Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: babu10 on January 13, 2021, 05:38:17 AM

Title: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: babu10 on January 13, 2021, 05:38:17 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: XM8 on January 13, 2021, 06:19:22 AM
কোন বাউন্টি দেখে বোঝার উপায় নেই যে কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে এবং কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে না। দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি করাই ভালো এবং কোন সময় সাপেক্ষ কিন্তু পাঁচটা বাউন্টি করে যদি  কোন টি থেকে পেমেন্ট না পাই তাহলে আমাদের মাঝে হতাশার সৃষ্টি হয়।কিন্তু আমরা যখন দশটি বাউন্টি করি তখন দশটার মধ্যে থেকে যদি একটি অথবা দুটি বাউন্টি প্রজেক্ট পেমেন্ট করে তাহলে আমি মনে করি সে দশটা করাই ভালো। এতে করে আমাদের মনোবল আরো দৃঢ় হয়।কারণ কোন বাউন্টি প্রজেক্ট থেকে বোঝা যায় না যে এই প্রজেক্টটি প্রেমেন্ট করবে কিনা।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Dark Knight on January 13, 2021, 06:44:33 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
বাউন্টি করাটা এখন সবার কাছেই প্রায় সহজ।বাউন্টি করার জন্য এখন সবাই টুইটার এবং ফেসবুকে বেশি অংশগ্রহণ করে । কিন্তু কোন বাউন্টি প্রজেক্ট সাকসেসফুল হবে সেটা কেউ বলতে পারবেনা। টুইটার ও ফেসবুকে কাজ করাটা অনেক সহজ। দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি করাই ভালো । কেননা দশটা বাউন্টি তে দুই অংশে কাজ করতে হয়। সে ক্ষেত্রে পাঁচটা বাউন্টিতে কম সময় লাগে এবং পাঁচটা বাউন্টি এর কাজ ভালো ভাবে সম্পন্ন করা যায় কিন্তু এই পাঁচটা বাউন্টি করে যদি আমরা পেমেন্ট না পাই তাহলে হতাশার সৃষ্টি হয়। কোন প্রজেক্ট দেখে বোঝা যায় না যে সেটি নিশ্চিত পেমেন্ট করবে ।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Mahindra on January 13, 2021, 04:14:42 PM
আপনি একদম ঠিক কথা বলেছেন দশটা বাউন্টি না করে ভালো দেখে যেগুলো সাকসেসফুল হবে সেগুলো পাঁচটা করলেই এনাফ। দেখা যায় ফর মে অনেক রকম বাউন্টি আসে। সেগুলোতে দীর্ঘদিন কাজ করে কোন পেমেন্ট পাওয়া যায় না। বিশেষ করে বাউন্টি তে টুইটার এবং ফেসবুক এই দুইটিতে সবচেয়ে বেশি লোক কাজ করে। তবে কাজের ধরন যদি আরো বাড়ানো হয় তাহলে অবশ্যই ভালো প্রেমেন্ট পাওয়া যাবে। আর দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি সম্পন্ন করলে দশটার চেয়ে অধিক পেমেন্ট পাওয়া যাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Emon khan on January 13, 2021, 05:39:44 PM
১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি?? আমার এই সম্পর্কে জানা নেই তবে আমরা বড় ভাইদের কাছে অনুরোধ করতেছি দয়া করে প্লিজ আমাকে জানিয়ে যাবেন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Tamsialu$$ on January 13, 2021, 11:15:09 PM
বর্তমানে দেখা যায় একটা বাউন্টি ক্যাম্পেইন আসলে সেটা সাথে সাথে বাউন্টি হান্টার যারা রয়েছে তারা এমন ভাবে জয়েন্ট হতে শুরু করে কয়েক মিনিটের মধ্যেই ফুল ফিলাপ হয়ে যায়।আবার আমরা দেখি যে টুইটার এবং ফেসবুকে কাজ করা অধিক সহজ দেখে এই দুটো তে সব থেকে বেশি ইউজার কাজ করছে। তাই অবশ্যই আমাদেরঅন্য সকল সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কাজ করতে হবে যেমন ইনস্টাগ্রাম, reddit, Article, YouTube এসমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কাজ করতে হবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Tamsialu$$ on January 13, 2021, 11:18:31 PM
১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি?? আমার এই সম্পর্কে জানা নেই তবে আমরা বড় ভাইদের কাছে অনুরোধ করতেছি দয়া করে প্লিজ আমাকে জানিয়ে যাবেন।
আপনি যদি শুধুবাউন্টি করে যাচ্ছেন শত শত কিন্তু সেখানে দেখা যাচ্ছে যদি প্রেমেন্ট পান তাহলে এত অল্প পরিমাণ যে গ্যাস ফ্রি উঠবে না। তার কারণ হলো আপনি শুধু টুইটার এবং ফেসবুকে কাজ করবেন আর আপনি একটু যদি লক্ষ করে দেখেন জারা রেডডিট, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর্টিকেল এই সমস্ত বিষয় কাজ করে তারা দেখেন আমাদের থেকে প্রায় 10 থেকে 20 ডাবল বেশি পেয়ে থাকে। এ কারণে বলা হয় ঐ সমস্তএকাউন্ট দিয়ে যদি আপনি 5 থেকে 6 টায় কাজ করেন তাহলেও 100 টার থেকে বেশি প্রেমেন্ট পাবেন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: NANCY on January 23, 2021, 08:59:49 PM
আপনি অনেক শিক্ষনীয় একটি পোস্ট করেছেন। আমার জানামতে দশটি বাউন্টি করার চেয়ে পাঁচটি  বাউন্টি করা ভালো। কারণ আমরা দেখেছি যে যেখানে দশটি বাউন্টি আসে সেখানে পেমেন্ট দিতে অনেক বাহানা হয়। আর যেখানে পাঁচটি বাউন্টি আসে সেখানে পেমেন্ট দিতে কোন মূল্যহীনতা করে না।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Apower$ on January 24, 2021, 05:17:47 AM
আমাদের কোনো বাউন্টি দেখে বোঝার উপায় নেই যে কোন বাউন্টি প্রজেক্ট সাকসেস হবে এবং কোন বাউন্টি প্রজেক্ট সাকসেস হবেনা। এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে আছি দশটা বাউন্টি না করে ভালো দেখে পাঁচটা বাউন্টি করলেই যথেষ্ট। দেখা যায় ফোরামে অনেক রকম বাউন্টি আসে, সেগুলোতে  দীর্ঘদিন কাজ করে কোনো পেমেন্ট পাওয়া যায় না। বিশেষ করে বাউন্টিতে, টুইটার এবং ফেসবুক এই দুইটিতে সবচেয়ে বেশি লোক কাজ করে।তবে কাজের ধরন যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই ভালো পেমেন্ট পাওয়া যাবে। আর দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি সম্পূর্ন করলে দশটার চেয়ে অধিক পেমেন্ট পাওয়া যায়।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: salukhe on January 24, 2021, 01:09:47 PM
এখনকার কোন বাউন্টি ভালো করে পেমেন্ট দিচ্ছে না। দেখা যাচ্ছে যে দুই থেকে তিন সপ্তাহ কাজ করার পর  বন্ধ করে দেয়। ১০০ বাউন্টি মধ্যে দেখা যায় যে ৫ থেকে ৬ বাউন্টি প্রেমেন্ট দিচ্ছে। বাউন্টি করে তেমন টাকা উপার্জন করা যায় না। সব বাউন্টি যদি ঠিকমতো পেমেন্ট দিত তাহলে অনেক ভালো হতো। আর আমরা সঠিকভাবে বলতেও পারিনা যে কোন বাউন্টি কেমন হবে তার জন্যে সব বাড়িতেই আমরা কাজ করে থাকি। অবশেষে দেখা যায় যে বাউন্টি গুলো ফেক ছিল।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: iRan Chy on February 10, 2021, 05:35:36 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
বাউন্টি এর ক্ষেত্রে সোশাল মিডিয়া টাস্ক গুলো সহজ তাই সবাই সোশাল মিডিয়ার ক্যাম্পেইন গুলোতে জয়েন করে। কিন্তু আর্টিকেল এবং ইউটিউব রিভিউ এই দুইটা কাজ সবার পক্ষে করা সম্ভব নয়। কারণ, আর্টিকেল লেখার ক্ষেত্রে ইংরেজিতে পারদর্শী এবং প্রজেক্ট সম্পর্কে ভালো জ্ঞ্যান থাকা জরুরি। আর ইউটিউব রিভিউ এর ক্ষেত্রে সাবস্ক্রাইব এবং ভিউ এই দুটি না থাকলে বাউন্টি ম্যানেজার তা গ্রহণ করেনা। তাই সময় এবং কষ্ট দুইটাই বৃথা হয়ে যায়।

আমি সোশাল মিডিয়া ক্যাম্পেইনে জয়েন করি। কিন্তু এতে ভালো কোন রিওয়ার্ড পাওয়া যায়না। কিভাবে আর্টিকেল লিখতে পারদর্শী এবং ইউটিউব রিভিউ তে সাবস্ক্রাইব এবং ভিউ পাওয়া যাবে তা যদি বলতেন আমার জন্য খুব উপকার হতো।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Herry on February 10, 2021, 06:33:03 PM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য তুলে ধরেছেন। ইদানিং ফেসবুক এবং টুইটারে পার্টিসিপেট এর সংখ্যা এত বেড়ে গেছে যে বাউন্টি শেষে তেমন কোন পেমেন্ট পাওয়া যায় না। সেজন্য আমি মনে করি যে বেশি বাউন্টি না করে অল্পকিছু বাউন্টিতে সবগুলো অংশে বা সেকশনে পার্টিসিপেট করা তাহলে দেখা যাবে যদি বাউন্টি সাকসেসফুল হয় ভালরকম পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Mj joy on February 10, 2021, 07:58:18 PM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আসলে ভাই কোন বাউন্টি সাকসেস হবে কোন বাউন্টি সাকসেস হবে না  এটা বলাএকেবারে অসম্ভব। তাই আমি মনে করি 5 টা কিংবা দশটা যেটাই করেন কোনটা সাকসেস হবে সেটা বলা যায় না এটা নির্ভর করে বাউন্টি হান্ডারদের উপর।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Angel jara on February 11, 2021, 05:47:31 AM
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বাউন্টি প্রজেক্টগুলো। কারণ বাউন্টি প্রজেক্ট কাজ করলে তা সহজেই সাক্সেস হওয়া যায়। সবাই বাউন্টি দিকে বেশি ঝুঁকে পড়েছে কারণ এইগুলো স্পাম করে না।দশটা বাউন্টি না করলে পাঁচটি বাউন্টি করা ভালো নয় এই কথাটা দাঁড়া আমি কিছুই বুঝতে পারিনি। এখানে কি মিন করা হয়েছে। এই বিষয়ে জানার জন্য সিনিয়র ভাইদের পরামর্শ গ্রহণ করোন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Goldlife on February 11, 2021, 05:53:48 AM
হ্যাঁ ভাই আমি আপনার কথাতে একমত পোষণ করছি কারণ সবগুলো বাউন্টিতে জয় না করে যদি কিছু সংখ্যক বাউন্টিতে সবগুলো ক্যাম্পেইনে যদি কাজ করা যায় তাহলে বেশি মুনাফা অর্জন করা যাবে তাই সবাইকে সাজেস্ট করব যে বাউন্টি করবেন তারা যেন ধীরে আস্তে আস্তে সুন্দর ভাবে সবগুলো ক্যাম্পেন ভালো ভাবে কাজ করতে হবে না বাড়িতে কাজ করলে পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ আমি আশা করছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: bmw1 on February 11, 2021, 06:01:12 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
হ্যাঁ আপনি সঠিক বলেছেন যে দশটি বাউন্টি কে দুটি অংশে কাজ করা থেকে পাঁচটি বাউন্টিতে সব অংশের কাজ করা ভালো, কিন্তু আমরা যারা ফেসবুক টুইটার টেলিগ্রাম এগুলো সাধারণত কাজ করে থাকে এগুলো সহজ করে। আমরা অনেকেই রিডিট, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর্টিকেল ইত্যাদিতে কাজ করতে পারিনা। এর জন্য এই সাইটগুলোতে কাজ করতে হলে আমাদের পোস্টে অনেক সময় লাগে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Malam90 on February 12, 2021, 04:43:14 AM
একমত। তবে এজন্য আমাদের যোগ্যতা বাড়াতে হবে। বাংলা ভাষায় কেউ হোয়াইটপেপার ট্রান্সলেশন করেনা। আমাদের যোগ্যতার অভাব আছে এজন্য কোন বাউন্টিতে হোয়াইটপেপার ট্রান্সলেশন করার অপশন রাখেন। আজকে একজন বিএম আমাকে বললেন, এএনএন করেছেন হোয়াইট পেপারও করেন। আমি নিজেও এখনও ওভাবে প্রস্তুত না। আমাদের যোগ্যতা বাড়াতে হবে তাহলে আমরাও পারবো একদিন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Batch18-19 on February 12, 2021, 05:06:46 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আপনি একদম সঠিক কথা বলেছেন দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি করাই বেটার।আমরা 10তা বাউন্টি ক্যাম্পেইন করলাম কিন্তু আমরা যদি সে দশটার কোনটার খোঁজ খবর না রাখতে পারি সেক্ষেত্রে আমাদের বাউন্টি করে কোন মূল্যায়ন থাকবে না।তবে যদি আমরা অল্প পরিমাণ বাউন্টি ক্যাম্পেইনে অ্যাড হয়ে সেগুলো নিয়মিত আপডেট সম্পর্কে জানতে পারি তাহলে সেটাই ভালো।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Blue_sea on February 12, 2021, 07:14:08 AM
খুবই যুক্তিসংগত কথা। বেশি বাউন্টিতে এড হয়ে কাজ করলে পরিশ্রমও বেশি হয় সেখানে আশানুরুপ পেমেন্ট পাওয়া যায় না। তবে যদি সেখানে আমরা কয়েকটি বাউন্টিতে কাজ করি এবং সব গুলো সাইটে ক্যাম্পেইন করি তাহলে ভাল পেমেন্ট পাওয়ার আশা রাখতেই পারি। এটা অধিক যুক্তিযুক্ত।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: babu10 on February 12, 2021, 08:27:31 AM
খুবই যুক্তিসংগত কথা। বেশি বাউন্টিতে এড হয়ে কাজ করলে পরিশ্রমও বেশি হয় সেখানে আশানুরুপ পেমেন্ট পাওয়া যায় না। তবে যদি সেখানে আমরা কয়েকটি বাউন্টিতে কাজ করি এবং সব গুলো সাইটে ক্যাম্পেইন করি তাহলে ভাল পেমেন্ট পাওয়ার আশা রাখতেই পারি। এটা অধিক যুক্তিযুক্ত।

হুম তবে আপনার যোগ্যতা অর্জন করতে হবে। চাইলেই আপনি ইউটিউব এবং আর্টিকেল সেকশন এ কাজ করতে পারবেন না কারনে আপনি শুধু একটা ভিডিও বানালেই আপনাকে স্টেকস দিবেনা, আপনার ভিডিওটা হতে হবে গ্রহণযোগ্য এবং সুন্দর তাহলে তাহলে আপনি স্টেকস পেতে পারেন অন্যদিকে আর্টিকেলও তাই। আপনি খুব দক্ষভাবে ইংরেজীতে প্রজেক্টটা উপস্থাপন করতে হবে তাহলেই আপনি পুরষ্কারের আশা করতে পারেন।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Bony11 on February 12, 2021, 10:03:11 AM
ভাই আপনি সুন্দর একটি টপিক তৈরি করেছেন।বর্তমানে বেশিরভাগ বাউন্টি হান্টারা যেকোনো বাউন্টি তে অ্যাড হয়ে তারা টুইটার ও ফেসবুক এই দুটি অংশে বাউন্টি করে থাকে। ফলে তারা বেশি ভালো পেমেন্ট পায় না ক্ষুদ্র ক্ষুদ্র পেমেন্ট পেয়ে থাকে। আর যদি সবাই প্রতিটি বাউন্টিতে শুধু দুটি অংশে বাউন্টি না করে  বাকি অংশগুলো তে যেমন টেলিগ্রাম,আর্টিকেল, ইউটিউব সবগুলো অংশের যদি বাউন্টি করে।তাহলে তারা আরো বেশী এবং ভালো একটি পেমেন্ট পাবে বলে আমি মনে করি। তবে সবগুলো অংশে বাউন্টি করতে গেলে তারা সময়ের অভাবে বেশি বাউন্টি করতে পারবেনা। সবগুলো অংশটি করতে গেলে দেখা যাবে 10টির জায়গা 5টি করতে হবে। কিন্তু অন্যদিকে দেখা যাবে যে 5টি বাউন্টি করে আমার কোনটা থেকে পেমেন্ট পেলাম না। সে তুলনায় দেখা যায় যে 5টিতে কাজ না করে  দুটি অংশে 10 টি বাউন্টিতে কাজ করা বেশি ভালো হবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: ranaprime on February 12, 2021, 10:06:11 AM
খুবই যুক্তিসংগত কথা। বেশি বাউন্টিতে এড হয়ে কাজ করলে পরিশ্রমও বেশি হয় সেখানে আশানুরুপ পেমেন্ট পাওয়া যায় না। তবে যদি সেখানে আমরা কয়েকটি বাউন্টিতে কাজ করি এবং সব গুলো সাইটে ক্যাম্পেইন করি তাহলে ভাল পেমেন্ট পাওয়ার আশা রাখতেই পারি। এটা অধিক যুক্তিযুক্ত।

হুম তবে আপনার যোগ্যতা অর্জন করতে হবে। চাইলেই আপনি ইউটিউব এবং আর্টিকেল সেকশন এ কাজ করতে পারবেন না কারনে আপনি শুধু একটা ভিডিও বানালেই আপনাকে স্টেকস দিবেনা, আপনার ভিডিওটা হতে হবে গ্রহণযোগ্য এবং সুন্দর তাহলে তাহলে আপনি স্টেকস পেতে পারেন অন্যদিকে আর্টিকেলও তাই। আপনি খুব দক্ষভাবে ইংরেজীতে প্রজেক্টটা উপস্থাপন করতে হবে তাহলেই আপনি পুরষ্কারের আশা করতে পারেন।
আপনি ঠিক বলেছেন সাথে আর একটু বিষয় এড করতে চাই তাহল যে ইউটিউভ একটি বড়পরিসরের কাজ। এখানে কাজ করতে আপনাকে ভিডিও মেকিং করতেই হবে পাশা পাশি আপনার চ্যানেলের সাসক্রাইভার বাড়াতে হবে। যা একটু কঠিন কাজ বটে। তবে সময় দিলে পারা সম্ভব। চেস্টা করলে কি না হয়। আমাদের এই কমিউনিটি কম বড় নয়। সাসক্রাভার হয়তো বাড়ানোও সম্ভব।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: salukhe on February 12, 2021, 07:40:48 PM
আসলে কি কোন বাউন্টি কি রকম আমরা তা কেউ আগে থেকে জেনে থাকি না। অনেক সময় দেখা যায় যে কোন কোন বাউন্টি থেকে পেমেন্ট পাইতেছিনা। আমার দেখা যায় যে কোন কোন বাউন্টি থেকে আমরা খুব অল্প পরিমাণ প্রেমেন্ট পাচ্ছি। আবার কোনো বাউন্টি থেকে ভালোই প্রফিট পাওয়া যায়। আমরা যেহেতু জানি না যে কোন বাউন্টি কি রকম হবে তার জন্য আমাদের সব বাউন্টি তে কাজ করতে হবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Mist Joya on February 12, 2021, 08:18:42 PM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আপনি যে কথাটা তুলে ধরেছেন ভাই সেটা অনেক মূল্যবান কিন্তু আমার মনে হয় বাউণ্ডি হান্ডার যে পজিশনে  কাজ দিলে ভালো হয় সেই পজিশনে তারা কাজ দিয়েছেন। তবে আপনার বক্তব্য  ভালো তারা যে ফর্মুলায় কাজ করতে বলবে সেই ফর্মুলায়  কাজ করতে হবে। আপনি আরো যে কথাটি বলেছেন   দশটার চাইতে পাঁচটা করা ভালো সেখানে আমি বলবো বাউন্টি কোনটা সাকসেস হবে সেটা বলা যায় না।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Markuri33 on February 12, 2021, 11:24:40 PM
এটা ঠিক বলেছেন আসলে বাউন্টি করে দেখা যায় বেশি কিছু পাওয়া যায় না। যদিও সাকসেস হয় সেই বারোটি থেকে যা কিছু পাওয়া হয় তার থেকে বেশি গ্যাস ফ্রি লাগে যে কারণে সেই টোকেন গুলো ওয়ালেটে থেকে যায়। দেখা যায় বর্তমানে টুইটার, ফেসবুক করে শত শত বাউন্টি হান্টার তাই দেখা যায় বেশি পেমেন্ট পাওয়া যায় না।এজন্য ভালো হবে আপনি যে বলেছেন এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনে অ্যাড হওয়া যায় তাহলে অনেক বেশি প্রেমেন্ট পাওয়া যাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Lutera94 on February 13, 2021, 02:00:49 AM
আসলে আর্টিকেল বা ভিডিও এতগুলো রেডি করা একটু কঠিন। তাই অনেকেই করতে পারেনা। এখানে অনেক মেধা খাটাতে হয় ও প্রজেক্ট সম্পর্কে অনেক পড়াশোনা করতে হয়। কিন্তু ফেইসবুক বা টুইটারে তেমন কিছুই লাগেনা। আপনি শুধু শেয়ার বা পোস্ট করলেই হয়।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Magepai on February 13, 2021, 06:49:21 AM
বর্তমান সময়ে টুইটার এবং ফেসবুক সবথেকে বেশি কাউন্টি হান্টার অ্যাড হয়। এজন্য দেখা যায় বাউন্টি করে কিছু পাওয়া যায় না। এগুলো করার থেকে আসলেই যদি একটু কষ্ট করে অনেকগুলো বাউন্টি না করে দেখে দেখে কয়েকটার মধ্যে অ্যাড হয়ে রেডিট ইনস্টাগ্রাম অথবা আর্টিকেল এই কয়েকটির মধ্যে যদি করা যায় তাহলে কয়েকগুণ বেশি টোকেন পাওয়া যাবে। কিন্তু দেখা যায় আর্টিকেল এবং ইউটিউব ক্যাম্পেইন করে অনেক কষ্টসাধ্য সবার পক্ষে সম্ভব হয় না।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: bmw1 on February 17, 2021, 06:47:51 PM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আপনাকে অনেক ধন্যবাদ আমরা বেশিরভাগ সময় টুইটার ফেসবুক এ দুটি ক্যাম্পেইন করে থাকি। কিন্তু এখন থেকে অন্যান্য ক্যাম্পিং যেমন রেডিট, আর্টিকেল, ভিডিও ইত্যাদি করে থাকবো
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Sumaiya2 on February 17, 2021, 07:26:55 PM
ভাই কিভাবে আপনার কথায় মদ দেবো কারণ বাউন্টি সাকসেস হয় না আর যদিও সাকসেস হয় পেমেন্ট করে না। আজ অনেকদিন যাবত কোন পেমেন্ট পাইনি যার কারণে এখন অন্য কাজ খুজতে হবে। বেশিরভাগ মানুষগুলোই পেমেন্ট করে না তারা স্কাম বলে দেয় পেমেন্ট করে না।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Lovepro Max on February 18, 2021, 04:09:37 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আমি মনে করি দশটা বাউন্টি করা থেকে পাঁচটা বাউন্টি করা বেশি ভালো । বাউন্টিতে অনেকগুলো ক্যাম্পেইন দেওয়া থাকে আমার মনে হয় বেশী বাউন্টি করার থেকে পাঁচটা বাউন্টিতে সকল ক্যাম্পেইন করা বেশি উত্তম। যদি সাকসেসফুল হয় তাহলে বেশি প্রফিট পাওয়া যাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Triedboy on February 18, 2021, 11:58:17 PM
বাউন্টি হান্টারদের বর্তমানে খুবই দুর্দশা নেমে এসেছে। তার কারণ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু অনেক ভাল হয়েছে দেখা গিয়েছে বিটকয়েন ও ইথিরিয়াম সহ সব ধরনের কয়েনের প্রাইস বৃদ্ধি পাচ্ছে। কিন্তু গ্যাস ফ্রি এর কারণে বর্তমান সময়ে কেউ টোকন সেল দিতে পারছে না। বর্তমানের তারপরও দেখা যায় প্রচুর পার্টিসিপেট সংখ্যা রয়েছেবাউন্টি হান্টার তারা শুধু ফেসবুক টুইটার এগুলা কাজ করছে যে কারণে দেখা গেছে খুব একটা টোকেন পাওয়া যাচ্ছে না। তাই আমি মনে করি এগুলো বাদ দিয়ে যদি রেডডিট ইউটিউব অথবা যদি টেলিগ্রাম অ্যাম্বাসেডরএ ধরনের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে যদি অ্যাড হওয়া যায় তাহলে অবশ্যই অনেক টোকেন পাওয়া যাবে।তাই আমি মনে করি বেশি থেকে দু একটা দেখে দেখে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার একাউন্টে এড হতে পারলে কয়েকগুণ বেশি টোকেন পাওয়া যাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Ogma on February 19, 2021, 03:10:41 AM
মার্কেটে যেসব বাউন্টি আসে কোন বাউন্টি দেখে বোঝার উপায় নাই যে এই প্রজেক্টটি সাকসেসফুল হবে অথবা সাকসেসফুল হবে না । যেকোনো প্রজেক্ট সাকসেসফুল হলে পরে বোঝা যায় যে এটি সাকসেসফুল হয়েছে অথবা ব্যর্থ হয়েছে । তাই আমি মনে করি কোন বনকে কে অবহেলা করা উচিত নয় ।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: GroundCrypto on February 19, 2021, 07:50:48 AM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আপনি ঠিক প্রসঙ্গ তুলে ধরেছেন। আমি আপনার সাথে একমত পোষণ করছি। ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো। ভালোভাবে কয়েকটি বাউন্টি ক্যাম্পেইন এ সবগুলা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে পারলে অনেক ভালো পেমেন্ট আশা করা যাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Alvida on February 19, 2021, 08:58:33 AM
হ্যাঁ দশটা বাউন্টিতে কাজ করার চেয়ে পাঁচটা বাউন্টিতে কাজ করা ভালো। কারণ দশটা বাউন্টিতে সবগুলা ক্যাম্পেইনে জয়েন হওয়া যায়না তারচেয়ে পাঁচটা বাউন্টিতে সবগুলো ক্যাম্পেইনে জয়েন হলে ওই দশটি বোনটির চাইতে বেশি পরিমাণ পেমেন্ট পাওয়া যাবে। তবে আমরা সবাই মোটামুটি টুইটার ফেসবুক ইনস্টাগ্রাম লিংকডিন ও রেড্ডিট ক্যাম্পেইনে সবাই জয়েন হতে পারে। কিন্তু আর্টিকেল ইউটিউব অন্যান্য ক্যাম্পেইন গুলোতে কি কাজ করতে হয় এ বিষয়ে আমার কোন ধারণা নেই বা জানা নেই। যদি সিনিয়র ভাই আমাকে কেউ সাহায্য করতেন যে কিভাবে আর্টিকেল ইউটিউব ক্যাম্পেইনে কাজ করতে হয়। তাহলে খুব উপকৃত হতাম এবং পরবর্তীতে ক্যাম্পেইন গুলোতে কাজ করার উৎসাহ পেতাম।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Lukamaxin on February 19, 2021, 12:33:24 PM
বেশি বাউন্টি করে লাভ নেই। দেখে দেখে রিসার্চ করে যদি 10 টির জায়গায় 5 টি বাউন্টি করা যায় আমার মনে হয় সেটা খারাপ হবে না। সময়ও বাচবে কস্ট কম করতে হবেে এবং যারা স্ক্যাম বাউন্টি চালায় তারা সুযোগ কম পাবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: bmw1 on February 19, 2021, 12:51:07 PM
আপনি সঠিক বলেছেন কারণ দশটি বাউন্টি না করে পাঁচটি বাউন্টি করা ভালো যদি দশটি বাউন্টিতে দুটি করে ক্যাম্পিং করে তারচেয়ে পাঁচটি বাউন্টিতে পাঁচটি করে ক্যাম্পিং করা ভালো। এর কারণ হলো যদি কেউ দুটি বাউন্টি করে যেমন ফেসবুক, টুইটার, এই দুটি ক্যাম্পেইন সবচেয়ে বেশি করা হয়। এর জন্য প্রজেক্ট গুলো কম সাকসেশন আর দশটি বাউন্টি এরচেয়ে পাঁচটি বাউন্টি তে পাঁচটি ক্যাম্পিং করলে যেমন আর্টিকেল, ভিডিও, রিডিট, মিডিয়াম, ব্লক এগুলো করলে সব ক্যাম্পিঙে পার্টিসিপেট থাকে। তাহলে প্রজেক্টটা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: AlviNess on February 21, 2021, 04:12:00 PM
ফোর আমি যেহেতু নতুন তাই বুঝতে পারছি না যে কোন বাউন্টি প্রযুক্তি ভালো হতে পারে এবং কোন বাউন্টি প্রজেক্টটি খারাপ হবে।এজন্যই ফোরামের যতগুলো বাউন্টি ক্যাম্পেইন আসছে তার অধিকাংশ বাউন্টি ক্যাম্পেইনে জয়েন হয়ে কাজ করার চেষ্টা করছি। হয়তো এদের মধ্যে থেকে যেকোন একটা বাউন্টি প্রযুক্ত সাকসেসফুল হবে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: JISAN on February 21, 2021, 04:18:42 PM
আমরা সাধারণত টুইটার, ফেসবুক এ বাউন্টি হান্টারা বেশী পরিমান অংশগ্রহণ করে থাকি কারণ এই অংশতে কাজ করা অন্য অংশের তুলনায় সহজ । ইদানিং এই দুই অংশে অংশগ্রহনের পরিমান এত বেড়েছে দিনশেষে তেমন কোন পেমেন্টই পাওয়া যায়না। তাই আমি মনে করি বাউন্টি হান্টারদের কোয়ালিটির পরিমান বাড়ানো যেমন-ইউটিউব, ইনষ্টাগ্রাম, আটিংকেল, রেডিটসহ আরো যেই যেই অংশ থাকে সেখানে একসাথে। তারে হয়তো সময়ের কারণে বেশী পরিমান বাউন্টি করা যাবেনা কিন্তু আমি মনে করি ১০টা বাউন্টিতে ২অংশে কাজ করা থেকে ৫টা বাউটি তে সব অংশে কাজ করা বেশী ভালো।

আপনাদের মতামত আশা করছি।
আসলে বাউন্টি হান্টার দিন দিন বারতেছে তাই নতুনরা ফেসবুক টুইটার সহজ বলে এগুলো তে জইন হয়ে কাজ শিখতে বা শুরু করতেছে। তাই পুরাতন হান্টারদের উচিৎ ফেসবুক টুইটারের দিকে বেশি ফোকাস না দিয়ে অন্যান্য ক্যম্পেনে কাজ করার চেষ্টা করার।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Milon626 on March 07, 2021, 02:29:54 PM
কোন বাউন্টি সাকসেস হবে আর কোন বাউন্টি সাকসেস হবে না তা কিন্তু আগে থেকে কখনোই জানা সম্ভব নয়।  তাই ১০টা বাউন্টিতে জয়েন হলে কোন টা স্ক্যাম হলেও অন্যান্য গুলা থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থেকে যায়।  কিন্তু আপনি যখন অল্প বাউন্টিতে অংশগ্রহণ করবেন তাহলে যদি প্রজেক্ট সাকসেসফুল না হয় তবে আপনার সব কষ্ট বৃথা যাবে।                                 
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Damrai5$ on March 08, 2021, 01:27:34 AM
আসলে আমরা যারা বাউন্টি সেকশনে কাজ করি আমরা বেশিরভাগ ক্যাম্পিয়নে এড হই ফেসবুক টুইটার যার জন্য আমরা বেশি টোকেন পাচ্ছিনা। আমরা যদি ফেসবুক এবং টুইটার না করে রেডিত ইউটিউব এবং আর্টিকেল বা ভিডিও ক্যাম্পিয়ান করি তাহলে অনেক বেশি টোকেন পাব। 20 থেকে 30 বাউন্টিতে এড হওয়ার প্রয়োজন নেই আমরা যদি নিয়মিত 5 থেকে 6 টা এইসব সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অ্যাড হতে পারি তাহলে অবশ্যই বেশি লাভবান হওয়া সম্ভব।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: ExtraPoint on March 08, 2021, 04:44:49 AM
আমরা সাধারণত বাউন্টি করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয় বেশি। যাদের আইডির রেঙ্ক ছোট তারা সবাই সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয় বেশি। তবে দশটা বাউন্টি করতে অনেক পরিশ্রম ও সময়ের ব্যাপার। আমার কাছে মনে হয় পাঁচটা বাউন্টি করাই ভালো। এতে ভালভাবে কাজ সুসম্পন্ন করা যায় এবং সময় কম লাগে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: bmr on March 08, 2021, 12:17:36 PM
বেশি বাউন্টি না করে যদি কম বাউন্টিতে জয়েন করে প্রায় সব গুলো বাউন্টিতে জয়েন করে কাজ করা যায় আমার মনে হয় সেটিই ভাল। টোকেনও বেশি পাওয়া যাবে আবার অন্যদিকে কাজও তুলনামুলকভাবে কম।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Ricky on March 08, 2021, 01:12:29 PM
আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি। দশটা বাউন্টি ক্যাম্পেইন একটু একটু করে করা থেকে পাঁচটা বাউন্টি ক্যাম্পেইন ভালোভাবে করা অনেক ভালো। এখন ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এখন ভালো কিছু বাউন্টি দেখে জয়েন করলে এবং পুরোপুরি কাজ করতে পারলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যায়।  কারণ এখন প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Goldlife on March 11, 2021, 06:10:15 AM
আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি। দশটা বাউন্টি ক্যাম্পেইন একটু একটু করে করা থেকে পাঁচটা বাউন্টি ক্যাম্পেইন ভালোভাবে করা অনেক ভালো। এখন ফোরামে অনেক ভালো ভালো বাউন্টি আসতে শুরু করেছে। এখন ভালো কিছু বাউন্টি দেখে জয়েন করলে এবং পুরোপুরি কাজ করতে পারলে অবশ্যই ভাল প্রফিট আশা করা যায়।  কারণ এখন প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন কারণ দশটা পাওয়ার থেকে পাঁচটা বাউন্টি করলে বেশি ফল পাওয়া যাবে কিন্তু আপনাকে বের করতে হবে আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কোনদিন পাবে না কারণ সেটা কিন্তু আপনি এখনই বুঝতে পারবেন না তাই আপনাকে বলবো যে আপনি এখন বেশি বেশি বাউন্টি করুন যখন আপনি পুরাতন হবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কোন বাউন্টি গুলা ভালো এবং খারাপ
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: ExtraPoint on March 11, 2021, 11:47:08 AM
আমার কাছেও তাই মনে হয় যে দশটা বাউন্টি না করে পাঁচটা বাউন্টি করা অনেক ভালো। এত সময় কম লাগে এবং পরিশ্রম কম হয়।পাঁচটা বাউন্টির  মধ্যে যদি একটাও সাকসেসফুল না হয় তাহলে আমরা খুব হতাশাগ্রস্ত হয়ে পড়বো। আবার যদি দশটা বাউন্টি করি তাহলে আমাদের সময় ও পরিশ্রম দুটোই বেশি লাগে। কিন্তু দশটা বাউন্টি করলে একটা না একটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Maynul96 on March 13, 2021, 08:40:05 AM
বাউন্টিগুলোর ফেসবুক, টুইটার ক্যাম্পেইনগুলো অন্যান্য ক্যাম্পেইনের তুলনায় অনেক সহজ হয়ে থাকে তাই সবাই এইগুলো করে থাকে। এটা ঠিক যে অন্য ক্যাম্পেইনের তুলনায় এইগুলোতে পেমেন্ট খুব কম পাওয়া যায়। অন্য ক্যাম্পেইনে পার্টিসিপ্যান্ট অনেক কম হয় তাই পেমেন্ট ভালোই পাওয়া যায়।                 
Title: Re: ১০টা বাউন্টি না করে ৫টা বাউন্টি করা ভালো নয় কি??
Post by: Tubelight on March 18, 2021, 09:38:16 AM
অবশ্যই ভাই আমরা যদি দশটা বাউন্টি প্রজেক্ট করি এবং দশটার কোনটা যদি নিয়মিত আপডেট না জানি তাহলে সে বাউন্টি করার কোন মূল্য থাকে না।তবে আমরা যদি পাঁচটা ভালো মানের বাউন্টি করে সেই পাঁচটা বাউন্টি নিউজ নিয়মিত রাখতে পারি তাহলে সেটাই ভালো।