Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Laxmi Sharma on December 31, 2020, 07:22:52 AM

Title: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Laxmi Sharma on December 31, 2020, 07:22:52 AM
আজ বছরের শেষের দিন অর্থাৎ 2020 সালের শেষ দিন 31 ডিসেম্বর। আর আজ যদি আপনি coinmarketcap.com ভিজিট করেন এবং বিটকয়েনের প্রাইস লক্ষ করেন তাহলে সেটা সত্যিই অবাক করার মত। বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটছে তো ছুটছেই। আজ বিটকয়েনের প্রাইস 29 হাজার  ডলার এর উপরে অবস্থান করছে। এখনো পর্যন্ত বিটকয়েন এর সর্বোচ্চ প্রাইস এটা।  দারুণ একটা মুভমেন্ট নিয়ে 2020 সালকে বিদায় জানাচ্ছে বিটকয়েন। আশাকরি 2021 সালও বিটকয়েন কে দারুণভাবে স্বাগত জানাবে। আশা করব 2021 সালের শুরুতেই 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে বিটকয়েন। এবং বিটকয়েন দারুণ একটা অগ্রগতি নিয়ে 2021 সালও কাটাবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Lovepro Max on December 31, 2020, 07:30:09 AM
আজ বছরের শেষের দিন অর্থাৎ 2020 সালের শেষ দিন 31 ডিসেম্বর। আর আজ যদি আপনি coinmarketcap.com ভিজিট করেন এবং বিটকয়েনের প্রাইস লক্ষ করেন তাহলে সেটা সত্যিই অবাক করার মত। বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটছে তো ছুটছেই। আজ বিটকয়েনের প্রাইস 29 হাজার  ডলার এর উপরে অবস্থান করছে। এখনো পর্যন্ত বিটকয়েন এর সর্বোচ্চ প্রাইস এটা।  দারুণ একটা মুভমেন্ট নিয়ে 2020 সালকে বিদায় জানাচ্ছে বিটকয়েন। আশাকরি 2021 সালও বিটকয়েন কে দারুণভাবে স্বাগত জানাবে। আশা করব 2021 সালের শুরুতেই 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে বিটকয়েন। এবং বিটকয়েন দারুণ একটা অগ্রগতি নিয়ে 2021 সালও কাটাবে।
হ্যাঁ ভাই বিটকয়েন এর দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে এর দাম শুধু বৃদ্ধি পাচ্ছে তো পাচ্ছে আমি মনে করি বিটকয়েনের দাম 2021 সালেও এই রকম ভাবেই বৃদ্ধি পেতে থাকবে আজকের দাম বেড়ে দাঁড়িয়েছে 29 হাজার হাজার 19 ডলার তো আমরা মনে করি যে 2021 সালে বিটকয়েন কে আরো দারুণভাবে স্বাগতম জানাতে পারব এবং 2021 সালেও বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Goldlife on December 31, 2020, 07:34:11 AM
আপনি ঠিক বলেছেন এটা বিটকয়েন এর সর্বোচ্চ স্কোর করে ফেলেছে এবং আমরা আশা করছি 2021 সালের আরো রেকর্ড করবে বিটকয়েন ইনশাল্লাহ
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Laxmi Sharma on December 31, 2020, 07:37:34 AM
আপনি ঠিক বলেছেন এটা বিটকয়েন এর সর্বোচ্চ স্কোর করে ফেলেছে এবং আমরা আশা করছি 2021 সালের আরো রেকর্ড করবে বিটকয়েন ইনশাল্লাহ
অনেক ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করার জন্য। এটাই বিটকয়েন এর সর্বোচ্চ স্কোর। সর্বোচ্চ রেকর্ড। 2020 সালের 31 ডিসেম্বর। আশা করব নতুন বছরে বিটকয়েন আবার তার নতুন রেকর্ড অবশ্যই করবে। এর দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Crypto Banglu on December 31, 2020, 07:53:33 AM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বিটকয়েন এর প্রাইজ সত্যিই অবাক করার মত। আজ বিটকয়েন এর সর্বোচ্চ দাম দেখা যাচ্ছে। আশাকরি বিটকয়েনের দাম এভাবেই বাড়তে থাকবে। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব সময় সবার উপরেই থাকবে বিটকয়েন। নতুন বছরে আরও উন্নতির দিকে যাবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Hridoy001 on December 31, 2020, 08:05:27 AM
অ্যালাটকয়েন টক একটি অন-লাইন প্লাটফর্ম। যেখানে মুলতো কিপ্টকারেন্সি ও অন্যান্য গুরুত্ব কাজ সম্পাদন করা হয়ে থাকে। সব দেশের সদস্যরাই তাদের মতামত বিটকয়েন সমন্ধে ও কিপ্টকারেন্সি ও অন্যান্য বিষয় বস্তু তুলে ধরে নিয়ে কাজ করতে পারে। এবং কি তাদের মতামতের কোন এবং কোন কিছু সমন্ধে জানার অপ্রাপ্তি থাকলে অ্যালাট কয়েন টক অন-লাইন প্লাটফর্ম এ অভিজ্ঞজনদের কাছ থেকে মতামত নিয়ে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। অ্যালাট কয়েন টক ব্যবহারকারীদের আমি বলবো আপনার কোন কিছু না বুঝলে সাহায্য নিন এতে সমস্যা নেই কিন্ত অযথার্থভাবে কোন কাজ করবেন না এতে আপনাকে অ্যালাট কয়েন টকের মডারেটর আপনার অ্যলাটকয়েন টক ব্যবহার কারীর একাউন্ট টি ব্যান্ড করে দিতে পারে?

অ্যালাট কয়েন টক নতুন ব্যবহার কারিদের বলবো আপনারা এই  অ্যালাট কয়েন টক এই প্লাটফর্মে এসে দেখেন যে আপনার চার সাইটের একাউন্ট গুলোর মধ্যে আপনার একাউন্ট টা অনেক ছোটখাটো। তখন চার সাইটের অবস্থা দেখে আপনি অস্থির হয় পরেন।  তারপর আবারো মনে করিয়ে দিয়ে যাচ্ছি আপনি কিন্তু নতুন অ্যালাট কয়েন টক এর সদস্য আপনি এখনে কোন কিছু ভালো মতো জানেন না বা বুজেন না? আবার অ্যালাট কয়েন টক এর একাউন্ট হয়তো কেউ খুলে দিছে আপনাকে তাই খুলেছেন। তাই আপনাদের আমরা বলবো কোন কিছু না পারলে সেটা নিয়ে অযথার্থভাবে কথা বলা ঠিক হবে না।
আপনি আন্যান্য অ্যালাট কয়েন টক এর ব্যবহারকারীদের একটিভিটি এবং পোষ্ট বেশি দেখে এবং মেরিট দেখে আপনিও বেশি পোষ্ট বা বেশি একটিভিটি বাড়াতে চাবেন এবং কি কারমা ও পেতে চাবেন। তাই আমরা অ্যালাট কয়েন টক নতুন দের বলবো আপনারা জানুন শুনুন সাহায্য নিন এবং ভালো ভাবে অভিজ্ঞাত অর্জন করুন এবং সফল ভাবে এগিয়ে যান।
অযথার্থতা কোন পোষ্ট না করে ভালো কিছু বলুন এবং কি সফল হন। অযথা কোন কিছু করলে আমাদের মডারেটর আপনার পোষ্ট ডিলিট করে দিবে।
দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।

কারমা পেতে হলে বিটকয়েন এবং কিপ্টকারেন্সি সমন্ধে ভালো ভালো পোস্ট করবেন। আপনাদের পোষ্ট মানসম্মত হলে আপনি কারমা পাবেন।

দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: bmw1 on December 31, 2020, 08:09:14 AM
বিটকয়েন 2020 সালে সর্বোচ্চ দাম উঠছে এবং 2020 সালের দাম মাস্তানি কিছু কম হলেও এখন অনেক বেশি হয়েছে এবং সর্বোচ্চ স্তরে চলে গেছে এজন্য আশা করা যায় 2021 সালে অনেক ভালো একটা পজিশনে যাবেন এবং আশা করি 2020 সালের চেয়ে 2021 সালে দাম আরো বেশি হয়।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Hridoy001 on December 31, 2020, 08:12:13 AM
বিটকয়েন 2020 সালে সর্বোচ্চ দাম উঠছে এবং 2020 সালের দাম মাস্তানি কিছু কম হলেও এখন অনেক বেশি হয়েছে এবং সর্বোচ্চ স্তরে চলে গেছে এজন্য আশা করা যায় 2021 সালে অনেক ভালো একটা পজিশনে যাবেন এবং আশা করি 2020 সালের চেয়ে 2021 সালে দাম আরো বেশি হয়।
positive
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Tunir Baap on December 31, 2020, 09:07:28 AM
আপনার সাথে আমি একমত কারণ বর্তমানে বিটকয়েন এর দাম লাগামহীন ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে। আজকে যখন আমি বিটকয়েনের মার্কেট মূল্য দেখি তখন আমি নিজেই অবাক হয়ে যাই।মুহুর্তের মধ্যে বিটকয়েন 29 হাজার ডলার অতিক্রম করেছে। 2020 সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আশা করি এ কয়েক ঘন্টার মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার অতিক্রম করবে ইনশাল্লাহ।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Crypto Banglu on December 31, 2020, 09:08:55 AM
আপনার সাথে আমি একমত কারণ বর্তমানে বিটকয়েন এর দাম লাগামহীন ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে। আজকে যখন আমি বিটকয়েনের মার্কেট মূল্য দেখি তখন আমি নিজেই অবাক হয়ে যাই।মুহুর্তের মধ্যে বিটকয়েন 29 হাজার ডলার অতিক্রম করেছে। 2020 সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আশা করি এ কয়েক ঘন্টার মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার অতিক্রম করবে ইনশাল্লাহ।
ভাই আমি আপনার সাথে পুরোপুরি সহমত পোষণ করছি 2020 সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আমিও আশা করি বিটকয়েন 2020 সাল থাকতেই 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করুক।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Laxmi Sharma on December 31, 2020, 09:16:36 AM
আপনার সাথে আমি একমত কারণ বর্তমানে বিটকয়েন এর দাম লাগামহীন ঘোড়ার মত বৃদ্ধি পাচ্ছে। আজকে যখন আমি বিটকয়েনের মার্কেট মূল্য দেখি তখন আমি নিজেই অবাক হয়ে যাই।মুহুর্তের মধ্যে বিটকয়েন 29 হাজার ডলার অতিক্রম করেছে। 2020 সাল শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আশা করি এ কয়েক ঘন্টার মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার অতিক্রম করবে ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মত প্রকাশ করার জন্য। আমিও আপনার মত একই আশাবাদী এই বছর শেষ হতে আর কিছু মুহূর্তই বাকি রয়েছে আশা করব 2020 সাল থাকতেই বিটকয়েন 30 হাজার ডলার স্পর্শ করবে। বিটকয়েনের দাম যে হারে বাড়তে শুরু করেছে আমার মনে হয় 30 হাজার ডলারে স্পর্শ করতে খুব একটা সময় লাগার কথা নয়।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Heron on December 31, 2020, 09:34:29 AM
আপনি ঠিক বলেছেন আজ বিটকয়েনের দাম তার সর্বোচ্চ রেকর্ড পর্যায়ে পৌঁছে গিয়েছে। আজ দেখলাম বিটকয়েন এর প্রাইস 29 হাজার ডলার। পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলেছে বিটকয়েন। আশা করি নতুন বছরেও আবার নতুন রেকর্ড গড়বে বিটকয়েন।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Triple333 on December 31, 2020, 12:55:24 PM
আমি মনে করি 2020 সালের 31 শে ডিসেম্বর কে বিটকয়েনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিটকয়েনের দাম আজকে 29 হাজার 100 ডলার যা এযাবতকালের সর্বোচ্চ দাম।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Triple333 on December 31, 2020, 01:01:41 PM
অ্যালাটকয়েন টক একটি অন-লাইন প্লাটফর্ম। যেখানে মুলতো কিপ্টকারেন্সি ও অন্যান্য গুরুত্ব কাজ সম্পাদন করা হয়ে থাকে। সব দেশের সদস্যরাই তাদের মতামত বিটকয়েন সমন্ধে ও কিপ্টকারেন্সি ও অন্যান্য বিষয় বস্তু তুলে ধরে নিয়ে কাজ করতে পারে। এবং কি তাদের মতামতের কোন এবং কোন কিছু সমন্ধে জানার অপ্রাপ্তি থাকলে অ্যালাট কয়েন টক অন-লাইন প্লাটফর্ম এ অভিজ্ঞজনদের কাছ থেকে মতামত নিয়ে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। অ্যালাট কয়েন টক ব্যবহারকারীদের আমি বলবো আপনার কোন কিছু না বুঝলে সাহায্য নিন এতে সমস্যা নেই কিন্ত অযথার্থভাবে কোন কাজ করবেন না এতে আপনাকে অ্যালাট কয়েন টকের মডারেটর আপনার অ্যলাটকয়েন টক ব্যবহার কারীর একাউন্ট টি ব্যান্ড করে দিতে পারে?

অ্যালাট কয়েন টক নতুন ব্যবহার কারিদের বলবো আপনারা এই  অ্যালাট কয়েন টক এই প্লাটফর্মে এসে দেখেন যে আপনার চার সাইটের একাউন্ট গুলোর মধ্যে আপনার একাউন্ট টা অনেক ছোটখাটো। তখন চার সাইটের অবস্থা দেখে আপনি অস্থির হয় পরেন।  তারপর আবারো মনে করিয়ে দিয়ে যাচ্ছি আপনি কিন্তু নতুন অ্যালাট কয়েন টক এর সদস্য আপনি এখনে কোন কিছু ভালো মতো জানেন না বা বুজেন না? আবার অ্যালাট কয়েন টক এর একাউন্ট হয়তো কেউ খুলে দিছে আপনাকে তাই খুলেছেন। তাই আপনাদের আমরা বলবো কোন কিছু না পারলে সেটা নিয়ে অযথার্থভাবে কথা বলা ঠিক হবে না।
আপনি আন্যান্য অ্যালাট কয়েন টক এর ব্যবহারকারীদের একটিভিটি এবং পোষ্ট বেশি দেখে এবং মেরিট দেখে আপনিও বেশি পোষ্ট বা বেশি একটিভিটি বাড়াতে চাবেন এবং কি কারমা ও পেতে চাবেন। তাই আমরা অ্যালাট কয়েন টক নতুন দের বলবো আপনারা জানুন শুনুন সাহায্য নিন এবং ভালো ভাবে অভিজ্ঞাত অর্জন করুন এবং সফল ভাবে এগিয়ে যান।
অযথার্থতা কোন পোষ্ট না করে ভালো কিছু বলুন এবং কি সফল হন। অযথা কোন কিছু করলে আমাদের মডারেটর আপনার পোষ্ট ডিলিট করে দিবে।
দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।

কারমা পেতে হলে বিটকয়েন এবং কিপ্টকারেন্সি সমন্ধে ভালো ভালো পোস্ট করবেন। আপনাদের পোষ্ট মানসম্মত হলে আপনি কারমা পাবেন।

দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।
। 


আপনি সকলের জন্য অনেক সুন্দর একটি পরামর্শমূলক তথ্য পোস্ট করেছেন আশা করি এখন থেকে আমরা যারা নতুন ইউজার আছে তারা অনেক কিছু শিখতে পারবো। আপনার মত আমিও মনে করি ধৈর্য একমাত্র সফলতার চাবিকাঠি। যে কোন কিছুর পিছনে ধৈর্য ধরে থাকলে সফলতা অবশ্যই আসবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: ttcsalam on December 31, 2020, 01:33:03 PM
আজ বছরের শেষের দিন অর্থাৎ 2020 সালের শেষ দিন 31 ডিসেম্বর। আর আজ যদি আপনি coinmarketcap.com ভিজিট করেন এবং বিটকয়েনের প্রাইস লক্ষ করেন তাহলে সেটা সত্যিই অবাক করার মত। বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটছে তো ছুটছেই। আজ বিটকয়েনের প্রাইস 29 হাজার  ডলার এর উপরে অবস্থান করছে। এখনো পর্যন্ত বিটকয়েন এর সর্বোচ্চ প্রাইস এটা।  দারুণ একটা মুভমেন্ট নিয়ে 2020 সালকে বিদায় জানাচ্ছে বিটকয়েন। আশাকরি 2021 সালও বিটকয়েন কে দারুণভাবে স্বাগত জানাবে। আশা করব 2021 সালের শুরুতেই 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে বিটকয়েন। এবং বিটকয়েন দারুণ একটা অগ্রগতি নিয়ে 2021 সালও কাটাবে।
বিটকয়েন এর দাম বাড়বে এটাই স্বাভাবিক তবে 2020 সাল সত্যি অবাক করার মত অবস্থা হয়েছে ধাপে ধাপে ব্যাপক আকারে বাড়লো।আশা করা যায় বিটকয়েন এর সাথে 2021 সালে অলটার কয়েন গুলো একটা ভালো মুভ করবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: saidul2105 on December 31, 2020, 03:55:43 PM
আজ বছরের শেষের দিন অর্থাৎ 2020 সালের শেষ দিন 31 ডিসেম্বর। আর আজ যদি আপনি coinmarketcap.com ভিজিট করেন এবং বিটকয়েনের প্রাইস লক্ষ করেন তাহলে সেটা সত্যিই অবাক করার মত। বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটছে তো ছুটছেই। আজ বিটকয়েনের প্রাইস 29 হাজার  ডলার এর উপরে অবস্থান করছে। এখনো পর্যন্ত বিটকয়েন এর সর্বোচ্চ প্রাইস এটা।  দারুণ একটা মুভমেন্ট নিয়ে 2020 সালকে বিদায় জানাচ্ছে বিটকয়েন। আশাকরি 2021 সালও বিটকয়েন কে দারুণভাবে স্বাগত জানাবে। আশা করব 2021 সালের শুরুতেই 30 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে বিটকয়েন। এবং বিটকয়েন দারুণ একটা অগ্রগতি নিয়ে 2021 সালও কাটাবে।
ভাই আপনি ঠিকই বলেছেন।  ২০২০ সালের শেষ দিনটা ক্রিপ্টো রিলেটেড   সবারই মনে রাখার মতো একটা দিন।  বিটকয়েন আবারও প্রমাণ করে দিলো যে কেনো এটা সকল কয়েনের রাজা।  ইদানিং বিটকয়েনের মুভমেন্ট বুঝে উঠা খুবই কঠিন। বিটকয়েন ইতোমধ্যে আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে।  বিটকয়েনের দাম ২৯০০০ ডলারের উপরে অবস্থান করতেছে যা বিগত সব বছরের থেকে বেশি।     
আশা করা যায় ২০২১ সালও আমাদের এরকমই ভালো কিছু উপহার দেবে।     
সবাইকে ২০২১ সালের শুভেচ্ছা জানাচ্ছি।
সবার দীর্ঘায়ু ও সুসাস্থ কামনা করছি।                                 
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: EKRA13 on December 31, 2020, 04:22:45 PM
অ্যালাটকয়েন টক একটি অন-লাইন প্লাটফর্ম। যেখানে মুলতো কিপ্টকারেন্সি ও অন্যান্য গুরুত্ব কাজ সম্পাদন করা হয়ে থাকে। সব দেশের সদস্যরাই তাদের মতামত বিটকয়েন সমন্ধে ও কিপ্টকারেন্সি ও অন্যান্য বিষয় বস্তু তুলে ধরে নিয়ে কাজ করতে পারে। এবং কি তাদের মতামতের কোন এবং কোন কিছু সমন্ধে জানার অপ্রাপ্তি থাকলে অ্যালাট কয়েন টক অন-লাইন প্লাটফর্ম এ অভিজ্ঞজনদের কাছ থেকে মতামত নিয়ে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে সক্ষম হয়েছে। অ্যালাট কয়েন টক ব্যবহারকারীদের আমি বলবো আপনার কোন কিছু না বুঝলে সাহায্য নিন এতে সমস্যা নেই কিন্ত অযথার্থভাবে কোন কাজ করবেন না এতে আপনাকে অ্যালাট কয়েন টকের মডারেটর আপনার অ্যলাটকয়েন টক ব্যবহার কারীর একাউন্ট টি ব্যান্ড করে দিতে পারে?

অ্যালাট কয়েন টক নতুন ব্যবহার কারিদের বলবো আপনারা এই  অ্যালাট কয়েন টক এই প্লাটফর্মে এসে দেখেন যে আপনার চার সাইটের একাউন্ট গুলোর মধ্যে আপনার একাউন্ট টা অনেক ছোটখাটো। তখন চার সাইটের অবস্থা দেখে আপনি অস্থির হয় পরেন।  তারপর আবারো মনে করিয়ে দিয়ে যাচ্ছি আপনি কিন্তু নতুন অ্যালাট কয়েন টক এর সদস্য আপনি এখনে কোন কিছু ভালো মতো জানেন না বা বুজেন না? আবার অ্যালাট কয়েন টক এর একাউন্ট হয়তো কেউ খুলে দিছে আপনাকে তাই খুলেছেন। তাই আপনাদের আমরা বলবো কোন কিছু না পারলে সেটা নিয়ে অযথার্থভাবে কথা বলা ঠিক হবে না।
আপনি আন্যান্য অ্যালাট কয়েন টক এর ব্যবহারকারীদের একটিভিটি এবং পোষ্ট বেশি দেখে এবং মেরিট দেখে আপনিও বেশি পোষ্ট বা বেশি একটিভিটি বাড়াতে চাবেন এবং কি কারমা ও পেতে চাবেন। তাই আমরা অ্যালাট কয়েন টক নতুন দের বলবো আপনারা জানুন শুনুন সাহায্য নিন এবং ভালো ভাবে অভিজ্ঞাত অর্জন করুন এবং সফল ভাবে এগিয়ে যান।
অযথার্থতা কোন পোষ্ট না করে ভালো কিছু বলুন এবং কি সফল হন। অযথা কোন কিছু করলে আমাদের মডারেটর আপনার পোষ্ট ডিলিট করে দিবে।
দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।

কারমা পেতে হলে বিটকয়েন এবং কিপ্টকারেন্সি সমন্ধে ভালো ভালো পোস্ট করবেন। আপনাদের পোষ্ট মানসম্মত হলে আপনি কারমা পাবেন।

দৌর্যের সাথে লেগে থাকুন সফলতা আসবেই।
। 


আশা করি আমাদের মত নজর ইউজারদের জন্য আপনার পরামর্শ অনেক কাজে লাগবে। আমি মনে করি ধৈর্য ছাড়া সফলতা পাওয়া যায় না তাই ক্রিপ্টোকারেন্সি তে সফলতা পেতে হলে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরে প্রতিটি কাজ করলে অবশ্যই সফলতা পাওয়া যাবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: EKRA13 on December 31, 2020, 04:42:08 PM
আপনি সঠিক তথ্যটি দিয়েছেন বিটকয়েন অতীতের সকল রেকর্ড পেছনে ফেলে নতুন নতুন রেকর্ড তৈরি করছে আশা করি নতুন বছরে আরো দাম বৃদ্ধি পাবে। এবং 2021 সালে বাউন্টি প্রজেক্টগুলো বেশি বেশি সাকসেস হবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: XM8 on December 31, 2020, 04:51:08 PM
কিছুদিন যাবত আমি বিটকয়েন এর মূল্য নিয়মিত পর্যবেক্ষণ করছি। কয়েকদিন আগে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছিল। এবং হঠাৎ করে তাপ বৃদ্ধি পেয়ে 28 হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু কিছুদিন পর আবার সে দামটা কম থাকে কমে 26 হাজার ডলারে আসে। কিন্তু আমি যখন 31 তারিখে বিট কয়েনের মূল্য পর্যবেক্ষণ করি তখন আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি দেখি বিটকয়েন অলমোস্ট 30 হাজার ডলারের কাছাকাছি চলে গিয়েছে।আশা করা যাচ্ছে 2021 সালের শুরুর দিকে বিটকয়েন 30 হাজার ডলার অতিক্রম করবে ইনশাল্লাহ।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Alt20 on December 31, 2020, 08:11:27 PM
আমার মনে হয় যে 2021 সাল টা ক্রিপ্টো জগতে সবচেয়ে উল্লেখিত বছর হিসেবে চিরস্বরনীয় হয়ে থাকবে। কেন না মার্কেট এবছর এর শুরুতেই যে ভোবে ক্রিপ্টো মার্কেটে আগাচ্ছে তাতে এবছর বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Bitrab on December 31, 2020, 10:16:17 PM
সারা বিশ্বের মানবজাতির জন্য 2020 সাল অনেক খারাপ সময় ছিল। 2020 সালে মহামারী সময় কাল চলছিল। কিন্তু বর্তমানে মহামারী অনেকটাই শিথিল অবস্থায় রয়েছে। তবে ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য 2020 সাল ছিল সেরা সময়। কারণ 2020 সালে আমরা সর্বোচ্চ পরিমাণ দাম বৃদ্ধি দেখেছি। তাই আশা করি 2021 সাল ক্রিপ্টোকারেন্সি বাজারের অবস্থা আরো ভালো হবে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Princeraju on December 31, 2020, 11:57:10 PM
2020 সাল সারা পৃথিবীব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারের জন্য অনেক ভালো সময় ছিল। ক্রিপ্টোকারেন্সি বাজারে বিশেষ করে বিটকয়েনের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মহামারী থাকা সত্ত্বেও 2020 সালের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সময় বিটকয়েনের দাম চরম উত্তেজনার সাথে বৃদ্ধি পেয়েছে। বছরের শেষ সময়টাতেও বিটকয়েনের মূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
Title: Re: 31 ডিসেম্বর অ্যামেজিং বিটকয়েন।
Post by: Nostoman on January 01, 2021, 12:09:25 AM
আজকে জানুয়ারির 1 তারিখ। 31 শে ডিসেম্বর বিটকয়েনের জন্য ভালো সময় ছিল। তবে মাস ও বছর পরিবর্তন হয়েছে। এই টপিকটি লক করে দেয়া হলো।

সবাই নতুন টপিক তৈরি করুন। নতুন টপিক গুলো তা আলোচনা করুন। মার্কেটের প্রতিনিয়ত আপডেটগুলো ফোরামে পোষ্ট করুন।