Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Churphans on December 03, 2020, 07:45:09 AM
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
Digo finance সম্পর্কে আমার কোন ধারণা নেই। এই ফোরামে অনেক সিনিয়র ভাইরা আছেন আশা করি তাদের মতামত শোনার পরে আপনি অবশ্যই অনেক ভালো একটা সমাধান পাবেন।
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
হ্যা ভাই আমিও পেয়েছি কিন্তু এখনো ওয়ালেটে পাই নাই। এটা কি ভাবে নিতে হবে বা হয় এটা আমারও জানা নাই এই ফোরামের অনেক সিনিয়র ভাই আছেন তারা অবশ্যই এ বিষয়ে আমাদের সাহায্য করবেন এ বিষয়ে যদি সিনিয়র ভাইরা আমাদের সাহায্য করেন তাহলে আমার মত যারা এই বাউন্টি করেছেন তারা সত্যিই অনেক উপকৃত হবে
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
আপনাকে ডেগু পেতে হলে তাদের ওয়েবসাইটে গিয়ে ক্লাইমড করতে হবে। ওয়েবসাইটে 'বাউন্টি' নামে একটি অপশন আছে ওখানে গিয়ে ক্লিক করবেন, তারপর ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক অপশন এ ক্লিক করবেন। তারপর আপনার ক্লাইম অপশন আসবে।
-
আমি এই বিষয়ে খুব একটা ভাল ধারণা দিতে পারব না আপনাকে কেননা আমি এই Digo সম্পর্কে কোনো রকম ধারণা নেই হয়তো বা এখানকার সিনিয়র ভাইরা যারা আছেন তারা আপনাকে অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিতে পারবে এবং আপনি তাদের কথা বুঝতে পারবেন।
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
এই বিষয়টি নিয়ে আমি আপনা কে হেল্প করতে পারলাম না। আমার এখানে জানার আছে। আপনা কে ধন্যবাদ দিচ্ছি এই কারনে যে আপনি ভাল একটি প্রশ্ন করেছেন।
-
DEGO finance বাউন্টি যারা করেছিল সেটি আসলে পেমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সে ক্ষেত্রে কিছু নিয়ম দিয়ে দিয়েছে সেটি হচ্ছে ERC wallet থেকে মেটামাস্ক wallet এ নিতে হবে। আমি যতদূর সম্ভব জানি এভাবেও নাকি কিছু করা যাচ্ছে না। ডেক্সটপ মোড চালু হওয়ায় ফোন থেকে করা যায় না সেটা করতে হবে ল্যাপটপ থেকে।
-
DIGO finance এ যারা কাজ করেছিল তাদের পেমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু সবগুলো টোকেন একসাথে সেল দেওয়া পারবে না বর্তমানে। কার কার হয়েছে শতকরা হিসেবে তারা টোকেন গুলো প্রত্যেকদিন ওয়ালেট দিয়ে দিচ্ছে আপনি ইচ্ছা করলে আপনার সে টোকেন গুলো সেল দিতে পারবেন।
-
DEGO finance বাউন্টি যারা করেছিল সেটি আসলে পেমেন্ট দিয়ে দিয়েছে কিন্তু সে ক্ষেত্রে কিছু নিয়ম দিয়ে দিয়েছে সেটি হচ্ছে ERC wallet থেকে মেটামাস্ক wallet এ নিতে হবে। আমি যতদূর সম্ভব জানি এভাবেও নাকি কিছু করা যাচ্ছে না। ডেক্সটপ মোড চালু হওয়ায় ফোন থেকে করা যায় না সেটা করতে হবে ল্যাপটপ থেকে।
।
আমিও বিটকয়েন্টকে Dego finance প্রজেক্ট থেকে বেশ কিছু টোকন পেয়েছি কিন্তু এখনো আমার ওয়ালেটে পাইনি। তাই এখন ও আমি ছেল দিতে পারেনি। আমিও আপনার মত চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয়নি। যদি এ বিষয়ে নতুন কোন কিছু তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।
-
ভিগো ফিনান্স ওয়েলেট কিভাবে কানেক্ট করে আমি আগে কখনো করিনাই তাই কেউ জানলে আমাকে জানাবেন ধন্যবাদ ভাই
-
এ বিষয়ে সম্পর্কে আমার কোন ধারণা নেই। আপনি টোকেন পেয়েছেন কিন্তু ওয়ালেট এ পান নাই। আমার মনে হয় হয়তো তারা এখনো ডিসট্রিবিউশন করে নাই। যার কারণে আপনি টোকেন গুলো ওয়ালেটে পান নাই। ডিগো ফিনান্স কিভাবে অলেট কানেক্ট করতে হবে সে বিষয় সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। সিনিয়র ভাইদের মতামত আশা করছি তারা আপনাকে উপকার করতে পারবে।
-
Digi finance সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়ে কোন তথ্য দিই আপনাকে সাহায্য করতে না পারায়। মিরপুর আমি অনেকটাই নতুন। আশাকরি ফোরামের অনেক সিনিয়র ভাইরা আছে তারা এ সম্পর্কে অনেক ভালো বোঝে। তার হয়তো আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারে।
-
DEGO finance এটি কিভাবে কানেক্ট করতে হয় এই বিষয়ে কোন ধারণা নেই আমার কাছে।তো আমি বিটকয়েন ফোরামে দেখেছি এটি ক্যাম্পিয়ান চলেছে। কিন্তু কিভাবে কানেক্ট করতে হয় সে সম্পর্কে আমি জানিনা।অবশ্যই ফোরামের সিনিয়র ব্রাদাররা কেউ না কেউ আপনাকে সঠিক ধারণা দিয়ে দেবে কিভাবে কানেক্ট করা হয়।
-
ভাই আমি একজন নতুন ইউজার তাই আমি Digo finance সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নেই আমার কাছে এ বিষয়ে এই ফোরামের সিনিয়র ভাইরা যারা আছেন তারা আপনাকে পুরোপুরিভাবে শিখিয়ে দিবে এবং আপনি জানতে পারবেন বিষয়টি।
-
আমি বিটকয়েন্টক থেকে পঞ্চাশটির মতো Digo পেয়েছি কিন্তু আমি এখনো ওয়ালেটে পাই নাই।কিভাবে আমি ওয়ালেট কানেক্ট করে পেতে পারি একটু বিস্তারিত জানাবেন।
আপনাকে ডেগু পেতে হলে তাদের ওয়েবসাইটে গিয়ে ক্লাইমড করতে হবে। ওয়েবসাইটে 'বাউন্টি' নামে একটি অপশন আছে ওখানে গিয়ে ক্লিক করবেন, তারপর ট্রাস্ট ওয়ালেট বা মেটামাস্ক অপশন এ ক্লিক করবেন। তারপর আপনার ক্লাইম অপশন আসবে।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। আমিও এই টোকেন পেয়েছি কিন্তু কীভাবে ক্লেইম করে নিজের ওয়ালেটে নেব সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। আশাকরি এখন ক্লিয়ার করে নিতে পারব নিজে নিজেই। আপনার জন্য অনেক শুভকামনা রইল এভাবেই জুনিয়র দের সাহায্য করে যান।
-
ভাই আমিও কিছু পয়েন্ট পেয়েছিলাম এই বাউন্টি থেকে কিন্তু কিভাবে আমি সেই কয়েন আমার ওয়ালেটে পাব সেটা আমি জানিনা সেজন্য আমি আপনাকে কোন রকম সাহায্য করতে পারলাম না তবে একজন সিনিয়র ভাই দেখলাম এ সম্পর্কে বলেছেন আপনি সেটা ভালোভাবে পড়ে একটু চেষ্টা করতে পারেন আমি তার রিপ্লাই টা পড়েছি এবং বুঝতে পারছি ধন্যবাদ ভাই আপনার মূল্যবান টপিক তৈরি করার জন্য
-
DEGO finance এ যারা কাজ করেছিল তারা অনেক ভালো প্রেমেন্ট পেয়েছিল। যে কয়টা টোকেন পেয়েছে সবাই হয়তো শতকরা 1 পার্সেন্ট প্রতিদিন খুলে দেওয়া হয় তাই বলব যারা এই টোকেন পেয়েছিলেন তারা রেখে দেন সবগুলো একসাথে বিক্রি করতে পারলে মোটামুটি ভালই পেমেন্ট পাবেন। তাছাড়া কেউ যদি বিক্রি করে দেন তাহলে দেখা যাবে গ্যাস ফ্রি উঠবে না।
-
আমার ছোট ভাই, বিটকয়েন ফোরাম থেকে বাউন্টিতে অংশগ্রহণ করেছিল। এখন পর্যন্ত টোকেন পাইনি। কি সব নিয়মের কথা বলছে, যা ছোটভাই পূরণ করেনি।
-
DEGO finance এ যারা কাজ করেছিল তারা অনেক ভালো প্রেমেন্ট পেয়েছিল। যে কয়টা টোকেন পেয়েছে সবাই হয়তো শতকরা 1 পার্সেন্ট প্রতিদিন খুলে দেওয়া হয় তাই বলব যারা এই টোকেন পেয়েছিলেন তারা রেখে দেন সবগুলো একসাথে বিক্রি করতে পারলে মোটামুটি ভালই পেমেন্ট পাবেন। তাছাড়া কেউ যদি বিক্রি করে দেন তাহলে দেখা যাবে গ্যাস ফ্রি উঠবে না।
ভাই তাদের রুলস আমার কাছে তেমন ভাল লাগেনি কেননা প্রথমে ট্রানজাকশন ফ্রী কাটবে তারপর আবার মাত্র 20% টোকেন ইনস্ট্যান্ট উইথড্র দিবে তারপর প্রতিদিন 0.8 শতাংশ করে প্রতিদিন উইথড্র দিবে কতজন যে মাত্র কয়েকটা টোকেন পেয়েছে পেয়েছে তাদের তো মনে হয় যে উইথ ড্র ফ্রী উঠবে না