Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Cristiano on January 09, 2021, 07:06:31 AM
-
কারমা এভিউজার কি
কারো আইডিতে যদি নেগেটিভ কারমা প্রদান করা হয় তাহলে তাকে বর্তমানে কারমা এভিউজার হিসেবে ধরা হয়।
বর্তমানে কিছু আইডিতে কারমা এভিউজার ধরা হয়েছে। কারো আইডিতে যদি কারমা এভিউজার ধরা হয় তাহলে তার আইডির ভ্যালু অথবা পাওয়ার কমে যায়।
আমরা সবাই সচেতন হই। অযথা কারো আইডিতেই নেগেটিভ কারমা প্রদান না করে। আমি ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি আমার আইডিতে নেগেটিভ কারমা প্রদান করতেছে। আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি। এবং আরো বলছি আমার যদি কোন রকমের পোস্ট কোয়ালিটি খারাপ হয় ইনফরমেটিভ কনস্ট্রাক্টিভ এবং তথ্যবহুল পোস্ট না হয় তাহলে আমাকে সতর্ক করে দেবেন। অযথা নেগেটিভ কারমা দিবেন না। বর্তমানে অযথা নেগেটিভ কারমা দেয়া হলে তার বিরুদ্ধে এডমিন নিজেই পদক্ষেপ গ্রহণ করবে। এটা যে কারো ক্ষেত্রে হতে পারে।
আমরা সবাই নেগেটিভ কারমা দেওয়া থেকে বিরত থাকি।
স্পাম মুক্ত পোস্ট তৈরী করি।
-
এই সিস্টেমটি চালু করা হয়েছে অল্প কিছুদিন ধরে। কিছু অসাধু ব্যক্তি দের জন্য এই সিস্টেম চালু করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি আইডিতে নেগেটিভ কারমা দেয় কোন কারন ছাড়াই। সেই নেগেটিভ কারমা দেওয়ার হাতিয়ার হিসেবে তৈরি করেছে কারমা এভিউজার।বর্তমানে যদি কারো আইডিতে নেগেটিভ কারমা দেওয়া হয় তাহলে তাকে কারমা এভিউজার হিসেবে ধরা হয়।
-
কারা কারা নেগেটিভ কারমা দেওয়ার কারণে কারমা এবইউজার ট্যাগ পাইছে তা আমার জানা আছে। এটা থেকে সবার সতর্ক হয়ে কাজ করা উচিৎ। কাউকে নেগেটিভ কারমা দেওয়ার প্রয়োজন নাই। কেউ যদি স্পাম করে অথবা কপি পেস্ট করে তাহলে আপনারা ”রিপোর্ট টু মডারেটর” বাটনে ক্লিক করে রিপোর্ট করুন। মডারেটররাই ব্যবস্থা নিবেন ফোরামের রুলস অনুযায়ী। অযথা আপনারা কেন নেগেটিভ কারমা দিয়ে ঝামেলায় পড়বেন। সবাই সচেতন হউন।
-
কারো সাথে হিংসা করে যদি কেউ উপরে উঠতে চায় তা কখনই হতে পারবেনা। কথায় আছে যদি কেউ অন্যের জন্যে কুয়া খোরে তাহলে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। কাজেই কারমা এবই্উজ থেকে বিরত থাকুন বিশেষ করে যারা এর ধরনের কাজ করছেন।
-
কারমা এভিউজার কি
কারো আইডিতে যদি নেগেটিভ কারমা প্রদান করা হয় তাহলে তাকে বর্তমানে কারমা এভিউজার হিসেবে ধরা হয়।
বর্তমানে কিছু আইডিতে কারমা এভিউজার ধরা হয়েছে। কারো আইডিতে যদি কারমা এভিউজার ধরা হয় তাহলে তার আইডির ভ্যালু অথবা পাওয়ার কমে যায়।
আমরা সবাই সচেতন হই। অযথা কারো আইডিতেই নেগেটিভ কারমা প্রদান না করে। আমি ইদানিং লক্ষ্য করছি কিছু কিছু ব্যক্তি আমার আইডিতে নেগেটিভ কারমা প্রদান করতেছে। আমি তাদেরকে সতর্ক হওয়ার জন্য আহ্বান করছি। এবং আরো বলছি আমার যদি কোন রকমের পোস্ট কোয়ালিটি খারাপ হয় ইনফরমেটিভ কনস্ট্রাক্টিভ এবং তথ্যবহুল পোস্ট না হয় তাহলে আমাকে সতর্ক করে দেবেন। অযথা নেগেটিভ কারমা দিবেন না। বর্তমানে অযথা নেগেটিভ কারমা দেয়া হলে তার বিরুদ্ধে এডমিন নিজেই পদক্ষেপ গ্রহণ করবে। এটা যে কারো ক্ষেত্রে হতে পারে।
আমরা সবাই নেগেটিভ কারমা দেওয়া থেকে বিরত থাকি।
স্পাম মুক্ত পোস্ট তৈরী করি।
হ্যাঁ ভাই আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে বিশেষ করে আপনার লাস্টের কথাগুলো আমার বেশ ভাল লেগেছে কারণ নেগেটিভ কারমা থেকে আমরা সবাই বিরত থাকি আমরা কাউকে নেগেটিভ কারমা এত সহজে দেব না যদি সে অনেক বড় ভুল না করে থাকে তাহলে আমরা অনেক অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো বাংলা ফোরাম কে তার পরেও আপনাদের বলব যে একে অপরকে সহযোগিতা করুন
-
আমার মনে হয় এই টপিকটা লক করা দরকার। এখন কেউ নেগেটিভ কারমা দেয়না। এখন ফোরাম অনেক কঠোর। টপিক টাতে আলোচনা অপ্রোজনীয় তাই লক করে দিলাম।