Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: CryptoBond on December 05, 2020, 08:15:11 PM

Title: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: CryptoBond on December 05, 2020, 08:15:11 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)






Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Magepai on December 06, 2020, 12:40:43 AM
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আশা করি এই ফোরামের জুনিয়র মেম্বার অবশ্যই আপনার পোষ্ট থেকে ভালো কিছু শিখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Pitter on December 06, 2020, 05:56:03 PM
খুুবই ইফেকটিভ একটি পোস্ট যা আসলে প্রত্যেকেরই জানা দরকার। কেন না আমরা এখানে কি করতে এসেছি কি কাজ করা দরকার এবং কেন এসেছি এই বিষয়গুলোতে একটি সুস্পস্ট ধারনা থাকা দরকার।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Review Master on December 06, 2020, 07:52:07 PM
আপনার পোষ্টটিতে অনেক বিষয় তুলে ধরা হলেও , কিছু কিছু বিষয়ের বিস্তারিত তথ্য না থাকায়। আমি নিচে কিছু তথ্য তুলে ধরলাম, যেগুলো আমার জানা আছে। আশা করি, অন্যান্যদের উপকারে আসবে।

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

সোশ্যাল মিডিয়ার জন্য দুই ধরনের কাজ রয়েছে। একটি হলো, কোম্পানির সোশ্যাল মিডিয়ার পোষ্টগুলো প্রমোট করা কিংবা পোষ্টে এনগেস্টমেন্ট বৃদ্ধি করা। আর দ্বিতীয়টি হলো কোম্পানির সকল সোশ্যাল মিডিয়াতে কোম্পানির হয়ে বিভিন্ন পোষ্টগুলো পাবলিশ করা।

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

ওয়েব ডেভেলপার বললে, অনেকে মনে করে যে শুধু ওয়েবসাইটটি তেরি করে দিলে হয়। তবে এটি পুরোপুরি সত্য নয়। কারণ ওয়েব ডেভেলপার মূলত তিন ধরনের: ফ্রন্ট-এনড ডেভেলপার ( যারা ওয়েবসাইটের শুধুমাত্র ডিজাইনের কাজটি করে থাকে),ব্যাক-এনড ডেভেলপার (যারা প্রোগ্রামিং ও ডাটাবেজ ব্যবহার করে, ওয়েবসাইটের সকল কার্যকলাপ ঠিক রাখে, ক্রিপ্টোর জন্য আবার স্মার্ট কন্ট্রাক ডেভেলপার) এবং ফুল-স্ট্যাক ডেভেলপার (যারা ফুল-এনড ও ব্যাক-এনড ডেভেলপমেন্টের কাজ করে থাকে) ।  ফুল-স্ট্যাক ডেভেলপারের চাহিদা কোম্পানিগুলোর সবচেয়ে বেশি থাকে।

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

এটির চাহিদা বেশি রয়েছে, বিভিন্ন ওয়ালেট কোম্পানিগুলোর জন্য। এছাড়াও যারা Dapp তৈরি করতে চায়, তারাও মোবাইল ব্যবহারকারীদের জন্য অ্যাপ তৈরি করার জন্য অ্যাপ ডেভেলপারদের খোজ করে।

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

এটির জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও ডাটাবেজ সম্পর্কিত তথ্য বেশি করে জানতে হবে। বিশেষ করে python, php, go, Reactjs, nodejs, javascript, api management, solidity, smart contract testing, mongdb/mysql আরো অনেক বিষয় এবং কোনো কোম্পানি ইথিরিয়ামে টোকেন তৈরি করবে নাকি নিজস্ব ব্লকচেইন তৈরি করবে, তার উপর নির্ভর করবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Herry on December 07, 2020, 04:20:36 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
ভাই আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে এবং আমি অনেক কিছু জানতে পেরেছি সত্যি বলতে কি আমি এই সম্পর্কে জানতাম না আপনার পোস্টটা ভাল করে পড়লাম এবং বুঝলাম যে কোন বিষয়ে কি কাজ করতে হয় সেজন্য বলি যে আপনি এত সুন্দর পোষ্ট করেছেন সেটা থেকে আমার মত যারা নতুন ইউজার রয়েছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারব এবং জানতে পারবে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা টপিকঃ আমাদের মাঝে শেয়ার করার জন্য
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Mrkadir85 on December 07, 2020, 04:31:23 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
। 


আপনি ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যা সকলের জানা থাকা দরকার ।বিশেষ করে নতুন ইউজারদের এ পোস্ট থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারবে ।এবং ফোরামে ক্যারিয়ার গড়তে পারবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Monster5 on December 07, 2020, 10:44:39 AM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই কেননা ক্রিপ্টোকারেন্সি থেকে আমাদের নিজেদের ক্যারিয়ার গড়তে শুধু বাউন্টি এবং এয়ার্ড্রপ কাজে লাগে কিন্তু আপনার এই পোস্টটি পড়ে আমরা জানতে পারলাম আরো অনেক কিছু এবং বুঝতে পারলাম আপনার এই আলোচনা পড়ে অনেক ভালো লেগেছে তাই আপনাকে ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: XM8 on December 07, 2020, 10:50:51 AM
এ বিষয়ে আমি আপনাকে খুব একটা সাহায্য করতে পারব না বলে আমার মনে হয়। কেননা এই ফোরামের আমি মোটামুটি নতুন একজন। তাই আমি এখন পর্যন্ত বাউন্টি এবং এয়ার্ড্রপ করেই সন্তুষ্ট আছি।আপনার এই পোস্টে না তুমি নতুন কিছু শিখতে পারলাম। আশা করি ভবিষ্যতে সময়ে আমার এগুলো কাজে লাগবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Cristiano on December 07, 2020, 11:10:07 AM
আপনার পোস্টটি খুবই সুন্দর হয়েছে। পোস্টটি থেকে অনেক কিছু জানা যাবে। অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট করেছেন আপনি। খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।আমি মনে করি এটি জুনিয়র মেম্বারদের জন্য খুবই শিক্ষণীয় একটি পোস্ট। পোস্টটি খুবই ইনফরমেটিভ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল। এরকম পোস্ট আরও বেশি বেশি তৈরি করুন যাতে করে জুনিয়র মেম্বাররা কিছু জানতে পারে
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Ricky on December 07, 2020, 11:28:12 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
ধন্যবাদ ভাই অনেক শিক্ষামূলক একটা পোস্ট করেছেন। হ্যাঁ আপনি ঠিক বলেছেন কাজ আগে শিখতে হবে কাজ শিখে এখানে আসলে ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবেনা। তার জন্য বেশি বেশি জানতেও হবে জানার স্থানেই ফোরাম। এই ফোরামে আমাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আপনার পোষ্ট থেকে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ আপনাকে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: CryptoBond on December 07, 2020, 10:38:23 PM
আপনার পোষ্টটিতে অনেক বিষয় তুলে ধরা হলেও , কিছু কিছু বিষয়ের বিস্তারিত তথ্য না থাকায়। আমি নিচে কিছু তথ্য তুলে ধরলাম, যেগুলো আমার জানা আছে। আশা করি, অন্যান্যদের উপকারে আসবে।

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

সোশ্যাল মিডিয়ার জন্য দুই ধরনের কাজ রয়েছে। একটি হলো, কোম্পানির সোশ্যাল মিডিয়ার পোষ্টগুলো প্রমোট করা কিংবা পোষ্টে এনগেস্টমেন্ট বৃদ্ধি করা। আর দ্বিতীয়টি হলো কোম্পানির সকল সোশ্যাল মিডিয়াতে কোম্পানির হয়ে বিভিন্ন পোষ্টগুলো পাবলিশ করা।

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

ওয়েব ডেভেলপার বললে, অনেকে মনে করে যে শুধু ওয়েবসাইটটি তেরি করে দিলে হয়। তবে এটি পুরোপুরি সত্য নয়। কারণ ওয়েব ডেভেলপার মূলত তিন ধরনের: ফ্রন্ট-এনড ডেভেলপার ( যারা ওয়েবসাইটের শুধুমাত্র ডিজাইনের কাজটি করে থাকে),ব্যাক-এনড ডেভেলপার (যারা প্রোগ্রামিং ও ডাটাবেজ ব্যবহার করে, ওয়েবসাইটের সকল কার্যকলাপ ঠিক রাখে, ক্রিপ্টোর জন্য আবার স্মার্ট কন্ট্রাক ডেভেলপার) এবং ফুল-স্ট্যাক ডেভেলপার (যারা ফুল-এনড ও ব্যাক-এনড ডেভেলপমেন্টের কাজ করে থাকে) ।  ফুল-স্ট্যাক ডেভেলপারের চাহিদা কোম্পানিগুলোর সবচেয়ে বেশি থাকে।

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

এটির চাহিদা বেশি রয়েছে, বিভিন্ন ওয়ালেট কোম্পানিগুলোর জন্য। এছাড়াও যারা Dapp তৈরি করতে চায়, তারাও মোবাইল ব্যবহারকারীদের জন্য অ্যাপ তৈরি করার জন্য অ্যাপ ডেভেলপারদের খোজ করে।

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

এটির জন্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ও ডাটাবেজ সম্পর্কিত তথ্য বেশি করে জানতে হবে। বিশেষ করে python, php, go, Reactjs, nodejs, javascript, api management, solidity, smart contract testing, mongdb/mysql আরো অনেক বিষয় এবং কোনো কোম্পানি ইথিরিয়ামে টোকেন তৈরি করবে নাকি নিজস্ব ব্লকচেইন তৈরি করবে, তার উপর নির্ভর করবে।


আসলে প্রথমে দুঃখিত প্রকাশ করছি সংক্ষিপ্ত পোস্ট শেয়ার করার জন্য আসলে আমি একটি ছোট পোস্ট এবং ওভারভিউ দিয়েছি যাতে সবাই বুঝতে পারে | আপনার সহযোগিতায় নিচে আমি ও কিছু অ্যাড করে দিলাম  ;)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)  আপনি যদি আপ্প ডেভেলপার হন তাহলে আপনাকে  জাভা , কোটলিং অথবা flutter ব্যবহার করতে পারেন |

5.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই) (আমি দেখেছি ক্রিপ্টো মার্কেট জাভা স্ক্রিপ্ট এর ল্যাংগুয়েজে গুলো বেশি বেহহৃত হয়)

6.5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই) (লাস্ট অনেক গুলো প্রজেক্ট আমি দেখতেছি  ) (C++ , golang , C#)


ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য | 8)
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Markuri33 on December 08, 2020, 02:00:25 AM
আমি বর্তমানে কিছু বাউন্টি করে যাচ্ছি এবং তার সাথে সাথে একটা সিগনেচার ক্যাম্পেইন করে যাচ্ছি ‌ আমার আশা আছে যে আমি ট্রেডার হব। আসলে ট্রেডার হতে হলে কি কি প্রয়োজন দয়া করে এই ফোরামের সিনিয়র ভাইরা একটু বলবেন। তাহলে আমি অনেক খুশি হতাম।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Casual on December 11, 2020, 12:29:35 AM
আপনার পোস্টটি অনেক ভালো ইনফরমেটিভ পোস্ট হয়েছে। আপনার পোস্টটি পড়ে অনেক কিছু জানা হলো। আমি বলব যে আপনার পোস্টটি পড়ার পর নতুন ইউজারগন এখান থেকে ভালো কিছু শিখবে। আমাদের এই ফোরামে অনেক জুনিয়ার মেম্বার রয়েছে যারা আপনার পোস্ট গুলো পড়ে অনেক কিছু জানতে পারে।আপনি এভাবে পোস্ট করতে থাকুন আপনার জন্য শুভকামনা রইল আপনি অবশ্যই এই ফোরামে অনেক দূর এগিয়ে যেতে পারবেন।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Jaya60 on December 13, 2020, 01:48:52 AM
আমি ক্রিপ্টোকারেন্সিতে বাউন্টি করেছি এবং বর্তমানে সিগনেচার ক্যাম্পিয়ান করছি। এবং তার মধ্যে কিছু ঢুকেনি পেয়েছি সেগুলো আমি হোল্ড করে রেখে দিয়েছি। কিছু টোকেন রেখে দিয়েছি সেগুলো বাইনান্স এক্সচেঞ্জের লিস্টে রয়েছে সেগুলো। আপনাদের কি মনে হয় আমি যে কিছু টোকেন হোল্ড করেছি তা হতে কি প্রফিট পাবো।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Laxmi Sharma on December 13, 2020, 03:39:10 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
তৃপ্ত তে ক্যারিয়ার গড়তে আমার জানামতে আপনি এয়ার ড্রপ এবং বাউন্টি ছাড়াও বিনিয়োগ করতে পারেন অর্থাৎ ইনভেস্ট করতে পারেন অথবা ট্রেড করতে পারেন। ট্রেড করতে হলে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয়। ট্রেড জিনিসটা অনেক লিরিকস বলে মনে হয় আমার কাছে। তাই আমি নতুনদের ট্রেড করাকে সাজেস্ট করবো না। নতুনরা এয়ার্ড্রপ এবং বাউন্টি করতে পারেন।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Mrkadir85 on December 13, 2020, 11:25:01 AM
আপনার পোস্টটি এক কথায় অসাধারণ হয়েছে। জুনিয়র সদস্যরা এখান থেকে অনেক বিষয়ে জানতে পারবেন। ফোরামে এয়ারড্রপ বাউন্টি ছাড়াও আপনি ট্রেড করে ইনকাম করতে পারেন। তবে ট্রেড করতে চাইলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগে জানতে হবে নচেৎ এখান থেকে প্রফিট আসবেনা।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Bony11 on December 13, 2020, 11:33:19 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
ভাই আপনার পোস্টটা পড়ে আমার জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পেল ।নতুন কিছু তথ্য সম্পর্কে জানতে পারলাম যা ইতিপূর্বে এই বিষয় গুলো সম্পর্কে কিছু জানতাম না ।সেইসব তথ্য সম্পর্কে জানতে পারলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ফোরামের জুনিয়র মেম্বাররা আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Niloy on December 13, 2020, 01:35:42 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনার পোস্টটি পড়ে অনেক তথ্য জানতে পারলাম। আমি নিজেও শুধু বাউন্টি ও ওয়ারড্রোব নিয়ে কাজ করি। আপনার পোস্টটি থেকে অনেক কিছু জানতে পারলাম যা আমার মত নতুন ইউজারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: smart_oa on December 13, 2020, 02:06:26 PM
আসলে ক্রিপ্টো স্পেস টা অনেক বড়ো। এখানে কাজের অনেক সম্ভবনা আছে এবং যে কেউ চাইলেই বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করতে পারে। এয়ারড্রপ করে আর আগের মতো প্রফিট না হলেও বাউন্টি করে ভালো ইনকাম করা সম্ভব। আবার ইংলিশ এ দক্ষতা থাকলে কমিউনিটি ম্যানেজার হিসেবেও ভালো ইনকাম করা যায় যদিও নতুনদের জন্যে এইদিকে কাজ পাওয়া খুব একটা সহজ না।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Akhi600 on December 13, 2020, 03:01:28 PM
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এই টপিক থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এবং আমরা যারা নতুন ইউজার আছি তাদের সকলের খুব উপকারী আসবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Akhi600 on December 13, 2020, 03:04:28 PM
আমি ক্রিপ্টোকারেন্সিতে বাউন্টি করেছি এবং বর্তমানে সিগনেচার ক্যাম্পিয়ান করছি। এবং তার মধ্যে কিছু ঢুকেনি পেয়েছি সেগুলো আমি হোল্ড করে রেখে দিয়েছি। কিছু টোকেন রেখে দিয়েছি সেগুলো বাইনান্স এক্সচেঞ্জের লিস্টে রয়েছে সেগুলো। আপনাদের কি মনে হয় আমি যে কিছু টোকেন হোল্ড করেছি তা হতে কি প্রফিট পাবো।
হ্যাঁ ভাই আপনি সঠিক কাজ করেছেন এবং আমি মনে করি আপনার হোল্ড কড়াই উত্তম হয়েছে ইনশাল্লাহ আপনি প্রফিট পাবেন। এবং ভবিষ্যতে ভালো সফলতা আসতে পারে ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: ranaprime on December 13, 2020, 06:27:11 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0
আমরা অনেকেই এই ফোরামে এসেছি শুধু এয়াড্রপ এবং বাউন্টি করার জন্য। আবার অনেকেই এসেছি ট্রেডিং করার জন্য। আবার এমন অনেকেই আছি যারা জানি না যে এখানে কি কি ধরনের কাজ করা যেতে পারে। তবে হ্যা এখানে  এয়ারড্রপ এবং বাউন্টি ছাড়াও অনেক কাজ করা যেতে পারে। তবে এজন্য অবশ্যই আপনা কে অনেক কিছুই জানতে হবে। বিশেষ করে যিনি এই ট্রপিক টা ক্রিয়েট করেছে তার বিস্তারিত যদি এখটু পরেন তাহলেই এখান থেকে ভাল জ্ঞান লাভ করতে পারবেন যা আপনার ভবিষ্যতের জন্য খুবই কার্যকারী।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Tamsialu$$ on December 19, 2020, 05:03:41 PM
এই ফোরামে একেক জন একেক ধরনের কাজ করছে। সবথেকে বেশি করছে আজকাল বাউন্টি ও এয়ার্ড্রপ এগুলোর মধ্যে সময় সব থেকে বেশি দিচ্ছে। আসলে এই গুলোর সাথে সাথে যদি আস্তে আস্তে ট্রেডিং শেখা যায় তাহলে অবশ্যই ভালো। এবং সকল ক্রিপ্টোকারেন্সি বিষয়গুলি আস্তে আস্তে ধারণা লাভ করতে হবে শুধু বাউন্টি ও এয়ার্ড্রপ করে বেশি আগানো সম্ভব নয়।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Mahindra on December 29, 2020, 05:25:24 PM
আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আপনার পোস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম  বাউন্টি এবং এয়ার্ড্রপ সম্পর্কে তথ্য গুলো জানতে পেরে আমি খুবই আনন্দিত আপনার এই পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Angel jara on January 08, 2021, 09:57:46 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলতে বোঝানো হয়েছে ভার্চুয়াল মুদ্রা নিয়ে কাজ করা।ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রচুর পরিমাণ কয়েন নিয়ে কাজ করা হয়। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবচাইতে জনপ্রিয় কয়েনের নাম হল বিটকয়েন। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 38 হাজার ডলার।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Mrkadir85 on January 08, 2021, 03:23:06 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)



আপনি বিভিন্ন বিষয় গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।আপনার উপস্থাপিত বিষয়গুলো সকলের জানা দরকার আপনার এই পোস্টে জুনিয়র দের জন্য অনেক কিছু জানা রয়েছে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Malam90 on January 08, 2021, 04:18:25 PM
Mrkadir85 আপনি  একই টপিকে ৩ বার ঘুরিয়ে ফিরিয়ে একই রকমের কমেন্ট করেছেন। ভাই দয়া করে স্পাম বন্ধ করুন। পোস্টে প্রাসঙ্গিক রিপ্লাই ১ বার দিন এরপর প্রয়োজন না হলে আবার দেওয়ার দরকার নেই।
Angel jara, Mahindra,  Akhi600  আপনারাও ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সব পোস্টে একই ধরনের স্পাম করেই যাচ্ছেন। আপনারা বাংলা বোর্ড থেকে যদি শিক্ষা না নেন তাহলে গ্লোবাল সেকশনে গিয়েও স্পাম করেন। তখন কিছুই করার থাকেনা।

Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Sumi on January 08, 2021, 04:54:18 PM
আপনার পোষ্টটি খুব সুন্দর হয়েছে নতুনদের জন্য যারা এই প্লাটফর্মে নতুন এসেছে এবং বিশেষ করে আমরা যারা নতুন আছি সবাই এখান থেকে ভালোভাবে আর্নিং করতে পারব এবং অনেক কিছু শিখতে পারব এবং অনেক কিছু জানতে পারব আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো অনেক মূল্যবান কথা ছিল এখানে অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: LeziT on January 08, 2021, 05:53:59 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)
খুবই ইনফরমেটিভ পোস্ট তৈরী করেছেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে। জুনিয়ররা এখান থেকে ভালো রকমের ধারণা লাভ করে নেবে। পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভবিষ্যতে এরকম পোস্ট আরও বেশি বেশি তৈরি করবেন যাতে করে জুনিয়র মেম্বাররা কিছু শিক্ষা গ্রহণ করতে পারে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:25:30 PM
ক্রিপ্টোকারেন্সি তে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে শুধু বাউন্টি ও এয়ার্ড্রপ নিয়ে থাকলে চলবে না।বাউন্টি এবং এয়ার্ড্রপ করে দেখবেন হয়তো আপনি সর্বোচ্চ হলে 100 থেকে দেড়শ ডলারের পেমেন্ট পাবেন এর থেকে কিন্তু বেশি না।এটি করে খুবই কষ্ট করে আপনার পরিবারের কিছু সাহায্য করতে পারবেন কিন্তু কখনোই বড় হওয়া যাবে না। তাই আমি মনে করি নিজের ক্যারিয়ার গড়ে তুলতে অবশ্যই আপনাকে বড় ট্রেডার বা ইনভেস্টর হতে হবে তাহলে একসময় দেখা যাবে অবশ্যই আপনি নিজের ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম হয়েছেন।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Micky on January 15, 2021, 01:38:25 PM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)
খুবই তথ্যবহুল পোস্ট হয়েছে। জুনিয়রদের জন্যে অনেক প্রয়োজনিয় এটি। ক্রিপ্টোকারেন্সি তে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে শুধু বাউন্টি ও এয়ার্ড্রপ নিয়ে পড়ে থাকলে হবে না। ট্রেডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। ট্রেডিং সম্পর্কে ধারণা থাকলে ক্রিপ্টোকারেন্সি তে নিজের ক্যারিয়ার গড়ে তোলা কোনো ব্যাপার নয়।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Triple333 on January 15, 2021, 04:08:56 PM
ক্রিপ্টোকারেন্সি তে আমরা যারা কাজ করছি কেউ বাউন্টি ক্যাম্পেইন কেউবা এয়ার্ড্রপ আবার কেউ সিগনেচার ক্যাম্পেইন করছে আবার অনেকে ট্রেড অথবা ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ করছে তবে বাউন্টি সিগনেচার এবং এয়ারড্রপ করতে খুব বেশি মার্কেট সম্পর্কে জানতে হয় না ট্রেড বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে মার্কেট সম্পর্কে অনেক বেশি জ্ঞান  রাখতে হয়। তাই নতুনদের জন্য এয়ার্ড্রপ এবং বাউন্টি এগুলোই উত্তম।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Fariwala on January 15, 2021, 04:54:57 PM
আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি পোস্ট করেছেন এ থেকে অনেক জুনিয়র মেম্বাররা উপকৃত হবেন এবং আমরা যারা ফুল মেম্বার আছে তারা অনেক উপকৃত হব যারা এ বিষয়ে জানেন না এবং আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আরো এরকম কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করুন এবং জুনিয়র মেম্বারদের উপকারে এগিয়ে আসুন তাদের সাথে পরামর্শ করুন এবং অনেক হেল্প করুন ধন্যবাদ
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: bmw1 on January 16, 2021, 07:19:28 AM
ক্রিপ্টোকারেন্সি তে নিজের ক্যারিয়ার গড়তে শুধু এয়ার্ড্রপ এবং বাউন্টি করলে চলবে না কারণ এয়ার্ড্রপ এবং বাউন্টি করে বেশি ভালো বেনিফিট পাওয়া যায় না তাই ক্যারিয়ার গড়তে হলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখতে হবে আর এয়ার্ড্রপ এবং বাউন্টি করতে বেশি জ্ঞান এর হয় না। এবং ট্রেড করতে পারলে ক্যারিয়ার গড়তে পারবেন ট্রেড করতে হলে সব চাইতে বেশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান রাখতে হবে তাহলে ভালো ইনভেস্টর হতে পারবেন এবং ট্রেড করতে পারবেন।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: NANCY on January 23, 2021, 02:10:09 PM
আপনি অনেক একটি শিক্ষনীয় পোস্ট করেছেন যার কারণে আমরা যারা নতুন সদস্য হয়েছি তাদের অনেকটাই ধারণা এসেছে, কিপ্টতে নিজের ক্যারিয়ার গড়তে এয়ারড্রপ এবং বাউন্টি করলে আমাদের মত যারা নতুন সদস্য আছে তারাই অনেক লাভবান হতে পারবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Apower$ on January 24, 2021, 04:07:45 AM
আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি শিক্ষনীয় একটি পোস্ট করেছেন যার কারণে আমরা এবং জুনিয়র মেম্বাররা যারা আছেন তারা অনেক উপকৃত হবেন। এখন ক্রিপ্টোতে নিজের ক্যারিয়ার গড়তে এয়ারড্রপ এবং বাউন্টি করলে আমাদের মতো জুনিয়র মেম্বাররা লাভবান  হবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: AlviNess on February 22, 2021, 05:16:59 PM
ভাই আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে শুধুমাত্র বাউন্টি ক্যাম্পেইন বা এয়ার্ড্রপ করলেই হবে।বরং আমাদের ক্যারিয়ারকে ভালো ভাবে সাজাতে হলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি তে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ ট্রেডিং বা ইনভেস্টমেন্ট ছাড়া ক্রিপ্টোকারেন্সি সফল হওয়া যায় না।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: bmr on February 22, 2021, 07:48:10 PM
ক্রিপ্টোতে কারিয়ার গড়তে শুধু মাত্র যে এয়ারড্র্রপ বা বাউন্টি করলে হবে তা নয় কারন এগুলো বাদেও আর অনেক সাইট আছে যেগুলোতে কাজ করলে ভাল ক্যারিয়ার গড়া সম্ভব। যেমন কেউ যদি ওয়েব ডেভলপমেন্টের কাজ শেখে বা ডিজাইন সহ না না ধরনের কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপুর্ণ।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Milon626 on March 05, 2021, 03:12:39 AM
আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি শুধু মাত্র বাউন্টি এবং এয়ারড্রপ করেন তবে আপনি ক্যারিয়ার গড়তে পারবেন না, কিন্তু মোটামুটি ভাবে চলতে পারবেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে আপনার ক্যারিয়ার গড়তে চান তবে অবশ্যই আপনাকে বাউন্টি, এয়ারড্রপ এর পাশাপাশি বিভিন্ন টোকেন হোল্ড করতে হবে, ইনভেস্ট করতে হবে।  তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিতে পুরোপুরি ভাবে সফল হতে পারবেন।                                     
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: ExtraPoint on March 05, 2021, 10:34:23 AM
খুব সুন্দর একটি পোস্ট করেছেন সেজন্য ধন্যবাদ। আসলে আমরা  ক্রিপ্টোকারেন্সি তে কি করতে এসেছি সেটা আমাদের সবারই জানা দরকার। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে বাউন্টি করতে হবে। এর পাশাপাশি আপনি ট্রেডিং করতে পারেন।তাছাড়া যেসব কয়েন ভালো সে সব কয়েন গুলো কিনে হোল্ড করে রেখে দিতে পারেন ভবিষ্যতে ভাল প্রফিট পাওয়ার জন্য। এভাবেই ধীরে ধীরে ক্রিপ্টোকারেন্সি তবে আপনার ক্যারিয়ার গড়ে উঠতে পারে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: raisajahan on March 05, 2021, 10:48:29 AM
 ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে শুধু এয়ারড্রপ এবং বাউন্টি নয় আর ও অনেক কিছু করার আছে যেমন ট্রেড করা যেতে পারে পার্টিকুলার কোন এক্সচেঞারে যেটা সিকিউর মনে হয় এ ছাড়া লম্বা সময়ের জন্য হোল্ড করা যেতে পারে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: AGM on March 05, 2021, 11:57:50 AM
ক্রিপ্টোতে ক্যারিয়ার গড়া খুবই কঠিন আমার কাছে মনে হয়। এখানে বেসিক যে বিষয় টা হল ট্রেডিং করা আপনার যদি বেশি আর্থিক অবস্থা ভাল থাকে তাহলে ট্রেডিং করতে পারেন। যাদের আর্থিক অবস্থা ভাল না তারা বাউন্টি এবং এয়ারড্রপ করে থাকে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Tubelight on March 20, 2021, 05:32:33 PM
ক্রিপ্টোকারেন্সি সফলতা অর্জন করতে হলে শুধুমাত্র বাউন্টি ক্যাম্পেইন বা এয়ার্ড্রপ করলে হবে না সাথে বিভিন্ন এক্সচেঞ্জে টোকেন ট্রেডিং এবং বিভিন্ন প্লাটফর্মে বিনিয়োগ করার ক্ষমতা থাকতে হবে।আমরা যদি এগুলো করে থাকি তাহলে ক্রিপ্টোকারেন্সি থেকে আমরা অনেক সুন্দর একটি ক্যারিয়ার গড়তে সক্ষম হব।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: David0 on March 21, 2021, 08:15:43 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |
যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)




আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে এবং আমি অনেক কিছু জানতে পেরেছি সত্যি বলতে কি আমি এই সম্পর্কে জানতাম না আপনার পোস্টটা ভাল করে পড়লাম এবং বুঝলাম যে কোন বিষয়ে কি কাজ করতে হয় সেজন্য বলি যে আপনি এত সুন্দর পোষ্ট করেছেন সেটা থেকে আমার মত যারা নতুন ইউজার রয়েছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারব এবং জানতে পারবে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা টপিকঃ আমাদের মাঝে শেয়ার করার জন্য। সবাই নিয়ম মাফিক আর আপনি যেভাবে বলছেন কাজ করলে অভ্যসই সবাই সফল হবে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: David0 on March 21, 2021, 08:19:58 AM
আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি শুধু মাত্র বাউন্টি এবং এয়ারড্রপ করেন তবে আপনি ক্যারিয়ার গড়তে পারবেন না, কিন্তু মোটামুটি ভাবে চলতে পারবেন। আর আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে আপনার ক্যারিয়ার গড়তে চান তবে অবশ্যই আপনাকে বাউন্টি, এয়ারড্রপ এর পাশাপাশি বিভিন্ন টোকেন হোল্ড করতে হবে, ইনভেস্ট করতে হবে।  তাহলে আপনি ক্রিপ্টোকারেন্সিতে পুরোপুরি ভাবে সফল হতে পারবেন। আর সঠিক ভাবে করতে পারলে অভ্যসই সফলতা আসবেই।               
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Fighter on March 21, 2021, 08:21:23 AM
কিছু দিন আগে নিজেদের ভিতর সম্পর্ক বা যোগাযোগ করার জন্য একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশী ভাইরা কে কোথায় আছে কোন প্রজেক্ট বা এক্সচেঞ্জ কাজ করছেন | সেখানে অনেক ভাই বললেন আমি এয়ারড্রপ এবং বাউন্টি করি কিভাবে কাজ পাবো কোথায় কিভাবে কি করবো |আমিও আপনাদের মতো আইরড্রপ , বাউন্টি দিয়ে শুরু করেছিলাম | তারপর শিখতে শিখতে এত দূর এসেছি কিন্তু এখনো শিখা শেষ হয় নেই আরো শিখা বাকি আছে এবং প্রতি নিয়ত ও শিখছি |

যাই হোক এবার কাজ আর কথাই আসি ক্রিপ্টো মার্কেট অনেক কাজ আছে কিন্তু দক্ষ লোকের অভাব | আমরা চাইলে এই মার্কেট তা সহজেই ধরতে পারব যদি আমরা চেষ্টা করি | কিন্তু তার আগে আমাদের কাজ সম্পর্কে জানতে হবে দক্ষ হতে হবে |

তোহ ক্রিপ্টো মার্কেট যে সব কাজ গুলো খুব সহজেই পাওয়া যাই বলতে আপনার খুব বেশি স্কিল লাগবে না আপনি শুধু সেই কাজ সম্পর্কে একটু ভালো ধারণা থাকলেই হবে |  এবং মার্কেটিং সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকতে হবে |যেমন

1.টেলিগ্রাম গ্রোথ ম্যানেজার  (এর জন্য আপনাকে জানতে কিভাবে টেলিগ্রাম মার্কেটিং করে , কিভাবে আপনি পেইড এবং আনপেইড মার্কেটিং করবেন , আরো অনেক কিছু আছে)
2.টেলিগ্রাম সাপোর্ট (কান্ট্রি) (এইখানে আপনি আপনার দেশের মানুষকে কিভাবে ওই প্রজেক্ট টি সম্পর্কে জানাবেন - তা সম্পর্কে আপনার জানতে হবে)
3.কান্ট্রি অ্যাম্বাসেডর  (এখানে আপনি কাজ করেন কোম্পানির প্রয়োজনীয়তা অনুযায়ী)


এর পর আসি কিছু জব এর বেপারে যা আপনার ভালো ধারণা এবং অভিজ্ঞতা থাকতে হবে |যেমন

1.কমিউনিটি ম্যানেজার (এই খানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব কিছু তে ধারণা থাকতে, প্লাস কিভাবে আপনি আপনার কমিউনিটি কে বড় করবেন তা জানতে হবে )

2.সোশ্যাল মিডিয়া মার্কেটের (এই খানে সোশ্যাল মিডিয়া  ডেভেলপ করতে হবে হবে)

3.ওয়েব ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

4.এপস ডেভেলপার       (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

5.ব্লকচেইন ডেভেলপার   (এটা ডিপেন্ড করে কোম্পানি কি ভাষাই দক্ষতা চাই)

6.কনটেন্ট  ক্রিয়েটর       (এই খানে আপনাকে ব্লগ পোস্ট ,স্টোরি এগুলা বানাতে হবে কোম্পানি প্রয়োজন অনুযায়ী )
 
আমি মনে করি আপনারা কাজ শিখে আসুন কেউ আপনাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ | এবং আপনাকে সবসময় লেগে থাকতে হবে |  এবং উপরে আমি আপনাদের একটা শর্ট রিভিউ দিলাম | ভুল ক্রুটি ঊর্ধ্বে কেউ নয় ভুল হলে ক্ষমা করবেন | নুতুন কিছু যোগ করা গেলে জানাবেন | ধন্যবাদ সবাইকে |

আমার আগের পোস্ট চাইলে ঘুরে আসতে পারেন https://www.altcoinstalks.com/index.php?topic=181960.0


আমার কিছু অভিজ্ঞ (বাংলাদেশি ভাই) দরকার যারা এই প্লাটফর্ম এ একটি প্রোজেক্ট কে প্রচারণা করবে । কেও যদি আগ্রহী হন আমাকে  telegram বার্তা দিয়েন @mahbubesan
প্রথমে লেইখেন altcoinstalks bangladesh. ধন্যবাদ সবাইকে । বিশেষ নোট (আলোচনা করার জন্য)
হ্যাঁ ভাই ধন্যবাদ গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার জন্য। আমি এখনো পর্যন্ত বাউন্টি করতে পারিনা। নতুন ইউজার হওয়ায় শেখার চেষ্টা করছি। আপনার পোস্টটা নতুনদের জন্য শিক্ষণীয় হবে। তারা অনেক কিছু শিখতে পারবে এই পোস্ট পড়ে।
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: HeartBit143 on March 21, 2021, 08:52:35 AM
আমি মনে করি ক্রিপ্টোতে এয়ারড্রপ ও বাউন্টি করে নিজের চলার মতো কিছু ইনকাম করা যায়, এটা দিয়ে নিজের ক্যারিয়ার গড়া সম্ভব নয়।  কিন্তু যদি এয়ারড্রপ ও বাউন্টির পাশাপাশি মার্কেট বুঝে  ট্রেডিং করা যায়  তবে সেক্ষেত্রে ক্যারিয়ার গড়া সম্ভব হবে।  আর তার জন্য ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পুরোপুরি ভাবে জানতে হবে, বুঝতে হবে।  ফোরামে নিয়মিত সময় দিতে হবে।                             
Title: Re: ক্রিপ্টো তে নিজের ক্যারিয়ার গড়তে কি শুধু এয়ারড্রপ এবং বাউন্টি না অন্য কিছু
Post by: Ricky on March 21, 2021, 09:29:11 AM
ক্রিপ্টোকারেন্সিতে নিজের ক্যারিয়ার আপনি বিভিন্নভাবে গড়ে তুলতে পারেন। এয়ার্ড্রপ অথবা বাউন্টি ক্যাম্পেইন ছাড়াও ক্রিপ্টোকারেন্সি তে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনি একজন ভাল বিনিয়োগকারী হতে পারেন। আপনি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করতে পারেন। অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আপনি একজন সফল ট্রেডার হতে পারেন। তার জন্য প্রচুর পরিমাণে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে।