Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: babu10 on January 11, 2021, 06:43:18 PM

Title: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: babu10 on January 11, 2021, 06:43:18 PM
বন্ধুরা অনেকে এই ফোরামে একাধিন আইডি খুলে করে থাকেন। এটা পুরাটাই একটা জালিয়াতি এবং ফোরামের নিয়মবর্হিভূত একটা কাজ। সেক্ষেত্রে কেউ রিপোর্ট করলে বা এডমিন জানতে পারলে আপনার সব আইডই ব্যান হবার সম্ভাবনা আছে। আবার একই ইন্টারনেট আইপি হলেও আপনি ব্যান খাবেন এতে কোন মাপ নাই। একটা সময় ছিল এডমিন এগুলো তেমন ফলোআপ করতোনা কারন এই ফোরামটাকে জয়প্রিয় করাই ছিল তাদের কাজ। আপনাদের মনে রাখা দরকার আগের সেই দিন এখন আর নাই। এই ফোরাম এখন যথেষ্ট জনপ্রিয় এবং দিনকে দিন আরো জয়প্রিয় হচ্ছে। তাই ভূলেও এই দুইনম্বরি কাজ করে নিজেকে বিপদে ফেলবেন না।

সমাধান:
যারা একাধিন আইডি করে ফেলেছেন তাদের উচিত এখনি মেইন আইডি থেকে এডমিনকে ম্যাসেজ দিয়ে ভূল স্বীকার করা এবং অন্য আইডি গুলোর লিংক দিয়ে ডুপ্লিকেট ট্যাগ অথবা ডিলিট করে দিতে বলা। তাহলে আপনি পুরাই নিরাপদ।
Title: Re: যারা ফোরামে একাধিন আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: Tamsialu$$ on January 11, 2021, 08:21:37 PM
এই ফোরামে অনেকেই বেশ কিছু ডুবলিকেট আইডি করেছিল কিন্তু তাদের আইডি গুলো ব্যান্ড করে দিয়েছে।আর জন্য ইতিমধ্যে সবাই সাবধান হয়ে গিয়েছে এখন থেকে দেখা যাবে হয়তো আর ডুবলিকেট একাউন্ট কেউ চালাবে না। আমার বিশ্বাস এখানে বর্তমানে কেউ হয়তো ডুবলিকেট একাউন্ট চালায় না। তার কারণ আমি এখনো বিশ্বাস করি যে এই ফোরামে সৎ লোক ছাড়া কখনো টিকে থাকতে পারবে না।
Title: Re: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: XM8 on January 13, 2021, 07:16:50 AM
বন্ধুরা অনেকে এই ফোরামে একাধিন আইডি খুলে করে থাকেন। এটা পুরাটাই একটা জালিয়াতি এবং ফোরামের নিয়মবর্হিভূত একটা কাজ। সেক্ষেত্রে কেউ রিপোর্ট করলে বা এডমিন জানতে পারলে আপনার সব আইডই ব্যান হবার সম্ভাবনা আছে। আবার একই ইন্টারনেট আইপি হলেও আপনি ব্যান খাবেন এতে কোন মাপ নাই। একটা সময় ছিল এডমিন এগুলো তেমন ফলোআপ করতোনা কারন এই ফোরামটাকে জয়প্রিয় করাই ছিল তাদের কাজ। আপনাদের মনে রাখা দরকার আগের সেই দিন এখন আর নাই। এই ফোরাম এখন যথেষ্ট জনপ্রিয় এবং দিনকে দিন আরো জয়প্রিয় হচ্ছে। তাই ভূলেও এই দুইনম্বরি কাজ করে নিজেকে বিপদে ফেলবেন না।

সমাধান:
যারা একাধিন আইডি করে ফেলেছেন তাদের উচিত এখনি মেইন আইডি থেকে এডমিনকে ম্যাসেজ দিয়ে ভূল স্বীকার করা এবং অন্য আইডি গুলোর লিংক দিয়ে ডুপ্লিকেট ট্যাগ অথবা ডিলিট করে দিতে বলা। তাহলে আপনি পুরাই নিরাপদ।
আপনি একদম ঠিক কথা বলেছেন ফোরামের অনেক সদস্য আছে যাদের আইডি অলরেডি ডুবলিকেট লেখা হয়েছে। কারণ তারা multi-account বা একাধিক আইডি ব্যবহার করেছে। তবে আপনি অনেক সতর্কতামূলক একটি পোস্ট করেছেন। কারণ আপনার এই পোস্ট পড়ে অনেকেই হয়তো সতর্ক হয়ে যাবে এবং তারা অবশ্যই multi-account করা থেকে বিরত থাকবে। আমাদের সকলের উচিত ফোরামের স্বার্থে multi-account পরিহার করা।
Title: Re: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: babu10 on January 13, 2021, 11:24:51 AM
বন্ধুরা অনেকে এই ফোরামে একাধিন আইডি খুলে করে থাকেন। এটা পুরাটাই একটা জালিয়াতি এবং ফোরামের নিয়মবর্হিভূত একটা কাজ। সেক্ষেত্রে কেউ রিপোর্ট করলে বা এডমিন জানতে পারলে আপনার সব আইডই ব্যান হবার সম্ভাবনা আছে। আবার একই ইন্টারনেট আইপি হলেও আপনি ব্যান খাবেন এতে কোন মাপ নাই। একটা সময় ছিল এডমিন এগুলো তেমন ফলোআপ করতোনা কারন এই ফোরামটাকে জয়প্রিয় করাই ছিল তাদের কাজ। আপনাদের মনে রাখা দরকার আগের সেই দিন এখন আর নাই। এই ফোরাম এখন যথেষ্ট জনপ্রিয় এবং দিনকে দিন আরো জয়প্রিয় হচ্ছে। তাই ভূলেও এই দুইনম্বরি কাজ করে নিজেকে বিপদে ফেলবেন না।

সমাধান:
যারা একাধিন আইডি করে ফেলেছেন তাদের উচিত এখনি মেইন আইডি থেকে এডমিনকে ম্যাসেজ দিয়ে ভূল স্বীকার করা এবং অন্য আইডি গুলোর লিংক দিয়ে ডুপ্লিকেট ট্যাগ অথবা ডিলিট করে দিতে বলা। তাহলে আপনি পুরাই নিরাপদ।
আপনি একদম ঠিক কথা বলেছেন ফোরামের অনেক সদস্য আছে যাদের আইডি অলরেডি ডুবলিকেট লেখা হয়েছে। কারণ তারা multi-account বা একাধিক আইডি ব্যবহার করেছে। তবে আপনি অনেক সতর্কতামূলক একটি পোস্ট করেছেন। কারণ আপনার এই পোস্ট পড়ে অনেকেই হয়তো সতর্ক হয়ে যাবে এবং তারা অবশ্যই multi-account করা থেকে বিরত থাকবে। আমাদের সকলের উচিত ফোরামের স্বার্থে multi-account পরিহার করা।

ফোরামের স্বার্থে না বলেন নিজের স্বার্থে। ধরুন আপনার একটি আইডি আছে ফুল মেম্বার আরেকটা আছে হিরো মেম্বার। যদি ধরা খান তবে তো দুটোই যাবে। আপনার সমস্ত ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই ভালো হবে আপনার একের অধিক আইডি আছে তাদের একটা ভালো র‌্যাংকের আইডি রেখে অপরগুলো বন্ধ করে দেয়া। আর বন্ধ না করলে আপনারই ক্ষতি। বিপদ কিন্তু বলে কয়ে আসেনা। চোরের দশ দিন আর মালিকের একদিন বলে একটা কথা আছে।
Title: Re: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: Mayajal on January 13, 2021, 12:49:03 PM
আপনি সঠিক একটা কথা বলেছেন এই ফোরামে অনেক লোক আছে তাদের এক থেকে দুইটি অ্যাকাউন্ট রয়েছে। অনেকের একাউন্টে ডুবলিকেট লেখা উঠেছে তাদের অনেক অ্যাকাউন্ট আছে। ইতিমধ্যে অনেকে ধরাও পড়েছে তাই কারো যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই অ্যাডমিনকে জানাবেন। তাহলে আপাতত একটা আইডি আপনার বাজবে।
Title: Re: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: Mahindra on January 13, 2021, 04:04:11 PM
আপনি ঠিক কথাই বলেছেন ভাই আসলেই এই ফোরামে অনেক ইউজার আছে যারা একাধিক আইডি না চালিয়ে তার বেশি আইডি চালাচ্ছে । তাদের নিজস্ব আইডি বাদে আরো multi-account তৈরি করে যাচ্ছে তাই এই ফোরামে অনেক রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে অনেকগুলো মাল্টি একাউন্ট ধরা পড়েছিল তাই আমাদের এই ফোরামে যারা multi-account চালান তারা অবশ্যই এডমিনকে পিএম দিয়ে জানাবেন তাহলে আপনার মেইন আইডি আপাতত বেঁচে যাবে।
Title: Re: যারা ফোরামে একাধিক আইডি খুলে কাজ করেন তাদের সতর্ক করছি।
Post by: Nostoman on January 13, 2021, 04:06:45 PM
একাধিক আইডি ব্যবহারের অনুমতি রয়েছে। অনুমতি অর্থাৎ এডমিন যদি ব্যবহারকারীকে clone লেখার পর বাউন্টি ম্যানেজার যদি গ্রহণ করে, তাহলে সে মাল্টিপল একাউন্ট চালাতে পারবে। এর জন্য এডমিন এর অনুমোদন লাগবে। এরকম একটি পোস্টে বলা আছে যে, আমাদের ফোরাম সদৃশ একাউন্ট ব্যবহার করার অনুমতি দেয়, তবে সেটা বাউন্টি ম্যানেজার যদি অনুমোদন দেয়। তবে একটি লক করা হলো।


নতুন টপিক তৈরীর মাধ্যমে জুনিয়রদের শিখতে সাহায্য করুন । পুরাতন ইউজার রা নতুন টপিক তৈরি। পুরাতন টপিকে আলোচনা থেকে বিরত থাকুন। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আলোচনা করুন। সবার বোঝার সুবিধার্থে সহজ ভাষায় লিখুন। ধন্যবাদ