Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Rakin343 on December 27, 2020, 03:45:44 AM

Title: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Rakin343 on December 27, 2020, 03:45:44 AM
আমরা অতীতেও দুটি ক্রিসমাস ডে পার করে আসছি 2020 সালের ক্রিসমাস টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অনন্য ক্রিসমাস ডে বিটকয়েনের দাম নিচের দিকে নামতে দেখেছি কিন্তু রিসেন্টলি 2020 সালের ক্রিসমাস ডে প্রাইস রকেট গতিতে ঊর্ধ্বমুখী ভাবে বেড়ে চলেছে।বিটকয়েন তার অতীতের দেওয়া সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে তুলেছে। আমার মনে হয় 2020 সালের ক্রিসমাস ডে সর্বকালের সেরা হয়ে থাকে কিনা সন্দেহ আছে। যাহোক আমি মনে করব বিটকয়েন ঊর্ধ্বমুখী যে যাত্রা আরম্ভ করেছে তা বজায় থাকুক গতির রেকর্ড যাতে না থেমে যায় আমরা সেই প্রত্যাশী।

(https://i.imgur.com/Fvoft9P.jpg)

(https://i.imgur.com/aNsbxc1.jpg)
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Mrkadir85 on December 27, 2020, 03:55:25 AM
বিটকয়েন তার অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে।আমারও মনে হচ্ছে বিটকয়েন 2020 সালের ক্রিসমাস ডে কে স্মরণীয় করে রাখবে।বিটকয়েন যে গতিতে সামনের দিকে এগিয়ে চলছে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে তা ধারণা করতে পারছিনা। বেশ কিছুদিন ধরে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছিল কিন্তু ক্রিসমাস ডে এর পরে গতি যেন আরও বৃদ্ধি পেয়েছে। 2020 সালের আর মাত্র 4 দিন বাকি আমার মনে হয় এর চার দিনের মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে। এখন বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলার এর কাছাকাছি। এখন 30 হাজার ডলারের মাইলফলক অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Lovepro Max on December 27, 2020, 04:00:44 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন 2020 সালের ক্রিসমাস ডে মনে রাখার মত বা স্মরণীয় হয়ে থাকবে আমরা বিটকয়েনের দাম উত্থান পতন দেখেছি অনেক কিন্তু বিটকয়েন 2020 সালের শেষের দিকে এসে চমক দেখিয়ে দিল এই মাসে বিটকয়েনের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে আমরা কেউ ভাবতেও পারিনি যে 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম 26 হাজার ডলারে পৌঁছাবে মনে হচ্ছে যে নতুন বছরে এর দাম আরো বৃদ্ধি পাবে আমরা আশাবাদী বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবেই সব সময় বৃদ্ধি পেতে থাকুক
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: XM8 on December 27, 2020, 04:02:50 AM
ভাই আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন।কারণ বিগত ক্রিসমাস ডে তে আমরা লক্ষ্য করেছি যে বিটকয়েনের দাম নিচের দিকে নামতে কিন্তুএই ক্রিসমাস ডে তে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে বিটকয়েন এর দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন অলমোস্ট 27 হাজার ডলার স্পর্শ করছে। তাই আমি মনে করি এই ক্রিসমাস ডে তে ক্রিপ্টোকারেন্সি জন্য শুভ একটি ক্রিসমাস ডে।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Markuri33 on January 03, 2021, 02:01:08 AM
আমরা অতীতেও দুটি ক্রিসমাস ডে পার করে আসছি 2020 সালের ক্রিসমাস টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। অনন্য ক্রিসমাস ডে বিটকয়েনের দাম নিচের দিকে নামতে দেখেছি কিন্তু রিসেন্টলি 2020 সালের ক্রিসমাস ডে প্রাইস রকেট গতিতে ঊর্ধ্বমুখী ভাবে বেড়ে চলেছে।বিটকয়েন তার অতীতের দেওয়া সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে তুলেছে। আমার মনে হয় 2020 সালের ক্রিসমাস ডে সর্বকালের সেরা হয়ে থাকে কিনা সন্দেহ আছে। যাহোক আমি মনে করব বিটকয়েন ঊর্ধ্বমুখী যে যাত্রা আরম্ভ করেছে তা বজায় থাকুক গতির রেকর্ড যাতে না থেমে যায় আমরা সেই প্রত্যাশী।

(https://i.imgur.com/Fvoft9P.jpg)

(https://i.imgur.com/aNsbxc1.jpg)
যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি প্রত্যেক বছর একটা করে নতুন রেকর্ড গড়ে তুলবে। তার পরেও 2020 সাল ছিল যেটা পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল।এখন আমরা 2021 সালের মধ্যে এসে পড়ে গিয়েছি এখনো কিন্তু বিটকয়েনের প্রাইস অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস এসে দাঁড়িয়েছে 33 হাজার ডলার।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Sumaiya2 on January 03, 2021, 02:34:33 AM
2020 সাল যা আমাদের দিয়েছে তা স্মরণীয় করে রাখার মত। 2020 সালে বিটকয়েনের দাম ছিল 26950 ডলার কিন্তু 2021 সালে বিটকয়েনের দাম গিয়ে দাঁড়িয়েছে 32 হাজার 620 ডলার। আমার মনে হয় প্রত্যেক বছরই একটা না একটা রেকর্ড করে রাখবে তাই এটা নিয়ে যেন স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Mahindra on January 03, 2021, 03:22:15 AM
বিটকয়েন তার অতীতের সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে।আমারও মনে হচ্ছে বিটকয়েন 2020 সালের ক্রিসমাস ডে কে স্মরণীয় করে রাখবে।বিটকয়েন যে গতিতে সামনের দিকে এগিয়ে চলছে তা কোন পর্যন্ত গিয়ে পৌঁছবে তা ধারণা করতে পারছিনা। বেশ কিছুদিন ধরে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছিল কিন্তু ক্রিসমাস ডে এর পরে গতি যেন আরও বৃদ্ধি পেয়েছে। 2020 সালের আর মাত্র 4 দিন বাকি আমার মনে হয় এর চার দিনের মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার ছাড়িয়ে যাবে। এখন বিটকয়েনের দাম প্রায় 27 হাজার ডলার এর কাছাকাছি। এখন 30 হাজার ডলারের মাইলফলক অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র।
জি ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন বিটকয়েন তার অতীত ভেঙ্গে বর্তমানে বিটকয়েন তার নতুন রেকর্ড সৃষ্টি করেছে এটি আমাদের সত্যিই স্মরণীয় একটি দিন বর্তমানে বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদেরকে আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি বর্তমানে বিটকয়েনের দাম 32 হাজার ডলার আমরা সবাই আশা করি ভবিষ্যতে আরো ভাল হবে বলে সবাই এর ওপর বিশ্বাস রাখে।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Tamsialu$$ on January 04, 2021, 12:34:41 AM
যেভাবে বিটকয়েনের প্রাইস এগিয়ে যাচ্ছে সত্যিই এটি সবার অকল্পনীয় ছিল। সবাই কল্পনা করেছিল হয়তো বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার 2021 সালের ভিতর হতে পারে। কিন্তু 2021 সাল পড়ার প্রথম মুহূর্তেই বিটকয়েনের প্রাইস 34 হাজার ডলার ছাড়িয়ে ছিল। ক্রিসমাস ডে এরপর থেকেই বিটকয়েনের প্রাইস আরও এত তোড়জোড় বৃদ্ধি পেতে শুরু করেছে।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Monster5 on January 04, 2021, 07:08:49 AM
আমারও তাই মনে হয় কারণ বিটকয়েনের দাম যেভাবে রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে এতে অতীতের রেকর্ড ভেঙে ফেলেছে আগের তুলনায় ক্রিসমাস ডে বর্তমানের নতুন রেকর্ড তৈরি করল 2020 সালে আর এখন 2021 সাল 2020 সালের চেয়ে বিটকয়েনের দাম 2021 সালে রকেটের গতিতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে বর্তমানে বিটকয়েনের দাম 34 হাজার ডলার ছাড়িয়েছে বিভিন্ন জায়গায় থেকে খোঁজ নিয়ে দেখা হয়েছে বিটকয়েনের দাম এত বাড়ছে কেন তারা উত্তরে জানিয়েছে বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ না করা পর্যন্ত বিটকয়েনের দাম আর কমবে না।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Cristiano on January 04, 2021, 07:32:33 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে যায় কখনও বলা যায়না। কারণ এটি কোন দেশের সরকার নিয়ন্ত্রণ করে না। এটি তার নিজস্ব গতিতে চলা ফেরা করে।আগে পার করা দুটি বছর ক্রিসমাস ডে এর পরে বিটকয়েনের দাম কমলেও এবছর আর কমে যাচ্ছে না। লাগামবিহীন ঘোড়ার মতো ছুটে চলছে। ইতোমধ্যে বিটকয়েন 34 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। বিটকয়েনের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটা বলা খুবই মুশকিল।বেশ কিছুদিন যাবৎ বিটকয়েন তার দাম ঊর্ধ্বমুখী রেখেছে। 23 হাজার ডলারের পর থেকে কখনও একটি ভালো পরিমাণ এর ডাম্প করে নাই। 23 হাজার ডলারের পর থেকে সব সময় এটি ঊর্ধ্বমুখী ছিল যার জন্য এটি আজকে 34 হাজার ডলারে রূপান্তরিত হয়েছে।আমার মনে হচ্ছে এ মাসে বিটকয়েন 40 হাজার ডলার ছাড়িয়ে যাবে যদি এভাবে তার দাম বৃদ্ধি পেতে থাকে।
Title: Re: 2020 সালের মেরি ক্রিসমাস রাখার মত
Post by: Nostoman on January 04, 2021, 08:21:49 AM
ইতোমধ্যে বড়দিন শেষ হয়েছে। 2021 সালের আগমন ঘটেছে। কয়েনের দাম 2020 সাল থেকে বৃদ্ধি পেয়েছে। তাই টপিকটির প্রয়োজন নেই। 2020 সালের টপিক।