Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on January 05, 2021, 01:21:56 AM

Title: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Malam90 on January 05, 2021, 01:21:56 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১৩৬৪   ৩৭,৯৭০
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: ttcsalam on January 05, 2021, 02:17:28 AM
বাংলা বোর্ডে অনেক বেশি বেশি সময় দিতে আমাদের বাংলাদেশী ইউজারদের । বাঙ্গালী জাতি বীরের জাতী আমরা চাইলে আরও অনেক বেশি বেশি সময় এই বাংলা বোর্ড কে আরও বেশি দুরে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।সবাই ই আমরা আরও বেশি বেশি বাংলা বোর্ডে সময় দেয় সবার জন্যএই শুভ কামনা।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Markuri33 on January 05, 2021, 02:23:44 AM
কয়েকদিন আগে আমাদের লোকাল বোর্ডটা অনেক পিছিয়ে ছিল এখন তাও 5 নম্বর পজিশনে এসেছে। অবশ্যই আমরা আরো এগিয়ে যাব এই প্রত্যাশা করি। কিন্তু আমাদের নিয়মিত একটিভ থাকতে হবে সকল ইউজারদের। এবং কিছু কিছু নতুন টপিক তৈরি করতে হবে তাহলে অতি তাড়াতাড়ি আমরা সেরা পজিশনে যেতে পারবো।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Goldlife on January 05, 2021, 12:55:08 PM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান পঞ্চম।

র্যাংক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৭৭৯   ২,৭২,৯৭১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৬১   ৫৭,৫০৮
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৫০২   ৫১,১৭৩
০৪।   Tagalog (ফিলিপাইন)-----৩,২২০   ৩০,৫২৯
০৫।   বাংলা (বাংলাদেশ)---------- -৯৫০   ২৯,০৮০
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান কথাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য কথাগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারলাম ধন্যবাদ ভাইয়া।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:20:51 AM
বেশ কয়েক মাস আগে এদের পজিশন এরকম ছিল। তো মানে আমাদের বাংলা ফোরাম এর পজিশন কিন্তু অনেক পদোন্নতি হয়েছে। যেভাবে আমাদের এই বাংলা পুরানটা এগিয়ে যাচ্ছে অবশ্যই প্রথম দ্বিতীয় অবস্থানে আসতে বেশি সময় লাগবে না। এজন্য অবশ্যই আমাদেরকে বেশি বেশি নতুন টপিক তৈরি করতে হবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: XM8 on January 14, 2021, 05:01:10 PM
বিভিন্ন লোকাল বোর্ডের তুলনায় বর্তমানে বাংলা বোর্ড এর অবস্থান অনেকটাই ভালো। বর্তমানে বাংলা বোর্ড চতুর্থ অবস্থানে অবস্থান করছে। বর্তমানে আপনি যদি বাংলা বোর্ডের দিকে লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন বর্তমানে বাংলা বোর্ডের ইউজার সংখ্যা এবং অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। যার ফলে প্রতিনিয়ত নতুন নতুন টপিক এবং নতুন নতুন বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে। যার ফলে ফোরামের প্রসারতা আরো বৃদ্ধি পাচ্ছে।আশা করছি খুব শীঘ্রই বাংলা বোর্ড শীর্ষস্থান দখল করবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: babu10 on January 18, 2021, 11:31:34 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭

ইদানিং বোর্ড এ পোষ্ট্ দেখে আমিও সন্তুষ্ট এবং সবাই মিলে মিশে কাজ করলে বাঙ্গালীরা বিপ্লব ঘটাতে পারে যেটা আমরা বহুবার বহুকাজে প্রমান দিয়েছি। আসুন সবাই একসাথে কাজ করি আমাদের দেশের নাম উজ্জ্বল করি।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Mental on January 18, 2021, 06:48:10 PM
ধন্যবাদ সিনিয়র ভাইয়া আপনার এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।কারণ আপনি এত সুন্দর একটি পোস্ট করেছেন যেটা আমাদের জন্য অনেক ভালো।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: saidul2105 on January 19, 2021, 07:20:41 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
আমাদের বাংলা বোর্ডের উন্নতির জন্য, আমাদের লোকাল বোর্ডের র‍্যাংক আপ করার জন্য আমাদের সকলেরই উচিৎ বাংলা লোকাল বোর্ডে মানসম্মত   এবং ক্রিপ্টো রিলেটেড পোস্ট করা।  আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলা লোকাল বোর্ডে    পোস্ট করি তাহলে আমি মনে করি যে খুব অল্প দিনের মধ্যেই আমারা আমাদের   বাংলা বোর্ড কে  র‍্যাংকিং  এ ২য় স্থানে নিয়ে আসতে পারবো।                                 
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Malam90 on January 19, 2021, 08:09:36 AM
@saidul2105 সহমত। বাংলাবোর্ডের অবস্থানকে আমরা দ্বিতীয় স্থানে নিয়ে যেতে চাই এজন্য আমাদের বেশি বেশি একটিভ থেকে কাজ করতে হবে, পোস্ট ও কমেন্ট কোয়ালিটি একটু বাড়াতে মনোযোগ দিতে হবে। নতুনদেরও শেখার মন মানসিকতা থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলা বোর্ডকে আমরা টপ ২ এ নিয়ে যেতে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Mahindra on January 19, 2021, 11:04:50 PM
আমাদের বাংলা লোকাল বোর্ড এর রেঙ্ক আপ করার জন্য এবং বাংলা ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের বেশি বেশি একটিভ থাকতে হবে। এবং ভালো মানের টপিকঃ এবং মানসম্মত পোস্ট করতে হবে। তাহলে ভবিষ্যতে আমাদের বাংলা বোর্ড দ্বিতীয় নাম্বারে থাকবে। তাই আমরা সকলেই মিলেমিশে একে অন্যের ক্ষতি না করে। সকলেই ফোরামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Sasa on January 20, 2021, 02:14:33 PM
আগের তুলনায় আমাদের এই বাংলা বোর্ড অনেকটা এগিয়ে গেছে। এক সময় আমাদের এই বাংলা বোর্ড এর অ্যাকটিভিটি শূন্য হয়ে পড়েছিল। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি। যে আমাদের এই বাংলা বোর্ড এর সকল সিনিয়র ভাইরা এখন নিয়মিত একটিভ থাকে এবং নতুন নতুন টপিকঃ তৈরি করে দেন। সেখান থেকে নতুন ইউজাররা নতুন কিছু শিখতে পাড়ে। দেখা যাচ্ছে যে এতে আমাদের বাংলা বোর্ড এর অনেক উন্নত হচ্ছে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: mahid on January 20, 2021, 04:56:44 PM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
ভাই আপনি ঠিক বলেছেন যদি আমাদের মাঝে ঐক্য না থাকে আমরা সেই জায়গা ধরতে পারব না। ‍কাজেই আমাদের এখানে ঐক্যে বড় প্রয়োজন। সবাই যদি একযোগে কাজ করতে পারি তাহলে আমরা এক নম্বর পজিশনেও যাওয়ার আশা রাখি। আমাদের এখন ফিলিপাইন কে পেছন ফেলার জন্য কাজ শুরু করতে হবে। আমি খুবই আশাাবদি যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই সম্ভব।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Malam90 on January 21, 2021, 01:45:03 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
ভাই আপনি ঠিক বলেছেন যদি আমাদের মাঝে ঐক্য না থাকে আমরা সেই জায়গা ধরতে পারব না। ‍কাজেই আমাদের এখানে ঐক্যে বড় প্রয়োজন। সবাই যদি একযোগে কাজ করতে পারি তাহলে আমরা এক নম্বর পজিশনেও যাওয়ার আশা রাখি। আমাদের এখন ফিলিপাইন কে পেছন ফেলার জন্য কাজ শুরু করতে হবে। আমি খুবই আশাাবদি যদি সবাই মিলে কাজ করি তাহলে অবশ্যই সম্ভব।

আপনি আমার মূল পোস্টটি খেয়াল করলে দেখবেন আমি গত কয়েকদিন আগেই আপডেট করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই ফিলিপাইনকে টপকে ৪ নম্বরে চলে এসেছি। এখন আমাদের তার্গেট হচ্ছে তুর্কি ও ইন্দোনেশিয়ান বোর্ডকে অতিক্রম করা।

অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Mj joy on January 21, 2021, 05:39:18 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
প্রথমত  আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটা টপিকস উপস্থাপন করার জন্য। একটা কথা মনে রাখবেন আমরা বাঙালি আমরা বাংলা ভাষার জন্য প্রাণ টাও দিয়ে দিতে পারি। সেই একুশে ফেব্রুয়ারি এবং 1971 সালের কথা মনে হলে  আজও গর্ভ করতে ইচ্ছে করে। আমার বাংলাদেশের সকল অনলাইন ইউজার সিনিয়র এবং জুনিয়র ভাইদের কাছে আকুল আবেদন থাকবে আমরা বাংলা ভাষার জন্য অনেক পরিশ্রম করব এবং বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসবো। কারন বাংলা ভাষা এবং বাংলাদেশ আমাদের গর্ভ।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Milon626 on January 21, 2021, 05:51:24 AM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
অলটকয়েন্সটকে আমাদের বাংলা বোর্ডের অবস্থান খুব একটা খারাপ নয়।  আমরা চতুর্থতম অবস্থানে আছি।  আমরা যদি সবাই মিলে আমাদের বাংলা লোকাল বোর্ডে নতুন নতুন টপিক তৈরী করি তাহলে আমাদের প্রথম বা দ্বিতীয় অবস্থানে চলে যেতে খুব বেশি সময় লাগবে না।  তাই আমাদের সকল কে লোকাল বোর্ডের প্রতি দৃষ্টি বাড়াতে হবে।                                       
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Casual on January 21, 2021, 08:42:49 AM
আমাদের এই অ্যালার্ট কয়েন ফোরামে আমাদের বাংলা ফোরাম চতুর্থ অবস্থানে এসেছে। যদি আমরা প্রত্যেকে আরেকটু চেষ্টা করি আমাদের এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে অবশ্যই আমরা আরো এগিয়ে যেতে পারবো।কিন্তু আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কেউ একাই ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে পারবে না তাই অবশ্যই আমাদের একসাথে কাজ করতে হবে যাতে করে আমাদের এই ফোরাম টা আরো অনেক এগিয়ে যায়।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Trumpet on January 21, 2021, 04:12:36 PM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১০১২   ৩১,০৫৪
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
এটা দেখতে খুবই ভালো লাগে যে যখন দেখতে পাই japan-china ভিয়েতনামের মতো দেশকে পিছনে ফেলে বাংলা বোর্ড যখন চার নাম্বার রাঙ্ক এ অবস্থান করে। বিষয়টা সত্যিই খুব আনন্দদায়ক। দিন দিন আমাদের বাংলা ফোরাম এর জনপ্রিয়তা এবং ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আশা করছি ভবিষ্যতের দিনগুলোতে বাংলা ফোরাম আরো উন্নত হবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: ranaprime on January 21, 2021, 07:37:15 PM
আগের চেয়ে আমাদের ফোরামের তথা বোর্ডেরও ব্যাপক উন্নয়ন হয়েছে আমি মনে করি। আমাদের বাংলা থ্রেড এখন সম্মান জনক অবস্থানে আছে। আমারা যদি শুধু গ্লোবাল থ্রেডে কাজ না করে আমাদের থ্রেডে কাজ করি তাহলে আমার মনে হয় আগামিতে আমরা এর পরের অবস্থানটি খুব সহজেই ধরতে পারব। শুধু প্রয়োজন সবার আন্তরিকতা এবং সেই সাথে ফোরামে নিয়মিত একটিভ থাকা। 
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Criminal on January 21, 2021, 09:41:41 PM
এটা দেখে আমি খুবই আনন্দিত যে পৃথিবীর উন্নত দেশগুলোর লোকাল বোর্ড কে পিছনে ফেলে বাংলা বোর্ড এর অবস্থান এখন 4 নাম্বারে। বিষয়টা সত্যিই খুব আনন্দদায়ক।আমাদের এই ফোরাম এই পর্যায়ে নিয়ে আসার পিছনে কয়েকজন ভাইয়ের কথা না বললেই নয়।#Nosttoman#Altcoin1998$and #malam90 ভাইয়েদের অক্লান্ত পরিশ্রমে আজ বাংলা বোর্ড এই পর্যায়ে এসেছে আশা করছি ভবিষ্যতে বাংলা বোর্ডের আরো উন্নতি হবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: NANCY on January 23, 2021, 07:59:06 AM
সুন্দর একটি পোস্ট করেছেন আপনি এই পোষ্টের মাধ্যমে আমি জানতে পারলাম কোন দেশ কত নাম্বার অবস্থানে রয়েছে, ইতিমধ্যে আমি আরো জানতে পারলাম বাংলাদেশ চতুর্থ নাম্বারে রয়েছে। আগের চেয়ে আমাদের এই বাংলা বোর্ড টি এখন অনেক এগিয়ে গিয়েছে আশা করি সামনে আরও এগিয়ে যাবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Micky on January 23, 2021, 09:18:50 AM
অন্যান্য বোর্ডের সাথে বাংলাদেশ বোর্ড অনেকটাই এগিয়ে গিয়েছে। এক টাইমে বাংলাদেশ বোর্ডের কোন অবস্থানে ছিল না। যেখানে বাংলাদেশ বলে কোন অ্যাক্টিভিটি মেম্বার ছিল না । হাতেগোনা কিছু মেম্বার ছাড়া। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে অনেক একটিভ মেম্বার হয়েছে। এবং দিনের-পর-দিন বাংলাদেশ বোর্ড এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে।আশা করছি ভবিষ্যতে আরো ভালো পর্যায়ে চলে যাবে বাংলাদেশ বোর্ড। বাংলাদেশ বোর্ডের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সহযোগিতা করি।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Malam90 on January 23, 2021, 10:26:46 AM
অন্যান্য বোর্ডের সাথে বাংলাদেশ বোর্ড অনেকটাই এগিয়ে গিয়েছে। এক টাইমে বাংলাদেশ বোর্ডের কোন অবস্থানে ছিল না। যেখানে বাংলাদেশ বলে কোন অ্যাক্টিভিটি মেম্বার ছিল না । হাতেগোনা কিছু মেম্বার ছাড়া। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে অনেক একটিভ মেম্বার হয়েছে। এবং দিনের-পর-দিন বাংলাদেশ বোর্ড এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে।আশা করছি ভবিষ্যতে আরো ভালো পর্যায়ে চলে যাবে বাংলাদেশ বোর্ড। বাংলাদেশ বোর্ডের জন্য শুভকামনা রইল। বাংলাদেশ বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সহযোগিতা করি।

একসময়ে হাতে গোনা দুতিন জন মেম্বার ছিলো বাংলা বোর্ডে। তখন আমি নিজে টপিক  তৈরি করে নিজেই কমেন্ট করে বোর্ডের একটিভিটি বাড়াতাম এবং অনেককে পিএম দিয়ে ডেকে আনতাম শুধুমাত্র বাংলাবোর্ডকে সচল রাখার জন্য। কারণ বিটকয়েনটকে আমাদের কোন বাংলাবোর্ড নাই, এখানে আছে তাই চাইতাম ইনএকটিভিটির কারণে আবার বন্ধ না হয়ে যায়। তখনও স্বপ্ন দেখতাম বাংলাবোর্ড টপ ১০ এ নিয়ে যাবো। এরপর কিছু একটিভ মেম্বার পেলাম তাদের অবদানের কারণে আজকে বাংলা বোর্ড আজকের স্থানে চলে এসেছে। আমি আজও স্বপ্ন দেখি বাংলাবোর্ড দ্বিতীয় স্থানে যাবে। এজন্য আমাদের একত্রে কাজ করতে হবে। পারস্পারিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। তাহলে সম্ভব নতুবা আমরা নিজেদের যেমন অবক্ষয় দেখবো তেমনি আমাদের বোর্ডটাকেও অচল দেখবো। তখন অন্যরা আমাদের দিকে তাকিয়ে হাসবে।  বাংলা বোর্ডকে ২য় স্থানে নিয়ে যেতে সবাই দৃড় প্রতিজ্ঞা নিয়ে আমাদের সকল ভাইকে একত্রে কাজ করতে হবে। এটাই হোক সংকল্প।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Azharul on January 23, 2021, 01:05:02 PM
দিনের-পর-দিন বাংলাদেশ বোর্ড এর জনপ্রিয়তা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে।অন্যান্য বোর্ডের সাথে বাংলাদেশ বোর্ড অনেকটাই এগিয়ে গিয়েছে।পৃথিবীর উন্নত দেশগুলোর লোকাল বোর্ড কে পিছনে ফেলে বাংলা বোর্ড এর অবস্থান এখন 4 নাম্বারে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Azharul on January 23, 2021, 02:26:29 PM
Deleted
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: salukhe on January 23, 2021, 04:54:40 PM
অ্যালার্টকয়েন ফোরামে লোকাল বোর্ডে বাংলা বোর্ড চতুর্থ স্থান করেছে। এটা আমাদের জন্য খুশির সংবাদ। যে বাংলা বোর্ডের অনেক অ্যাক্টিভিটি বেড়েছে। আমরা সকলে মিলে যদি কাজ করি তাহলে বাংলা বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।বাংলা ভোটকে আমরা যদি এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের সবারই আরো বেশি অ্যাক্টিভিটি হতে হবে। মন দিয়ে কাজ করতে হবে। এখন যে পরিমাণ বাংলা বোর্ডে অ্যাক্টিভিটি রয়েছে তাদের অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে। আর দিন দিন বাংলা বোর্ডের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে। কারো প্রতি কোন হিংসা না রেখে সকলের মনোযোগ দিয়ে কাজ করি তাহলে বাংলা বোর্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে সহজ হবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: AlviNess on February 24, 2021, 11:23:18 AM
অন্যান্য লোকাল বোর্ডের তুলনায় আমাদের বাংলা বোর্ডের অ্যাক্টিভ ইউজার সংখ্যা অনেক বেশি। আমরা চাইলে যেকোনো সময় লোকাল  টপ করতে পারি।তাই আমাদের অবশ্যই সকলকে একত্রে মিলে কাজ করতে হবে যাতে আমাদের এই বাংলা বোর্ড খুব শীঘ্রই শীর্ষ অবস্থানে চলে যায়।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: moonstar24 on February 24, 2021, 04:16:56 PM
হ্যাঁ, আমিও মনে করি যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে আমাদের লোকাল বোর্ডে কাজ করি তাহলে আমরা খুব শীগ্রই উন্নতি করতে পারবো।  আমাদের বাংলা লোকাল বোর্ডের উন্নয়নের জন্য অবশ্যই আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন আছে।  আশা করি আমরা খুব শীগ্রই দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারবো।                                       
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: SMACK on February 25, 2021, 01:48:19 PM
দিন যত যাচ্ছে বাংলা বোর্ড এর জনপ্রিয়তা ততই বিদ্ধি পাচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এ বাংলা ফোরামে কাজ করি তবে আমার মনে হয় এই বাংলা ফোরামটা অনেকটাই এগিয়ে যাবে। কেউ কারো ভুল না ধরাটাই পারফেক্ট।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Tubelight on March 21, 2021, 04:38:00 PM
বাংলা বোর্ড যে এরকম একটি অবস্থানে আসবে আমি কোনোদিন ভাবতে পারিনি।বাংলা বোর্ডের এমন একটি অবস্থানে আসার একমাত্র দাবিদার হলো সকল বাংলাদেশী ইউজার।আমি আশা করব ভবিষ্যতে আমাদের বাংলা বোর্ড আরো ভালো একটি অবস্থানে যাবে।
Title: Re: অল্টকয়েন্সটকের লোকাল বোর্ডে বাংলা বোর্ডের অবস্থান।
Post by: Fighter on March 21, 2021, 04:43:03 PM
অলটকয়েন্সটকে অনেকগুলো লোকাল বোর্ড আছে। এখান থেকে টপ ১০ টা বোর্ড এবং তাদের একটিভিটির একটি পরিসংখ্যান। এখানে আমাদের বাংলা বোর্ডের অবস্থান এখন চতুর্থ। সবাই বাংলা বোর্ডকে অন্তত দ্বিতীয় স্থানে দেখতে চাই। এজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, তাহলে আমাদের এই লক্ষ্যমাত্র অর্জন সম্ভব। আপনারা কি মনে করেন সম্ভব?

র‌্যাঙ্ক   লোকাল বোড (দেশ)   মোট টপিক সংখ্যা   মোট পোস্ট সংখ্যা
০১।   Русский (রাশিয়া)------   -২০,৮৫৬   ২,৭৩,৬২১
০২।   Bahasa (ইন্দোনেশিয়া)-----২,১৮৬   ৫৭,৮৬৭
০৩।   Turkish (তুরষ্ক)----------১৫,৬৬৪   ৫১,৫৬৪
০৪।   বাংলা (বাংলাদেশ)---------- -১৩৬৪   ৩৭,৯৭০
০৫।   Tagalog (ফিলিপাইন)------৩,২২০   ৩০,৫২৯
০৬।   Vietnamese (ভিয়েতনাম) ১০,২২৭   ২১,১৩৬
০৭।   Ukrainian (ইউক্রেন)----- ২,০৩৩   ১৩,২৭১
০৮।   Japanese (জাপান)-----   ৩,৬৯০   ১০,৩২২
০৯।   Chinese (চায়না)--------   ৬,০০০   ৬,৭৭০
১০।   Arabic (আরবদেশ সমূহ)---৫,৪৬০   ৬,১৮৭
বিভিন্ন দেশের তুলনায় লোকাল বোর্ডে আমাদের বাংলাদেশের অবস্থান ভালো একটি অবস্থার অবস্থিত আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেখানে ক্রিপ্টোকারেন্সি বৈধ কিন্তু লোকাল লোকাল বোর্ডে তাদের অবস্থান আমাদের থেকে অনেক নিচে। তাই আমরা এই বিষয় নিয়ে গর্বিত যে আমরা ভারতের থেকে অনেক এগিয়ে লোকাল বোর্ডে অবস্থান করছি। তবে বেশি ভালো হতো যদি আমাদের দেশেও কিপটে বৈধ করা হতো। আমাদের বোর্ড কে আরও এগিয়ে নিয়ে যেতে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করে যেতে হবে।