Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on December 10, 2020, 04:39:22 PM

Title: ইথারিয়াম ২.০ সম্পর্কিত কয়েকটি বেসিক প্রশ্ন।
Post by: Malam90 on December 10, 2020, 04:39:22 PM
ইথারিয়াম ২.০ নিয়ে আপনাদের কাছে কয়েকটি বেসিক প্রশ্ন করবো। আপনারা তার উত্তর খোঁজার জন্য স্টাডি করে উত্তর দিবেন। এতে করে ইথারিয়াম ২.০ সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা আসবে। এতে আপনাদের ক্রিপ্টো সম্পর্কে ধারণা আরো বাড়বে। আপনাদের কিছু মৌলিক ধারণার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই প্রয়াস।

১। ইথারিয়াম ২.০ তে কোন মেকানিজমের (PoW নাকি PoS) উপর চালু হবে?
২। ইথারিয়াম ২.০ কয়টা ধাপে বাস্তবায়িত হবে এবং কি কি?
৩। ইথারিয়াম ২.০ তে স্টেকিং করতে সর্বনিম্ন কত ইথারিয়াম প্রয়োজন হবে?
৪। মাইনিং বা স্টেকিং করতে  কি শুধুমাত্র ইথারিয়াম ডিপোজিট করলে হবে নাকি আরো কোন কাজ করতে হবে?

৪ টি প্রশ্নের উত্তর যারা দিতে চান তারা অবশ্যই একটু স্টাডি করেই দিবেন। আর জানা না থাকলে দয়া করে কেউ অযথা কমেন্ট করে স্পাম করবেন না।
Title: Re: ইথারিয়াম ২.০ সম্পর্কিত কয়েকটি বেসিক প্রশ্ন।
Post by: Review Master on December 10, 2020, 05:53:36 PM
১। ইথারিয়াম ২.০ তে কোন মেকানিজমের (PoW নাকি PoS) উপর চালু হবে?

এটি সম্পূর্ণরূপে POS ( Proof of Stake) ।
সোর্স: https://ethereum.org/en/eth2/


২। ইথারিয়াম ২.০ কয়টা ধাপে বাস্তবায়িত হবে এবং কি কি?

এটি মূলত ৩টি ধাপে হবে এবং প্রত্যেকটি ধাপের মধ্যে (মূলত ২ ও ৩ নং ধাপে) আবার উপধাপ রয়েছে। ধাপ ৩টি হলো:
(১) The Beacon Chain (ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে )
(২) Shard chains ( এটি ২০২১ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )
(৩) The docking ( এটি ২০২২ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )

নোট: Beacon chain এ কখনোই ট্রান্সজেকশন ফি কম হবে না, কারণ এটি কম হওয়ার সম্ভাবনা তখনোই দেখা দিবে যখন shard chain কিংবা sharding চালু হবে।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৩। ইথারিয়াম ২.০ তে স্টেকিং করতে সর্বনিম্ন কত ইথারিয়াম প্রয়োজন হবে?

সর্বনিম্ন ৩২ ইথিরিয়াম, যদি নিজে স্টেকিং করতে চান । আর পুলে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/
সোর্স: https://beaconcha.in/stakingServices


৪। মাইনিং বা স্টেকিং করতে  কি শুধুমাত্র ইথারিয়াম ডিপোজিট করলে হবে নাকি আরো কোন কাজ করতে হবে?

স্টেকিং যদি কেউ নিজে থেকে করতে চায়, তাহলে তাকে ইথিরিয়ামের মূল্য সাইটে দেয়া নির্দেশ অনুযায়ী একটি এমন কম্পিউটার কিংবা সার্ভার ২৪ ঘন্টা চালু রাখতে হবে। এইজন্য সহজ হয়, একটি VPS (Virtual private server) কিনে সেখানে সেটআপটি করা। আর যদি কেউ কোনো পুলে অংশগ্রহণ করতে চান, তাহলে অনেক পুল আছে যেখানে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম দিয়ে অংশগ্রহণ করা যায়।

সোর্স: https://beaconcha.in/stakingServices

নোট: একটি বিষয় নজরে রাখতে হবে, আপনি স্টেকিং করলেই রিওয়ার্ড পাবেন এটির কোনো নিশ্চয়তা নাই। কারণ কোনো নোড যদি ভালোভাবে কাজ না করে যেমন অফলাইন হয়ে যাওয়া/সিস্টেমের সাথে চিটিং করা/খারাপ ভ্যালিডেটর হওয়া প্রভৃতি, তাহলে পেনাল্টি হিসেবে কিছু ইথরিয়াম অথবা পুরো ইথিরিয়ামই আপনার মেইন ওয়ালেট থেকে কেটে নেওয়া হইতে পারে। আরো একটি বিষয় হলো, নিজেই স্টেকিং করলে ৩২ ইথিরিয়াম ২ সালের জন্য লক হবে এবং আপনি সেটি যখনতখন বের করতে পারবেন না। পুরো FAQ পড়লে এসব জানতে পারবেন।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৪ টি প্রশ্নের উত্তর যারা দিতে চান তারা অবশ্যই একটু স্টাডি করেই দিবেন। আর জানা না থাকলে দয়া করে কেউ অযথা কমেন্ট করে স্পাম করবেন না।

আমি এই ৪টি প্রশ্নের উত্তর অফিসিয়াল সাইট থেকে জানার পর দিয়েছি এবং সোর্স ও দিয়ে দিলাম, যেন কেউ দোটানায় না থাকে।
Title: Re: ইথারিয়াম ২.০ সম্পর্কিত কয়েকটি বেসিক প্রশ্ন।
Post by: Casual on December 11, 2020, 12:07:38 AM
১। ইথারিয়াম ২.০ তে কোন মেকানিজমের (PoW নাকি PoS) উপর চালু হবে?

এটি সম্পূর্ণরূপে POS ( Proof of Stake) ।
সোর্স: https://ethereum.org/en/eth2/


২। ইথারিয়াম ২.০ কয়টা ধাপে বাস্তবায়িত হবে এবং কি কি?

এটি মূলত ৩টি ধাপে হবে এবং প্রত্যেকটি ধাপের মধ্যে (মূলত ২ ও ৩ নং ধাপে) আবার উপধাপ রয়েছে। ধাপ ৩টি হলো:
(১) The Beacon Chain (ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে )
(২) Shard chains ( এটি ২০২১ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )
(৩) The docking ( এটি ২০২২ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )

নোট: Beacon chain এ কখনোই ট্রান্সজেকশন ফি কম হবে না, কারণ এটি কম হওয়ার সম্ভাবনা তখনোই দেখা দিবে যখন shard chain কিংবা sharding চালু হবে।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৩। ইথারিয়াম ২.০ তে স্টেকিং করতে সর্বনিম্ন কত ইথারিয়াম প্রয়োজন হবে?

সর্বনিম্ন ৩২ ইথিরিয়াম, যদি নিজে স্টেকিং করতে চান । আর পুলে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/
সোর্স: https://beaconcha.in/stakingServices


৪। মাইনিং বা স্টেকিং করতে  কি শুধুমাত্র ইথারিয়াম ডিপোজিট করলে হবে নাকি আরো কোন কাজ করতে হবে?

স্টেকিং যদি কেউ নিজে থেকে করতে চায়, তাহলে তাকে ইথিরিয়ামের মূল্য সাইটে দেয়া নির্দেশ অনুযায়ী একটি এমন কম্পিউটার কিংবা সার্ভার ২৪ ঘন্টা চালু রাখতে হবে। এইজন্য সহজ হয়, একটি VPS (Virtual private server) কিনে সেখানে সেটআপটি করা। আর যদি কেউ কোনো পুলে অংশগ্রহণ করতে চান, তাহলে অনেক পুল আছে যেখানে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম দিয়ে অংশগ্রহণ করা যায়।

সোর্স: https://beaconcha.in/stakingServices

নোট: একটি বিষয় নজরে রাখতে হবে, আপনি স্টেকিং করলেই রিওয়ার্ড পাবেন এটির কোনো নিশ্চয়তা নাই। কারণ কোনো নোড যদি ভালোভাবে কাজ না করে যেমন অফলাইন হয়ে যাওয়া/সিস্টেমের সাথে চিটিং করা/খারাপ ভ্যালিডেটর হওয়া প্রভৃতি, তাহলে পেনাল্টি হিসেবে কিছু ইথরিয়াম অথবা পুরো ইথিরিয়ামই আপনার মেইন ওয়ালেট থেকে কেটে নেওয়া হইতে পারে। আরো একটি বিষয় হলো, নিজেই স্টেকিং করলে ৩২ ইথিরিয়াম ২ সালের জন্য লক হবে এবং আপনি সেটি যখনতখন বের করতে পারবেন না। পুরো FAQ পড়লে এসব জানতে পারবেন।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৪ টি প্রশ্নের উত্তর যারা দিতে চান তারা অবশ্যই একটু স্টাডি করেই দিবেন। আর জানা না থাকলে দয়া করে কেউ অযথা কমেন্ট করে স্পাম করবেন না।

আমি এই ৪টি প্রশ্নের উত্তর অফিসিয়াল সাইট থেকে জানার পর দিয়েছি এবং সোর্স ও দিয়ে দিলাম, যেন কেউ দোটানায় না থাকে।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদিও এটি অফিশিয়াল পেইজ থেকে দিয়েছেন তার পরেও আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার এই পোস্টটি সম্পূর্ণভাবে পড়েছি এবং চারটি বিষয়ের উপর মোটামুটি ভালই ধারণা পেলাম।
Title: Re: ইথারিয়াম ২.০ সম্পর্কিত কয়েকটি বেসিক প্রশ্ন।
Post by: Malam90 on December 11, 2020, 01:19:02 AM
১। ইথারিয়াম ২.০ তে কোন মেকানিজমের (PoW নাকি PoS) উপর চালু হবে?

এটি সম্পূর্ণরূপে POS ( Proof of Stake) ।
সোর্স: https://ethereum.org/en/eth2/


২। ইথারিয়াম ২.০ কয়টা ধাপে বাস্তবায়িত হবে এবং কি কি?

এটি মূলত ৩টি ধাপে হবে এবং প্রত্যেকটি ধাপের মধ্যে (মূলত ২ ও ৩ নং ধাপে) আবার উপধাপ রয়েছে। ধাপ ৩টি হলো:
(১) The Beacon Chain (ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে )
(২) Shard chains ( এটি ২০২১ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )
(৩) The docking ( এটি ২০২২ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )

নোট: Beacon chain এ কখনোই ট্রান্সজেকশন ফি কম হবে না, কারণ এটি কম হওয়ার সম্ভাবনা তখনোই দেখা দিবে যখন shard chain কিংবা sharding চালু হবে।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৩। ইথারিয়াম ২.০ তে স্টেকিং করতে সর্বনিম্ন কত ইথারিয়াম প্রয়োজন হবে?

সর্বনিম্ন ৩২ ইথিরিয়াম, যদি নিজে স্টেকিং করতে চান । আর পুলে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/
সোর্স: https://beaconcha.in/stakingServices


৪। মাইনিং বা স্টেকিং করতে  কি শুধুমাত্র ইথারিয়াম ডিপোজিট করলে হবে নাকি আরো কোন কাজ করতে হবে?

স্টেকিং যদি কেউ নিজে থেকে করতে চায়, তাহলে তাকে ইথিরিয়ামের মূল্য সাইটে দেয়া নির্দেশ অনুযায়ী একটি এমন কম্পিউটার কিংবা সার্ভার ২৪ ঘন্টা চালু রাখতে হবে। এইজন্য সহজ হয়, একটি VPS (Virtual private server) কিনে সেখানে সেটআপটি করা। আর যদি কেউ কোনো পুলে অংশগ্রহণ করতে চান, তাহলে অনেক পুল আছে যেখানে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম দিয়ে অংশগ্রহণ করা যায়।

সোর্স: https://beaconcha.in/stakingServices

নোট: একটি বিষয় নজরে রাখতে হবে, আপনি স্টেকিং করলেই রিওয়ার্ড পাবেন এটির কোনো নিশ্চয়তা নাই। কারণ কোনো নোড যদি ভালোভাবে কাজ না করে যেমন অফলাইন হয়ে যাওয়া/সিস্টেমের সাথে চিটিং করা/খারাপ ভ্যালিডেটর হওয়া প্রভৃতি, তাহলে পেনাল্টি হিসেবে কিছু ইথরিয়াম অথবা পুরো ইথিরিয়ামই আপনার মেইন ওয়ালেট থেকে কেটে নেওয়া হইতে পারে। আরো একটি বিষয় হলো, নিজেই স্টেকিং করলে ৩২ ইথিরিয়াম ২ সালের জন্য লক হবে এবং আপনি সেটি যখনতখন বের করতে পারবেন না। পুরো FAQ পড়লে এসব জানতে পারবেন।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৪ টি প্রশ্নের উত্তর যারা দিতে চান তারা অবশ্যই একটু স্টাডি করেই দিবেন। আর জানা না থাকলে দয়া করে কেউ অযথা কমেন্ট করে স্পাম করবেন না।

আমি এই ৪টি প্রশ্নের উত্তর অফিসিয়াল সাইট থেকে জানার পর দিয়েছি এবং সোর্স ও দিয়ে দিলাম, যেন কেউ দোটানায় না থাকে।

পারফেক্ট উত্তর। আপনার পরিশ্রমের জন্য + । যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, তাদের এগুলো নিয়ে একটু হলেও মাথা ঘামানো উচিত। তাহলে কমেন্ট করতেও সুবিধা হয়।

আর হা আমিও একমত যে বিকন চেইন থেকে ফি কমবেনা, অন্তত Shard chains বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটি ২০২১ এ চালু হওয়ার সম্ভাবনা আছে এবং কয়েকমাসও লেগে যেতে পারে চালু হওয়ার পর।
Title: Re: ইথারিয়াম ২.০ সম্পর্কিত কয়েকটি বেসিক প্রশ্ন।
Post by: Magepai on December 12, 2020, 12:30:52 AM
১। ইথারিয়াম ২.০ তে কোন মেকানিজমের (PoW নাকি PoS) উপর চালু হবে?

এটি সম্পূর্ণরূপে POS ( Proof of Stake) ।
সোর্স: https://ethereum.org/en/eth2/


২। ইথারিয়াম ২.০ কয়টা ধাপে বাস্তবায়িত হবে এবং কি কি?

এটি মূলত ৩টি ধাপে হবে এবং প্রত্যেকটি ধাপের মধ্যে (মূলত ২ ও ৩ নং ধাপে) আবার উপধাপ রয়েছে। ধাপ ৩টি হলো:
(১) The Beacon Chain (ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে )
(২) Shard chains ( এটি ২০২১ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )
(৩) The docking ( এটি ২০২২ এ শুরু হওয়ার সম্ভাবনা আছে )

নোট: Beacon chain এ কখনোই ট্রান্সজেকশন ফি কম হবে না, কারণ এটি কম হওয়ার সম্ভাবনা তখনোই দেখা দিবে যখন shard chain কিংবা sharding চালু হবে।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৩। ইথারিয়াম ২.০ তে স্টেকিং করতে সর্বনিম্ন কত ইথারিয়াম প্রয়োজন হবে?

সর্বনিম্ন ৩২ ইথিরিয়াম, যদি নিজে স্টেকিং করতে চান । আর পুলে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/
সোর্স: https://beaconcha.in/stakingServices


৪। মাইনিং বা স্টেকিং করতে  কি শুধুমাত্র ইথারিয়াম ডিপোজিট করলে হবে নাকি আরো কোন কাজ করতে হবে?

স্টেকিং যদি কেউ নিজে থেকে করতে চায়, তাহলে তাকে ইথিরিয়ামের মূল্য সাইটে দেয়া নির্দেশ অনুযায়ী একটি এমন কম্পিউটার কিংবা সার্ভার ২৪ ঘন্টা চালু রাখতে হবে। এইজন্য সহজ হয়, একটি VPS (Virtual private server) কিনে সেখানে সেটআপটি করা। আর যদি কেউ কোনো পুলে অংশগ্রহণ করতে চান, তাহলে অনেক পুল আছে যেখানে সর্বনিম্ন যেকোনো ইথিরিয়াম দিয়ে অংশগ্রহণ করা যায়।

সোর্স: https://beaconcha.in/stakingServices

নোট: একটি বিষয় নজরে রাখতে হবে, আপনি স্টেকিং করলেই রিওয়ার্ড পাবেন এটির কোনো নিশ্চয়তা নাই। কারণ কোনো নোড যদি ভালোভাবে কাজ না করে যেমন অফলাইন হয়ে যাওয়া/সিস্টেমের সাথে চিটিং করা/খারাপ ভ্যালিডেটর হওয়া প্রভৃতি, তাহলে পেনাল্টি হিসেবে কিছু ইথরিয়াম অথবা পুরো ইথিরিয়ামই আপনার মেইন ওয়ালেট থেকে কেটে নেওয়া হইতে পারে। আরো একটি বিষয় হলো, নিজেই স্টেকিং করলে ৩২ ইথিরিয়াম ২ সালের জন্য লক হবে এবং আপনি সেটি যখনতখন বের করতে পারবেন না। পুরো FAQ পড়লে এসব জানতে পারবেন।

সোর্স: https://ethereum.org/en/eth2/staking/


৪ টি প্রশ্নের উত্তর যারা দিতে চান তারা অবশ্যই একটু স্টাডি করেই দিবেন। আর জানা না থাকলে দয়া করে কেউ অযথা কমেন্ট করে স্পাম করবেন না।

আমি এই ৪টি প্রশ্নের উত্তর অফিসিয়াল সাইট থেকে জানার পর দিয়েছি এবং সোর্স ও দিয়ে দিলাম, যেন কেউ দোটানায় না থাকে।

মালাম ভাই যে প্রশ্নটা দিয়েছিল আপনি তার সঠিক সঠিক উত্তর দিয়েছেন। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে টপিকগুলোর উত্তর দেওয়ার জন্য। কয়েকটি বিষয়ে আমার ধারণা ছিল না কিন্তু আপনার পোস্টটি সম্পূর্ণ দেখার পর আমিও সেগুলো প্রতি আরও সুন্দর ধারণা পেলাম। এ ধরনের প্রশ্নের উত্তর দেয়ার জন্য আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।