Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: saidul2105 on December 28, 2020, 03:51:06 PM

Title: আইডি তে Not Verified কেনো লেখা থাকে?
Post by: saidul2105 on December 28, 2020, 03:51:06 PM
আমাদের ফোরামে যাদের আইডি ভেরিফাই করা তাদের আইডি তে KYC Verified লেখা টা আমরা দেখতে পাই।  অন্যদিকে আমরা যারা আমাদের আইডি ভেরিফাই করিনি তাদের আইডি তে কোন কিছু লেখা দেখিনা।  ইভেন আমার আইডিতেও কোন লেখা দেখিনা।  কিন্তু কিছু কিছু আইডি তে Not Verified  লেখা টা আমরা দেখতে পাই।  ওই সকল আইডি তে Not Verified লেখা থাকার কারণ টা কি? অভিজ্ঞ ভাইদের মতামত আশা করছি।  আসলে ফোরামে এই বিষয়ে জানার জন্য অন্যান্য টপিক গুলো ঘাটাঘাটি করে আশানুরূপ কোন উত্তর না পেয়ে পোস্টটি করলাম।                                                                   
Title: Re: আইডি তে Not Verified কেনো লেখা থাকে?
Post by: Nostoman on December 28, 2020, 03:53:50 PM
কোন ইউজারকে যখন সন্দেহভাজন বা মাল্টিপল একাউন্ট মনে করা হয় তখন ভেরিফিকেশন needed লেখা হয়। কে ওয়াই সি এপ্লিকেশন করলে, অথবা যে কোন দেশের লোকাল mod দ্বারা সে যদি সত্যতা প্রকাশ করতে পারে, তাহলে একাউন্ট ভালো হয়ে যায়। ইতিমধ্যেই কয়েকজন ইউজারের একাউন্ট এরকম হয়েছে, আরো ফিরিয়ে দেওয়াও হয়েছে।