Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: smart_oa on December 14, 2020, 01:54:36 PM
-
ফোরাম এ অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছে এটা এক দিকে যেমন ভালো তেমনি এর কিছু খারাপ দিকও আছে। যেমনঃ অনেকেই শুধু শুধু স্পামিং করছে। মডারেটর এর জন্যে একা এতো বড়ো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছেনা। আমার মনে হয় মডারেটর রা কিছু একটিভ মেম্বার সিলেক্ট করে তাদেরকে স্প্যাম পোস্ট ডিটেক্ট করে রিপোর্ট করার দায়িত্ব দিলে ভালো হয়। এতে মডারেটর জন্যে কাজ কিছুটা সহজ হয়।
-
আপনি সঠিক কথাটা বলেছেন ফোরামে অনেক নতুন ইউজার রা রাতারাতি স্পামিং করে মাত্র কয়েকদিনেই এস আর মেম্বার হিরো মেম্বার হয়ে যাচ্ছে ।আসলে এগুলো মডারেটরের একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না আমাদের সবারই উচিত রুলস এর বাইরে কোন কিছু না করা । মডারেটর ছাড়াও ফোরামে যারা সিনিয়র আছেন তাদের মডারেটরকে সহযোগিতা করা উচিত।
-
ফোরাম এ অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছে এটা এক দিকে যেমন ভালো তেমনি এর কিছু খারাপ দিকও আছে। যেমনঃ অনেকেই শুধু শুধু স্পামিং করছে। মডারেটর এর জন্যে একা এতো বড়ো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছেনা। আমার মনে হয় মডারেটর রা কিছু একটিভ মেম্বার সিলেক্ট করে তাদেরকে স্প্যাম পোস্ট ডিটেক্ট করে রিপোর্ট করার দায়িত্ব দিলে ভালো হয়। এতে মডারেটর জন্যে কাজ কিছুটা সহজ হয়।
আপনি ঠিক বলেছেন। আমাদের বাংলা লোকাল বোর্ডের মডারেটর ভাই খুব আন্তরিক হওয়ার জন্য কিছু মেম্বার তার সুযোগ নিয়ে রাতারাতি তাদের পোস্টের সংখ্যা বৃদ্ধি করে তাদের র্যাংক আপ করে চলেছে। তাই মডারেটর ভাই এর পাশাপাশি যদি কিছু একটিভ মেম্বারদের অল্প কিছু দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া হয় তাহলে হয়তো ভালোই হবে।
-
ফোরাম এ অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছে এটা এক দিকে যেমন ভালো তেমনি এর কিছু খারাপ দিকও আছে। যেমনঃ অনেকেই শুধু শুধু স্পামিং করছে। মডারেটর এর জন্যে একা এতো বড়ো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছেনা। আমার মনে হয় মডারেটর রা কিছু একটিভ মেম্বার সিলেক্ট করে তাদেরকে স্প্যাম পোস্ট ডিটেক্ট করে রিপোর্ট করার দায়িত্ব দিলে ভালো হয়। এতে মডারেটর জন্যে কাজ কিছুটা সহজ হয়।
আপনার সাথে আমি একমত আছি আসলে মডারেটর ভাইয়ের পক্ষে একা অসম্ভব। আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার কথাটি মডারেটর ভাই আপনি এ কথা একটিবার ভেবে দেখতে পারেন।
-
আমরা যখন এই ফোরামে কাজ করতে এসেছি তখন এই ফোরামের সকল দায় দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমরা মডারেটরকে সাহায্য করব এবং যারা নতুন এ আছেন তাদেরকে ভালো ভালো পোস্ট করার জন্য উৎসাহিত করব না। তারা যদি কোন কিছু না বুঝে তাহলে আমরা যারা সিনিয়র আছি সকলে তাদের সাহায্য সহযোগিতা করব।যারা ছোট আছেন তাদের পোস্ট করার জন্য উৎসাহ করব এবং তাদের ছোট ছোট ভুল গুলো ধরিয়ে দিয়ে তাদের ভালোমানের পোস্ট করার জন্য উৎসাহ করব তাহলে আমাদের এই ফোরাম অনেকটাই এগিয়ে যাবে
-
আমাদের বাংলা সেকশনের মডারেটর ভাই অনেক সচেতন একজন মানুষ। অনেক সৎ একজন মানুষ। সে সব সময় বাংলা সেকশন সহ আরো বাকি কয়েকটা সেকশন পর্যবেক্ষণ করে। আমার মতে একজন মডারেটরের যতটুক দায়িত্ব সে ততটুকু পালন করে। তার চেয়ে বেশি পালন করে।তবে কিছুদিন যাবত দেখা যাচ্ছে অনেক পুরাতন টপিকে আলোচনা বেশি হচ্ছে।পুরাতন টপিকে আলোচনা করার জন্য আমাদের নতুন নতুন টপিক গুলো হারিয়ে ফেলছি। যার কারণে আমরা নতুন কোন কিছু জানতে পারছি না। নতুন কোন তথ্য সংগ্রহ করতে পারছিনা।তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো পুরনো কোন টপিকে যেন তারা আলোচনা না করে।নতুন নতুন টপিকে আলোচনা করলে সবাই নতুন নতুন তথ্য সম্পর্কে জানতে পারবে। আমরা সবাই একটু সতর্ক হই। আর ফোরামের অনেকগুলো সিনিয়র মেম্বার আছে যারা ইতোমধ্যে সবাইকে সতর্ক করে দেয় স্পামিং পোস্ট না করার জন্য।
-
ফোরাম এ অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছে এটা এক দিকে যেমন ভালো তেমনি এর কিছু খারাপ দিকও আছে। যেমনঃ অনেকেই শুধু শুধু স্পামিং করছে। মডারেটর এর জন্যে একা এতো বড়ো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছেনা। আমার মনে হয় মডারেটর রা কিছু একটিভ মেম্বার সিলেক্ট করে তাদেরকে স্প্যাম পোস্ট ডিটেক্ট করে রিপোর্ট করার দায়িত্ব দিলে ভালো হয়। এতে মডারেটর জন্যে কাজ কিছুটা সহজ হয়।
আপনি যর্থাতই বলেছেন। আসলে আমাদের ফোরাম কিন্তু আগের মত নেই। এখানে অনেক ডেভলোপমেন্ট হয়েছে। ফোরামে এখন অনেক বেশি ইউজার। তাই এই থ্রেড কে ভাল রাখতে হলে অবশ্যই কিছু পদক্ষেপ নিতে হবে। যা খুবই প্রয়োজন। তবে আমার ধারনা যিনি এই দ্বায়িত্ব পালন করছেন তিনি যথেষ্ঠ পরিশ্রমি একজন ব্যেক্তি। ফোরামে আমার মনে হয় উনার চেয়ে কেউ বেশি একটিভ থাকে না। তাই আমি মনে করি যে উনিই ভাল বুঝবেন কি করা উচিত। যে কোন ভাল ডিসিশন কে আমরা সবাই সমর্থন করব।
-
বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফোরামে বেশি স্পামিং হচ্ছে না। এখন ফোরামটা আগের তুলনায় অনেক ভালো চলছে। আমাদের ফোরামের মোডারেটর বাই তিনি অনেক ভালো এবং সৎ। সবসময়ই কিন্তু কিভাবে পড়াবেন উন্নতি হবে সেই নিয়ে চিন্তাভাবনা করে। এবং যারা স্পামিং করে তাদের বিরুদ্ধে সাথে সাথে একশন নেয়।
-
বর্তমান সময়ে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের ফোরামে অনেক ভালো হয়েছে কিছুদিন আগে থেকে। একটু তারতম্য ছিল মাঝখানে কিছুদিন কিন্তু মডারেটর ভাই এবং সেই সাথে সাথে সিনিয়র মেম্বার যারা রয়েছে তারা সকলে মিলেই ফোরাম তাকে আবার ভালো করেছে।মোডারেটর বাই তিনি সব সময় শ্রম দিয়ে যাচ্ছে এই ফোরামের প্রতি কিভাবে পুরান এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে সবসময় চিন্তা ভাবনা সকলের মাঝে তুলে ধরছে।
-
ফোরাম এ অনেক নতুন মেম্বার যুক্ত হয়েছে এটা এক দিকে যেমন ভালো তেমনি এর কিছু খারাপ দিকও আছে। যেমনঃ অনেকেই শুধু শুধু স্পামিং করছে। মডারেটর এর জন্যে একা এতো বড়ো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে বলে মনে হচ্ছেনা। আমার মনে হয় মডারেটর রা কিছু একটিভ মেম্বার সিলেক্ট করে তাদেরকে স্প্যাম পোস্ট ডিটেক্ট করে রিপোর্ট করার দায়িত্ব দিলে ভালো হয়। এতে মডারেটর জন্যে কাজ কিছুটা সহজ হয়।
কিছু স্পেশাল ব্যাজ অথবা সুবিধা দেয় এ যেতে পারে যারা মডারেটর কে স্পামিং খুঁজে বের করতে সাহায্য করবে। এইটা ওই সাব ফোরাম এর মডারেটর কে দেয় এ যেতে পারে। যদি কেউ প্রতি সপ্তাহে নির্দিষ্ট কিছু স্পামিং পোস্ট বের করে দিতে পারে তাহলে তাকে একটা স্পেশাল ব্যাজ দেয় এ হবে। আমার মনে হয় এরকম কিছু করলে সবাই এ আগ্রহ পাবে স্পামিং রিপোর্ট করতে।
-
পরামর্শের জন্য ধন্যবাদ। ভবিষ্যতে যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাহলে অবশ্যই সিলেক্ট করব।