Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Sumaiya2 on December 16, 2020, 04:34:23 AM

Title: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Sumaiya2 on December 16, 2020, 04:34:23 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম 19371 ডলার। বিটকয়েনের দাম অনেকদিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কমছে না যদিও বিটকয়েনের দাম থেমে আছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। তাই আনুমানিকভাবে বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Cristiano on December 16, 2020, 05:01:31 AM
বর্তমানে বিটকয়েন এর অবস্থান অনেকটাই ভালো। প্রায় দশদিন ধরে বিটকয়েন তার নির্দিষ্ট জায়গায় স্থির অবস্থান করছে। বিটকয়েন ইতিমধ্যে 19 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। বিটকয়েনের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। কিছুদিন ধরে শুধু বিট কয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে।তবে বিটকয়েন নিয়ে কখনো ভবিষ্যদ্বাণী করা যায় না। কেউ যদি ভবিষ্যদ্বাণী করা সেটা ঠিক হবে না। কারণ কিপ টু কারেন্সি মারকেট সবসময় আপডাউন করে। কখন কি হয়ে যায় সেটা বলা খুবই মুশকিল। তবে ধারণা বা আন্দাজ করা যায় 2021 সালে বিটকয়েন 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে।যেভাবে এ বছর বৃদ্ধি পেয়েছে এভাবে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে 25 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Nusrat on December 16, 2020, 05:26:15 AM
আসলে গ্যারান্টি দিয়ে কিছুই বলা যাচ্ছে না যে 2021 সালে বিটকয়েন 20,000 ডলার ক্রস করবে কিনা। তবে হ্যাঁ বিটকয়েন হলো একটি ঊর্ধ্বমুখী কয়েন সবাই পছন্দ করে এবং এর চাহিদাও বেশি। 2020 সাল প্রায় শেষের দিকেই 2021 সালের কাছাকাছি তো আমরা আমার মনে হয় বিটকয়েন পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। 2021 সালে বিটকয়েন 20,000 ডলার ক্রস করবে। এটা গ্যারান্টি দিয়ে বলছি না মার্কেটে বিটকয়েনের জনপ্রিয়তা বেশি বলে বলা যায় যে 2021 সালে বিটকয়েন 2010 করবে।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Bad leyar on December 16, 2020, 05:56:31 AM
ভাই আমার মনে হয় 2021 সালে বিটকয়েনের দাম 20000 ডলার থেকে 25 হাজার ডলার এ পৌঁছাতে পারে কেননা 2020 সালে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে 19  হাজার ডলার ছাড়িয়েছে। এতে আমরা আশা করতে পারি 2021 সালে এই বিটকয়েন 25000 হাজার ডলার এ আঘাত করবে।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Heron on December 16, 2020, 07:03:47 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম 19371 ডলার। বিটকয়েনের দাম অনেকদিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কমছে না যদিও বিটকয়েনের দাম থেমে আছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। তাই আনুমানিকভাবে বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।
ভাই বর্তমানে বিটকয়েনের মুভমেন্ট খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ বিটকয়েন 19300 ডলারের উপরে অবস্থান করছে। নিঃসন্দেহে বলা যায় বিটকয়েন 2021 সালের শুরুতেই 20 হাজার ডলারের মাইলফলক অতিক্রম করবে। এবং বিটকয়েন 2021 সালে 25 হাজার ডলার ও ছাড়িয়ে যেতে পারে।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Rony on December 16, 2020, 07:14:50 AM
বর্তমানে বিটকয়েনের দাম (19000+) ডলার। কিছুদিন ধরে বিটকয়েনের দাম থেমে আছি তবুও এর গতি ঊর্ধ্বমুখী। 2021 সালে বিটকয়েন এর দাম 20 হাজার ডলার ক্রস করবে।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Istiak on December 16, 2020, 08:09:26 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম 19371 ডলার। বিটকয়েনের দাম অনেকদিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কমছে না যদিও বিটকয়েনের দাম থেমে আছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। তাই আনুমানিকভাবে বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।

একই টপিক কতবার আলোচনা করতে হবে! ফোরাম এর সার্চ অপশন এর ব্যবহার কিভাবে করতে হয় সে বিষয়ে মডারেটর রা একটা পিন পোস্ট রাখলে ভালো হয় কারণ ফোরাম এ সবাই একই পোস্ট বার বার ঘুরে ফিরে করছে যা কারো কোনো উপকারে আসেনা।

২০২১ সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=166084.0)
২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে? (https://www.altcoinstalks.com/index.php?topic=183688.0)
Next year Bitcoin Price?? (https://www.altcoinstalks.com/index.php?topic=3329.0)
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=166549.0)
বিটকয়েন এর দাম বাড়বে কি? (https://www.altcoinstalks.com/index.php?topic=166468.0)
বিটকয়েন ১৮ হাজার ডলার ক্রস করলো 2020 সালে বিটকয়েন কতদূর যেতে পারে? (https://www.altcoinstalks.com/index.php?topic=179423.0)

এরকম আরো পোস্ট আছে আমি অল্প কিছু অ্যাড করে দিলাম শুধু।

Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Rafayasmin on December 16, 2020, 08:20:59 AM
বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই ভালো বর্তমানে বিটকয়েনের দাম 19371 ডলার। বিটকয়েনের দাম অনেকদিন ধরে এর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কমছে না যদিও বিটকয়েনের দাম থেমে আছে কিন্তু এর গতি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। তাই আনুমানিকভাবে বলা যায় যে 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু রয়েছে আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই।

একই টপিক কতবার আলোচনা করতে হবে! ফোরাম এর সার্চ অপশন এর ব্যবহার কিভাবে করতে হয় সে বিষয়ে মডারেটর রা একটা পিন পোস্ট রাখলে ভালো হয় কারণ ফোরাম এ সবাই একই পোস্ট বার বার ঘুরে ফিরে করছে যা কারো কোনো উপকারে আসেনা।

২০২১ সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=166084.0)
২০২১ সালে বিটকয়েন কেমন হতে পারে? (https://www.altcoinstalks.com/index.php?topic=183688.0)
Next year Bitcoin Price?? (https://www.altcoinstalks.com/index.php?topic=3329.0)
2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম কত হতে পারে (https://www.altcoinstalks.com/index.php?topic=166549.0)
বিটকয়েন এর দাম বাড়বে কি? (https://www.altcoinstalks.com/index.php?topic=166468.0)
বিটকয়েন ১৮ হাজার ডলার ক্রস করলো 2020 সালে বিটকয়েন কতদূর যেতে পারে? (https://www.altcoinstalks.com/index.php?topic=179423.0)

এরকম আরো পোস্ট আছে আমি অল্প কিছু অ্যাড করে দিলাম শুধু।

সার্চ করলে অনেক সময় দেখছি টপিক থাকলেও তা  দেখাচ্ছেনা এটা কি আমি নতুন সে জন্যে দেখাচ্ছেনা নাকি আমি সঠিকভাবে সার্চ দিতে পারছিনা তাই দেখাচ্ছেনা বুঝতে পারছিনা।
Title: Re: 2021 সালে বিটকয়েনের দাম 20000 ক্রস করার সম্ভাবনা কতটুকু
Post by: Nostoman on December 16, 2020, 08:23:33 AM
Lock this topic