Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mahindra on December 27, 2020, 04:39:31 AM

Title: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Mahindra on December 27, 2020, 04:39:31 AM
আমি আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের দাম দেখে অবাক হয়েছি যে 2020 সাল শেষ হবার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে 26724 ডলারে পৌঁছে গেছে। আপনারা সবাই জানান 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: saidul2105 on December 27, 2020, 06:11:34 AM
আমি আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের দাম দেখে অবাক হয়েছি যে 2020 সাল শেষ হবার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে 26724 ডলারে পৌঁছে গেছে। আপনারা সবাই জানান 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে।
ভাই বিটকয়েন অনেক দিন যাবৎ খুব ভালো রকমের পাম্প করতেছে।  সবারই মোটামুটি একটা ধারণা ছিল যে ২০২০ সালের শেষের দিকে হয়তো বিটকয়েন ২০০০০-২২০০০ ডলার হতে পারে।  কিন্তু বিটকয়েন সবাইকে অবাক করে দিয়ে ২৫০০০ ডলার পার করে গেছে যা পুরোই মিরাকেল।  যাই হোক, এটা আমাদের সকলের জন্য খুবই খুশির একটা সংবাদ।  ২০২০ সালের শেষের দিক টা আমাদের অনেক ভালো কিছু উপহার দিয়ে যাচ্ছে।
তবে ২০২১ সালে বিটকয়েন হয়তো তার এই দাম টা ধরে রাখতে পারবে না।  ২০২১ সালের প্রথম দিকেই হয়তো বিটকয়েনের দাম কিছুটা কমতে পারে।                                                         
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Riktakhanom on December 27, 2020, 08:53:31 AM
বিটকয়েন আগের তুলনায় অনেকটা পাম্প করেছে। ব্যাবসায়ীরা অনেক লাভজনক হয়ে উঠেছে এবং দামের এর এত উর্দ্ধ গতি দেখে মনে হচ্ছে 30,000$ পার করতে খুব বেশি সময় লাগবে না.
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Mayajal on December 27, 2020, 09:07:17 AM
বর্তমান বিটকয়েনের দাম 27721 ডলার। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পেতে চলেছে এভাবে যদি বাড়তে থাকে তাহলে 2020 সালে বিটকয়েনের দাম 30000 ক্রস করার সম্ভাবনা অনেকটাই বেশি বলে আমার মনে হয়।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Alt20 on December 27, 2020, 10:31:52 AM
2021 সাল কে সামনে রেখে বিটকয়েনের যে গতি আমরা দেখছি তা অবশ্যই প্রশংসার দাবিদার। এবছরের ডিসেম্বর মাসে এর প্রাইসের ব্যাপক মূভমেন্ট দেখা যাচ্ছে। ঠিক কি কারনে এর দাম বাড়ছে তা এখনই বলা কঠিন। 
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Goldlife on December 27, 2020, 11:15:12 AM
আমি আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের দাম দেখে অবাক হয়েছি যে 2020 সাল শেষ হবার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে 26724 ডলারে পৌঁছে গেছে। আপনারা সবাই জানান 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে।
গত কিছুদিনের মার্কেট প্রাইস যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম কোথায় পৌঁছে গেছে এতে করে অনুমান করা যায় যে 2021 সালের কয়েনের দাম আরো অনেক বৃদ্ধি পাবে
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: XM8 on December 27, 2020, 12:01:33 PM
আপনার মত আমি নিজেও আজকে বিটকয়েনের মার্কেট প্রাইস দেখে অবাক হয়েছি। আজকে যখন আমি বিটকয়েনের মার্কেট পর্যবেক্ষণ করি তখন দেখতে পারি বিটকয়েন অলমোস্ট 27 হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। যা ক্রিপ্টো লাভারদের জন্য অনেক বড় একটি সুসংবাদ।বিটকয়েন এর এই বৃদ্ধির ধারা দেখে আমার মনে হচ্ছে 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করবে যদিও 2020 সাল শেষ হতে আর মাত্র 4 দিন বাকি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Btceth01 on December 27, 2020, 03:06:38 PM
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে বেশি যে কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে সেই কয়েনের নাম হল বিটকয়েন। আমরা 2020 সালে বিটকয়েনের দাম 28390 ডলারের মধ্যে অবস্থান করতে দেখেছি। আমরা দেখেছি বিটকয়েনের সবচেয়ে নতুন রেকর্ড এই 2020 সালে গড়ে তুলেছে। এমন রেকর্ড বিটকয়েনের অতীতে কোনো দিনও হয়নি।তবে আমরা আশা করছি 2021 সালে বিটকয়েনের মার্কেট আরো ভালো থাকবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Markuri33 on January 02, 2021, 12:30:00 AM
2020 সালে মার্কেটের অবস্থা অনেক ভালো হয়েছিল। 2020 সাল অলরেডি শেষ হয়ে গেছে 2021 সাল পড়ে গেছে। বিটকয়েনের প্রাইস কিন্তু 2021 সালের মধ্যেই আমি মনে করি 50 হাজার ডলারের যেতে পারে।যদিও মার্কেট কিছুটা আপ-ডাউন করছে মার্কেট একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থেমে যাবে তখন আর নিজ দিকে যাবেনা উপর দিকে যাবে না।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Sumaiya2 on January 02, 2021, 02:57:31 AM
হ্যাঁ ভাই বিটকয়েনের মাধ্যমে 2020 সাল আমাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে।কারণ 2020 সালের শেষের দিনে বিটকয়েনের দাম ছিল 28 হাজার ডলারের উপরে তাই বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে 2021 সালের দেখতে যেন বিটকয়েনের দাম না কমে বৃদ্ধি যেন পায়।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: bmw1 on January 02, 2021, 03:52:02 AM
হ্যাঁ 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই সময় দেখা যাচ্ছে এখন অনেক দাম কমে গেছে তারা 20 সালের যেমন 20 হাজার ছাড়িয়ে গেছে তেমনি এখন আবার কমছে কারণ হলো ক্রিপ্টোকারেন্সি তে সবসময় দাম কমবে এবং এ কারণে বলা যায় যদি কোন টোকেন দাম বৃদ্ধি পায় কিছুদিন পর দেখা যায় সেই টোকেন এর দাম কমতে শুরু করেছে এটাই স্বাভাবিক এবং 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: warhero on January 02, 2021, 04:29:34 AM
বর্তমানে 2021 সাল চলছে এখন এই বিটকয়েনের দাম হল 29226.96 ডলার। চিন্তা করছি খুব তাড়াতাড়ি এটি 30 হাজার ডলার কে ছাড়িয়ে যাবে 40 হাজার ডলারের যাওয়ার জন্য ধাপিত হবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Cristiano on January 02, 2021, 06:09:03 AM
গত কিছুদিন যাবত বিটকয়েন 25 হাজার ডলার থেকে 29 হাজার ডলার এর মধ্যে স্থিতিশীল রয়েছে। কখনো কখনো এর দাম বাড়িয়েছে আবার কখনও কখনও কমে যাচ্ছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস 29 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে।সবাই আশা করেছে 2021 সালের জানুয়ারি মাসে বিটকয়েন এর 30 থেকে 32 হাজার ডলার ছাড়িয়ে যাবে। বর্তমানে বিটকয়েন এর অবস্থান অনেকটা ঊর্ধ্বমুখী। সব সময় এটি পাম্পের মুখে রয়েছে। ভবিষ্যতে বিটকয়েন কি হতে পারে সেটা বলা এখন খুবই মুশকিল। নতুন নতুন রেকর্ড তৈরি করার কারণে বলা যাচ্ছে না কখন কি হয়।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Emon khan on January 02, 2021, 03:30:17 PM
আমি আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের দাম দেখে অবাক হয়েছি যে 2020 সাল শেষ হবার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার ক্রস করে 26724 ডলারে পৌঁছে গেছে। আপনারা সবাই জানান 2021 সালে বিটকয়েনের দাম কেমন হতে পারে।
2020 সালের শেষদিকে বিটকয়েনের দাম মোটামুটি অনেক। বিটকয়েনের দাম দিন দিন বেড়ে চলেছে। বিটকয়েন সকল মানুষের অর্জন করে। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় নয় হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। 2021 সালে জানুয়ারি মাসে বিটকয়েনের দাম 30 থেকে 32 হাজার ডলার ছাড়িয়ে যাবে। ভবিষ্যতে বিটকয়েন কেমন হতে পারে সেটা বলা। আমার মনে হয় সামনে বিটকয়েন এর দাম আরো বৃদ্ধি পাবে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Tamsialu$$ on January 04, 2021, 01:07:23 AM
2021 সালে বিটকয়েনের প্রাইস হল 34 হাজার ডলার এর মত। বিটকয়েনের প্রাইস 2021 সালের প্রথম দিকেই এতটা হবে সেটা ধারনা আমার ছিলো না। 2021 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস কোন দিকে যাবে সেটা এখনো সঠিক করে বলা সম্ভব হচ্ছে না।কারণ বিটকয়েনের প্রাইস নি অনেক অনেক রকমের মন্তব্য করেছে আমি দেখেছি কারো মন্তব্য ঠিক হয়নি‌। পেন সম্পর্কে যে মন্তব্যগুলো করেছিল সবাই তার থেকে অনেক বেশি হয়েছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Alt20 on January 04, 2021, 09:33:23 AM
শুধু আপনি নন  যারা ক্রিপ্টো নিয়ে কাজ করছে তারাই অবাক হয়ে গিয়েছে। আমরা কেউই বুঝতে পারিনি যে মার্কেট এই রকম পজিশনে যেতে পারে।  আমরা অবশ্য সবাই কম বেশি জানতাম যে 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বাড়বে। আল্টিমেইটলি তাই হয়েছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Trumpet on January 04, 2021, 09:35:43 AM
বিষয়টি সবার কাছে একটি আশ্চর্যজনক মনে হয়েছে কারণ 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের দাম আচমকা অনেক বৃদ্ধি পেয়েছে। 2020 সাল শেষ হওয়ার আগেই বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করেছিল।এখন পর্যন্ত বিটকয়েন তার বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে বর্তমানে আপনি যদি বিটকয়েন এর বাজারমূল্য দেখেন তাহলে আমি মনে করি আপনি আরেকবার অবাক হতে পারেন কারণ বর্তমানে বিট কয়েনের মূল্য 34 হাজার ডলার অতিক্রম করেছে।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: Princeraju on January 04, 2021, 09:55:21 AM
এটা 2021। বিটকয়েন ও ইথিরিয়াম এর দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা কয়েনের দাম প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2021 সালে বিটকয়েনের দাম সর্বোচ্চ। আগের বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি বৃদ্ধি।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: LeziT on January 04, 2021, 10:14:47 AM
ইতিমধ্যে 2020 সাল শেষ হয়ে 2021 সালে পা রেখেছে। চলতি জানুয়ারি মাসে বিটকয়েন তাদের আগের তৈরি করা রেকর্ড গুলো ভেঙে ফেলেছে। 2017 সালে তৈরি করা রেকর্ড বিটকয়েন ইতোমধ্যে ভেঙে 34 হাজার ডলারে পা রেখেছে। এভাবে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে ভবিষ্যতে একদিন বিটকয়েন নিয়ে সবাই কৌতুহলী শুরু করবে। আশা করা যাচ্ছে এভাবে যদি বিটকয়েন তার দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যেতে বেশি সময় লাগবে না।
Title: Re: 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম বৃদ্ধি।
Post by: johnson on January 04, 2021, 01:00:14 PM
2020 সালের শেষের দিকে বিটকয়েনের হঠাৎ ব্যাপক বৃদ্ধির নজির বিটকয়েন ইতিহাসে ছিল প্রথম। কেউ কিছু বোঝার আগেই বিটকয়েন সবার মুঠোর বাইরে চলে গেছে। যা এ বছরেরও তার গতি অব্যাহত রেখেছে।