Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Istiak on December 17, 2020, 07:48:29 AM
-
আমি অনেক দিন ধরেই এই ফোরাম এ আছি। আগে লোকাল বোর্ড এ খুব কম একটিভিটি ছিল কিন্তু স্পামিং ও অনেক কম হতো। কিন্তু বর্তমানে লোকাল বোর্ড এ অনেক নতুন মেম্বার আসছে এটা একদিক দিয়ে ভালো কিন্তু এতে স্পামিং ও অনেক বেড়ে গেসে। অনেকেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেমন " আপনার পোস্টটি পরে অনেক কিছু জানলাম।" "অনেক সুন্দর ইনফরমেশন। শেয়ার করার জন্যে ধন্যবাদ"। আমি জানি এই পোস্টটেও এই রকম কমেন্টস করবে অনেকে। আমাদের লোকাল বোর্ড এর মেম্বার রা এতই কম জানে যে তারা নতুন কোনো ইনফরমেশন বা আলাদা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারছে না? নাকি এদের জানার কোনো আগ্রহ নাই শুধুই rank বাড়ানোর জন্যে এসব পোস্ট? কারণ অনেক হাই রাঙ্ক এর মেম্বার দেরকেও দেখসি এরকম করতে।
আবার একই টপিক বার বার create করা হচ্ছে। রেফারেন্স: https://www.altcoinstalks.com/index.php?topic=183918.msg1021866#msg1021866
এর মানে কেউ সার্চ অপশন ব্যবহার করেন একটা বিষয়ে পোস্ট করার আগে। এর কারণ হতে পারে শুধু একটিভিটি বাড়ানো। এরকম যদি চলতে থাকে তাহলে এই লোকাল বোর্ড টি স্পামিং বোর্ড হিসেবে ধরে বন্ধ করে দিতে পারে। bitcointalk এ আমাদের কোনো লোকাল বোর্ড নাই এখন কিছু spammer এর জন্যে এই বোর্ড ও যদি বন্ধ হয় lose টা কার হবে?
একটা কথাই বলতে চাই কিসু শিখেন আগে তারপর সে বিষয়ে পোস্ট করে অন্যদের শিখান। গুগল এ সব ইনফরমেশন পাওয়া যায় এবং কোনো টাকা খরচ করতে হয়না। এতে নিজের জ্ঞান বাড়বে, অন্যরাও কিসু শিখবে ফোরাম ও এক্টিভ থাকবে এবং এই জ্ঞান নিজের ও ভবিষ্যতে কাজে লাগবে।
-
আমি অনেক দিন ধরেই এই ফোরাম এ আছি। আগে লোকাল বোর্ড এ খুব কম একটিভিটি ছিল কিন্তু স্পামিং ও অনেক কম হতো। কিন্তু বর্তমানে লোকাল বোর্ড এ অনেক নতুন মেম্বার আসছে এটা একদিক দিয়ে ভালো কিন্তু এতে স্পামিং ও অনেক বেড়ে গেসে। অনেকেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছে যেমন " আপনার পোস্টটি পরে অনেক কিছু জানলাম।" "অনেক সুন্দর ইনফরমেশন। শেয়ার করার জন্যে ধন্যবাদ"। আমি জানি এই পোস্টটেও এই রকম কমেন্টস করবে অনেকে। আমাদের লোকাল বোর্ড এর মেম্বার রা এতই কম জানে যে তারা নতুন কোনো ইনফরমেশন বা আলাদা কোনো ইনফরমেশন শেয়ার করতে পারছে না? নাকি এদের জানার কোনো আগ্রহ নাই শুধুই rank বাড়ানোর জন্যে এসব পোস্ট? কারণ অনেক হাই রাঙ্ক এর মেম্বার দেরকেও দেখসি এরকম করতে।
আবার একই টপিক বার বার create করা হচ্ছে। রেফারেন্স: https://www.altcoinstalks.com/index.php?topic=183918.msg1021866#msg1021866
এর মানে কেউ সার্চ অপশন ব্যবহার করেন একটা বিষয়ে পোস্ট করার আগে। এর কারণ হতে পারে শুধু একটিভিটি বাড়ানো। এরকম যদি চলতে থাকে তাহলে এই লোকাল বোর্ড টি স্পামিং বোর্ড হিসেবে ধরে বন্ধ করে দিতে পারে। bitcointalk এ আমাদের কোনো লোকাল বোর্ড নাই এখন কিছু spammer এর জন্যে এই বোর্ড ও যদি বন্ধ হয় lose টা কার হবে?
একটা কথাই বলতে চাই কিসু শিখেন আগে তারপর সে বিষয়ে পোস্ট করে অন্যদের শিখান। গুগল এ সব ইনফরমেশন পাওয়া যায় এবং কোনো টাকা খরচ করতে হয়না। এতে নিজের জ্ঞান বাড়বে, অন্যরাও কিসু শিখবে ফোরাম ও এক্টিভ থাকবে এবং এই জ্ঞান নিজের ও ভবিষ্যতে কাজে লাগবে।
তারা এতোদিন পোস্ট আর এ্যক্টিভিটি বাড়ানোর জন্যে পোস্ট করতো এখন এম্নিতেই অনেক পোস্ট কমে গেছে কারন এখন শুধু পোস্ট করলেই র্যাঙ্ক বাড়ানো সম্ভাব না অনেক সর্ত সাপেক্ষে এখন র্যাঙ্ক বাড়াতে হবে কেউ ইচ্ছা করলেই শুধুমাত্র এ্যাক্টিভিটি দিয়ে আর র্যাংক বাড়াতে পারবেনা তাই তাদেরকে এখন অনেক অনেক কস্ট করতে হবে, এখন কিছুদিনের মধ্যে দেখবেন এমনিতেই স্প্যাম পোস্ট কমে যাবে।
-
এখানে যে রকম পোস্ট করতেছে ওই রকম পোস্ট তারা গ্লোবাল সেকশনে গিযেও করতেছে। আমি আমার মডারেটিং বোর্ডে যত স্পাম পোস্ট পাচ্ছি তার বেশিরভাগই আমাদের বাংলাদেশী ভাইদের। তারা পোস্ট রিলেটেড কমেন্টস না করে, উপকৃত হলাম, সবার কাজে লাগবে, আপনাকে ধন্যবাদ এই টাইপের যা স্পস্টতই স্পাম। শুধুমাত্র র্যাংক বৃদ্দির জন্য এমনটা করতেছেন অনেকেই। আমি ইতিমধ্যে কয়েকজনকে পিএম দিয়ে সতর্ক করে দিছি। আমি না হয় আমাদের বাংলাদেশী বলে সতর্ক করেছি, গ্লোবাল মডরা দেখলে তো পানিশমেন্ট দিচ্ছে এবং দিবে। কয়েক জনের নামেই অন্তত ডজন খানেক রিপোর্ট পাইছি স্পামের কারণে যারা সবাই বাংলাদেশী। তাই পোস্ট করার ব্যপারে আমাদের আরেকটু সতর্ক হয়ে করা দরকার।
-
বাঙ্গালীদের কিছু ছাড় দিয়েছি, এর সুযোগ নিয়ে যদি সবাই স্পামিং করে তাহলে তো অ্যাকশন নিতে হবে। আমি মনে করি সবার সতর্ক হওয়া উচিত। তবে আমি অন্য অন্য লোকাল বোর্ড যাচাই করেছি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, পোস্টার কোয়ালিটি এবং ভাষাগত পার্থক্য এরকমই হবে। তাই আমি মনে করি সিনিয়রদের শেখাতে চেষ্টা করতে হবে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে রিপোর্ট নয়। স্পামিং গুলো আমি সবসময় শনাক্ত করি। সিনিয়র যারা আছেন, তারা অনেকেই কিন্তু একসময় স্পামিং করেছেন। তারা দ্রুত পদমর্যাদা বৃদ্ধি করতে চায়, তারাই স্পামিং করে। খুব তাড়াতাড়ি পদমর্যাদা বৃদ্ধি করা স্বাভাবিক। তবে সিনিয়র যারা আছে তারা যদি তাদের সুযোগ না দিয়ে, প্রতিনিয়ত রিপোর্ট করে, তাহলে রিপোর্টগুলা শুধু আমি একলা দেখিনা, অন্যান্য মডারেটররাও দেখতে পায়। বাংলা বোর্ডে যারা স্পামিং করে, তাদের শেখানোর চেষ্টা করুন। ধন্যবাদ
-
বাঙ্গালীদের কিছু ছাড় দিয়েছি, এর সুযোগ নিয়ে যদি সবাই স্পামিং করে তাহলে তো অ্যাকশন নিতে হবে। আমি মনে করি সবার সতর্ক হওয়া উচিত। তবে আমি অন্য অন্য লোকাল বোর্ড যাচাই করেছি। আমরা বাংলা ভাষাভাষী মানুষ, পোস্টার কোয়ালিটি এবং ভাষাগত পার্থক্য এরকমই হবে। তাই আমি মনে করি সিনিয়রদের শেখাতে চেষ্টা করতে হবে, কিন্তু কেউ কারো বিরুদ্ধে রিপোর্ট নয়। স্পামিং গুলো আমি সবসময় শনাক্ত করি। সিনিয়র যারা আছেন, তারা অনেকেই কিন্তু একসময় স্পামিং করেছেন। তারা দ্রুত পদমর্যাদা বৃদ্ধি করতে চায়, তারাই স্পামিং করে। খুব তাড়াতাড়ি পদমর্যাদা বৃদ্ধি করা স্বাভাবিক। তবে সিনিয়র যারা আছে তারা যদি তাদের সুযোগ না দিয়ে, প্রতিনিয়ত রিপোর্ট করে, তাহলে রিপোর্টগুলা শুধু আমি একলা দেখিনা, অন্যান্য মডারেটররাও দেখতে পায়। বাংলা বোর্ডে যারা স্পামিং করে, তাদের শেখানোর চেষ্টা করুন। ধন্যবাদ
আসলে কম বেশি পানিশমেন্ট না করলে কেউ সতর্ক হবেনা। আর নতুন পোস্ট করলে অনেকেই শুধু হেডলাইন পরেই কমেন্টস লিখা শুরু করে। আবার অনেকেই শুধু complements দিতেই ব্যস্ত কারণ তারা একটিভিটি বাড়াতে বেশি মনোযোগী শিক্ষার কোনো আগ্রহ নেই। খুব কম মেম্বার এ আছে যারা শিখার জন্য প্রশ্ন করে পোস্ট টপিক এর ওপর। যারা শুধু দ্রুত rank বাড়ানোর জন্যে পোস্ট করে মডারেটর এর উচিত তাদের karma কমায় দেয় এ যাতে করে কোয়ালিটি পোস্ট করতে বাধ্য হয়।
-
আমি মনে করি, বাংলা বোর্ডে যে সকল ইউজার রয়েছে সবাই কমবেশি স্পামিং করে। তাই আমি মনে করি আমাদের সবার সচেতন হওয়া উচিত। তবে আমিও কিছু স্পামিং পোস্ট করেছি। আমিও স্পামিং পোস্টগুলো থেকে দূরে থাকবো।
-
আমাদের এই ফোরামে বর্তমানে কিছু কিছু ইউজার স্পামিং করছে।তারপরেও আমরা বর্তমানে লক্ষ করে দেখব এখন আর বেশি স্পামিং হয় না আগের থেকে আমাদের লোকাল বোর্ডটা অনেক ভালো হয়েছে।আমাদের ফোরামে কিছু কিছু জুনিয়ার মেম্বার রয়েছে যারা হয়তো ফোরাম সম্পর্কে বেশি ধারণা নেই তারা কিছু আজেবাজে পোস্ট করছে।আমি মনে করি তারা আস্তে আস্তে সবই শিখতে পারবে এবং তারপর থেকে অবশ্যই ভালো মানের পোস্ট করবে।তাই আসুন যে সমস্ত ইউজার স্পামিং করছেন দয়া করে আপনারা সবাই ভালোভাবে পোস্ট করতে থাকুন তা না হলে মোডারেটর ভাই অবশ্যই অ্যাকশন নেবে।