Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Lovepro Max on January 05, 2021, 03:16:33 AM
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
-
ভাই Melecoin প্রজেক্ট থেকে পেমেন্ট দিয়েছে। আমি এর প্রাইস দেখলাম অনেক ভালো কিন্তু আমার বর্তমানে ওয়ালেটে melecon টোকেন দেখাচ্ছেনা কিভাবে আমি আমার টোকেন গুলো দেখতে পারবো যদি কোনো সিনিয়র ভাই বা কোন ইউজার জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন তাহলে অনেক উপকৃত হব।
-
ভাই Melecoin প্রজেক্ট থেকে পেমেন্ট দিয়েছি আমি এর প্রাইস দেখলাম অনেক ভালো কিন্তু আমার বর্তমানে ওয়ালেটে melecon টোকেন দেখাচ্ছেনা কিভাবে আমি আমার টোকেন গুলো দেখতে পারবো যদি কোনো সিনিয়র ভাই বা কোন ইউজার জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন তাহলে অনেক উপকৃত হব।
ভাই আপনি রিপ্লে দেওয়ার আগে লেখাগুলো একটু ভালভাবে পড়ে তারপর রিপ্লাই দিবেন আপনার লেখায় অনেক ধরনের ভুল থাকে এবং আপনার কথা গুলো গুছিয়ে লেখা হয়না চেষ্টা করবেন কথা গুলো গুছিয়ে লেখার ধন্যবাদ ভাই আর এই সম্পর্কে আমার কোন ধারণা নাই যদি সিনিয়র ভাইরা জানেন অবশ্যই আপনাকে জানাবে
-
হ্যাঁ ভাই আমিও দেখেছি মিলি কয়েন থেকে পেমেন্ট দিয়েছে। আমিও কিছু পেমেন্ট পেয়েছি, কিন্তু সেটা কিভাবে উইথড্র করব বুঝতে পারছি না। কেউ একটু সাহায্য করলে ভালো হতো।
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
প্রথমে দেখতে হবে আপনারে টোকেনটি কোন এক্সচেঞ্জের লিস্টে আছে কিনা যদি সেই এক্সচেঞ্জে লিস্টে থাকে তাহলে ওই একচেঞ্জ আপনাকে আগে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনিওই এক্সচেঞ্জ এগিয়ে যেত কিন্তু আপনি এক্সচেঞ্জ করবেন সেই টোকেনের ডিপোজিট অ্যাড্রেসঅ্যাড্রেস আনবেন তারপর আপনি আপনার ওয়ালেট থেকে ট্রান্সফর করে দিবেন এবং সেখানে গিয়ে আপনি ট্রেডিং অনুযায়ী
-
Melecoin প্রজেক্ট কিছু দিন ধরে তাদের প্রজেক্ট সম্পন্ন হয়েছে। আগামীকাল মিনি প্রজেক্টর পেমেন্ট দিয়েছে। মিলি কয়েন প্রজেক্ট স্পাম করেনি। এই প্রজেক্ট থেকে ভালো ধরনের প্রফিট পেয়েছে সবাই।
-
Melecoin প্রজেক্টটি অনেক ভালো একটি প্রজেক্ট। এই প্রজেক্টটির ম্যানেজার বাউন্টি ডিটেকটিভ। আমি নিজেও প্রজেক্টে কাজ করেছি । কিন্তু কেন যে এই প্রজেক্টটি টোকেন গুলো এখনো ওয়ালমেট শো করছে না । এ সম্পর্কে আমার কোন ভালো ধারণা নেই ।আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে।
-
Melecoin অনেক ভালো একটি প্রজেক্ট। যদিও আমি এই প্রজেক্টে কোন কাজ করতে পারিনি। আশা করি যারা এই প্রজেক্টটিতে কাজ করছে তারা এর থেকে অনেক ভাল একটি প্রেমেন্ট পাবে বলে আমার মনে হয়।
-
পেমেন্ট ওয়েব এ্যড্রেস এ দিয়েছে । কিন্তু আমি যতটুকু দেখলাম এখনও উথড্র শুরু হয়নি । সে জন্য আমার মনে হয় উথড্র খুব শিগ্রয় চালু করবে তখন ট্রন্সফার করা যাবে।
-
মিলি কয়েন প্রোজেক্টের পেমেন্ট করেছি কিন্তু টোকেন বিক্রি করা যায় না। ই-টোকেন কি ভবিষ্যতে বিক্রি করা যাবে তাই একটু পোস্ট দিয়ে জানাবেন যদি কোন এক্সচেঞ্জে বিক্রি করা যায় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন।
-
পেমেন্ট দিলেই হবে না দেখতে হবে যে এর কোন একচেঞ্জ আছে কি না? অনেক কয়েন আছে যে গুলো ওয়ালেটে থাকে তা সারা জীবন ওভাবেই থাকবে যদি না কোন একচেঞ্জে লিস্ট না হয়। তাই বড় ব্যাপার হচ্ছে যে এটির কোন একচেঞ্জ সাইট আছে কি না।
-
যারা যারা মিলিকান প্রজেক্টে কাজ করেছিল তাদের সবাইকে প্রেমেন্ট দিয়েছে।কিন্তু বর্তমানে এটি বিক্রি করা যায় না কারণ এ পর্যন্ত কোনো এক্সচেঞ্জে লিস্টেড হয় নাই। এর প্রাইস দেখলাম মোটামুটি অনেক ভালো এক ডলারের করে।
-
মিলি কয়েন প্রোজেক্টের পেমেন্ট করেছি কিন্তু টোকেন বিক্রি করা যায় না। ই-টোকেন কি ভবিষ্যতে বিক্রি করা যাবে তাই একটু পোস্ট দিয়ে জানাবেন যদি কোন এক্সচেঞ্জে বিক্রি করা যায় তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন।
কোন টোকেন পেয়ে তাড়াহুড়া করার কোন প্রয়োজন নেই যদি কোন এক্সচেঞ্জে বিক্রি করা যায় তাহলে অবশ্যই যে কোনো সিনিয়র ভাই জানিয়ে দেবে। নিয়মিত একটিভ থাকুন তাহলে অবশ্যই জানতে পারবেন এটি কবে কয় তারিখে সেল দেওয়া যায় যায় সে সম্পর্কে জানতে পারবেন।
-
কিছুদিন আগে মিলি কয়েন প্রজেক্ট থেকে সবার ওয়ালেটে ব্যালেন্স দিয়ে দেওয়া হয়েছে। যারা মিলি কোন প্রজেক্টে কাজ করেছিল। কিন্তু ওয়ালেটে দেওয়ার পর সেটি এখনই সেল করা যাচ্ছে না। উইথড্রো দেওয়ার কোন অপশন নেই। যার কারণে কেউ উইথড্রো দিতে পারছে না।তবে চিন্তার কোন কারণ নেই অতি তাড়াতাড়ি উইথ ড্র অপশনটি চালু করে দেয়া হবে। তখন আপনারা নিশ্চিন্তে এটি এক্সচেঞ্জ করে নিতে পারবে। বর্তমানে মিলি কয়েনের প্রাইস অনেকটাই বৃদ্ধির পথে। এক ডলারের বেশি buy-sell চলতেছে।
-
আমি এই সম্পর্কে কিছু জানি না এখানে আরো অনেক সিনিয়ার ভাই আছেন তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে। এবং ভালোভাবে পোস্ট করে আপনাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ
-
Melecoin বাউন্টি ক্যাম্পেইন থেকে সবাইকে পেমেন্ট সেন্ড করে দিয়েছে। তারা পেমেন্ট সেন্ড করেছে ওয়েবসাইট ওয়ালেটে। যারা যারা ওয়েবসাইট অ্যাকাউন্ট করে নাই তারা এই টোকন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। তারা দ্বিতীয় ধাপঃ পর্যন্ত সুযোগ দিয়েছিল। যারা প্রথম ধাপে পায়নি তারা দ্বিতীয় ধাপে পেয়ে গেছে।আর আপনারা যারা এখনো পান নাই তারা সাপোর্ট এর সাথে কথা বলতে পারেন।
-
Melecoin প্রজেক্ট কিছু দিন ধরে তাদের প্রজেক্ট সম্পন্ন হয়েছে। আগামীকাল মিনি প্রজেক্টর পেমেন্ট দিয়েছে। মিলি কয়েন প্রজেক্ট স্পাম করেনি। এই প্রজেক্ট থেকে ভালো ধরনের প্রফিট পেয়েছে সবাই।
আগামীকাল প্রেমেন্ট দিয়েছে বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন। আগামীকাল মানে ভবিষ্যতের দিন। ভাই আপনার লেখার টপিক অনেক নিম্নমানের। তাড়াহুড়া করে পোস্ট না দিয়ে আগে আপনি কি লিখেছেন তা ভালোভাবে নিজে দেখে নিন।কারণ শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য তাড়াহুড়ো করে পোস্ট করলে পোস্ট এর কোয়ালিটি একদম নিম্নমানের হয়।আশা করি ভবিষ্যতে অবশ্যই আপনার পোস্টের টপিক ঠিক রেখে কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করবেন।
-
এই কয়েনটি পেমেন্ট দিয়েছে অনেক আগেই কিন্তু আমি খোজ করি নি। যে ওয়েবসাইটে তারা কয়েন গুলো দিয়েছে সেখানে আমি অ্যাকাউন্ট করি নাই। তো মানে করলে কি চলবে যদি কারো জানা থাকে প্লিজ দয়া করে একটু শেয়ার করবেন। তাহলে অনেক উপকার হতো আমার।
-
ভাই এই প্রজেক্ট অলরেডি প্রেমেন্ট করে দিয়েছে। তারা ওয়েবসাইটে একটা এক্যাউন্ট খোলার কথা বলেছিল। তারা দ্বিতীয় দফায় অ্যাকাউন্ট করার সুযোগ দিয়েছিল বলেছিল দ্বিতীয় দফায় একাউন্ট করে নিলে পেমেন্ট করে দেয়া হবে। যারা যারা ওয়েবসাইট অ্যাকাউন্ট করে নাই তারা এই টোকন পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। অনেকের ধারণা যারা আপডেট নিউজ না জেনে ওয়েবসাইট অ্যাকাউন্ট না করে পেমেন্ট পাননি ভাবছেন প্রজেক্ট স্ক্যাম করেছে। এটা ভুল ধারণা প্রজেক্ট স্ক্যাম করেনি। তারা পেমেন্ট করে দিয়েছে।
-
আমি মনে করি মিলি কয়েন প্রজেক্টটি একটি সাকসেসফুল প্রজেক্ট। কেননা এই প্রজেক্ট এর ম্যানেজার হলো বাউন্টি ডিটেকটিভ ম্যানেজার। অলরেডি সে কিন্তু তার টোকেন গুলো পার্টিসিপেন্টদের একাউন্টে ডিস্ট্রিবিউট করে দিয়েছে।যারা তার টোকেন গুলো পারিনি বা যাদের ওয়ালেট খোলা ছিল না তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেয়া হয়েছিল অ্যাকাউন্ট খুলে টোকেন গুলো নেওয়ার জন্য। আশা করছি অতি শীঘ্রই এই তথ্যগুলো ভালো কোন এক্সচেঞ্জার এ লিস্টেড হবে।
-
আপনি ঠিক বলেছেন এটা সম্পর্কে আমার কোন আইডিয়া নেই কিন্তু যদি কোনো সিনিয়র ভাই থাকেন তাহলে একটু হেল্প করবেন আমাদের। আমরা যারা নতুন সদস্য হয়েছি তারা যদি একটু হেল্প পায় অনেকটা খুশি হবে কিন্তু অনেকেই বলে মিলি কয়েন প্রজেক্ট থেকে পেমেন্ট দিয়েছে আবার কিছু সিনিয়র ভাই বলতেছে মিলি কয়েনের প্রজেক্ট এখনো চলতেছে।
-
Melecoin এখনও পেমেন্ট দেয়নি।
টেলিগ্রামেও তেমন কোন আপডেট পেলাম না। আশা করছি হয়তো খুব তাড়াতাড়ি তারা পেমেন্ট দিবে।
টোকেনটা মোটামুটি ভালো হবে, ইতিমধ্যে দেখলাম কয়েকটা একচেঞ্জে লিস্ট হয়েছে।
-
হ্যা পেমেন্ট আমি ও পেয়েছি তবে সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে। এখন সেখান থেকে কি উইথড্র দিতে কত ফি লাগে সেটা জানার দরকার। কারণ আমি অল্প পেয়েছি, যদি বেশি ফি লাগে তাহলে উইথড্র দিবো না।
-
মিলিকয়েন প্রজেক্ট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তারা তাদের টোকেন দিস্ট্রিবিউশন করে দিয়েছে।কিন্তু তারা তাদের সাইটে পেমেন্ট করে দিয়েছে যার কারণে কেউ উইথড্রো দিতে পারছে না।অতি তাড়াতাড়ি উঠ অপশন চালু করে দেওয়া হবে।
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
মিলি কয়েন টিমমেট এর সাথে কথা বলুন। তারা অবশ্যই আপনাকে আপডেট নিউজ জানিয়ে দেবে।
-
Melecoin কিছুদিন আগেই পেমেন্ট দিয়ে দিয়েছে। আমার ড্যাশবোর্ড চেক করে দেখলাম ৪৪ টা পাইছি। তাড়াহুড়া নেই। মার্কেটে আসলে সেল দেওয়া যাবে। টোকেন সাপ্লাই যেহেতু লিমিটেড তাই স্বাভাবিকভাবেই দাম বেশি হবে। বর্তমান টোকেন প্রাইস ১.৫০ ডলার করে।
-
অনেকদিন হলো বাউন্টি ডিটেকটিভ এই প্রজেক্ট পেমেন্ট করে দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই টোকেন কোনভাবেই এক্সচেঞ্জ করা যাচ্ছে না। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই টোকেন এক্সচেঞ্জ এর সাথে লিস্ট হয় কিনা।
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
ভাই আমি একদম নতুন তাই আপনাকে সহযোগিতামূলক কোন রিপ্লাই দিতে পারছি না তবে সিনিয়র ভাইদের কাছ থেকে অবশ্যই সুন্দরভাবে জেনে নেবেন তারা এ বিষয়ে অনেক জ্ঞানী তারা আপনাদের সুন্দর ভাবে বলতে পারবেন ধন্যবাদ আপনাকে মূল্যবান পোষ্ট করার জন্য ।
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
আপনার পোস্টটি পড়ে দেখলাম ভাই অনেক ভাইয়েরা আপনার পোস্টে রিপ্লাই দিয়েছে কিন্তু সবাই এক কথাই বলছে যে সিনিয়র ভাইরা এ বিষয়ে মন্তব্য পেশ করবেন আর আমি তো নতুন আমি আর কি বলব আমি সে কথা বলতে বাধ্য হচ্ছি ভাই কারন হচ্ছে বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই ।
-
Melecoin বেশ কিছু দিন আগে পেমেন্ট দিয়েছে। ওয়েবসাইটে দাম যা দেখা যাচ্ছে তা ভালোই মনেহচ্ছে। দেখাযাক কবে উড্রো চালু করে।
-
Melecoin থেকে পেমেন্ট দিয়েছে । এখন বিষয় হচ্ছে আমি এই টোকেন কিভাবে আমার ওয়ালেটে উইথড্র নিবো। আর এই টোকেন এক্সচেঞ্জ করব কোন এক্সচেঞ্জার থেকে যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে জানেন তো অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করে
আমি দুর্ভাগ্যবশত এই বাউন্টিতে জয়েন করতে পারিনি। ওয়েবসাইটে যেরকম দাম দেখলাম তাতে মনে হয় ভালো হবে। যখন উইথ ড্র করা শুরু হবে তখন আপনি ওয়ালেটে উইথড্র করতে পারবেন।