Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: saidul2105 on December 24, 2020, 03:58:06 PM

Title: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: saidul2105 on December 24, 2020, 03:58:06 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                               
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Goldlife on December 24, 2020, 04:12:43 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি । কারণ বর্তমান Ethereum এর  যে অবস্থা তাতে আমার মনে হয় 2021 সালে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস কিছুটা হ্রাস।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Angel jara on December 25, 2020, 01:18:53 AM
কিন্তু কারেন্সি মার্কেট উঠানামা করে এটা স্বাভাবিক। বর্তমান সময়ে ইথেরিয়াম দাম 600 থেকে 700 ডলার। আশা করা যায় 2021 সালে ইথেরিয়াম এর দাম এক হাজার ডলার ছাড়িয়ে যাবে। বর্তমান সময়ে ইথেরিয়ামের এর অবস্থা খুব ভালো আগামীতে আরো ভালো হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Irfan12@ on December 25, 2020, 03:31:42 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ইথেরিয়াম এর দাম অনেকদিন ধরেই শুধু আপডাউন করছিল কিছুদিন আগেও ইথেরিয়াম এর দাম নিম্নমুখী ছিল তবে আজকে দেখলাম ইথেরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আশা করা যায় 2021 সালের শুরুতে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের পৌঁছাবে যদি  ইথেরিয়াম এর দাম আর না কমে যায় তাহলে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Fariwala on December 25, 2020, 03:36:57 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ইথেরিয়াম এর দাম অনেকদিন ধরেই শুধু আপডাউন করছিল কিছুদিন আগেও ইথেরিয়াম এর দাম নিম্নমুখী ছিল তবে আজকে দেখলাম ইথেরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তো আশা করা যায় 2021 সালের শুরুতে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের পৌঁছাবে যদি  ইথেরিয়াম এর দাম আর না কমে যায় তাহলে
ভাইয়া আমি আপনার এই পোষ্টের কথার সাথে একমত হতে পারলাম না কারণ 2021 সালে ইথেরিয়াম  দাম একটু কমে যেতে পারে।আপনিতো ক্রিপ্টকারেন্সি জগতের ।অনুমান করা প্রায় অসম্ভব
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Msweet on December 25, 2020, 09:48:08 AM
আমি মনে করি ইথিরিয়াম বর্তমানে যে অবস্থা আছে ভবিষ্যতে এটি আরও ভাল একটি পর্যায়ে যাবে কেননা খুব কম সময়ের মধ্যেই ইথেরিয়াম টোকেন এর মূল্য বৃদ্ধি পেয়েছে। আশা করছি 2021 সালে এটি 1000 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: XM8 on December 25, 2020, 03:15:43 PM
বর্তমানে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইথেরিয়াম কিন্তু 6 হাজার ডলার অতিক্রম করেছে যা আমাদের জন্য একটা সুখবর। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন এর উপর অন্য সকল করেন নির্ভর করে অর্থাৎ বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেই বৃদ্ধির প্রভাব টা অন্যান্য কয়েন এর উপরে উপরে।আমার মনে হয় 2021 সালের শুরুর দিকে বিটকয়েন এবং ইথিরিয়াম মোটামুটি ভালো অবস্থানে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Kangaro45 on December 25, 2020, 03:27:53 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় ওঠানামা করে ।
মার্কেট সম্পর্কে আগাম কোন কিছু ধারণা করা যায় না ।মার্কেট কোন সময় কোন দিকে মুভ করে তা বষ্টলাটা অনেক মুশকিল। তাই 2020 সালের শেষে এসে ইথারের দাম অনেকটা পাম্প করলেও 2021 সালে মার্কেট কোন দিকে যাবে তা এখনই নির্দিষ্ট করে ষ বলা যাচ্ছে না। আমার ধারণা 2021 সালে ইথারের দাম কিছুটা হ্রাস পাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Princeraju on December 25, 2020, 03:31:16 PM
ইথেরিয়াম এর দাম বাজারে সর্বোচ্চ উঠানামা করে। আমি মনে করি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। কারণ ছাড়া ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম অনেক বেশি জনপ্রিয়। আশা করা যায় ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাবে। 2021 সালে ইথেরিয়াম এর দাম অনেক উপরে উঠে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: babu10 on December 25, 2020, 03:33:24 PM
এসব ভবিষ্যৎবানীর কোন ভিত্তি নাই কারন আমি 2017 সাল থেকে অনেক ভবিষ্যৎবাণী দেখেছি কোনটাই কোন কাজে আসেনী। এমনকি করোনাকালীন সময়ে দাম এতো বাড়বে বা করোনার মতো একটা মহামারী আসবে আর সবাই ঘরে বসে ইনভেস্ট করবে কেউ ভাবতেও পারেনী। তাই আমি মনে করি সামনেরটা সামনেই পড়ে থাক সময় আসলে বুঝা যাবে মার্কেট কোন দিকে যায় আপাতত বর্তমান নিয়ে ভাবাই হবে বুদ্ধিমানের কাজ।

ধন্যবাদ।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Markuri33 on December 25, 2020, 05:44:47 PM
2021 সালে ইথেরিয়াম এর প্রাইস হয়তো 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।তারপরেও এই কথাটা সঠিক ভাবে বলা যাবে না যে আসলে 1000 ডলার ছাড়িয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট একেক সময় একেকটা রূপ ধারণ করে। হয়তো কোন সময় অনেক বৃদ্ধি পায় আবার হঠাৎ করে অনেক কমে যায়। কিন্তু মার্কেট দিন দিন অনেক ভালো দিকে এগুচ্ছে এজন্য আমার বিশ্বাস মার্কেট অনেক ভালো হবে 2021 সালে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Crypto_Somrat on December 25, 2020, 07:33:22 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ভাই বর্তমানে ইথেরিয়াম অনেক ভালো পজিশনে রয়েছে। coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম আজ ইথেরিয়াম এর অবস্থান 610 ডলারের উপরে। ইথেরিয়াম এর মুভমেন্ট এখন খুব ভালো  মনে হচ্ছে। ইথেরিয়াম এর দাম এখনো ঊর্ধ্বমুখী এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতেই ইথেরিয়াম 700 ডলার এ হিট করতে পারে এবং 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Jaya60 on December 26, 2020, 12:09:17 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ভাই বর্তমানে ইথেরিয়াম অনেক ভালো পজিশনে রয়েছে। coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম আজ ইথেরিয়াম এর অবস্থান 610 ডলারের উপরে। ইথেরিয়াম এর মুভমেন্ট এখন খুব ভালো  মনে হচ্ছে। ইথেরিয়াম এর দাম এখনো ঊর্ধ্বমুখী এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতেই ইথেরিয়াম 700 ডলার এ হিট করতে পারে এবং 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করতে পারে।
আপনি মার্কেট কেঁপে ভালো করে লক্ষ্য করুন বর্তমানে থোরিয়ামের প্রায় 620 ডলার।পর্যায়ে চলে এসেছি এই সময় যেহেতু ইথারিয়াম এর প্রাইস 1000 ডলার ছাড়াতে পারে নাই সেহেতু এই বছরের সম্ভব নয়। 2021 সালের মধ্যে ইথিরিয়াম এর প্রাইস 1000 ডলার ছাড়িয়ে যাবে। এবছর এই কয়েকদিনের মধ্যে হয়তো 700 ডলার এর যেতে পারে ইথেরিয়াম এর প্রাইস।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Nusrat on December 26, 2020, 04:54:42 AM
সব কয়েন এর রাজা হল বিটকয়েন। বিটকয়েন হলো একটি ঊর্ধ্বমুখী করেন এখন পর্যন্ত বিটকয়েন কে কোন কয়েন অতিক্রম বা স্পর্শ করতে পারেনি। কিন্তু বিটকয়েন এর পিছনে রয়েছে ইথেরিয়াম আমরা যদি সেকেন্ড প্লাস কয়েন হিসাবে দেখতে চাই তাহলে সেটা একমাত্র ইথিরিয়াম আছে যে বিটকয়েন এর পাশাপাশি ইথেরিয়াম দ্বিতীয় স্থান লাভ করেছে। 2020 সালে ইথিরিয়াম এর দাম বেশ ভালই ছিল বা এখনও ভালো আছে আর মাত্র কয়েকদিন আছে 2020 সাল শেষ হতে ।2021 সালে ইথিরিয়াম এর দাম কেমন হবে সেটা গ্যারান্টি দিয়ে বলা সম্ভব না। তবে এর দাম সব সময় ওঠানামা করে। 2021 সালে পৃথিবী আমের দাম আরো বৃদ্ধি পাবে।।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on December 26, 2020, 07:29:43 AM
আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই আমার মনে হয় ইথারিয়াম এর দাম 2020 সালের শেষের দিকে কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল কিন্তু বর্তমানে ইথারিয়াম এর প্রাইস কমে যাচ্ছে আমরা আশা করি 2021 সালে ইথারিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাবে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোর কয়েন সবসময় উঠানামা করে এটা আমরা সকলেই হয়তো কম বেশি জানি তাই আমার ধারণা 2021 সালে ইথারিয়াম এর অবস্থান অনেক ভালো হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on December 27, 2020, 05:27:44 PM
ইথারিয়াম এর পরবর্তী মুভমেন্ট হবে অনেক ভালো বর্তমান 2020 সাল প্রায় শেষের দিকে ইথারিয়াম এর দাম 700 ডলারের কাছাকাছি পৌঁছে গেছে এতে আমরা 2021 সালে আশা করবো যে 2000 ডলার ক্রস করে ফেলবে ইথারিয়াম।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Lutera94 on December 27, 2020, 05:33:35 PM
ইথিরিয়ামের যে অবস্থা তাতে করে মনে হচ্ছে খুব দ্রুতই ১ হাজার ডলারে ছাড়িয়ে যাবে। এবং নিকট ভবিষ্যতে ইথাত তার ATH স্পর্শ করবে বলে মনে হয়। সেটা হতে পারে আগামী বছরের মাঝামাঝি বা তার আগেই। সেই আশায় রইলাম।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Triple333 on December 27, 2020, 05:39:48 PM
2020 সাল জুড়ে ইথেরিয়াম ইথেরিয়াম এর অনেক উত্থান পতন হয়েছে। তবে 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম নতুনরূপে আবির্ভূত হয়েছে। বিটকয়েন এর পাশাপাশি ইথেরিয়াম এর দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন ইথার এর দাম 700 ডলারের মত 697 ডলার। আমার মনে হয় আগামী কয়েকদিনের মধ্যেই বিটকয়েনের দাম 1000 ডলার স্পর্শ করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Rony on December 28, 2020, 03:17:41 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর দাম উঠানামা করে এটা স্বাভাবিক। ইথেরিয়াম হল ধীরগতিসম্পন্ন ঊর্ধ্বমুখী। ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটি খুব ধীর গতিসম্পন্ন ভাবে। ইথেরিয়াম অবস্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় বিটকয়েন এর পরেই অবস্থান করছে। ভবিষ্যতে ইথেরিয়াম এর অবস্থান খুবই ভালো হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Lovepro Max on December 28, 2020, 03:21:57 AM
ইথারিয়াম এর পরবর্তী মুভমেন্ট হবে অনেক ভালো বর্তমান 2020 সাল প্রায় শেষের দিকে ইথারিয়াম এর দাম 700 ডলারের কাছাকাছি পৌঁছে গেছে এতে আমরা 2021 সালে আশা করবো যে 2000 ডলার ক্রস করে ফেলবে ইথারিয়াম।
হ্যাঁ ভাই 2020 সালের শেষের দিকে এসে সকল মুদ্রার দাম বৃদ্ধি পেতে শুরু করেছে আমার মনে হয় এই মুদ্রাগুলোর দাম বৃদ্ধির পেছনে ক্রিসমাস ডে এর প্রভাব পড়েছে তবে আশা করা যায় 2021 সালে ইথিরিয়াম এর দাম 1000$ স্পর্শ করবে আমি মনে করি আপনি বলেছেন যে 2021 সালেই 2000$ হাজার ডলারে পৌঁছাবে এটা মনে হয় সম্ভব হবে না
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Riktakhanom on December 28, 2020, 05:44:00 AM
ক্রিসমাসের প্রভাবের কারণে মার্কেট এ মুদ্রা গুলোর দাম বৃদ্ধির সাথে টোকেন গুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর সাথে ইথারিয়াম এর দাম অনেক বাড়ছে এবং বিনিয়োগের পরিমান বেশি হওয়াতে এই মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Emon khan on December 28, 2020, 05:55:42 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
আমার সবাই 2020 সালে দেশি সিমের দাম কোন সে আবার। বর্তমানে পৃথিবীর মূল্য অনেক বেশি কিন্তু বাস আসছে নতুন বছরে 2021 সালে ইথেরিয়াম এর দাম আরো বাড়বে এটা আমি মনে করি।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Rubel007 on December 28, 2020, 06:07:04 AM
বর্তমানে কিপ টু কারেন্সি মারকেট অনেক ভালো সময় পার করছে । বেশিরভাগ কয়েনের দাম বেড়েছে । তার সাথে ইথার এর দাম বেড়েছে। আশা করা যায় 2021 এর দিকে ইথার এর দাম 700 থেকে 800 ডলার হবে এবং ইথার অত্যন্ত ভালো একটি অবস্থানে যাবে ।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Goldlife on December 28, 2020, 06:08:27 AM
ইথেরিয়াম সামনে কোন পর্যায়ে পৌঁছে যাবে তার কোন নিশ্চয়তা নাই তার নির্দিষ্ট কোন সীমানা নাই
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Sasa on December 28, 2020, 06:09:51 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ইথেরিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আমি মনে করি যে 2021 সালে এর দাম আরো পাম্প করবে আজকে আমরা যদি দেখি তাহলে ইথেরিয়াম এর বর্তমান প্রাইস 700 ডলার প্লাস তো আশা করা যায় 2020 সালের শেষ হওয়ার আগেই এর দাম আরো বৃদ্ধি পাবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: saidul2105 on December 28, 2020, 01:19:11 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ভাই বর্তমানে ইথেরিয়াম অনেক ভালো পজিশনে রয়েছে। coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম আজ ইথেরিয়াম এর অবস্থান 610 ডলারের উপরে। ইথেরিয়াম এর মুভমেন্ট এখন খুব ভালো  মনে হচ্ছে। ইথেরিয়াম এর দাম এখনো ঊর্ধ্বমুখী এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতেই ইথেরিয়াম 700 ডলার এ হিট করতে পারে এবং 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করতে পারে।
হুম ভাই, আপনি ঠিকই বলেছেন।  ২০২০ সালের যে মাত্র কয়েকটি দিন আছে সেই অল্প কিছু দিনের মধ্যে ইথেরিয়ামের দাম ৭০০ ডলারের উপরে যাওয়া মনে হয় না যে সম্ভব হবে।  তবে ২০২১ এর প্রথম দিকেই ইথেরিয়ামের দাম ১০০০ ডলার হিট করার সম্ভাবনা রয়েছে।                         
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: XM8 on December 28, 2020, 03:26:53 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ভাই বর্তমানে ইথেরিয়াম অনেক ভালো পজিশনে রয়েছে। coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম আজ ইথেরিয়াম এর অবস্থান 610 ডলারের উপরে। ইথেরিয়াম এর মুভমেন্ট এখন খুব ভালো  মনে হচ্ছে। ইথেরিয়াম এর দাম এখনো ঊর্ধ্বমুখী এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতেই ইথেরিয়াম 700 ডলার এ হিট করতে পারে এবং 2021 সালের শুরুতেই ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করতে পারে।
আপনার সাথে আমি সম্পূর্ণ একমত কারণ বর্তমানে বিট কয়েনের মূল্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির ধারা দেখে মনে হচ্ছে বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম তার অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি করবে। আপনি যদি ইথেরিয়াম এর বর্তমান বাজার মূল্য পর্যবেক্ষণ করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে ইথেরিয়াম 700 ডলার স্পর্শ করেছে। তাই আশা করা যাচ্ছে 2020 সাল শেষ হবার আগেই ইথেরিয়াম 1000 ডলার স্পর্শ করবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Apower$ on December 28, 2020, 03:47:44 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো সময় পার করছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বেশিরভাগ কয়েনের দাম বেড়েছে। তার সাথে ইথারিয়ামের দামও বেড়েছে। আমরা আশা করি 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের দাম 1,000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Ricky on December 29, 2020, 02:56:16 AM
Coinmarketcap.com অনুযায়ী আজ ইথেরিয়াম এর অবস্থান 730 ডলারের উপরে। এটা নিঃসন্দেহে অনেক অনেক ভালো পজিশনে রয়েছে এই ইথিরিয়াম এই বছরের শেষ দিকে এসে। অনেক অনেক সিনিয়র ভাইরা এরকম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ইথেরিয়াম হয়তো 2020 সাল থাকতে সর্বোচ্চ 700 ডলার হিট করতে পারে সেটাই হলো এখন 2021 সাল দেখা যাক কি হয়। আমি মনে করি 2021 সালে ইথিরিয়াম 1000 থেকে 1500 ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Kangaro45 on December 29, 2020, 03:05:38 AM
ইথারের দাম বর্তমানে অনেক ভালো অবস্থানে আছে। 650 জেলার থেকে 750 ডলার পর্যন্ত ওঠানামা করছে বর্তমানে ইথারের দাম 712 ডলার গতকালকে প্রায় 750 ডলার পর্যন্ত উঠেছিল। 2021 সালে ইথার এর দাম বর্তমান বৃদ্ধির হার অব্যাহত থাকলে 1000 ডলার অতিক্রম করতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Casual on December 29, 2020, 03:08:39 AM
ইথেরিয়াম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর প্রাইস 1000 ডলার ক্রস করবে। এবং বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার অতিক্রম করবে। হয়তো যদি 2020 সালের এরকম হতে না পারে 2021 সালে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস এরকমটাই হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Sasa on December 29, 2020, 03:11:36 AM
ইথেরিয়াম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর প্রাইস 1000 ডলার ক্রস করবে। এবং বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার অতিক্রম করবে। হয়তো যদি 2020 সালের এরকম হতে না পারে 2021 সালে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস এরকমটাই হবে।
আপনি ঠিকই বলেছেন আমরা দেখতে পাচ্ছি যে ইথিরিয়াম এর দাম এখন অনেক বৃদ্ধি পাচ্ছে আজকে  ইথেরিয়াম এর দাম 720 ডলার আশা করা যায় যে আর কিছুদিনের মধ্যেই ইথিরিয়াম 1000 ডলারে স্পর্শ করবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on December 29, 2020, 03:42:39 AM
ইথেরিয়াম এর দাম বর্তমানে অনেক ভালো যাচ্ছে 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়ে 750 ডলার এসেছে ভবিষ্যতে 2021 সালে সবাই আশা করে যে ইথেরিয়াম এর দাম 2017 সালের রেকর্ড ভেঙ্গে দেবে বর্তমানে ইথেরিয়াম এর ভবিষ্যৎ দিনদিন ভালোর দিকে যাচ্ছে। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Damrai5$ on December 30, 2020, 07:20:45 AM
আমরা এখন দেখেছি ইথেরিয়াম দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিটকয়েন হচ্ছে প্রথম স্থান দখল করেছে প্রাইস এবং জনপ্রিয়তা দুটি রয়েছে সবার উপরে। ওটা পরেই আমরা দেখেছি ইথিরিয়াম এর প্রাইস এবং জনপ্রিয়তা। ইথেরিয়াম এর প্রাইস হয়তো অনেক তাড়াতাড়ি 1000 ডলার হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Milon626 on December 30, 2020, 07:47:28 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
২০২০ সালে বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়ামের দামও বেড়েছে।  ২০২০ সালের শেষ সময়ে এসে ইথেরিয়ামের দাম ৭০০-৮০০ ডলারের মধ্যে ঘোরাঘুরি করতেছে।  আশা করা যায় ২০২১ সালে ইথেরিয়ামের দাম ১০০০ ডলার হবে।                   
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Crypto Banglu on December 30, 2020, 12:16:46 PM
ভাই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি তেমন একটা অভিজ্ঞ নই, তারপরও আমি যতটুকু জানি আমার মনে হয় ইথিরিয়াম অনেক ভালো একটি কয়েন। ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন এর পরের স্থানটি ইথিরিয়াম কে দিতে হয়। ইথেরিয়াম এর অবস্থান এখন খুব ভালো। আমার মনে হয় ইথেরিয়াম আগামী বছরের শুরু থেকেই আরো অনেক ভালো অবস্থানে থাকবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Triple333 on December 30, 2020, 12:51:02 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             



বর্তমানে ইথারের মুভমেন্টভালো মনে হচ্ছে দিন দিন দাম বৃদ্ধি পাচ্ছে তবে 2021 সালে ইথারের মুভমেন্ট কোন দিকে যাবে তা এখনও বলা যাচ্ছে না আমি মনে করি ইথারের দামের কিছুটা কারেকশন হতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mrkadir85 on December 30, 2020, 01:42:47 PM
ইথেরিয়াম ও বিটকয়েনের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে মার্কেটের যে অবস্থা তাতে মনে হয় এ বৃদ্ধির হার আরো কিছুদিন অব্যাহত থাকবে ।আমার ধারণা ইথার এর দাম 900 ডলার পর্যন্ত হতে পারে ।তবে 2021 সালে ইথার এর মার্কেট পাম্প বা ডাম্প করবে সে সম্পর্কে এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না আমার ধারণা 2021 সালের মাঝামাঝি থেকে ইথার এর দাম কমতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Monster5 on December 30, 2020, 01:59:45 PM
বর্তমানে আগের তুলনায় ইথেরিয়াম অনেকটা ভালো হয়েছে এর আগে ইথেরিয়াম খুব একটা ভালো ছিল না কিন্তু 2020 সালের শেষের দিকে এসে ইথেরিয়াম এর দাম অধিকহারে বৃদ্ধি পেয়েছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 700 ডলার স্পর্শ করেছে এবং আমরা আশা করতে পারি ভবিষ্যতে 2021 সালে ইথেরিয়াম এর দাম বর্তমানের তুলনায় আরো দ্বিগুন হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Goldlife on December 30, 2020, 02:18:34 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             


2021 সালে ইথারিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাবে আসলে ক্রিপ্টোকারেন্সি মার্কেটগুলোর কয়েন সবসময় উঠানামা করে এটা আমরা সকলেই হয়তো কম বেশি জানি তাই আমার ধারণা 2021 সালে ইথারিয়াম এর অবস্থান অনেক ভালো হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Kangaro45 on December 30, 2020, 04:19:30 PM
2020 সাল শেষ হতে আর মাত্র একদিন বাকি আছে2020 সালের শেষের কিছু দিনে আমরা ইথারের অনেক উত্থান-পতন দেখলাম এখনো এর দাম বৃদ্ধি পাচ্ছে তবে বৃদ্ধির ধারা কত দিন অব্যাহত থাকবে তা আমরা কেউ ধারণা করতে পারছিনা।কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মুভ করে তা কেউ আগাম বলতে পারেনা তাই ইথিরিয়ামের এর দাম কেমন হবে এখনোই বলা যাচ্ছে না।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Kangaro45 on December 30, 2020, 04:27:19 PM
বর্তমানে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে ইথেরিয়াম কিন্তু 6 হাজার ডলার অতিক্রম করেছে যা আমাদের জন্য একটা সুখবর। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন এর উপর অন্য সকল করেন নির্ভর করে অর্থাৎ বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তাহলে সেই বৃদ্ধির প্রভাব টা অন্যান্য কয়েন এর উপরে উপরে।আমার মনে হয় 2021 সালের শুরুর দিকে বিটকয়েন এবং ইথিরিয়াম মোটামুটি ভালো অবস্থানে যাবে।
।   



ভাই ইথেরিয়াম এর দাম বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমানে এর দাম 700 ডলারের উপরে 6 হাজার ডলার কখনোই নয়আপনি হয়তো 600 ডলার লিখতে গিয়ে ভুলে 6 হাজার ডলার লিখেছেন।আপনার একটি ভুল ধারণা রয়েছে বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায় না আপনি বর্তমান কয়েন মার্কেট অবস্থা লক্ষ্য করলেই তা সহজেই বুঝতে পারবেন বিটকয়েনের দাম 28 হাজার ডলারের উপরে উঠেছে কিন্তু মার্কেটে বেশিরভাগ কয়েনের দাম বর্তমানে নিম্নমুখী দু-একটি কয়েন্ ছাড়া। তাই বিটকয়েনের দাম এর উপর অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস নির্ভর করে না।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Trumpet on December 30, 2020, 07:22:14 PM
ইথেরিয়াম কোন অবস্থানে যাবে এটা কনফার্ম হয়ে বলা অসম্ভব। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ন্ত্রণে কারো হাত নেই। তাই কেউ এ বিষয়ে কনফার্ম হয়ে কিছু বলতে পারেনা।তবে বর্তমানে বিট কয়েন এর দাম এর সাথে সাথে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে।ইথেরিয়াম এর দাম যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে আমি মনে করি 2021 সালের শুরুর দিকে ইথেরিয়াম 1000 হাজার ডলার স্পর্শ করতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Tunir Baap on December 30, 2020, 07:38:36 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
বর্তমানে একটা বিষয় লক্ষ্য করছি যে বিট কয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এবং বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে।ফোরামের অনেক সিনিয়র ভাইদের পোস্ট পড়ে আমি যতোটুকু জেনেছি যে বিটকয়েনের দাম যদি বৃদ্ধি পায় তাহলে ক্রিপ্টোকারেন্সি এর অন্য সকল কয়েন এর দাম বৃদ্ধি পায় তাই আমার মনে হয় বিটকয়েনের সাথে সাথে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। আশা করি ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম আরো অনেক বৃদ্ধি পাক।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Lovepro Max on December 31, 2020, 04:20:26 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
বর্তমানে ইথেরিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তো বলা যায় যে 2021 সালে ইথেরিয়াম এর দাম অনেকটা পাম্প করবে আজকে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে হ্যাঁ আমরা 2020 সালে ইথেরিয়াম এর দাম উত্থান পতন দেখেছি তো এখন মনে হচ্ছে যে ইথেরিয়াম এর দাম অনেক বৃদ্ধি পাবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Crypto Banglu on December 31, 2020, 06:57:13 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উথান পতন থাকবেই। 2020 সালে আমরা ইথেরিয়াম এর উত্থান পতন দেখেছি 2021 সালও তার ব্যতিক্রম হবার কথা নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ক্রিপ্টোকারেন্সি গুলোর উত্থান পতন থাকবে এটাই স্বাভাবিক। তবে ইথেরিয়াম এর মুভমেন্ট ভালো আশা করা যায় 2021 সালে ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Triple333 on December 31, 2020, 04:02:56 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
।   


2021 সালে ইথেরিয়াম এর দাম কেমন হবে তা এখনই বলা যাবেনা কারণ কেউ কারো কিছু বলা মুশকিল আমরা 2020 সালে ইথেরিয়াম এর অনেক উত্থান-পতন দেখেছি বর্তমানে ইথার এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: EKRA13 on December 31, 2020, 04:12:29 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
।   


আমার ধারণা 2020 সালের মতো 2021 সালে ইথার এর দাম বেশ কিছুটা পাম্প করবে। 2021 সালের মাঝামাঝি থেকে হয়তো ইথার এর দাম কিছুটা কমতে পারে। 2020 সালে আমরা ইথারের মার্কেটে অনেক উত্থান দেখেছি।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Bitrab on December 31, 2020, 10:26:12 PM
ইথেরিয়াম 2020 সালে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পায়নি। ইথেরিয়াম তার পূর্ববর্তী বছরগুলোর থেকে অনেক বেশি বৃদ্ধি পায়নি। তবে 2021 সালে ইথেরিয়াম পূর্ববর্তী বছরগুলোর থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে। ইথেরিয়াম বর্তমানে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। টোকেন লেনদেনের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই দাম অনেক বেশি বৃদ্ধি পাবে।
https://coinmarketcap.com/currencies/ethereum/
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Alvida on January 01, 2021, 03:27:25 AM
ভাই আমি এই ফর্মে নতুন একজন ইউজার তাই আমার কোন ধারণা নাই যে ইথেরিয়াম কোন অবস্থানে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Linda78 on January 01, 2021, 05:55:38 AM
বর্তমানে ইথার এর মূল্য মোটামুটি ভালো অবস্থানে আছে। এখন হয়তো বা ইথার এর দাম কিছুটা কমে যেতে পারে। আবার কিছুদিন পর সেটা রিকভার করে আরো ভালো অবস্থানে যাবে।উত্থান-পতন দেখেছি বর্তমানে ইথার এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। ক্রিপ্টোকারেন্সি তে বর্তমানে সব কয়েনের দাম বাড়তেছে তবে এটা আশা রাখতে পারি যে 21 সালে ভিতরে ইথার এর অবস্থান আরো ভালো হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Emon khan on January 01, 2021, 10:40:07 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
2020 সালে ইথেরিয়াম এর দাম মোটামুটি ভালো ছিল। এক সময় দেখা যেত বিটকয়েনের দাম হঠাৎ করে কম বা বেশি ওঠানামা করতে। 2021 সালে আমার জানামতে ইথেরিয়াম এর দাম যেতে পারে এটি আমি আশা করি।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Alvida on January 01, 2021, 02:37:41 PM
ভাই আপনার ফোন আমি নতুন ইউজার তাই আমার কোন ধারণা নেই
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Power420 on January 01, 2021, 04:29:54 PM
বর্তমানে ইথেরিয়াম এর অবস্থান অনেক ভালো হতে চলেছে বর্তমানে এখন ইথেরিয়াম এর দাম 765 ডলার। সামনে ইথেরিয়াম কয়েনের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বর্তমানে ইথেরিয়াম এর দামের গতি উপরের দিকে তাই বলা যায় যে ইথিরিয়াম এর দাম অবশ্যই অবশ্যই 1000 ডলার পৌঁছাতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Rakin343 on January 01, 2021, 04:51:30 PM
বর্তমানে ইথেরিয়াম মার্কেট দেখে মনে হচ্ছে যে ইথেরিয়াম অনেক ভালো একটা পজিশনে যাবে।তবে আমরা অনেকেই ধারণা করেছিলাম যে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 800 থেকে 1000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে। কিন্তু 2020 সালে সেটা হয়নি।2020 সালের সর্বোচ্চ ইথেরিয়াম 747 ডলার এর মধ্যে অবস্থান করেছিল। আমার মনে হয় 2021 সালে ইথেরিয়াম মার্কেট অনেক ভালো হবে। তবে 2021 সালে ইথেরিয়াম আরও শক্তিশালী এবং এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Crypto_Somrat on January 01, 2021, 05:45:18 PM
ভাই ইথেরিয়াম ঠিক কোনদিকে যাবে এটা সঠিক ভাবে বলা মুশকিল। আজ নতুন বছরের প্রথম দিন আজ যদি আপনি ইথিরিয়াম এর দাম লক্ষ করেন তাহলে দেখবেন ইথিরিয়াম এর দাম 736 ডলার। এটা খুব ধীরগতিতে চলছে। গত বছরেও ইথেরিয়াম এর দাম তেমন একটা বৃদ্ধি পায়নি, বিটকয়েন এর মতো ইথেরিয়াম কিন্তু অতটা পাম্প করতে পারেনি। এখন দেখা যাক এবছর কি হয়। তবে আশাবাদী এ বছর ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Sumaiya2 on January 03, 2021, 03:08:29 AM
বর্তমানে ইথেরিয়াম এর অবস্থান অনেক ভালো কারণ বিটকয়েনের সাথে সাথে ইতি আম কয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে। ইথেরিয়াম কয়েন বর্তমান দাম এখন 765 ডলার কিছুদিন পর একটি আমের দাম 1 হাজার ডলারে পৌঁছাতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on January 03, 2021, 03:26:46 AM
ইথেরিয়াম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এর প্রাইস 1000 ডলার ক্রস করবে। এবং বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার অতিক্রম করবে। হয়তো যদি 2020 সালের এরকম হতে না পারে 2021 সালে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস এরকমটাই হবে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে আমরা কয়েকদিন ধরে দেখছি ইথেরিয়াম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা আশা করতে পারি এর প্রাইস কিছুদিনের মধ্যেই 1000 ডলার ক্রস করবে এবং আমরা বিটকয়েনের দিকে খেয়াল করে দেখলে দেখতে পারবো বিটকয়েনের দাম 32 হাজার ডলার অতিক্রম করেছে 2021 সালে এটি সর্বোচ্চ ভালো একটি রেকর্ড তৈরি করবে কয়েন গুলো এটা আমরা আশা করতে পারি।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Lovepro Max on January 03, 2021, 07:00:12 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
বিটকয়েনের দাম 33333 ডলার হয়ে গেছে আমি মনে করি দুটি পণ্যের দাম যেহেতু এতটা বৃদ্ধি পেয়েছে তো অল্প কিছুদিনের মধ্যেই প্রেমের দাম 1000 থেকে 1500 ডলার এ পৌঁছাবে বর্তমানে ইথেরিয়াম এর দাম হচ্ছে 778 ডলার
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Tamsialu$$ on January 04, 2021, 12:06:32 AM
ইতি নামের প্রাইস বর্তমানে প্রায় 1000 ডলারের নিকটবর্তী অবস্থানে রয়েছে। 1000 ডলার হতে খুব একটা সময় লাগবে না। আমার ধারণা 2021 সালের মধ্যে ইথিরিয়াম এর প্রাইস 2000 ডলার এ যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on January 05, 2021, 03:37:11 AM
বর্তমানে মার্কেটে বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পেয়ে যাচ্ছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলারে পৌঁছেছিল এবং ইথিরিয়াম এর দাম 1095 ডলার পৌঁছেছে আমরা অল্প কিছুদিনের মধ্যে দেখতে পারব 2017 সালের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করবে ইথেরিয়াম আর বেশি দেরি নেই আর মাত্র অল্প কিছুদিন তাই আমরা এটি আমাদের দৃষ্টিতে দেখতে পারবো।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Riktakhanom on January 05, 2021, 05:03:47 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
2020 সালে ইথেরিয়াম এর দাম মোটামুটি ভালো ছিল। এক সময় দেখা যেত বিটকয়েনের দাম হঠাৎ করে কম বা বেশি ওঠানামা করতে। 2021 সালে আমার জানামতে ইথেরিয়াম এর দাম যেতে পারে এটি আমি আশা করি।

2020 সালে  ইথারিয়াম এর মূল্য খুব বেশি ছিল না. 2020 সালের তুলনায় এই বছরে অনেক বেশি পাম্প করেছে। মুদ্রার গুলোর উথান পতন এর কারণে দাম বাড়লে বিনিয়োগ কারীরা লাভ অর্জন করে. এর বছরের দিকে আরো পাম্প করতে পারে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Lovepro Max on January 05, 2021, 07:40:33 AM
ভাই আমরা খুবই আনন্দিত যে ইথেরিয়াম 1000 ডলার ক্রস করে ফেলেছে বর্তমানে ইথেরিয়াম 1022 ডলার আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই এর দাম 1500 ডলার হিট করবে। আপনাদেরও কি তাই মনে হয়?
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Goldlife on January 05, 2021, 08:57:12 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
বর্তমানের ETH দাম দেখে অনুমান করা যাবে না যে ETHকোন পথে যাবে এটি মার্কেটের উপর ডিপেন্ড করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Markuri33 on January 08, 2021, 01:57:04 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
বর্তমানের ETH দাম দেখে অনুমান করা যাবে না যে ETHকোন পথে যাবে এটি মার্কেটের উপর ডিপেন্ড করবে।
বর্তমানে ইথেরিয়াম এর পজিশন অনেক ভালো।অবশ্যই বলা যায় ইতি নামের প্রাইস খুব তাড়াতাড়ি পূর্বের জেরে করেছিল সেটা ভেঙে নতুন একটা রেকর্ড গড়ে তুলবে। সিরাম এর বর্তমান প্রাইস বারোশো ডলারের উপরে রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Cristiano on January 08, 2021, 08:04:51 AM
2021 সালে শুরু হওয়ার প্রথম দিকেই বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিটকয়েন 40 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে অল্প কয়েকদিনেই। অন্যদিকে ইথেরিয়াম বারোশো ডলার ছাড়িয়ে গিয়েছে। ইথেরিয়াম কয়েকদিন ধরে অনেকটাই পাম্পের মুখে।প্রায় 20 25 দিন ধরেই তিনি আমের দাম 1 হাজার এর উপরে রেখেছে। 1000 ডলারের উপরে সেটি বর্তমানে স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতে ইথেরিয়াম ভালো একটি পর্যায়ে চলে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 11:07:40 PM
2021 সাল পড়তে না পড়তেই ইথেরিয়াম এর প্রাইস 14 ডলারের মতো হয়েছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইথারিয়াম এর প্রাইস কিছুটা কমেছে। কিন্তু দু তিন দিন ধরে আবার দেখা যাচ্ছে কিছু কিছু ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। হয়তো ইথারিয়াম এর প্রাইস পনেরশো ডলারে যেতে খুব একটা সময় লাগবে না। এবং 2021 সালের মধ্যে ইথারিয়াম এর প্রাইস 2000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mental on January 18, 2021, 04:14:17 PM
হ্যাঁ এখন মার্কেট যেভাবে আছে সামনে আরো অনেক ভালো হবে ইথিরিয়াম এর মার্কেট বলে আমি মনে করি। তবে এখানে অনেক সিনিয়ার ভাই আছেন তারা আমাদেরকে সাহায্য করে বলবেন।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Dark Knight on January 18, 2021, 04:33:21 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
জনপ্রিয়তার দিক দিয়ে বিটকয়েন এর পরপরই ইথেরিয়াম এর অবস্থান। 2021 সাল ক্রিপ্তমারকেট এর জন্য অত্যন্ত ভালো একটি সাল। কেননা এই বছর সব কয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই আমি মনে করি ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পাবে। আর তা বৃদ্ধি পাচ্ছে ও।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on January 19, 2021, 11:53:59 PM
2020 সালের তুলনায় 2021 সালে ইথেরিয়াম এর অবস্থান অনেকটা ভালোর দিকে যাচ্ছে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম এর দাম প্রচুর হয়েছে। এখন ইথেরিয়াম এর দাম 1400 ডলার ক্রস করে ফেলেছে।2021 সালে ইথেরিয়ামের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। অল্প কিছুদিনের মধ্যে পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করতে যাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Emon khan on January 20, 2021, 04:36:04 PM
ভাই ইথেরিয়াম ঠিক কোনদিকে যাবে এটা সঠিক ভাবে বলা মুশকিল। আজ নতুন বছরের প্রথম দিন আজ যদি আপনি ইথিরিয়াম এর দাম লক্ষ করেন তাহলে দেখবেন ইথিরিয়াম এর দাম 736 ডলার। এটা খুব ধীরগতিতে চলছে। গত বছরেও ইথেরিয়াম এর দাম তেমন একটা বৃদ্ধি পায়নি, বিটকয়েন এর মতো ইথেরিয়াম কিন্তু অতটা পাম্প করতে পারেনি। এখন দেখা যাক এবছর কি হয়। তবে আশাবাদী এ বছর ইথেরিয়াম 1000 ডলার এর উপরে অবস্থান করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: saidul2105 on January 20, 2021, 04:43:32 PM
ভাই আমরা খুবই আনন্দিত যে ইথেরিয়াম 1000 ডলার ক্রস করে ফেলেছে বর্তমানে ইথেরিয়াম 1022 ডলার আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই এর দাম 1500 ডলার হিট করবে। আপনাদেরও কি তাই মনে হয়?

ভাই ইথেরিয়াম ইতোমধ্যে বেশ ভালো পজিশনে চলে এসেছে।  আমরা সবাই ইথেরিয়ামের এই ধরনের পাম্প আশা করেছিলাম যা ইথেরিয়াম আমাদের উপহার দিয়ে যাচ্ছে।  আশা করি দু'এক সপ্তাহের মধ্যেই ইথেরিয়ামের দাম ২০০০ ডলার হিট করবে ইনশাআল্লাহ।                       
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: sky20 on January 20, 2021, 06:02:12 PM
ক্রিপ্টো জগতে আমার জানা মতে সবচেয়ে বহুল ব্যাবহৃত কয়েন টি হল ইথারিয়াম। তাছড়া এর র‌্যাংকিং এর অবস্থা বিবেচনা করলে দেখা যাবে এটি বিটকয়েনের পর এর স্থান। আবার এর প্রাইসও তেমন বৃদ্ধি পায়নি যেভাবে বিটকয়েন পেয়েছে।আমি সার্বিক ভাবে মনে করি যে এ্ই কয়েনটি ভবিষ্যতে ভাল অবস্থানে যাবে। এখন আগের চেয়ে অনেকটা ভাল আগামীতে আরও ভাল হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mj joy on January 20, 2021, 06:09:17 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ভাই আজকে  দেখলাম ইথেরিয়াম এর রেট 1306.87। 2020 সালের লাস্টের দিকের রেট ছিলো 700 থেকে 800।  যদিও ক্রিপ্টোকারেন্সিতে কিছু বলা যায় না কারণ রেট ওঠানামা করে। তারপরও মনে হয় 2021 সালের শুরুর দিকে যেভাবে তরতর করে বেড়ে উঠছে 21 সালে তো ইথেরিয়াম চমক দেখাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Triedboy on January 21, 2021, 08:16:36 AM
যে সমস্ত ইউজার ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছে সবারই কিন্তু জানা আছে ইথিরিয়াম হচ্ছে বহুল ব্যবহৃত একটি টোকেন। বর্তমানে যেভাবে ইথেরিয়াম এর প্রাইজ বৃদ্ধি পাচ্ছে হয়তো 2021 সালের মধ্যে 2010 অতিক্রম করে ফেলবে। কিন্তু মাঝে মাঝে কিছুটা উঠানামা করে প্রাইস এই নিয়ে চিন্তার কোন কারণ নেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সবসময় ওঠানামা করবে। আমরা জানি সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় কয়েকটি হচ্ছে বিটকয়েন এবং তার পরবর্তী স্থানটি হচ্ছে ইথারিয়াম। তো অবশ্যই ইথিরিয়াম এর ভবিষ্যৎ অনেক ভালো।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Criminal on January 21, 2021, 10:06:55 PM
আগে থেকেই বলা কঠিন যে ইথারিয়াম ভবিষ্যতে কোন অবস্থানে যাবে।তুমি বর্তমানে ইথারিয়াম এর মার্কেট মূল্য অনেকটাই ভালো অবস্থানে আছে।কয়েকদিন আগে ধারী আমের মূল্য 1.5 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে এর দাম কমে 1000 ডলারের কাছাকাছি এসেছে। তবে ভবিষ্যতে যদি বিটকয়েনের সাথে সাথে ইথারিয়াম এর দাম বৃদ্ধি পায় তাহলে আশা করছি 2021 সালের শেষ হওয়ার আগেই ইথারিয়াম এর মূল্য 2000 ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mahindra on January 22, 2021, 02:38:34 AM
আমি মনে করি ইথিরিয়াম বর্তমানে যে অবস্থা আছে ভবিষ্যতে এটি আরও ভাল একটি পর্যায়ে যাবে কেননা খুব কম সময়ের মধ্যেই ইথেরিয়াম টোকেন এর মূল্য বৃদ্ধি পেয়েছে। আশা করছি 2021 সালে এটি 1000 ডলার অতিক্রম করবে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমানে ইথেরিয়াম এর অবস্থান অতীতের তুলনায় অনেকটা বদলে গেছে। বর্তমানে 2021 সালে ইথেরিয়াম এর দাম 1400 ডলার অতিক্রম করেছিল। তাই আমি বিশ্বাসী যে ইথেরিয়াম অল্প কিছুদিনের মধ্যে 2000 ডলার স্পর্শ করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Najmul on January 22, 2021, 09:33:35 AM
বর্তমানে যেভাবে ইথেরিয়াম এর দাম বেড়ে চলেছে তাতে 2021 সালের মধ্যে এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Najmul on January 22, 2021, 11:55:38 AM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
এখন বর্তমানে পৃথিবী আমের দাম ভালো পর্যায়ে আছে। এই বছরের শেষের দিকে পৃথিবীর আমের দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: NANCY on January 22, 2021, 06:27:39 PM
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই সুন্দর পোস্টটি করার জন্য। ইথেরিয়াম কোন অবস্থায় যেতে পারে সেটা এখনো বলা যায় না। 2020 সালে মাঝে মাঝে দাম কমছে এবং মাঝে মাঝে বাড়ছে 2021 সালে এখনো অনেকটাই ভালো আছে ইথেরিয়াম এর অবস্থা আমের দাম সামনে ডাম্প হবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Magepai on January 23, 2021, 02:13:37 AM
ইথেরিয়াম এর প্রাইস বর্তমানে প্রায় 1300 ডলারের মত দেখা যাচ্ছে। ইথেরিয়াম এর প্রাইস 1000 থেকে 1400 ডলারের মধ্যে সবথেকে বেশি ওঠানামা করছে।2021 সালের মধ্যে ইথারিয়াম এর প্রাইস 2000 ডলার হওয়ার সম্ভাবনাই বেশি। ইথেরিয়াম এর মধ্যে বর্তমানে কিন্তু অনেক ইনভেস্টর রয়েছে এর প্রাইস যে বাড়বে শতাংশ বুঝা যাচ্ছে।এবং ইথারিয়াম এর প্রাইস ফিউচারে আরো অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Goldlife on January 23, 2021, 03:55:16 AM
ইথেরিয়াম কোন পর্যায়ে পৌঁছে যাবে তা কেউ বলতে পারবেনা হনুমান করে কারণ এটির দাম সব সময় ওঠানামা করে এজন্য এটাই গতিবিধি অনুমান করা প্রায় অসম্ভব বলে আমি মনে করি জনপ্রিয় করেন হিসেবে জনপ্রিয়তা অর্জন করতে পারবে বলে আমি মনে করি সবাই মনে করে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Najmul on January 23, 2021, 06:13:26 AM
2020 সালে ইথেরিয়াম এর দাম অনেক উঠানামা করেছে তাতে এর সঠিক দাম কেউ বলতে পারে না তবে 2020 সালের মধ্য দিয়ে এর দাম 1000 থেকে 1400 টাকার মধ্যে বেশি ওঠানামা করছে 2021 সালে মোদিকে এর দাম 2000 ডলারের উপরে সম্ভাবনা রয়েছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Micky on January 23, 2021, 07:52:07 AM
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনো ভবিষ্যদ্বাণী করা যায় না। কারণ প্রতি সেকেন্ডে ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম উঠানামা করে।যার জন্য কেউ বলতে পারে না ভবিষ্যতে একটি কয়েন এর দাম কত হতে পারে বা কত নিচে নেমে যেতে পারে। ভবিষ্যতে ইথেরিয়াম কোন পর্যায়ে চলে যেতে পারে সেটা কেউ বলতে পারবেনা।তবে মার্কেট যদি ভাল থাকে তাহলে অবশ্যই ভালো পর্যায় যাবে সেটা আন্দাজ করা যায়।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Azharul on February 03, 2021, 12:12:55 PM
ক্রিপ্টোকারেন্সি জগৎ নিয়ে কখনো ভবিষ্যদ্বাণী করা যায় না। কারণ প্রতি মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম উঠানামা করে।আমরা ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন দুটোই দেখেছি। বর্তমান সময়ে ইথেরিয়াম দ্বিতীয় অবস্থানে রয়েছে।আশা করা যায় এটির দাম পর পর আরো বৃদ্ধি পাবে,যা ভবিষ্যতে অনেক ভালো পজিশন অর্জন করবে বলে আমরা মনে করি।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: SobujAkash#8 on February 03, 2021, 12:19:08 PM
আমি এই ফোরামে নতুন তাই আমি ইথেরিয়াম এর বিষয়ে বেশি কিছু জানিনা। সিনিয়রদের পোস্টগুলো পড়ে জানতে পারলাম যে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ বাণী কখনো করা যায় না। কারণ ক্রিপ্টোকারেন্সি কয়েন গুলোর দাম মুহূর্তের মধ্যেই আপডাউন করে। তাই সঠিকভাবে বলা যায় না যে ইথেরিয়াম কোন অবস্থায় যাবে। কিন্তু আমার মনে হয় ইতি নামের অবস্থা ভালোই হবে ভবিষ্যতে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: bmw1 on February 03, 2021, 02:38:32 PM
ইথেরিয়াম একটা অনেক ভাল টোকেন যা দেখা যাচ্ছে দিন দিন এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে তাই বলা যায় বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম এর  দাম অনেক বেশি হবে। ক্রিপ্টোকারেন্সি টা দেখা যাচ্ছে যে  ইথেরিয়াম টোকেন এর দাম বৃদ্ধি পায় কারণ হচ্ছে বিটকয়েন, বিটকয়েন এর দাম বৃদ্ধি পেলে পাশাপাশি সব টোকেনের দামি বৃদ্ধি পায় তাই বলা যায় বিটকয়েন এর জন্যই ইথেরিয়াম এর দামও অনেক বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: AlviNess on February 09, 2021, 10:40:11 AM
বিজ্ঞানের পরেই ক্রিপ্টোকারেন্সি এর সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে ইথেরিয়াম কয়েন। বর্তমানে ইথারিয়াম কয়েন বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়তা লাভ করেছে।এবং কয়েকদিন যাবত আমি ইথারিয়াম এর মার্কেট পর্যবেক্ষণ করে তা বুঝতে পারলাম যে ইথারিয়াম এর মূল্য খুব শীঘ্রই 2000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Monster5 on February 09, 2021, 11:14:27 AM
আমার মনে হয় ইথেরিয়াম উচ্চ অবস্থানে পা রাখতে যাচ্ছে। বর্তমানে মার্কেটে ইথেরিয়াম এর দাম 1700 ডলার ছাড়িয়ে গেছে। আমরা অল্প কিছুদিনের মধ্যে মার্কেটে দেখতে পাবো যে ইথেরিয়াম এর দাম 2000 ডলার স্পর্শ করেছে। এবং ভবিষ্যতে ইথেরিয়াম আরো উন্নত মানের হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Alt20 on February 09, 2021, 02:20:32 PM
বলা যায় না ইথারিয়াম কোন অবস্থায় যাবে। কারন আমরা দেখেছি যে ইথার একটি নির্ভরযোগ্য অবস্থানে ইতমধ্যে উঠে গেছে। তবে বিভিন্ন এক্সপার্টরা বলছে যে এটি এবছরের মথ্যেই 3000 ডলার দাম হয়ে উঠবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: iRan Chy on February 09, 2021, 02:59:24 PM
ইথিরিয়ামের ২.০ আপগ্রেড হওয়ার কথা কৃপ্টো মাধ্যমে (media) প্রচার হওয়ার পর থেকে ইথিরিয়ামের জনপ্রিয়তা এবং চাহিদা বৃদ্ধি পেয়েছে। আমার মনে হয় ২.০ আপগ্রেড শেষ হওয়ার কিছুদিন পর পর্যন্ত এই মূল্য বৃদ্ধি হতে থাকবে। আর মাঝখানে কিছু ডাম্প ও দিতে পারে। কারণ, সব কৃপ্টো কয়েন এবং টোকেন বিটকয়েনের উপর নির্ভর করে চলে। বিটকয়েন যদি পাম্প করে, অন্য সব কয়েনকে ও পাম্প করতে দেখা যায়। ঠিক তেমনি বিটকয়েন ডাম্প হলে অন্য সব কয়েন ডাম্প দেয়। বর্তমান বিটকয়েন যেভাবে সামনের দিকে এগোচ্ছে সেভাবে যদি পাম্প হওয়া চলমান থাকে ইথিরিয়াম কিছুদিনের মধ্যেই ২০০০ ডলার অতিক্রম করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Monster5 on February 09, 2021, 03:55:13 PM
ইথেরিয়াম এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা আশা করতে পারি ইথেরিয়াম এর দাম কয়েকদিনের ভিতরে 2000 ডলার ছাড়িয়ে যাবে ‌। এবং ভবিষ্যতে ইথারিয়াম বর্তমানের তুলনায় আরো এগিয়ে যাবে এবং এদের প্ল্যাটফর্ম গুলি আরো উন্নত করা হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: SMACK on February 10, 2021, 09:35:11 AM
বর্তমানে ইথেরিয়াম এর অবস্থা অনেকটাই ভালো। পৃথিবীতে সবচেয়ে ভালো কয়েকটি হলো এই বিটকয়েন আর এর পরের অবস্থান টা হল ইথেরিয়াম এর অবস্থান। এই এটিএম এর দাম ব্যাপকহারে বৃদ্ধি পেতে চলেছে। পুরো পৃথিবীর মানুষ এই ইথিরিয়ামের অবস্থা নিয়ে কৌতুহল করতেছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: ExtraPoint on February 10, 2021, 01:16:51 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ক্রিপ্টো জগতের বিটকয়েন এর পরপরই ইথেরিয়াম কয়েন এর জনপ্রিয়তা। বিটকয়েনের দাম বাড়লে তার প্রভাব অন্যান্য কয়েন এর উপর পড়ে। বর্তমানে ইথেরিয়াম এর অবস্থান অনেকটাই ভালো। ইথেরিয়াম এর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এখন ইথেরিয়াম এর দাম সতেরোশো ডলারের মত হয়েছে। আশা করব ভবিষ্যতে এই কয়েনের দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Herry on February 10, 2021, 05:33:45 PM
প্রতিদিনই ইথিরিয়াম যে পারফরম্যান্স দেখাচ্ছে সেজন্য মনে হচ্ছে যে ভবিষ্যতে ইথেরিয়াম খুব ভালো একটা পজিশনে পৌঁছাবে। প্রতিদিনে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছে। একের পর এক রেকর্ড করেই যাচ্ছে ইথেরিয়াম। সেজন্য এখনো বলা সম্ভব হচ্ছে না যে ইথেরিয়াম কতদূর পর্যন্ত যেতে পারে। তবে বলা যায় যে ইথেরিয়াম এর ভবিষ্যৎ সামনে আরও উজ্জ্বল।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Batch18-19 on February 12, 2021, 03:16:54 PM
ইথেরিয়াম মার্কেট বর্তমান পাম্পিং অবস্থায় আছে।তাই বর্তমানে ইথারিয়াম এর মার্কেট যে কোন সময় যে কোন অবস্থানে চলে যেতে পারে অবাক হওয়ার কিছু নেই। বিটকয়েন এর পাশাপাশি কয়দিন যাবত ইথারিয়াম এর মূল্য ভালো পাম্প হচ্ছে। সম্প্রতি ইথারিয়াম এর মূল্য 1.7 হাজার ডলার অতিক্রম করেছে।আশা করব বিট কয়েনের মূল্য 50 হাজার ডলার স্পর্শ করবে এবং ইথারিয়াম এর মূল্য 2000 ডলার স্পর্শ করবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Acifix on February 17, 2021, 03:53:36 PM
ইথেরিয়াম কোন পর্যায়ে যাবে তা কিছুই বলা যাচ্ছে না। কারণ বর্তমানে ইথারিয়াম মার্কেটে উঠানামা করছে। ইথারিয়াম ভবিষ্যতে কোন দিকে যাবে তার কিছুই বলা যাচ্ছে না। আপনারা কি মনে করেন ইথারিয়াম ভবিষ্যতে কোন দিকে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: bmw1 on February 17, 2021, 04:40:44 PM
ইথেরিয়াম কোন পর্যায়ে আছে এটা বলা খুবই মুশকিল কারণ ইথেরিয়াম এর বাজার সবসময় উঠানামা করছে, তাই সঠিকভাবে বলা যাবে না ইথেরিয়াম কোন পর্যায়ে যেতে পারে কিন্তু আশা করতে পারি ইথেরিয়াম খুবই ভালো পর্যায়ে যাবে এবং ইথেরিয়াম এর দাম অনেক বেশি হবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Akhi600 on February 27, 2021, 06:47:24 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
হ্যাঁ এটা যেহেতু 2021 শাল তবে 2020-a যে দাম ছিল তা এখন দ্বিগুণ হয়েছে তাই আমি মনে করি ইথেরিয়াম অনেক বড় ধরনের একটি পাম্প করছে এবং সামনে আরো করবে এই আশায় রইলাম। কেননা ইথেরিয়াম সামনে 2000 ডলারে অতি শীঘ্রই পৌঁছে যাবে
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Alt20 on February 27, 2021, 07:08:19 PM
ইথারিয়াম তো দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং সেটা এক্সপার্টরা আগেই ধারনা করেছিল। অনেকেই বলেছেন যে যদি ইথারের গ্যাস ফি এত বেশি থাকে তাহলে ইথারে ভ্যালু অনেক কমে যাবে। আর এখন ঠিক তাই হচ্ছে। তবে আমি ধারনা এটি এই বছর 1200 ডলার এ থাকবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Newron on February 28, 2021, 05:36:50 AM
বর্তমান সময়ে ইথেরিয়াম এর অবস্থান খুবই ভালো। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথেরিয়াম বিটকয়েনের পরে। বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম 2000 ডলার এর আশেপাশে।সময় দেওয়ার সাথে সাথে এর দাম আরো বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Mj joy on February 28, 2021, 06:23:45 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
  আমার মনে হয় ইথেরিয়াম বর্তমানে বাজারে যেরকম পরিচিতি লাভ করেছে এবং বিনিয়োগ শুরু হয়েছে তাতে করে খুব তাড়াতাড়ি  25 শো কেসারিয়া  যাবে  ।কারণ বর্তমানে মানুষ ইথেরিয়াম এর উপর খুব বেশি বিনিয়োগ করতেছে ।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Tubelight on March 21, 2021, 04:29:11 PM
ইথারিয়াম হলেও ক্রিপ্টোকারেন্সি এর সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন বিটকয়েন এর পরেই।বর্তমানে মার্কেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইথারিয়াম কয়েন। আমি মনে করি ভবিষ্যতে ইথারিয়াম ভালো একটা অবস্থানে যাবে।
Title: Re: ইথেরিয়াম কোন অবস্থানে যাবে?
Post by: Fighter on March 21, 2021, 04:33:53 PM
আমরা সবাই ২০২০ সালে ইথেরিয়ামের উত্থান-পতন   দুটোই দেখেছি।  মাঝে মাঝে বাজার ভালোর দিকে গেছে আবার হঠাৎ করেই নেমে গেছে।  কিন্তু এখন তো ২০২০ সালের প্রায় শেষে চলে এসেছে, এখন ইথেরিয়ামের দাম মোটামুটি ভালোই আছে।  কিন্তু আসছে বছরে অর্থাৎ ২০২১ সালে ইথেরিয়ামের দাম কেমন হতে পারে?  দাম কি পাম্প করবে নাকি ডাম্প হতে পারে?                             
ক্রিপ্টো মার্কেট নিয়ে কেউ সঠিকভাবে বলতে পারবে না। ক্রিপ্টো মার্কেট প্রতিনিয়ত উঠানামা করে। 2020 সালের তুলনায় 2021 সাল এ ইথেরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 2020 সালে ইথেরিয়াম এর দাম বারোশো ডলার এর মত ছিল কিন্তু 2021 সালে ইথেরিয়াম এর দাম 2000 ডলার হয়েছিল।