Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on January 03, 2021, 09:43:56 AM

Title: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Coin63@ on January 03, 2021, 09:43:56 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: saidul2105 on January 03, 2021, 09:52:30 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
ভাই আমি আপনার এনালাইসিস এর সাথে সহমত পোষণ করছি।  সত্যিই বিটকয়েন এখন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  কিছু দিন আগেও যে বিটকয়েন ২১০০০/২২০০০ ডলারের মধ্যে ঘোরাঘুরি করছিলো কয়েকটি দিনের ব্যবধানে তা আজ প্রায় ৩৪০০০ ডলারে অবস্থান করতেছে।  এতোটা দ্রুত যে বিটকয়েন পাম্প করবে তা আমরা কেউ কল্পনাও করিনি।  বিটকয়েনের এই দাম বৃদ্ধি হয়তো ক্রিপ্টোকারেন্সিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে আমার মনে হয়।  হয়তো আমরা এই মাসের শেষের দিকে বিটকয়েনের দাম ৫০০০০ ডলার দেখতে পারবো।                                                             
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Angel jara on January 03, 2021, 10:35:04 AM
আমি বিশ্বাস করতে পারছি না বিটকয়েনের দাম এত পরিমান বৃদ্ধি হওয়া। বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো যাচ্ছে। কিছুদিন আগেও বিটকয়েনের দাম ছিল 22 হাজার ডলারবিটকয়েনের দাম 34 হাজার ডলার ছাড়িয়েছে এটা চিন্তা করতেও কেমন জানি লাগে। আশা করি ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যারা কাজ করে তারা ভবিষ্যৎবাণী করেছিল যে 2021 সালের শেষ দিকে বিটকয়েনের দাম 30 থেকে 35 হাজার ডলারের মধ্যে হবে। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 34 হাজার ডলার।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Malam90 on January 03, 2021, 10:38:10 AM
বিটকয়েন ইতিমধ্যেই ৩৪০০০ ডলার ছাড়িয়ে গেছে। এটা যে কত ডলার পর্যন্ত যাবে সেটা দেখার বিষয়। তবে কারেকশন যে হবে এটা শিওর থাকতে পারেন, তাই যারা নতুন করে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য সতর্কতা অবলম্বন করা জরুরী। তবে যারা হোল্ড করেছেন তারা চাইলে হোল্ড করতে পারেন আবার সেল করে অপেক্ষাও করতে পারেন। অনেক বিটকয়েন বিশেযজ্ঞ বলতেছেন বিটকয়েন আবার ১৯৩০০ ডলারে নামার সম্ভাবনাই বেশি। আসলে সবকিছু নির্ভর করছে ভবিষ্যতের উপর।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Bony11 on January 03, 2021, 02:52:32 PM
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। বিটকয়েন দিন দিন অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেন লাগামহীন ঘোড়ার মত দৌড়াচ্ছে । ক্রিপ্টোকারেন্সি বাজারে বিটকয়েনের এই অস্বাভাবিক বৃদ্ধি কতদূর পর্যন্ত পৌঁছাবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে যে এটা 4500 থেকে 5000 হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Tamsialu$$ on January 04, 2021, 12:01:04 AM
বিটকয়েন ঠিক পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের প্রাইস হঠাৎ করে এতটা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকেরই ধারণা করছে বিটকয়েন প্রাইস হয়তো অনেক কমে যাবে। আবার অনেকেই ধারণা করছে বিটকয়েনের প্রাইস আরো বৃদ্ধি পাবে।কিন্তু বিটকয়েনের প্রাইস কোন দিকে অগ্রসর হবে সেটা আমরা এখনো বলতে পারছিনা সময় সবকিছু দেখা যাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Mahindra on January 04, 2021, 06:48:28 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
সত্যিই বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো ছুটছে আমরা কালকে দেখেছি বিটকয়েন 29 হাজার ডলার থেকে 34 হাজার ডলারে পৌঁছে গিয়েছে তাই আমি আপনার সাথে একমত যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার না হওয়া পর্যন্ত বিটকয়েন এর দাম কমবে না ।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Alt20 on January 04, 2021, 09:13:23 AM
পাগলা ঘোড়া ক্ষেপেছে এটা কে আর কেউ সহজে বসে আনতে পারবেনা। এর ‍দৌড় কতদূর তা বোঝা এখন ‍খুবই দুরহ ব্যাপার। আনুমানিক 50000 হাজার ডলার না হলে এর গতি কোন ভাবেই কমবে না।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Trumpet on January 04, 2021, 09:17:13 AM
লাগামহীন বা পাগলা ছুটলে যেমন তাকে থামানো যায় না তেমনি বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে করে মনে হচ্ছে এর দাম বৃদ্ধি পাগলা ঘোড়ারে কোন অংশে কম হচ্ছে না। রীতিমতো বিটকয়েন তার বৃদ্ধির ধারা অব্যাহত রাখছে। অনেক সিনিয়র মেম্বার রা বিভিন্ন টপিকে আলোচনা করছে যে বিটকয়েন 50 হাজার ডলার স্পর্শ করবে।ক্রিপ্টোকারেন্সি পক্ষে যেহেতু কোনো কিছুই অসম্ভব নয় তাই আমি মনে করি বিটকয়েন অতি দ্রুতই 50 হাজার ডলার স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Princeraju on January 04, 2021, 10:48:12 AM
বিটকয়েন এর গতি ঠিক পাগলা ঘোড়ার মতো এগিয়ে যাচ্ছে। বিটকয়েনের প্রাইস যতটাই কমে যাক 30 হাজার ডলারের নিচে নামবে না।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: johnson on January 04, 2021, 12:37:54 PM
এটা বলতেই হাবে যে আমরা অনেকেই জানি না যে বিটকয়েনের দাম এত চূড়ায় যাবে। যদি তবে এটাও ঠিক অনেকেই বলে আসছিল যে ্বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। কিন্তু সেটা আমরা বিশ্বাস করিনি। এখন বাস্তবতা হল যে আমরা শুধু দেখেই গেলাম কোন কিছুই করতে পারলাম না। এটি আামার ব্যেক্তিগত মতামত। জানি না কে কি ভাবছে এই ব্যাপারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: johnson on January 04, 2021, 12:38:57 PM
এটা বলতেই হাবে যে আমরা অনেকেই জানি না যে বিটকয়েনের দাম এত চূড়ায় যাবে। যদি তবে এটাও ঠিক অনেকেই বলে আসছিল যে ্বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে। কিন্তু সেটা আমরা বিশ্বাস করিনি। এখন বাস্তবতা হল যে আমরা শুধু দেখেই গেলাম কোন কিছুই করতে পারলাম না। এটি আামার ব্যেক্তিগত মতামত। জানি না কে কি ভাবছে এই ব্যাপারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Btceth01 on January 04, 2021, 12:40:43 PM
বিটকয়েনের এমন দাম কমা আমার জীবনকে অনেক ধ্বংস করে দিয়েছে। আমি 4260 ডলার বিটকয়েন করে রেখেছিলাম। আজকে আমি সেখান থেকেও অনেক বড় ধরনের লসের মধ্যে পড়ে গেছি। জানিনা বিটকয়েন আবার পাম্প করবে কিনা।আজকে আমি বুঝে গেলাম যে লোভে পাপ পাপে মৃত্যু।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Emon khan on January 04, 2021, 01:29:44 PM
আমি বিশ্বাস করতে পারছি না বিটকয়েনের দাম এত পরিমান বৃদ্ধি হওয়া। বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো যাচ্ছে। কিছুদিন আগেও বিটকয়েনের দাম ছিল 22 হাজার ডলারবিটকয়েনের দাম 34 হাজার ডলার ছাড়িয়েছে এটা চিন্তা করতেও কেমন জানি লাগে। আশা করি ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যারা কাজ করে তারা ভবিষ্যৎবাণী করেছিল যে 2021 সালের শেষ দিকে বিটকয়েনের দাম 30 থেকে 35 হাজার ডলারের মধ্যে হবে। বর্তমান সময়ে বিটকয়েনের দাম 34 হাজার ডলার। 2022 সালে আমার জানামতে আরো অত্যাধিক বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে কারণ এটি অনেক লোকের বিশ্বাস অর্জন করে নিয়েছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Markuri33 on January 05, 2021, 02:45:15 AM
বিটকয়েনের এমন দাম কমা আমার জীবনকে অনেক ধ্বংস করে দিয়েছে। আমি 4260 ডলার বিটকয়েন করে রেখেছিলাম। আজকে আমি সেখান থেকেও অনেক বড় ধরনের লসের মধ্যে পড়ে গেছি। জানিনা বিটকয়েন আবার পাম্প করবে কিনা।আজকে আমি বুঝে গেলাম যে লোভে পাপ পাপে মৃত্যু।
ভাই আসলে ক্রিপ্টোকারেন্সি তে কয়েনের দাম কিছুটা নামা করবেই সেটা নিয়ে মন খারাপ করা যাবে না।আসলে যদিও বিটকয়েনের প্রাইস কিছুটা কমেছে বর্তমানে কিন্তু আবার বৃদ্ধির উপরে আছে আমার বিশ্বাস অবশ্যই বিটকয়েনের প্রায় 40 হাজার ডলার অতিক্রম করবে। অবশ্যই আপনার লাভই হবে ক্ষতি হবে না ধৈর্য ধরে থাকুন।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Goldlife on January 05, 2021, 12:53:14 PM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
আমি মনে করি এটা একটা সুন্দর পোস্ট হয়েছে । আসলে ক্রিপ্টোকারেন্সি তে কয়েনের দাম কিছুটা নামা করবেই সেটা নিয়ে মন খারাপ করা যাবে না।আসলে যদিও বিটকয়েনের প্রাইস কিছুটা কমেছে বর্তমানে কিন্তু আবার বৃদ্ধির উপরে আছে আমার বিশ্বাস অবশ্যই বিটকয়েনের প্রায় 40 হাজার ডলার অতিক্রম করবে। অবশ্যই আপনার লাভই হবে ক্ষতি হবে না ধৈর্য ধরে থাকুন।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Rony on January 07, 2021, 10:11:43 AM
হঠাৎ করে বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা আমাদের সবার কল্পনার বাইরে তাই এই বিটকয়েনের দাম বৃদ্ধি হওয়া কে পাগলা ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। সবাই ধারণা করেছিল 2021 সালের শেষদিকে বিটকয়েনের দাম 30 হাজার ডলার হবে কিন্তু 2021 সালের শুরুর দিকে 35 হাজার ডলারের কাছাকাছি অবস্থান করছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Irfan12@ on January 07, 2021, 02:32:56 PM
বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বলা চলে যে বিটকয়েন এর দাম পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে আজকে বিটকয়েনের দাম 38 হাজার 400 ডলার তাতে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে বিটকয়েনের দাম 40 হাজার ডলারে স্পর্শ করবে যেমন পাগলা ঘোড়া ছুটে চলে তেমনি বিটকয়েনের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে তবে বিটকয়েনের দাম বৃদ্ধিতে আমাদের সবার জন্য একটি ভালো ব্যাপার বলে আমি বুঝি
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Kangaro45 on January 07, 2021, 03:52:28 PM
মার্কেটের বর্তমানে যে অবস্থা তাতে আমারও মনে হয় বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।বিটকয়েন সত্যি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন রেকর্ড তৈরি করছে। মার্কেটে বিটকয়েনের দাম এ গতি অব্যাহত থাকলে 50 হাজার ডলার অতিক্রম করা সময়ের ব্যাপার মাত্র।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Riddi on January 07, 2021, 04:07:44 PM
হ্যাঁ ভাই বিটকয়েন দাম দিন দিন মাত্রাহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেন লাগামহীন ঘোড়ার মত বিটকয়েনে বাজার দৌড়াচ্ছে । বর্তমানে বিটকয়েনের দাম 3800 বলার অতিক্রম করেছে।  আশা করি এটি 5000 ডলার স্পর্শ করবে বলে আমার মনে হয়।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: mahid on January 07, 2021, 06:08:37 PM
বিটকয়েন যে ভাবে কয়েকদিনের মধ্যে 12 হাজার ডলার থেকে 39 হাজার ডলার হল কিছুই বুঝতে পারলাম না। চোখের সামনে এটি ঘটে গেল অথচ টের  পেলাম না। অদুর ভবিষ্যতেও যে কি হবে তা অনুমান করা খুবই কঠিন। এর গতি অনেক বেশি যে কোন কিছুকেই হার মানাতে পারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Jaya60 on January 08, 2021, 10:30:35 AM
বিটকয়েনের প্রাইস চোখের পলকের মধ্যে দেখা যাচ্ছে অনেক বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের প্রাইস আমরা দেখেছি পাগলা ঘোড়ার মতো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে কিছুটা একটু থেমে যায় তারপর আবারো সেই গতিতেই বৃদ্ধি পেতে থাকে। হয়তো বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার পৌঁছাতে বেশি সময় লাগবে না।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Jaya60 on January 08, 2021, 10:32:30 AM
হ্যাঁ ভাই বিটকয়েন দাম দিন দিন মাত্রাহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেন লাগামহীন ঘোড়ার মত বিটকয়েনে বাজার দৌড়াচ্ছে । বর্তমানে বিটকয়েনের দাম 3800 বলার অতিক্রম করেছে।  আশা করি এটি 5000 ডলার স্পর্শ করবে বলে আমার মনে হয়।
আপনি যে পোস্টটি করেছেন এর মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে। বিটকয়েনের প্রাইস আপনি 3800 ডলার অতিক্রম করেছে। বর্তমানে বিটকয়েনের প্রাইস আর 38 হাজার ডলার অতিক্রম করেছে। তারপরে আবার বলেছেন 5000 ডলার স্পর্শ করবে বলে আমার মনে হয়। এটাও ভুল বলেছেন হয়ত 50 হাজার ডলার অতিক্রম করবে। তাই দয়া করে পোস্ট করার আগে একটু দেখেশুনে করবেন।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Cristiano on January 08, 2021, 10:46:02 AM
2020 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে বিটকয়েনের দাম বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে এখন পর্যন্ত এর দাম বৃদ্ধি পেতে রয়েছে। 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিল 18 থেকে 20 হাজার ডলার। মাত্র 18 দিন বৃদ্ধি পেয়ে এর দাম হয়েছে 40 হাজার ডলার। যা মাত্র 18 দিনে 20 হাজার ডলার বৃদ্ধি পেয়েছে।এভাবে যদি বৃদ্ধি করে থাকে অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েন আকাশ ছোঁয়ার মত বেড়ে যাবে 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: babu10 on January 08, 2021, 01:07:52 PM
বিটকয়েন এর দাম কোথায় গিয়ে দাঁড়ায় এখন তা দেখার বিষয়। মার্কেট এখন পুরাটাই আনষ্টেবল কন্ডিশানের আছে তাই এটা বাড়তে পারে আবার কমতেও পারে। তবে মনে হচ্ছে আপাতত কমার সম্ভাবনা নাই কারন হিসাবে করোনার দ্বিতীয় ঢেউ বলতে পারি তাছাড়া আরো পজেটিভ বিভিন্ন নিউজতো আছেই। দেখাযাক কি হয় সামনে।

ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: LeziT on January 08, 2021, 06:15:20 PM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
দিন যত যাচ্ছে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাচ্ছে। কতদূর পর্যন্ত যেতে পারবে সেটা জানিনা।তবে আমার মনে হচ্ছে বিটকয়েন অল্প কিছুদিনের মধ্যে 50 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিটকয়েনের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। কি হতে পারে সেটা বলা খুবই মুশকিল। বিটকয়েনের প্রাইস দেখে সবাই হতভম্ব হয়েছে। কৌতুহলী শুরু করে দিয়েছে বিটকয়েন নিয়ে। কেউ কখনো আশা করিনি এতদুর পর্যন্ত চলে আসতে পারে বিটকয়েন।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Crypto Banglu on January 08, 2021, 06:30:28 PM
বিটকয়েনের দাম এখন যে হারে বৃদ্ধি পেতে শুরু করেছে এভাবে বৃদ্ধি পেতে থাকলে খুব দ্রুতই 50 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। এটা সত্যিই পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। থামছেই না। আশাকরি বিটকয়েন তার এরকম অগ্রগতি ধরে রাখবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে আরও এগিয়ে নিয়ে যাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Crypto_Somrat on January 09, 2021, 05:45:05 AM
আপনার কথার সাথে একমত পোষণ করতে বাধ্য হলাম। আপনি ঠিক বলেছেন লাগামহীন পাগলা ঘোড়ার মত ছুটেই চলেছে বিটকয়েন। এতোটা দ্রুত যে বিটকয়েন পাম্প করবে তা আমরা কেউ কল্পনাও করিনি। আজ বিটকয়েনের দাম অবস্থান করছে 41 হাজার 560 ডলার এর উপরে। এটা সত্যিই অবিশ্বাস্য। যেখানে মাত্র কয়েকদিন আগেও ছিল 21থেকে 22 হাজার এর মধ্যে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে গিয়েছে। এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে দামও ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে। আমি মনে করি বিটকয়েন 50 হাজার ডলার পর্যন্ত এভাবে পাম্প করতে পারে। তারপর হয়তো কিছুটা ডাম্প করবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: XM8 on January 09, 2021, 04:41:41 PM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
জি ভাই বর্তমানে বিট কয়েনের মূল্য রকেট স্পিডে লাগামহীন পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর দাম সম্পর্কে কেউ কোনো ধারণা বা আন্দাজ করতে পারছে না। সবাইকে নতুন নতুন চমক দিয়ে প্রতিনিয়ত বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন অলরেডি 41 হাজার ডলার অতিক্রম করেছে যা আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি ইতিহাসে বড় একটি রেকর্ড। আশা করছি বিটকয়েন অতি দ্রুতই 50 হাজার ডলারের মাইলফলক স্পর্শ করবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: sky20 on January 09, 2021, 05:56:40 PM
কয়েকদিন বিটকয়েন পাগলা ঘোড়ার মত দৌড়িয়েছে এখন সে কিছুটা কারেকশন করার চেস্টা করছে তবে মনে হয় সেখানে বেশিক্ষন থাকতে পারবেনা। এর উর্ধ্ব গতি চলতেই থাকবে। সেক্ষেত্রে অবশ্যই বলতেই হবে যে এটি পাগলার ঘোড়ার মতই ছুটে চলেছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Mahindra on January 10, 2021, 03:18:26 AM
জি একদম সত্যি কথা এটা বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে আমরা বলতে পারি পাগলা ঘোড়া যেভাবে ছুটে চলে সেইভাবে বিটকয়েনের দাম ছুটে চলেছে বিটকয়েনের দাম বর্তমানে এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা কখনো মানুষ অল্প কয়েকদিনের মধ্যে এটা কল্পনা করেনি বর্তমানে বিটকয়েনের দাম 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে সবাই ধারণা করে অল্প কয়েকদিনের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার ছাড়াবে এটা আমরা অল্প কিছু সময়ের মধ্যেই দেখতে পারবো বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়েছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Alvida on January 25, 2021, 10:56:28 AM
হ্যাঁ ভাই বিট কয়েনের মূল্য দিন দিন যেভাবে করে চলছে থামানো সম্ভব নয়। কিছুদিন আগে বিটকয়েনের মূল্য আপ ডাউন করেছে। আশাকরি দিন দিন এর মূল্য আরো বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Azharul on January 25, 2021, 05:21:48 PM
বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা বলতে পারি পাগলা ঘোড়া যেভাবে ছুটে চলে সেইভাবে বিটকয়েনের দাম ছুটে চলেছে।আশাকরি দিন দিন এর মূল্য আরো বৃদ্ধি পেতে থাকবে।সবাইকে নতুন নতুন চমক দিয়ে প্রতিনিয়ত বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।আশাকরি বিটকয়েন তার এরকম অগ্রগতি ধরে রাখবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Mental on January 26, 2021, 04:27:16 PM
হ্যাঁ সিনিয়র ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আমিও কিছু সিনিয়র ভাইদের কাছে থেকে জানতে পারলাম বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Lutera94 on January 26, 2021, 05:24:03 PM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
বিটকয়েন আপাতত স্থির আছে, আসলে ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা ই এ রকম। কখনো বাড়বে আবার মুহুর্তেই ধস নেমে যাবে । এই মুহুর্তে ৫০ হাজার ডলার ভাবা যাবে না, তবে ভবিষ্যতে এই মাইলফলক স্পর্শ করতে পারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: kulkhan on January 26, 2021, 05:49:07 PM
হা আপনি ঠিকই বলেছেন বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে আর এর সাথে সাথে তাল মিলিয়ে সকল কয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তবে এখন এর মূল্য কিছুটা কমতে শুরু করেছে। আশাকরি দ্রুতই এটা আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে। করোনা পরিস্থিতিতে মানুষ অনলাইন ভিত্তিক ব্যবসায়ের দিকে ঝুকছে। আর এর সবচেয়ে উপযুক্ত প্লাটফর্ম হিসেবে বিটকয়েনকে বেছে নিছে। বিটকয়েনের লেনদেন এখন অনেক গুন বৃদ্ধি পেয়েছে। কারন এখানে অনেকে ইনভেস্ট করছে। তাই আমি মনেকরি বিটকয়েনের মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: babu10 on January 27, 2021, 06:53:21 AM
আমার মনে হচ্ছে বিটকয়েন আর পাগলা ঘোড়ার মত দৌড়াবেনা কারন অনেকদিন থেকে দেখতেছি এটা 36কে এথকে 31কে এর মধ্যে আনাগোনা করতেছে তবে এটা মার্কেটের জন্য ভালো লক্ষণ। 30কে এর বেশী না নামলেই হয়, মার্কেট আপ ডাউনতো স্বাভাবিক একটা বিষয় কিন্তু অস্বাভাবিক উঠানামা হচ্ছে গন্ডগোলের লক্ষণ। তাই এখন অলটা কয়েনের দাম উঠার অপেক্ষা।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Dark Knight on January 27, 2021, 08:42:40 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন হলো বিটকয়েন। বর্তমানে বিটকয়েনের দাম এতটাই বৃদ্ধি পাচ্ছে যে কল্পনাতীত। বিটকয়েনের দাম 2020 সালের শেষ থেকে 2021 সালের প্রথমদিকে লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলে ছিল। কিন্তু মাঝপথে আবার দাম কমে গিয়েছিল। আবারো দাম বৃদ্ধি পাচ্ছে।তাই বলা যাচ্ছে না যে বিটকয়েন 50 হাজার ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: JISAN on January 27, 2021, 09:07:08 AM
বিটকয়েন ৪২ হাজার ডলার হিট করে এখন আবার ৩১-৩২ এ এসে স্টাবল হয়েছে। এর পরে আবার বাড়তে শুরু করলে এটি ৫২ হাজার ডলারে হিট করবে। আর যদি কোনো ভাবে কমতে শুরু করে তাইলে ২০ এর নিচে চলে যাবে
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Lutera94 on January 27, 2021, 09:12:15 AM
বিটকয়েন ৪২ হাজার ডলার হিট করে এখন আবার ৩১-৩২ এ এসে স্টাবল হয়েছে। এর পরে আবার বাড়তে শুরু করলে এটি ৫২ হাজার ডলারে হিট করবে। আর যদি কোনো ভাবে কমতে শুরু করে তাইলে ২০ এর নিচে চলে যাবে
হ্যা আমি সেটাই ভাবছি, এখান থেকে পাম্প করলে ৫০ হাজার ডলার ছাড়িয়ে যেতে পারে তবে তার উল্টো টা ও হতে পারে মার্কেটে।শুনা যাচ্ছে আল্টকয়েন সিজন আসবে, সেক্ষেত্রে বিটিসি এখন না বাড়ার সম্ভাবনা ই বেশী।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Casual on January 28, 2021, 04:27:48 AM
বিটকয়েনের প্রাইস 2021 সালের প্রথম দিকেই ঠিক পাগলা ঘোড়ার মতো এগিয়ে গিয়েছিল। তার কয়েকদিন পর থেকেই আবার বিটকয়েনের প্রাইস প্রায় 10 হাজার ডলারের থেকেও কমে গিয়েছিল বর্তমানে বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলারে অবস্থান করছে। বিটকয়েনের প্রাইস যেভাবে এখন ওঠানামা করছে আমার মনে হয় 30 হাজার ডলার থেকে প্রায় 35 হাজার ডলারের মধ্যে স্ট্যাবল হয়ে থাকবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: AlviNess on February 22, 2021, 02:15:06 PM
শক্তি কয় দিন যাবত বিট কয়েনের মূল্য পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। কেউ বিট কয়েনের মূল্য কে প্রতিরোধ করতে পারছে না। অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিট কয়েনের মূল্য।কয়েকদিন যাবত বিট কয়েনের মূল্য এতটাই বৃদ্ধি পেয়েছেইতোমধ্যেই কিন্তু বিটকয়েন 57 হাজার ডলার অতিক্রম করেছে।আশা করছি সময় পরিবর্তনের সাথে সাথে বিটকয়েন আরো নতুন নতুন রেকর্ড গড়বে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Irfan12@ on February 22, 2021, 03:04:45 PM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
কিছুদিন আগে বিটকয়েনের দাম 57 হাজার ডলার পেরিয়ে গিয়েছিল। আমরা ধারণা করেছিলাম যে বিটকয়েনের দাম এভাবেই বাড়তে থাকবে। বর্তমানে ক্রিপ্টো মার্কেট অনেক বেশি ডাম্পিং করেছে। আজকে দেখতে পারলাম যে বিটকয়েনের দাম প্রায় 9 শতাংশ কমে গেছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই আবারও বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Milon626 on March 05, 2021, 03:18:33 AM
হুম,আপনি ঠিকই বলেছেন।  বিটকয়েন সত্যিই পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে।  ২০২১ সালের এই অল্প কিছু দিনের মধ্যেই বিটকয়েনের অনেক পাম্প আমরা দেখলাম যা এর আগে কখনো হয়নি।  ইতোমধ্যে বিটকয়েন ৫০০০০ ডলার হিট করেছে, এবং আমার মনে হয় দু'এক সপ্তাহের মধ্যেই বিটকয়েনের দাম ৬০০০০ ডলারে গিয়ে পৌছবে।                                   
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Ricky on March 05, 2021, 05:08:00 AM
বিশ্বের নাম্বার ওয়ান এবং সব থেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই বিটকয়েন। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা বলা হয়। বিটকয়েন এর জনপ্রিয়তা এবং চাহিদা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। 2021 সালের শুরু থেকেই বিটকয়েনের দাম পাম্প করতে শুরু করেছে। এবং এখনো বিটকয়েন তার দাম বৃদ্ধি অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। আপনি ঠিক বলেছেন বিটকয়েন লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলেছে। আমি মনে করি বিটকয়েন এর পরবর্তী টার্গেট হতে যাচ্ছে 70 হাজার ডলার।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: ExtraPoint on March 05, 2021, 10:07:08 AM
হ্যাঁ বিটকয়েন পাগলা ঘোড়ার মতো ছুটে চলে ছিল। বিটকয়েনের দাম 58 হাজার ডলার হয়েছিল।কিন্তু এখন আবারও বিটকয়েনের দাম কমতে শুরু করেছে। বিটকয়েনের দাম কমে গিয়ে 47 হাজার ডলার হয়েছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: raisajahan on March 05, 2021, 11:56:49 AM
আমরা ও খেয়াল করেছি যে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে গিয়েছিল কারণ তখন শুধু বিটকয়েন এর দাম বৃদ্ধি পাচ্ছিল ডে বাই ডে কিন্তু বর্তমান সময়ে ধির স্থির গতি সম্পন্ন মনে হচ্ছে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Tubelight on March 20, 2021, 05:35:24 PM
জি ভাই আমি আপনার সাথে একমত আমি মনে করি বর্তমানে বিট কয়েনের মূল্য সত্যিই লাগামহীন পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের এরকম মূল্যবৃদ্ধি আমি অতীতে আর কোনদিন দেখিনি। সত্যি বর্তমানে বিট কয়েনের মূল্য মনে রাখার মত। আমার সারা জীবন মনে থাকবে এই বছরটি কথা।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Magepai on March 21, 2021, 09:35:18 AM
হঠাৎ করে বিটকয়েনের প্রাইস যেভাবে বৃদ্ধি পায় এ জন্য একেক জন একেক রকম ভাবে বলে থাকে। অনেকেই বলে বিটকয়েন ঠিক পাগলা ঘোড়ার মতো বৃদ্ধি পেতে শুরু করেছে আবার অনেকেই বলছে দেখছি বাহুবলীর মতো এগিয়ে যাচ্ছে পর অনেকের ধারণা রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে বিটকয়েন প্রাইস। আসলে বিটকয়েন প্রাইস ঠিক এভাবেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখন বিটকয়েন প্রাইস টার্গেট হয়তো 100k ডলার পেরিয়ে যাওয়া। এই বছরে আমরা বিটকয়েনের প্রাইস এরকম দেখতে পাবো।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Rockalo on March 21, 2021, 09:53:20 AM
বিটকয়েনের দাম প্রতিটি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। আবার মার্কেটপ্লেস বিটকয়েনের দাম সবচেয়ে বেশি কমে যায়। তাই বিটকয়েনের দাম ওঠানামা করে। তাই প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে বিটকয়েন খুব মূল্যবান।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: CryptoRiders on April 25, 2021, 12:03:26 PM
 সত্যি, বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার গতিতে চলছে। এখন বিটকয়েনের দাম প্রায় 38000 ডলার ছাড়িয়ে গিয়েছে। তাই আমার মনে হয় ভবিষ্যতে বিটকয়েনের দাম বেড়ে 50 হাজার ডলার হিট করবে। আর যদিও এর দাম কমে তাহলেও 30 হাজার ডলারের নিচে যাবে না।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Rothi roy on April 25, 2021, 12:22:20 PM
বিটকয়েনের দাম কয়েকদিন পাগলা ঘোড়ার মতো দাম বাড়তে থাকলেও বর্তমানে এর দাম অনেক কমে গেছে। কারণ মাত্র কয়েকদিন আগেও বিটকয়েন 60 হাজার ডলার স্পর্শ করেছিল। কিন্তু বর্তমানে প্রতিটি বিট কয়েনের মূল্য 49 হাজার ডলার। কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েন তারা আগের রুপে ফিরে আসবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: SAIFA on April 25, 2021, 12:36:38 PM
ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন বিটকয়েন থেকে আমরা অনেক কিছু পেয়েছি আমাদের কাছে অনেক জনপ্রিয় এই বিটকয়েনের দাম অনেক দ্রুত গতিতে বাড়ছেবিটকয়েন এর শুরুর দিকে বিটকয়েন এর জনপ্রিয়তা একেবারে ছিল না বললেই চলে কিন্তু বর্তমানে এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক উন্নত দেশগুলোতে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বৈধ ঘোষণা করা হয়েছে
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Random203 on April 26, 2021, 12:23:01 AM
সত্যিই বিটকয়েন এতো দিন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছিলো।  মাত্র কয়েক মাসের ব্যবধানে বিটকয়েনের দাম ১২০০০$ থেকে ৬৩০০০$ হয়েছিলো।  তবে এখন বিটকয়েনের দাম একটু ডাম্প করেছে। কিন্তু আমি আশাবাদী যে অল্প কিছু দিনের মধ্যেই আবারও বিটকয়েন পাম্প শুরু করবে এবং ৯০০০০$ এ গিয়ে পৌছবে।                               
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Angel julian on April 26, 2021, 06:16:39 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
আসসালামু আলাইকুম ভাইয়া আপনি অনেক সুন্দর একটা পিক তুলে ধরেছেন। আপনার কথাগুলো অনেক যুক্তিসঙ্গত আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন। সে আমার তেমন খুব একটা ধারণা ছিল না তো আপনার কথাগুলো শুনে আমি খুব দামী লাভ করলাম থ্যাংক ইউ ভাইয়া।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Angel julian on April 26, 2021, 10:45:29 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
আসসালামু আলাইকুম আপনি অনেক সুন্দর সুন্দর টপিক তুলে ধরেছেন। এইসব বিষয় দেখে আমি অনেক বিষয়ে ধারণা লাভ করলাম যে আমার আগে জানা ছিল না। মাঝে মাঝে লক্ষ করি আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট করেন থ্যাংক ইউ ভাইয়া।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Angel julian on April 27, 2021, 06:34:24 AM
মনে করি যে বিটকয়েনের দাম রকেটের গতিতে বৃদ্ধি পাচ্ছে। 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিল প্রায় 56 হাজার ডলারের মত। এবং 2021 সালের শুরুতে বিটকয়েনের প্রাইস রকেটের গতি বৃদ্ধি পেয়েছে এখন বিটকয়েন এর প্রাইস প্রায় 63 হাজার ডলারের মত হয়েছে। কিছুদিন আগে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম নিম্নমানের চলে গেছে। তবে নিম্নমানের চলে যাবে এটাই স্বাভাবিক। আমি মনে করি বিটকয়েন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। বিটকয়েন এর উপর কাজ করে অনেক নারী ও পুরুষ রাতারাতি লাভবান হয়েছেন। ইলন মাস্ক এই বিটকয়েন এর উপর কাজ করে তার ভবিষ্যত উজ্জ্বল করেছেন। কেমন করে যে বিটকয়েনের দাম একসময় দেখা যাবে 1 লাখ ডলার অতিক্রম করবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Jacksoon99 on April 27, 2021, 09:53:59 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 55000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 55000 পার হয়ে যেতে পারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Ridoy Ahmed Santo on April 27, 2021, 10:14:30 AM
আসসালামু আলাইকুম। বিটকয়েন নিয়ে কি আলোচনা করব বিটকয়েনের দাম হঠাৎ করে ওঠানামা করে। কখন কি হয় তা বলা যায় না। 2020 সালের শেষের দিকে বিটকয়েনের দাম ছিল প্রায় 56 হাজার ডলারের মত। 2021 সালের শুরুতে রকেটের গতিতে বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো ছুটে ছুটে প্রায় 63 হাজার ডলারের মত পেয়েছিল । কিন্তু হঠাৎ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম কমে গেছে। আমি মনে করি ভবিষ্যতে বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো আবার ছুটে ছুটে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Angel julian on April 28, 2021, 07:15:33 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
আসসালামু আলাইকুম আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। বিষয়টি সম্পর্কে এত সুন্দর ভাবে বুঝিয়েছেন জান অনেক সুন্দর ভাবে বুঝিয়েছি। বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে বিষয়টি আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ফর্মে কিছুদিন হলো কাজ করতেছি আমি আপনার পোস্টটি পড়ে অনেক বিষয়ে ধারণা লাভ করলাম ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Md.Nurnobe3483 on April 28, 2021, 07:40:48 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)
আপনি ঠিক বলেছেন বিটকয়েন বর্তমানে পাগলা ঘোড়ার মতো গতি বৃদ্ধি হয় বিটকয়েনের দাম বাড়তে চলেছে। বর্তমানে বিটকয়েনের দাম প্রায় 50 হাজার ডলার এর উপরে রয়েছে। হঠাৎ কেন বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের দাম যদি এরকম বৃদ্ধি পেতে থাকে তাহলে বিটকয়েন ভবিষ্যতে এমন পর্যায়ে চলে যাবে যেন সোনার স্থান দখল করবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Diknel on April 28, 2021, 03:41:24 PM
হ্যাঁ স্যার আপনার সাথে আমি একমত। বিটকয়েনের দাম প্রতিনিয়ত এই ভাবেই বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের দাম পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। তবে 100k না হওয়া পর্যন্ত বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Rifan Khan on April 30, 2021, 06:32:20 PM
হ্যাঁ আপনি কথা অনুযায়ী আমি একমত। কারণ এখন বর্তমানে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। প্রচুর পরিমাণে যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকে। তাহলে বিটকয়েন রাতারাতি বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Dilshan on May 02, 2021, 07:05:59 AM
আজ সকাল থেকে বিটকয়েনের দাম লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে। এর গতি এতই অদম্য যে থামছেই না। কয়েকজন এক্সপার্ট কে ফোন করে জানলাম ভাই মার্কেট সম্পর্কে কিছু বলেন,,, তাদের অনুমান বিটকয়েন 50000 এ পার হতে পারে। এই মুহূর্তে মার্কেটের অবস্থা দেখে মনে হয় বিটকয়েন 50000 পার হয়ে যেতে পারে।
(https://i.imgur.com/YGXIqHa.png)

শুধু বিট কয়েনের গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে। কারণ বিটকয়েন এখন 34 হাজার ডলার কে ছাড়িয়ে গেছে। আর বিটকয়েন এর বর্তমান দাম  59000 ডলার। বিটকয়েনে দাম গত কয়েকদিন ধরে যেভাবে বাড়ছে এভাবে বাড়তে থাকলে হয়তো একদিন বিটকয়েনের দাম 60000 ডলারকে হিট করতে পারে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Madmax789 on November 17, 2022, 03:10:35 PM
বিটকয়েনের দাম আজ US$16,634.06, 24-ঘন্টার ট্রেডিং ভলিউম $29.97 B. BTC গত 24 ঘন্টায় -0.11%।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Fulshai on December 14, 2023, 01:34:58 PM
হ্যাঁ বর্তমানে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মত হয়ে যাচ্ছে। অতীতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিটকয়েনের মার্কেট প্রাইস প্রায় ৫০ কে কাছাকাছি। আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Learn Bitcoin on December 14, 2023, 02:42:47 PM
হ্যাঁ বর্তমানে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মত হয়ে যাচ্ছে। অতীতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিটকয়েনের মার্কেট প্রাইস প্রায় ৫০ কে কাছাকাছি। আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরো বৃদ্ধি পাবে।

আপনি অনেক পুরাতন একটা থ্রেড বাম্প করলেন। যদিও এখন বিটকয়েন ভালোই পাম্প করছে বলা চলে, তবে বুল রানের আগে আমরা আরো কিছু কারেকশন দেখতে পারি। হতে পারে বিটকয়েন ৪০ হাজারের নিচে যেতে পারে। তবে আমার মনে হয় না ৪০ হাজারের নিচে খুব বেশি দিন থাকবে। এবারের বুল রানে আগের অল টাইম হাই পার করার সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা আপাতত হাল্ভিং এর অপেক্ষা করছি।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Paragon2 on December 14, 2023, 06:23:25 PM
হ্যাঁ বর্তমানে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মত হয়ে যাচ্ছে। অতীতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিটকয়েনের মার্কেট প্রাইস প্রায় ৫০ কে কাছাকাছি। আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরো বৃদ্ধি পাবে।

ভবিষ্যতে বিটকয়েনের দাম অবশ্যই আরও বৃদ্ধি পাবে এটা সত্য। কারণ ২০২৪ সালে বিটকয়েন হালবিং রয়েছে চার বছর পর পর বিটকয়েন হালবিং চক্র শুরু হয়। বর্তমানে ২০২০ সালের শেষের দিকে ছোট একটি ষাঁড়ের দৌড় মধ্যে অবস্থান নিয়েছে। ২০২৫ সালে বিটকয়েনের দাম অবশ্যই এক লক্ষ ডলারের বেশি হবে। আমি দেখেছি ২০২০ সালে হালবিং ছিল কিন্তু হালবিং পরের বছর অর্থাৎ ২০২১ সালে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল 69হাজার ডলার পর্যন্ত স্পর্শ করেছিল।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Learn Bitcoin on December 16, 2023, 10:15:50 AM
হ্যাঁ বর্তমানে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মত হয়ে যাচ্ছে। অতীতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিটকয়েনের মার্কেট প্রাইস প্রায় ৫০ কে কাছাকাছি। আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরো বৃদ্ধি পাবে।

ভবিষ্যতে বিটকয়েনের দাম অবশ্যই আরও বৃদ্ধি পাবে এটা সত্য। কারণ ২০২৪ সালে বিটকয়েন হালবিং রয়েছে চার বছর পর পর বিটকয়েন হালবিং চক্র শুরু হয়। বর্তমানে ২০২০ সালের শেষের দিকে ছোট একটি ষাঁড়ের দৌড় মধ্যে অবস্থান নিয়েছে। ২০২৫ সালে বিটকয়েনের দাম অবশ্যই এক লক্ষ ডলারের বেশি হবে। আমি দেখেছি ২০২০ সালে হালবিং ছিল কিন্তু হালবিং পরের বছর অর্থাৎ ২০২১ সালে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছিল 69হাজার ডলার পর্যন্ত স্পর্শ করেছিল।

এবারের হাভিং কিন্তু সবচাইতে বেশি স্পেকুলেশন হওয়া একটা হাভিং। সুতরাং এবার যদি বুলরানের একটু সময় ও লাগে, তাতে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেক মানুষ অলরেডি বিটকয়েন হোল্ড করছে আর তারা সবাই মূলত বিটকয়েন হাভিং অব্দি অপেক্ষা করবে। এখন ধরেন একটা কোম্পানির ৬৫০০০ ডলারে ১০০০ বিটকয়েন সেল অর্ডার দেয়া আছে, সেই অর্ডার হিট করলে একদিনেই দেখবেন ১০ পারসেন্ট ডাউন হয়ে গেছে। মাইক্রো স্ট্রাটেজির মতো কোম্পানি গুলো যদি সেলিং শুরু করে, তখন আপনার আমার মতো পুচকে হোল্ডার বিপদে পড়ে যাবো। শুধুমাত্র এই কারনে কোনো রিস্ক না নিয়ে হোল্ড করছি। দেখা যাক, কি অবস্থা হয় মার্কেটের!
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Spyroo on December 18, 2023, 05:19:46 PM
হ্যাঁ বর্তমানে বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মত হয়ে যাচ্ছে। অতীতে বিটকয়েনের দাম অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিটকয়েনের মার্কেট প্রাইস প্রায় ৫০ কে কাছাকাছি। আশা করি ভবিষ্যতে বিটকয়েন আরো বৃদ্ধি পাবে।

আপনি অনেক পুরাতন একটা থ্রেড বাম্প করলেন। যদিও এখন বিটকয়েন ভালোই পাম্প করছে বলা চলে, তবে বুল রানের আগে আমরা আরো কিছু কারেকশন দেখতে পারি। হতে পারে বিটকয়েন ৪০ হাজারের নিচে যেতে পারে। তবে আমার মনে হয় না ৪০ হাজারের নিচে খুব বেশি দিন থাকবে। এবারের বুল রানে আগের অল টাইম হাই পার করার সম্ভাবনা অনেক বেশি। তবে আমরা আপাতত হাল্ভিং এর অপেক্ষা করছি।
বিটকয়েনের দাম বর্তমানে ৪০ হাজার ডলারের উপরে রয়েছে আমরা দেখেছিলাম এই মাসে বিটকয়েনের দাম সর্বোচ্চ ৪৫ হাজার ডলার উঠেছিল।
জানিনা বিটকয়েন হালবিং এর আগে কতটা নিচে নামবে তবে আশা করছি হয়তো খুব একটা নিচে নামবে না।
Title: Re: বিটকয়েন এর গতি পাগলা ঘোড়ার মতো হয়ে যাচ্ছে,,,, মতামত চাচ্ছি
Post by: Learn Bitcoin on December 19, 2023, 09:12:27 AM
বিটকয়েনের দাম বর্তমানে ৪০ হাজার ডলারের উপরে রয়েছে আমরা দেখেছিলাম এই মাসে বিটকয়েনের দাম সর্বোচ্চ ৪৫ হাজার ডলার উঠেছিল।
জানিনা বিটকয়েন হালবিং এর আগে কতটা নিচে নামবে তবে আশা করছি হয়তো খুব একটা নিচে নামবে না।

বিটকয়েন কতোটা নিচে নামবে তা তো কেউ জানি না। তবে এটা অনেকের জন্র একটা গোল্ডেন অপুরচুনিটি হতে পারে কমে বাই করার জন্য। অনেক মানুষ মনে করে আরো কমলে কিনবো। তবে আমার মতে জানুয়ারী ২০২৪ এর পর বিটকয়েনের দাম কমার পরিবর্তে বাড়তে থাকবে। এর পেছনে বেশি কিছু কারন আছে। এর মধ্যে প্রধান কারন হলো ই টি এফ এপ্রুভাল। আমার জানামতে বেশ কিছু ই টি এফ এপ্রুভাল এর জন্য অপেক্ষা করছে এবং সেগুলোর এসটিমেটেড টাইম ধরা হয়েছে জানুয়ারী ২০২৪।

এটার একটা এফেক্ট তো মারকেটে অবশ্যই আসবে। তবে বর্তমানে সবচাইতে বড় সমস্যা হয়ে দাড়িয়েছে ট্রানজেকশন ফি। বিটকয়েনে হাত দিতেই ভয় করে। যে পরিমান ট্রানজেকশন ফি পে করতে হচ্ছে, তাতে করে বিটকয়েনার রা বেশ বিপদেই আছে বলা চলে।