Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Papusha20 on December 31, 2020, 06:57:55 PM
-
2020 সাল কে আমাদের অতি দুঃখের সাথে বিদায় জানাতে হয়েছে কারণ যে দিনগুলো কাটিয়েছি তা ছিল অনেক সুন্দর। সামনে কি দিন আসবে সেটা বলা যায় না ভালো কি মন্দ তার পরেও আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাই 2021 সাল কে আমরা সাদরে গ্রহণ করে নেব।
-
আমরা অনেকেই আনন্দিত হই যে নুতন একটি বছরে পা দিলাম সেই জন্যে কিন্তু মূলত আপনার আমার জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। যা আর কোন দিন পাওয়া যাবে না। যত আনন্দ দুঃখ বেদনা সব স্মৃতি হয়ে থাকবে এবং সেই সাথে আমরা আবার নতুন একটি বছর কে স্বাগত জানাব। এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। সবাই কে নতুন বছরের শুভেচ্ছা।
-
এটি একটি মাল্টি টপিক। তিনটি টপিক তৈরি করা হয়েছে। একটি টপিক খোলা রেখেছি, সেই টপিকে স্পামিং হলে বন্ধ করে দেওয়া হবে। তবে এটি যেহেতু মাল্টি টপিক তাই বন্ধ করে দিলাম।
https://www.altcoinstalks.com/index.php?topic=185877.0
https://www.altcoinstalks.com/index.php?topic=185876.0