Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Trumpet on January 02, 2021, 02:05:14 PM

Title: টুইটার একাউন্ট রিকভার
Post by: Trumpet on January 02, 2021, 02:05:14 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Cristiano on January 02, 2021, 02:09:40 PM
বর্তমানে মানুষজন সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হওয়াতে। এটি সবাইকে অনেক ক্ষতির সম্মুখীন করে তুলেছে।15 হাজার ফলোয়ার থাকা একটি টুইটার অ্যাকাউন্ট যখন বের হয় তখন অনেক কিছু লস হয়ে যায়।কারন একটি টুইটার একাউন্ট অনেকগুলো প্রজেক্টে দেওয়া থাকে বা কাজ করে।যখন সে টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় তখন আর সেটি দিয়ে কাজ করা হয় না বা করা যায় না। তখন অনেক জায়গা থেকে রিজেক্ট হতে হয়। বর্তমানে প্রায় 50 হাজারের বেশি টুইটার একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। টুইটার একাউন্ট কিভাবে ফিরিয়ে আনা যায় বা আপিল করা যায় সে বিষয়ে আমার কোন ধারণা নেই তাই আমি এ বিষয়ে সম্পর্কে কোন কিছু বলতে পারব না। সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করছি তারা যেন বিষয় নিয়ে খুবই সুন্দরভাবে একটি পোস্ট উপস্থাপনা করেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: LeziT on January 02, 2021, 02:33:19 PM
টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটা কি বেক আনার কোন অপশন আছে।যদি থাকে তাহলে সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব তারা যেন খুবই সুন্দর ভাবে একটি তুলনামূলক পোস্ট তৈরী করে। যাতে করে নতুন ইউজার থেকে শুরু করে পুরাতন ইউজার পর্যন্ত ফিরিয়ে আনতে পারে এবং শিখতে পারে কিভাবে ফিরিয়ে আনা যায়।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Casual on January 02, 2021, 03:06:04 PM
প্রায় কয়েক লক্ষ টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে।এতে করে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যারা বাউন্টি সেকশনে কাজ করে তাদের। মূলত যে সকল একাউন্ট গুলোতে হান্ডেট পার্সেন্ট ফলোয়ার লেখা ছিল দেখা গিয়েছে সে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিয়েছে। অনেকেই আবার এপ্লাই করেছে আইডি রিকভার করার জন্য কিন্তু এখনও তাদের কোন রিপ্লাই দেয়নি। হয়তো আর আইডিগুলো রিকভারি করা যাবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Mrkadir85 on January 02, 2021, 03:20:39 PM
প্রায় কয়েক লক্ষ টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে।এতে করে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যারা বাউন্টি সেকশনে কাজ করে তাদের। মূলত যে সকল একাউন্ট গুলোতে হান্ডেট পার্সেন্ট ফলোয়ার লেখা ছিল দেখা গিয়েছে সে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিয়েছে। অনেকেই আবার এপ্লাই করেছে আইডি রিকভার করার জন্য কিন্তু এখনও তাদের কোন রিপ্লাই দেয়নি। হয়তো আর আইডিগুলো রিকভারি করা যাবে না।
। 


হ্যাঁ আপনি ঠিকই বলেছেন টুইটার অ্যাকাউন্ট ব্যান হওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যারা ক্রিপ্ত কারা জেতে কাজ করি তারা। তবে আপনি বলেছেন 100% ফলো ব্যাক লেখাআইডিগুলো ব্যান করা বেশ হয়েছে কিন্তু আমি দেখেছি এখনো এরকম অনেক আইডি চালু রয়েছে তাই সঠিক কারণ এখনও জানা হয়নি আর যাদের আইডি ব্যান করা হয়েছে তারা রিকভার করে ফিরে পাবে কিনা সন্দেহ রয়েছে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Mahindra on January 02, 2021, 03:24:51 PM
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছেন ভাই আসলে এরকম একটি টপিকের জন্য অপেক্ষা করছিলাম এতদিন কিভাবে টুইটার অ্যাকাউন্ট রিকভারি করা যায় যদি কোন বড় ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই এ বিষয়ে আমাদের সাহায্য সহযোগিতা করবেন এবং এখানে আলোচনা করবেন তাহলে অবশ্যই আমরা এই সমস্যার সমাধান পেয়ে যাব।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: XM8 on January 02, 2021, 05:13:49 PM
অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি টপিক তৈরি করার জন্য। আপনার মত আমিও এই সমস্যার সম্মুখীন হয়েছি। অর্থাৎ আমার টুইটার একাউন্ট ব্যান করা হয়েছে। কিন্তু আমি জানিনা যে ব্যান করা অ্যাকাউন্ট আবার রিকভার করা যায় কিনা। যদি এ বিষয়ে কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: mahid on January 02, 2021, 05:24:44 PM
অনেকেরই টুইটার একাউন্ট ব্যান্ড হয়েছে তবে এবার কিছুটা ভিন্ন মনে হযেছে। কারন এর আগেও এর রকম শোনা যাচ্ছিল যে টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছে এবং সেটা্ আবার রিকভারীও করা গেছে আপিলের মাধ্যম তবেে এবার আপিল করার পরও কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না। তবে এখন যেহেতু বড় দিনের ছুটিতে সবাই আছে সেক্ষেত্রে একটু সময় লাগতেই পারে। এখনো বেশ কয়েকদিন ওয়েট করতে হবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: sky20 on January 02, 2021, 06:14:12 PM
আপনি ঠিক বলেছেন যে কি কারনে যে টুইটার একাউন্ট বন্ধ হল তা কেউ বুঝে উঠতে পারিনি। এখন পর্যন্ত আপিল করেছি কিন্তু কোন রেসপন্স পাইনি। এখন কি যে করব তাও ভেবে পাচ্ছি না। তাই এর যদি কেউ ভাল কোন সমাধান পান  তাহলে দয়া করে জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Blue_sea on January 02, 2021, 07:05:52 PM
আমার টুইটার একাউন্ট টি বন্ধ হয়ে গেছে। আমি জানি না যে কি কারনে তা ঘটল তবে আশা রাখছি যে আপিলের পর তা ফেরত পাব। এখন পর্যন্ত কোথাও শুনিনি যে কেউ আপিল করে একাউন্ট রিএকটিভ করেছে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Msweet on January 02, 2021, 08:21:15 PM
বাউন্টি ফোরামে অনেকে বাউন্টি করার জন্য টুইটার ক্যাম্পেইন টুইটার অ্যাকাউন্ট দিয়ে বাউন্টি করত। টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে অনেকের ফলোয়ার কমে গিয়েছে। অনেকের সাসপেন্ড কৃত আইডি রিকভার করার জন্য চেষ্টা করছেন। অনেকে অনেক ভাবে হেল্প চেয়েছে। আমি একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি এটা দেখে আপনার আইডি রিকভার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে এই সাসপেন্ড কিতা আইডি হান্ডেট পার্সেন্ট সিওর দিতে পারছিনা যে এটি আবার আপনি ফিরে পাবেন। তবে চেষ্টা করে দেখতে পারেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন (https://youtu.be/qNdVh8qofzI)
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Msweet on January 02, 2021, 08:24:16 PM
আমার টুইটার একাউন্ট টি বন্ধ হয়ে গেছে। আমি জানি না যে কি কারনে তা ঘটল তবে আশা রাখছি যে আপিলের পর তা ফেরত পাব। এখন পর্যন্ত কোথাও শুনিনি যে কেউ আপিল করে একাউন্ট রিএকটিভ করেছে।
আপনার ধারনাটি সম্পুর্ন ভুল। এপ্লিকেশন করলে যে টুইটার আইডি ফেরত দেবে এ ধারণাটি ভুল। টুইটার টিম দেখবে যে তাদের রুলস অনুযায়ী আপনার সাসপেন্ড কিত আইডিটি কতটুকু নিয়ম ভেঙেছে। সে অনুযায়ী তারা যাচাই করবে যে আপনার আইডিটি ফিরে তার যোগ্য কিনা। অতএব আপনার আইডি রিকভার টি এপ্লিকেশন করলে সেটা ফেরত পাবেন নাকি পাবেন না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রুলস এবং কন্ডিশন কি পরিমাণ অমান্য করেছেন এর ওপর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Markuri33 on January 03, 2021, 01:03:20 AM
টুইটার একাউন্ট বর্তমানে অনেক সাসপেন্ড করেছে। টুইটার ফিরিয়ে আনার জন্য অনেকেই আপিল করেছে টুইটার এডমিনের কাছে। এর আগেও কিন্তু অনেক টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছিল কিন্তু আপিল করার পরে কিছু আইডি ফিরে পেয়েছিল। এ কারণে দেখা যাচ্ছে অনেকেই আপিল করেছে কিন্তু এ পর্যন্ত কেউ তার ফিডব্যাক পায়নি। সামনে দিবে কিনা বলা যাচ্ছে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Markuri33 on January 03, 2021, 01:05:49 AM
আমার টুইটার একাউন্ট টি বন্ধ হয়ে গেছে। আমি জানি না যে কি কারনে তা ঘটল তবে আশা রাখছি যে আপিলের পর তা ফেরত পাব। এখন পর্যন্ত কোথাও শুনিনি যে কেউ আপিল করে একাউন্ট রিএকটিভ করেছে।
আপনার ধারনাটি সম্পুর্ন ভুল। এপ্লিকেশন করলে যে টুইটার আইডি ফেরত দেবে এ ধারণাটি ভুল। টুইটার টিম দেখবে যে তাদের রুলস অনুযায়ী আপনার সাসপেন্ড কিত আইডিটি কতটুকু নিয়ম ভেঙেছে। সে অনুযায়ী তারা যাচাই করবে যে আপনার আইডিটি ফিরে তার যোগ্য কিনা। অতএব আপনার আইডি রিকভার টি এপ্লিকেশন করলে সেটা ফেরত পাবেন নাকি পাবেন না এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার রুলস এবং কন্ডিশন কি পরিমাণ অমান্য করেছেন এর ওপর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ঠিক বলেছেন আসলে যে সমস্ত আইডিগুলো সাসপেন্ড করেছে হয়তো সেগুলো আর ফিরে পাওয়া সম্ভব নয়। সিআইডি গুলোর মধ্যে ক্রিপ্টোকারেন্সি বিষয়গুলি সবথেকে বেশি টুইট বা রিটুইট করা হয়েছিল সেই সমস্ত অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করেছে। এবং আরো কিছু কারণ রয়েছে যেগুলো হয়তো তাদের নিয়ম গুলো ভেঙ্গে ফেলা হয়েছিল। প্রত্যেক বছরের শেষের দিকে অনেক আইডি সাসপেন্ড করে থাকে এ সমস্ত কারণে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Sumaiya2 on January 03, 2021, 02:58:25 AM
ভাই টুইটার অ্যাকাউন্ট যদি রিকভার করার জন্য ফরম সাবমিট করেন তাহলে তারা কোন রিপ্লে দেয় না। আমি ফ্রম সাবমিট করেছিলাম কিন্তু তাদের কোন ম্যাসেজ এখনও পাইনি মনে হয় রিকভার করা যাবে না। আরো অন্য কোন পদ্ধতি যদি জানা থাকে তাহলে প্লীজ পোস্ট দিয়ে জানাবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Lovepro Max on January 03, 2021, 08:13:36 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
ভাই আমি যতটুকু জানি যে টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিলে সেটা কখনো রিকভারি করা সম্ভব নয় আর যদি রিকভারি করা যায় পরবর্তীতে আবারও সাসপেন্ড করে দেওয়া হয় সেজন্য আমি বলবো যে ভাই আপনি এখন টুইটার একাউন্ট রিকভারি নিয়ে না ভেবে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: bmr on January 03, 2021, 08:35:36 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
ভাই আমি যতটুকু জানি যে টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিলে সেটা কখনো রিকভারি করা সম্ভব নয় আর যদি রিকভারি করা যায় পরবর্তীতে আবারও সাসপেন্ড করে দেওয়া হয় সেজন্য আমি বলবো যে ভাই আপনি এখন টুইটার একাউন্ট রিকভারি নিয়ে না ভেবে নতুন একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে
তাই যদি হয় তাহলে তো আর আগের একাউন্টের জন্য সময় নস্ট না করা উচিত কেন না। সেখান থেকে আর কিছুই পাওয়া যাবে না। তবে আবারও আপিল করে রেখেছি। কেউ কেউ বলছে দিতে পারে তবে বড়দিনের উৎসব শেষ হোক তারপর তারা হয়তো কিছু একাউন্ট ছেড়ে দিতে পারে। তবে এব্যাপারে কোন নিউজ টুইটার কর্তৃপক্ষ থেকে পাওয়া যায় নি। তার শুধু বলেছে রিভিউ করা হবে সময লাগবে। এই পর্যন্তই আর কিছু না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: saidul2105 on January 03, 2021, 09:38:18 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
হুম, কিছু দিন আগে অনেক ইউজারেরই টুইটার একাউন্ট ব্যান্ড হয়ে গিয়েছে।  যদিও আমার নিজের আইডি টা এখনো সুরক্ষিত আছে, তবে আমার অনেক ফলোয়ার এবং ফলোইং কমে গিয়েছে। ব্যান্ড হয়ে যাওয়া আইডি গুলো ফিরে পাওয়ার জন্য অবশ্যই আপিল করতে হবে, কিন্তু কিভাবে যে আপিল করতে হয় সেটা আমার জানা নেই।  সেক্ষেত্রে আমাদের ফোরামের অভিজ্ঞ ভাইদের প্রতি রিকুয়েষ্ট থাকবে যে যদি কেউ এই বিষয়ে জেনে থাকেন তবে আমাদের সকলের মাঝে সেটা তুলে ধরুন, তাতে করে অনেকেই তাদের আইডি টা ফিরে পেতে পারে।                                                       
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Hasan986 on January 03, 2021, 12:06:03 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
এ নিয়ে আমার ১০ টার বেশি আইডি ডিজেবাল হয়েছে। শোকে দুঃখে এখন একটা ব্যাবহার করি তবে ফলোয়ার আর বাড়াই না। বাড়ায়ে লাভ কি। আমই কস্ট করে ৫০০০ করবো। পরের দিন তা ডিজেবাল করে দিবে। অনেক চেস্টা করেও ১ টা ডিজেবাল আইডিও ব্যাক আনতে পারি নি।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Laxmi Sharma on January 03, 2021, 12:23:07 PM
টুইটার অ্যাকাউন্টে ভাবে সাসপেন্ড করে দেয়াতে অনেকেই অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাউন্টি হান্টাররা যারা বাউন্টিতে টুইটার ক্যাম্পেইন গুলো করে থাকেন তাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করাতে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আসলে এটা খুবই দুঃখজনক। এত কষ্ট করে ফলোয়ার বাড়ানোর পরে যদি সেই আইডি সাসপেন্ড করে দেয়া হয়। আশা করি যারা তাদের অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য এপ্লাই করেছেন তারা যেন তাদের অ্যাকাউন্ট গুলো ফিরে পান।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: JISAN on January 03, 2021, 12:27:32 PM
টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটা কি বেক আনার কোন অপশন আছে।যদি থাকে তাহলে সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব তারা যেন খুবই সুন্দর ভাবে একটি তুলনামূলক পোস্ট তৈরী করে। যাতে করে নতুন ইউজার থেকে শুরু করে পুরাতন ইউজার পর্যন্ত ফিরিয়ে আনতে পারে এবং শিখতে পারে কিভাবে ফিরিয়ে আনা যায়।
এখন যে টুইটার একাউন্টগুলো সাসপেন্ড করা হয়েছে এগুলো আর রিকভারি করা যাবে না। টুইটার টিম এগুলোকে আর ঠিক করে দিবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Kangaro45 on January 03, 2021, 12:33:17 PM
অনেকেরই টুইটার একাউন্ট ব্যান্ড হয়েছে তবে এবার কিছুটা ভিন্ন মনে হযেছে। কারন এর আগেও এর রকম শোনা যাচ্ছিল যে টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছে এবং সেটা্ আবার রিকভারীও করা গেছে আপিলের মাধ্যম তবেে এবার আপিল করার পরও কোন রেসপন্স পাওয়া যাচ্ছে না। তবে এখন যেহেতু বড় দিনের ছুটিতে সবাই আছে সেক্ষেত্রে একটু সময় লাগতেই পারে। এখনো বেশ কয়েকদিন ওয়েট করতে হবে।
.   



যাদের টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়েছে তাদের বেশিরভাগই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে এ কারণে তারা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। বড়দিনের ছুটি শেষে আপিলের মাধ্যমে ব্র্যান্ড হওয়া আইডি গুলো যদি  রিকভার না করা যায় তাহলে অনেকেই অনেক বড় সমস্যায় পড়ে যাবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Riktakhanom on January 03, 2021, 01:49:43 PM
টুইটার একাউন্ট একবার ব্যান হলে রিকভার করা কঠিন হয়ে পরে. অনেক সময় তাদের সাইট এ মেইল করলেও কোনো রেস্পন্স পাওয়া যাই না সেক্ষেত্রে যারা বাউন্টি তে কাজ করে এরা অনেক হতাশায় পরে. স্ক্যাম করার কারণে ব্যান হলে ফিরে পাওয়া সম্ভব না.
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: ttcsalam on January 03, 2021, 01:53:35 PM
প্রায় কয়েক লক্ষ টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে।এতে করে সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে যারা বাউন্টি সেকশনে কাজ করে তাদের। মূলত যে সকল একাউন্ট গুলোতে হান্ডেট পার্সেন্ট ফলোয়ার লেখা ছিল দেখা গিয়েছে সে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দিয়েছে। অনেকেই আবার এপ্লাই করেছে আইডি রিকভার করার জন্য কিন্তু এখনও তাদের কোন রিপ্লাই দেয়নি। হয়তো আর আইডিগুলো রিকভারি করা যাবে না।
আমি যতটুকু জানি তাতে করে টুইটার একাউন্ট রিকভার করার কোন অপশন নেই । সে হিসাবে আমার মনে হয় নতুন একাউন্ট করেই কাজ করতে হবে।আমার নিজের একাউন্টও ব্যান হয়েছে কুবই দুখের বিষয় আমি অনেক যোগাযোগ করেছি সার্পোট সেন্টারে কিন্তু কোন লাভ হয় নাই।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Tamsialu$$ on January 03, 2021, 11:55:50 PM
ভাই কি আর বলব বলার ভাষা হারিয়ে ফেলেছি আমার টুইটার ফলোয়ার ছিল প্রায় 8 হাজারের অধিক। করে দেখলাম আমার আইডি সাসপেন্ড করেছে। তারপরপরই আমি টুইটার একাউন্ট ফিরে পাবার জন্য আপিল করেছি তার কোন খুঁজই পাচ্ছিনা। এখনও বলা যাচ্ছে না আইডি ফিরিয়ে দেবে নাকি দেবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Tamsialu$$ on January 03, 2021, 11:58:03 PM
টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সেটা কি বেক আনার কোন অপশন আছে।যদি থাকে তাহলে সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব তারা যেন খুবই সুন্দর ভাবে একটি তুলনামূলক পোস্ট তৈরী করে। যাতে করে নতুন ইউজার থেকে শুরু করে পুরাতন ইউজার পর্যন্ত ফিরিয়ে আনতে পারে এবং শিখতে পারে কিভাবে ফিরিয়ে আনা যায়।
এখন যে টুইটার একাউন্টগুলো সাসপেন্ড করা হয়েছে এগুলো আর রিকভারি করা যাবে না। টুইটার টিম এগুলোকে আর ঠিক করে দিবে না।
হ্যাঁ আসলে অনেক আইডি সাসপেন্ড করেছে কিন্তু কেউ কোনো রিসপন্স পাচ্ছে না হয়তো আর আইডি ফিরে পাবেনা। বর্তমানে যে আইডিগুলো নতুন এ করা হচ্ছে আবার দেখতে পাচ্ছি অনেকগুলো কয়েকদিন পরেই সাসপেন্ড করে দিচ্ছি।
তাই বলছি ব্রো আপনার কাছে যদি কোন ভালো উপায় থাকে কিভাবে আইডি করলে ব্যান্ড বা সাসপেন্ড হবে না। একটু যদি আলোচনা করতেন তাহলে সবার জন্যই ভালো হতো।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Monster5 on January 04, 2021, 07:03:07 AM
এই কয়দিনে অনেকগুলো টুইটার একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে যার কারণে সবাই এখন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আছে যারা বিভিন্ন বাউন্টি সেকশন এ কাজ করে এটা খুবই দুঃখজনক একটা ঘটনা পরবর্তীতে অ্যাকাউন্টগুলো ফিরে পাওয়া সম্ভব কিনা এটা বলা খুবই মুশকিল তাই আমার টুইটার একাউন্ট ও রিকভার করে রেখেছি জানিনা এখন একাউন্টি ফিরে পাব কিনা।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Alt20 on January 04, 2021, 09:10:06 AM
বর্তমান অবস্থা দেখে আর আশা না করাই ভাল। করন আমি দেখেছি যদি কেউ নতুন কোন টুইটার একাউটন্ট ক্রিয়েট করে সেটাও আবার সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমার মনে হয টুইটার এখন শক্ত অবস্থানে গিয়েছে। রিকভারী সম্ভব নাও হতে পারে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Trumpet on January 04, 2021, 09:13:35 AM
বাউন্টি ফোরামে অনেকে বাউন্টি করার জন্য টুইটার ক্যাম্পেইন টুইটার অ্যাকাউন্ট দিয়ে বাউন্টি করত। টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে অনেকের ফলোয়ার কমে গিয়েছে। অনেকের সাসপেন্ড কৃত আইডি রিকভার করার জন্য চেষ্টা করছেন। অনেকে অনেক ভাবে হেল্প চেয়েছে। আমি একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি এটা দেখে আপনার আইডি রিকভার করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে এই সাসপেন্ড কিতা আইডি হান্ডেট পার্সেন্ট সিওর দিতে পারছিনা যে এটি আবার আপনি ফিরে পাবেন। তবে চেষ্টা করে দেখতে পারেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন (https://youtu.be/qNdVh8qofzI)
ধন্যবাদ ভাই আপনাকে টুইটার একাউন্ট রিকভার সম্পর্কিত এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।আপনার ভিডিওটি আমার কাছে অনেক হেল্প ফুল মনে হয়েছে এখন চেষ্টা করে দেখি ভিডিও অনুযায়ী কাজ করলে টুইটার অ্যাকাউন্ট ফেরত পাওয়া যায় কিনা। আশা করি আমি আমার টুইটার একাউন্ট ফেরত পাব।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Milon626 on January 04, 2021, 09:25:20 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
আমার নিজের টুইটার একাউন্টও ব্যান্ড হয়ে গেছে।  এই বিষয়টা নিয়ে আমি নিজেও অনেক চিন্তায়  আছি যে কিভাবে আমি আমার আইডিটা ফিরে পেতে পারি।  কিন্তু কোন ভাবেই বুঝতে পারতেছি না যে কিভাবে আমি আমার আইডি ফিরে পাওয়ার জন্য   এপ্লাই করবো।                       
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Princeraju on January 04, 2021, 10:15:12 AM
আমার 10k ফলোয়ার সহ একটি টুইটার অ্যাকাউন্ট আছে। আমার অ্যাকাউন্টটি নষ্ট হয়নি। আমি মূলত টুইটার অ্যাকাউন্টে বাউন্টি করিনা। অনেক আগে করতাম। আমার একাউন্ট এখনো ভালো আছে
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Ricky on January 04, 2021, 10:25:51 AM
ভাই আমি মনে করি টুইটার একাউন্ট একবার সাসপেন্ড করলে সেই একাউন্টা আর ফিরে পাওয়া সম্ভব নয়। আপনাদের কি মতামত.? একবার টুইটার একাউন্ট সাসপেন্ড করলে সেই অ্যাকাউন্ট কি কোন ভাবে ফিরে পাওয়ার কোন উপায় রয়েছে.? আদৌ কি সেই একাউন্ট ফিরে পাওয়া সম্ভব.? যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে করতে হয় কারো জানা থাকলে প্লিজ একটু জানিয়ে দেবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: johnson on January 04, 2021, 12:41:12 PM
টুইটার একাউন্ট রিকভার হয়েছে এমন কোন তথ্য এখনো পায়নি। যদিও অনেকেই আমরা আপিল করেছি কিন্তু তারা কোন রিপলাই দেয়নি। তাই আমি আর কোন রাস্তা দেখছি না এটি রিকভার করার জন্য।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Btceth01 on January 04, 2021, 12:52:26 PM
আমরা জানি যে কিছুদিন আগে অনেকেই টুইটার একাউন্ট বাতিল করা হয়েছে। তবে কি কারণে বাতিল করা হয়েছে এটা কিন্তু কেউই ভালো করে জানে না। তবে আমি যেটুকু জানি সেটুকু হলো স্কামিং কোন কিছু পোস্ট করা এবং স্কামিং কোন কিছু শেয়ার করার কারণে এবং ভায়োলেশন করার কারণে একাউন্ট সাসপেন্ড করা হয়েছে। তবে এই সমস্ত একাউন্ট রিকভার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি তার নিচের লিংকটি দিয়ে দিলাম
https://help.twitter.com/forms/general?subtopic=suspended
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: XM8 on January 04, 2021, 12:58:07 PM
ভাই টুইটার অ্যাকাউন্ট যদি রিকভার করার জন্য ফরম সাবমিট করেন তাহলে তারা কোন রিপ্লে দেয় না। আমি ফ্রম সাবমিট করেছিলাম কিন্তু তাদের কোন ম্যাসেজ এখনও পাইনি মনে হয় রিকভার করা যাবে না। আরো অন্য কোন পদ্ধতি যদি জানা থাকে তাহলে প্লীজ পোস্ট দিয়ে জানাবেন।
আমারও সেটাই মনে হয় এক ভাই এখানে একটি ভিডিওর কথা নিয়ে আলোচনা করেছিলেন আমি ভিডিওটি সম্পূর্ন দেখেছিলাম এবং ভিডিওটি সম্পূর্ন দেখে সেই ভিডিও অনুযায়ী ফরম জমা দিয়েছিলাম কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রিপ্লে পাইনি আমি দুইবার ফরম জমা দিয়েছিলাম আমার মনে হয় না যে ব্যান হওয়া আইডি আর রিকভার করা যাবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: LeziT on January 04, 2021, 01:07:15 PM
ভাই টুইটার অ্যাকাউন্ট যদি রিকভার করার জন্য ফরম সাবমিট করেন তাহলে তারা কোন রিপ্লে দেয় না। আমি ফ্রম সাবমিট করেছিলাম কিন্তু তাদের কোন ম্যাসেজ এখনও পাইনি মনে হয় রিকভার করা যাবে না। আরো অন্য কোন পদ্ধতি যদি জানা থাকে তাহলে প্লীজ পোস্ট দিয়ে জানাবেন।
আমারও সেটাই মনে হয় এক ভাই এখানে একটি ভিডিওর কথা নিয়ে আলোচনা করেছিলেন আমি ভিডিওটি সম্পূর্ন দেখেছিলাম এবং ভিডিওটি সম্পূর্ন দেখে সেই ভিডিও অনুযায়ী ফরম জমা দিয়েছিলাম কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রিপ্লে পাইনি আমি দুইবার ফরম জমা দিয়েছিলাম আমার মনে হয় না যে ব্যান হওয়া আইডি আর রিকভার করা যাবে।
টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়া সত্ত্বেও সেই একাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব। সাসপেন্ড হওয়া একাউন্ট রিকভার করা যায় যদি সে ভালোভাবে রিকভারি করতে পারে। তবে অনেক ক্ষেত্রে রিকভার করলে রিকভারি হয় না। যেকোনো একটি একাউন্ট সাসপেন্ড হওয়ার পেছনে কিছু কারণ থাকে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Goldlife on January 05, 2021, 04:35:44 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
আমার মনে হয় না যে টুইটার একাউন্ট রিকভার করার কোন উপায় আছে তাই নতুন করে টুইটার একাউন্ট করুন এবং নতুন করে ফরওয়ার্ড করুন এ ছাড়া কোন উপায় নেই ধন্যবাদ।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Goldlife on January 05, 2021, 04:37:46 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
আমার মনে হয় না যে টুইটার একাউন্ট রিকভার করার কোন উপায় আছে তাই নতুন করে টুইটার একাউন্ট করুন এবং নতুন করে ফরওয়ার্ড করুন এ ছাড়া কোন উপায় নেই ধন্যবাদ।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Kangaro45 on January 05, 2021, 04:53:59 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।



গত কয়েকদিনে অনেকের টুইটার অ্যাকাউন্ট ব্যান হয়েছে আমার জানামতে অনেকেই টুইটার একাউন্ট রিকভার এর জন্য আবেদ করেছে কিন্তু তারা কেউ এখনো অ্যাকাউন্ট ফিরে পায়নি আদৌ অ্যাকাউন্ট ফেরত দেবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Irfan12@ on January 06, 2021, 06:21:07 AM
 টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিলে সেটা আর রিকভার করা যায় না হ্যা কিছু কিছু একাউন্ট অ্যাপ্লিকেশন করলে ফেরত পাওয়া যায় আমার মনে হয় টুইটার একাউন্ট ভেরিফাই করে নিলে আর এই সমস্যার সম্মুখীন হতে হতো না। দুঃখের বিষয় হলো আমারও একটি টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে কিন্তু আমি পুনরায় আবার আরেকটি একাউন্ট করেছিলাম সেটিও সাসপেন্ড করে দিয়েছে আমি এখন বুঝতে পারছি না কেন তারা বারবার আমার একাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারি যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো রিপ্লাই দিয়ে সাহায্য করুন
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Rony on January 06, 2021, 02:52:35 PM
আমি ফোরামের নতুন সদস্য। নতুন সদস্য হওয়ার কারণে আমার অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। এই ফোরামে পোস্ট করার সময় অনেক সময় ভুল মন্তব্য হয় সঠিক জ্ঞান না থাকার কারণে যদি কোন ভুল মন্তব্য করি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। টুইটার একাউন্ট রিকভার সম্পর্কে আমার তেমন অভিজ্ঞতা নেই তাই এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারছিনা এই বিষয়ে জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের পরামর্শ নেওয়া উচিত।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Emon khan on January 06, 2021, 04:11:42 PM
আসসালামুয়ালাইকুম টুইটার একাউন্ট রিকভার সম্পর্কে আমার কোন ধারণা নাই যদি কোনো বড় ভাই জেনে থাকেন তাহলে আমাকে টুইটার একাউন্ট রিকবার সম্পর্কে জানিয়ে যাবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Damrai5$ on January 06, 2021, 05:45:53 PM
আমি অনেকের টুইটার লক্ষ করলাম অনেক ইউজার এর একাউন্ট সাসপেন্ড করেছে।যে কারণে তারা সেই টুইটার একাউন্ট রিকভারি করার জন্য তারা টুইটার এডমিনদের কাছে এপ্লাই করেছে। এ পর্যন্ত আমি কারো আইডি ফিরে আসতে শুনিনি। হয়তো আর রিকভারি করা সম্ভব হবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Rakin343 on January 06, 2021, 06:46:47 PM
বর্তমানে অনেক টুইটার একাউন্ট সাসপেন্ড করা হয়েছে।তবে যে সমস্ত একাউন্ট সাসপেন্ড করা হয়েছে ঐ সমস্ত একাউন্ট রিকভারি করা যাচ্ছে না। বিভিন্নভাবে আপিল করা সত্ত্বেও তারা কোন রিপ্লে করছে না। আমারও টুইটার একাউন্ট সাসপেন্ড হয়েছে। আমি অনেকবার আপিল করেছি কিন্তু তারা কোনো রিপ্লাই দিচ্ছে না।নতুন এ একটা একাউন্ট করেছিলাম কিন্তু সেটাও সাসপেন্ড করা হয়েছে ‌ তাই এখন আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিনা। তবে আমি প্রতিনিয়তই আপিল করে যাচ্ছি দেখি শেষ পর্যন্ত কি হয়। আপনার অ্যাকাউন্ট যদি আপনি ফিরে পেতে চান তাহলে আপনিও আপিল করতে পারেন আমি আপিল করার লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি।
https://help.twitter.com/forms/general?subtopic=suspended
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Tunir Baap on January 07, 2021, 04:21:23 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
অনেকের টুইটার অ্যাকাউন্ট বিনা কারণে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু আমার টুইটার একাউন্ট ব্যান হয়নি কিন্তু আমার টুইটার একাউন্ট এর ফলোয়ার্স 1000 থেকে পনের শত কমে গেছে। কিন্তু টুইটার একাউন্ট রিকভার নিয়ে ফোরামের এক ভাই একটি পোষ্ট করেছিলেন এবং তার পোস্টে একটি ভিডিও শেয়ার করে ছিলে আশা করি আপনি যদি ওই ভিডিওটি ভালোভাবে দেখেন হয়তো আপনার টুইটার একাউন্ট রিকভার করতে পারবেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Crypto Banglu on January 07, 2021, 04:34:24 AM
ভাই আমার একটা প্রশ্ন করার ছিল। টুইটার একাউন্ট কি সত্যিকার অর্থে রিকভার করা সম্ভব। কোন টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করা হয় তাহলে কি সেই একাউন্ট আর রিকভার করে ফিরিয়ে আনা সম্ভব কিনা? প্লিজ কারো জানা থাকলে একটু জানিয়ে দেবেন। আর যদি রিকভার করা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে করতে হয়।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Jaya60 on January 07, 2021, 08:44:29 AM
ভাই আমার একটা প্রশ্ন করার ছিল। টুইটার একাউন্ট কি সত্যিকার অর্থে রিকভার করা সম্ভব। কোন টুইটার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড করা হয় তাহলে কি সেই একাউন্ট আর রিকভার করে ফিরিয়ে আনা সম্ভব কিনা? প্লিজ কারো জানা থাকলে একটু জানিয়ে দেবেন। আর যদি রিকভার করা সম্ভব হয় তাহলে সেটা কিভাবে করতে হয়।
ভাই দুঃখের কথা কি আর বলব আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে। অনেক রকমের চেষ্টা করলাম কোনভাবেই রিকভারি করতে পারছিনা।হয়তো যদি তারা ফিরিয়ে দিত টুইটার একাউন্ট তাহলে তারা দু-একদিনের মধ্যেই জিমেইলে একটা ম্যাসেজ দিত। কিন্তু এই পর্যন্ত কোন নোটিফিকেশন আসেনি টুইটার থেকে। হয়তো আর টুইটার একাউন্ট রিকভারি করা যাবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Najmul on January 23, 2021, 01:31:12 PM
আমরা অনেকেই টুইটার ব্যবহার করে থাকি। এবং কি আমরা এই টুইটার আইডি থাকে অনেক প্রজেক্টে ব্যবহার করে থাকি। কিন্তু হঠাৎ করে এই আইডি ব্যান্ড হয়ে গেলে আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়ায়। এই টুইটার আইডি কেন ব্যান্ড হয় তা যদি গ্রুপে কোন বড় ভাই দের জানা থাকে তাহলে আলোচনার মাধ্যমে আমাদের একটু বুঝিয়ে দিলে আমাদের অনেক উপকার হত।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: AlviNess on February 24, 2021, 11:33:07 AM
আমার মনে হয়না টুইটার একাউন্ট সাসপেন্ড করার পর আবার রিকভারি করা যায়। যদিও ইউটিউবে অনেক ভিডিও আছে টুইটার একাউন্ট রিকভারি করা নিয়ে তবে সেই ভিডিওগুলো কাজের না বলে আমি মনে করি।সবাই সতর্ক ভাবে আপনার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করুন যাতে টুইটার অ্যাকাউন্ট ব্যান না হয়।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Mj joy on February 28, 2021, 06:47:14 PM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
  হ্যাঁ ভাই আপনি খুব সুন্দর এবং মূল্যবান একটি পোস্ট করেছেন এ টুইটার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার কারণ বুঝতে পারতেছি না তবে হ্যাঁ আপনি যে কথাটি তুলে ধরেছেন আশা করব সিনিয়র বড় ভাইরা যারা আছেন তারা এ বিষয়ে খুব সুন্দর একটি মন্তব্য পেশ করবেন। যাতে করে আমাদের মত ভুক্তভোগীদের উপকার হয় এবং নতুন যারা আছে তাদেরও অনেক উপকার হয় ।  ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Ronald on March 01, 2021, 05:43:26 AM
টুইটার একাউন্ট আগে রিকভারী করা গেলেও এখন আর করা যাচ্ছে না। নিয়ম আগের টাই আছে কিন্তু এপ্লাই করলে কোন রিপ্রাই পাওয়া যায় না। কাজেই সেটা আর রিকভারী হবে না। বিশেষ করে যেই একাউন্ট ‍গুলো এবছরের শেষের দিকে ব্যান হয়েছে সেই একাউন্ট গুলোরই এই অবস্থা।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Newron on March 01, 2021, 07:19:49 AM
টুইটার একাউন্ট আগে রিকভারী করা গেলেও এখন আর করা যাচ্ছে না। নিয়ম আগের টাই আছে কিন্তু এপ্লাই করলে কোন রিপ্রাই পাওয়া যায় না। কাজেই সেটা আর রিকভারী হবে না। বিশেষ করে যেই একাউন্ট ‍গুলো এবছরের শেষের দিকে ব্যান হয়েছে সেই একাউন্ট গুলোরই এই অবস্থা।
টুইটার একাউন্ট আদৌ কি রিকভার করা সম্ভব।আমার মনে হয় 2001 রিকভার করলেও সেগুলো আবার সাসপেন্ড করে দেওয়া হয়। তাই আমার মতে নতুন টুইটার একাউন্ট করে নেওয়াই ভালো। তবে একাউন্ট করার পর ভেরিফাই করে নিলে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: ExtraPoint on March 01, 2021, 09:15:59 AM
ঠিক কথা বলেছেন অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু কিসের জন্য ব্যান্ড করা হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। ব্যান্ড করার পর একাউন্ট কিভাবে রিকভার করা যায় সেই সম্পর্কে কিন্তু এখনো কোনো টপিক তৈরি করা হয়নি। সিনিয়র ভাইদের অনুরোধ করছি এই সম্পর্কে টপিক তৈরি করে জুনিয়র দের সাহায্য করার জন্য।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: JISAN on March 01, 2021, 05:02:49 PM
Twitter সাসপেন্ড হলে টুইটার কর্তৃপক্ষ সেটি সহজে ঠিক করে দেয়না তবে আপনি যদি প্রমাম করতে পারেন যে আপনার একাউন্টটি আপনার অর্জিনাল এবং এটি আপনি টুইটারের রুলস অনুযায়ী ব্যবহার করতেছেন কোনো ফল্ট করেননি অকারনে আপনার একাউন্ট সাসপেন্ড হয়েছে তাহলে সে ক্ষেত্রে আপনি আপনার একাউন্ট ব্যাক পেতে পারেন। তার জন্য আপনাকে টুইটারের সাপর্ট মেইল এ ই-মেইল করতে হবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Afnan on March 02, 2021, 06:15:50 AM
আমার মত হয়তো আরও অনেকেরই টুইটার অ্যাকাউন্ট ব্যান করে দেওয়া হয়েছে।অনেকে হয়তো জানেন না যে কেন তার টুইটার অ্যাকাউন্ট ব্যান করা হলো।টুইটার অ্যাকাউন্ট ব্যান করা নিয়ে অনেক ভাই অলরেডি টপিক তৈরি করেছেন। কিন্তু কেউ এই বিষয়টা পিক তৈরি করেনি যে কিভাবে টুইটার একাউন্ট আবার রিকভারি করা যায়।যদি এ বিষয়ে কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই এখানে বিস্তারিত আলোচনা করুন। কারণ হয়তো আপনার আলোচনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে গেলে অব্যশই টুইটার একাউন্ট খুবই গুরুত্বপুর্ন। অনেকে প্রজেক্টে জয়েন করে কাজ করতেছে কিন্তু হঠাৎ করা দেখতে পারছে তার টুইটার একাউন্ট ব্যান্ড হয়ে গেছে ফলে তাদের অনেক লোকসান হয়ে যাচ্ছে। তাই আমি আশা করছি টুইটার একাউন্ট রিকভার করা যায় কিনা সেটা নিয়ে অব্যশই সিনিয়র ভাইরা বিস্তারিত আলোচনা করবে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Tubelight on March 21, 2021, 04:25:03 PM
যাদের অ্যাকাউন্ট গুলো ব্যান করা হয়েছিল ইতোমধ্যেই তাদের অ্যাকাউন্ট গুলো আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে একাউন্টগুলো চেক করতে পারেন।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Fighter on March 21, 2021, 04:29:15 PM
ভাই টুইটার অ্যাকাউন্ট যদি রিকভার করার জন্য ফরম সাবমিট করেন তাহলে তারা কোন রিপ্লে দেয় না। আমি ফ্রম সাবমিট করেছিলাম কিন্তু তাদের কোন ম্যাসেজ এখনও পাইনি মনে হয় রিকভার করা যাবে না। আরো অন্য কোন পদ্ধতি যদি জানা থাকে তাহলে প্লীজ পোস্ট দিয়ে জানাবেন।
আমারও সেটাই মনে হয় এক ভাই এখানে একটি ভিডিওর কথা নিয়ে আলোচনা করেছিলেন আমি ভিডিওটি সম্পূর্ন দেখেছিলাম এবং ভিডিওটি সম্পূর্ন দেখে সেই ভিডিও অনুযায়ী ফরম জমা দিয়েছিলাম কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রিপ্লে পাইনি আমি দুইবার ফরম জমা দিয়েছিলাম আমার মনে হয় না যে ব্যান হওয়া আইডি আর রিকভার করা যাবে।
টুইটার একাউন্ট সাসপেন্ড হওয়া সত্ত্বেও সেই একাউন্টটি ফিরিয়ে আনা সম্ভব। সাসপেন্ড হওয়া একাউন্ট রিকভার করা যায় যদি সে ভালোভাবে রিকভারি করতে পারে। তবে অনেক ক্ষেত্রে রিকভার করলে রিকভারি হয় না। যেকোনো একটি একাউন্ট সাসপেন্ড হওয়ার পেছনে কিছু কারণ থাকে।
ভাই ধন্যবাদ বিস্তারিত বলার জন্য। আমি জানতাম না যে কিভাবে টুইটার একাউন্ট রিকভার করে ফেরত আনা যায়। এটা তো সিওর না যে রিকভার করলে 100% করো রিকভার হবে। যদি ভুল হয় তাহলে কি একাউন্ট রিকভার হবে না।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Acifix on March 22, 2021, 02:39:48 AM
আমি লক্ষ্য করলাম যে এই ইউজাররা টুইটার একাউন্ট  রিকভারি করেছে। তাকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়ার জন্য এপ্লাই করেছে। যার কারণে টুইটার অ্যাকাউন্ট আবার রিকভারি করেছে।
Title: Re: টুইটার একাউন্ট রিকভার
Post by: Dark Knight on March 22, 2021, 03:36:04 AM
টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিলে সেটা আর রিকভার করা যায় না হ্যা কিছু কিছু একাউন্ট অ্যাপ্লিকেশন করলে ফেরত পাওয়া যায় আমার মনে হয় টুইটার একাউন্ট ভেরিফাই করে নিলে আর এই সমস্যার সম্মুখীন হতে হতো না। দুঃখের বিষয় হলো আমারও একটি টুইটার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে কিন্তু আমি পুনরায় আবার আরেকটি একাউন্ট করেছিলাম সেটিও সাসপেন্ড করে দিয়েছে আমি এখন বুঝতে পারছি না কেন তারা বারবার আমার একাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে এক্ষেত্রে আমি কি করতে পারি যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো রিপ্লাই দিয়ে সাহায্য করুন
টুইটারে কিছু নিয়ম নীতি আছে যেগুলো না মানলে টুইটার একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। টুইটার অ্যাকাউন্ট সহজে কিন্তু রিকভার করা যায় না। কিন্তু আপনি যে বলেছেন যে টুইটার একাউন্ট ভেরিফাই করে নিলে আর সাসপেন্ডেড হবে না। কথার কথা হল টুইটার একাউন্ট কি ফোনের মাধ্যমে ভেরিফাই করে নেওয়া যায় নাকি পিসি কম্পিউটার দিয়ে ভেরিফাই করে নিতে হবে।আমি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে চেয়েছিলাম কিন্তু ফোনের মাধ্যমে করতে পারিনি।তাই আপনি যদি আপনার অ্যাকাউন্ট ফোনের মাধ্যমে ভেরিফাই করে থাকেন তাহলে কোন উপায় করেছেন সেটা বলবেন প্লিজ।