Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Churphans on December 16, 2020, 10:07:04 AM

Title: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Churphans on December 16, 2020, 10:07:04 AM
প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও এটি কারেন্সি রিলেটেড  পোস্ট নয় তবুও লোভ সামলাতে পারলাম না তাই এই পোস্টটি দিলাম।
আজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর এর পাথালিয়ার দুইশত এক বিশিষ্ট মসজিদ অত্যন্ত মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
(https://i.imgur.com/qTJ5ZpF.jpg)
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Irfan12@ on December 16, 2020, 10:10:11 AM
হ্যাঁ ভাই মসজিদটি খুবই সুন্দর এবং অনেক মনোরম পরিবেশে রয়েছে ভাই আমিও গিয়েছিলাম এই মসজিদ দেখার জন্য এবং এখানে গিয়ে আমি অনেক আনন্দ পেয়েছি এবং মসজিদটি দেখে খুবই ভালো লাগছে সত্যি বলতে গিয়ে যে কেউ এই মসজিদটি দেখে খুবই আনন্দিত হবে এবং সবার ভালো লাগবে
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Istiak on December 16, 2020, 10:13:42 AM
এই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Churphans on December 16, 2020, 10:13:47 AM
হ্যাঁ ভাই মসজিদটি খুবই সুন্দর এবং অনেক মনোরম পরিবেশে রয়েছে ভাই আমিও গিয়েছিলাম এই মসজিদ দেখার জন্য এবং এখানে গিয়ে আমি অনেক আনন্দ পেয়েছি এবং মসজিদটি দেখে খুবই ভালো লাগছে সত্যি বলতে গিয়ে যে কেউ এই মসজিদটি দেখে খুবই আনন্দিত হবে এবং সবার ভালো লাগবে
ভাই ঠিক বলছেন। যারা ঘুরে আসতে চান তারা সময় পেলে মসজিদটি দেখে যাবেন। আমিও অনেক কাজের ভিড়ে 16 ডিসেম্বরে ঘুরতে এসেছি।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Cristiano on December 16, 2020, 10:15:00 AM
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য।আমাদের বাংলাদেশের অনেক মানুষ হয়তো জানতো না বাংলাদেশে এতো সুন্দর একটি মসজিদ আছে। যেখানে 201 টি গম্বুজ রয়েছে।

Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Churphans on December 16, 2020, 10:16:48 AM
এই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।
হ্যাঁ ভাই আমি ভাবছি বাড়িতে গিয়ে ইংলিশে লিখে পোস্ট করব যাতে বহিঃবিশ্বের মানুষের মধ্যে মসজিদ নিয়ে কৌতূহল জাগে।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Churphans on December 16, 2020, 10:20:08 AM
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ব্যতীত এখানে আলোচনা করা নিষেধ করা হয়েছে। এই ফোরাম টি খোলা হয়েছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করার জন্য। এখানে কে কোথায় ঘুরে আসলো কি করল না করল, কেমন আছেন, শুভরাত্রি, কথাগুলো বলার জন্য খোলা হয়নি। এরকম পোস্ট তৈরী করা হলে আমাদের মডারেটর বাই অ্যাকশন নিতে বাধ্য হবে। তাই আমি বলেছি মডারেটর বাই জানার আগে টপিকটি এডিট করুন তা না হলে লক করে রাখুন। এখানে সব স্পামিং পোস্ট করা হবে। স্পামিং পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে আমাদের। এক জায়গা থেকে ঘুরে আসছেন সেটা ভালো কথা সেটা এই ফোরামে বলা ঠিক না। আশা করি বুঝতে পারছেন।
আমি কিন্তু আগেই ক্ষমা চেয়ে নিয়েছি।আমি কেবল আমার দেশের একটি ঐতিহ্য শেয়ার করতে চেয়েছি তাই এই নিয়ে বেশী কথা না বলাই ভালো।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Churphans on December 16, 2020, 10:21:58 AM
এই পোস্ট টা ইংলিশ এ জেনারেল সেকশন এ দিলে ভালো হতো। একে তো ক্রিপ্টো রিলেটেড টপিক না তারপরেও জেনারেল এ দিলে বাইরের দেশ এর মানুষরাও জানতে পারতো।
হ্যাঁ ভাই আমি ভাবছি বাড়িতে গিয়ে ইংলিশে লিখে পোস্ট করব যাতে বহিঃবিশ্বের মানুষের মধ্যে মসজিদ নিয়ে কৌতূহল জাগে।
ইংরেজিতে পোস্ট করলে বিভিন্ন দেশের মানুষ এ বিষয়ে জানতে পারবে। আমাদের দেশের অনেক মান বাড়বে। তাই সবচেয়ে বেশি ভালো হতো ইংরেজিতে পোস্ট করলে। আপনি ভাই ইংরেজিতে পোস্ট করুন তাহলে অনেক ভালো হবে। অনেক মানুষের মনে কৌতুহল জেগে উঠবে।
আমিও তাই ভাবছি বাড়িতে গিয়ে অবসরে একটি ভালো মানের পোস্ট করে ছবি এড করে দেবো।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Irfan12@ on December 16, 2020, 10:39:29 AM
ভাই আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না কি জন্য আপনারা এই অফটপিকে আলোচনা করছেন আমার মনে হয় আপনারা এই অফটপিকে আলোচনা করা বন্ধ করুন তা না হলে পরবর্তী সময়ে প্রবলেমে পরতে পারেন এটা কোন ক্রিপ্টো রিলেটেড টপিক নয় তারপরও আপনি এইখানে এই টপিকটি তৈরি করেছেন যেটা আপনার উচিত হয়নি আমি বলব যে ভাই আপনারা এখানে আলোচনা না করে কোন নতুন টপিকে আলোচনা করুন এবং সেই টপিকটি যেন ক্রিপ্টো রিলেটেড হয় যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারব এবং শিখতে পারবো অন্যরা সেখান থেকে যেন কিছুটা হলেও উপকৃত হয় আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকল সিনিয়র ভাইয়াদের
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: saidul2105 on December 16, 2020, 10:47:07 AM
প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও এটি কারেন্সি রিলেটেড  পোস্ট নয় তবুও লোভ সামলাতে পারলাম না তাই এই পোস্টটি দিলাম।
আজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর এর পাথালিয়ার দুইশত এক বিশিষ্ট মসজিদ অত্যন্ত মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
(https://i.imgur.com/qTJ5ZpF.jpg)
ভাই যদিও আপনার পোস্টটি আমাদের ফোরাম রিলেটেড না, তবুও আমি আপনার আবেগ কে সম্মান জানাচ্ছি।           
ভাই আপনি এমন একটি বিষয় তুলে ধরেছেন যা বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশের মান অনেক উপরে নিয়ে যাওয়ার মতো।  মুসলিম দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার মধ্যে সব চেয়ে বড় মসজিদ স্থাপন করা হয়েছে টাংগাইলের গোপালপুরে যার ২০১ টি গম্বুজ রয়েছে।  এই মসজিদ এর জন্য আমাদের বাংলাদেশের নাম সারা বিশ্বের যতো গুলো মুসলিম দেশ আছে তার মধ্যে ছড়িয়ে পরেছে যা আমাদের জন্য খুবই গর্বের বিষয়।                                   
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Nostoman on December 16, 2020, 10:50:18 AM
মসজিদ একটি পবিত্র স্থান। আল্লাহর ঘর। যেহেতু ক্রিপ্টোকারেন্সি আলোচনা নয়। তাই Churphans আপনি পোস্টটি লক করুন। আমি চাই, আপনি পোস্ট করেছেন, তাই আপনি লক করুন।
Title: Re: দুইশত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ ঘুরে এলাম
Post by: Akhi600 on December 16, 2020, 11:00:07 AM
প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদিও এটি কারেন্সি রিলেটেড  পোস্ট নয় তবুও লোভ সামলাতে পারলাম না তাই এই পোস্টটি দিলাম।
আজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর এর পাথালিয়ার দুইশত এক বিশিষ্ট মসজিদ অত্যন্ত মনোরম পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে প্রস্তুত করা হয়েছে যা না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
(https://i.imgur.com/qTJ5ZpF.jpg)
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন যেখানে বাংলাদেশের সুনামধন্য জেলা টাংগাইল মধ্যে অবস্থিত 201 গম্বুজ মসজিদ। এটি হলো দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ আমার মনে হয়। সুন্দর একটি টপিক উপস্থাপন করার জন্য