Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 09, 2021, 05:18:39 PM
-
ক্রিপ্টোমার্কেটে বর্তসমান ময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িঁয়েছে স্টেকিং যেখানে যাই সেখানে শুধু স্টেকিং নিয়ে আলোচনা দেখতে পাই শুধু তাইনা যেইকোন এক্সচেঞ্জারএ গেলেও আমরা স্টেকিং দেখতে পাই পূর্ব আলোচান হতো মাইনিং নিয়ে। তাই জানার আগ্রহ থেকে অনেক ঘাটাঘাটি করে নিজে যা শিখলাম তা অন্যদের সাথে শেয়ার করলাম।
মাইনিং:
আসলে এই বিষয়টার সহিত সবাই মোটামুটি কমবেশী পরিচিত এই ক্রিপ্টোমার্কেটে। বিটকয়েন আপনাআপনি কখনোই তৈরী হতোনা মাইনিং ছাড়া। এই মাইনিং প্রক্রিয়ায় এটি তৈরী করে পরে ব্লকচেইনে ছেড়ে দেয়া হতো। আর এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসির দরকার পড়ত সাথে উচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং হার্ডওয়্যার বসানোর জন্য বিশালাকার জায়গার সংস্থান আবার বিদ্যুৎ খরচও । ফলে অনেকে এই মাইনিং প্রক্রিয়া জানা থাকা সত্ত্বেও টাকা কিংবা উচ্চগতির ইন্টারনেট এর কারনে মাইনিং করতে পারতোনা।
স্টেকিং: স্টেকিংটা মূলত প্রুফ অফ স্টেক এলগারিদম ব্যবহার করে কয়েন তৈরী করে থাকে। স্টেকিং এ আপনি নিদ্দিষ্ট পরিমান কয়েন নিদ্দিষ্ট সময়ের জন্য নিজের ওয়ালেট এ অথবা অন্য কারো ওয়ালেট এ আবদ্ধ করে রাখবেন যেটা অনেকটা ফিক্স ডিপোজিট এর মতো এবং নিদ্দিষ্ট সময়ের পর আপনাকে লভ্যাংশ দেয়া হবে যার ফলে কয়েন এর পরিমান বৃদ্দি পাবে। এর ফলে আপনাকে আর উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে হলোনা অন্য দিকে উচ্চগতি সম্পন্ন হার্ডওয়্যারও কিনতে হলোনা এবং বিদ্যুৎ খরচ থেকেও বাঁচলেন । তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো স্টেকিং করার জন্য কোন প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয়না। তবে স্টেকং এ একটিমাত্র অসুবিধা আছে যেটা হলো আপনি চাইলেই যেকোন সময় এটা বিক্রি করতে পারবেন না যত সময়ের জন্য আপনি স্টেকিং করেছেন ততসময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে।
যাই হোক নতুন কিছু নিজেও জানলাম এবং অন্যকে জনার সুযোগ করে দিলাম। আপনাদের আরো বিষদ জানা থাকলে শেয়ার করবেন যাতে আমিও আরো ভালোভাবে শিখতে পারি।
-
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী দুটি বিষয় স্টেকিং এবং মাইনিং। বর্তমান সময়ে এ দুটি বিষয় খুবি আলোচিত। আমার মাইনিং সম্পর্কে কিছুটা ধারনা ছিল বেশ আগ থেকে কিন্তু স্টেকিং সম্পর্কে অবগত ছিলাম না৷ আজ জানতে পারলাম। আমি এক্সচেঞ্জার গুলোতে স্টকিং নিয়ে নোটিফিকেশন দেখতাম কিন্তু বুঝতাম না। আজ পুরোপুরি বুঝতে পারলাম। এটা আমার জন্য খুব উপকারে আসবে।
-
বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে স্টাকিং নিয়ে। ফোরামে কতগুলো নতুন ইউজার রয়েছে যারা অনেকেই এখনো জানেনা স্টাকিং কি এটি কিভাবে ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করে কি ধরনের লাভ রয়েছে।
স্টাকিং কি?
স্টাকিং এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার কয়েন গুলো স্টাকিং করে রেখে প্রফিট পেতে পারেন।
কত দিনের জন্য স্টাকিং করবেন?
যে কয়েনটা স্টাকিং করবে সেই স্টাকিং এর নিয়ম দিয়ে দেবে। 30 দিন
60 দিনন 90 দিনের জন্য স্টাকিং করতে পারেন। স্টাকিং সাধারণত 100% 200% 300/400 পার্সেন্ট হয়ে থাকে।
যদি আপনি 5000 টোকেন ৬০ দিনের জন্য 200% স্টাকিং করতে চান তাহলে আপনাকে ৬০ দিন পর 200% বোনাস দেওয়া হবে।
এখন আসি মাইনিং নিয়ে।
মাইনিং অর্থ হচ্ছে খনন করা। যেমনটি মাটি খনন করে সোনা আহরণ করা হয়। ঠিক তেমনটি হচ্ছে মাইনিং। মাইনিং করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ বর্তমানে মাইনিং করতে হলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এবং শক্তিশালী build-up এর প্রয়োজন হয়। প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। যেটা আমাদের পক্ষে সম্ভব না।
-
ক্রিপ্টোমার্কেটে বর্তসমান ময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িঁয়েছে স্টেকিং যেখানে যাই সেখানে শুধু স্টেকিং নিয়ে আলোচনা দেখতে পাই শুধু তাইনা যেইকোন এক্সচেঞ্জারএ গেলেও আমরা স্টেকিং দেখতে পাই পূর্ব আলোচান হতো মাইনিং নিয়ে। তাই জানার আগ্রহ থেকে অনেক ঘাটাঘাটি করে নিজে যা শিখলাম তা অন্যদের সাথে শেয়ার করলাম।
মাইনিং:
আসলে এই বিষয়টার সহিত সবাই মোটামুটি কমবেশী পরিচিত এই ক্রিপ্টোমার্কেটে। বিটকয়েন আপনাআপনি কখনোই তৈরী হতোনা মাইনিং ছাড়া। এই মাইনিং প্রক্রিয়ায় এটি তৈরী করে পরে ব্লকচেইনে ছেড়ে দেয়া হতো। আর এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসির দরকার পড়ত সাথে উচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং হার্ডওয়্যার বসানোর জন্য বিশালাকার জায়গার সংস্থান আবার বিদ্যুৎ খরচও । ফলে অনেকে এই মাইনিং প্রক্রিয়া জানা থাকা সত্ত্বেও টাকা কিংবা উচ্চগতির ইন্টারনেট এর কারনে মাইনিং করতে পারতোনা।
স্টেকিং: স্টেকিংটা মূলত প্রুফ অফ স্টেক এলগারিদম ব্যবহার করে কয়েন তৈরী করে থাকে। স্টেকিং এ আপনি নিদ্দিষ্ট পরিমান কয়েন নিদ্দিষ্ট সময়ের জন্য নিজের ওয়ালেট এ অথবা অন্য কারো ওয়ালেট এ আবদ্ধ করে রাখবেন যেটা অনেকটা ফিক্স ডিপোজিট এর মতো এবং নিদ্দিষ্ট সময়ের পর আপনাকে লভ্যাংশ দেয়া হবে যার ফলে কয়েন এর পরিমান বৃদ্দি পাবে। এর ফলে আপনাকে আর উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে হলোনা অন্য দিকে উচ্চগতি সম্পন্ন হার্ডওয়্যারও কিনতে হলোনা এবং বিদ্যুৎ খরচ থেকেও বাঁচলেন । তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো স্টেকিং করার জন্য কোন প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয়না। তবে স্টেকং এ একটিমাত্র অসুবিধা আছে যেটা হলো আপনি চাইলেই যেকোন সময় এটা বিক্রি করতে পারবেন না যত সময়ের জন্য আপনি স্টেকিং করেছেন ততসময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে।
যাই হোক নতুন কিছু নিজেও জানলাম এবং অন্যকে জনার সুযোগ করে দিলাম। আপনাদের আরো বিষদ জানা থাকলে শেয়ার করবেন যাতে আমিও আরো ভালোভাবে শিখতে পারি।
ভাই মাইনিং ও স্টেকিং সম্পর্কে আমার যতোটুকু জানা ছিলো তা খুব বেশি ছিলো না। এই সম্পর্কে আমার আরও অনেক কিছু জানার বাকি ছিলো। কিন্তু এখন আপনার পোস্ট টি পড়ে মাইনিং ও স্টেকিং সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম যা আমার অনেক কাজে লাগবে।
ধন্যবাদ ভাই।
আপনি একজন সিনিয়র মেম্বার। আপনার কাছ থেকে এগুলো আশা করা যায় না। পোস্টটি পড়ে খুবই উপকৃত হলাম,এ বিষয়ে সম্পর্কে ধারণা ছিল না জানতে পারলাম এসব স্পামিং পোস্ট করা থেকে বিরত থাকবেন।এগুলো পোস্ট মডারেটর বাই দেখতে পারলে স্প্যাম হিসেবে গণ্য করবে। পরবর্তীতে একটু তথ্যবহুল কনস্ট্রাক্টিভ ও ইনফরমেটিভ পোস্ট তৈরী করার চেষ্টা করবেন। বর্তমানে সবচেয়ে বেশি নজর দেয়া হচ্ছে স্পাম পোস্টের দিকে। তাই সবাই সতর্কতার সাথে পোস্ট করবেন।অতি তাড়াতাড়ি বাংলা ফোরাম কে স্পাম মুক্ত করা হবে।
-
বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে স্টাকিং নিয়ে। ফোরামে কতগুলো নতুন ইউজার রয়েছে যারা অনেকেই এখনো জানেনা স্টাকিং কি এটি কিভাবে ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করে কি ধরনের লাভ রয়েছে।
স্টাকিং কি?
স্টাকিং এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার কয়েন গুলো স্টাকিং করে রেখে প্রফিট পেতে পারেন।
কত দিনের জন্য স্টাকিং করবেন?
যে কয়েনটা স্টাকিং করবে সেই স্টাকিং এর নিয়ম দিয়ে দেবে। 30 দিন
60 দিনন 90 দিনের জন্য স্টাকিং করতে পারেন। স্টাকিং সাধারণত 100% 200% 300/400 পার্সেন্ট হয়ে থাকে।
যদি আপনি 5000 টোকেন ৬০ দিনের জন্য 200% স্টাকিং করতে চান তাহলে আপনাকে ৬০ দিন পর 200% বোনাস দেওয়া হবে।
এখন আসি মাইনিং নিয়ে।
মাইনিং অর্থ হচ্ছে খনন করা। যেমনটি মাটি খনন করে সোনা আহরণ করা হয়। ঠিক তেমনটি হচ্ছে মাইনিং। মাইনিং করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ বর্তমানে মাইনিং করতে হলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এবং শক্তিশালী build-up এর প্রয়োজন হয়। প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। যেটা আমাদের পক্ষে সম্ভব না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের তথ্যবহুল পোষ্ট করার জন্য। মূলত আমরা জানি মাইনিং করা সবার পক্ষে সম্ভব নয় মাইনিং করে অনেকেই জীবনের সব থেকে মূল্যবান জিনিস গুলো হারিয়ে ফেলেছে। তাই আমি বলবো কেউ মাইনিং করার চিন্তাভাবনা করবেন না। কিন্তু যারা স্টেকিং করতে চান তারা করতে পারেন কারণ বর্তমানে দেখা যাচ্ছে সবাই ইনকাম করছে সব থেকে বেশি স্ট্রিকিং করে।
-
বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্ট্রিকিং করে অনেকেই ভাল প্রফিট পেয়েছে। যে কারণে দেখা যাচ্ছে বর্তমানে অনেকেই স্টেকিং করছে। এখনকার সময়ে স্ট্রিকিং নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে অনেকেই শুধু এই কাজটি করে যাচ্ছে। আমার কাছে মাইনিং এটা করার থেকে যদি স্টিকিং করা যায় তাহলে বোধহয় ভালো হবে।
-
বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে স্টাকিং নিয়ে। ফোরামে কতগুলো নতুন ইউজার রয়েছে যারা অনেকেই এখনো জানেনা স্টাকিং কি এটি কিভাবে ব্যবহার করতে হয়। এটি ব্যবহার করে কি ধরনের লাভ রয়েছে।
স্টাকিং কি?
স্টাকিং এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার কয়েন গুলো স্টাকিং করে রেখে প্রফিট পেতে পারেন।
কত দিনের জন্য স্টাকিং করবেন?
যে কয়েনটা স্টাকিং করবে সেই স্টাকিং এর নিয়ম দিয়ে দেবে। 30 দিন
60 দিনন 90 দিনের জন্য স্টাকিং করতে পারেন। স্টাকিং সাধারণত 100% 200% 300/400 পার্সেন্ট হয়ে থাকে।
যদি আপনি 5000 টোকেন ৬০ দিনের জন্য 200% স্টাকিং করতে চান তাহলে আপনাকে ৬০ দিন পর 200% বোনাস দেওয়া হবে।
এখন আসি মাইনিং নিয়ে।
মাইনিং অর্থ হচ্ছে খনন করা। যেমনটি মাটি খনন করে সোনা আহরণ করা হয়। ঠিক তেমনটি হচ্ছে মাইনিং। মাইনিং করা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ বর্তমানে মাইনিং করতে হলে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এবং শক্তিশালী build-up এর প্রয়োজন হয়। প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়। যেটা আমাদের পক্ষে সম্ভব না।
মূলত স্টেকিং এর জন্য ভেলিডেটর বা ভার্চুুয়াল মাইনার হতে হয়। এজন্য তাকে নোড এবং নির্দিষ্ট পরিমান কয়েন ডিপোজিট করতে হয়। এছাড়া কিছু কাজও থাকে স্টেকিং এর জন্য। স্টেকিং করতে হলে মোটামুটি বড় ধরনের এমাউন্ট লাগে। যেমন বর্তমানে ৩২ ইথার লাগে (অবশ্য ইথারের স্টেকিংয়ে অলরেডি টাইম শেষ নতুন করে যারা করতে চান)। এধরণের বড় এমাউন্ট সাধারণের নাগালে বাইরে থাকে। এজন্য বিভিন্ন একচেঞ্জ তারা স্টেকিং করে আয় করেন আর সেই স্টেকিংয়ে সাধারণ হোল্ডাররা সামান্য পরিমান কয়েন তাদের সাথে স্টেকিং এ দিয়ে রাখলে তারা তাদের স্টেকিং থেকে আর্নিং থেকে প্রাপ্ত আয় থেকে আপনাকে দিয়ে থাকে।
-
ক্রিপ্টোমার্কেটে বর্তসমান ময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িঁয়েছে স্টেকিং যেখানে যাই সেখানে শুধু স্টেকিং নিয়ে আলোচনা দেখতে পাই শুধু তাইনা যেইকোন এক্সচেঞ্জারএ গেলেও আমরা স্টেকিং দেখতে পাই পূর্ব আলোচান হতো মাইনিং নিয়ে। তাই জানার আগ্রহ থেকে অনেক ঘাটাঘাটি করে নিজে যা শিখলাম তা অন্যদের সাথে শেয়ার করলাম।
মাইনিং:
আসলে এই বিষয়টার সহিত সবাই মোটামুটি কমবেশী পরিচিত এই ক্রিপ্টোমার্কেটে। বিটকয়েন আপনাআপনি কখনোই তৈরী হতোনা মাইনিং ছাড়া। এই মাইনিং প্রক্রিয়ায় এটি তৈরী করে পরে ব্লকচেইনে ছেড়ে দেয়া হতো। আর এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসির দরকার পড়ত সাথে উচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং হার্ডওয়্যার বসানোর জন্য বিশালাকার জায়গার সংস্থান আবার বিদ্যুৎ খরচও । ফলে অনেকে এই মাইনিং প্রক্রিয়া জানা থাকা সত্ত্বেও টাকা কিংবা উচ্চগতির ইন্টারনেট এর কারনে মাইনিং করতে পারতোনা।
স্টেকিং: স্টেকিংটা মূলত প্রুফ অফ স্টেক এলগারিদম ব্যবহার করে কয়েন তৈরী করে থাকে। স্টেকিং এ আপনি নিদ্দিষ্ট পরিমান কয়েন নিদ্দিষ্ট সময়ের জন্য নিজের ওয়ালেট এ অথবা অন্য কারো ওয়ালেট এ আবদ্ধ করে রাখবেন যেটা অনেকটা ফিক্স ডিপোজিট এর মতো এবং নিদ্দিষ্ট সময়ের পর আপনাকে লভ্যাংশ দেয়া হবে যার ফলে কয়েন এর পরিমান বৃদ্দি পাবে। এর ফলে আপনাকে আর উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে হলোনা অন্য দিকে উচ্চগতি সম্পন্ন হার্ডওয়্যারও কিনতে হলোনা এবং বিদ্যুৎ খরচ থেকেও বাঁচলেন । তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো স্টেকিং করার জন্য কোন প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয়না। তবে স্টেকং এ একটিমাত্র অসুবিধা আছে যেটা হলো আপনি চাইলেই যেকোন সময় এটা বিক্রি করতে পারবেন না যত সময়ের জন্য আপনি স্টেকিং করেছেন ততসময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে।
যাই হোক নতুন কিছু নিজেও জানলাম এবং অন্যকে জনার সুযোগ করে দিলাম। আপনাদের আরো বিষদ জানা থাকলে শেয়ার করবেন যাতে আমিও আরো ভালোভাবে শিখতে পারি।
স্টেকিং মাইনিং এ দুটি বিষয় নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে।মাইনিং সম্পর্কে আগে থেকেই আমার মোটামুটি ধারণা ছিল ।তবে স্টেকিং সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না মাইনিং করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় কিন্তু স্টেকিং করতে যেমন অর্থ লাগেনা।
-
ক্রিপ্টোমার্কেটে বর্তসমান ময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িঁয়েছে স্টেকিং যেখানে যাই সেখানে শুধু স্টেকিং নিয়ে আলোচনা দেখতে পাই শুধু তাইনা যেইকোন এক্সচেঞ্জারএ গেলেও আমরা স্টেকিং দেখতে পাই পূর্ব আলোচান হতো মাইনিং নিয়ে। তাই জানার আগ্রহ থেকে অনেক ঘাটাঘাটি করে নিজে যা শিখলাম তা অন্যদের সাথে শেয়ার করলাম।
মাইনিং:
আসলে এই বিষয়টার সহিত সবাই মোটামুটি কমবেশী পরিচিত এই ক্রিপ্টোমার্কেটে। বিটকয়েন আপনাআপনি কখনোই তৈরী হতোনা মাইনিং ছাড়া। এই মাইনিং প্রক্রিয়ায় এটি তৈরী করে পরে ব্লকচেইনে ছেড়ে দেয়া হতো। আর এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসির দরকার পড়ত সাথে উচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং হার্ডওয়্যার বসানোর জন্য বিশালাকার জায়গার সংস্থান আবার বিদ্যুৎ খরচও । ফলে অনেকে এই মাইনিং প্রক্রিয়া জানা থাকা সত্ত্বেও টাকা কিংবা উচ্চগতির ইন্টারনেট এর কারনে মাইনিং করতে পারতোনা।
স্টেকিং: স্টেকিংটা মূলত প্রুফ অফ স্টেক এলগারিদম ব্যবহার করে কয়েন তৈরী করে থাকে। স্টেকিং এ আপনি নিদ্দিষ্ট পরিমান কয়েন নিদ্দিষ্ট সময়ের জন্য নিজের ওয়ালেট এ অথবা অন্য কারো ওয়ালেট এ আবদ্ধ করে রাখবেন যেটা অনেকটা ফিক্স ডিপোজিট এর মতো এবং নিদ্দিষ্ট সময়ের পর আপনাকে লভ্যাংশ দেয়া হবে যার ফলে কয়েন এর পরিমান বৃদ্দি পাবে। এর ফলে আপনাকে আর উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে হলোনা অন্য দিকে উচ্চগতি সম্পন্ন হার্ডওয়্যারও কিনতে হলোনা এবং বিদ্যুৎ খরচ থেকেও বাঁচলেন । তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো স্টেকিং করার জন্য কোন প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয়না। তবে স্টেকং এ একটিমাত্র অসুবিধা আছে যেটা হলো আপনি চাইলেই যেকোন সময় এটা বিক্রি করতে পারবেন না যত সময়ের জন্য আপনি স্টেকিং করেছেন ততসময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে।
যাই হোক নতুন কিছু নিজেও জানলাম এবং অন্যকে জনার সুযোগ করে দিলাম। আপনাদের আরো বিষদ জানা থাকলে শেয়ার করবেন যাতে আমিও আরো ভালোভাবে শিখতে পারি।
স্টেকিং মাইনিং এ দুটি বিষয় নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে।মাইনিং সম্পর্কে আগে থেকেই আমার মোটামুটি ধারণা ছিল ।তবে স্টেকিং সম্পর্কে আমার খুব একটা জানা ছিল না মাইনিং করতে অনেক বেশি টাকার প্রয়োজন হয় কিন্তু স্টেকিং করতে যেমন অর্থ লাগেনা।
ভাই আপনার এটা কোন কমেন্ট হলো? দয়া করে নিজে কিছু জানার চেষ্টা করুন ইন্টারনেট ঘাটাঘাটি করে তাহলে সামনে আপনার কাজে আসবে এবং কোয়লিটিপূর্ণ কমেন্ট করতে পারবেন।
-
ষ্টেকিং সম্পর্কে আমি যতটুকু জানি কোন কয়েন যদি আপনি ষ্টেকিং করে রাখেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী যদি একটি পারসেন্টেন্স করেন এবং আপনি কত সময়ের জন্য স্টাকিং করবেন তার ভিত্তিতে আপনি আপনার টোকেন গুলো স্টেকিং করতে পারেন।ষ্টেকিং করলে যে প্রফিট পাওয়া যায় তাহলে আপনি যেমন ব্যাংকে টাকা রাখলে ব্যাংক নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট সংখ্যক মুনাফা দেয় তেমনি। আপনি যদি টোকেন গুলো নির্দিষ্ট সময়ের জন্য ষ্টেকিং করে রাখেন তাহলে আপনি ওই সময় পর নির্দিষ্ট সংখ্যক এক্সট্রা কয়েন পাবেন।
-
সিনিয়র ভাই কে অনেক ধন্যবাদ এই পোস্টটি করার জন্য। মাইনিং এবং স্টেকিং সম্পর্কে আমি কিছু জানতাম না, কিন্তু আপনি এই টপিকটি তৈরি করে অনেকটাই সাহায্য করেছেন। আমাদের মত যারা ফোরামে নতুন সদস্য রয়েছে তারা অনেকটাই লাভবান হতে পারবে এরকম পোস্ট থেকে।
-
ক্রিপ্টোমার্কেটে বর্তসমান ময়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাড়িঁয়েছে স্টেকিং যেখানে যাই সেখানে শুধু স্টেকিং নিয়ে আলোচনা দেখতে পাই শুধু তাইনা যেইকোন এক্সচেঞ্জারএ গেলেও আমরা স্টেকিং দেখতে পাই পূর্ব আলোচান হতো মাইনিং নিয়ে। তাই জানার আগ্রহ থেকে অনেক ঘাটাঘাটি করে নিজে যা শিখলাম তা অন্যদের সাথে শেয়ার করলাম।
মাইনিং:
আসলে এই বিষয়টার সহিত সবাই মোটামুটি কমবেশী পরিচিত এই ক্রিপ্টোমার্কেটে। বিটকয়েন আপনাআপনি কখনোই তৈরী হতোনা মাইনিং ছাড়া। এই মাইনিং প্রক্রিয়ায় এটি তৈরী করে পরে ব্লকচেইনে ছেড়ে দেয়া হতো। আর এজন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পিসির দরকার পড়ত সাথে উচ্চ গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট এবং হার্ডওয়্যার বসানোর জন্য বিশালাকার জায়গার সংস্থান আবার বিদ্যুৎ খরচও । ফলে অনেকে এই মাইনিং প্রক্রিয়া জানা থাকা সত্ত্বেও টাকা কিংবা উচ্চগতির ইন্টারনেট এর কারনে মাইনিং করতে পারতোনা।
স্টেকিং: স্টেকিংটা মূলত প্রুফ অফ স্টেক এলগারিদম ব্যবহার করে কয়েন তৈরী করে থাকে। স্টেকিং এ আপনি নিদ্দিষ্ট পরিমান কয়েন নিদ্দিষ্ট সময়ের জন্য নিজের ওয়ালেট এ অথবা অন্য কারো ওয়ালেট এ আবদ্ধ করে রাখবেন যেটা অনেকটা ফিক্স ডিপোজিট এর মতো এবং নিদ্দিষ্ট সময়ের পর আপনাকে লভ্যাংশ দেয়া হবে যার ফলে কয়েন এর পরিমান বৃদ্দি পাবে। এর ফলে আপনাকে আর উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে হলোনা অন্য দিকে উচ্চগতি সম্পন্ন হার্ডওয়্যারও কিনতে হলোনা এবং বিদ্যুৎ খরচ থেকেও বাঁচলেন । তাছাড়া সবচেয়ে বড় সুবিধা হলো স্টেকিং করার জন্য কোন প্রযুক্তিগত জ্ঞানেরও প্রয়োজন হয়না। তবে স্টেকং এ একটিমাত্র অসুবিধা আছে যেটা হলো আপনি চাইলেই যেকোন সময় এটা বিক্রি করতে পারবেন না যত সময়ের জন্য আপনি স্টেকিং করেছেন ততসময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতেই হবে।
যাই হোক নতুন কিছু নিজেও জানলাম এবং অন্যকে জনার সুযোগ করে দিলাম। আপনাদের আরো বিষদ জানা থাকলে শেয়ার করবেন যাতে আমিও আরো ভালোভাবে শিখতে পারি।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে মাইনিং এবং স্টিকিং সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য। ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কে আমার খুব একটা ভাল ধারণা নেই। তবে আপনার পোস্ট পড়ে আমি ক্রিপ্টোকারেন্সি মাইনিং সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পারলাম।
-
মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাইনিং ও স্ট্রিকিং সম্পর্কে এত সুন্দর আলোচনা করার জন্য। ষ্টেকিং সম্পর্কে ভাল ধারনা ছিল না আপনার এই পোস্টটি পড়ে তারপরে বুঝতে পেরেছি স্ট্রিকিং বিষয়টা কি।
-
মালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাইনিং ও স্ট্রিকিং সম্পর্কে এত সুন্দর আলোচনা করার জন্য। ষ্টেকিং সম্পর্কে ভাল ধারনা ছিল না আপনার এই পোস্টটি পড়ে তারপরে বুঝতে পেরেছি স্ট্রিকিং বিষয়টা কি।
ভাই পোষ্টটিতো মালাম ভাই করেননি করেছি আমি। আপনি নতুন ঠিক আছে কিন্তু কে পোষ্ট করেছে সেটা যদি না বুঝেন তাইলে কেমনে কি ;D ;D আশাকরি ফোরামে যতই পুরাতন হবেন ততই আরো শিখবেন।
ধন্যবাদ।
-
আমি ক্রিপ্টোকারেন্সিতে একেবারে নতুন। আমি জানতাম না যে মাইনিং কি এবং স্টেকিং কি। কিন্তু আপনার এই মুল্যবান পোস্ট এর মাধ্যমে আমি জানতে পারলাম যে মাইনিং কি এবং স্টেকিং কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
-
যেখানে যাই শুধু বিটকয়েন তথা ডিজিটাল মুদ্রার নাম শুনতে পাই কিন্তু এই ডিজিটাল মুদ্রা মুলত দুটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয়ে থাকে একটি হল মাইনিং বা প্রুফ অফ ওয়ার্ক আর একটি হল স্টেকিং বা প্রুফ অফ স্টেক। বর্তমান সময়ে মাইনিং করা খুবই কঠিন কিন্তু স্টেকিং করা খুবই সোজা। আর বর্তমান সময়ে অনেকে স্টেকিং করে ভাল আয় করছেন।
-
অসংখ্য ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আমাদের মত নতুন ইউজারদের জন্য খুবই দরকারী তথ্য এটা। হয়তো যারা মাইনিং/ স্টাকিং নিয়ে জানতো না তাদের জন্য খুব উপকারী হবে এটা। ধন্যবাদ ।
-
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত সহজ ভাবে আলোচনা করার জন্য। সাধারণত এই ধরনের পোস্ট সকলেই করে থাকে না। তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি এত সুন্দর একটি পোস্ট করেছেন।
-
আপনাকে অনেক ধন্যবাদ মাইনিং/স্টেকিং নিয়ে আলোচনা করার জন্য। মাইনিং/স্টেকিং এ দু'টি বিষয়ে আমি সঠিক কিছু জানতাম না। কিন্তু আপনার পোস্টে লক্ষ্য করে মাইনিং/স্টেকিং সম্পর্কে অনেকটাই জানতে পেরেছি। যারা আমার মত আছে যে মাইনিং/স্টেকিং সম্পর্কে তারা জানেনা তারা আপনার এই মূল্যবান পোষ্টটি লক্ষ করলে তারা আসলেই অনেক কিছু শিখতে ও জানতে পারবে। সিনিয়র ভাইরা যদি এভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে আমরা অনেকটাই উপকৃত হব।