Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Churphans on December 13, 2020, 04:15:56 AM

Title: ইলন মাস্কের সাফল্য
Post by: Churphans on December 13, 2020, 04:15:56 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Laxmi Sharma on December 13, 2020, 04:19:08 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধন্যবাদ আপনি উৎসাহমূলক একটা পোস্ট করেছেন। আসলেই আমাদের কোনো কিছুতেই পিছিয়ে যাওয়া উচিত নয়। ধৈর্য ধরে লক্ষ্যের দিকে হাঁটতে থাকলে সফলতা এমনিতেই কাছে আসতে থাকে। আমাদের ধৈর্য হারা হলে হবে না আমাদেরকে ধৈর্য্য ধরে সময় ইনভেস্ট করতে হবে তাহলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখবো।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Token@ on December 13, 2020, 06:01:53 AM
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নিউজ শেয়ার করার জন্য। আমরা অনেকেই হয়তো ইলন মাস্ক এর ব্যাপারে জানতাম না। আপনার এই পোস্টটি পড়ে জানতে পারলাম। আমাদের সবার উচিত ধৈর্য্যসহকারে কাজ করা। ধৈর্য ধরে কাজ করলে সেই কাজটির সফলতা পাওয়া যায়। কথায় আছে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। তাই আমাদের সবারই উচিত পিছিয়ে যাওয়া থেকে ধৈর্য্যসহকারে কাজ করা।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Malam90 on December 13, 2020, 10:30:14 AM
ইচ্ছা, ধৈর্য্য এবং অধ্যবসায় থাকলে যে একজন মানুষ অনেক কিছু করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন-পেপালের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইচ্ছা থাকতে হবে এবং সাথে অধ্যবসায়-দুটোর সংমিশ্রণে আসতে পারে সফলতা। এখান থেকে আমাদের জীবনেও অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: sky20 on December 13, 2020, 06:40:47 PM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
অসাধারণ একটি উৎসাহ মূলক পোস্ট করেছেন। একজন মানুষ চাইলে সে অনেক কিছুই করতে পারে তার বাস্তব উদাহারন হল ইলন মাস্ক। সত্যিকার অর্থে যারা চেস্টা করেছেন তারা কিছু করতে পেরেছেন । ইলনমাস্ক যা করেছেন হয়তো আমারা অনেকেই আছি সেটা অসম্ভব বলে রেখে দিই বা বিশ্বাস করতে চাই না সেখানে একজন মানুষ তা করে তার স্বপ্নের বাস্তবরুপ দিয়ে ফেলেছেন।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Magepai on December 13, 2020, 11:37:41 PM
আসলে কারো যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু উপায় হয় না। তিনি অনেক সাফল্য একজন ব্যক্তি। কিন্তু তার ভিতরে যে প্রতিভা ছিল সেটা সে জাগ্রত করেছে। একজন মানুষের যদি 80 মিটার দৌড়াতে পার কিন্তু তার টার্গেট থাকতে হবে 100 মিটার যাওয়ার তাহলে সে অবশ্যই 80 মিটার দৌড়ে যেতে পারবে।আমরা যারা আছি সবাই যদি তার দিকে একটু লক্ষ করি তাহলে দেখা যায় তিনি যেভাবে সাফল্য কিভাবে কিন্তু আমরা হতে পারব কিন্তু সেই প্রতিভা কে জাগ্রত করতে হবে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Jaya60 on December 14, 2020, 02:18:57 AM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর একটি উৎসাহ মূলক পোস্ট দেওয়ার জন্য।সে চেষ্টা করেছে এবং সেই সাথে সাথে কষ্ট করেছে যে কারণে তার সমস্ত চাওয়া-পাওয়া বাস্তবে ঠিক হয়েছে। তাই লক্ষ্যে এগিয়ে যেতে হলে অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম ছাড়া কেউ কোনদিন এগিয়ে যেতে পারেনি।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: saidul2105 on December 14, 2020, 04:03:50 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পথচলা উচিৎ।  যদি কেউ তার জীবনের লক্ষ্যই নির্ধারণ করতে না পারে তাহলে তার জীবনের পথচলাই বৃথা।  জীবনে যদি কেউ  কিছু পেতে চায় তাহলে তাকে অবশ্যই প্রথমত  ওই জিনিসটা পাওয়ার ইচ্ছে থাকতে হবে, দ্বিতীয়ত ইচ্ছে অনুযায়ী সেই জিনিসটা  পাওয়ার জন্য ধৈর্য ধরে কাজ করে যেতে হবে।  তাহলে আমার মনে হয় যে, যে কোন মানুষ তার লক্ষে অবশ্যই পৌছাতে পারবে যার জীবন্ত উদাহরণ হিসেবে আমারা ইলন মাস্ক কে গ্রহণ করে নিতে পারি।  তিনি কখনো কোন বাধাকে বাধা হিসেবে নেননি, তিনি সর্বদা প্রত্যেকটা কাজ কে তার মিশন হিসেবে নিয়ে অদম্য মনোবলের সহিত কাজ করে সফলতা অর্জন করে নিয়েছেন।  আমি মনে করি,  ইলন মাস্ক কে আমরা আমাদের পথপ্রদর্শক হিসেবে নিয়ে কাজ করে যেতে পারি।                                                                 
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Kangaro45 on December 14, 2020, 04:53:48 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
।   



অনেক সুন্দর একটি অনুপ্রেরণামূলক পোস্ট করেছেন। অধ্যাবসায় মানুষকে যে কতদূর পৌঁছে দিতে পারে এলন মাস্ক তার জ্বলন্ত প্রমাণ। তার কাজের মাধ্যমে আমরা ভালো কোন কাজে অনুপ্রেরণা পেতে পারি ।অধ্যাবসায় থাকলে অবশ্যই সাফল্যে পৌঁছানো সম্ভব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Markuri33 on December 14, 2020, 08:50:58 AM
ভাই আপনি অনেক অনুপ্রেরণা মূলক একটি পোস্ট করেছেন।আসলে কারো মনের ভিতর যদি ইচ্ছা থাকে এবং সে যদি সৎ হয়ে থাকে তাহলে অবশ্যই তার ইচ্ছা পূরণ হয়। আমরা এরকম ঘটনা আরো অনেক দেখেছি যে রোবটবুসএকে একে 6 বার যুদ্ধে পরাজিত হবার পরেও তার পরও কিন্তু সে পিছুপা হয়নি এবং সপ্তমবারের মাথায় সে যুদ্ধ করে সে জয়লাভ করে। অতএব আমাদের মনে রাখতে হবে যে আমি এ কাজটি করব তাহলে অবশ্যই করতে পারব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Milon626 on December 14, 2020, 10:21:08 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
আমরা ইলন মাস্ক কে আমাদের চলার পথের পথ প্রদর্শক হিসেবে নিয়ে জীবনের লক্ষ্য ঠিক করে কাজ করে এগিয়ে যেতে পারি।  চলার পথে কোন কাজই সহজ নয়, আবার কোন কাজ খুব বেশি কঠিনও নয়।  শুধু সব কিছু করার ইচ্ছা শক্তিটা আমাদের প্রয়োজন যা আমরা ইলন মাস্ক কে দেখে শিক্ষা নিতে পারি।                         
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Bony11 on December 14, 2020, 10:37:41 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
আমি ইলন মাস্ক সম্পর্কে কিছুই জানতাম না। তবে আপনার পোষ্টটি পড়ে আমি ইলন মাস্ক সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো যে মানুষ ইচ্ছাশক্তি থাকলে অনেক কিছু করতে পারে ।কিন্তু তার জন্য সঠিক ইচ্ছা , ধৈর্য ও কঠোর পরিশ্রম থাকা দরকার ।  মানুষ তার ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে এটার জ্বলন্ত উদাহরণ হল ইলন মাস্ক।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Bony11 on December 14, 2020, 10:50:31 AM
ইচ্ছা, ধৈর্য্য এবং অধ্যবসায় থাকলে যে একজন মানুষ অনেক কিছু করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন-পেপালের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ইচ্ছা থাকতে হবে এবং সাথে অধ্যবসায়-দুটোর সংমিশ্রণে আসতে পারে সফলতা। এখান থেকে আমাদের জীবনেও অনেক কিছু শিক্ষা গ্রহণ করার আছে।
হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত। মানুষ চাইলে অনেক কিছু করতে পারে তার জন্য তার  ইচ্ছা ,ধৈর্য ও অধ্যাবসায়ের প্রয়োজন। ইচ্ছা শক্তি মানুষ কে অনেক কিছু করতে সাহায্য করে। এদের দিকে আমাদের জীবনের শিক্ষা গ্রহণ করা উচিত। অল্পতেই হতাশ হওয়া উচিত নয় ,জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Clearman on December 14, 2020, 11:09:59 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)

আপনি খুব সুন্দর একটা পোস্ট করেছেন এ পোস্টের সাথে আমি একমত ইলন মাক্স চেয়েছিলাম নিরাপদ পদ্ধতি পেমেন্ট করতে এটা খুবই ভাল সিদ্ধান্ত এই ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:27:47 AM
অসাধারণ পোস্ট করেছেন আপনি ভাই। ইলন মাস্ক দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। অনেক উৎসাহ মূলক একটি পোস্ট এটি থেকে অবশ্যই সবাই সব বিষয়ে ধারণা পাবে।এখান থেকে আসলে আমাদের অনেক শিক্ষা নেওয়া উচিত যে আসলে ধৈর্য সহকারে সবাইকেই কাজ করে যেতে হবে তাহলে সাফল্য হওয়া যাবে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Rony on December 16, 2020, 05:03:19 PM
ইলন মাস্ক যেখানেই হাত রাখেন সেখানেই সফলতা বিরাজ করছে। ইলন মাস্ক অনেক কোম্পানির প্রতিষ্ঠাতা তার মধ্যে রয়েছে পেপাল, টেসলা মোটর ,হাইপারলুপ এছাড়াও আরো অনেক কম্পানি রয়েছে ইলন মাস্কের । বর্তমানে ইলন মাস্ক মঙ্গল গ্রহের নিয়ে বেশি কাজ করছে। আসলে ইলন মাস্কের সফলতার পিছনে রয়েছে তার ধৈর্য ও কাজের প্রতি ভালোবাসা ফল। মিলন মার্কস কোন কাজকে ছোট করে দেখেনা তাই তিনি সবচাইতে সফল ব্যক্তি।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Cz Rock on December 16, 2020, 11:10:49 PM
ইলন মাস্ক একজন সফল ব্যক্তি। বর্তমানে তিনি মঙ্গল গ্রহে বসবাস করা নিয়ে কাজ করছে।তারায় অনেক কোম্পানি আছে যেমন পেপাল, টেসলা মোটর, ইত্যাদি।এক কথায় বলতে গেলে ইলন মাস্ক যেখানেই হাত রাখো সেখানেই সফলতা বিরাজ করছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Damrai5$ on December 17, 2020, 06:41:06 AM
ইলন মাস্ক তাকে আমি অনেক শ্রদ্ধা করি বিশেষ করে তার কাজের প্রতি। তিনি কোন কাজকে হবে না বললে চলবে না তিনি সেটা করে দেখিয়েছেন সবাইকে যে ইচ্ছা থাকলে অবশ্যই সবকিছু করা সম্ভব।তাই আমরা সবাই যদি তার মতো চেষ্টা করি তাহলে সারা পৃথিবীটাকে অমূল্য এর পরিবর্তন করতে সক্ষম হব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Damrai5$ on December 17, 2020, 06:44:30 AM
ইলন মাস্ক যেখানেই হাত রাখেন সেখানেই সফলতা বিরাজ করছে। ইলন মাস্ক অনেক কোম্পানির প্রতিষ্ঠাতা তার মধ্যে রয়েছে পেপাল, টেসলা মোটর ,হাইপারলুপ এছাড়াও আরো অনেক কম্পানি রয়েছে ইলন মাস্কের । বর্তমানে ইলন মাস্ক মঙ্গল গ্রহের নিয়ে বেশি কাজ করছে। আসলে ইলন মাস্কের সফলতার পিছনে রয়েছে তার ধৈর্য ও কাজের প্রতি ভালোবাসা ফল। মিলন মার্কস কোন কাজকে ছোট করে দেখেনা তাই তিনি সবচাইতে সফল ব্যক্তি।

ইলন মাস্ক তাকে যদি আমরা সবাই ফলো করে চলি তাহলে আমরাও সফল হতে পারব। তিনি আসলে সব কিছুই চেষ্টা করেছেন চেষ্টা কোন কমতি রাখেনি। তাই তিনি সবকিছু করতে পেরেছেন। এ ধরনের উৎসাহ মূলক পোস্ট দেওয়ার জন্য যে ভাই এই পোস্টটি করেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Mahindra on December 19, 2020, 06:58:19 AM
অনেক সুন্দর একটি পোস্ট পড়ে অনেক আনন্দ পেলাম আপনাকে তাই অসংখ্য ধন্যবাদ ভাই আসলেই ইলন মাস্ক এর সফলতা সম্পর্কে আমি ভালো জানতাম না কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট টি পড়ে জানতে পারলাম তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মূল্যবান পোষ্ট করে আমাদের না জানা তথ্য গুলো জানিয়ে দেওয়ার জন্য।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Crypto_Somrat on December 19, 2020, 07:12:04 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধৈর্য ধরে কিভাবে সফলতার শীর্ষে পৌঁছাতে হয় সেটা ইলন মাস্ক করে দেখিয়েছেন। ইলন মাস্ক দেখিয়ে দিয়েছে যে ইচ্ছা থাকলে সবকিছুই করা সম্ভব। ইলন মাস্ক এর কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে ধৈর্য ধরে লক্ষ্যের দিকে এগুতে থাকলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Tubelight on March 24, 2021, 11:19:59 AM
ইচ্ছে সকলের থাকে কিন্তু সেই ইচ্ছেপূরণের ক্ষমতা কিন্তু সকলের থাকে না যেমনটা রয়েছে বর্তমানে বিলাসবহুল জীবন যাপনকারী ইলন মাস্ক। তিনি সত্যিই একজন সাকসেসফুল মানুষ।তিনি তার মুখ দিয়ে যেটা বলে সেটা কার্যকারিতা করে দেখান। আমি তাকে অনেক রেসপেক্ট করি।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Irfan12@ on March 24, 2021, 04:35:17 PM
সত্যি বলতে কি আমরা বড় বড় ব্যক্তিদের জীবনী ঘাটলে অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ ইলন মাস্ক পৃথিবীটাকে কখনো দোষারোপ করেন নি। যখন যেটা প্রয়োজন হয়েছে তিনি সে জিনিসটা করার চেষ্টা করেছেন। আমাদের এরকম ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত।আসলে মানুষ চাইলে সব কিছুই সম্ভব শুধু তার ধৈর্য ইচ্ছা শক্তিটা শক্ত হতে হবে। এবং সে অবশ্যই একসময় সফলতা অর্জন করবে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Linda78 on March 24, 2021, 05:02:18 PM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধন্যবাদ আপনি উৎসাহমূলক একটা পোস্ট করেছেন। আসলেই আমাদের কোনো কিছুতেই পিছিয়ে যাওয়া উচিত নয়। ধৈর্য ধরে লক্ষ্যের দিকে হাঁটতে থাকলে সফলতা এমনিতেই কাছে আসতে থাকে। আমাদের ধৈর্য হারা হলে হবে না আমাদেরকে ধৈর্য্য ধরে সময় ইনভেস্ট করতে হবে তাহলে আমরা অবশ্যই সফলতার মুখ দেখবো।
এমন একটা গুডনিউজ তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই তথ্যটা আমার জানা ছিল না আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। আসলে আপনি ঠিক বলেছেন ধৈর্য সহকারে কাজ করলে অবশ্যই সফলতা আসে তার একটি নিদর্শন এই একটি পোস্ট। ইলন মাস্ক তিনি এতটাই সফল গানি ব্যক্তি  তার কোন তুলনা হয় না। তিনি এই ক্রিপ্টোকারেন্সি কে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে সবাই এটা ধারণা করছে। আসলেই আমাদের ধৈর্য হারা হলে চলবে না এবং ধৈর্যশীল ব্যক্তি অবশ্যই সফলতা অর্জন করে থাকে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Rothi roy on March 24, 2021, 05:36:38 PM
ধন্যবাদ আপনাকে এত সুন্দর এই পোস্ট দেওয়ার জন্য। আপনার পোস্টটি পরে আমি অনুপ্রাণিত হলাম। আসলে এটা ঠিক আমরা যদি কোন কিছু নিয়ে অভিযোগ না করে নিজে সেটার সমাধান বের করার চেষ্টা করি, তাহলে এটাই হয়তো সবথেকে শ্রেষ্ঠ কাজ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Dark Knight on April 02, 2021, 07:43:31 PM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক। টেসলা নামক আরেকটি গাড়ির কোম্পানি আছে। তবে তিনি শুধু বর্তমানে ব্যবসায়ী হিসেবেই পরিচিত নন তিনি একজন বিনিয়োগকারী। তিনি সাম্প্রতিক সময়ে বিটকয়েন নিয়ে তার টুইটার অ্যাকাউন্টে টুইট বার্তায় বিটকয়েন নিয়ে অনেক কিছু বলেছিলেন। তারপর থেকেই বিটকয়েনের দাম হুহু করে বৃদ্ধি পেয়ে চলেছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Fariwala on April 02, 2021, 08:52:52 PM
ইলন মাস্কের জীবনে অনেক কষ্টের মাধ্যমে কিন্তু তিনি অর্জন করতে পেরেছেন তার আজকের এই জীবনকে বাস্তবায়ন করতে পেরেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং ইচ্ছা শক্তির মাধ্যমে মানুষ ইচ্ছা করলে সবকিছুই করতে পারে এটা ইলন মাস্কের দিকে তাকালেই কিন্তু বোঝা যায় আপনি যদি ইচ্ছে করেন সেটা অবশ্য অবশ্যই আপনি পূরণ করতে পারবেন তবে আপনাকে থাকতে হবে আপনার ইচ্ছাশক্তি এবং চিরতা ধন্যবাদ সকলকে
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Casual on April 03, 2021, 03:22:46 AM
ইলন মাস্ক তিনি সাফল্য একজন ব্যক্তি । ইলন মাস্ক তিনি পেপাল কার্ড তৈরি করেছেন এবং কি তেলসা মটর আবিষ্কার করেছেন। তার জীবনকাহিনী পড়লে অনেক অনুপ্রাণিত হওয়া যায়।নিঃসন্দেহে বলা যায় তিনি একজন সাফল্য মান ব্যক্তি। এবং কি কি প্রকার ইন্সিদে তার অনেক অবদান রয়েছে তিনি আরও বিভিন্ন ধরনের কয়েন নিয়ে কথোপকথন করেছেন। এগুলোর প্রাইজ আজকে আকাশছোঁয়া দাম।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Tepona on April 05, 2021, 05:41:59 AM
ইলন মাস্ক এর বর্তমানে সাফল্য অনেক। এখন দেখা যাচ্ছে বিখ্যাত কোম্পানি টেসলা ও পেপাল সারা পৃথিবীব্যাপী অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। আরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বড় ধরনের প্রভাব ইলন মাস্কের সাপোর্টের কারণে পড়েছে। ইলন মাস্ক তার কোম্পানির লেনদেন এর কার্যক্রম যখন বিটকয়েনের মাধ্যমে করে তখন বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। এভাবেই বিটকয়েন জনপ্রিয়তা পাচ্ছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Centus on April 08, 2021, 06:52:05 AM
শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তিনি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে একজন। তিনি ক্রিপ্টোকারেন্সি বাজারে বড় ধরনের একজন বিনিয়োগকারী। তার কোম্পানির প্রোডাক্ট গুলো কিনতে বিটকয়েন ব্যবহার করা যাবে এরকম অনুমোদন রয়েছে। তাই আমি মনে করি তিনি সাফল্যের উচ্চ চূড়ায় পৌঁছে গেছেন।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Ricky on April 08, 2021, 08:13:09 AM
 সফলতাকে ছিনিয়ে আনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই ইলন মাস্ক। তিনি পৃথিবীর শীর্ষ স্থানীয় ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার কাছ থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেয়া উচিত। তার জীবনের দিকে তাকালে উৎসাহটা আরো বেড়ে যায়। এখন তিনি একজন বড় ধরনের বিনিয়োগকারী এই ক্রিপ্টো মহাবিশ্বে। আশা করছি তার কাছ থেকে অনুপ্রেরণা এবং শিক্ষা নিয়ে আমরাও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: GroundCrypto on April 08, 2021, 02:12:00 PM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধন্যবাদ আপনাকে এরকম অসাধারণ একটি নিউজ দেওয়ার জন্য। ধৈর্য ধারণ করার উদাহরণ ইলন মাস্ক। ইচ্ছা থাকলেই উপায় হয়। অতএব জীবনের সাফল্য আনতে চাইলে হতাশ হওয়া উচিত নয়, বরং ধৈর্য ধারণ করা উচিত।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Password on April 10, 2021, 12:40:00 PM
অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে এরকম একটি সুন্দর নিউজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পারলাম।আমরা যদি কোন কিছু অভিযোগ না করে নিজেরা সমাধান করার চেষ্টা করি তাহলে আমরা নিজেরাই সাফল্য অর্জন করতে পারব।আর আমরা যদি ইলন মাস্ক কে সবাই মিলে ফলো করি তাহলে কিন্তু আমরা সবাই সাফল্য অর্জন করতে পারব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Md.Nurnobe3483 on April 10, 2021, 01:15:20 PM
কারন আমি একজন নতুন ইউজার ইলন মাস্কের সম্পর্কে আমার কোন ধারণা নেই। নিচে সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে কিছুটা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে এরকম ভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Riddi on April 10, 2021, 05:34:42 PM
সত্যিই জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই ধৈর্য ও ইচ্ছাশক্তি থাকা দরকার। ধৈর্য ও ইচ্ছাশক্তি যদি থাকে তাহলে অবশ্যই জীবনে সফলতা পাওয়া সম্ভব। সফলতা ও উৎসাহ মূলক উদাহরণ হিসেবে ইলন মাস্ক কে আমি মনে করি। আমি তার কাহিনী শুনে উৎসাহিত হয়ে থাকি ।আমিও ভাবি যে জীবনে সফলতা পাওয়ার জন্য এই ফোরামে ধৈর্যধারণ করে। নিয়মিত ফোরামে কাজ করলে ভবিষ্যতে এখান থেকে আমি ভালো একটি ফলাফল পাব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Angel jara on April 10, 2021, 05:53:45 PM
ইলন মাস্কের সফলতা সম্পর্কে আমরা কমবেশি সকলেই জানি। ইলন মাস্ক তার জীবনের সবচেয়ে বড় একটা যুদ্ধ। জেদ্দা কখনো হার মানতে শিখি নি এবং পিছুপা হতে শিখিনি। তার কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের ক্ষেত্রে অসম্ভব কিন্তু ইলন মাক্স এর ক্ষেত্রে সম্ভব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Boyati1122 on April 10, 2021, 06:03:19 PM
আমি এই ফোরামে নতুন একজন মেম্বার। আমি ইলন মাক্স সম্পর্কে কিছু বুঝিনা। তাই যদি কোন সিনিয়র মেম্বার সম্পর্কে কিছু বোঝেন। তাহলে আমাকে দয়া করে ইলন মাস্ক সম্পর্কে বুঝিয়ে দেবেন। আমি আশা করবো কোনো সিনিয়র মেম্বার ইলন মাক্স সম্পর্কে বুঝিয়ে দেবেন।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Random203 on April 11, 2021, 04:10:30 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
সত্যি কথা হলো ইলন মাস্ক এক অসাধারণ মানুষ।  সে দেখিয়েছেন যে মানুষ চাইলে কি না করতে পারে।  সে সব সময়ই তার ইচ্ছা শক্তি কে কাজে লাগিয়ে ধৈর্য্য সহকারে কাজ করে গেছেন।  আর তাই সে আজ সফল, বিশ্ব সেরা ধনী।
তার জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে।                       
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Niloy on April 11, 2021, 06:24:30 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ভাই ইলন মাস্ক এর সফলতা ঘটনা জেনে। আমি তার জীবন কাহিনী দেখে অনুপ্রাণিত হয়েছি। সত্যিই এধরনের ঘটনা আমাদেরকে অনেক উৎসাহ দিয়ে থাকে। জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই তার মত ধৈর্য ও ইচ্ছাশক্তি অনেক বেশি প্রয়োজন। যা মানুষকে সফলতা এনে দিতে পারে। তাই আমি তার ঘটনা থেকে শিক্ষা নেই। যে জীবনের সফলতা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্য, ইচ্ছা ও কঠোর পরিশ্রম খুব প্রয়োজন ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: raisajahan on April 11, 2021, 01:00:30 PM
আপনি সঠিক বলেছেন ইলন মাস্কের  সফলতা সারা পৃথিবীর মানুষের কাছে অজানা নয়। কারন তিনি তার জীবনে অনেক সফলতা পেছেন। আপনার তথ্যের সাথে আমি আরও একটি বিষয় যোগ করতে চাই কারন এই বিষয়টি ক্রিপ্টো কারেন্সি মার্কেট রিলেটেড আর সেটা হল ইলন মাস্ক ১.৫ বিলিয়ন ডলার সমমানের বিটকয়েন ক্রয় করেন। আর সেই জন্য ক্রিপ্টো কারেন্সি মার্কেট রিলেটেড মানুষ তার সম্পর্কে অবগত আছেন।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Fariwala on April 11, 2021, 03:20:19 PM
মানুষের ইচ্ছা শক্তি থাকলে যে মানুষ কি করতে পারে এটা ছিলেন মাছকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না আমরা আসলে এলেন মার্কস এর জীবনী যদি আপনারা পড়েন তাহলে কিন্তু সবগুলো ইনফর্মেশন কিন্তু আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন কাজে আমি বলবো যদি আপনি বড় হতে চান তাহলে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করতে থাকুন এবং পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: alexkhan on April 11, 2021, 05:20:33 PM
ইলন মাস্ক টা আসলে কি এবং তার সাফল্য কিভাবে হয়েছে কোনো সিনিয়র ভাই যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন আমার বুঝতে সুবিধা হত।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Churphans on April 11, 2021, 10:47:29 PM
ইলন মাস্ক টা আসলে কি এবং তার সাফল্য কিভাবে হয়েছে কোনো সিনিয়র ভাই যদি আমাকে একটু বুঝিয়ে বলতেন আমার বুঝতে সুবিধা হত।
আরে ভাই ইলন মাস্ক গুগোলে একটু সার্চ করলে বিস্তারিত জানতে পারবেন। এখানে ইলন মাস্ক সম্পর্কে বিস্তারিত জানাতে গেলে পোস্ট অনেক দীর্ঘায়িত হবে সেই কারণে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনি নিজে গুগোল একটু সার্চ দিয়ে দেখতে পারেন।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Churphans on April 11, 2021, 10:50:09 PM
ইলন মাস্ক টা আসলে কি এবং তার সাফল্য কিভাবে হয়েছিল সেটা আমি জানি না কারণ আমি এই ফোরামের একজন নতুন সদস্য যদি সিনার ভাই থাকেন তাহলে এ ব্যাপারে কিছু আলোচনা করবেন আমরা যেন বুঝতে পারি এবং এই বিষয়টাকে নিয়ে অনেক ধারণা পাই।
আপনি ক্রিপ্টোকারেন্সি জগতে যদি দুদিনের জন্য এসে থাকেন তাহলে আমার মনে হয় ইলন মাস্ক সম্পর্কে আপনার জানা উচিত ছিল। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভাইরাল মুখটি হল ইলন মাস্ক। অথচ আপনি বলছেন ইলন মাস্ক সম্পর্কে আমি কিছুই জানিনা আশ্চর্য।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: bmw1 on April 14, 2021, 04:15:55 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
মানুষ চাইলে অনেক কিছু করতে পারে এটা সঠিক যে ইলন মাস্ক সঠিক পেমেন্ট এবং নিরাপত্তা প্রদানের জন্য পেপাল তৈরি করেছে। এবং এদের কারণে হয়তোবা বিটকয়েন এর দাম এত বেড়ে গেছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: AGM on April 14, 2021, 09:38:25 AM
সত্যিই এই ধরনের সাহসী উদ্যোগতা আমাদের প্রয়োজন। উনি শুধু আমাদের একটি দেশের না। উনি এখন পুরো পৃথিবীর একজন রোল মডেল। যদি এই ধরনের একজন মানুষ প্রতিটি দেশে একজন করে পাওয়া যেত তাহলে পৃথিবী আরও সমৃদ্ধময় হত।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Linda78 on April 14, 2021, 03:18:55 PM
আপনাকে অনেক ধন্যবাদ কারণ মিলন মাক্স সম্পর্কে অনেকের ধারনাই ছিল না কিন্তু আপনার এই পোস্টটা পড়ে বুঝতে পারলাম। ইলন মাস্ক এমন একজন ব্যক্তি জার নাম সারা দুনিয়ায় সুনাম ছড়িয়ে আছে। আমরা যদি ধর্য সহকারে কাজ করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে। কারণ আজ যারা এই এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছে এবং সফলতা অর্জন করেছে তার পিছনে রয়েছে ধৈর্য এবং মহৎ কাজ করা। ইনল ম্যাক্স একটা বিশ্বস্ত একাউন্ট করেছিলেন যাতে সবাই বিশ্বস্ততার সাথে লেনদেন করতে পারি তার জন্য তিনি একটা অ্যাকাউন্ট করেছিলেন তার নাম হচ্ছে পেপাল।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Azharul on April 22, 2021, 02:31:56 PM
ইচ্ছা মানুষকে অনেক উচুতে উঠতে সাহায্য করে সেটা আর একবার প্রমাণ করলেন এলন মাস্ক।আমরা জানতে পেরেছি যে জীবনের প্রথম দিকে তিনি গরীব মানুষ ছিলেন। ৫০০ টাকার বেতন থেকে আজ তিনি বিশ্বের অন্যতম সেরা ধনী।তার চেষ্টায় প্রথমে তিনি নিরাপদ পেমেন্ট পদ্ধতি পেপাল প্রতিষ্টা করেছেন।তারপর তিনি টেসলা মোটরস প্রতিষ্টা করেছেন।আবার তিনি দ্রুত গতির যাতায়াত ব্যবস্থার জন্য হাইপারলুপ ডেভেলপ করেছেন। তাই আমি মনে করি ইচ্ছা মানুষকে অনেক উচুতে উঠতে সাহায্য করে তার দৃষ্টান্ত হলেন এলন মাস্ক।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: CryptoRiders on April 25, 2021, 07:02:48 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধন্যবাদ ভাই আপনাকে এরকম একটি পোস্ট করার জন্য। আসলে ধৈর্য ধারণ করলে জীবনে সাফল্য অর্জন করা যায় তা ইলন মাক্স এর থেকে শিখতে পারলাম। ইলন মাস্ক ধৈর্য ধারণ করে কাজ করে গেছেন আর এই জন্যই জীবনে সাফল্য অর্জন করতে পেরেছেন।
 তাই আমরা যদি জীবনে ধৈর্য ধারণ করে কাজ করি তাহলে অবশ্যই, জীবনের সাফল্য অর্জন করতে পারব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Ridoy Ahmed Santo on April 25, 2021, 05:13:44 PM
আসসালামু আলাইকুম। ইলন মাস্ক কে তিনি কি করতেন এবং তিনি কীভাবে এত সফলতা অর্জন করেছে । এইসব বিষয়ে আমার জানার খুব আগ্রহ। তিনি কীভাবে কাজ করতেন এসব বিষয় আমার ধারণা নেই । তাই সকল বড় ভাইদের কাছে অনুরোধ ইলন মাস্ক এর সম্পর্কে দয়া করে আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Laxmi Sharma on April 25, 2021, 08:14:56 PM
ইলন মাস্ক সফলতা একদিনে পাননি। তিনি কঠিন পরিশ্রম এবং কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে এই সফলতাকে ছিনিয়ে নিয়েছেন। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার রয়েছে। তাই আমরাও যদি ধৈর্য ধরে কাজ করি তাহলে অবশ্যই সফলতা পাব ইনশাআল্লাহ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Dilshan on May 03, 2021, 09:17:46 AM
একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে তার নমুনা একমাত্র ইলন মাস্কের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। তার জীবনে অনেক চাহিদা ছিল কিন্তু তার বাস্তবায়নে আমরা তার কাছ থেকেই পেয়েছি।
তার বাস্তবায়ন গুলো নিচে দেয়া হল।
(https://i.imgur.com/tJkQjKr.jpg)
ধৈর্য ধারণ করার উদাহরণ ইলন মাস্ক। আসলে জীবনে সাফল্য অর্জন করতে হলে যে ধৈর্য আর পরিশ্রমের প্রয়োজন। পরিশ্রমের ফলে অনেক জীবনের সাফল্য অর্জন করতে পেরেছেন। আমরা যদি জীবনে সাফল্য অর্জন করতে চাই তাহলে ইলন মাস্ক এর জীবনী  অনুসরণ করতে পারি। ইলন মাক্স এর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শুধুমাত্র পরিশ্রম করে গেলে হয়না মনে বিশ্বাস থাকা দরকার।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Rifan Khan on May 04, 2021, 12:56:24 PM
ইলন মাস্কের সাফল্য পেয়েছেন। কিন্তু তিনি এক মেয়ে সফলতা অর্জন করতে পারিনি। তিনি অনেক কঠিন পরিশ্রম করেছেন। তারপর সে সফলতা অর্জন করতে পেরেছে। সো তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Asad72 on May 07, 2021, 06:51:56 AM
ইলন মাস্কের সাফল্য একদিন পাননি। তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তারপর ইলন মাস্কের সফলতা পেয়েছেন। আমি মনে ইলন মাস্কে জীবন থেকে আমাদের কিছু শেখার দরকার রয়েছে। জীবনে পরিশ্রম করলে কিছু হয়না মনে বিশ্বাস রাখা দরকার।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Madmax789 on November 15, 2022, 12:26:58 PM
 একজন মানুষ চাইলে সে অনেক কিছুই করতে পারে তার বাস্তব উদাহারন হল ইলন মাস্ক। সত্যিকার অর্থে যারা চেস্টা করেছেন তারা কিছু করতে পেরেছেন । তার সাফল্য এবং ব্যক্তিগত শৈলী স্টিভ জবস, হাওয়ার্ড হিউজ এবং হেনরি ফোর্ড সহ মার্কিন ইতিহাসের অন্যান্য রঙিন টাইকুনদের সাথে তুলনার জন্ম দিয়েছে।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Fulshai on December 14, 2023, 01:43:28 PM
একজন মানুষের সাফল্য অর্জনের মধ্যে রয়েছে তার ইচ্ছাশক্তি। একজন মানুষ যদি তার ইচ্ছা শক্তি বুদ্ধিমত্তাকে কাজে লাগায় তাহলে অবশ্যই সে সাফল্য অর্জন করবে। তার প্রমাণ হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক প্রথমত অনেক গরিব একজন লোক ছিলেন। বর্তমানে তিনি বিশ্বের ধনীদের এক নম্বরে। এটা তার পরিশ্রমের সাফল্য। ইলন মাস্ক এর জীবনে দেখলে বোঝা যায় যে তিনি প্রথমত ৫০০ টাকা দিয়ে ব্যবসা শুরু করে। পরবর্তীতে তিনি কোটি কোটি টাকার মালিক হয়। এটা হচ্ছে তার ইচ্ছাশক্তি। অতএব বলা যায় যে ইচ্ছা শক্তি ও বুদ্ধিমতা থাকলে সাফল্য অর্জন করা সম্ভব।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: MVL~$ on December 20, 2023, 06:55:34 AM
ইলন মাস্ক একজন অসম্ভব পরিশ্রমী ব্যক্তি এবং পাশাপাশি সে খুব মেধাবীও। যতটুকু আমি জানি সে তার কাজে খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। যখন স্পেস এক্স নামের রকেট কোম্পানি শুরু করা হলো এবং সে নাসা এর কাছে এটাও বলল যে রকেট মহাকাশে যে আবার পুনরায় মাটিতে ফিরে আসতে পারবে , তখন তার কাছের বন্ধু তাকে পাগল বলেছিল কিন্তু সে সেটা সম্ভব করে দেখিয়েছে। আবার সম্প্রতি কিছুদিন আগে সে টুইটার ক্রয় করেছে। সে তার নিজের কাজের জন্য বাসায় যায় না বরং নিজের অফিসেই একটি মোটামুটি থাকার ব্যবস্থা করেছে যাতে করে তার কাজের সময় নষ্ট না হয়। সুতরাং বলাই যায় এরকম একজন মানুষের সাফল্য হওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। কথায় আছে পরিশ্রম কখনো বিফলে যায় না ।  ইলন মাস্ক ই তার উজ্জ্বল দৃষ্টান্ত।
Title: Re: ইলন মাস্কের সাফল্য
Post by: Paragon2 on December 20, 2023, 10:14:11 AM
হ্যাঁ মানুষ ইচ্ছে করলে সকল কিছু হওয়া সম্ভব যেমন হয়েছে ইলন মাক্স তিনি একদম নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায়ে উঠে এসেছেন। তিনি বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হয়ে সেখানে সাফল্য হয়েছেন এবং বর্তমানে তার টেসলা সহ বিভিন্ন কোম্পানি রয়েছে। ইলন মাক্স একটি রকেটের কোম্পানি রয়েছে এবং তিনি বর্তমান সময়ে শত শত বিলিয়ন কোটি টাকার মালিক। মানুষ ইচ্ছে করলে উন্নতি করা সম্ভব এটাই তার প্রমান দেয়।