Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Irfan12@ on January 07, 2021, 02:47:37 PM

Title: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Irfan12@ on January 07, 2021, 02:47:37 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Malam90 on January 07, 2021, 03:43:46 PM
আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Nostoman on January 07, 2021, 03:53:37 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,

যারা বাউন্টি করেছেন তারা dump করা থেকে বিরত থাকুন। যাদের বিড়ি খাওয়ার টাকা নেই, তারা এখন সেল দিবে। কিন্তু যাদের প্রয়োজন নেই তারা সেল দিয়েন না। কিছুদিন রাখুন, দেখুন কি অবস্থা হয়।

আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।

হ্যাঁ, ভবিষ্যতে আরো কিছু এক্সচেঞ্জে লিস্ট করবে।


Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: saidul2105 on January 07, 2021, 04:38:40 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,

ভাই যারা বাউন্টি হান্টার তারা মার্কেট কিছুটা ডাম্প করতে পারে।  তবে সেটা খুব বেশি না।  আমার মতে আপনি এই টোকেন টা আরও কিছু দিন হোল্ড করে রাখতে পারেন।  কেননা কিছু দিনের মধ্যেই AMEPAY  টোকেন  আরও কিছু ভালো এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।  তখন এই টোকেনের প্রাইস বেশ ভালো মানের পাওয়া যাবে মনে হচ্ছে। 
এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন, এটা সম্পূর্ণ ভাবেই আপনার ব্যাক্তিগত সিদ্ধান্ত।                                               
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: ranaprime on January 07, 2021, 05:12:06 PM
যেহেুতু আজকে এর ট্রেড শুরু হয়েছে তাই এখনি বিচলিত হওয়ার কিছু নেই। একটু অপেক্ষা করুন কেন না আপনি নিজেও জানেন যে বাউন্টি হান্টাররা এখন টোকেন সেল করে দিচ্ছে যার কারনে দাম একটু কমবে এটাই স্বাভাবিক। তাই আমি মনে করি টোকেনের যে ভাবে মার্কেটিং হয়েছে তারা যদি সেটা কন্টিনিউ করতে পারে তাহলে অবশ্যই টোকেনের দাম বেড়ে যাবে এবং সেই সাথে আপনিও লাভবান হতে পারবেন বলে আমি মনে করি।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Mayajal on January 07, 2021, 05:58:15 PM
এই কারণে সবচেয়ে বেশি খারাপ লাগে সব বিষয়ে বাউন্টি হান্টার সব টোকেনের দাম ডাম্পিং করে তারা অল্প দামে সেল করে দেয় যার কারণে আস্তে আস্তে টোকেন এর দাম শুধু কমে আসে। তারা ভাই অর্ডারে বেশি সেল করে যার কারণে মার্কেট শুধু দিন দিন নিচের দিকে চলে আসে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: mahid on January 07, 2021, 06:04:51 PM
Amepay টোকেনটি মার্কেটে 2 সেন্ট দাম নিয়ে এসেছে। আমি মনে করি প্রেজেক্টটি ভাল করবে। তাদের টিম খুবই শক্ত মনে হয়েছে। তারা বেশ একটিভ যা কোন প্রজেক্টের উন্নতির জন্য আবশ্যক। তাদের রোড ম্যাপ দেখে আমার কাছে মনে হয়েছে যে প্রজেক্ট ভাল হবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Markuri33 on January 07, 2021, 11:51:17 PM
AMEPAY এই টোকেন এর ফিউচার অনেক ভালো দেখতে পাচ্ছি। যদিও গতকাল এর ট্রেড শুরু হয়েছে বর্তমানে এর প্রাইস এক সেন্ট এর ওপরে রয়েছে।আমার বিশ্বাস অবশ্যই আর কিছুদিন অপেক্ষা করলে অবশ্যই এর প্রাইস আরও উন্নত হবে। তাই কারো কাছে যদি একটুও জ্ঞান থাকে তাহলে হোল্ড করে রেখে দিন। আমি মনে করে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Markuri33 on January 07, 2021, 11:53:39 PM
আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।
ভাই এই ‌ token ভবিষ্যতে আরো কোন এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে বেশ কিছু টোকেন রয়েছে তাহলে আমি হোল্ড করে রেখে দেবো।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Jaya60 on January 08, 2021, 10:23:28 AM
AMEPAY token নিয়ে বর্তমানে অনেক ঝড় উঠেছে দেখছি। এই টোকেন অবশ্য ভালো দুটি এক্সচেঞ্জের লিস্ট হয়েছে আরো শুনলাম আরো বেশকিছু ভালো এক্সচেঞ্জ আরে লিস্টেড হবে কয়েকদিনের মধ্যেই। এখন দেখা যাচ্ছে এর প্রাইস কিছুটা কম হচ্ছে হয়তো এর প্রাইস অনেক বৃদ্ধি পেতে পারে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Cristiano on January 08, 2021, 10:28:45 AM
আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।
ভাই এই ‌ token ভবিষ্যতে আরো কোন এক্সচেঞ্জে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে বেশ কিছু টোকেন রয়েছে তাহলে আমি হোল্ড করে রেখে দেবো।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি mxc/ bittrex এক্সচেঞ্জার a-list হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তাদের বিজ্ঞাপন থেকে জানানো হলো। এরপরই তারা টার্গেট করবে টপ থ্রি এক্স চেঞ্জার এর লিস্ট করানোর জন্য। হোল্ড করে রেখে দিন ভবিষ্যতে ভালো রকমের প্রফিট পেতে পারেন।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Emon khan on January 08, 2021, 05:11:00 PM
ভাই যারা বাউন্টি হান্টার তারা মার্কেট কিছুটা ডাম্প করতে পারে।  তবে সেটা খুব বেশি না।  আমার মতে আপনি এই টোকেন টা আরও কিছু দিন হোল্ড করে রাখতে পারেন।  কেননা কিছু দিনের মধ্যেই AMEPAY  টোকেন  আরও কিছু ভালো এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।  তখন এই টোকেনের প্রাইস বেশ ভালো মানের পাওয়া যাবে মনে হচ্ছে।
এখন আপনি ভেবে দেখুন আপনি কি করবেন, এটা সম্পূর্ণ ভাবেই আপনার ব্যাক্তিগত সিদ্ধান্ত।    আপনারা সবাই আমেথিতে কাজটা করলে ভালো পেমেন্ট পাবেন।                                 
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: LeziT on January 08, 2021, 05:44:42 PM
এই কয়েনটি এর ভবিষ্যৎ অনেকটাই ভালো। ইতিমধ্যে একটি দুটি এক্সচেঞ্জ আরে লিস্ট আছে। তার মধ্যে একটি হলো বিকেস আরেকটি হলো বিটহোম্ব। বিটহম্ব এক্সচেঞ্জার এ buy-sell চলতাছে 0.01 করে। আগামী কয়েকদিনের মধ্যে একটি mxc এক্সচেঞ্জ আরে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।আপনি চাইলে এটি হোল্ড করে রেখে দিতে পারেন।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Irfan12@ on January 09, 2021, 04:06:46 PM
আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।
হ্যাঁ সম্পূর্ণ সিদ্ধান্ত নিজের উপরেই তবে আমি কিছুটা নিশ্চিত হলাম যে টোকেন এর ভবিষ্যৎ অনেকটা ভালো এবং এখন এর দাম একটু কম থাকলেও আবারো বৃদ্ধি পাবে কেননা কিছুদিনের মধ্যেই আরো কিছু এক্সচেঞ্জার টোকেন লিস্ট হওয়ার কথা রয়েছে তো আমি মনে করি যে যদি এই টোকেন আরো টপ কোন এক্সচেঞ্জরে লিস্টেড হয় তাহলে এর দাম ভালোই হওয়ার কথা তো আমি অবশ্যই চেষ্টা করব আমার টোকেন হোল্ড করে রাখার এবং আমি বলব যাদের এই টোকেন রয়েছে তারাও আপনাদের টোকেন হোল্ড করে রাখুন আশাকরি লাভবান হবেন
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: XM8 on January 09, 2021, 04:13:20 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
আপনি যেহেতু এই প্রথম কোন টোকেন হল্ড করেছেন তাই আমি আপনাকে বলব আপনি যেহেতু কিছুদিন ধৈর্য্য ধরে টোকেন গুলো হল করে রেখেছেন আরো কিছুদিন আপনি ধৈর্য ধরে টোকেন গুলো জমিয়ে রাখুন কারণ যতদূর জানি ভবিষ্যতে অর্থাৎ কয়েকদিনের মধ্যেই এই টোকন টি আরো কয়েকটি এক্সচেঞ্জার লিস্ট হবে আশা করি তখন আপনি সেখান থেকে ভালো দাম পেতে পারেন।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Mahindra on January 10, 2021, 03:48:53 AM
বর্তমানে Bithum Exchanger এ AMEPAY token লিস্ট হয়েছে কিন্তু যেরকম দাম বৃদ্ধি পাওয়ার কথা এটি এখনও সেরকম দামে পৌঁছায়নি বর্তমানে এই টোকেন এর দাম 0.01$অতিক্রম করেছে এর দাম কিছুদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না সবাই এর প্রতি যতটা আগ্রহ ছিল এখন এর প্রতি লোকেরা খুব একটা বেশি আগ্রহী নয় কিন্তু আমি মনে করি মার্কেটে এখন এর দাম ডাম্প করেছে পরবর্তীতে এটি অবশ্যই পাম্প করবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Halkpro on January 10, 2021, 03:13:48 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
আমিও প্রায় ১ লাখ টকেন কিনেছিলাম প্রায় সব গুলাই সেল দিছি কারন আমি জানতাম এটা সিট টোকেন। আর এই টকেন বাই ব্যাক নিলেও সব হান্টার রাই দেয় নাই। ৭ তারিখে আমি ৮০ হাজার সেল দিছি ০.০২ তে ১১ হাজার রাখছি। দেখি যদি আবার কোনো নতুন এক্সচেঞ্জ এ আনে তা হলে সেল দেব। কিন্তু এখনো যারা সেল দেন নাই তাদের কে বলি এখন র কেও সেল দিয়েন না। কারন জানুয়ারি তে আর দুইটা এক্সচেঞ্জ এ আনবে শুনলাম তাই এখন হোল্ড করাই ভালো।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Tamsialu$$ on January 11, 2021, 12:55:02 AM
বর্তমানে AMEPAY এর প্রাইস রয়েছে 0.011$।আমি প্রথমেই বলব এই টোকেনের ফিউচার অবশ্যই অনেক ভালো বর্তমানে যে কয়টি এক্সচেঞ্জার এর লিস্ট হয়েছে সবগুলো এক্সচেঞ্জ অনেক উন্নত মানের। তার পরেও আমি দেখলাম আরো ভালো দুটো এক্সচেঞ্জ আরে লিস্টেড হবে এই টোকেন।তাই যাদের কাছে এই টোকেন রয়েছে তারা ধৈর্য হারা হবেন না সবাই কিছুদিন অপেক্ষা করুন এই টোকেন এর ফিউচার অনেক ভালো।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Sharpmax on January 11, 2021, 02:45:11 AM
Amepay টোকেন নিয়ে যতটা আশা করেছিলাম ততটা আশা পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম এই টোকেন অনেক ভালো পজিশনে যাবে এবং সকলেই অনেক ভালো কিছু পাবে। তবুও বলি এই সময় কোন ক্যাম্পেইন ভালোভাবে সাকসেস হচ্ছে না। সেই তুলনায় এ টোকেন মোটামুটি ভালোও হয়েছে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Akhi600 on January 11, 2021, 04:32:41 AM
আজকে Bithumb global ০.০৩ সেন্ট দিয়ে ট্রেড শুরু হয় আর ডাম্পারা ডাম্প করে ফেলেছে তবে একটু রিকাভারও করেছে সেখান থেকে। আশা করা যায় আগামী কয়েকদিনের মধ্যে আবার ০.০২৫ সেন্ট এর উপরে চলে যাবে দাম কারণ সামনে তারা আরো কয়েকটা টপ একচেঞ্জে লিস্ট করবে। তাই মাথা গরম না করে কয়েকদিন অপেক্ষা করা যেতে পারে। তবে সিদ্ধান্ত আপনারই নিতে হবে।
ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর একটি গাইডলাইন দিয়েছেন। আশা করি যে কিছুদিন পরে ওই গ্রামে ফিরে যাবে তবে কি হয় বলা যায় না।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Irfan12@ on January 11, 2021, 05:00:16 AM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
আমিও প্রায় ১ লাখ টকেন কিনেছিলাম প্রায় সব গুলাই সেল দিছি কারন আমি জানতাম এটা সিট টোকেন। আর এই টকেন বাই ব্যাক নিলেও সব হান্টার রাই দেয় নাই। ৭ তারিখে আমি ৮০ হাজার সেল দিছি ০.০২ তে ১১ হাজার রাখছি। দেখি যদি আবার কোনো নতুন এক্সচেঞ্জ এ আনে তা হলে সেল দেব। কিন্তু এখনো যারা সেল দেন নাই তাদের কে বলি এখন র কেও সেল দিয়েন না। কারন জানুয়ারি তে আর দুইটা এক্সচেঞ্জ এ আনবে শুনলাম তাই এখন হোল্ড করাই ভালো।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান রিপ্লাইয়ের জন্য হ্যাঁ সেই জন্যই এখনো আমি এই টোকেন সেল করে দেইনি কেননা আমি আগেই শুনতে পেরেছি যে তারা আরো দুইটা এক্সচেঞ্জারে এই টোকেন তালিকাভুক্ত করতে যাচ্ছে যদি এই টোকেন এর দাম আর যদি না পায় তাহলে আমি বিশাল লোকের মুখে পড়ে যাব তো আশা করি আমার মতো যারা আছে তারা অবশ্যই এই টোকেন হোল্ড করে রাখবে অন্তত এই জানুয়ারি মাস টা
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 01:20:14 AM
Amepay টোকেন নিয়ে যতটা আশা করেছিলাম ততটা আশা পূরণ হয়নি। আমরা ভেবেছিলাম এই টোকেন অনেক ভালো পজিশনে যাবে এবং সকলেই অনেক ভালো কিছু পাবে। তবুও বলি এই সময় কোন ক্যাম্পেইন ভালোভাবে সাকসেস হচ্ছে না। সেই তুলনায় এ টোকেন মোটামুটি ভালোও হয়েছে।
Amepaye নিয়ে সবাই অনেক আশা করে ছিল সত্যিই কিন্তু যে প্রাইজ হওয়ার কথা ছিল সেটা হয়নি। এরকম প্রাইস হতো যদি আরো কোন রাউন্ড না আসতো। গান শুনতেছি দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পরে নাকি তৃতীয় রাউন্ড আসবে সেহেতু এই টোকেনের প্রাইস আর বৃদ্ধি পাবে না। তাই আমার বিশ্বাস কারো কাছে যদি এই টোকেন থাকে তাহলে আপনারা সেল দিতে পারেন। না হলে সামনে এর প্রাইস আরও কমে যেতে পারে যখন দ্বিতীয় রাউন্ডের টোকন ডিসট্রিবিউশন করে দেওয়া হবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Linda78 on January 14, 2021, 03:01:26 AM
Amepaye নিয়ে সবাই অনেক আশা করে ছিল সত্যিই কিন্তু যে প্রাইজ হওয়ার কথা ছিল সেটা হয়নি। এরকম প্রাইস হতো যদি আরো কোন রাউন্ড না আসতো। AMEPAY এর প্রাইস রয়েছে 0.011$।আমি প্রথমেই বলব এই টোকেনের ফিউচার অবশ্যই অনেক ভালো বর্তমানে যে কয়টি এক্সচেঞ্জার এর লিস্ট হয়েছে সবগুলো এক্সচেঞ্জ অনেক উন্নত মানের।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Mental on January 14, 2021, 08:15:52 AM
হ্যাঁ Amepay টোকেন হোল্ড করে রাখেন সামনে Amepay টোকেন এর দাম অনেক বেশি হবে বলে আমি মনে করি। তাই হোল্ড করে রাখাই বেশি ভালো। এখানে আরো অনেক সিনিয়ার ভাই আছেন তারাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Mahindra on January 14, 2021, 09:11:35 AM
AMEPAY token টি বর্তমানে দুইটি এক্সচেঞ্জে লিস্ট করা হয়েছে Bithum and BKEX এর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে বলে সবাই আশা করে। আবার আরেকটি কিসিঞ্জারের লিস্ট করা হবে সেটি হচ্ছে MXC এক্সচেঞ্জার অ্যারেস্ট করা হবে। তাই আমি মনে করি এখানে লিস্ট করা হলে বর্তমানের তুলনায় আরো বেশি হবে এর দাম। তাই ame টোকেন এর ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল হবে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Dark Knight on January 14, 2021, 03:51:15 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
Amepay token টি বর্তমানে দুটি এক্সচেঞ্জে লিস্ট করা হয়েছে। Bithum and BKEX এর ভবিষ্যত অনেকটাই ভালো হবে। Amepay টোকেন নিয়ে সবাই অনেক আশাবাদী ছিল। এই টোকেনের যে দাম সবাই আশা করেছিল সেদাম কিন্তু তারা পায়নি। বর্তমান বাজারে Amepay টোকেন এর Price 0.011$ । এই টোকেনের ভবিষ্যৎ অনেক ভালো হবে তাই চাইলে আপনি এ টোকেন টি Hold করে রাখতে পারেন।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Micky on January 14, 2021, 03:57:30 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
amepay হোল্ড করলে আপনাকে লসে পড়তে হবে। কারণ প্রচুর পরিমাণ টোকন দেওয়া হয়েছে। এটির দাম কখনো বৃদ্ধি পাবে না। আমি কিছু পরিমাণ হোল্ড করে রেখেছিলাম কিন্তু অনেক লসে পড়তে হয়েছে আমাকে। যদি ফাস্ট টাইম বিক্রি করে দিতাম তাহলে অনেক প্রফিট পেতাম।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: NANCY on January 23, 2021, 08:33:47 PM
আমরা সিনিয়র ভাইয়াদের কাছ থেকে শুনেছিAmepay টোকেন অনেকটাই ভালো মানের আবার কেউ বলে এটি ফেক, কিন্তু আমার মনে হয় এই টোকেন হোল্ড করে থাকলে কিছুদিন পরে অনেক ভালো একটি প্রফিট পাওয়া যেতে পারে। এই টোকেন এর মে দাম আশা করেছিল সবাই সেরকম হয় নাই।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: AlviNess on February 23, 2021, 10:02:55 AM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
আমি মনে করি AMEPAY টোকেন এর ভবিষ্যৎ অনেক ভালো। কারণ এই টোকন নাকি কয়েকদিনের মধ্যেই বিনান্স এক্সচেঞ্জার লিস্টেড হবে।যদি এই টোকেনটি বিনান্স এক্সচেঞ্জার লিস্টেড হয় তাহলে এই টোকেন এর দাম কয়েকগুণ বৃদ্ধি পাবে। যদি আপনার এই টোকেনটি থাকে তাহলে অবশ্যই আপনার ওল্ড করুন।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Dagsu93 on February 23, 2021, 10:27:37 AM
আসলে AMEPAY টোকন হয়তো বিনান্স এক্সচেঞ্জার এর লিস্ট হতে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এর ভবিষ্যৎ কোন দিকে যাবে এক্সচেঞ্জের লিস্ট হলে সর্বনিম্ন প্রাইস থাকবে 0.50 সেন্ট। নিঃসন্দেহে বলা যায় এর ভবিষ্যৎ খুবই ভালো।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Tubelight on March 21, 2021, 05:10:11 PM
ক্রিপ্টোকারেন্সি অন্যান্য টোকেন এর তুলনায় এই টোকেনটি অনেক ভালো একটি টোকেন।আমি মনে করি এই টোকেন এর ভবিষ্যৎ অনেক ভালো। কারন মানুষ এখন পর্যন্ত এই টোকেনের প্লাটফর্মে বিনিয়োগ করছে।
Title: Re: Amepay টোকেন এর ভবিষ্যৎ?
Post by: Fighter on March 21, 2021, 05:18:56 PM
আমি কখনো কোন টোকেন হোল্ড করে রাখিনি তবে এই প্রথম আমি Amepay টোকেন হোল্ড করেছি। কেননা কিছুদিন আগে এই টোকেন নিয়ে Hype  তৈরি হয়েছিল। আমি Amepay প্রতি টোকেন ০.০১$  করে কিনছি। তো আজকে ৭ তারিখ Bithumb global এক্সচেঞ্জে Trade শুরু হয়েছে। কিন্তু আশানুরূপ দাম দেখছি না !!!

তো সিনিয়র ভাইদের কাছে সাজেশন চাইতাছি আমি কি এখন এই Amepay টোকেন হোল্ড করেই রাখবো নাকি সেল করে দিবো। আশা করি আপনাদের মূল্যবান মতামত জানিয়ে সাহায্য করবেন,,,,,,,
ভাই আমি এখনো বাউন্টি সম্পর্কে অবগত নই। তাই আমি Amepay টোকেন নিয়ে কিছু বলতে পারছিনা। তবে আমি শুনেছি এই কয়েনটি ভালো একটি পর্যায়ে যাবে। যখন বিনিয়োগকারীরা এ কয়েন কিনে বিনিয়োগ করবে তখন এই কয়েনের দাম আরো বৃদ্ধি পেতে পারে।