Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on December 29, 2020, 08:21:45 AM
-
যারা আমার নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছেন তারা সাবধান হউন। আমি কারো কাছ থেকে টোকেন/কয়েন কিনিনা। সুতারং যারা আমার নাম ভাঙিয়ে চলতেছেন তারা সাবধান হউন।মানুষের সাথে প্রতারণা, চিটিং করার চেয়ে নিজে কষ্ট করে ২ টাকা আয় করা উত্তম। আমি সবাইকে অনুরোধ করে বলতেছি-কেউ আমার নাম ভাঙিয়ে বাই সেল করতে চায় তাদের থেকে সাবধান হউন নতুবা প্রতারিত হতে পারেন। ইদানিং অনেক প্রতারক বের হয়েছে। প্রতারকদের থেকে সাবধান। মানুষের সরলতা ও বিশ্বাস নিয়ে খেলাই হচ্ছে প্রতারকদের কাজ। কেউ আমার নামে লেনদেন করলে আমাকে ফোরামে পিএম দিবেন নিশ্চিত হওয়ার জন্য যে আমি কিনা। আর আমি কারো থেকে কিনিনা বরং সেল করি।
-
আমি মনে করি কারণ নাম ভাঙিয়ে মানুষের সাথে ট্রেড করা একটি বড় ধরনের অপরাধ। কারণ এতে কেউ যদি প্রতারণার শিকার হয় তাহলে অবশ্যই যার নাম ভাঙ্গিয়ে ট্রেড করা হবে সম্পূর্ণ দায়ভার তার কাঁধে এসে পড়বে। তাই অযথা কারো নাম ভাঙিয়ে বা কাউকে বিপদে ফেলে ক্রিয়েট করা একটি জঘন্য কাজ। আমরা সবাই এই ধরনের জঘন্য কাজ থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব।
-
আসলে এই ধরনের কাজ একদমই অপছন্দনীয় আমার কাছে। আসলে আমাদের কিছু কিছু বাঙ্গালীদের এরকম অভ্যাস রয়েছে। কিন্তু আমি সবাইকে অনুরোধ করব কেউ কারো নাম ভাঙিয়ে কোনো খারাপ কাজ করে অন্যর উপর দোষ চাপিয়ে দেবেন না। তাই এখনও যারা এই কাজ করে যাচ্ছেন তারা দয়া করে বন্ধ করুন তা না হলে ভবিষ্যতে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আমরা এই ফোরামে কখনোই কাউকে শত্রু ভাববো না সবাই সবাইকে বন্ধুত্ব সুলভ মনে করব।
-
আসলে ভাই এই কাজটা আমার কাছে সবথেকে অপছন্দনীয় একটা কাজ। কেন একজনের নাম ভাঙ্গিয়ে একজনকে এমনি এমনি বিপদে চালানো হয়। তাই যে কেউ হোক না কেন দয়া করে একজনের নাম ভাঙিয়ে আর একজন কে বিপদে ফেলবেন না। তে করে কিন্তু যে রকম কাজ করছেন উল্টো তার বিপদ আসবে। তাই দয়া করে এখন থেকেই এ ধরনের কাজ বন্ধ করুন। আর কিভাবে এই ফোরাম টাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে লক্ষ রাখুন।
-
কারো নাম ভাঙ্গিয়ে ডলার নেওয়া দেওয়া অবশ্যই মারাত্মক অপরাধ। এতে করে একজনের রেপুটেশন নষ্ট হয়। অবশ্যই ট্রেডিং এর ক্ষেত্রে কারো নাম ভাঙ্গিয়ে ডলার না দেওয়ায় যুক্তিসঙ্গত। ডলার দেওয়ার আগে অবশ্যই তাকে ফোনে অথবা পিএম করে অবহিত হয়ে লেনদেন করা উচিত। একজনের নামে রেফার দিয়ে ডলার লেনদেন করতে পারবে যদি সে বিশ্বস্ত হয়।
-
বর্তমানে এটি সবচেয়ে বড় সমস্যা। যদি কারো নাম ভাঙ্গিয়ে টোকন ক্রয় করা হয় তাহলে আমি মনে করি এটি সবচেয়ে বড় ধরনের অপরাধ।আমি তীব্র নিন্দা জানাচ্ছি যারা মালাম ভাইয়ের নাম ভাঙিয়ে টোকেন করছেন তাদেরকে সাবধান হওয়ার জন্য সতর্ক করে দিচ্ছি।এসব করে লাভ নেই আজকে আপনি নিজের জন্য দুই টাকা মেরে খাবে পরবর্তীতে আপনার 10 টাকা হারিয়ে যাবে। কারণ কোন বিশ্বাসঘাতককে বা প্রতারক কারিকে আল্লাহ তাআলা পছন্দ করেনা। তাই সবাই সচেতনাতা সাথে টোকেন ক্রয় বিক্রয় করবেন। কেউ যদি মালাম ভাইয়ের নাম দিয়ে টোকেন ক্রয় করে তাহলে মালাম ভাইকে এসএমএস করুন। কারণ মালাম ভাই কখনো টকেন কিনে না।
-
আমি একটা জিনিস বুঝলাম না যে ডলার সেল করবে সে কিভাবে মালাম কে না জানিয়ে টোকেন লেনদেন করে। আমি এ ক্ষেত্রে যে টোকেন সেল করে তার অপরাধ সবচেয়ে বেশি গুরুতর। কেউ একজন মালাম এর নাম ভাঙ্গিয়ে টোকেন চাইবে অমনি কোন সংকেত না পেয়ে টোকেন দিয়ে দিবে এটা কেমন কথা।
-
আমি একটা জিনিস বুঝলাম না যে ডলার সেল করবে সে কিভাবে মালাম কে না জানিয়ে টোকেন লেনদেন করে। আমি এ ক্ষেত্রে যে টোকেন সেল করে তার অপরাধ সবচেয়ে বেশি গুরুতর। কেউ একজন মালাম এর নাম ভাঙ্গিয়ে টোকেন চাইবে অমনি কোন সংকেত না পেয়ে টোকেন দিয়ে দিবে এটা কেমন কথা।
সেটাই তো কথা। কেউ আমার নাম বলে বললো আগে টোকেন সেন্ড করতে আর সে সরল বিশ্বাস করে টোকেন সেন্ড করলো দেখা গেলো সে তার পেমেন্ট আর পেলোনা, প্রতারিত হলো। তাই লেনদেন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে, নিশ্চিত হয়েই লেনদেন করতে হবে। এত কষ্ট করে সবাই দুটা ডলার আয় করে সেটা যদি প্রতারকের কাছে সরল বিশ্বাসে দিয়ে দেয় তাহলে তো খারাপ লাগবেই। আমাদের সচেতনতা সবচেযে বড় জরুরী।
-
আমাকে অনেকেই ডলার দিয়ে থাকেন কিন্তু সে ক্ষেত্রে কেউ আমার নাম ভাঙ্গিয়ে লেনদেন করে না। আমি কাউকে রেফার দিই না। অবশ্য ডলার নেওয়া ও দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই দেখলাম প্রতারণার শিকার হয়ে থাকে এক্ষেত্রে রেফারের নাম্বারে ফোন বা অন্য কোন উপায়ে কনফার্ম হয়ে লেনদেন করবেন। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল লেনদেন প্রক্রিয়া এক্ষেত্রে অনলাইনে বিশ্বাসের উপর ভিত্তি করে লেনদেন করা হয়। আশা করব আমরা সবাই নীতিবাক্যের উপর ভিত্তি করে লেনদেন করব ,সৎ থাকবো, কারো টাকা মারব না। কারো ক্ষতি করে নিজেও সুখে থাকা যায় না। কারো টাকা মেরে দিয়ে রাতারাতি বড়লোক হওয়া যায় না এক্ষেত্রে আল্লাহ পরজগতে অ্যাকশন নেবে।
-
আশা করব আমরা সবাই নীতিবাক্যের উপর ভিত্তি করে লেনদেন করব ,সৎ থাকবো, কারো টাকা মারব না। কারো ক্ষতি করে নিজেও সুখে থাকা যায় না। কারো টাকা মেরে দিয়ে রাতারাতি বড়লোক হওয়া যায় না এক্ষেত্রে আল্লাহ পরজগতে অ্যাকশন নেবে।
১০০% একমত আমিও আপনার সাথে। প্রত্যেকে যদি এতটুকু বিশ্বাস করতাম যে আমি কারো ফাঁকি দিলে সেটা পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাহলে অন্যকে কেউ ঠকাতো না।
আশা করি সবাই সচেতন থাকবেন। টপিকটা এখন লক করে দিলাম।