Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on January 03, 2021, 04:59:05 AM
-
(https://i.imgur.com/cX8fP0I.jpg)
এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?
-
বিটকয়েন সত্যি সবাইকে অবাক করে দিচ্ছে দিনের পর দিন। এক লাফে বিটকয়েনের দাম এতটাই বেড়ে গেল যে কল্পনার বাইরে। ৯কে তে যারা যারা বিটকয়েন বিক্রি করেছিল বা বিটকয়েনকে USDt তে পরিবর্তন করেছে তাদের জন্য সত্যি এটা অনেক কষ্টের ব্যাপার।
-
হ্যা অদ্ভুত ই বটে তবে অবাক হয়নি। তবে বিটকয়েন যে হারে বাড়তেছে আমার মনে পড়ে যাচ্ছে ২০১৭ সালের কথা। তখনো এরকম ভাবে দাম বেড়েছিল কিন্তু পরের বছর বড় ধরনের ধস নামে। এখন আবার তার পুনরাবৃত্তি হয় কিনা এমন একটা আশংকা থাকছেই।
-
হ্যা অদ্ভুত ই বটে তবে অবাক হয়নি। তবে বিটকয়েন যে হারে বাড়তেছে আমার মনে পড়ে যাচ্ছে ২০১৭ সালের কথা। তখনো এরকম ভাবে দাম বেড়েছিল কিন্তু পরের বছর বড় ধরনের ধস নামে। এখন আবার তার পুনরাবৃত্তি হয় কিনা এমন একটা আশংকা থাকছেই।
যতদূর সম্ভব এই রকম আর কিছুই হবে না, এখনকার হিসাবে প্রতি বিটকয়েনের মূল্য ৩২.৪ হাজার ডলার। যদি এর দাম কমেও যায়, তাহলে সেই রকম কোন ধস হবেনা বাজারে।
-
সত্যিই ভাই আমিও এটা দেখার পর অবাক হয়ে গেছিলাম যে বিটকয়েনের দাম এত বাড়ছে কেন হঠাৎ করেই 32 হাজার ডলার ছাড়িয়েছে এটা অবাক করার একটি দৃশ্য যে দেখবে সেই আবাক হয়ে যাবে মিটকন এর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা সর্বকালের রেকর্ড ভেঙ্গে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে নতুন একটি রেকর্ড তৈরি করেছে।
-
(https://i.imgur.com/cX8fP0I.jpg)
এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?
সত্যিই বিটকয়েনের দাম এতটা বৃদ্ধিতে সবাই হতবাক হয়ে গেছে কেউ কল্পনাও করতে পারেনি যে বিটকয়েনের দাম এতটা বৃদ্ধি পাবে তবে এত অল্প সময়ের মধ্যে কিন্তু বিষয়টি খুবই ভালো কেননা যারা বিটকয়েন হোল্ড করে রেখেছিল তারা এখান থেকে ভালো রকম উপার্জন করতে পারবে
-
বিটকয়েন কারো কাছে থাকলে হোল্ড করুন।সারা পৃথিবীব্যাপী অর্থনীতির অবস্থা পরিবর্তন হবে। তাই কয়েনের বাজার বৃদ্ধি পাবে।
(https://i.ibb.co/DWtk5H1/IMG-20210103-172924.jpg)
-
বিটকয়েন এর বর্তমান মুভমেন্ট সারা বিশ্বকে অবাক করে দিয়েছে। বিটকয়েনের দাম যে হারে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে তাতে অবাক না হয়ে কোন উপায় নেই। বিটকয়েন হঠাৎ করে এভাবে পাম্প করতে শুরু করবে কারো ধারণা ছিল না। বিটকয়েন প্রতিনিয়ত নিজেই নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে বিটকয়েনের মুভমেন্ট অনেক ভালো লক্ষ করা যাচ্ছে। এভাবে চলতে থাকলে আশা করা যায় বিটকয়েন অতি দ্রুতই আরো অনেক ভালো পজিশনে চলে যাবে।
-
বিটকয়েনের এরকম দাম দেখে সবাই মনে হয় অবাক হয়েছেন কারণ বিটকয়েনের দাম শুধু বৃদ্ধি পেতে চলেছে। এভাবে যদি বিটকয়েনের দাম বাড়তে থাকে তাহলে অল্প কয়েকদিনের ভিতরে বিটকয়েনের দাম 50 হাজার ডলার স্পর্শ করতে যাচ্ছে।
-
আমি নিজেও অবাক হয়েছি। সত্যি আপনার মেধা আপনাকে অনেক দুর নিয়ে যাবে কারন এই সুন্দর বিষয় টা আপনার চোক কে এড়িয়ে যাইতে পারে নাই। আপনি অনেক জ্ঞানী এই জগতে আশা করছি আগামীতে আরও বেশি সুন্দর সুন্দর পোষ্ট পাব আপনার মাধ্যমে।
-
বর্তমান সময়ে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অদ্ভুত বলা চলে। আজ বিটকয়েনের দাম 34 হাজার ডলার । কিছুদিন আগেও বিটকয়েনের দাম ছিল 22000 ডলার। হঠাৎ করে বিটকয়েনের দাম এতটা বৃদ্ধি পাওয়া অদ্ভুত মনে হচ্ছে।
-
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা পাম্প করা সবাইকেই অবাক করে দিয়েছে। বিটকয়েনের প্রাইস নাকি আরো বৃদ্ধি পাবে সে হিসেবে অনেকেই বিশ্লেষণ করেছে।বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পাওয়ায় আমার কাছে অনেক ভালো লাগছে যে ক্রিপ্টোকারেন্সি অবশ্যই অনেক এগিয়ে যাক। এমন এক সময় আসবে তখন দেখা যাবে বিটকয়েনের প্রভাবটা অন্য সকল কয়েন এর উপরে পড়বে।
-
বিটকয়েন কারো কাছে থাকলে হোল্ড করুন।সারা পৃথিবীব্যাপী অর্থনীতির অবস্থা পরিবর্তন হবে। তাই কয়েনের বাজার বৃদ্ধি পাবে।
হুম বিটকয়েন ৫০ হাজার ডলারে যেতে পারে যেদিন থেকে পেপাল বিটকয়েন নিয়ে কাজ করা শুরু করছে সেদিন থেকেই বিটকয়েন, ইথারিয়াম লাফাইতেছে।
-
বিটকয়েনের দাম প্রতিনিয়ত অদ্ভুত ভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা আমার কাছে অস্বাভাবিক দাম বলে মনে হচ্ছে। বর্তমানে বাজারে বিটকয়েনের মূল্য বৃদ্ধি সবার টনক নাড়িয়ে দিয়েছে। অনেক ব্যবহারকারী বিটকয়েন হোল্ড করে থাকে, তারাই বর্তমানে লাভবান হচ্ছে।
-
আমি মনে করি বিটকয়েন এখন আর সাধারন ইনভেস্টরের আওতায় নেই। একটি রিসার্চের মধ্যে দেখলাম যে প্রায় 98% বিটকয়েন রয়েছে কয়েক জন ইনভেস্টরের হাতে। তাই বিভিন্ন সময় বিটকয়েনের বিভিন্ন রুপ দেখা যায়।
-
বিটকয়েনের দাম বাড়াতে আমি নয় সকলেই অনেক অবাক। তবে দুঃখের বিষয় কি বিটকয়েনের এমন দাম বাড়াতে আমরা অনেক খুশি এটা ঠিক আছে।তবে আমাদের শুধু দেখেই যেতে হচ্ছে সেখানে কিন্তু আমরা কোন প্রফিট পাচ্ছি না।নতুন কোনো ভালো প্রজেক্টর আসছে না যে কাজ করে কিছু পেমেন্ট হাতিয়ে নেবে। বিটকয়েনের আরো দাম বৃদ্ধি পাক এটা আমাদের সকলের প্রত্যাশা। তবে বাজারে যেন ভালো ভালো bounty ক্যাম্পেইন আসে এবং আমরা কাজ করে যেন প্রফিট পেতে পারি।
-
হ্যাঁ, বিটকয়েনের দাম অদ্ভুত ভাবে বৃদ্ধি পাচ্ছে। কারণ আগের কোন বছরগুলোতে বিটকয়েনের দাম এত বেশি বৃদ্ধি পায়নি। তাই বাজার সম্পর্কে সবাই অনেক চিন্তিত।
-
গত কয়েক বছরের তুলনায় এ বছর বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।তাই সারা পৃথিবীব্যাপী মানুষের কাছে অবাক করা বিষয় মনে হচ্ছে। তবে ভবিষ্যতে আরো বেশি বৃদ্ধি পাবে, এটাই সবাই ভবিষ্যদ্বাণী করে।
-
সত্যিই বিটকয়েনের প্রাইস এভাবে বৃদ্ধি পাওয়ায় সবাইকে অবাক করে দিয়েছে। বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পাওয়ায় অনেকে ইনভেস্ট করতে ভয় পাচ্ছি। হঠাৎ করে যদি আবারো কমে যায় কিন্তু বিটকয়েন প্রাইস হয়তো 30000 ডলারের নিচে নামবে না।
-
বিগত কয়েক বছরের তুলনায় বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে। সত্যি ব্যাবসায়ীরা অনেক অবাক বিটকয়েন এর এত উচ্চ মূল্য দেখে। বিটকয়েন এর দাম বৃদ্ধি তার সব লেভেল ক্রস করে ফেলেছে।
-
বিটকয়েন এর দাম বৃদ্ধির ভুতুড়ে আচরণ সবাইকে অবাক করে দিয়েছে। হঠাৎ করে 2020 সালের শেষের দিকে এসে বিটকয়েনের মূল্যবৃদ্ধি সত্যিই আশ্চর্যজনক। এখন পর্যন্ত বিটকয়েন তার মূল্য বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। আজকে বিট কয়েনের মূল্য 34 হাজার ডলার অতিক্রম করেছে। অনেকেই তাদের সামর্থ্য অনুযায়ী বিটকয়েন হোল্ড করে রাখার চেষ্টা করছে ভবিষ্যতে এর থেকে ভাল প্রফিট পাওয়ার জন্য।
-
হ্যাঁ ভাই বিটকয়েন এর প্রাইস দেখে আমরা সবাই অবাক। বিটকয়েনের প্রাইস এতটা বেড়ে গিয়েছে যে আমাদেরকে অবাক হতে বাধ্য করেছে। আসলে বিটকয়েন হঠাৎ করে এভাবে এতটা পাম্প করবে আমাদের কারো ধারণা ছিল না। আশা করব বিটকয়েন এভাবেই চলতে থাকবে তার আপন গতিতে।
-
(https://i.imgur.com/cX8fP0I.jpg)
এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?
ভাই বিটকয়েন ইতোমধ্যে ৩৩৩৩৩.৩৩ ডলারও পার করে গেছে। ধরতে গেলে বিটকয়েন এখন প্রতি দিনই নতুন নতুন রেকর্ড তৈরী করেই চলেছে। আমরা ক্রিপ্টোতে এক যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করতে পারছি।
-
(https://i.imgur.com/cX8fP0I.jpg)
এইটা কেমনে সম্ভব এতো ট্রেড এর মধ্যে এইটা বজায় রাখা ৩৩,৩৩৩.৩৩ ডলার ২৪ ঘন্টায় সর্বোচ্চ দাম। বিষয়টা সত্যি অবাগ করার মতো আমি দেখে শুধু কিছুক্ষন চেয়ে রইলাম আর ভাবলাম। বিটকয়েন আর কত খেলা দেখাইবো। এটা দেখে আপনার অনুভূতি কি?
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান পোষ্টটি করার জন্য আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম আশা করি আরও ভাল ভাল পোস্ট করবেন আমাদের মাঝে এবং ফোরামকে আরও উন্নত করতে সাহায্য করবেন থ্যাঙ্ক।।
-
আমার কিছু ডলার বিটকয়েন ছিলো । আমি প্রয়োজনে ১০কে রেটে সেল দিয়েছিলাম। এখন পস্তাইতে হচ্ছে। আমার মতে বিটকয়েন যার কাছ যতটুকু আছে সেটা অন্তত ৫ বছরের জন্য রেখে দেওয়াই উত্তম। একসময় দেখা যাবে ১ সাতোষি ১ টাকা দরে বিক্রি হবে। যেরকম বৈশ্বিক পরিবর্তন দেখছি তার সবই বিটকয়েনের জন্য অনুকূল পরিবেশ। তাই হোল্ড ইজ গোল্ড- এটাই হোক আমাদের তার্গেট।