Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Tamsialu$$ on January 05, 2021, 12:33:46 AM

Title: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Tamsialu$$ on January 05, 2021, 12:33:46 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Malam90 on January 05, 2021, 03:24:50 AM
বর্তমানে গ্যাস ফি একটি বড় সমস্যা বিশেষ করে ইথারিয়াম নেটওয়ার্কে। কিন্তু এখন আমাদের কিছুই করার নেই। আমাদের অপেক্ষা করতে হবে অন্তত ইথারিয়ামের ফেইজ ২ সাকসেস হওয়ার আগ পর্যন্ত যা আরো অন্তত ৬-৮ মাস লাগবে। এ সময় বিকল্প হিসেবে অপেক্ষা করে করে দেখতে হবে যখন ফি কম তখন সেন্ড করতে হবে অথবা সম্ভব হলে ইআরসি২০ টোকেন বাদ দিয়ে অন্য নেটওয়ার্কের টোকেন ব্যবহার করতে হবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Goldlife on January 05, 2021, 12:45:22 PM
বর্তমানে গ্যাস ফি একটি বড় সমস্যা বিশেষ করে ইথারিয়াম নেটওয়ার্কে। কিন্তু এখন আমাদের কিছুই করার নেই। আমাদের অপেক্ষা করতে হবে অন্তত ইথারিয়ামের ফেইজ ২ সাকসেস হওয়ার আগ পর্যন্ত যা আরো অন্তত ৬-৮ মাস লাগবে। এ সময় বিকল্প হিসেবে অপেক্ষা করে করে দেখতে হবে যখন ফি কম তখন সেন্ড করতে হবে অথবা সম্ভব হলে ইআরসি২০ টোকেন বাদ দিয়ে অন্য নেটওয়ার্কের টোকেন ব্যবহার করতে হবে।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য কথাগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ ভাইয়া।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Sumaiya2 on January 05, 2021, 01:39:04 PM
কিছুদিন মার্কেটে অবস্থা হয়েছিল যে যে টোকেন বিক্রি করবে 10 ডলার সে টোকেন ট্রানজেকশন ফি 30 ডলার এরকম হয়েছিল। কিন্তু বর্তমানে ট্রানজেকশন ফি অনেকটাই কম আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Olezka on January 05, 2021, 01:50:13 PM
হ্যা আমার মনে হয় ইথার 2.0 চালু হওয়ার পর গ্যাস ফি কমেছে। আমি কিছু ট্রানজেকশন করে দেখেছি সেখানে গ্যাস ফি ছিল অনেক কম। বর্তমানে গাাস ফি নিয়ে আমার কোন ক্লেইম নেই।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Lutera94 on January 05, 2021, 01:55:04 PM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
জি ভাই গ্যাস ফি এর জন্য অনেক খারাপ লাগে।  ১০/১৫ ডলারের পেমেন্ট পেলে আর ক্যাশ করা যায় না উলটা আরো ডলার লাগে সেল দেওয়ার জন্য। ভাবছিলাম ইথার ২.০ আসলে গ্যাস ফি কমবে কিন্তু কিসের কি। যাই হোক অদুর ভবিষ্যতে  গ্যাস  আরো কমবে এটাই প্রত্যাশা করি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Markuri33 on January 06, 2021, 12:50:28 AM
আপনার কথা ঠিক আছে আসলে বর্তমানে একটু বেশি গ্যাস ফ্রী লাগে। যে কারণে অনেকেই দেখা যায় কিছু ডলার পাচ্ছে কিন্তু তারা উড্রো দিতে পারছে না।কিন্তু আমাদের কিছুদিন ধৈর্য্য ধরতে হবে অবশ্যই ইথিরিয়াম এর মাধ্যমে ট্রেড করলে গ্যাস কমবে কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে।আপু আপনি সব সময় দেখবেন যে কোন সময় গ্যাস ফ্রি কত শো করছে হঠাৎ করে দেখবেন করছে তখনই উড্রো দিবেন।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Markuri33 on January 06, 2021, 12:52:38 AM
হ্যা আমার মনে হয় ইথার 2.0 চালু হওয়ার পর গ্যাস ফি কমেছে। আমি কিছু ট্রানজেকশন করে দেখেছি সেখানে গ্যাস ফি ছিল অনেক কম। বর্তমানে গাাস ফি নিয়ে আমার কোন ক্লেইম নেই।
আপনি কোথায় দেখেছেন গ্যাস ফ্রি কম। আমি কয়েকদিন আগে কিছু ট্রানজেকশন করতে দেখলাম টোকেন গুলো বিক্রি করে যে কয় ডলার পাব তার তিনভাগের দুইভাগ গ্যাস ফ্রি লেগে যাবে। আমি দেখেছি ইথিরিয়াম টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর কিন্তু গ্যাস ফ্রি একটুও কমেনি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Irfan12@ on January 06, 2021, 05:51:12 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
বর্তমানে গ্যাস ফ্রি এটি একটি বড় ধরনের সমস্যা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে প্রোটিন পাওয়া যায় পাঁচ ডলার আর ফ্রি লাগে 10 ডলারের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে কয় ডলার উইথড্র করবো তার থেকে ফ্রী বেশি লাগে আমার মনে হয় এখন এই সমস্যা এড়ানোর জন্য ইথেরিয়াম নেটওয়ার্ক বাদ দিয়ে অন্য নেটওয়ার্ক ব্যবহার করতে হবে
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Olezka on January 06, 2021, 06:29:52 AM
ভাই আপনার কথা শুনে খুবই হাসি পেল কিন্তু কথা সত্য। হাসি এই জন্যে পেল যে আমি যদি 7 ডলার উঠানোর জন্য 40 ডলার খরচ করি তাহলে আমার লাভ কি? তাই এই ধরনের গ্যাস ফি যদি কমানো না যায় তাহলে এখানে অনেকেই এখানে টিকতে পারবে না।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mental on January 06, 2021, 06:34:09 AM
ভাই আপনার কথা শুনে খুবই হাসি পেল কিন্তু কথা সত্য। হাসি এই জন্যে পেল যে আমি যদি 7 ডলার উঠানোর জন্য 40 ডলার খরচ করি তাহলে আমার লাভ কি? তাই এই ধরনের গ্যাস ফি যদি কমানো না যায় তাহলে এখানে অনেকেই এখানে টিকতে পারবে না।
আসলে ভাই হাসির কোন কারণ নেই বাস্তবতা এটাই। আমি সিনিয়র ভাইয়ের কাছে শুনতে পেলাম যে তিনি একটা টোকন উড্রো করতে তার থেকে যে পরিমান ডলার পাবে তার থেকে বেশি গ্যাস ফ্রি লাগে। আসলে ভাই গ্যাস ফ্রি কুমার কি কোনো সম্ভাবনা রয়েছে। এরকম গ্যাস ফ্রি বাড়তে থাকলে তো দেখা যাবে ইথেরিয়াম এর জনপ্রিয়তা দিন দিন অনেক কমে যাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Malam90 on January 06, 2021, 06:46:10 AM
 ;D
কিছুদিন মার্কেটে অবস্থা হয়েছিল যে যে টোকেন বিক্রি করবে 10 ডলার সে টোকেন ট্রানজেকশন ফি 30 ডলার এরকম হয়েছিল। কিন্তু বর্তমানে ট্রানজেকশন ফি অনেকটাই কম আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।

এখন ট্রানজেকশন ফি আবারও বেড়ে গেছে ব্যপক। গতকালকে  DIA টোকেন সেন্ড করার সময় দেখা গেলো ট্রানজেকশন ফি চাচ্ছে ১৮ ডলার। এটা দেখে মাথাই ঘুরে যাওয়ার মত। আমি তাই আপাাতত ইথারিয়াম নেটওয়ার্কে টোকেন ট্রানজেকশণ অফ রাখছি। যখন দেখবো তুলনামূলক ফি কম তখন সেন্ড করবো। আপনারাও তাই করতে পারেন। আর ইথারিয়ামের আপগ্রেড সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। এছাড়া ফি কমার তেমন লক্ষন দেখিনা।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: LeziT on January 06, 2021, 08:13:10 AM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইথেরিয়াম গ্যাস ফি।এই অতিরিক্ত গ্যাস ফি করার কারণে মানুষ এখন আর কোন টোকেন এক্সচেঞ্জ করতে পারছে না অন্য কাউকে ডলার সেন্ড করতে পারছে না। যদি সেন্ড করতে যায় তাহলে বেশি পরিমাণে তাদের লস দিয়ে গ্যাস ফি দিতে হয়। ট্রানজেকশন ফি  আরো বেড়ে গেছে ব্যাপকভাবে। বর্তমানে ট্রানজেকশন ফি সবাইকে অনেক ক্ষতির সম্মুখীন এ রাখছে। আমরা সবাই চাই যেন ট্রানজাকশন ফি অনেক কমিয়ে নেয়া হয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Rick00 on January 06, 2021, 08:55:07 AM
বর্তমানে সবচেয়ে অসহ্যকর একটা ব্যাপার হল অতিরিক্ত গ্যাস ফি ।  অনেকদিন ধরেই আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি। কিছুদিন আগের তুলনায় বর্তমানের গ্যাস ফি অনেকটা বেড়ে গেছে। জানিনা কবে এই সমস্যার সমাধান হবে।             
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Princeraju on January 06, 2021, 08:58:26 AM
ইথেরিয়াম এর অতিরিক্ত gas ফি বৃদ্ধির জন্য আমরা ইউজারগন ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেকোনো ট্রানজেকশন করতে অনেক বেশি ফি এর প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কোন টোকেন বিক্রি করার জন্য সমস্যায় পড়তে হয়। আমি কিছুদিন আগে একটি টোকেন বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু gas ফি এর জন্য বিক্রি করতে পারেনি। কারণ টোকেন গুলো বিক্রি করে, খুব একটা লাভ হবে না।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Rony on January 06, 2021, 02:43:56 PM
আমি যদি 7 ডলার উঠানোর জন্য 40 ডলার খরচ করি তাহলে আমার লাভ কি? তাই এই ধরনের গ্যাস ফি যদি কমানো না যায় তাহলে এখানে অনেকেই এখানে টিকতে পারবে না।ইথেরিয়াম এর অতিরিক্ত gas ফি বৃদ্ধির জন্য আমরা ইউজারগন ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেকোনো ট্রানজেকশন করতে অনেক বেশি ফি এর প্রয়োজন হয়।বর্তমানে ট্রানজেকশন ফি অনেকটাই কম আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: mahid on January 07, 2021, 06:45:31 PM
অিাগের চেয়ে ইথার এখন অনেক আপগ্রেড হয়েছে। এখন গ্যাস ফি অনেক কম লাগে। তাই আশা করি অতিরিক্ত গ্যাস ফি আার লাগবে না। কেউ যদি সম্প্রতি কোন ট্রানজেকশন করে থাকেন তাহলে বুঝতে পারবেন।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Jaya60 on January 08, 2021, 10:14:56 AM
অিাগের চেয়ে ইথার এখন অনেক আপগ্রেড হয়েছে। এখন গ্যাস ফি অনেক কম লাগে। তাই আশা করি অতিরিক্ত গ্যাস ফি আার লাগবে না। কেউ যদি সম্প্রতি কোন ট্রানজেকশন করে থাকেন তাহলে বুঝতে পারবেন।
আপনি যদি বর্তমান সময় লক্ষ্য করেন তাহলে দেখবেন এখনো গ্যাস ফ্রি বেশি রয়েছে। আমি আজকে সকালে kingsawp নামে একটি টোকেন সেল দেওয়ার সময় অনেক গ্যাস ফ্রি এর কারণে দিতে পারি নাই। আসলে আমি দেখেছি এখন পর্যন্ত গ্যাস ফ্রি বেশি কমে নি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Triple333 on January 09, 2021, 07:09:00 AM
বর্তমান সময়ে গ্যাস ফি এতটাই বেশি যে কোন টোকেন ট্রানজেকশন করা সম্ভব হচ্ছে না। কারণ টোকেনের মূল্যের চেয়ে ট্রানজেকশন ফি অনেক বেশি দিতে হয়।হিন্দিতে বর্তমানে বাউন্টি থেকে তেমন পেমেন্ট পাওয়া যায় না তথাপি দু-একটি থেকে যতটুকু পাওয়া যায় ট্রানজেকশন ফি দিতেই সব শেষ হয়ে যায়। এ সমস্যার সমাধান না হলে যারা বাউন্টি হান্টার আছে তাদের দুর্দিন আরো বৃদ্ধি পাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Em00n01 on January 09, 2021, 07:13:53 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।

বর্তমানে ইথার নেটওয়ার্কে ট্র্যাফিক বেশি হওয়ার কারণে এই অবস্থা। খুব শীঘ্রই BECON আপডেট আসছে। সবাই বলছে এই আপডেটে ইথারের অতিরিক্ত গ্যাস ফির বিষয়টা সমাধান হওয়ার যাবে। তাই খুব বেশি প্রয়োজন না হলে ছোট খাটো এমাউন্ট গুলো আপাতত বিক্রি না করলেও চলে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Malam90 on January 09, 2021, 07:16:55 AM
গতকাল একটা টোকেনের দাম দেখলাম ১৫ ডলার আর সেটা ট্রানজেকশন করতে গিয়ে দেখলাম ফি চায় ১৯ ডলার যা হাস্যকর।

আপাতত এটার সমাধান নেই। তবে অপেক্ষা করে দেখতে হবে যখন তুলনামূলক কম থাকে ফি তখন করতে হবে। আর ফাইনাল সমাধান পেতে ইথারিয়াম এর আপগ্রেড ৩ টা ধাপের অন্তত ২ টা ধাপ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া সমাধান নেই। তবে একচেঞ্জ থেকে ট্রোন, ইউএসডিটি এগুলো ট্রান্সফার করলে ফি কম।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: mahid on January 09, 2021, 10:12:11 AM
ইথারের গ্যাস ফি এখন মারাত্নক হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়ত এর গ্যাস ফি বেড়েই চলছে। এত গ্যাস ফি দিয়ে কোন টোকেন একচেঞ্জ করা কঠিন হয়ে পড়েছে। আমার কাছে নুতন একটি কয়েন আছে যারা গ্যাস ফি কয়েনের চেয়ে বেশি তাহলে কিভাবে আমি সেটি উত্তে’লন করব। কাজেই আমার মনে হয় সবার সার্থে আমাদের গ্যাস ফি কমানো উচ্তি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mrkadir85 on January 09, 2021, 12:00:45 PM
কিছুদিন মার্কেটে অবস্থা হয়েছিল যে যে টোকেন বিক্রি করবে 10 ডলার সে টোকেন ট্রানজেকশন ফি 30 ডলার এরকম হয়েছিল। কিন্তু বর্তমানে ট্রানজেকশন ফি অনেকটাই কম আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।



ভাই মাঝখানে কিছুদিন গ্যাস ফি অনেকটাই কমে ছিল কিন্তু বর্তমানে গ্যাস ফি আবার বাড়ানো হয়েছে তার বর্তমানে কোন টোকেন উইথড্র দেওয়া অনেক মুশকিল হয়ে পড়েছে ।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Sharpmax on January 09, 2021, 12:19:34 PM
হ্যাঁ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক গ্যাস ফি টোকেন ট্রানস্ফার করতে কেটে নেওয়া হয়। দুঃখের বিষয় যে ৫ ডলার সমমূল্যের কোন টোকেন সেল করার জন্য 10 থেকে 15 ডলার গ্যাস ফি দিতে হয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: saidul2105 on January 09, 2021, 12:22:53 PM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
ভাই বর্তমানে গ্যাস ফি টা অনেক   বেশি।  এই গ্যাস ফি এর জন্য সবাই সমস্যায় আছে।  দেখা যাচ্ছে যে টাকা উত্তলন করবে, তার থেকে গ্যাস ফি বেশি শো করে।  ভাবছিলাম যে ইথেরিয়াম ২.০ লাঞ্চ হওয়ার পরে গ্যাস ফি টা কমবে, কিন্তু এখনো তার কোন প্রতিফলন লক্ষ্য করতে পারলাম না। তবে আশা করি খুব শীগ্রই গ্যাস ফি কমানো হবে।                           
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Sonjoy on January 09, 2021, 12:50:52 PM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
বিশেষ করে ইথেরিয়াম ওয়ার্ডগুলোতে এরকম গ্যাস ফ্রি শো করে কিন্তু আপনাকে গ্যাস কমিয়ে দিতে হবে আপনার নিজ দায়িত্বে তা না হলে আপনি উইথড্রো দিতে পারবে না এরকম সমস্যা হচ্ছে প্রায় অনেকদিন হলো eth বড় একটা আপডেট নিয়ে আসছে কিছুদিনের মধ্যে তখনই আপনি এ সমস্যা সমাধানের পথ পাবেন।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: salukhe on January 10, 2021, 07:39:51 AM
বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাস ফ্রি। গ্যাস ফ্রি এর জন্য আমরা অনেকেই টোকেন সেল দিতে পারছিনা। আমরা যে পরিমাণ টোকন পাই সেটা যদি বিক্রি করতে চাই তাহলে অর্ধেক টোকেন ই গ্যাস ফ্রি কেটে নিয়ে যাচ্ছে। গ্যাস ফ্রি এর জন্য আমরা তেমন ভাল প্রফিট পাচ্ছিনা। গ্যাস ফ্রি বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Cristiano on January 10, 2021, 08:16:13 AM
বর্তমানে ইথেরিয়াম গ্যাস ফি নিয়ে অনেক টোকেন আটকে পড়ে রয়েছে সবার। অতিরিক্ত গ্যাস ফি কাটার কারণে কেউ আর এক্সচেঞ্জ করতে চাইছো না। বিপুল পরিমাণ গ্যাস ফি দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হয়। যা আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে একটি। আমি মনে করি যদি ইথিরিয়াম এটি সংশোধন করে না নেয় তাহলে বড় রকমের সমস্যায় পড়তে হবে ইথেরিয়াম কে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: bmw1 on January 10, 2021, 09:55:57 AM
 হ্যা একটা সঠিক কারণ আমিও 20 ডলার উইথড্র করতে গিয়েছিলাম কিন্তু গ্যাস ফ্রি দেখি 20 ডলার চেয়েও বেশি তাই আমি তো করি নাই কিন্তু বড় ভাই দের কাছে একটা অনুরোধ যে আসলে এত গ্যাস ফ্রি নেওয়া হয় কেন আমারে সম্পর্কে ভালো ধারণা নেই।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Trumpet on January 10, 2021, 10:30:26 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
বর্তমানে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি অতিরিক্ত আকারে বৃদ্ধি পাচ্ছে।আমরা যদি অল্প সংখ্যক পেমেন্ট পেয়ে থাকি এবং আমরা তা যদি উইথড্র করতে চাই তাহলে দেখা যাবে আমাদেরকে আরো নিজের পকেট থেকে টাকা দিয়ে গ্যাস ফ্রি এর মূল্য দিতে হচ্ছে। আমি মনে করি ইথেরিয়াম এরএদিকটা অনেক খারাপ দিক।তবে আশা করছি ভবিষ্যতে যদি ইটিএইচ 2.0 সাকসেস হয় তাহলে ইথেরিয়াম এর গ্যাস ফ্রি অনেক কমে যাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Riddi on January 10, 2021, 04:01:18 PM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
হ্যাঁ ভাই বর্তমানে গ্যাস ফ্রি অনেক বেশি। এটি আমাদের ক্ষুদ্র পেমেন্ট এর জন্য অনেক খারাপ অবস্থা। অতিরিক্ত গ্যাস ফ্রী জন্য আমরা অনেক পেমেন্ট গুলো প্রয়োজনে উইথড্র করতে পারছিনা।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Tamsialu$$ on January 12, 2021, 03:13:58 AM
বর্তমানে গ্যাস ফি একটি বড় সমস্যা বিশেষ করে ইথারিয়াম নেটওয়ার্কে। কিন্তু এখন আমাদের কিছুই করার নেই। আমাদের অপেক্ষা করতে হবে অন্তত ইথারিয়ামের ফেইজ ২ সাকসেস হওয়ার আগ পর্যন্ত যা আরো অন্তত ৬-৮ মাস লাগবে। এ সময় বিকল্প হিসেবে অপেক্ষা করে করে দেখতে হবে যখন ফি কম তখন সেন্ড করতে হবে অথবা সম্ভব হলে ইআরসি২০ টোকেন বাদ দিয়ে অন্য নেটওয়ার্কের টোকেন ব্যবহার করতে হবে।
ভাই আসলে এর গ্যাস ফ্রি দেয়া সব থেকে বেশি। ভাই গ্যাস ফ্রি হঠাৎ করে এতটা বেশি হল কিভাবে সেটা বুঝতেই পারলাম না। আসলে ভাই গ্যাস ফ্রি আগেও কিন্তু বেশি ছিল কিন্তু তার থেকে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আসলে হঠাৎ করে গ্যাস ফ্রি এতটা বেশি হওয়ার কারণ কি
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Tamsialu$$ on January 12, 2021, 03:16:23 AM
অিাগের চেয়ে ইথার এখন অনেক আপগ্রেড হয়েছে। এখন গ্যাস ফি অনেক কম লাগে। তাই আশা করি অতিরিক্ত গ্যাস ফি আার লাগবে না। কেউ যদি সম্প্রতি কোন ট্রানজেকশন করে থাকেন তাহলে বুঝতে পারবেন।
আমি কিন্তু ইতিমধ্যে অনেক চেষ্টা করেছি কিন্তু গ্যাস ফ্রি সেরকম কমে যাচ্ছে না। আপনি যদি বর্তমানে ট্রানজেকশন করে থাকেন তাহলে আপনি এর প্রমাণ পেয়ে যাবেন।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Triple333 on January 12, 2021, 02:41:16 PM
বর্তমানে অতিরিক্ত গ্যাস ফি বাউন্টি হান্টারদের জন্য সবচেয়ে মাথাব্যথার কারণ এর ফলে বাউন্টি হান্টাররা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। অতিরিক্ত গ্যাস ফি এর কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও ছোট ছোট পেমেন্ট গুলো ট্রানজ্যাকশন করা সম্ভব হচ্ছে না।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Triple333 on January 12, 2021, 02:47:21 PM
ইথেরিয়াম এর অতিরিক্ত gas ফি বৃদ্ধির জন্য আমরা ইউজারগন ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেকোনো ট্রানজেকশন করতে অনেক বেশি ফি এর প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় কোন টোকেন বিক্রি করার জন্য সমস্যায় পড়তে হয়। আমি কিছুদিন আগে একটি টোকেন বিক্রি করার জন্য উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু gas ফি এর জন্য বিক্রি করতে পারেনি। কারণ টোকেন গুলো বিক্রি করে, খুব একটা লাভ হবে না।



ভাই আসলেই অতিরিক্ত গ্যাস ফি এর কারণে আমরা যারা  ক্রিপ্টো রিলেটেড রয়েছি আমাদের সকলের অনেক সমস্যা হচ্ছে এবং সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছি। আসলে কি কারণে এরকম হচ্ছে এবং কবে নাগাদ গ্যাস ফি কমবে তা জানা নেই।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Bony11 on January 12, 2021, 02:53:39 PM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
হ্যাঁ ভাই ব্যাপারটা অনেক দুঃখজনক যে বর্তমানে ওয়ালেট থেকে টোকেন ট্রানস্ফার করতে গ্যাস ফ্রি অনেক বেশি লাগে। যার কারণে আমাদের বিশেষ প্রয়োজনে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পেমেন্ট পেতে গিয়ে দেখা যায় উল্টো আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয়। সত্যি কেন যে  এত গ্যাস ফ্রি বেশি না হয়।এ বিষয়ে আমার কোন ধারণা নেই।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: EKRA13 on January 12, 2021, 03:22:22 PM
বর্তমান সময়ে গ্যাস ফি  এতটাই বৃদ্ধি পেয়েছে যে টোকেন সেল দিয়ে তেমন লাভ হচ্ছে না কিছু কিছু টোকেনতো সেল দেওয়া যাচ্ছে না গ্যাস ফির কারণে। কোন সিনিয়র ভাই কি বলতে পারেন কবে নাগাদ গ্যাস ফি কমতে পারে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: XM8 on January 12, 2021, 04:54:48 PM
বর্তমানে ইথেরিয়াম এর সবগুলো ভাল দিক এর মধ্যে অন্যতম একটি বিরক্তিকর এবং খারাপ দিক হলো অতিরিক্ত গ্যাস ফ্রি।ধরুন আপনি কোন ক্যাম্পেইন করে অল্প সংখ্যক পেমেন্ট পেয়েছেন এবং আপনি সেই পেমেন্ট উইথ ড্র করতে চাচ্ছেন।তখন আপনি দেখতে পেলেন যে আপনার ওয়ালেট এর ব্যালেন্স এর তুলনায় গ্যাস ফ্রি দ্বিগুণ তখন আপনি কি করবেন। আমার মনে হয় না যে আপনি আপনার পকেটের টাকা দিয়ে গ্যাস ফ্রি দিবেন। অনেকে হয়তো এই সমস্যার জন্য অল্প প্রেমেন্ট উইথড্র করে না।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Tamsialu$$ on January 14, 2021, 01:16:45 AM
বর্তমান সময়ে গ্যাস ফি  এতটাই বৃদ্ধি পেয়েছে যে টোকেন সেল দিয়ে তেমন লাভ হচ্ছে না কিছু কিছু টোকেনতো সেল দেওয়া যাচ্ছে না গ্যাস ফির কারণে। কোন সিনিয়র ভাই কি বলতে পারেন কবে নাগাদ গ্যাস ফি কমতে পারে।
এই পোস্টটি যখন করা হয়েছিল তখন সব থেকে গ্যাস ফ্রি বেশি লেগেছিল যে কারণে পোস্টটি করা হয়েছিল। তোমার সময়ে দেখা যাচ্ছে গ্যাস ফ্রি অনেক কমে এসেছে। আর কিছু যদি গ্যাস ফ্রি যদি কমে আসে তাহলে উড্রো দিতে আর কোন সমস্যা হবে না।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mahindra on January 14, 2021, 03:59:34 AM
বর্তমানে টোকেন সেল দিতে অতিরিক্ত গ্যাস লাগে এটা খুবই দুঃখজনক ব্যাপার। টোকন সেল দিয়ে যতোটুকু গ্যাস ফ্রী কাটবে অত ডলার টোকেন বিক্রি করেও পাওয়া যায় না দেখা যায় নিজের আরো লস হয় তাই যদি ভবিষ্যত পরিকল্পনায় গ্যাস ফ্রী কমানো হত তাহলে আমাদের টোকন সেল করতে ভাল হত । অতিরিক্ত গ্যাস ফ্রী এর কারণে লোকেরা উড্রো করেনা।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mahindra on January 14, 2021, 09:15:16 AM
আপনার কথা ঠিক আছে আসলে বর্তমানে একটু বেশি গ্যাস ফ্রী লাগে। যে কারণে অনেকেই দেখা যায় কিছু ডলার পাচ্ছে কিন্তু তারা উড্রো দিতে পারছে না।কিন্তু আমাদের কিছুদিন ধৈর্য্য ধরতে হবে অবশ্যই ইথিরিয়াম এর মাধ্যমে ট্রেড করলে গ্যাস কমবে কিন্তু একটু সময়ের প্রয়োজন আছে।আপু আপনি সব সময় দেখবেন যে কোন সময় গ্যাস ফ্রি কত শো করছে হঠাৎ করে দেখবেন করছে তখনই উড্রো দিবেন।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলে বর্তমানে উড্রো করতে গ্যাস ফ্রি অনেকটাই বেশি হচ্ছে যার কারণে অনেক মানুষ উড্রো করতে পারছে না দেখা যায় যা উড্রো করবে তার চেয়ে নেটওয়ার্ক কি তার দ্বিগুণ লাগে তবে ধৈর্য ধারণ করে থাকলে অবশ্যই একসময় দেখা যায় নেটওয়ার্ক ফ্রি কমে যায় তখন উড্রো করলে ভালো হয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Micky on January 14, 2021, 04:22:48 PM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত গ্যাস ফ্রি। অতিরিক্ত গ্যাস ফ্রি করার কারণে অনেকেই অনেক টোকেন আটকে রেখেছে। এক্সচেঞ্জ করতে সাহস পাচ্ছে না। প্রচুর পরিমাণ গ্যাস ফি দিয়ে তাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হচ্ছে। অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। আমরা সবাই চাই এটি যেন খুবই তাড়াতাড়ি নির্মূল করা হয়। এবং স্বল্প পরিমাণ এ আনা হয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mahindra on January 15, 2021, 06:38:35 AM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন টোকেন যদি উড্রো করতে হয় তাহলে দেখা যায় টোকেন গুলো বিক্রি করে যে ডলার পাওয়া যাবে তারচেয়ে উড্রো করতে অতিরিক্ত গ্যাস ফ্রি লাগে। তাই বর্তমানে কেহই এক্সচেঞ্জ করতে চায়না। তবে অনেক সময় দেখা যায় উড্রো করতে গ্যাস ফ্রি কমে যায় তখন উড্রো করলে ভালো হবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Damrai5$ on January 15, 2021, 07:11:00 AM
বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন টোকেন যদি উড্রো করতে হয় তাহলে দেখা যায় টোকেন গুলো বিক্রি করে যে ডলার পাওয়া যাবে তারচেয়ে উড্রো করতে অতিরিক্ত গ্যাস ফ্রি লাগে। তাই বর্তমানে কেহই এক্সচেঞ্জ করতে চায়না। তবে অনেক সময় দেখা যায় উড্রো করতে গ্যাস ফ্রি কমে যায় তখন উড্রো করলে ভালো হবে।
বেশ কিছুদিন আগের তুলনায় বর্তমানে কিছুটা গ্যাস কম লাগছে। ওই সময় আসলেই অতিরিক্ত গ্যাসের কারণে কেউ টোকেন বিক্রি করেনি। যদি আরো গ্যাস ফ্রি কমে যায় তাহলে দেখা যাবে কারো 15 থেকে 20 ডলার এরকম প্রেমেন্ট পেলে উইড্রো দিতে আর কোন প্রবলেম হবেনা।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Angel jara on January 17, 2021, 07:59:42 AM
বর্তমান সময়ে গ্যাস ফ্রি অনেক সমস্যা আছে তৈরি করছে আর দিন দিন গ্যাস ফ্রি বেড়ে চলেছে। সবার ধারনা ছিল ইথেরিয়াম টু পয়েন্ট জিরো মার্কেটে লস করার পর গ্যাস কমাতে সার্থক হবে কিন্তু তা হলোনা। এই সমস্যা মোকাবেলা করার জন্য 40 ডলারের মত ব্যয় করতে হবে যা এখান থেকে আসে 7 ডলারের মত যা আয় এর চেয়ে ব্যয় বেশি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mahindra on January 19, 2021, 11:50:36 PM
বর্তমানে উড্রো করতে অতিরিক্ত গ্যাস ফ্রী লাগে এটাই হলো সবচেয়ে সবার মাঝে বড় সমস্যা। অনেক সময় দেখা যায় উঠল করতে অনেক গ্যাস ফ্রী কম দেখায় কিন্তু একটু ধৈর্য ধরে অনেক সময় পর যদি আবার উড্রো করা হয় তাহলে অনেক সময় দেখা যায় গ্যাস ফ্রি কমে যায় তখন উড্রো করলে ভালো হয়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Sasa on January 20, 2021, 01:39:56 PM
বর্তমান সময়ে গ্যাস ফি  এতটাই বৃদ্ধি পেয়েছে যে টোকেন সেল দিয়ে তেমন লাভ হচ্ছে না কিছু কিছু টোকেনতো সেল দেওয়া যাচ্ছে না গ্যাস ফির কারণে। কোন সিনিয়র ভাই কি বলতে পারেন কবে নাগাদ গ্যাস ফি কমতে পারে।
ইদানিং অতিরিক্ত গ্যাস ফ্রী একটা বড় সমস্যা। হ্যাঁ অনেক টোকেন সেল করা যাচ্ছে না এই অতিরিক্ত গ্যাস ফ্রি এর কারণে। না ভাই এ সম্পর্কে আমার মনে হয় কারো জানা নাই। যে আরো কতদিন পর্যন্ত এই অতিরিক্ত গ্যাস দিতে হবে আমাদের। তবে ধৈর্য ধরেন অবশ্যই এই অতিরিক্ত গ্যাস ফ্রী এক সময় কমে যাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Ronald on January 20, 2021, 07:35:25 PM
ভাই দিন যাচ্ছে ইথারের যেমন দাম বাড়ছে তেমনি দেখছি যে গ্যাস ফিও অনেক বেড়ে গেছে। যে কোন টোকেন ট্রান্সফার করতে গেলে বড় অংকের গ্যাস ফি দিতে হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরনের উপায় পাচ্ছি না। তবে এটি যদি এমনই চলতে থাকে তাহলে এখানকার ইউজার সংখ্যা অনেক কমে যাবে।আর এটি যেহেতু কমপিটেটিভ মার্কেট তাই তারা হয়তো চেস্টা করবে এটিকে কমিয়ে আনা।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Triedboy on January 21, 2021, 08:29:23 AM
আসলে দেখা যাচ্ছে বর্তমানে কোন টোকেন উইড্রো করতে গ্যাস ফ্রি অতিরিক্ত লেগে যাচ্ছে।যে কারণে অনেক সময় আমরা কোন টোকেন সেল দিতে পারি না হয়তো যে পরিমাণ ডলার আমরা বুঝতে পারব তার থেকে বেশি দেখতে পাচ্ছি গ্যাস ফ্রি লাগছে। আসলে আমাদের আরো কিছুদিন ধৈর্য্য ধরতে হবে হয়তো আর কয়েক মাসের মধ্যেই গ্যাস ফ্রি কমে যেতে পারে।তার পরেও বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম গ্যাস ফ্রি আরো বেশী লেগেছে বর্তমানে তার থেকে কিছুটা কম লাগছে এখন গ্যাস ফ্রি।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Criminal on January 21, 2021, 10:09:08 PM
ইথেরিয়াম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে জনপ্রিয় করেন বিটকয়েনের পরে। প্রতিনিয়তই ইত্রিয়াম এর চাহিদা বৃদ্ধি পেতে চলেছে। তবে বর্তমানে ইথারিয়াম এর সবচেয়ে খারাপ বিষয়টি হল এর অতিরিক্ত গ্যাস ফ্রি। কিছু কিছু পেমেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ইথারিয়াম এর গ্যাস ফ্রি ওঠে না। অর্থাৎ আপনি যদিসেই প্রেমেন্ট উইথড্র করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে পকেটের টাকা দিয়ে সেই প্রেমেন্ট উইথড্র করতে হবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Mahindra on January 22, 2021, 02:08:40 AM
ভাই আপনার কথা শুনে খুবই হাসি পেল কিন্তু কথা সত্য। হাসি এই জন্যে পেল যে আমি যদি 7 ডলার উঠানোর জন্য 40 ডলার খরচ করি তাহলে আমার লাভ কি? তাই এই ধরনের গ্যাস ফি যদি কমানো না যায় তাহলে এখানে অনেকেই এখানে টিকতে পারবে না।
আসলে ভাই সত্যি কথা বললে একটু হাসি পাওয়া যায় বর্তমানে কোন টোকেন যদি উড্রো করতে হয় তাহলে দেখা যায় টোকেন গুলো সেল দিয়ে যে ডলার পাওয়া যাবে তার অধিক গ্যাস ফ্রি প্রয়োজন হয়। একথা সত্যি যে 7 ডলার উঠাতে গিয়ে 40 ডলার খরচ হয়। তবে ভবিষ্যতে যদি গ্যাস ফ্রি কমানো হয় তাহলে সবারই উপকার হত।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: ttcsalam on January 22, 2021, 07:27:35 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
গ্যাস ফি সমস্যার কারনে যে টুকু পেমেন্ট পাই অধিকাংশ টোকেন আমার একাউন্ট এ পড়ে থাকে । কি করব কিছু ‍কিছু টোকেন আবার সোয়াপ সিস্টেম করতে যাইয়ে হান্টার দের যে সামান্য পেমেন্ট দিয়েছিল সে টুকুও তাদের ফেরত নিয়ে নেওয়ার ভাবনা কেননা অনেক টোকেন দেখি সোয়াপ করতে 90 ডলার পর্যন্ত চাই । এই গ্যাস ফি সমস্যা টা শুরু হইছে ইথিরিয়াম এর নতুন নেটওয়ার্ক চালু করার পর থেকে।আশা করা যায় দ্রুত সমাধান হবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Monster5 on January 22, 2021, 02:00:07 PM
হ্যাঁ ভাই এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের একটি বিষয়। বর্তমানে অতিরিক্ত গ্যাস হওয়ার কারণে লোকেরা কোন টোকেন উড্রো করছে না। দেখা যায় $7-8 ডলার উড্রো করলে 25 থেকে 30 ডলার গ্যাস কি আসে। যার কারণে লোকেদের টোকেন সেল দিতে অনেক সমস্যা হয়। আবার অনেক সময় দেখা যায় গ্যাস ফ্রি অনেকটা কমে গিয়েছে তখন আমরা সেল করলে অবশ্যই গ্যাস ফ্রি কম লাগবে। তাই আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব যে সময় গ্যাস ফ্রি কমে যায় তখন টোকেন গুলো উড্রো করব।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: NANCY on January 22, 2021, 06:36:55 PM
খুব সুন্দর একটি টপিক তৈরি করেছেন। এই টপিকের জন্য আমরা যারা নতুন সদস্য রয়েছে তাদের জন্য খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি কারণ এটা আমার জানা ছিল না। আমার এই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট পড়ে আমি অনেকটা ধারণা পেয়েছি আশা করি নতুন সদস্যরা অনেকটা ধারণা পাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Magepai on January 23, 2021, 02:08:40 AM
আসলে বর্তমানে এই সমস্যাটা বেশি হচ্ছে সবার জন্যই। অতিরিক্ত গ্যাস ফ্রি এর কারণে আমরা কোন টোকেন সেল দিতে পারছি না এমন সময় আছে দেখা যায় বিক্রি করতে পারব 30 ডলার গ্যাস ফ্রি 10 থেকে 15 ডলার শো করছে। আবার এমন সময় আছে দেখেছি এর থেকে বেশি গ্যাস ফ্রি লাগছে এরকম ভাবে লাগলে দেখা যায় সেই টোকেন গুলো বিক্রি করে আমাদের কোন লাভ হয় না। আমরা আশা করি তিন থেকে চার মাসের মধ্যে ইনশাল্লাহ গ্যাস ফ্রি কমে যাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: salukhe on January 23, 2021, 04:59:35 AM
আস্তে আস্তে গ্যাস ফ্রি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাস ফ্রি এর জন্য আমরা কোন ভালো প্রফিট পাচ্ছিনা। আমরা যে টোকেন গুলা পাচ্ছি সেগুলা এক্সচেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে অর্ধেক টোকন গ্যাস ফ্রি দিতে হচ্ছে। গ্যাস ফ্রি এর পরিমাণ কম হলে তাহলে আমরা ভালো কিছু প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। যা থেকে আমরা ভালো কিছু পাবো।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Najmul on January 23, 2021, 06:46:10 AM
বর্তমানে গ্যাস ফ্রি একটা বড় ধরনের সমস্যা। আমরা যে কয়েন পাচ্ছি সেগুলো এক্সচেঞ্জ করতে গিয়ে দেখছি অর্ধেক টোকেন গ্যাস ফ্রি কেটে নেওয়া হচ্ছে। 7 থেকে 8 ডলার এক্সচেঞ্জ করতে গিয়ে দেখা যাচ্ছে যে 25 থেকে 30 ডলার গ্যাস ফ্রি দিতে হচ্ছে। দিন যাচ্ছে যেমনি গ্রামের দাম বাড়ছে ঠিক তেমনি গ্যাস বেড়ে চলেছে। এরকম ভাবে চলতে থাকলে ইউজার অনেক কমে যাবে।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Tubelight on March 22, 2021, 07:05:01 AM
কিছুদিন আগে এ ধরনের সমস্যার সম্মুখীন সকলেই হয়েছে।ইথারিয়াম এর লেনদেন ফ্রী এতটাই বেড়ে গিয়েছিল যে এর কারণে কেউ কোন টোকেন লেনদেন করতে পারেনি। তবে বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়েছে ইথারিয়াম এর লেনদেন ফ্রী।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Fighter on March 22, 2021, 07:36:56 AM
আমি একটা টোকেন পেয়েছিলাম সেটা আমার ওয়ালেটে শো করছে সেভেন ডলার। যখনই এটি উইথড্র দিতে গিয়েছি তখন দেখলাম এর গ্যাস ফ্রি 40 ডলার লাগবে। এটা দেখে আমি হতবম্ভ হয়ে গেছি আসলে উল্টো করব 7 ডলার আর লাগবে 40 ডলার! এর আগেও বেশ কিছু টোকেন সেল দিয়েছি কিন্তু গ্যাস ফ্রি বেশী লেগেছে কিন্তু এতটা বেশি নয়।
আমিও আপনার সাথে একমত আছি। এখন অতিরিক্ত গ্যাস ফি এর জন্য সবাইকে সমস্যায় ভুগতে হচ্ছে। ভাই কেউ কি বলতে পারবে যে গ্যাস ফি কিভাবে কমানো যায়।
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: HeartBit143 on March 22, 2021, 07:43:55 AM
সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে গ্যাস ফি আগের তুলনায় অনেক বেশি লাগছে।  এটি বিশেষ করে ইথেরিয়াম নেটওয়ার্কে বেশি পরিলক্ষিত হচ্ছে। গ্যাস ফি এর কারনে সকলেরই অনেক সমস্যায় পড়তে হচ্ছে।                       
Title: Re: অতিরিক্ত গ্যাস ফ্রি
Post by: Acifix on March 22, 2021, 08:09:43 AM
এখন বর্তমানে অতিরিক্ত গ্যাসের কারণে আমাদের নানা সমস্যা হচ্ছে। গ্যাস ফ্রি এতই বেড়ে যাচ্ছে। এখন কোন টোকেন লেনদেন করা যায় না গ্যাস ফ্রী এর কারণে। তবে কিছুটা ইথারিয়াম লেনদেন ফ্রী করা যাচ্ছে।