Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 08, 2021, 02:09:47 PM

Title: বিটকয়েন/ইথারিয়াম
Post by: babu10 on January 08, 2021, 02:09:47 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: LeziT on January 08, 2021, 06:07:33 PM
লাগামবিহীন ঘোড়ার মত বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। 2021 সাল শুরু হওয়ার প্রথম দিক থেকে বিটকয়েন নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। দিনের-পর-দিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করার পাল্লা দিচ্ছে। মাত্র 20 দিনে বিটকয়েন 20 হাজার ডলারের বেশি বৃদ্ধি করে নিয়েছে। যেখানে বর্তমান বিটকয়েনের দাম 41 হাজার ডলারের বেশি ছাড়িয়ে গিয়েছে। যদি ক্রমশ এর দাম টি বৃদ্ধি পেতে থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
অন্যদিকে ইথেরিয়াম কিছুদিন আগে স্থিতিশীল ছিল।1000 ডলার থেকে বারোশো ডলার এর মধ্যে দুই দিন ধরে স্থিতিশীল রয়েছে। আগের তুলনায় ইথেরিয়াম অনেকটাই বৃদ্ধির পথে। বর্তমানে ইথেরিয়াম হোল্ড করে ভালো রকমের প্রফিট আদায় করা যাবে। কারণ বিটকয়েন দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দামটাও বৃদ্ধি করে নিতে চলেছে। বর্তমানে দুটো কয়েন হোল্ড করে ভালো রকমের প্রফিট পাওয়া সম্ভব।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Lutera94 on January 08, 2021, 06:56:42 PM
 :যেহেতু বিটকয়েনের পরেই সবচেয়ে বেশী ব্যাবহৃত ক্রিপ্টো কয়েন হচ্ছে ইথিরিয়াম সুতরাং যারা ইহা হোল্ড করে আছে তারা এখন কম লাভ পেলেও পরবর্তীতে কিন্তু ভালো কিছু হওয়ার আশা রাখে। তাই আমি মনে করি ইথিরিয়ামকে বিটকয়েনে কনভার্ট না করাই ভালো। তবে অন্য কোন বাজে কয়েন থাকলে আকে বিটকয়েনে রুপান্তর করা যেতে পারে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Crypto Banglu on January 08, 2021, 07:05:57 PM
মাত্র কিছুদিনের ব্যবধানে বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনি ঠিকই বলেছেন আমারও মনে হয় বিটকয়েন 50 হাজার ডলারের নিচে আর থামবে না। অন্যদিকে ইথিরিয়াম এর দাম এখনও ঊর্ধ্বমুখী কিন্তু খুব ধীরগতিতে চলছে এটি। তাই আমিও মনে করি ইথেরিয়াম এরচেয়ে বিটকয়েনে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ বিটকয়েন দিনের-পর-দিন প্রতিযোগিতার মত নতুন নতুন রেকর্ড তৈরি করে যাচ্ছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Markuri33 on January 08, 2021, 10:57:01 PM
এখন সবথেকে বেশি বৃদ্ধি পাচ্ছে যে কয়েন দুটি একটি বিটকয়েন এবং অপরটি ইথারিয়াম। আসলে তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রায় সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। এজন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কেউ যদি বর্তমানে বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করি তাহলে সব থেকে বেশি লাভবান হওয়া সম্ভব। অবশ্যই ইথারিয়াম এর তুলনায় বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করলে বেশি লাভ করা যাবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Markuri33 on January 08, 2021, 10:59:19 PM
:যেহেতু বিটকয়েনের পরেই সবচেয়ে বেশী ব্যাবহৃত ক্রিপ্টো কয়েন হচ্ছে ইথিরিয়াম সুতরাং যারা ইহা হোল্ড করে আছে তারা এখন কম লাভ পেলেও পরবর্তীতে কিন্তু ভালো কিছু হওয়ার আশা রাখে। তাই আমি মনে করি ইথিরিয়ামকে বিটকয়েনে কনভার্ট না করাই ভালো। তবে অন্য কোন বাজে কয়েন থাকলে আকে বিটকয়েনে রুপান্তর করা যেতে পারে।
একটা বিষয় আমি লক্ষ করেছি বিটকয়েনের তুলনায় ইথিরিয়াম সেইভাবে দাম বাড়ছে না। ইতি নামের প্রায় সর্বোচ্চ বৃদ্ধি পেলে হতে পারে 2000 ডলার।কিন্তু বিটকয়েনের প্রাইস কয়েক মাসের মধ্যেই 50 হাজার ডলার অতিক্রম করা সম্ভাবনা রয়েছে। তাই মনে হয় ইথিরিয়াম এর তুলনায় বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করলে বেশি লাভবান হওয়া যাবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: babu10 on January 09, 2021, 04:36:43 AM
:যেহেতু বিটকয়েনের পরেই সবচেয়ে বেশী ব্যাবহৃত ক্রিপ্টো কয়েন হচ্ছে ইথিরিয়াম সুতরাং যারা ইহা হোল্ড করে আছে তারা এখন কম লাভ পেলেও পরবর্তীতে কিন্তু ভালো কিছু হওয়ার আশা রাখে। তাই আমি মনে করি ইথিরিয়ামকে বিটকয়েনে কনভার্ট না করাই ভালো। তবে অন্য কোন বাজে কয়েন থাকলে আকে বিটকয়েনে রুপান্তর করা যেতে পারে।
একটা বিষয় আমি লক্ষ করেছি বিটকয়েনের তুলনায় ইথিরিয়াম সেইভাবে দাম বাড়ছে না। ইতি নামের প্রায় সর্বোচ্চ বৃদ্ধি পেলে হতে পারে 2000 ডলার।কিন্তু বিটকয়েনের প্রাইস কয়েক মাসের মধ্যেই 50 হাজার ডলার অতিক্রম করা সম্ভাবনা রয়েছে। তাই মনে হয় ইথিরিয়াম এর তুলনায় বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করলে বেশি লাভবান হওয়া যাবে।

আমিও সেটাই চিন্তা করে বলেছি। বিটকয়েন যখন এক হাজার বাড়ে ইথারিয়াম বাড়ে ৫০ ডলার তাহলে কোনটায় লাভ বেশী? তাই ইথারিয়াম হোল্ড করার চেয়ে বিটকয়েন হোল্ড রাখাটা মনে হয় বুদ্ধিমানের কাজ এই মুহুর্তে। যদি দাম কমার চান্স থাকে তখন ডলারে কনভার্ট করে নিলেই হলো তাহলে আর লসের সম্ভাবনা নাই কিন্তু তখনও বিটিসিতে যে লাভ থাকবে তা ইথারিয়াম এর চেয়ে অনেকবেশী। তাই আমি মনে করি সবার এই মুহুর্তে বিটকয়েনে ফিরে যাওয়াটাই ভালো।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: babu10 on January 09, 2021, 04:41:12 AM
:যেহেতু বিটকয়েনের পরেই সবচেয়ে বেশী ব্যাবহৃত ক্রিপ্টো কয়েন হচ্ছে ইথিরিয়াম সুতরাং যারা ইহা হোল্ড করে আছে তারা এখন কম লাভ পেলেও পরবর্তীতে কিন্তু ভালো কিছু হওয়ার আশা রাখে। তাই আমি মনে করি ইথিরিয়ামকে বিটকয়েনে কনভার্ট না করাই ভালো। তবে অন্য কোন বাজে কয়েন থাকলে আকে বিটকয়েনে রুপান্তর করা যেতে পারে।

পরবর্তীতে ভালো কিছু বলতে আপনি ইথারিয়ামকে কতো আশা করেন? 2কে, ৩কে অথবা সর্বোচ্চ ৫কে। মনে রাখবেন যখন দেখবেন ইথারিয়াম ৫কে হয়েছে তখন বিটকয়েন দেখবেন ১লাখ ডলার। কারন আপনি মার্কেট পর্যবেক্ষণ করলে দেখবেন বিটকয়েন না বাড়লে ইথারিয়াম বাড়তেছেনা। এমননা যে বিটকয়েন কমবে আর ইথরিয়াম বাড়বে যেটা একবার দেখেছিলাম আমার ক্রিপ্টো লাইফএ। তাই আমি মনে করি বিটকয়েনের কোন বিকল্প নাই বর্তমানে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: XM8 on January 09, 2021, 05:01:29 AM
হ্যাঁ আপনি যথাযথ যুক্তি সংগত একটি কথা বলেছেন কারণ বর্তমানে বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধির ধারা অনুযায়ী ইথেরিয়াম এর দাম কত তা বৃদ্ধি পাচ্ছে না।আমরা সাধারণত সেটা জানি বিটকয়েন এর দাম বৃদ্ধি বা তোমার উপর নির্ভর করে ক্রিপ্টো বাজারের অন্য সকল কয়েন কিন্তু বর্তমানে তার বিপরীত হচ্ছে অর্থাৎ ইথেরিয়াম এর দাম বৃদ্ধির পরিবর্তে কমে যাচ্ছে। তাই যারা ইথিরিয়াম হোল্ড করেরেখেছিলেন তাই তাদের উচিত ইথেরিয়াম কে বিটকয়েন এ কনভার্ট করা। কারণ বর্তমানে বিটকয়েনের দাম 40 হাজার ডলারের উপরে পৌঁছে গেছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Trumpet on January 09, 2021, 05:22:42 AM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
2020 সালের শেষের দিক থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম যেভাবে পাম্প হচ্ছে তাতে মনে হচ্ছে যে কোন সময় 50 হাজার ডলার স্পর্শ করবে। অনেক সিনিয়র মেম্বার যারা আগে থেকেই বিট কয়েন হোল্ড করে রেখেছিল তারা আশা করি বর্তমানে সেখান থেকে ভালো প্রফিত পাবে। তবে ইথেরিয়াম এর দাম বিটকয়েনের দাম এর সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে না। তাই যারা ইথেরিয়াম হোল্ড করে রেখেছিল তার হয়তো বিটকয়েন হোল্ডারদের মত ভাল প্রফিট পাবেনা। তাই তারা যদি ইথেরিয়াম কে কনভার্ট করে বিটকয়েনে নিয়ে আসে তাহলে সে ক্ষেত্রে তারা কিছুটা প্রফিট পেতে পারে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Triple333 on January 09, 2021, 07:13:44 AM
আপনি ঠিক কথাই বলেছেন যারা বিটকয়েন হল্ড করেছে তাদের উচিত খুব দ্রুত বিটকয়েন কনভার্ট করে ইথেরিয়াম হোল্ড করা এতে আরো বেশি লাভবান হওয়া যাবে। ইথার এর দামও অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ইথার বারোশো ডলার ছাড়িয়েছে তাই এটার হোল্ড করার এখনই উপযুক্ত সময়।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: mahid on January 09, 2021, 10:36:25 AM
বিটকয়েন এবং ইথারিয়াম এখন সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট যে কেউ এখন এখান থেকে ভাল প্রফিট করতে পারে। যেহেুতু 50000 ডলার হবে সেহেতু এখনই ইনভেস্ট করে রাখুন কাজে আসবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Sonjoy on January 09, 2021, 01:09:38 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
আপনার সাথে একমত হতে পারলাম না কারণ ইত্রিয়াম যদি কনভার্ট করে বিটকয়েনে নেয়া হয় তখন যদি আবার বিটকয়েন ডাম্পিং করে তখন আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন সোয়ামিন সাজেস্ট করব যে আপনি আপনার ইথিরিয়াম হোল্ড করে রাখেন কাজে দেবে এক সময়
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Princeraju on January 09, 2021, 02:30:21 PM
বিটকয়েনের দাম বৃদ্ধির জন্য সঠিক সময়ের প্রয়োজন নেই। কেননা বাজার 2018 সাল থেকে দেখুন। 2018 ও 2019 সালে সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক অবস্থা অনেকটা উজ্জ্বল ছিল। কিন্তু করোণা কালীন সময়ে সারা পৃথিবীর অর্থনীতি অনেকটা ধ্বস নেমেছে। কিন্তু বিটকয়েন বাজারের অবস্থা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। আরো বৃদ্ধি পাবে.
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: babu10 on January 09, 2021, 03:26:48 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
আপনার সাথে একমত হতে পারলাম না কারণ ইত্রিয়াম যদি কনভার্ট করে বিটকয়েনে নেয়া হয় তখন যদি আবার বিটকয়েন ডাম্পিং করে তখন আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন সোয়ামিন সাজেস্ট করব যে আপনি আপনার ইথিরিয়াম হোল্ড করে রাখেন কাজে দেবে এক সময়

ডাম্পিং করা আরম্ভ হলে আপনি সাথে সাথে ইউএসডিটি তে কনভার্ট করে নিবেন তাতে আপনার আর লস হবার সম্ভাবনা নাই কারন ইউএসডিটির দাম তো আর কমবেনা তবে এজন্য আপনাকে সবসময় মার্কেটে আপডেট থাকতে হবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Riddi on January 09, 2021, 03:38:54 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
হ্যাঁ ভাই বাজারে বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ।আমার মনে হয় বিটকয়েনের দাম 50 হাজার ডলার পর্যন্ত পৌঁছাবে ।তবে সে তুলনায় বাজারে ইথেরিয়াম দাম তেমন পাম্প হয়নি।  এলার্ট কয়েনে সবচেয়ে বেশি ব্যবহৃত ইথেরিয়াম কয়েনটি তুলনামূলকভাবে ততটা বৃদ্ধি পায়নি।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Cristiano on January 09, 2021, 04:25:19 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
যদি বিটকয়েন থেকে থাকে সেটা যদি ইথেরিয়াম এ কনভার্ট করা হয় এবং ইথিরিয়াম হোল্ড করা হয় তাহলে আমি মনে করি সেখানে থেকে বেশি পরিমাণ প্রফিট পাওয়া যাবে না। কারণ বর্তমানে সবচেয়ে বেশি দাম বৃদ্ধি রেখেছে বিটকয়েন। দিনের-পর-দিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করতেছে। বিটকয়েন এর জনপ্রিয়তা আরো বেশি বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। বিটকয়েন নিয়ে সবাই কৌতূহলের সৃষ্টি করে দিয়েছে। বিটকয়েন ইতোমধ্যে 41 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছে। তাই আমি মনে করি বর্তমান সময়ে বিটকয়েন হোল্ড করলে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া সম্ভব। কারণ বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকবে। এখন পর্যন্ত এক মাসের মধ্যে বড় রকমের কোন ডাম্পিং হয়নি। সবার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Sharpmax on January 09, 2021, 04:29:27 PM
বিটকয়েন থেকে ইথিরিয়াম এ কনভার্ট করার জন্য আপনাকে একটি এক্সচেঞ্জ বাছাই করতে হবে। সেখানে আপনি বিটকয়েন কে ইথিরিয়াম এর মাধ্যমে কনভার্ট করতে পারবেন। যেমন বিনান্স এক্সচেঞ্জ থেকে আপনি বিটকয়েন কে ইথিরিয়াম এ রূপান্তর করা যাবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Mahindra on January 10, 2021, 03:42:57 AM
লাগামবিহীন ঘোড়ার মত বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। 2021 সাল শুরু হওয়ার প্রথম দিক থেকে বিটকয়েন নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। দিনের-পর-দিন বিটকয়েন নতুন নতুন রেকর্ড তৈরি করার পাল্লা দিচ্ছে। মাত্র 20 দিনে বিটকয়েন 20 হাজার ডলারের বেশি বৃদ্ধি করে নিয়েছে। যেখানে বর্তমান বিটকয়েনের দাম 41 হাজার ডলারের বেশি ছাড়িয়ে গিয়েছে। যদি ক্রমশ এর দাম টি বৃদ্ধি পেতে থাকে তাহলে অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েন 50 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
অন্যদিকে ইথেরিয়াম কিছুদিন আগে স্থিতিশীল ছিল।1000 ডলার থেকে বারোশো ডলার এর মধ্যে দুই দিন ধরে স্থিতিশীল রয়েছে। আগের তুলনায় ইথেরিয়াম অনেকটাই বৃদ্ধির পথে। বর্তমানে ইথেরিয়াম হোল্ড করে ভালো রকমের প্রফিট আদায় করা যাবে। কারণ বিটকয়েন দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর দামটাও বৃদ্ধি করে নিতে চলেছে। বর্তমানে দুটো কয়েন হোল্ড করে ভালো রকমের প্রফিট পাওয়া সম্ভব।
একদম সত্যি কথা এটা বিটকয়েনের দাম 2021 সালে প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে যেভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে আর বেশি দেরি নেই অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার অতিক্রম করে ফেলবে। অন্যদিকে ইথিরিয়াম এর দাম আগের তুলনায় এখন ভালোই বৃদ্ধি পাচ্ছে ইথেরিয়াম এর দাম এখন 1300 ডলার ছাড়িয়েছে শীঘ্রই এটি 1500 ডলার ক্রস করে ফেলবে।আর বিটকয়েনের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে তাই মনে করি এই 2 কয়েনটি হোল্ড করে রাখলে ভবিষ্যতে ভালো রকম প্রফেট পাওয়া সম্ভব।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Bad leyar on January 10, 2021, 05:48:57 AM
আমার মনে হয় 2020 সালের তুলনায় 2021 সালে ইথেরিয়াম এবং বিটকয়েনের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে বর্তমানে বিটকয়েনের দাম লাগামহীন গোরা যেভাবে ছুটে চলে ঠিক সেইভাবে বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আমরা অল্প টাইম এর মধ্যেই বিটকয়েনের পরিবর্তন দেখতে পারবো যে বিটকয়েনের প্রাইস 50 হাজার ডলার স্পর্শ করেছে অন্যদিকে ইথেরিয়াম এর দাম ও বৃদ্ধি পেয়ে 2000 ডলার স্পর্শ করবে ইথেরিয়াম এবং বিটকয়েন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: saidul2105 on January 10, 2021, 06:03:38 AM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
ভাই বর্তমানে বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম খুবই দ্রুত গতিতে ছুটে চলেছে।  বিটকয়েন ইতোমধ্যে আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে, বলা চলে যে প্রতি দিনই নতুন রেকর্ড গড়েই চলেছে।  অন্যদিকে ইথেরিয়ামের অবস্থাও একই, বর্তমানে ইথেরিয়ামও বিটকয়েনের মতোই এগিয়ে চলেছে।  কিছু দিনের মধ্যেই আমরা হয়তো বিটকয়েনের দাম ৫০০০০ ডলার এবং ইথেরিয়ামের দাম ২০০০ ডলার দেখতে পাবো, শুধু সময়ের অপেক্ষা মাত্র।  এখন যাদের সামর্থ আছে তারা যদি উভয় কয়েনই হোল্ড করে রাখতে পারে তবে কিছু দিনের মধ্যেই  তারা খুব ভাল মানের প্রফিট পাবে বলে আমি আশাবাদী।                                                                         
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Linda78 on January 10, 2021, 07:25:17 AM
ইথেরিয়ামের দাম খুবই দ্রুত গতিতে ছুটে চলেছে।  বিটকয়েন ইতোমধ্যে আগের সকল রেকর্ড ভেঙে দিয়ে নতুন করে রেকর্ড গড়ে ফেলেছে,কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম 50 হাজার ডলার অতিক্রম করে ফেলবে।। তাই আমি মনে করি বর্তমান সময়ে বিটকয়েন হোল্ড করলে সবচেয়ে বেশি প্রফিট পাওয়া সম্ভব। কারণ বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে থাকবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Triple333 on January 10, 2021, 07:40:10 AM
বিটকয়েন অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে2020 সালের শেষে থেকে শুরু করে 2021 সালের এ পর্যন্ত বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ।বর্তমানে বিটকয়েনের দাম 42 হাজার ডলারের উপরে ।পাশাপাশি ইথার এর দামও অনেক বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইথার এর দাম 1300 ডলার ছাড়িয়ে গেছে। বর্তমানে এর দুটি কয়েন এর মধ্যে ইথার হোল্ড করলে সবচেয়ে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Tamsialu$$ on January 11, 2021, 01:02:46 AM
বিটকয়েনের প্রাইস আমি দেখেছি যে ভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে এগিয়েছে। বিটকয়েনের সাথে ইথারিয়াম এর প্রাইস ততটা বৃদ্ধি না পেলেও মোটামুটি ভালো পজিশনে রয়েছে ইথারিয়াম এর প্রাইস। বিটকয়েন প্রাইস হয়তো 50 হাজার ডলার অতিক্রম করবে কয়েক মাসের মধ্যেই । তখন হয়তো আমরা দেখতে পাব ইথেরিয়াম এর প্রাইস 2000 ডলার অতিক্রম করেছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Tubelight on March 22, 2021, 09:48:04 AM
বিটকয়েন এবং ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি সেরা দুটি কয়েন। বর্তমানে জনপ্রিয়তার দিক দিয়ে এই দুটি করেন সবার উপরে। এখন পর্যন্ত এই কয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। আশা করছি ভবিষ্যতে এই কয়েন এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Angel jara on March 22, 2021, 02:19:10 PM
বিটকয়েনের প্রাইস আমি দেখেছি যে ভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে এগিয়েছে। বিটকয়েনের সাথে ইথারিয়াম এর প্রাইস ততটা বৃদ্ধি না পেলেও মোটামুটি ভালো পজিশনে রয়েছে ইথারিয়াম এর প্রাইস। বিটকয়েন প্রাইস হয়তো 50 হাজার ডলার অতিক্রম করবে কয়েক মাসের মধ্যেই । তখন হয়তো আমরা দেখতে পাব ইথেরিয়াম এর প্রাইস 2000 ডলার অতিক্রম করেছে।
বিটকয়েন ইথেরিয়াম এই দুটি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। বিটকয়েন কে বলা হয় কিপটা কারেন্সিজ জগতের রাজা আর অপরদিকে বিটকয়েনের পড়ে রয়েছে ইথেরিয়াম। এদের অবস্থান পাশাপাশি হলেও এদের দাম অনেক কম-বেশি। একজন অপরজনের সমতুল্য নয়। কিন্তু ভবিষ্যতে কি  বিটকয়েন কি ছুতে পারবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Fighter on March 22, 2021, 04:04:24 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
বিটকয়েন এবং ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি বেশি ব্যবহৃত অধিক জনপ্রিয় কয়েন। যতই দিন যাচ্ছে মানুষ ততো এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। সেই সাথে এগুলোর দামও বেড়ে চলেছে। ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন সবার উপরে এবং ইথিরিয়াম দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: kulkhan on March 22, 2021, 06:36:35 PM
আপনার কথাই সত্য হয়েছে,  বিটকয়েনের মূল্য ৫০ কে অতিক্রম করেছে। করনা মহামারীর মধ্যেও বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেহেতু এর মূল্য কতটা বাড়বে তা অনুমান করা কঠিন। তবে আমি মনেকরি বিটকয়েনের মূল্য মিনিমাম ১০০কে যাবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Jaya60 on March 23, 2021, 02:36:19 AM
2020 সালের শেষের দিক থেকেই বিটকয়েন এবং ইথিরিয়াম এর প্রাইস বৃদ্ধি পাচ্ছে। যেভাবে বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পেয়েছে আসলে সেভাবে কিন্তু ইথিরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে না। বিটকয়েনের হিসেবে ইথিরিয়াম প্রাইস যদি 5000 ডলার থাকতো তাহলে কিন্তু মোটামুটি ভালো অবস্থানে থাকতো। বিটকয়েনের প্রাইস যেভাবে বাড়ছে বিশ্লেষণ করে দেখা যায় এই বছরে বিটকয়েন প্রাইস 100k ডলার পর্যন্ত হতে পারে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: HeartBit143 on March 23, 2021, 02:43:08 AM
বিটকয়েন এবং ইথেরিয়ামের দাম ২০২০ সালের শেষের দিক থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে যা এর আগে কখনো হয়নি।  ইতোমধ্যেই বিটকয়েনের দাম ৬০০০০ ডলার হিট করেছে এবং ইথেরিয়ামের দাম ২০০০ ডলার হিট করেছে যা এদের সর্বকালের সেরা রেকর্ড।  আশা করা যায় ২০২০ সালের শেষের দিকে বিটকয়েনের দাম ৯০০০০ ডলার এবং ইথেরিয়ামের দাম ৫০০০ ডলার হিট করতে পারে।                                         
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Mj joy on March 23, 2021, 05:15:22 PM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
  প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরী করার জন্য ।  যদিও ক্রিপ্টোকারেন্সি তে কোন কিছু অনুমান বলা যায় না আর সেটা বলা গেলেও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই তারপরও আপনি যে যুক্তিটা তুলে ধরেছেন  ইথেরিয়াম কে  কনভার্ট  করে বিটকয়েন এ রূপান্তরিত করার আমি এই পজিশনে বলব এটা অবশ্যই ভালো হবে ।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Rothi roy on March 24, 2021, 05:51:11 AM
বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সির মহারাজা। দিন দিন বিটকয়েনের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিটকয়েনের দাম আকাশ ছোঁয়া হবে। বর্তমানে প্রতিটি বিট কয়েনের মূল্য 55 হাজার ডলার। 2021 সালের শুরু থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। আমার মনে হয় খুব শীগ্রই এটা 60 হাজার ডলার ছাড়িয়ে যাবে।
ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সিতে দ্বিতীয় অবস্থানে আছে। প্রতিটি ইথেরিয়াম এর মূল্য 16 শো ডলার। বিট কয়েনের মূল্য বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর মূল্য ও বেড়ে গেছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Milon626 on March 24, 2021, 07:03:09 AM
বিটকয়েন ও ইথেরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সিতে সেরা দুটি কয়েন।  ২০২০ সালের শেষের দিক থেকে বিটকয়েন যে হারে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় ইথেরিয়াম একটু কমই পাম্প করেছে।  তাই যারা ইথেরিয়াম কে বিটকয়েনে কনভার্ট করেছে তারা অনেক লাভবান হয়েছে।                     
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: C 98 on March 24, 2021, 07:29:47 AM
করোনারকালীন সময় থেকে বিটকয়েনের দাম যেই হারে বাড়তেছে জানিনা এই জয়রথ কোথায় গিয়ে থামবে তবে আশাকরছি ৫০কে এরআগে থামবেনা এটা অন্যদিকে ইথারিয়ামের দাম সেইরকম হারে বাড়ছেনা কিন্তু বিটকয়েনের পরে সবচেয়ে বেশী ব্যবহৃত অল্টার নাম ইথারিয়াম। তাই আমি মনে করি যারা এখনো ইথারিয়াম হোল্ড করে আছেন তাদের দ্রুত বিটকয়েনে কনভার্ট করলে তুলনামূলকভাবে অনেকবেশী লাভবান হবেন।

আপনাদের মতামত আশা করছি।
বিটকয়েন ইথেরিয়াম এ দুটি কয়েন ই ক্রিপ্টোকারেন্সি তে সর্বোচ্চ জায়গা দখল করে আছে।বিটকয়েন এবং ইথিরিয়াম এই দুটি কয়েনের জনপ্রিয়তাও সবথেকে বেশি। বিটকয়েন আর ইথারিয়াম এর মধ্যে বিটকয়েন বেশি জনপ্রিয় এবং এর দামও বেশি।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Azharul on April 23, 2021, 03:58:46 PM
আমরা জানি ক্রিপ্টো জগতের সব থেকে শীর্ষ ডিজিটাল মুদ্রা দুটি হলো বিটকয়েন এবং ইথেরিয়াম। বিটকয়েন হলো ক্রিপ্টো জগতের রাজা।অপরদিকে ক্রিপ্টো জগতের দ্বিতীয় সর্বোচ্চ ডিজিটাল মুদ্রা হলো ইথেরিয়াম। যাকে ক্রিপ্টো জগতের রানী বলা হয়।তবে আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন এর দাম বেড়েই চলেছে।তাই আমরা যদি বিনিয়োগ এর ক্ষেত্রে বিটকয়েনকে নির্বাচন করি তাহলে অবশ্য আমরা লাভবান হতে পারবো।ওপর দিকে ইথেরিয়াম হলো ধীর গতি সম্পন্ন, তাই আমরা বলতে পারি যে হোল্ড করা অথবা বিনিয়োগ এর ক্ষেত্রে বিটকয়েনই হলো ক্রিপ্টো জগতের সব থেকে বেশি জনপ্রিয় কয়েন।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Random203 on April 23, 2021, 05:44:06 PM
ক্রিপ্টোকারেন্সিতে সব চেয়ে বেশি মূল্য ও জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন ও ইথেরিয়াম এগিয়ে আছে।  কয়েনমার্কেটক্যাপ  লিস্টে বিটকয়েনের অবস্থান প্রথম এবং ইথেরিয়ামের অবস্থান দ্বিতীয়।  এই দুটো কয়েনই অনেক লাভজনক এখন।  এখানে যারা বিনিয়োগ করবে তারা সবাই অনেক লাভবান হবে।                               
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Cadaver20 on April 23, 2021, 08:49:51 PM
ওপি যখন টপিকটি তৈরি করেন তখন যারা ইথারিয়ামকে বিটকয়েনে কনভার্ট করেছিল তারা হয়তো ভাল একটা প্রফিট পেয়েছে। কিন্তু বর্তমান চিত্র ভিন্ন বলে আমি মনে করি। ইথারিয়াম ধীরে ধীরে তার নিজস্ব রুপে ফিরতে শুরু করেছে। ইথারিয়াম ২৬০০ ডলার অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি করেছে।আমি মনে করি এখন সময় এসেছে বিটকয়েনকে ইথারিয়ামে কনভার্ট করার।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Laxmi Sharma on April 24, 2021, 04:36:59 AM
হ্যাঁ ব্রো আপনি ঠিক বলেছেন, করোনা ভাইরাস শুরু হওয়ার প্রথম ধাপ থেকেই বিটকয়েনের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এখন পর্যন্ত বিটকয়েনের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে অথচ সে তুলনায় ইথেরিয়াম এর দাম একটুও বাড়েনি। ইথেরিয়াম এর দাম এখনও সেই 2000 থেকে 2500 ডলার এর মধ্যে ঘোরাঘুরি করছে। তাই আমি আপনার সাথে একমত। আমি মনে করি আপনি ঠিক সাজেশন দিয়েছেন, যারা ইথিরিয়াম হোল্ড করেছেন তাদের উচিত ইথিরিয়াম কে এখন বিটকয়েন এ কনভার্ট করা। তাতে হয়তো কিছুটা প্রফিট পাওয়া যেতে পারে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Jacksoon99 on April 30, 2021, 08:16:23 AM
মাত্র কিছুদিনের ব্যবধানে বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনি ঠিকই বলেছেন আমারও মনে হয় বিটকয়েন 50 হাজার ডলারের নিচে আর থামবে না। অন্যদিকে ইথিরিয়াম এর দাম এখনও ঊর্ধ্বমুখী কিন্তু খুব ধীরগতিতে চলছে এটি। তাই আমিও মনে করি ইথেরিয়াম এরচেয়ে বিটকয়েনে বিনিয়োগ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ বিটকয়েন দিনের-পর-দিন প্রতিযোগিতার মত নতুন নতুন রেকর্ড তৈরি করে যাচ্ছে। কিন্তু কিছুদিন আগে বিটকয়েন মার্কেটে কমতে দেখা গেল বর্তমান বিটকয়েন মার্কেটে আবার বাড়তেছে। বিটকয়েন মার্কেটে আবার নতুন রেকর্ড করতে পারে বলে মনে হয়।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Rifan Khan on April 30, 2021, 10:06:57 AM
ক্রিপ্টোকারেন্সি দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে বিটকয়েন এবং ইথিরিয়াম। কারণ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটকয়েন এবং ইথিরিয়াম এর মূল্য অনেক বেশি। যার কারণে আমরা বলতে পারি বিটকয়েন এবং ইথিরিয়াম অনেক বেশি বৃদ্ধি পায়।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Mistroy on June 01, 2021, 05:50:17 PM
ক্রিপ্টো বাজারে যে দুটি কয়েন সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে সে দুটি কয়েন হল বিটকয়েন ও ইথারিয়াম। সারাবিশ্বে ক্রিপ্টোকারেন্সি  মার্কেটে অল্প কিছু দিনেই সবচেয়ে বেশি পরিচিতি লাভ করছে এই দুইটি কয়েন। ক্রিপ্টো বাজারে বিটকয়েনের দাম বাড়লেও সাথে সাথে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পায়। তবে বিটকয়েনের দাম কিভাবে বৃদ্ধি পেয়েছে যারা বিটকয়েন হোল্ড করে রেখে দিয়েছেন ধৈর্য সহকারে তারা ভবিষ্যতে ভালো একটা মূলধন পাবে আশা করি।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Mayajal on June 02, 2021, 04:56:06 AM
করোনাকালীন সময়ে বিটকয়েনের দাম 61 হাজার 720 ডলার হয়েছিল। কিন্তু সেখান থেকে বর্তমানে দাম একটু ক্রিপ্টোকারেন্সি তে যেগুলো রয়েছে সব কয়েন এর দাম উঠানামা করে যার কারণে সঠিকভাবে বলা যায় না। এবং ভবিষ্যতে আরও দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: AIam333 on June 03, 2021, 04:36:43 AM
করোনার সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম অনেক বেড়ে উঠেছিল।কিন্তু এখন বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটি সবসময় উঠানামা করছে।পরবর্তীতে যে কি হয় তার কোনো কিছুই বলা যায় না। এটা আমাদের ধারনার বাহিরে
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: RSRS on June 05, 2021, 09:55:10 AM
বর্তমানে বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে তার পাশাপাশি ইথেরিয়াম ও তার গতিসীমা এগিয়ে নিয়ে যাচ্ছে। বিটকয়েনের সাথে ইথেরিয়াম অনেকটাই মিলে দাম বাড়ে। আবার বিটকয়েনের দাম কমলে ইথেরিয়াম এর দাম কমে যায়। তাই বিটকয়েন যত ভালো অবস্থানে পৌঁছাবে তার পাশাপাশি ইথেরিয়াম ও তার পরের জায়গা দখল করে রাখবে। তাই মনে হয় ভালো হলে দুটো কয়েনেই ভালো কিছু হবে।
Title: Re: বিটকয়েন/ইথারিয়াম
Post by: Madmax789 on November 13, 2022, 05:10:44 PM
কিছুদিনের ব্যবধানে বিটকয়েনের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। আপনি ঠিকই বলেছেন আমারও মনে হয় বিটকয়েন 50 হাজার ডলারের নিচে আর থামবে না।
এজন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কেউ যদি বর্তমানে বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করি তাহলে সব থেকে বেশি লাভবান হওয়া সম্ভব।
কারণ বিটকয়েন দিনের-পর-দিন প্রতিযোগিতার মত নতুন নতুন রেকর্ড তৈরি করে যাচ্ছে।