Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Terrasin on December 25, 2020, 03:56:02 PM

Title: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Terrasin on December 25, 2020, 03:56:02 PM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: XM8 on December 25, 2020, 04:01:02 PM
আসলে এই বিষয়টা আমি নিজেও বুঝে উঠতে পারলাম না যে কেন আমার টুইটার একাউন্ট ব্যান করা হলো এই সেম হয়রানির শিকার আমিও হয়েছি হঠাৎ করে কোন নোটিশ বা ওয়ার্নিং ছাড়া আমার টুইটার একাউন্ট কেন ব্যান করা হলো এ বিষয়টা আমি বুঝে উঠতে পারছিনা এ বিষয়ে সম্পর্কে কিছু জানেন তাহলে অবশ্যই জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Papusha20 on December 25, 2020, 04:08:54 PM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার মূলত কারণ 💯 ফলো ব্যাক লেখার কারণে হতে পারে। কারণ জেগুলো টুইটারের প্রোফাইলে লাল অক্ষরের 💯 ফলো ব্যাক লিখেছে ঐগুলাই একমাত্র ব্যান্ড হয়েছে। এবং 💯 এই ধরনের ফলো ব্যাক আলা ফ্রেন্ড গুলো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই মূল কারণ।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Princeraju on December 25, 2020, 04:15:41 PM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার মূলত কারণ 💯 ফলো ব্যাক লেখার কারণে হতে পারে। কারণ জেগুলো টুইটারের প্রোফাইলে লাল অক্ষরের 💯 ফলো ব্যাক লিখেছে ঐগুলাই একমাত্র ব্যান্ড হয়েছে। এবং 💯 এই ধরনের ফলো ব্যাক আলা ফ্রেন্ড গুলো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই মূল কারণ।
হ্যাঁ, অনেক বাউন্টি হান্টারদের টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয়। তবে বর্তমানে কিছু ১০০% ফলো ব্যাক লেখা থাকলেই ব্যান্ড করে দেওয়া হচ্ছে। আমার একটি একাউন্ট ব্যান্ড হয়েছে। জানিনা ভালো হবে কিনা।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Niloy on December 25, 2020, 04:26:01 PM
ভাই আমি নিজেও একই সমস্যায় ভুগছি । টুইটার একাউন্ট হঠাৎ করে কেন ব্যান্ড হয়ে যায় সে সম্পর্কে আমার কোন ধারণা নাই ।আমি নিজেও এ সম্পর্কে জানতে চাই ।কারণ আমার অ্যাকাউন্ট হঠাৎ করে এরকম সমস্যা হয়েছে। তাই এই  ফোরামের সিনিয়র ভাইদের কাছে এ সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Sumaiya2 on December 25, 2020, 04:49:03 PM
যেভাবে টুইটার একাউন্ট ব্যান্ড হওয়া শুরু করছে আমার মনে হয় বাংলাদেশে কোন টুইটার একাউন্ট রাখবে না। আমার একটি টুইটার অ্যাকাউন্টে 10 হাজারের বেশি ফলোয়ার ছিল সাসপেন্ড করে দিছে। বর্তমানে টুইটারের যে অবস্থা ফলোয়ার বারেনা এখন কি আর দশ হাজার টুইটার ফলোয়ার বানানো সম্ভব। জানিনা টুইটার ফেরত পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় তাহলে সিনিয়র ভাইরা একটু প্লিজ আমাদের জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: JISAN on December 25, 2020, 04:52:06 PM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
টুইটারের কিছু রুলস আছে। প্রতি বছর একবার করে সবার আইডি ইনভেস্টিগেশন করে তারা। যারা রুলস অমান্য করে তাদের একাউন্ট সাসপেন্ড করে দেয়। এরকম প্রতি বছরি হয়। তাই পরবর্তীতে টুইটারের রুলস মেনে একাউন্ট ব্যবহার করবেন ও কাজ করবেন নয়লে তারা আবার সাসপেন্ড করনে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Clearman on December 25, 2020, 05:06:03 PM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
টুইটারের কিছু রুলস আছে। প্রতি বছর একবার করে সবার আইডি ইনভেস্টিগেশন করে তারা। যারা রুলস অমান্য করে তাদের একাউন্ট সাসপেন্ড করে দেয়। এরকম প্রতি বছরি হয়। তাই পরবর্তীতে টুইটারের রুলস মেনে একাউন্ট ব্যবহার করবেন ও কাজ করবেন নয়লে তারা আবার সাসপেন্ড করনে।

হ্যাঁ স্যার আপনি সত্যি কথা বলেছেন রুলস মেনে যারা কাজ করেনি তাদের এ্যাকাউন্ট একমাত্র সাসপেন্ড করেছে। 💯 এই লেখাটা কি রুলস এর বাহিরে এ ধরনের লেখা টুইটার একাউন্ট খুলি সাসপেন্ড বেশি করেছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Markuri33 on December 25, 2020, 05:38:12 PM
যে আইডিগুলোতে দেখেছি বেশিরভাগ ১০০% flow back সেই আইডি গুলো কে সাসপেন্ড করে দিয়েছে। হয়তো তাদের রয়েছে এরকম নিয়ম নেই এ কারণেই সবাইকে সাসপেন্ড করেছে। তাই আমাদের যার যার আইডি সাসপেন্ড করে দিয়েছে অবশ্যই আমরা সামনে তাদের রুলস মানার চেষ্টা করব। তাহলে হয়তো আর সাসপেন্ড করে দেবে না।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Jaya60 on December 26, 2020, 12:11:50 AM
আসলে আমি অনেক দুঃখের সাথে বলতে চাই আমার টুইটার একাউন্ট সাসপেন্ড করেছে‌। আমার ফলোয়ার ছিল 10000 এর থেকেও বেশি তাই এখন আর সেই অ্যাকাউন্ট ফেরত পাব কিনা জানিনা। মূলত টুইটারেতাদের রুলস থাকে সে রুলসের একটু কম বেশি হলে আমরা জানি প্রত্যেক বছর এই সময়ে প্রায় আইডি সাসপেন্ড করে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Mahindra on December 26, 2020, 08:25:06 AM
সত্যিই আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কিছুদিন আগে আমার টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে আমি যে সমস্ত বাউন্টি গুলো করতাম এখন সেই বাউন্টি এগুলো থেকে স্টেক বসানো হচ্ছে না আমি এখানকার সিনিয়র ভাইদের কাছ থেকে জানতে চাই আসলে আমি আগের আইডিটা কি ফিরে পাবো কখনো নাকি আর পাবো না এটা মূলত সিনিয়র ভাইদের কাছ থেকে আমি সাহায্য চাই।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: saidul2105 on December 26, 2020, 01:58:25 PM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
ভাই অতি দুঃখের কাজ এটা।  আমার টুইটার ব্যান্ড হয় নাই, কিন্তু আমার ফলোয়ার এবং ফলোয়িং দুটোই অর্ধেকে নেমে এসেছে।  আসলে এর মূল কারণ টা কি সেইটা এখনো পর্যন্ত শিউর হতে পারিনি আমি।  তবে আশা করি এই টপিকের মাধ্যমে আমি আমার মনে জমে থাকা এই বিষয়ের  প্রশ্নটার উত্তর অবশ্যই পাবো।                     
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Herry on December 26, 2020, 02:15:18 PM
এ বিষয়ে ভাই আমি জানিনা তবে আমার অ্যাকাউন্ট থেকে 1000 ফলোয়ার কমে গেছে তবে একটা জিনিস বুঝতে পারছি না ভাই আপনি বলেছেন যে 100% ফলব্যাক লেখার কারণে হয়তো টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে কিন্তু আমার টুইটার একাউন্ট এ তো 100% লেখা রয়েছে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়নি আমি দেখেছি অনেক ইউজার এর অ্যাকাউন্ট থেকে 1000 বা 2000 করে ফলোয়ার কমে গেছে এরকম অনেক ইউজার রয়েছে কিন্তু আবার অনেকেই যার রয়েছে যাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে এটার মূল কারণ কি সেটা যদি কোনো সিনিয়র ভাই ভালো জানেন অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করবেন এবং সেই ব্যান্ড হয়ে যাওয়া আইডি কি ফিরে পাওয়া সম্ভব হবে কিনা
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Bony11 on December 26, 2020, 02:35:31 PM
ভাই এখনও আমার টুইটার একাউন্ট এ ধরনের কোনো সমস্যা হয়নি। তাই এই বিষয়ে আমার বিশেষ কোনো ধারণা নেই বিশেষ। আমার টুইটার একাউন্ট এ ১০০% ফলো ব্যাক লেখা আছে কিন্তু আমার অ্যাকাউন্ট তো এখনো ব্যান্ড হয়নি ।তাই এই বিষয়ে আমি কোন তথ্য জানতে পারিনি ।আশাকরি ফোরামে অনেক সিনিয়র ভাই আছে তারা এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Mrkadir85 on December 26, 2020, 05:22:23 PM
আমার টুইটার একাউন্ট ব্যান হয়নি কিন্তু অনেক ভালো আর কমে গেছে। আমি লক্ষ করেছি যে সকল টুইটার একাউন্ট গুলোকে 100% লেখা ছিল এরকম ফলোয়ার আমার ফলোয়ার থেকে আনফলো হয়েছে। এটা থেকে আমার ধারণা যে সকল আইডি 100% লেখা ছিল তাদের গুলোই বেশি ব্যান্ড হয়েছে। মনে হয় এটা টুইটার রুলস বহির্ভূত ছিল।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: sky20 on December 26, 2020, 06:08:07 PM
টুইটারে বেশির ভাগ ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যারা কাজ করছেন তাদের আইডি গুলো সাসেপেন্ড করেছে। এ বিষয়ে কোন কিছু জানা যায় নি। তবে আমি মনে করি সাত দিন গেলে তাদের সিধান্তের ব্যাপারে কিছুটা হলেও অনুমান করা যাবে। সে পর্যন্ত সবাই ধোর্য ধারন করুন। কেন না একযোগে টুইটার সব সাসপেন্ড করেছে। দু একটা হলে হয়তো রিকোযেস্ট করা যেতে। এটা বড় একটি সিধান্ত তাই অপেক্ষা করতে হবে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Lovepro Max on December 27, 2020, 05:38:31 AM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
ভাই কি জন্য টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে সেটা আমার জানা নেই তবে আমার মনে হয় যে 100 পার্সেন্ট ফলো ব্যাক লেখার কারণে হয়তো টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই আমার ও টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে এবং সেই একাউন্টে 100% ফলো ব্যাক লেগেছিল তাই আমিও মনে করি যে 100% ফলো ব্যাক লেখার কারণেই হয়তো টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: XM8 on December 27, 2020, 12:33:43 PM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার মূলত কারণ 💯 ফলো ব্যাক লেখার কারণে হতে পারে। কারণ জেগুলো টুইটারের প্রোফাইলে লাল অক্ষরের 💯 ফলো ব্যাক লিখেছে ঐগুলাই একমাত্র ব্যান্ড হয়েছে। এবং 💯 এই ধরনের ফলো ব্যাক আলা ফ্রেন্ড গুলো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই মূল কারণ।
আপনার কথা হয়তো ঠিক আছে কিন্তু আমার যে টুইটার একাউন্ট ছিল সেখানে এরকম কোন লেখা ছিল না কিন্তু তারপরও আমার টুইটার একাউন্ট কেন ব্যান করে দেওয়া হয়েছে সে বিষয়টি আমি বুঝতে পারলাম না। এ বিষয়ে যদি কেউ জানেন তাহলে অবশ্যই বিষয়টা আমাদের সাথে শেয়ার করবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Riktakhanom on December 27, 2020, 02:50:22 PM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার আসল কারণ কেউ এখনো বুজে উঠতে সক্ষম হয় নি কিন্তু অনেক সময় কোনো কাজ না করলেও আইডি সাসপেন্ড করে দেয়. টুইটার আইডিতে তাদের রুলস এর বিরুদ্ধে গেলে এবং হ্যাজ ট্যাগ বেশি ব্যবহার করলে আইডি সাসপেন্ড হয়.
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Herry on December 27, 2020, 02:53:58 PM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার আসল কারণ কেউ এখনো বুজে উঠতে সক্ষম হয় নি কিন্তু অনেক সময় কোনো কাজ না করলেও আইডি সাসপেন্ড করে দেয়. টুইটার আইডিতে তাদের রুলস এর বিরুদ্ধে গেলে এবং হ্যাজ ট্যাগ বেশি ব্যবহার করলে আইডি সাসপেন্ড হয়.
হ্যাঁ ভাই আমারও এটাই মনে হয় যে এখনো কেউ ভালোমতো বলতে পারেনি যে টুইটার একাউন্ট কি জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে আমার মনে হয় বেশী বেশী হ্যাশট্যাগ ব্যবহার করলে পেটের সমস্যা হতে পারে সেজন্য হয়তো আইডি সাসপেন্ড করে দিতে পারে
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: ranaprime on December 27, 2020, 05:34:29 PM
বেশ কয়েক দিন আগে আমাদের অনেকেরই টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছে। আমরা হয়তো অনেকে বুঝতেই পারিনি কেন? টুইটারের বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যা অমান্য করলে তারা সেই একাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। প্রথমে তারা ওয়ানিং দিতে পারে আবার নাও পারে। তবে তারা প্রতি বছর ঠিক এই সময়ে সব একাউন্ট চেক করে এবং যেগুলোর বিরুদ্ধে অভিযোগ পায় সেগুলো সাসপেন্ড করে দেয়। আমরা অকেকেই বুজতেই পারিনি কি অপরাধে আমাদের একাউন্ট গুলো সাসপেন্ড করা হল। তবে বেশ কিছু কারন তারা বলেছে সেগুলোর মধ্যে অন্যতম হল স্প্যামিং করা, অর্থাৎ আপনি যদি বেশি বেশি ইউজার বাড়ানোর জন্যে ফলোয়িং বেশি করে থাকেন তাহলে তারা আপনাকে স্প্যামার হিসেবে মার্ক করতে পারে  এটি মাত্র একটি কারন বললাম এছাড়াও আনেক কারন আছে যা স্প্যামিং এর আওতায় পরে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Triple333 on December 27, 2020, 05:54:47 PM
টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়া অনেকের জন্য দুঃসংবাদ হয়ে আছে। অনেকেরই 5000 থেকে 10000 ফলোয়ার ছিল তবুও অ্যাকাউন্টগুলো ব্যান্ড হয়েছে।100% ফলো ব্যাক লেখার কারণে এটি হয়েছে কিনা তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না আবার অনেকের অ্যাকাউন্ট এ ফলোয়ার অনেক কমে গেছে। আমার মনে হয় এটি টুইটারের আইন বহির্ভূত কাজের কারণেই এমনটি করা হয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: AGM on December 27, 2020, 07:18:16 PM
এটি ভাল হত যদি টুইটারে ফলোয়ার কমও থাকত কোন সমস্যা ছিল না তবে একাউন্ট সাসপেন্ড হওয়া একটু বেশি ক্ষতি হয়েছে। আমি মনে করি টুইটার যদি সবাইকে আর একটি সুযোগ দিত তাহলে অনেকেই এই ধরনের কাজ আর করত না।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Msweet on December 28, 2020, 01:14:52 AM
টুইটার আইডি গুলো ব্যান্ড হওয়ার কারণ আমি মনে করতেছি যে সমস্ত আইডিগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটিভ পোস্ট করছে শুধু ঐ সমস্ত আইডিগুলোর ব্যান্ড করে দিচ্ছে। কেননা কিপ টু কারেন্সি অনেক দেশে এর বৈধতা প্রদান করা হয়নি। আর বেআইনি কোনো পোস্ট যদি কোন সোশ্যাল মিডিয়ায় করা হয় তাহলে সে আইডিকে ওই রুলস অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Rony on December 28, 2020, 03:02:55 AM
টুইটার আইডি গুলো ব্যান্ড হওয়ার কারণ আমি মনে করতেছি যে সমস্ত আইডিগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটিভ পোস্ট করছে শুধু ঐ সমস্ত আইডিগুলোর ব্যান্ড করে দিচ্ছে। কেননা কিপ টু কারেন্সি অনেক দেশে এর বৈধতা প্রদান করা হয়নি। আর বেআইনি কোনো পোস্ট যদি কোন সোশ্যাল মিডিয়ায় করা হয় তাহলে সে আইডিকে ওই রুলস অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়।
আমি ভাইয়ের সাথে একমত শুধু ক্রিপ্টোকারেন্সি নিয়ে পোস্ট করার কারণেই টুইটার একাউন্ট ব্যান্ড হচ্ছে বলে আমি মনে করি। বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি অবৈধ। আর যদি অবৈধ ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রতিনিহিত পোস্ট করতে থাকেন সেই কারণে টুইটার একাউন্ট ব্যান্ড হচ্ছে এছাড়াও আরো অনেক কারণ থাকতে পারে যার কারণে টুইটারের অ্যাকাউন্ট ব্যান্ড হচ্ছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Lovepro Max on December 28, 2020, 03:44:09 AM
টুইটার আইডি গুলো ব্যান্ড হওয়ার কারণ আমি মনে করতেছি যে সমস্ত আইডিগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটিভ পোস্ট করছে শুধু ঐ সমস্ত আইডিগুলোর ব্যান্ড করে দিচ্ছে। কেননা কিপ টু কারেন্সি অনেক দেশে এর বৈধতা প্রদান করা হয়নি। আর বেআইনি কোনো পোস্ট যদি কোন সোশ্যাল মিডিয়ায় করা হয় তাহলে সে আইডিকে ওই রুলস অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়।
হ্যাঁ ভাই টুইটার একাউন্ট সাসপেন্ড করে দেওয়ার এটাও একটা কারণ হতে পারে তবে এ বিষয়ে কেউ সঠিক তথ্য দিতে পারছে না তবে আমি মনে করি যে টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার অন্যতম কারণ হিসেবে ধরা হয় স্পামিং যেসকল একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে হয়তো তারা অধিকমাত্রায় ফলো ব্যাক দিয়েছে অধিক ফলো করলে স্প্যামার এর আওতাভুক্ত হয় এবং আইডি সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকে
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Mahindra on December 28, 2020, 03:53:49 AM
আসলে ব্যাপারটা ওটা নয় প্রতি বছরই এই সময় এসে অনেক লোকের টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয় সাসপেন্ড করে দেওয়া হয় টুইটার থেকে এবং অনেক আইডি থেকে 1000 থেকে 2000 ফলোয়ার কমে যায় তাই এটা বলা সম্ভব নয় যে টুইটার অ্যাকাউন্ট কেন ব্যান্ড হয়।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Primo1760 on December 28, 2020, 04:01:17 AM
টুইটার আইডি ব্যান্ড হওয়ার অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে টুইটারে যে আইন আছে সেগুলো লংঘন করা। আইন গুলো হল আপনি যদি কারো কাছে ফলো ব্যাক চান। যে সমস্ত আইডিগুলো ব্যান্ড হয়েছে সে সমস্ত আইডিগুলোতে লেখা ছিল 100% ফলো ব্যাক, 💯💯 এই সমস্ত লেখা থাকার কারণে আইডি খুলে ব্যান্ড করে দিয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Alvida on January 02, 2021, 10:05:40 AM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি দেওয়ার জন্য আপনার থেকে আমি জানতে পারলাম যে কি জন্য টুইটার আইডি ব্যান্ড হয়ে যায়।এই ব্যান্ড হয়ে যাওয়ার কারন আমার আগে জানা ছিল না তো আপনার এই পোস্টটি থেকে আমি জানতে পারলাম বুঝতে পারলাম।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Emon khan on January 02, 2021, 03:25:38 PM
আসসালামুয়ালাইকুম টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি আমি এখনো বুঝতে পারছি না দয়া করে কোন সিনিয়র বড় ভাই আমাকে এর উত্তরটা জানিয়ে যান
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Mahindra on January 02, 2021, 03:27:20 PM
আসলে ভাই বিষয়টা এরকম নয় বিষয়টা হলো টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার কারণ টুইটারে বিভিন্ন রকম রুলস দেওয়া থাকে সেই রুলস অনুযায়ী থাকলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়না আর যদি রুলস অমান্য করে চলা হয় তাহলে ব্যান্ড হয় তাছাড়া প্রতিবছরই এই সময়ে একাউন্ট বাছাই করে যেগুলো রুলস অমান্য করে চলে তাদের একাউন্ট ব্যান করা হয় আমি যতোটুকু জানি।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Casual on January 02, 2021, 03:28:31 PM
টুইটারে বেশির ভাগ ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যারা কাজ করছেন তাদের আইডি গুলো সাসেপেন্ড করেছে। এ বিষয়ে কোন কিছু জানা যায় নি। তবে আমি মনে করি সাত দিন গেলে তাদের সিধান্তের ব্যাপারে কিছুটা হলেও অনুমান করা যাবে। সে পর্যন্ত সবাই ধোর্য ধারন করুন। কেন না একযোগে টুইটার সব সাসপেন্ড করেছে। দু একটা হলে হয়তো রিকোযেস্ট করা যেতে। এটা বড় একটি সিধান্ত তাই অপেক্ষা করতে হবে।
হ্যাঁ ব্রো ঠিক বলেছেন আসলে যারা বেশি বেশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পোস্ট দিয়েছে তাদের অ্যাকাউন্ট গুলো সব থেকে বেশি সাসপেন্ড হয়েছে। আবার অনেকের আইডিতে লেখা ছিল হান্ডেট পার্সেন্ট ফলোয়ার এ কারণেও অনেকের আইডি সাসপেন্ড করে দিয়েছে। যাদের আইডি সাসপেন্ড করে দিয়েছে হয়তো তার আর ফিরে পাবে না। হয়তো আবারও তাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া আর কোনো পথই দেখা যাচ্ছে না। বর্তমানে দেখা যাচ্ছে আবার নতুন কোন আইডি করলেও সাসপেন্ড করছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Tamsialu$$ on January 04, 2021, 01:00:54 AM
যে আইডিগুলোতে 💯💯💯💯 ফলো ব্যাক লেখা ছিল এই সমস্ত আইডিগুলোর সবথেকে বেশি ব্যান্ড হয়েছে। এরকম দেওয়াটা তাদের নিয়মে নেই যে কারণে সবাইকে সাসপেন্ড করে দিয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Tamsialu$$ on January 04, 2021, 01:02:43 AM
টুইটারে বেশির ভাগ ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যারা কাজ করছেন তাদের আইডি গুলো সাসেপেন্ড করেছে। এ বিষয়ে কোন কিছু জানা যায় নি। তবে আমি মনে করি সাত দিন গেলে তাদের সিধান্তের ব্যাপারে কিছুটা হলেও অনুমান করা যাবে। সে পর্যন্ত সবাই ধোর্য ধারন করুন। কেন না একযোগে টুইটার সব সাসপেন্ড করেছে। দু একটা হলে হয়তো রিকোযেস্ট করা যেতে। এটা বড় একটি সিধান্ত তাই অপেক্ষা করতে হবে।
হ্যাঁ ব্রো ঠিক বলেছেন আসলে যারা বেশি বেশি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পোস্ট দিয়েছে তাদের অ্যাকাউন্ট গুলো সব থেকে বেশি সাসপেন্ড হয়েছে। আবার অনেকের আইডিতে লেখা ছিল হান্ডেট পার্সেন্ট ফলোয়ার এ কারণেও অনেকের আইডি সাসপেন্ড করে দিয়েছে। যাদের আইডি সাসপেন্ড করে দিয়েছে হয়তো তার আর ফিরে পাবে না। হয়তো আবারও তাদের নতুন অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া আর কোনো পথই দেখা যাচ্ছে না। বর্তমানে দেখা যাচ্ছে আবার নতুন কোন আইডি করলেও সাসপেন্ড করছে।
আপনাদের সাথে আমি একমত মূলত দুইটি কারণেই অনেকের আইডিজ ব্যান্ড করে দিয়েছে। হয়তো তখন এই ভুলগুলো ছিল বিধায় আইডিগুলো ব্যান্ড করে দিয়েছে। নতুন আইডি গুলো করলে যে সাসপেন্ড করে দেয় তাহলে তার কি কোন সমাধান রয়েছে। যদি কারো কাছে এর সমাধান থেকে থাকে তাহলে একটু শেয়ার করবেন প্লিজ
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Alt20 on January 04, 2021, 09:35:48 AM
যতদুর জানতে পারলাম যে যারাই তাদের ফলোয়ার বাড়ানোর জন্য বেশি চেস্টা করেছে তাাদের একাউন্ট গুলোই বেশি সাসপেন্ড হয়েছে। তাছাড়া তারা এখন খুবই একটিভ যে কোন একান্ট ক্রিয়েট করা হলে তা নজরদারিতে রাখে। আমার মনে হয় এখন খুবই সমস্যা হবে টুইটারে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: LeziT on January 04, 2021, 10:18:57 AM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
এটা মূল কারণ নয়। কারণ আমার টুইটার একাউন্টে 100% ফলো ব্যাক লেখা রয়েছে কিন্তু তারপরও আমার একাউন্ট সাসপেন্ড করে নি।বরং যতগুলো একাউন্ট সাসপেন্ড হয়েছে ততগুলো ফলোয়ার কমে গিয়েছে। টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়ার পিছনে যে কারণ রয়েছে সেটা আমার জানা নেই। তাই আমি এ বিষয় নিয়ে কিছু বলতে পারব না।যদি জানতে পারে তাহলে অতি তাড়াতাড়ি আপনাদের আপডেট জানিয়ে দেবো।আর যদি কোনো সিনিয়র ভাইয়ে বিষয় সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। কারণ বর্তমানে একটি টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হলে নানা রকম সমস্যায় পড়তে হয়।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: johnson on January 04, 2021, 12:53:30 PM
একেক জন এক এক ভাবে এর ব্যান্ড হওয়ার কারন খুজার চেস্টা করছে। তবে কোন নির্দিস্ট কিছু পাওয়া যায় নি যে কি কারনে এটির এমন অবস্থা হল। তবে টুইটার কর্তৃপাক্ষ বলছে যে স্পামিং এর কারনে তারা এগুলো ব্যান্ড করে দিয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Emon khan on January 04, 2021, 01:00:52 PM
আমার জানামতে 100% ফলো ব্যাক লেখার কারণে এবং অত্যাধিক পোস্ট করার কারণে টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হচ্ছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Goldlife on January 05, 2021, 05:31:12 PM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।
আমার মনে হয় না যে টুইটার একাউন্ট রিকভার করার কোন উপায় আছে তাই নতুন করে টুইটার একাউন্ট করুন এবং নতুন করে ফরওয়ার্ড করুন এ ছাড়া কোন উপায় নেই ধন্যবাদ
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Najmul on January 23, 2021, 01:16:58 PM
আসলে এই বিষয়টা আমি নিজেও বুঝে উঠতে পারলাম না যে কেন আমার টুইটার একাউন্ট ব্যান করা হলো এই সেম হয়রানির শিকার আমিও হয়েছি হঠাৎ করে কোন নোটিশ বা ওয়ার্নিং ছাড়া আমার টুইটার একাউন্ট কেন ব্যান করা হলো এ বিষয়টা আমি বুঝে উঠতে পারছিনা এ বিষয়ে সম্পর্কে কিছু জানেন তাহলে অবশ্যই জানাবেন।
আপনার এই মন্তব্যের সাথে আমি একমত কারণ আমারও বারবার টুইটার ব্যান্ড হয়ে যাচ্ছে কিন্তু কি কারণ হচ্ছে তা বুঝতে পারতেছি না। যদি কারো এবিষয়ে ভালো জানা থাকে তাহলে সাহায্য করবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: AlviNess on February 24, 2021, 11:36:13 AM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার মূলত কারণ 💯 ফলো ব্যাক লেখার কারণে হতে পারে। কারণ জেগুলো টুইটারের প্রোফাইলে লাল অক্ষরের 💯 ফলো ব্যাক লিখেছে ঐগুলাই একমাত্র ব্যান্ড হয়েছে। এবং 💯 এই ধরনের ফলো ব্যাক আলা ফ্রেন্ড গুলো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই মূল কারণ।
টুইটার অ্যাকাউন্ট ব্যান হওয়া নিয়ে আপনি যে কারণগুলো উল্লেখ করেছেন তা কোনোভাবেই ফেলে দেওয়া যাচ্ছে না। আমার নিজের টুইটার একাউন্ট এভাবে করা আছে। তবে আমি আমার টুইটার অ্যাকাউন্ট অবশ্যই মডিফাই করে এই লেখাগুলো মুছে ফেলব। সাথে আমার টুইটার একাউন্ট সাসপেন্ড না করা হয়।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Newron on February 28, 2021, 05:57:52 AM
টুইটার একাউন্ট বন্ধ হওয়ার কারণ হিসেবে অনেক কিছুই দায়ী।টুইটার একাউন্ট করলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় যেমন মাঝে মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে। ফ্রেন্ড হতে অনেক সময় লাগে। ফলোয়ার দিতে গেলে মাঝে মাঝে ঝামেলা করে এইসব অতিরিক্ত হলে টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেয়।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Milon626 on February 28, 2021, 06:04:57 AM
বেশ কিছু দিন আগে সবার মতোই আমারও টুইটার একাউন্ট ব্যান্ড হয়ে গেছে।  কিন্তু এখনও পর্যন্ত এর সুনির্দিষ্ট কোন কারণ আমি বুঝে উঠতে পারিনি। এপ্লাই করার পরেও আমি আমার আইডি এখনো পর্যন্ত ফিরে পাইনি। মনে হচ্ছে আমি আমার আইডিটা আর ফিরেও পাবো না।                             
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Mj joy on February 28, 2021, 06:08:44 AM
টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার মূলত কারণ 💯 ফলো ব্যাক লেখার কারণে হতে পারে। কারণ জেগুলো টুইটারের প্রোফাইলে লাল অক্ষরের 💯 ফলো ব্যাক লিখেছে ঐগুলাই একমাত্র ব্যান্ড হয়েছে। এবং 💯 এই ধরনের ফলো ব্যাক আলা ফ্রেন্ড গুলো শেষ হয়ে গেছে আমার মনে হয় এটাই মূল কারণ।
  আপনার সাথে আমি একমত তবে আমার একটি কথা হল একাউন্ট রিকভারি করার কোন অপশন আছে কিনা যদি থাকে তাহলে সিনিয়র ভাইদের কাছে অনুরোধ জানাব কিভাবে রিকভারি করা যায় যদি একটু দয়া করে বলতেন  আসলে কি কারনে টুইটার একাউন্ট  রিজেক্ট  করা হয়েছে তা বোঝার কোন উপায় পাইতেছিনা  কারণ এই ভুক্তভোগির  শিকার আমি নিজেও ।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Lens on February 28, 2021, 11:37:03 AM
আমি এত রুলস বা নিয়মতান্ত্রিকতা মেনে কাজ করার পরও আমার টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে। আজো আমি জানতে পারি নাই আমার  টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হল কেন?  আবার অনেকেই দেখেছি টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার পরও ফেরত পেয়েছে।এ বিষয়ে একটুও ধারনা নেই। তাই কারো ধারণা থাকলে একটু জানাবেন দয়া করে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Blue_sea on February 28, 2021, 05:28:54 PM
আমার মনে হয় ঠিক তা নয়। যারা বেশি বেশি রিকোয়স্ট পাঠিয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়ার কোন সুযোগ নেই। তবে তারা বলছে যে স্পামিংয়ের কারনে টুইটার একাউন্ট বন্ধ করা হয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: kulkhan on February 28, 2021, 05:40:47 PM
না ১০০% ফলো ব্যাক লেখার কারনে টুইটার সাসপেন্ড করে না। তারা যখন কোন ব্যক্তিকে ফেক মনেকরে তখন সাসপেন্ড করে। তাছাড়া যারা তাদের রুলস ফলোকরেনা তাদের একাউন্ট ও সাসপেন্ড করে।টুইটার মাঝে মধ্যে সব একাউন্ট অনুসন্ধান করে তখন যাদের একাউন্টে প্রচুর ফেক ফলোয়ার খুঁজে পায় অনেক সময় সে একাউন্ট গুলোও সাসপেন্ড করে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Azharul on March 09, 2021, 09:15:47 AM
আমার মনে হয় প্রতি বছর একবার করে টুইটার ইনভেস্টিগেশন করা হয়।সেখানে বিভিন্ন আইডি পর্যবেক্ষণ করা হয়,যেসব আইডি তাদের রুলস অনুসরণ করে না তাদের আইডি ব্যান্ড করা হয় এবং অনেক সময় ফেক ফলোয়ার থাকার কারণে ও হতে পারে।তাছাড়া আর অন্য কোনো কারণে আইডি ব্যান্ড করা হয় কিনা আমার সেটা ভালো জানা নেই।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Dark Knight on March 09, 2021, 11:02:27 AM
এই বিষয়ে আমি এখনো সঠিকভাবে জানিনা জে কেন টুইটার একাউন্ট সাসপেন্ড করা হয়।হয়তো তাদের কিছু নিজস্ব রুলস আছে যেগুলো অমান্য করলে সাসপেন্ডেড করা হয়। তাই আমরা তাদের রুলস গুলো মেনে টুইটার একাউন্ট চালাবো।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Nylon301 on March 09, 2021, 11:47:13 AM
আসলেই এ সম্পর্কে আমার কোন ধারণা নেই বললেই চলে। সিনিয়র ভাইরা যদি থাকেন তাহলে টুইটার ব্যান্ড সম্পর্কে আপনারা কিছু বলবেন। কারণ ছোটরা এই সম্পর্কে কিছু জানে না আপনাদের সহযোগিতা কামনা করি। সিনিয়র ভাইরা আপনার যথাযথভাবে আমাদের নতুনদেরকে সাহায্য করবেন
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: raisajahan on March 09, 2021, 03:59:55 PM
এই বিষয়ে আমার ভালো জ্ঞান নেই  তবে আমি নিজেও বিষয়টা জানতে চাই। কারও জানা থাকলে জানাবেন তাহলে আমরা সকলেই উপকৃত হতে পারি। আর ফোরামে কাজ করার জন্য এটা জানা খুবই জরুরী বলে আমি মনে করি।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Magepai on March 10, 2021, 12:11:38 AM
আসলে টুইটার প্রায় ইউজারদের সাসপেন্ড করে দিয়েছিল। যারা যারা ওই সময়েকমপ্লেন ফরম পূরণ করে ছিল বর্তমানে কিন্তু প্রত্যেকের আইডি ফেরত দিয়ে দিয়েছে। তাই কারো যদি জানা থাকে অবশ্যই শেয়ার দিতে গিয়ে দেখবেন সবাই কে আইডি ফেরত দিয়ে দিয়েছে। আমার আইডি সাসপেন্ড করে দিয়েছিল আমি কিন্তু পুনরায় আমার আইডি ফেরত পেয়ে পেয়েছি। অতএব যে যে কমপ্লেন ফরম পূরণ করেছেন অবশ্যই দেখবেন প্রত্যেকের আইডি ফেরত দিয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Rubel007 on March 10, 2021, 06:05:17 AM
ইতিমধ্যে টুইটার একাউন্ট ব্যান্ড হওয়া গুলো টুইটার কর্তৃপক্ষ আবার ফেরত দিয়েছে। আশা করি যাদের ব্যান হয়েগিয়েছিল তারা সবাই তাদের একাউন্ট ফেরত পেয়েছেন। টুইটারের কিছু ট্রামস এন্ড কন্ডিশন আছে যেগুলো না মানলে আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: ExtraPoint on March 10, 2021, 06:50:33 AM
আসলে যে কি জন্য টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড করে দেয়া হয় সেটা আমি  বলতে পারছিনা।আবার টুইটার একাউন্ট কিভাবে রিকভারি করা যায় সেই সম্পর্কে যদি কোনো বড় ভাই সাহায্য করতেন তাহলে খুব উপকৃত হতাম।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Acifix on March 10, 2021, 07:12:02 AM
টুইটার একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এখন বর্তমানে টুইটার অ্যাকাউন্ট গুলো আবার ফেরত দিয়েছে। কি কারণে টুইটার ব্যান্ড হয়েগেছিল। সেটা আমি জানিনা। যদি কেউ জানেন তাহলে দয়া করে আমাকে একটু বলবেন।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Tubelight on March 20, 2021, 10:51:23 AM
কয়েকদিন আগে সকলে যে সমস্যাটা তে সবচেয়ে বেশি ফুটেছে এই সমস্যাটি হল সকলের টুইটার একাউন্ট ব্যান করে দেওয়া। কোন কারন ছাড়াই কেন টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল এটা কেউ জানে না। তবে যাদের অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল তাদের অ্যাকাউন্ট আবার ফেরত দেওয়া হয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: EKRA13 on March 20, 2021, 11:01:19 AM
সঠিকভাবে বলা যাচ্ছে না যে 100 শতাংশ ফলো ব্যাক লেখার কারণে টুইটারআইডি গুলো ব্যন্ড হয়েছিল। তবে কয়েকদিন আগে বেশিরভাগ ব্যন্ড হওয়া আইডি গুলো ইউজারদের মাঝে ফেরত দেওয়া হয়েছে। এটি অবশ্যই টুইটার কর্তৃপক্ষের উদারতা।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Web Designer on December 22, 2023, 08:27:29 PM
টুইটার ব্যাণ হবার কারন হলো অতিরিক্ত ফলো দেয়া। আর টুইটারে এক নাগাতার ৩০ এর বেশি ফলো দেয়া যায় না। আরো অনেকেই আছে যারা নাকি থার্ড পার্টি এ্যাপ দিয়ে ফলো এবং ফলো ব্যাক দেয় যার কারনে টুইটার থেকে তাদের রিমুভ করে দিচ্ছে।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: MVL~$ on December 25, 2023, 11:55:21 AM
আমার নিজেরও দুইটা টুইটার একাউন্ট ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটা মূলত অতিরিক্ত ফলো করতে থাকা। আপনি যখন কম সময়ের মধ্যে বেশি বেশি ফলো করতে থাকেন তখন এইটা টুইটার অথরিটির নজরে আসে, এবং সেখান থেকে মাঝে মাঝে আপনার একাউন্ট থেকে অথেন্টিকেশন করতে বলে, তবুও যদি আপনি বেশি বেশি ফলো করতে থাকেন দৈনিক তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলব আপনি দৈনন্দিন ফলো করেন তবে সময় নিয়ে ধীরে সুস্থ হয়ে কম কম ফলো করেন। এবং টুইটারে অযথা এবং এলোমেলো পোস্ট না করেন তাহলে একাউন্ট ব্যান্ড হবে না।
Title: Re: টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার কারণ কি
Post by: Paragon2 on December 28, 2023, 11:51:02 AM
১০০% ফলো ব্যাক লেখার কারণে টুইটার কি ব্যান্ড হয়েছে। টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার এটাই কি মূল কারণ যদি কোনো সিনিয়র ভাইরা বলতে পারেন তাহলে প্লিজ জানাবেন।

টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার বিভিন্ন দিক থাকে:

টুইটার একাউন্ট ব্যান্ড হওয়ার বিভিন্ন কারণ থাকে যেমন অতিরিক্ত ফলো ব্যাক দেওয়ার কারণে ব্যান্ড হয়ে যায়। যদি google অথেন্টিফিকেশন 2FA চালু করা থাকলে সেটি যদি ভুল দিয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে।