষ দিয়ে দুইটা গাড়ীর দাম পরিশোধ করতে পারবো না। তাই নিরুপায় হয়ে, যেকোন একটি গাড়ীর দাম পরিশোধ করার জন্য আমি বিক্রেতাকে ৫ লক্ষ টাকা ক্যাশ দিয়ে গাড়ী কিনে নিয়ে আসলাম।

এখন আমি যেই ৫ লক্ষ টাকা গাড়ী কিনার জন্য বিক্রেতাকে দিয়ে আসলাম সেই টাকা কি আমি দ্বিতীয় বার খরচ করতে পারবো? নিশ্চয় না।

অর্থাৎ অফলাইনে বা আমাদের রেগুলার লেনদেন পদ্ধতিতে ডাবল স্পেন্ডিং করার সুযোগ নেই।

তবে বিটকয়েন ট্রানজেকশনের ক্ষেত্রে এই ডাবল স্পেন্ডিং এর সমস্যা দেখা যায়।

চলুন আগের উদাহরনে আরেকবার ফিরে যায়।

বিষয়টি বুঝার জন্য ধরে নিলাম ১ বিটকয়েন সমান ৫ লক্ষ টাকা। ধরুন এখন আমি একটি গাড়ী কিনতে চাচ্ছি। বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করে দুইটি “সো” রুমে আমার দুইটি গাড়ী পছন্দ হয়েছে। আর আমার কাছে আছে ১ বিটকয়েন। কিন্তু আমার গাড়ী পছন্দ হয়েছে ২টা। দুইটিরই দাম ৫ লক্ষ টাকা বা ১ বিটকয়েন করে। অর্থাৎ আমি দুইটি গাড়ী কিনতে চাইলে আমার ২ বিটকয়েন প্রয়োজন। কিন্তু আমার পুঞ্জি ১ বিটকয়েন। এখন আমি মনে করলাম আমার এই ১ বিটকয়েনকেই ডাবল স্পেন্ডিং করবো।

ধরুন প্রথম “সো” রুমটির নাম হোন্ডা মটরস্‌

আর দ্বিতীয় “সো” রুমটির নাম টয়োটা মটরস্‌

এখন আমি দুইটি “সো রুমে গাড়ীর পেমেন্ট হিসেবে একই সময়ে দুই “সো” রুমে অর্থাৎ হোন্ডা মটরস্ এবং টয়োটা মটরস কে ১ বিটকয়েন সেন্ড করলাম। অর্থাৎ ১ বিটকয়েনকেই একই সময়ে ডাবল ট্রানজেকশনে (ওয়ালেট এড্রেসে) পাঠালাম।

এখন আমি বিটকয়েন সেন্ড করার পরে সেই ট্রানজেকশনটি একটি পুলে জমা হবে। যেখানে হাজার হাজার আন-কনফার্মেড ট্রানজেকশন গুলো পড়ে আছে। অর্থাৎ যেই ট্রানজেকশন গুলো এখনো কোন মাইনার গ্রহন করে মাইনিং করা শুরু করেনি।

বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি? double-spending-one-miner
ধরে নিলাম একজন মাইনার হোন্ডা মটরস্ কে পাঠানো ট্র্যনজেকশনটি গ্রহন করে ব্লক তৈরির জন্য মাইনিং শুরু করে দিলো। তাহলে পুলে পড়ে থাকা আমার টয়োটা মটরস্‌কে পাঠানো ট্রানজেকশনটি ইনভ্যালিড হয়ে যাবে এবং পুল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এইদিকে হোন্ডা মটরস্‌কে পাঠানো ট্রানজেকশনটি ভ্যলিড হয়ে যাবে।

আবার মনে করেন, আমার পাঠানো ট্রানজকশন দুইটি একই সাথে দুইজন মাইনার দুইটি ট্রানজেকশনই গ্রহন করে মাইনিং শুরু করে দিলো।

ধরুন, A মাইনার হোন্ডা মটরটস্‌ এর ট্রানজেকশনটি পিক-আপ করেছে।

আর B মাইনার টয়োটা মরটস্‌কে পাঠানো ট্রানজেকশনটি পিক-আপ করেছে।

এখন এই দুই মাইনারের মধ্যে যার ট্রানজেকশনটি ১ম কনফার্মেশন তৈরি করতে পারবে তার ট্রানজেকশনটি ভ্যলিড হবে এবং অপরটি ইনভ্যলিড হয়ে নেটওয়ার্ক থেকে বাদ চলে যাবে। যদি A মাইনার হোন্ডা মটরটস্‌কে পাঠানো ট্রানজেকশনটিতে ১ম কনফার্মেশন পেয়ে যায় তবে B মাইনারের ট্রানজেকশনটি বাতিল হয়ে যাবে।



Sorce link:- https://khutinati.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95/
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Bony11 on December 02, 2020, 12:54:36 PM
ডাবল স্পেন্ডিং কি?
ডাবল স্পেন্ডিংয়ের বাংলা শব্দ দুইবার খরচ করা। তো, ডাবল স্পেন্ডিং কি, তার বাংলা অর্থ জেনেই বুঝা যাচ্ছে যে বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি হতে পারে।

ডাবল স্পেন্ডিং কি তা যদি আমরা কি ছোট্ট উদাহরন দিয়ে বুঝতে চেষ্টা করে তবে খুবই সহজ হয়ে যাবে।


মনে করুন, আমি একটি গাড়ী কিনতে চাই এবং তার দাম ৫ লক্ষ টাকা। এখন গাড়ী কেনার জন্য আমি অনলাইনে ওডারও করতে পারি আবার “সো” রুমে গিয়েও কিনতে পারি। ধরেই নিলাম আমি “সো” রুমে গিয়ে গাড়ী কিনব।

মূলত আমি “সো” রুমে গাড়ী কিনতে গিয়েছিলাম ১টা। “সো” রুমে গিয়া আমার ২টা গাড়ী পছন্দ হয়ে গেল। আমার কাছে ২য় যে গাড়ী পছন্দ হয়েছে তার দামও ৫ লক্ষ টাকা। অর্থাৎ এখন যদি আমি ২টা গাড়ীই কিনতে চাই, তবে আমার প্রয়োজন ১০ লক্ষ টাকা। কিন্তু আমার কাছে তো আছে মাত্র ৫ লক্ষ টাকা। এখন তো আমি এই ৫ লক্ষ দিয়ে দুইটা গাড়ীর দাম পরিশোধ করতে পারবো না। তাই নিরুপায় হয়ে, যেকোন একটি গাড়ীর দাম পরিশোধ করার জন্য আমি বিক্রেতাকে ৫ লক্ষ টাকা ক্যাশ দিয়ে গাড়ী কিনে নিয়ে আসলাম।

এখন আমি যেই ৫ লক্ষ টাকা গাড়ী কিনার জন্য বিক্রেতাকে দিয়ে আসলাম সেই টাকা কি আমি দ্বিতীয় বার খরচ করতে পারবো? নিশ্চয় না।

অর্থাৎ অফলাইনে বা আমাদের রেগুলার লেনদেন পদ্ধতিতে ডাবল স্পেন্ডিং করার সুযোগ নেই।

তবে বিটকয়েন ট্রানজেকশনের ক্ষেত্রে এই ডাবল স্পেন্ডিং এর সমস্যা দেখা যায়।

চলুন আগের উদাহরনে আরেকবার ফিরে যায়।

বিষয়টি বুঝার জন্য ধরে নিলাম ১ বিটকয়েন সমান ৫ লক্ষ টাকা। ধরুন এখন আমি একটি গাড়ী কিনতে চাচ্ছি। বিভিন্ন অনলাইন ঘাটাঘাটি করে দুইটি “সো” রুমে আমার দুইটি গাড়ী পছন্দ হয়েছে। আর আমার কাছে আছে ১ বিটকয়েন। কিন্তু আমার গাড়ী পছন্দ হয়েছে ২টা। দুইটিরই দাম ৫ লক্ষ টাকা বা ১ বিটকয়েন করে। অর্থাৎ আমি দুইটি গাড়ী কিনতে চাইলে আমার ২ বিটকয়েন প্রয়োজন। কিন্তু আমার পুঞ্জি ১ বিটকয়েন। এখন আমি মনে করলাম আমার এই ১ বিটকয়েনকেই ডাবল স্পেন্ডিং করবো।

ধরুন প্রথম “সো” রুমটির নাম হোন্ডা মটরস্‌

আর দ্বিতীয় “সো” রুমটির নাম টয়োটা মটরস্‌

এখন আমি দুইটি “সো রুমে গাড়ীর পেমেন্ট হিসেবে একই সময়ে দুই “সো” রুমে অর্থাৎ হোন্ডা মটরস্ এবং টয়োটা মটরস কে ১ বিটকয়েন সেন্ড করলাম। অর্থাৎ ১ বিটকয়েনকেই একই সময়ে ডাবল ট্রানজেকশনে (ওয়ালেট এড্রেসে) পাঠালাম।

এখন আমি বিটকয়েন সেন্ড করার পরে সেই ট্রানজেকশনটি একটি পুলে জমা হবে। যেখানে হাজার হাজার আন-কনফার্মেড ট্রানজেকশন গুলো পড়ে আছে। অর্থাৎ যেই ট্রানজেকশন গুলো এখনো কোন মাইনার গ্রহন করে মাইনিং করা শুরু করেনি।

বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি? double-spending-one-miner
ধরে নিলাম একজন মাইনার হোন্ডা মটরস্ কে পাঠানো ট্র্যনজেকশনটি গ্রহন করে ব্লক তৈরির জন্য মাইনিং শুরু করে দিলো। তাহলে পুলে পড়ে থাকা আমার টয়োটা মটরস্‌কে পাঠানো ট্রানজেকশনটি ইনভ্যালিড হয়ে যাবে এবং পুল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এইদিকে হোন্ডা মটরস্‌কে পাঠানো ট্রানজেকশনটি ভ্যলিড হয়ে যাবে।

আবার মনে করেন, আমার পাঠানো ট্রানজকশন দুইটি একই সাথে দুইজন মাইনার দুইটি ট্রানজেকশনই গ্রহন করে মাইনিং শুরু করে দিলো।

ধরুন, A মাইনার হোন্ডা মটরটস্‌ এর ট্রানজেকশনটি পিক-আপ করেছে।

আর B মাইনার টয়োটা মরটস্‌কে পাঠানো ট্রানজেকশনটি পিক-আপ করেছে।

এখন এই দুই মাইনারের মধ্যে যার ট্রানজেকশনটি ১ম কনফার্মেশন তৈরি করতে পারবে তার ট্রানজেকশনটি ভ্যলিড হবে এবং অপরটি ইনভ্যলিড হয়ে নেটওয়ার্ক থেকে বাদ চলে যাবে। যদি A মাইনার হোন্ডা মটরটস্‌কে পাঠানো ট্রানজেকশনটিতে ১ম কনফার্মেশন পেয়ে যায় তবে B মাইনারের ট্রানজেকশনটি বাতিল হয়ে যাবে।



Sorce link:- https://khutinati.com/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95/
ভাই আমি একজন নতুন ইউজার। বিটকয়েন ডাবল স্পেন্ডিং সম্পর্কে কিছুই জানিনা। তবে আপনার পোষ্টটি পড়ে আমি বিটকয়েন স্পেন্ডিং সম্পর্কে  অনেক তথ্য জানতে পারলাম। আমার মত যারা নতুন ইউজার আছে তাদের জন্য পোস্টটি শিক্ষনীয় একটি পোস্ট।
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Markuri33 on December 02, 2020, 01:02:18 PM
বিটকয়েনের ডাবল স্পেন্ডিং সম্পর্কে আমি জানিনি।এর আগে কোনদিন এই সম্পর্কে কোন ধারণা ও তাই আপনার পোস্টটি থেকে বিটকয়েন ডাবল স্পেন্ডিং সম্পর্কে ধারণা পেয়েছি । কার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি আপনাকে।
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Perfect540 on December 02, 2020, 01:15:00 PM
আমি মনে করি কপি পেস্ট না করাই ভালো। কারণ আলোচনা সবচেয়ে ভালো। তাই এরো ধরনের সোর্স লিনক থেকে কবে ঘোষণা করে কিছুটা ধারণা নিয়ে পোস্ট করা উত্তম।
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Cristiano on December 02, 2020, 01:53:34 PM
আমি মনে করি কপি পেস্ট না করাই ভালো। কারণ আলোচনা সবচেয়ে ভালো। তাই এরো ধরনের সোর্স লিনক থেকে কবে ঘোষণা করে কিছুটা ধারণা নিয়ে পোস্ট করা উত্তম।
এখানে কপি পেস্টের কি হলো। কপি পেস্ট নিয়ে আপনি কি বুঝেন। আপনি তো কেবল বেবি স্টেপ। আপনার 29 টা পোষ্টের সাথে তিনটা কারমা হলো কিভাবে। আর আমি কপি পেষ্ট করেছি সেখানে সোর্স লিংক দিয়ে দিয়েছি।না দিলে সেটা কপি পেস্ট হিসেবে ধরতে পারতেন। এটাতো আমার নিজের জন্য দিইনি আপনাদের উপকারের করার জন্যই দিয়েছি যাতে করে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি পারলে সোর্স লিঙ্ক সহ টপিক তৈরি করুন।
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Perfect540 on December 02, 2020, 03:37:42 PM
আমি মনে করি কপি পেস্ট না করাই ভালো। কারণ আলোচনা সবচেয়ে ভালো। তাই এরো ধরনের সোর্স লিনক থেকে কবে ঘোষণা করে কিছুটা ধারণা নিয়ে পোস্ট করা উত্তম।
এখানে কপি পেস্টের কি হলো। কপি পেস্ট নিয়ে আপনি কি বুঝেন। আপনি তো কেবল বেবি স্টেপ। আপনার 29 টা পোষ্টের সাথে তিনটা কারমা হলো কিভাবে। আর আমি কপি পেষ্ট করেছি সেখানে সোর্স লিংক দিয়ে দিয়েছি।না দিলে সেটা কপি পেস্ট হিসেবে ধরতে পারতেন। এটাতো আমার নিজের জন্য দিইনি আপনাদের উপকারের করার জন্যই দিয়েছি যাতে করে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি পারলে সোর্স লিঙ্ক সহ টপিক তৈরি করুন।
একাউন্টের rank বড় হলে কেউ বড় হতে পারে না। আপনি সেপ্টেম্বরের 16 তারিখ এখানে জয়েন করেছেন। আর আমি আগস্টের 16 তারিখে এখানে জয়েন করেছি। রেঙ্ক বৃদ্ধি করার জন্য আপনার মত আমার তাড়াহুড়া নেই। আমি মনে করি এখানে ছোট রেংক বলে আপনি শাসন করতে পারেন না। আপনার শাসন আমি কখনোই মেনে নেব না। আমি একমাত্র মডারেটরের বক্তব্য জানতে চাই।
Title: Re: বিটকয়েন ডাবল স্পেন্ডিং কি?
Post by: Nostoman on December 02, 2020, 03:52:50 PM
আমি মনে করি কপি পেস্ট না করাই ভালো। কারণ আলোচনা সবচেয়ে ভালো। তাই এরো ধরনের সোর্স লিনক থেকে কবে ঘোষণা করে কিছুটা ধারণা নিয়ে পোস্ট করা উত্তম।
এখানে কপি পেস্টের কি হলো। কপি পেস্ট নিয়ে আপনি কি বুঝেন। আপনি তো কেবল বেবি স্টেপ। আপনার 29 টা পোষ্টের সাথে তিনটা কারমা হলো কিভাবে। আর আমি কপি পেষ্ট করেছি সেখানে সোর্স লিংক দিয়ে দিয়েছি।না দিলে সেটা কপি পেস্ট হিসেবে ধরতে পারতেন। এটাতো আমার নিজের জন্য দিইনি আপনাদের উপকারের করার জন্যই দিয়েছি যাতে করে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি পারলে সোর্স লিঙ্ক সহ টপিক তৈরি করুন।
আমি কিন্তু বলেছি কেউ কাউকে পার্সনাল অ্যাটাক করবেন না।
আমি মনে করি কপি পেস্ট না করাই ভালো। কারণ আলোচনা সবচেয়ে ভালো। তাই এরো ধরনের সোর্স লিনক থেকে কবে ঘোষণা করে কিছুটা ধারণা নিয়ে পোস্ট করা উত্তম।
এখানে কপি পেস্টের কি হলো। কপি পেস্ট নিয়ে আপনি কি বুঝেন। আপনি তো কেবল বেবি স্টেপ। আপনার 29 টা পোষ্টের সাথে তিনটা কারমা হলো কিভাবে। আর আমি কপি পেষ্ট করেছি সেখানে সোর্স লিংক দিয়ে দিয়েছি।না দিলে সেটা কপি পেস্ট হিসেবে ধরতে পারতেন। এটাতো আমার নিজের জন্য দিইনি আপনাদের উপকারের করার জন্যই দিয়েছি যাতে করে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আপনি পারলে সোর্স লিঙ্ক সহ টপিক তৈরি করুন।
একাউন্টের rank বড় হলে কেউ বড় হতে পারে না। আপনি সেপ্টেম্বরের 16 তারিখ এখানে জয়েন করেছেন। আর আমি আগস্টের 16 তারিখে এখানে জয়েন করেছি। রেঙ্ক বৃদ্ধি করার জন্য আপনার মত আমার তাড়াহুড়া নেই। আমি মনে করি এখানে ছোট রেংক বলে আপনি শাসন করতে পারেন না। আপনার শাসন আমি কখনোই মেনে নেব না। আমি একমাত্র মডারেটরের বক্তব্য জানতে চাই।
আপনি rank ছোট তাই আপনাকে আমি অসম্মান করছি না। আমি সবাইকে সমান চোখে দেখি। যদি কোন অপরাধ করে থাকে সেগুলো আমি দেখব। তবে এভাবে পোস্ট না দিয়ে রিপোর্ট মডারেটর অপশন আছে, সেখানে রিপোর্ট দিবেন। যে পোস্টগুলো মানসম্মত হবে না, স্পামিং, অথবা যে কোন সমস্যা, সেগুলো আমাকে রিপোর্ট করবেন। ধন্যবাদ