Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on December 31, 2020, 11:30:16 AM

Title: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on December 31, 2020, 11:30:16 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Alvida on December 31, 2020, 12:37:02 PM
হ্যাঁ ভাই এই পোষ্টটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তার কারণ আপনার এই পোষ্টটিতে আমি জানতে পারলাম যে কিভাবে কারণে আইডেন্টি ভেরিফাই করা যায়।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: ttcsalam on December 31, 2020, 01:30:10 PM
আপনার পরামর্শ দেওয়ার আগেই আমি সাবমিট করেছি । তবে আমি ফেসবুকের লিংক টা দেই নাই।দেখা যাক কি হয়। তবে এই পরামর্শ টা আগে পাইলে আমি আরও বেশি উপকৃত হতাম।আশা করছি যারা এখনও করেন নাই তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on December 31, 2020, 01:43:41 PM
আপনার পরামর্শ দেওয়ার আগেই আমি সাবমিট করেছি । তবে আমি ফেসবুকের লিংক টা দেই নাই।দেখা যাক কি হয়। তবে এই পরামর্শ টা আগে পাইলে আমি আরও বেশি উপকৃত হতাম।আশা করছি যারা এখনও করেন নাই তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে।


কোন তথ্য মিসিং না রাখাই ভালো। যেহেতু সব তথ্য ফিল আপ করার ঘর আছে তাই পূরণ করাই ভালো।

হ্যাঁ ভাই এই পোষ্টটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তার কারণ আপনার এই পোষ্টটিতে আমি জানতে পারলাম যে কিভাবে কারণে আইডেন্টি ভেরিফাই করা যায়।

ফুল মেম্বার হওয়ার পরে আইডি ভেরিফাই করতে পারেন। আগে না করলেও চলবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Herry on December 31, 2020, 03:37:16 PM
কয়েকদিন আগে একটি টপিক দেখেছিলাম আইডি ভেরিফাই করা সম্পর্কে কিন্তু এখান থেকে তেমন একটা পরামর্শ পায়নি এবং কিভাবে আইডি ভেরিফাই করতে হয় সেটাও জানা হয় নাই তবে আমি আপনার এই টপিক থেকে ভালোভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমি আমার আইডি ভেরিফাই করে নিতে পারি তো অবশ্যই আমি চেষ্টা করব আইডি ভেরিফাই করার নেওয়ার ধন্যবাদ ভাই
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: saidul2105 on December 31, 2020, 03:48:43 PM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ভাই আমি আমার আইডি টা করার পর থেকেই ভেরিফাই করতে চাচ্ছিলাম, কি কিভাবে ভেরিফাই করবো সেটা জানতাম না।  এখন জানতে পারলাম যে কিভাবে আইডি ভেরিফাই করতে হয়।  কিছু দিনের মধ্যেই আমি আমার আইডি ট৷ ভেরিফাই করে নেবো।
অনেক ধন্যবাদ ভাই।                           
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Princeraju on January 01, 2021, 12:03:13 AM
আমি ইতোমধ্যেই ফরমটি পূরণ করেছি। Kyc ভেরিফিকেশনের নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা একই ইউজার যদি মাল্টিপল একাউন্ট ব্যবহার করে থাকে, তাহলে কোন একদিন ধরা খাবে। তবে kyc করলে একাউন্টের নিজস্ব রয়েছে তা বোঝা যায়। তাই আমি মনে করি একটি ন্যাশানাল আইডি কার্ড দিয়ে একটির বেশি একাউন্ট ভেরিফাই করা যায় না। তাই কেওয়াইসি সমর্থনযোগ্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Sumaiya2 on January 01, 2021, 02:12:13 AM
আপনি যদি আইডি ভেরিফাই করতে চান তাহলে যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন এবং গুগোল ফর্ম পূরণ করুন। যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভালো করুন কে ওআই সি হয়ে যাবে তাহলে আপনার আইডি হান্ডেট পার্সেন্ট নিরাপদ।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Angel jara on January 01, 2021, 02:32:46 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ভাই আমি আমার আইডি টা করার পর থেকেই ভেরিফাই করতে চাচ্ছিলাম, কি কিভাবে ভেরিফাই করবো সেটা জানতাম না।  এখন জানতে পারলাম যে কিভাবে আইডি ভেরিফাই করতে হয়।  কিছু দিনের মধ্যেই আমি আমার আইডি ট৷ ভেরিফাই করে নেবো।
অনেক ধন্যবাদ ভাই।                           
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ফোরামের আইডি কিভাবে ভেরিফাই করতে হয় তা আমি জানি কিন্তু আপনার মত এত সুন্দর কিভাবে উপস্থাপন করতে পারব না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন ভাবে উপস্থাপন করার জন্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Mahindra on January 01, 2021, 03:33:13 AM
ভাই আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমাদের আইডি কিভাবে ভেরিফাই করব সেই সম্পর্কে ভালো ধারণা পেয়েছি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে আমাদেরকে সমস্ত ফরমের ফিলাপ কিভাবে করব সেই সম্পর্কে সুন্দর ভাবে আলোচনা করে বুঝিয়ে দেওয়ার জন্য এখন আমরা সহজেই আমাদের আইডি ভেরিফাই করে নিতে পারব আপনার এই উপকার আমরা কোনদিন বলতে পারবোনা।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Milon626 on January 01, 2021, 08:15:51 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
আইডি নিয়ে বাড়তি ঝামেলা ও নানা রকম সমস্যার হাত রেহাই পাওয়ার অন্যতম উপায় হলো আইডি এর করে নেওয়া।  আইডি ভেরিফাই করা থাকলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়।  তাই আইডি ভেরিফাই করা খুবই প্রয়োজনীয় একটা বিষয়।  আপনার পোস্ট থেকে আইডি ভেরিফাই করার নিয়ম কানুন জেনে নিলাম, পরবর্তীতে আইডি ভেরিফাই করে নিতে কোন সমস্যা হবে না।                                   
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Cristiano on January 01, 2021, 09:06:17 AM
খুবই ইনফরমেটিভ পোস্ট হয়েছে। অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কেওয়াইসি সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপনা করেছেন। আমি মনে করি বর্তমানে সবচেয়ে বেশি মানুষ কে ওয়াই সি সম্পর্কে জানে।তবে এই ফোরামের বেশিরভাগ মানুষ কিভাবে কেওয়াইসি করতে হয় কিভাবে আইডি ভেরিফাই করতে হয় সে বিষয়ে সম্পর্কে জানত না। কেওয়াইসি করার ফরম খুঁজে পেত না। ধন্যবাদ জানাই আপনাকে। এত সুন্দর একটি তথ্য বল পোস্ট শেয়ার করার জন্য।ফোরামের নতুন ইউজার থেকে শুরু করে সিনিয়র মেম্বার পর্যন্ত যারা আছে তারা সবাই আপনার এই পোস্টটি থেকে শিক্ষণীয় তা লাভ করবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Markuri33 on January 02, 2021, 12:18:20 AM
অসংখ্য ধন্যবাদ আপনাকে আইডি কিভাবে বের করতে হয় সে সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আমি এর আগে লক্ষ করেছি এই নিয়ে একটি পোস্ট হয়েছিল কিভাবে আইডি ভেরিফাইড করব।তো আপনার এই পোস্টটি পেয়ে সবাই খুশি হবে অনেকেরই জানা নেই আইডি কিভাবে ভেরিফাইড করতে হয়। অবশ্যই তারা এখন থেকে আইডি ভেরিফাইড করতে পারবে নিজে নিজেই।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Tamsialu$$ on January 04, 2021, 11:34:36 PM
আমি বেশ কিছুদিন ধরে ভাবছি আমার আইডি ভেরিফাই করব। কিন্তু কিভাবে করব সেটা জানি নাই। এর আগে কেওয়াইসি ভেরিফাই নিয়ে একটা টপিক দেখেছিলাম সেখানেও কোন উত্তর পাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পোষ্টটি দেওয়ার জন্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Goldlife on January 05, 2021, 01:12:03 PM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
আমি আপনার সাথে একমত পোষণ করছি।
আপনি যেভাবে এই পোস্টটি উপস্থাপনা করেছেন। আসলেই সম্পর্কে আমি জানতাম না তো আপনার পোস্টটি পড়ে আমি আরো নতুন একটি বিষয় সম্পর্কে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: kulkhan on January 08, 2021, 04:24:57 AM
আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় হল আমাদের আইডি ভেরিফাই করা। আইডি ভেরিফাই করা থাকলে আমরা অনেক সমস্যা থেকে রেহাই পাবো। এটা আমাদের সবার জন্য খুব উপকারে আসবে। আমি কয়েক বার নিজে নিজে চেষ্টা করছি কিন্তু ভেরিফাই করার ফর্ম খুঁজে পাইনি। এবং আইডি ভেরিফাই করার স্টেপস গুলো ও জানতাম না। আমি এখন এই স্টেপ গুলো অনুসরণ করে ফরম পুরন করলাম। আর ভেরিফাই ব্যাচ পাওয়ার অপেক্ষায় থাকলাম।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: XM8 on January 08, 2021, 06:38:55 AM
প্রায় 15 দিন হয়ে গেল আপনি যে সমস্ত রুলস বলেছেন সে সমস্ত রুলস অনুযায়ী আমি আমার আইডি ভেরিফাই করার জন্য কে ওয়াই সি জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার আইডিতে কোন রকমের কেওয়াইসি ভেরিফাইড বা নট ভেরিফাইড এর কোন ব্যাচ এখনো পাইনি দয়া করে একটু জানাবেন কতদিন সময় লাগতে পারে কেওয়াইসি ভেরিফাইড হতে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on January 08, 2021, 06:44:33 AM
প্রায় 15 দিন হয়ে গেল আপনি যে সমস্ত রুলস বলেছেন সে সমস্ত রুলস অনুযায়ী আমি আমার আইডি ভেরিফাই করার জন্য কে ওয়াই সি জমা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার আইডিতে কোন রকমের কেওয়াইসি ভেরিফাইড বা নট ভেরিফাইড এর কোন ব্যাচ এখনো পাইনি দয়া করে একটু জানাবেন কতদিন সময় লাগতে পারে কেওয়াইসি ভেরিফাইড হতে।



১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।

টপিকটার শেষে দেখেন আমি বলেছি এডমিন সময় নিয়ে তারপর ভেরিফাই করে থাকেন। কখনো কখনো ১ মাসও লাগতে পারে বা তার চেয়ে কম বা বেশি। এখানে সময় কোন নির্দিষ্ট নেই। আামার নিজেরও লেগেছিলো ১ মাস। সুতারং ধৈর্য্য ধরে কাজ করতে থাকুন, এডমিন সময় হলেই চেক করে পদক্ষেপ নিবেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Niloy on January 08, 2021, 09:07:07 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও আইডিক KYC করার জন্য অনেক চিন্তায় ছিলাম । কিভাবে আইডি KYC করতে হয় এ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। এই বিষয়টি সম্পূর্ণ আমার অজানা ছিল। কিন্তু আপনার পোষ্টটি পড়ে আইডিকে KYC সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। এখন আমি এই বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: LeziT on January 09, 2021, 06:34:58 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
খুবই ইনফরমেটিভ টপিক তৈরি করেছেন। যেটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমরা অনেকেই হয়তো জানি না কিভাবে আইডি ভেরিফিকেশন করতে হয়। তবে আপনি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলেছেন কিভাবে আইডি ভেরিফিকেশন করতে হয়। বর্তমানে বেশিরভাগ ইউজারই জানে না কিভাবে আইডি ভেরিফিকেশন করতে হয়।আমি মনে করি তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি টপিক। আমাদের সবার উচিত আইডি ভেরিফিকেশন করিয়ে নেওয়া। আইডি ভেরিফিকেশন করিয়ে নিলে আমাদের অনেক উপকার হবে। আইডির কোন ক্ষতি হবে না।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Sonjoy on January 09, 2021, 01:27:48 PM
কে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটি মূল্যবান পোষ্ট করার জন্য এই বিষয়ে আমার কোন আইডিয়াই ছিল না এখন আপনার পোস্টটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম আশা করি আরো অনেক কিছু শিখতে পারবে ফোরাম থেকে আপনারা যদি আরো এভাবে পাশে থাকেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Riddi on January 09, 2021, 03:58:58 PM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
আইডি ভেরিফাই সম্পর্কে আমার কোন ধারণা নেই। আইডি ভেরিফাই বিষয়টি সম্পূর্ণ আমার অজানা ছিল। এই প্রথম আপনার পোস্টটি পড়ে আইডি ভেরিফাই সম্পর্কে জানতে পারলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোষ্ট করার জন্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: sky20 on January 09, 2021, 05:44:54 PM
খুবই গুরুত্বপূর্ণ একট পোস্ট যা সকলেরই প্রযোজন। কেউ যদি তার আইডি ভেরিফাইড করতে চায় তাহলে এই লেখা গুলো পড়ে শুরু করলে আমার মনে হয় তাদের আর কোন সমস্যা হবে না। তারা নিজে নিজেই কারও হেল্প ছাড়াই আইডি কে ওয়াই সি সম্পন্ন করতে পারবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Primo1760 on January 10, 2021, 02:49:54 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ফোরামের আইডি ভেরিফাই করার জন্য ছোট কাগজের নাম লিখতে হবে এবং ডেট লিখতে হবে। সাথে সাথে নিজের আইডি কার্ড হাতে নিয়ে ছবি উঠতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আইডি কার্ড এবং কাগজটি আমি কি এক হাতে নিয়ে রাখব নাকি দুই হাতে দুটো নিয়ে রাখবো যদি এই বিষয়টা ক্লিয়ার করে বলতেন তাহলে কেওয়াইসি করতে অনেক সুবিধা হত ধন্যবাদ আপনাকে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on January 10, 2021, 04:46:19 AM
ফোরামের আইডি ভেরিফাই করার জন্য ছোট কাগজের নাম লিখতে হবে এবং ডেট লিখতে হবে। সাথে সাথে নিজের আইডি কার্ড হাতে নিয়ে ছবি উঠতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আইডি কার্ড এবং কাগজটি আমি কি এক হাতে নিয়ে রাখব নাকি দুই হাতে দুটো নিয়ে রাখবো যদি এই বিষয়টা ক্লিয়ার করে বলতেন তাহলে কেওয়াইসি করতে অনেক সুবিধা হত ধন্যবাদ আপনাকে।

আইডি কার্ড এবং কাগজে লেখা দুটিই একহাতে নিবেন এবং অন্যহাত দিয়ে সেলফি উঠাবেন সেটাই ভালো হবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Crypto Banglu on January 10, 2021, 04:55:52 AM
ভাই আমি ফোরামে নতুন। আমি এখনো ফুল মেম্বার হতে পারিনি। আমি কি আমার একাউন্ট ভেরিফাই করে নিতে পারব। আপনার পোষ্ট থেকে একাউন্ট ভেরিফাই নিয়ে অনেক আগ্রহ জন্মালো। আমি কি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখন এপ্লাই করতে পারি।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: bmr on January 10, 2021, 04:58:20 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ফোরামের আইডি ভেরিফাই করার জন্য ছোট কাগজের নাম লিখতে হবে এবং ডেট লিখতে হবে। সাথে সাথে নিজের আইডি কার্ড হাতে নিয়ে ছবি উঠতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আইডি কার্ড এবং কাগজটি আমি কি এক হাতে নিয়ে রাখব নাকি দুই হাতে দুটো নিয়ে রাখবো যদি এই বিষয়টা ক্লিয়ার করে বলতেন তাহলে কেওয়াইসি করতে অনেক সুবিধা হত ধন্যবাদ আপনাকে।
আপনি একটি ভাল পয়েন্ট তুলে ধরেছেন। আমি এখনও কে ওয়াই সি করিনি তবে ফরম টা এক বার ফিলআপ করেছিলাম। তখন দেখেছি যে আমি মাত্র একটি লিংক সেখানে সাবমিট করতে পারব। ইমগুর বা যে কোন অন্য কোন লিংকের মাধ্যমে। আর এ জন্যই আমার মনে হয় দুই হাতেই দুটি জিনিস নিয়ে একটি ছবি উঠতে হবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on January 10, 2021, 05:15:32 AM
ভাই আমি ফোরামে নতুন। আমি এখনো ফুল মেম্বার হতে পারিনি। আমি কি আমার একাউন্ট ভেরিফাই করে নিতে পারব। আপনার পোষ্ট থেকে একাউন্ট ভেরিফাই নিয়ে অনেক আগ্রহ জন্মালো। আমি কি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এখন এপ্লাই করতে পারি।

পারবেন কোন সমস্যা নেই।
তবে যে যে তথ্য ফিল আপ করবেন তা যেন সঠিক ভাবে ফিল আপ হয়। কোন ভুল না করার চেষ্টা করবেন।
ভেরিফাইড আইডি থাকলে ফোরামে বাড়তি কিছু সুবিধাও আছে এবঙ অনেক ঝামেলা এড়াতে পারবেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Emon khan on January 10, 2021, 04:57:54 PM
কয়েকদিন আগে একটি টপিক দেখেছিলাম আইডি ভেরিফাই করা সম্পর্কে কিন্তু এখান থেকে তেমন একটা পরামর্শ পায়নি এবং কিভাবে আইডি ভেরিফাই করতে হয় সেটাও জানা হয় নাই তবে আমি আপনার এই টপিক থেকে ভালোভাবে বুঝতে পারলাম যে কিভাবে আমি আমার আইডি ভেরিফাই করে নিতে পারি তো অবশ্যই আমি চেষ্টা করব আইডি ভেরিফাই করার নেওয়ার ধন্যবাদ ভাই
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: babu10 on January 16, 2021, 03:15:49 PM
অসম্ভব ভালো লাগার একটা পোস্ট করেছেন স্যার। আমি আজই কেওয়াইসি করে ফেলব এবং সকলকে করার পরামর্শ দিব কারন তাতে পরবর্তীতে ঝামেলা হবার সম্ভাবনা কম থাকে এবং অনেক সুবিধাও পাওয়া যায়।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Michael 173 on January 22, 2021, 03:54:06 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ।  এই মূল্যবান পোস্টটি দেওয়ার জন্য।🌹
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Apower$ on January 23, 2021, 02:15:19 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আইডি কিভাবে ভেরিফাই করতে হয় সে সম্পর্কে অনেক সুন্দর একটা পোষ্ট দিয়েছেন। আমি এর আগে ভেরিফাই নিয়ে একটা টপিক দেখেছিলাম কিন্তু সেখানে কোনো উত্তর পাইনি। তবে আপনার এই মূল্যবান পোষ্টটি থেকে আমরা ভেরিফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। এখন আমারা সবাই নিজে নিজেই আইডি ভেরিফাই করতে পারবো।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Akhi600 on January 26, 2021, 06:06:10 PM
ফেসবুক লিংক যদি না দেই তাহলে কি কোন প্রবলেম হবে। একটু সিওর জানাবেন। অগ্রিম ধন্যবাদ জানাই
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on February 01, 2021, 08:52:16 AM
ফেসবুক লিংক যদি না দেই তাহলে কি কোন প্রবলেম হবে। একটু সিওর জানাবেন। অগ্রিম ধন্যবাদ জানাই

ফেসবুক লিংক দিতে অসুবিধা কোথায়? আপনার সব তথ্য সঠিক দিবেন। তথ্য তো এডমিন ছাড়া কেউ দেখবেনা। আমি নিজেও তো সব দিছি।
আইডি ভেরিফাইড হলে অনেক ‍সুবিধা পাবেন ফোরামে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Laxmi Sharma on February 25, 2021, 12:30:39 PM
জি ব্রাদার আমি আমার আইডি ভেরিফাই করে নিতে চাই। আপনি খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে আইডি ভেরিফাই করার নিয়ম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছেন। আশা করছি এখন নিজেই নিজের আইডি ভেরিফাই করে নিতে পারবো। আইডি ভেরিফাই করতে কি কোন রেংক প্রয়োজন.? সর্বনিম্ন কোন রেংক থাকলে অবশ্যই জানিয়ে দেবেন। হতে পারে হিরো মেম্বার সর্বনিম্ন একাউন্ট ভেরিফাই করে নেয়ার জন্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Farhana on March 05, 2021, 08:15:57 AM
অসাধারন বুঝিয়ে লেখার ক্ষমতা আপনার, ধন্যবাদ। আমি এখনো আমার আইডি ভেরিফাই করাইনি তবে এটা জেনেছি যে হিরো মেম্বর হলে আইডি ভেরিফাই করা যাবে। তাই আপনার পরামর্শ আমার জন্য অনেক উপকারী একটা পোস্ট। আশা করি এটার জন্য দ্বিতীয় বার কাউকে প্রশ্ন করা লাগবেনা। আমি আগেই মন্তব্য করেছি এই বাংলা বোর্ড নতুনদের জন্য এক বিশাল পাঠশালা। আপনার নতুন নতুন পোস্ট আমার কাজের উপরে বিশ্বাস টাকে আরো বাড়িয়ে দেয়।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Rockalo on March 05, 2021, 03:06:56 PM
আমি আমার একাউন্টি ভেরিফাই করতে চেয়েছিলাম। কিন্তু পর্যাপ্ত পদমর্যাদা না থাকায় করতে পারিনি। তবে ভবিষ্যতে যখন ভালো পদমর্যাদা পৌঁছে যাব তখন অবশ্যই ভেরিফাই করব।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Goldlife on March 10, 2021, 08:34:47 AM
ভেরিফাই সম্পর্কে আমার তেমন একটা ধারণা ছিল না আপনার পোষ্টটি পড়ে সম্পর্কে অনেক কিছু বুঝতে পারে না জানতে পারলাম এবং কিভাবে ভেরিফাই করতে হয় সেটা শিখলাম আপনাকে অবশ্যই ধন্যবাদ জানানো খুব খুব বেশি প্রয়োজন কারণ এত সুন্দর পলিটি সম্পুর্ন পোস্ট করে থাকেন আপনি আপনাকে যতই দেখি ততই মুগ্ধ হই আপনার পোস্ট কাজী আপনি এরকম আরো নিত্য নতুন সুন্দর সুন্দর পোস্ট করতে থাকুন আমরা আপনার সাথে আছি এবং আমাদেরকে এবং আমাদের ফোরামকে আরো পলিটি সম্পূর্ণ করার জন্য আপনার অবদান অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থেকে কাজ করে যান
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Danilo Malaggay on March 12, 2021, 12:48:17 PM
এই বিষয়ে আমি কিছুই জানতাম না যে কিভাবে ভেরিফাই করতে হয়,,,আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া করি ভালো থাকবেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on March 12, 2021, 05:28:00 PM
এই বিষয়ে আমি কিছুই জানতাম না যে কিভাবে ভেরিফাই করতে হয়,,,আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই দোয়া করি ভালো থাকবেন।

আইডি ভেরিফাই করা ভালো। তবে আপাতত বাংলাদেশ থেকে কারো কেওয়াসি করতেছেনা এডমিন কিছু সমস্যার কারণে। তাই ফিউচারে আবার বাংলাদেশ থেকে ভেরিফােই করার সুযোগ দিবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Afnan on March 14, 2021, 06:40:06 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
এই ফোরামে আমরা যারা নতুন ইউজার আাছি অনেকেই জানতাম না যে আইডি কিভাবে ভেরিফাই করতে হয়।  তবে আপনার এই মূল্যবান পোষ্টের মাধ্যমে বিষয়টা জানতে পারলাম  আসলে আমাদের সবারই উচিত মাঝে মঝে আইডি ভেরিফাই করে নেওয়া। এই বিষয়টা জানানোর জন্য সিনিয়র ভাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।       
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: ExtraPoint on March 14, 2021, 01:18:35 PM
এখন সহজেই আমরা আমাদের আইডি ভেরিফাই করতে পারব।যাদের এই বিষয়ে জানা ছিল না যে কিভাবে আইডি ভেরিফাই করতে হয় তাদের জন্য খুব উপকারী পোষ্ট এটা। যারা যারা তাদের আইডি ভেরিফাই করতে ইচ্ছুক তারা সহজেই এখন তাদের আইডি ভেরিফাই করে নিতে পারবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Damrai5$ on March 14, 2021, 06:34:23 PM
অসংখ্য ধন্যবাদ আপনাকে আইডি কিভাবে ভেরিফাই করতে হয় আপনার কাছ থেকে জানতে পারলাম। অনেকদিন ধরেই কেওয়াইসি ভেরিফাইড করব ভাবছি কিন্তু কিভাবে করব সেটা বুঝতে পারছিলাম না। আপনি প্রতিটা step-by-step বুঝিয়ে দিয়েছেন এখন থেকে অবশ্যই নিজেই ভেরিফাইড করতে পারব‌। এত সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Malam90 on March 15, 2021, 07:23:34 AM
আপনি একটি ভাল পয়েন্ট তুলে ধরেছেন। আমি এখনও কে ওয়াই সি করিনি তবে ফরম টা এক বার ফিলআপ করেছিলাম। তখন দেখেছি যে আমি মাত্র একটি লিংক সেখানে সাবমিট করতে পারব। ইমগুর বা যে কোন অন্য কোন লিংকের মাধ্যমে। আর এ জন্যই আমার মনে হয় দুই হাতেই দুটি জিনিস নিয়ে একটি ছবি উঠতে হবে।

হা আপনি আপনার আইডিটাকে ভেরিফাই করে নিতে পারেন। কারণ আইডি ভেরিফাই করা থাকলে ফোরামে কিছু সুবিধা পাওয়া যায়। টোকেন পাওয়ার ক্ষেত্রে ভেরিফাইড যারা তারা ১০০ পয়েন্টেস হলে ১টা টোকেন, আর নন ভেরিফাইড যারা তারা ২০০ পয়েন্টস হলে ১ টা টোকেন পায়। আবার এয়ারড্রপ ও গিভওয়েতেও সুবিধা পাওয়া যায়।

Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Fariwala on March 15, 2021, 09:44:17 AM
চমৎকার ভাই আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো আমি অনেক কিছু জানতে পারলাম এখান থেকে কিভাবে একাউন্ট ভেরিফাই করতে পারে সে সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলাম খুব ভালো লাগলো এবং আমার আইডি ভেরিফাই করতে হবে
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Jaya60 on March 15, 2021, 03:59:16 PM
আইডি ভেরিফাই করার জন্য আপনি যে পোস্ট দিয়েছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আশা করি সবাই নিজ থেকেই কেওয়াইসি ভেরিফাইড করতে পারবে। আমার একটু সমস্যা ছিল কেওয়াইসি ভেরিফাইড করার সময় একটা বিষয় হয়নি আপনার এই পোস্টটি দেখার পর সুন্দর ভাবে বুঝতে পেরেছি। মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি হয়েছে ভেরিফাইড সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট দেওয়ার কারনে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Newron on March 15, 2021, 05:58:05 PM
আইডি ভেরিফাই করার জন্য আপনি যে পোস্ট দিয়েছেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আশা করি সবাই নিজ থেকেই কেওয়াইসি ভেরিফাইড করতে পারবে। আমার একটু সমস্যা ছিল কেওয়াইসি ভেরিফাইড করার সময় একটা বিষয় হয়নি আপনার এই পোস্টটি দেখার পর সুন্দর ভাবে বুঝতে পেরেছি। মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি হয়েছে ভেরিফাইড সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট দেওয়ার কারনে।
অসংখ্য ধন্যবাদ ভাইরা এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছিল না। কিন্তু আপনার পোস্টটি পড়ার ঘরে সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি। আশা করি পরবর্তী সময়ে বেশি কোন সমস্যা হবে না।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Tubelight on March 19, 2021, 05:26:45 PM
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এতবড় একটি বিষয় এত সহজে সকলের সামনে উপস্থাপন করার জন্য।আমি যদি আপনার পোষ্ট না পড়তাম তাহলে হয়তো কোনদিন জানতেই পারতাম না যে কিভাবে এই ফোরামে আইডি ভেরিফিকেশন করতে হয়। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Dark Knight on March 20, 2021, 09:25:59 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ভাই আমি অনেক আগে থেকেই আমার আইডিটা ভেরিফাই করে নিতে চেয়েছি। কিন্তু সাহস পায়নি যে কিভাবে আইডি ভেরিফাই করে। কিন্তু আপনার পোস্ট পড়ে পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আমি অতি দ্রুত আইডি ভেরিফাই করে নিতে চাই।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Mosarof on May 15, 2021, 05:44:52 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না। ভে
ধন্যবাদ ভাই আপনাকে এর আগে আমার আইডি ভেরিফাই করার চেষ্টা করেছি কিন্তু পারিনি আপনার তথ্যগুলো পড়ে ইনশাআল্লাহ এখন পারবো ধন্যবাদ।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: bmw1 on May 15, 2021, 06:02:33 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর ইনফর্মেশন শেয়ার করার জন্য। আমি অনেকদিন ধরে চিন্তাভাবনা করতেছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে ফেলবো কিন্তু কেমনে ভেরিফিকেশন করবে সেটা জানতাম না আপনার এই পোস্টটি পড়ে জানতে পারলাম কিভাবে ভেরিফিকেশন করতে হয় এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: HeartBit143 on May 15, 2021, 05:35:30 PM
ভাই আইডি ভেরিফাই কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না। কিন্তু এখন আপনার এই পোস্টটি পড়ে আমি আইডি ভেরিফাই সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আমি ভবিষ্যতে যখন আমার আইডি টা ভেরিফাই করবো তখন আপনার এই পোস্টটি আমার অনেক উপকারে আসবে বলে আমার বিশ্বাস।                             
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Rifan Khan on May 15, 2021, 11:33:55 PM
ফোরামের আইডি কিভাবে ভেরিফাই করতে হয় সেটা আমি জানতাম না। কিন্তু আমি এই পোষ্ট গুলো ভালোভাবে পড়লাম। এখন আমি বুঝতে পারছি কিভাবে ফোরামের আইডি ভেরিফাই করতে হয়। আপনার এই পোস্ট পড়ে আমার অনেক লাভ হয়েছে আমি কিছু বুঝতে পারছি।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Random203 on May 16, 2021, 07:23:11 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার জন্য।
আমি অনেকের আইডি তে কেওয়াইসি ভেরিফাইড লেখা এবং এর ব্যাজ দেখেছি।  কিন্তু কিভাবে এই ব্যাজ অর্জন করতে হয় সেটা আমার জানা ছিলো না। এখন আমার এই ব্যাজ টি অর্জন করতে সুবিধা হবে অনেক।                       
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Cristian on May 17, 2021, 05:23:32 AM
ধন্যবাদ মডারেটর ভাই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ।
হ্যাঁপি, মডারেটরিং 😊
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: RSRS on May 18, 2021, 04:55:28 PM
এই পোষ্টটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার আইডি এখনো ভেরিফাই করি নাই। কারণ কিভাবে করতে হয় সেটা জানা ছিল না তাই এতদিন করতে পারিনি। আশা করি এই পোস্টটি পড়ার পরে আমি আমার আইডি ভেরিফাই করতে পারব। আমার জন্য এবং আমার মত নতুন যারা আছে তাদের সবার জন্য কাজে লাগবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: AIam333 on May 28, 2021, 06:01:45 PM
ফার্মের আইডি কিভাবে আইডি ভেরিফাই করা হয় তা তো জানিনা। তাই দয়া করে কোন সিনেমার ভাই আমাকে বলবেন। কিভাবে ফোরামের আইডি ভেরিফাই করা হয়।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: RSRS on June 27, 2021, 11:22:16 AM
 আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জানা ছিল না কিভাবে ভেরিফাই করতে হয় আপনার পোস্টটি পড়ার পরে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারলাম। এখন আমি আমার আইডি ভেরিফাই করতে পারব। এবং খুব শীঘ্রই তা করবো।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Chita76 on June 27, 2021, 03:14:19 PM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।

আপনার পোস্ট পড়ে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। এবং ভবিষ্যতে কে ওয়াই সি করতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো আপডেট কোন তথ্য থাকলে প্লিজ আমাদের জানাবেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Jack420 on June 27, 2021, 05:07:17 PM
ভাই আপনি আইডি ভেরিফাই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করেছেন। আমাদের সকলেরই উচিত নিজের আইডিটা ভেরিফাই করে নেওয়া। তাহলে আমাদের আইডিটা অনেক সেফ থাকবে। কোন স্প্যামাররা আইডির কোন ক্ষতি করতে পারবেনা। এবং সেইসাথে আইডি কেউ হ্যাক করতে পারবে না।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Brithyislam on July 01, 2021, 08:10:01 AM
আমার আইডি কি ভাবে ভেরিফাইড করতে হবে । এই বিষয়ে আমার কোন ধারণা নেই । কারন আমি ফোরাম সম্পর্কে আমার কোন ধারণা নেই। আশা করি এই বিষয়ে এই ফোরামে সিনিয়র ভাই আপনাকে সাহায্য করবে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Maxtel on July 01, 2021, 08:35:26 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।

একাউন্ট ভেরিফাই সবার জন্য খুবই জরুরী। আইডি ভেরিফাই সম্পর্কে অনেক সুন্দর একটা তথ্য বহুল আলোচনা করেছেন। একাউন্ট ভেরিফাই হতে কতদিন সময় লাগে দয়া করে যদি এ বিষয়ে আলোচনা করতেন তাহলে ভালো হতো।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: sohel8090 on July 02, 2021, 01:22:31 PM
ফোরামে আইডি ভেরিফাই করা অনেক ভালো | তবে আইডি ভেরিফাই করতে অনেক ঝামেলা আছে | কিন্তু ফোরামে আইডি ভেরিফাই করা অনেক ভালো
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Phython on July 02, 2021, 10:51:32 PM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।

একাউন্ট ভেরিফাই সবার জন্য খুবই জরুরী। আইডি ভেরিফাই সম্পর্কে অনেক সুন্দর একটা তথ্য বহুল আলোচনা করেছেন। একাউন্ট ভেরিফাই হতে কতদিন সময় লাগে দয়া করে যদি এ বিষয়ে আলোচনা করতেন তাহলে ভালো হতো।
আমার আইডি ভেরিফাই সম্পর্কে তেমন ধারণা নেই । কারন আমি আইডি ভেরিফাই করতে পারি না। আসলে এই বিষয়ে আমি বড় ভাই এর সাহায্যে গহন করেছি বলেই আমি আমার আইডি ভেরিফাই করতে পেরেছি। আশা করি তোমরা ও তোমাদের আইডি ভেরিফাই করতে চাও তাহলে বড় ভাইদের পরামর্শ গ্রহণ করবে । তাহলে তুমি পরিপূর্ণ ভাবে তোমার আইডি ভেরিফাই করতে পারবো।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Suma Islam on July 02, 2021, 11:26:10 PM
ফোরামে কিভাবে কাজ করলে আপনারা আপনাদের আইডি ভেরিফাই করতে পারবেন , আপনার আইডি ভেরিফাই করতে চাইলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে।আইডি ভেরিফাই করার জন্য আপনার প্রোফাইলে একটি অংশ আছে । সেখানে নিজের তথ্য দিয়ে আইডি বেরি ফাই করতে পারবেন।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: rashedul426 on July 03, 2021, 06:20:27 AM
ভাই আপনি আইডি ভেরিফাই সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আমাদের সবার উচিত নিজের আইডি ভেরিফাই করে নেয়া । আপনি যেই স্টেপগুলো এখানে বলেছেন এগুলো ফলো করে নিজের আইডি ভেরিফাই করা অনেক সহজ হবে অনেক ধন্যবাদ আপনাকে।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Ramesh Mondal on July 03, 2021, 06:45:03 AM
শ্রদ্ধেয় সিনিয়র ভাইকে অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা, আমি ভেরিফাই সম্পর্কে বিস্তারিত জানতামনা,আপনার টপিকের মাধ্যমে ভেরিফাই সম্পর্কে জানলাম,ভেরিফাই অনেক কঠিন মনে করতাম এখন পানির মতন ক্লিয়ার, আমি শিখলাম।ধন্যবাদ
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: sohel8090 on July 03, 2021, 06:52:03 AM
ফোরামে কিভাবে আইডি ভেরিফাই করতে হয় তা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আমার মনে হয় ভোটার আইডি কার্ড দিয়ে আইডি ভেরিফাই করতে হয়। ফোরামে আইডি ভেরিফাই করলে অনেক সুবিধা থাকে আমার মনে হয় যারা ফোরামে এখনো আইডি ভেরিফাই করেন নাই তারা যত তারাতারি সম্বব ফোরামে আইডি ভেরিফাই করবেন
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Mistroy on July 04, 2021, 10:08:22 AM
ফোরামে আইডি ভেরিফাই করা ভালো। এতে অনেক ঝামেলা যেমন এড়াতে পারবেন তেমনি ভেরিফাই করার জন্য অনেক সুবিধাও পাবেন। আর আইডি ভেরিফাই করা খুবই সহজ। অনেকেই প্রশ্ন করছেন কিভাবে আইডি ভেরিফাই করতে হয়। সবাইকে আলাদা উত্তর না দিয়ে চিন্তা করলাম একটা টপিক তৈরি করি তাহলে সবার কাজে আসবে।

এই গুগল ফর্মটি ফিলআপ করুন। (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXrS_s2eYzFrOUueMR_CD94BMiFawgrmPtkQ290Cf29UlizQ/viewform)

ফর্ম পূরণ করার সময়
১। Full or Semi KYC ? এখানে Full  KYC সিলেক্ট করুন।

২। AltcoinsTalks username (not profile url) *   এখানে আপনার শুধু ফোরাম ইউজার নেমটা দিন।
Country * বাংলাদেশ দিন।

৩। Full Name * এখানে আপনার ফুল নেম দিন। কেউ নাম লুকাবেন না। কারণ এটা শুধু এডমিন ছাড়া কেউ জানবেনা।

৪। Id or passport number, preceded by #ID: or: * পাসপোর্ট হলে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল আইডি কার্ড হলে কার্ডের নাম্বার দিন এখানে।

৫। email এর ঘরে আপনার ইমেইল নির্ভুল ভাবে লিখুন।

৬। Facebook link (not required, but help us verify your identity) এখানে আপনার রিয়েল ফেসবুক আইডির লিংক দিন। এটা ভেরিফাইড হতে সাহায্য করবে।

৭। AltcoinsTalks.com profile link * এখানে আপনার ফোরাম প্রফাইল লিংক দিন।

৮। Image of your id or passport: এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যেটা ব্যবহার করবেন সেটা হাতে নিবেন এবং একটা সাদা কাগজে আপনার ফোরাম ইউজার নেম এবং সেদিনের তারিখ লিখে একই হাতে আইডি এবং কাগজটা ধরে একটা ছবি (সেলফি) উঠাবেন। আপনার মুখ, আইডির নাম্বার যেন বুঝা যায় সেদিকে খেয়াল রাখবেন।  ছবি উঠানো হয়ে গেলে সেটা https://imgur.com/upload অথবা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিংকটা দিবেন এখানে।

৯। সাবমিটে ক্লিক করুন।

১০। এডমিন চেক করে সব তথ্য সঠিক থাকলে আপনার আইডিডে ভেরিফাইড (https://i.imgur.com/2yTRIR6.png) ব্যাজ পাবেন। তবে এডমিন একটু সময় নিয়ে চেক করে থাকেন। এজন্য ১ মাসও সময় লাগতে পারে। ধৈর্য্য
 ধরে অপেক্ষা করতে হবে। কেউ আবার অধৈর্য্য  হয়ে এডমিনকে আবার পিএম দিবেন না।
আগে জানতাম না যে আইডি ভেরিফাই করা যায়। মডারেটর ভাই আপনার এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম কিভাবে আইডি ভেরিফাই করা যায়। সিনিয়র ভাই আপনাদের শিক্ষনীয় পোষ্টের মাধ্যমে আমরা নতুনরা কাজে অনেক সহায়তা পাচ্ছি।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Ramesh Mondal on July 04, 2021, 12:35:29 PM
অনেক গুরুত্বপূর্ণ একটা লিংক দিয়েছেন ধন্যবাদ সিনিয়র ভাইকে। আমার একটা প্রশ্ন আছে শ্রদ্ধেয় ভাইয়ের কাছে, আমি অলটকয়েনটকে যে ফেসবুক আইডি ব্যাবহার করেছি,সে আইডি নাম ও ছবি পরিবর্তন করেছি কিন্তু অলটকয়েনটকের প্রফাইল পিক,নাম আগেরটাই রয়ে গেছে,এক্ষেত্রে করনীয় কি,কোন সমস্যা হবে কিনা।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Labonno on July 18, 2021, 06:19:41 PM
আমি অনেক দিন আগে থেকেই ভাবছিলাম যে আমার আইডি টা ভেরিফাই করে নেব।  কিন্তু কিভাবে ভেরিফাই করা যায় সেটা আমার একেবারেই জানা ছিলো না।  তবে এখন আপনার এই মুল্য মুল্যবান পোস্টটি পড়ে আমি আইডি ভেরিফাই করার প্রসেস টা জানতে পারলাম।
ধন্যবাদ আপনাকে।                 
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Diknel on July 20, 2021, 06:13:10 AM
অনেক মূল্যবান একটি পোস্ট দিয়েছেন। ফোরামে কিভাবে আইডি ভেরিফাই করা যায় আমরা অনেকেই জানতাম না। কিন্তু আপনার এই মূল্যবান পোস্ট পড়ে আমরা অনেকেই জানতে পারলাম যে কিভাবে ফোরামে আইডি ভেরিফাই করা যায়। এবং আমি মনে করি ফোরামে আইডি ভেরিফাই করা অনেক ভালো।
Title: Re: ফোরামে কিভাবে আপনার আইডি ভেরিফাই করবেন?
Post by: Web Designer on December 21, 2023, 07:58:13 PM
ধন্যবাদ ভাই। এখন কথা হলো যারা একদম নতুন জয়েন করেছে তারাও কি ভেরিফাই করতে পারেন?