Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Maynul96 on January 05, 2021, 05:56:32 PM
-
আজ আমার আইডিতে ঢুকেই দেখতে পাই যে আমার আইডিতে Plagiarism strike দেওয়া হয়েছে একটা পোস্ট করার জন্য। যদিও পোস্টটা হুবহু কপি করা নয়, কিন্তু যা হওয়ার তা হয়েছে। আর এই স্ট্রাইক তোলার জন্য কিছু পয়েন্ট কাটা হতে পারে বা আমাকে কিছু টোকন সেন্ড করতে হবে তাদের এড্রেসে। কিন্তু কিভাবে কি করতে হবে সেটা বুঝতে পারছিনা ঠিক করে। তাই একটু সাহায্য করুন আমাকে আর এই রকম আর কার সাথে হয়েছিল আর কি কি করেছিলেন একটু বলবেন। দয়া করে কেউ অযথা কমেন্ট করবেননা।
-
অনেকদিন ধরে কপি পেস্ট করতেছেন। তাই আপনাকে strike দেওয়া হয়েছে. আপনি ফোরামের টোকেন কিনে অ্যাকাউন্ট ভালো করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্ট ভালো করতে চান, তাহলে বলুন। আমি বিস্তারিত জানাবো।
-
অনেকদিন ধরে কপি পেস্ট করতেছেন। তাই আপনাকে strike দেওয়া হয়েছে. আপনি ফোরামের টোকেন কিনে অ্যাকাউন্ট ভালো করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্ট ভালো করতে চান, তাহলে বলুন। আমি বিস্তারিত জানাবো।
কিন্তু ভাই আপনি একটা কথা ভূল বললেন, সেটা হল আমি অনেকদিন ধরে কপি পেস্ট করি। ১লা জানুয়ারি আমি একটা টপিকের বিষয় কনফার্ম হওয়ার জন্য সার্চ করি, কিন্তু আমার ভূল ছিল সম্ভবত আমি সেই টপিকের কিছু অংশ নিজের হিসাবে না লিখে, অনেকটা সেই ভাবেই লিখে দিয়েছি।
অবশ্যই আমি একাউন্ট ঠিক করতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার।
-
অনেকদিন ধরে কপি পেস্ট করতেছেন। তাই আপনাকে strike দেওয়া হয়েছে. আপনি ফোরামের টোকেন কিনে অ্যাকাউন্ট ভালো করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্ট ভালো করতে চান, তাহলে বলুন। আমি বিস্তারিত জানাবো।
কিন্তু ভাই আপনি একটা কথা ভূল বললেন, সেটা হল আমি অনেকদিন ধরে কপি পেস্ট করি।
অবশ্যই আমি একাউন্ট ঠিক করতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার।
ফোরামের একজন সিনিয়র মডারেটর আপনাকে এটি করেছে, সে ভুল হতে পারে না। আমি ভুল না, আপনি ভুল। কপি পেস্ট করেছেন বলেই plagiarism strike পেয়েছেন। সমাধানের চেষ্টা করুন। আপনার একাউন্টে পয়েন্ট থাকলে উঠে যেতে পারত। কিন্তু পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট নেই। তাই আপনাকে টোকেন কিনতে হবে। নিচের সেকশনে পোস্ট দিন। আমি আপনার জন্য কথা বলে দেব।
https://www.altcoinstalks.com/index.php?board=154.0
-
অনেকদিন ধরে কপি পেস্ট করতেছেন। তাই আপনাকে strike দেওয়া হয়েছে. আপনি ফোরামের টোকেন কিনে অ্যাকাউন্ট ভালো করতে পারেন। আপনি যদি অ্যাকাউন্ট ভালো করতে চান, তাহলে বলুন। আমি বিস্তারিত জানাবো।
কিন্তু ভাই আপনি একটা কথা ভূল বললেন, সেটা হল আমি অনেকদিন ধরে কপি পেস্ট করি।
অবশ্যই আমি একাউন্ট ঠিক করতে চাই, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার।
ফোরামের একজন সিনিয়র মডারেটর আপনাকে এটি করেছে, সে ভুল হতে পারে না। আমি ভুল না, আপনি ভুল। কপি পেস্ট করেছেন বলেই plagiarism strike পেয়েছেন। সমাধানের চেষ্টা করুন। আপনার একাউন্টে পয়েন্ট থাকলে উঠে যেতে পারত। কিন্তু পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট নেই। তাই আপনাকে টোকেন কিনতে হবে। নিচের সেকশনে পোস্ট দিন। আমি আপনার জন্য কথা বলে দেব।
https://www.altcoinstalks.com/index.php?board=154.0
নিচের সেকশনে পোস্ট করেছি, একটু দেখে আসুন আর কি কি করতে হবে একটু বলবেন।
-
আমি ইতোমধ্যেই রিমুভ করার জন্য বলেছি। অপেক্ষা করুন দেখা যাক কি হয়।